এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিস্তা বনাম এক্সপি-র ধর্মযুদ্ধ

    Samik Mukherjee
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০০৯ | ৪৬১৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath | 117.194.193.14 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৫৫408781
  • কিন্তু অরি-দা ভুতো র পোস্টটাকে হাবিজাবি কঠিন বলে কেন? আমি তো দেখলাম ওটায় - এটা করো, ওটা করো পরপর বলা আছে, স্টার্ট-এ যাও, রান করো ইত্যাদি। গুছিয়ে।

    বাঁদিকে ওমুক দেখবে সেখানে ডাবল ক্লিক করো ইত্যাকার। তব্বে?

  • arjo | 168.26.205.170 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০১408782
  • ১৬। একদম তাই ন্যাড়াদার কথা অক্ষরে অক্ষরে ফলে গেল। আগের মেথডটা ঠিক কাজ করলে না। এবারে প্ল্যান বি। আর আমি চাই যেই সিস্টেমে লগ ইন করবে সেই যাতে গুরু দেখতে পায়।

    ১৭। তাই /usr/share/fonts/truetype/ এর আন্ডারে myfonts (যা ইচ্ছে নাম দিতে পারেন) বলে একটা ডাইরেকটরী তৈরী করুন। ঐ mkdir কম্যান্ড ইউজ করুন।

    ১৮। তারপর ডাউনলোড করা ফন্ট এই সদ্য তৈরী ডাইরেকটরিতে কপি করুন।

    cp /home/aryya/Desktop/banglaplain.ttf myfont/

    ১৯। ফন্টটি ইনস্টল করুন fc-cache -f -v

    ২০। শেষ হলে ফায়ারফক্স খুলে গুরু খুলুন। দিব্যি বাঙলা দেখতে পাবেন। এবারে পোস্ট করুন, এই আমি যেমন করছি এখন।

    যা বুঝলাম লিনাক্ষ প্রেমীরা লিনাক্ষের থেকে বেশি ভয়ংকর। :)))

    (শেষ)
  • arjo | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০৮408783
  • ও হ্যাঁ এইসব ইনস্টল ফল করতে হলে sudo হয়ে সিস্টেমে প্রবেশ করতে হবে। অনেকটা উইন্ডোজ অ্যাডমিনের মতন। উইন্ডোজে অ্যাডমিন হয়ে ঢুকতে হলে লগ অফ করতে হয় তা এখানে কম্যান্ড প্রম্পটে sudo করেই ঢোকা যায়।
  • nyara | 67.88.241.3 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৩৩408784
  • আনন্দবাজার পড়বে না?
  • arjo | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০২:৫০408785
  • না পড়লে পিছিয়ে পড়ব যে। এখন আপডেট চালিয়েছে ২৪৫ খানা ফাইল ডাউনলোড করছে। ওপেন অফিস, পার্ল, পাইথন আরও কি কি জানি সব দেখালে। এত কিছু নিয়ে কি হবে তা জানি না। কিন্তু মুফতে পাওয়া যাচ্ছে নিয়ে নিই। এরপরেই মিশন আনন্দবাজার।
  • Binary | 198.169.6.69 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৩২408786
  • এট্টা প্রশ্ন ছ্যালো,
    এট্টা ল্যাপিতে যেতায় ১৫০জিবি মতন খালি আছে, আর ভিস্তাহোম অলরেডি আছে, সেটায় ভিস্তাহোম,এক্সপি আর ইউবান্টু তিনটে-ই রাখা যাবে ? আর তীনটতে-ই আলাদা আলাদা বুট করা যাবে ? তাইলে তিনটেই ঘেঁটে দেখা যেত।
  • sibu | 207.47.98.129 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৩৩408787
  • দরকার কি? কিউরিয়সিটি কিলড দ্যা ক্যাট।
  • Binary | 198.169.6.69 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৩৭408788
  • আরে সক্কলে অ্যাতো তক্ক অ্যাতো এক্সপেরিমেন্টো নাবাচ্ছে, সেটা কি এম্নি এম্নি নাকি ? নইলে আমাত্তো ভিস্তা-এক্সপি কোনোএট্টা হলেই চলে যায়।
  • bitoshok | 128.101.220.108 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৩৮408789
  • যাবে। http://tinyurl.com/jxz7n
  • arjo | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৪০408791
  • আবাপ পড়তে গিয়ে আটকে গেছি। দেখি কি করা যায়। একটু নন ট্রিভিয়াল প্রবলেম। তবে সবই গুগলে আছে। একটু খুঁজে নিতে হবে। তবে এ আমার বাবাকে শেখানো যাবে না, কিছুতেই না।
  • nyara | 67.88.241.3 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:৪৬408792
  • ওয়ান ওয়ার্ড - padma
  • Ishan | 12.163.39.254 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:২৩408793
  • আজ্জোর জন্য সাবধানবাণী :IEs 4 Linux ইনস্টল করিবেন না। ওতে বাংলা পড়া যায়না। একটু আগে করে দেখেছি। :)
  • bitoshok | 128.101.220.108 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৬:৩১408794
  • না বাংলা দেখা যায় তো। সাবধানবাণী টা ঠিক আছে। কিন্তু ওটা এরকম হবে "বিনামুল্যে বিতরিত ভাইরাস দিয়া আপনার ওয়াইন বটল নষ্ট করিতে না চাহিলে ies4linux ট্রাই করিবার দরকার নাই। ওয়ান ওয়ার্ড ক্লু সলভ করিয়া সুখে থাকুন।'

  • Ishan | 12.217.30.133 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:২৫408795
  • পদ্মা আর ies4linux দুটো দিয়েই স্রেফ আনন্দবাজার পড়া যায়। eot ফাইল দেওয়া বাংলা ওয়েব পেজ কিকরে পড়া যায়?

    এইটার সহজ উপায় না বাৎলালে আমি আর উবুন্টুতে ঢুকবনা। বলে দিলাম।
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:২৮408796
  • যা: শালা আজ্জোও ধর্ম পাল্টে ফেল্ল!!!

    সহজিয়া লিনাক্স গোছের একখান টই মনে হয় ছিলো - খুঁজে দেখতে হবে। সেটাকে এগোলেই হয় - সহজ স্টেপগুলো দিয়ে - যেমন -

    (১) ফন্ট ইনস্টলেশনের জন্যে .fonts ফোল্ডার
    (২) টমক্যাট ইত্যাদি ইনস্টলেশনের ক্ষেত্রে tar.gz ব্যবহার করা...
    (৩) প্রথম প্রথম সফটওয়্যার ম্যানেজার ইউআই দিয়ে ইনস্টলেশন, তাপ্পর কম্যাণ্ড লাইন
    (৪) সুডো কনসেপ্ট

    ইত্যাদি।

    বাই দ্য ওয়ে - জানলায় সুডো ধাঁচের একটা ব্যাপার করা যায়, এই নিয়ে কম্পু বাওয়ালি টইয়ে একটা পোস্ট করেছিলাম। আমি ওই করে চালাই বলে পোকার হাত থেকে রক্ষা পাই। সকলে ওটা অ্যাটলিস্ট করে নিতে পারো - পোকার ঝামেলা থেকে বিশেষ করে রেহাই পাবে।

    টমক্যাট উইন্ডোজেও ওইরকম tar.gz দিয়ে করা যায়, এবং সেটা বেটার (পার্সোনাল মত)। আমি প্রোগ্রাম ফাইলসে সিস্টেম প্রোগ্রাম ছাড়া কিছু রাখি না। নিজের সবকিছু আমি অন্য একটা addon বলে ফোল্ডারে রাখি - দুটো কারণে - এক নম্বর ভালো ট্র্যাক রাখা যায়, আর দুই - addon-টা সিস্টেম পার্টিশনে রাখি না, তাই কখনো সি ড্রাইভ ফরম্যাট করলে সেগুলো বেঁচে যায়। আরেকটা ব্যাপার হল টমক্যাট নতুন ভার্সনে দেখেছি ইনস্টলার দিয়ে ইনস্টল করলে ওই স্টার্টআপ/শাটডাউনের ব্যাচ ফাইলগুলো থাকে না (জানলায়) - এবং তখন কনসোল লগিং-এ খুব ঝামেলা হয় - এই tar.gz দিয়ে করলে সেদিক থেকে ফ্লেক্সিবিলিটি থাকে।
  • Ishan | 12.217.30.133 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৬408797
  • এই স্টেপগুলো দরকার নেই।

    শুধু আজকাল আর বর্তমান কিকরে পড়ব বলে দে।
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪১408798
  • বর্তমান আমি কখনো ট্রাই করিনি, তবে সেদিন এক বন্ধু বল্ল ম্যাকে পদ্মা দিয়ে বর্তমান পড়তে পেরেছে। আজকালের তো একটা ফন্ট আছে - datasoft না কি যেন - হেল্প পেজ-এ আছে। সেটা থাকলে পড়া যাবে। ম্যাকে আমি তাই করেছিলাম।
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৩408799
  • এই যে এখানে - http://www.aajkaal.net/help.php - প্রথম লিংক থেকে DATAN_.TTF নামিয়ে নে।
  • bitoshok | 75.72.245.81 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৫408800
  • বর্তমান পদ্মা দিয়ে আসবে। আজকাল এমনি আসবে, ওদের ফন্ট টা ইনস্টল করে নিন। আজকালের ফন্টে কিছু গন্ডগোল আছে সেজন্য একদম ঠিকঠাক হয়তো আসেবে না। pango enabled ফায়ারফক্সে আবাপ, বর্তমান পদ্মা ছাড়াই বেশ ভালো রেন্ডারিং হয়। আমি ফেডোরার একটু পুরোনো ভার্সনে দেখেছি। ঐ pfr ফন্ট গুলোকে .fonts এ রেখে দিতে হবে। ওপেরা-তেও আবাপ-র নেহাত খারাপ আসছে না।

    .eot ফন্ট ওয়ালা ওয়েবসাইট
    ies4linux দিয়েই চলে আসা উচিত।
  • shrabani | 124.30.233.104 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৬408803
  • আমার ডেস্কটপে এক্স পি আর রেড হ্যাট লিনাক্স আছে। আগে দুটোই কাজ করত। মাঝে একবার পুরো ফরম্যাট করে আবার লোড করা হয়েছিল, তারপর থেকে লিনাক্স ইউজার পাসওয়ার্ড নিচ্ছেনা। ইনস্টলেশনের সময় মনে হচ্ছে কিছু গড়বড় হয়েছে। কোনো ডিফল্ট ইউজার পাসওয়ার্ড হয় কি?
  • Binary | 70.64.8.206 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৬408802
  • আমার আরেট্টা পাতি কোশ্চেন ছ্যালো, এক্সপিতে , স্ক্রিন কাটিং করার জন্য জ্যাপগ্র্যাব ব্যবহার কত্তাম, সেটি ভিস্তায় কাজ কচ্চে না। অন্য কোনো স্ক্রিন কাটার টুল আছে নাকি ভিস্তা-র জন্য ?
  • Ishan | 12.217.30.133 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৪408804
  • ies4linux দিয়ে হচ্ছেনা। ইনস্টল করতে গিয়ে বার কতক হোঁচট খেয়েছিল অবশ্য।

    আরেকবার করে দেখব। আজ্জো ও করে দেখ একটু। কেউ হাতেকলমে করে থাকলে সহজ ও পুষ্টিকর ফান্ডা দ্যান।বীতশোক বা অরিজিৎ।
  • bitoshok | 75.72.245.81 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১০408805
  • একটা জিনিস আমার মাথায় ঢোকেনা এই বাংলা কাগজ গুলো কেন ইউনিকোডে যায় না। IE ছাড়া কেউ এই dynamic font-এর সাপোর্ট দেয় না। দেবেও না। নেটস্কেপ দিতো, সেও 4.7x এর পর থেকে বন্ধ করে দিয়েছে। কলকাতা আর ঢাকার অধিকাংশ কাগজে এই সমস্যা।

    আর এই বর্তমান, আবাপ, প্রতিদিন - এই গুলোর টেকনিক্যাল সাপোর্ট কোন অপদার্থরা দেয় কে জানে। ওয়েবসাইট থেকে ভুলভাল স্ক্রিপ্ট নামছে অথচ এদের কোনো হুঁশ নেই।
  • Arpan | 65.194.243.232 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৪408806
  • প্রতিদিন ই-পেপার করে দিয়েছে। পুরনো সাইটে যাবার আর কোন দরকার নেই।

    আর নোস্ক্রিপ্ট চালিয়ে ভুলভাল স্ক্রিপ্টগুলোকে ব্লক করে দিলেই তো হয়!
  • Riju | 125.17.122.22 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৬408808
  • উবুন্তু তে তো জিনিস টা অনেকটা সোজা করে দিয়েছে,GUI থেকে মোটামুটি করা যায়,সেই fips দিয়ে পার্টিশন আর লিলো/গ্রাব কনফিগ করে বুট অপশন তৈরি করা টা বেশ চাপ ছিলো।উবুন্তু অবশ্যই চেখে দেখা উচিত। উইন্ডোজের মত লিনাক্স UI পেতে হলে linspire ইউজ করতে পারো।আরেকটা গোলা UI দেয় xandros

    ওপেন অফিসের কথা কে যেন বলছিলো,OO 3 beta টা কিন্তু বেশ ভালো,আমার পার্সোনাল কম্পু তে লিনাক্স পার্টিশনে ওটা আছে আর উইন্ডোজ পার্টিশনে রেখেছি স্টার অফিস (গুগুল প্যাকের সাথে ফ্রী তে পাওয়া যায়)।এম এস অফিসের সাথে তফাত প্রায় বুঝতেই পারবে না, ফর্মাট ও কম্প্যাটিবল। আমি জেনেরালি ফ্রি/ওপেন সোর্স দিয়েই সব কিছু করতে চেষ্টা করি পার্সোনাল কাজে,মাইক্রো কে পয়সা কেন দেবো? reactos স্টেবল ভার্সন বেরোলে আমি হয়ত ওতে শিফট করব।
    MS সবচে গাজ্বালানো ব্যাপার হল ওরা পুরোন OS এর সাপোর্ট বন্ধ করে দেয় কিন্তু তাপ্পর সেটা ওপেন সোর্স ও করে না। ফলে যারা কিনেছিলো তাদের বাধ্য হয়ে নতুন টা কিনতে হয়।
    তবে কাজের জিনিস গুলো লিনাক্সে অনেক গুলো ই নেই বা কতগুলো গুলো আছে কিন্তু ঠিকঠাক চলে না ,ডকু ও ঠিকমত নেই।বড় কোম্পানিগুলো অনেকেই লিনাক্স ভার্সনে বাগ ফিক্স করতে চায় না
  • bitoshok | 75.72.245.81 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৬408807
  • shrabani আপনাকে single user mode ঢুকে পাসওয়ার্ড রিসেট করতে হবে। লিনাক্সে কোনো ডিফল্ট পাসওয়ার্ড হয় না। আপনার boot loader টা কি সেটা জানলে কায়দাটা বলা যেতে পারে।
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৯408809
  • বাংলাদেশের প্রায় সব কাগজই ইউনিকোড করে দিয়েছে, আমাদের তো সবাই বড় বস, কাজেই কেউ পাল্টাবে না।

    এই ies4linux নিয়ে প্রবলেমটা কি? মানে ইশেন কি টেস্ট করতে বলছে? eot ওয়ালা ওয়েবসাইটই বা কি?

    (ওয়েব সাইট, ফন্ট, রেন্ডারিং নিয়ে আমার জ্ঞান অতি সীমিত)।
  • bitoshok | 75.72.245.81 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২১408810
  • প্রতিদিনে এখনো সমস্যা আছে। এখোনো গুগল ব্লক করে রেখেছে। নো স্ক্রিপ্ট চালিয়ে আর গুগল এর ওয়ার্নিং ইগনোর করলে পুরোনো একটা পেজে ল্যান্ড করছে।
  • Arijit | 61.95.144.123 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৬408811
  • রঙ্গনকে কাল একটা কথা বলা হয়নি - ওই যে ভয়টাকে অহেতুক বলছি, সেটা এন্ডইউজারের দোষ নয়। হঠাৎ করে নতুন কিছু ব্যবহার করতে অনীহা/চাপ থাকা খুব স্বাভাবিক। আমার যেটা বলার সেটা হল ভয় দেখানো নিয়ে - আমার মতে যেটা খুব ওয়েল-কনসার্টেড এফর্ট (দ্রিয়ের কন্সপিরেসী থিওরীর মতন বলতেই পারো, তবে এর স্বপক্ষে অনেক প্রমাণ আছে যার কিছু ওই ওপেন সোর্স নিয়ে লেখাগুলোতে দিয়েছিলাম)। নইলে একজন লোক তার কম্পুতে কি রাখবে না রাখবে সেটা তার নিজস্ব সিদ্ধান্ত হওয়া উচিত।
  • arjo | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ২০:১২408814
  • ভয় কি বিল্লুদা দেখায়! আমার তো মনে হল বেশি ভয় দেখায় লিনাক্ষ প্রেমীরা। এই টইটা তার সবথেকে বড় প্রমাণ। ইউজারের দরকার সামান্য, এদিকে লিনাক্ষ ইউজার রা ছুঁড়ে মারছে গ্রাম্ভারী টার্মিনলজি। এই ফ্যাট ঐ এনটিএফেস, এই জার, এই লিলো, হ্যানা ত্যানা কত কি। ওদিকে ইউজার ঘেঁটে গোবিন্দ তাতে কি। তা বিল্লুদা খুব এফিশিয়েন্টলি একেবারে টেকী এবং এন্ড ইউজার এদের মাঝে একটা লেয়ার তৈরী করেছে। যারা দুজনের কথাই বুঝবে এবং একের সুখ দু:খ অন্যকে বোঝাতে সাহায্য করবে। আর বাড়ির মা, বাবা, মাসীমা, মেসো স্থানীয় লোকেরাও যাতে কমপিউটার ব্যবহার করতে পারে তার ব্যবস্থা করেছে। কালো স্ক্রীন, সবুজ অক্ষর, দূর্বোধ্য ভাষা থেকে কমপিউটারকে এক্সেল, ওয়ার্ড, হটমেল আর ইউটিউবে নিয়ে গেছে আমাদের বিল্লুদা। আর সেটা করতে গিয়ে ম্যাক, সান ইত্যাদি কয়েকজন কমপিটিটর কে প্রচন্ড কেলিয়েছে। তো কেলিয়েছে, রাজায় রাজায় যুদ্ধু হলে আমাদের মতন উলুখাগড়ার কি? ম্যাক তো কমপিটিশনে হেরেও এরকম দামী। যদি মনোপলিটা ম্যাক তৈরী করত তাহলে না জানি কি হত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন