এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিস্তা বনাম এক্সপি-র ধর্মযুদ্ধ

    Samik Mukherjee
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০০৯ | ৪৬১৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 216.52.215.232 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩৯408748
  • সে তো তুমি বলছ। একজন ব্যাঙ্ককর্মী অথবা স্কুলশিক্ষককে জিগ্যেস করে দেখ, তাদের চোখে তুমিই আইটিগাই! :)
  • shyamal | 72.24.214.129 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৪১408749
  • অরিজিত কেমন বুঝে গেল যে আমি ইন্টার-অপারেবিলিটি নিয়ে কাজ করিনি!
    কয়েক মাস আগে দেখা গেল আমাদের একটা সার্ভলেট লিনাক্সে চলছে , উইন্ডোজে চলছে না। কি ব্যাপার? শেষে বেরোল যে টমক্যাটের পাথনেমে স্পেস ছিল। exact সমস্যাটা মনে পড়ছে না। কিন্তু আল্টিমেটলি ওটা বাগ হিসেবে ধরা হল। একদিনে সেটা ফিক্স করা হয়।

    যেহেতু প্রোগ্রামার হিসেবে আমার একটু অসুবিধা হচ্ছে তাই ফীচারটা বাজে , এটা যারা বলে তারা customer satisfaction ব্যাপারটাই জানেনা। আমরা প্রোগ্রাম লিখি খদ্দেরের সুবিধার জন্য, আমার সুবিধার জন্য নয়।
  • Arpan | 216.52.215.232 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৪৩408750
  • অপ্পনের চেঁচানোর তো কারণ নেই। কারণ যে রিকোয়্যারমেন্টগুলো অপ্পন প্লেস করেছিল সেইগুলো ওপেনঅফিস ভিবি ফোরামে কেউ সেইগুলি রিজলভড করতে পারেনি। আমার পোস্টের বক্তব্যটা জানি না কেন তুমি বুঝতে পারছ না, বা বুঝেও ইচ্ছে করে একটা জেনেরিক লাইনে নিয়ে ফেলছ (ওয়ার্ড বনাম লেটেক)।

    এই আর কি।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৪৪408751
  • জেসিএল ইত্যাদি আম্মো জানি না - ওগুলো স্পেশ্যালাইজড টুল/অ্যাপ্লি/ল্যাঙ্গুয়েজ ইত্যাদি। যেমন সকলে সি জানবে না, জাভা জানবে না, এমবেডেড সিস্টেমস জানবে না, অ্যান্ড্রয়েড এসডিকে জানবে না। কিন্তু ওএস, ফাইল সিস্টেম, নেটওয়ার্কিং - এইগুলো আমার মতে কম্পু যাদের ব্রেড অ্যাণ্ড বাটার, তাদের অল্প হলেও জেনে রাখা উচিত। নইলে সবসময় হাতে টেলিফোন নিয়ে বসে থাকতে হবে। এরে কয় সেল্ফ রিলায়েন্স;-)
  • r | 125.18.104.1 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৪৫408752
  • প্রথমত:, অসুবিধে-সুবিধের ব্যাপারটা যৌক্তিকভাবে বুঝে ফেলা খুব শক্ত। আমার পূর্ব প্রজন্মের প্রচুর মানুষকে শিখিয়ে দিলেও তাঁরা কিছুতেই মোবাইল ফোনের সাধারণ ব্যবহার রপ্ত করতে পারেন না, অথচ তরুণদের কাছে সেটাই করতলগত আমলকী। দ্বিতীয়ত:, নেটওয়ার্ক এফেক্টের ফলে মাইক্রোসফ্‌ট আজও মাইক্রোসফ্‌ট। এটা কাটবে কি কাটবে না আমার পক্ষে বলা শক্ত। কিন্তু এটুকু অন্তত: জানি যে কিছু কোম্পানী মাইক্রোসফটের প্রতিযোগী প্রোডাক্ট উৎপাদন করা সঙ্কেÄও নিজেদের অফিসে মাইক্রোসফটের প্রোডাক্টাই ব্যবহার করে, নিজেদের প্রোডাক্ট না ব্যবহার করে। সেখানে আমি তোমার অস্তিবাদে খুব একটা ভরসা করতে পারছি না।

    গত পনেরো বছরের মাইক্রোসফটের প্রোডাক্ট ব্যবহার করতে যখন কোনো অসুবিধা হয় নি, (অথবা অসুবিধা হলেও নিদারুণ অজ্ঞতার ফলে হয় তো বুঝতেও পারি নি), হঠাৎ মাইক্রোসফ্‌ট ফেলে অন্য টেকনোলজি ব্যবহারের যুক্তি অ-টেকিদের কাছে এখনও খুব একটা পরিষ্কার হল না। এখানে মনস্তঙ্কেÄর জায়গাটা অযৌক্তিক বলে খারিজ কোরো না। কারণ সাধারণ ক্রেতা বা উপভোক্তা কি ব্যবহার করবে এবং কি করবে না, তা কিন্তু মনস্তাঙ্কিÄকভাবেই নির্ণীত হয়, যেখানে টেকনোলজিকাল উৎকর্ষের গুরুত্ব আপেক্ষিকভাবে অনেক কম।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৪৮408753
  • বুঝছি তো। তোমার স্পেসিফিক সমস্যার সল্যুশন পাও নি। সে তো উইন্ডোজের অনেক কেসেও হতে পারে। নাকি পারে না?

    শ্যামলের কথায় চললে উইন্ডোজ ছাড়া সব প্ল্যাটফর্ম মডিফাই করতে বসতে হবে। বাপরে। ভাগ্যিস...আর ইয়ে - কাজ করলে উল্টো বলতেন না;-)
  • Arpan | 216.52.215.232 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৩408755
  • হয় তো। এইতো সেইদিন এক্সেলে একটা খুব পাতি জিনিস করা গেলই না। ২০০৩ ভার্সনে।

    কিন্তু, যেইটা বলতে চেয়েছি সেইটা হল একটা জিনিসের সাফল্যের পেছনে মার্কেটিং এবং প্রেজেন্টেশনের গুরুত্ব অপরিসীম। যেমন গুরুত্ব ইউজার ডকুমেন্টেশনের। দশ বছর ধরে ক্লায়েন্ট চড়িয়ে এই জিনিসটা কালচারে ঢুকে গেছে। অ্যান্ড লিনাক্ষ ইজ স্টিল মিসিং দ্যাট কালচার। এইটা পার্সোনাল প্রেফারেন্স বলে উড়িয়ে দিতে পারো আবার সীমাবদ্ধতা বলে মেনে নিতেও পারো। দ্বিতীয়টি যদি কর তাহলে লিনাক্ষ আন্দোলনের ভাল বৈকি মন্দ হবে না। :)
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৩408754
  • হ্যাঁ, মনস্তঙ্কÄ ঠিক - কিন্তু আমার মনে হয় তার পিছনে একটা ভয়ও কাজ করে। আর এই ভয়টাকে আমি অহেতুক বলি।

    আর কে বলেছে নতুন টেকনোলজি তোমরা অ্যাডপ্ট করো নি? পনেরো বছর আগে, ভারতে, উইন্ডোজ কোথায় ছিলো? লোকে ডস কম্যাণ্ড প্রম্পট ব্যবহার করতো। তারপর লেট নাইন্টিজে ওই কম্যাণ্ড প্রম্পটে win টাইপ করে উইন্ডোজ 3.1 - নতুন টেকনোলজি নয়? করেছে তো লোকে।

    বিল্লুদা যদি অ্যাপলের কোডটা না ঝাপতো, তাহলে কেস অন্যরকম হতে পারতো - তখন হয়তো এই তর্কটা ম্যাক বনাম গ্নু/লিনাক্স হত;-)
  • Arpan | 216.52.215.232 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৫408758
  • ** লিনাক্ষ বা ওপেন-সোর্স প্রোডাক্টের সীমাবদ্ধতা
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৫408756
  • মাইক্রোসফট রেডমণ্ডে মেজরিটি লোক অ্যাপল ম্যাক ব্যাভার করে। এটা র-য়ের ওদের কোং-এ মাইক্রোসফট প্রোডাক্ট ব্যাভার করার রেসপেক্টে;-)
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৫৮408759
  • সীমাবদ্ধতা বলে না মানার কারণ নেই, কারণ এর জন্যে আম্মো ভুগেছি। কিন্তু এটা বিরাট কিছু সমস্যা নয় - অন্তত: উইন্ডোজের যা কিছু ইনহেরেন্ট সমস্যা আছে সেগুলোর তুলনায় বড় নয় (পার্সোনাল মত)। এবং তোমার ওই ওপেন আপিসের মতন কিছু ঘটনা অবশ্যই আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এসব ইস্যু অনেকটাই resolved - সেটা নিজে কিছুদিন ঘাঁটলেই দেখতে পাবে। এখন ভালো হেল্প আছে, ভালো ডকুমেন্টেশন আছে...
  • r | 125.18.104.1 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:২২408760
  • কাস্টমারের ভয় অহেতুক হতেই পারে, কিন্তু কাস্টমারের কাছে সেই ভয়টাই বাস্তব। ওটাকে অ্যাড্রেস করার মন্ত্রগুপ্তি তোমার জানা না থাকলে তুমি কোনোদিন নতুন মাল বেচতে পারবে না। কাস্টমারের ভয়টাকে না বুঝে অহেতুক বা পার্সোনাল প্রেফারেন্স বলে এড়িয়ে খেলে সব খেলা ওখানেই শেষ।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:২৫408761
  • ওই ভয়টা অ্যাড্রেস করার জন্যেই তো এত লেখা। প্রি-কনসিভড নোশন ভাঙা কঠিন কাজ।
  • siki | 122.162.82.191 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৩408762
  • lcmএর দুটো লিংকের মধ্যে, সোনি হ্যান্ডিক্যামের সফটওয়্যারটা নামিয়েছি। কিন্তু ওটা ইউএসবিতে কাজ করে না, কেবল ফায়ারওয়্যারেই কাজ করে। আর অন্য লিংকটা, সিডি চালাবার জন্য যেটা, সেটা কাজ করে নি। প্রোগ্রামটা তো ইনস্টল হচ্ছে, আগেও হত, কিন্তু রান করত না, MaestroLearning.exe has stopped running বলে থেমে যেত, এখনও তাইই হচ্ছে।
  • bhuto | 122.172.25.189 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৪408763
  • হে হে , অরিজিৎদা আমি এদ্দিন microsoft এই প্যাট চালিয়েছি তাই ওরকম পোষ্ট বেরিয়ে পড়ে মাঝে মাঝে। ;) তবে এবার unix এও ঢুকে পড়েছি। পুরো সিস অ্যাড হতে হবে, আধা থাকলে এই মন্দার বাজারে ঝাড় খেয়ে যাবো।

    তাই বলি চলো একটা গ্নু লাইনাক্স টই খোলা যাক, ওপেন সোর্সের ফোরামের মতো। অনেকের উপকার ও হবে , আমি ও শিখবো । আর সবচেয়ে বড় কথা শমীকদা বেঁচে যাবে। আহা এসব দেখে বোধ করি সাঁঝ পড়াশুনা ছেড়ে দিয়ে গ্নু লাইনাক্স নিয়ে বসে পড়েছে।

    শমীকদাকে একটু ইস্পেশাল কেয়ার নিয়ে একটু দেখি , সময় হচ্ছে না।
    শমীক দা, সময় পেলে একবার ফোনিয়ো।
  • bhuto | 122.172.25.189 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২১:৩৮408764
  • ওহ শমীকদার মনে হচ্ছে কাজ এগোচ্ছে।

    প্র বৈ চ ও ঠিক অজ্জিতদাও ঠিক , সেটা বুঝি :( এখন আমি দু নৌকায় পা দিয়ে তো :((((, দুটোরই কষ্ট-দু:খ-সুখ-শান্তি বুঝি।

  • nyara | 67.88.241.3 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:২১408765
  • এখানে চট করে দুটো ব্যাপার বলর আছে।

    প্রথমটা শ্যমলবাবুকে: ঐ অ্যাপাচি বা টমক্যাট বা অন্য সার্ভারের যে অসুবিধের কথা বললেন, সেটা অসম্ভব অ্যানয়িং। একদম হক কথা। কনফ এখানে রাখে তো লগ সেখানে রাখে। বাইনারি আরেক জায়গায়। উইন্ডোজে কি হয় জানিনা, কিন্তু *nix-এ এটা একটা pain, বিশেষত: প্রথমদিকে। কিন্তু, কিছুদিন পরে ফাইলসিস্টেমে কোথায় কি থাকে সে সম্বন্ধে ধারণা হয়ে গেলে অত অসুবিধে হয়না। কিন্তু তার থেকেও বড় কথা এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাইল রাখার ব্যপারটা হয় তখনই যখন আপনি কোন প্যাকেজ ম্যানেজার দিয়ে সার্ভার ইনস্টল করছেন - যেমন রেডহ্যাটের RPM বা ডেবিয়ান/ইউবান্টুর DEB ইত্যাদি। যদি অ্যাপাচি বা টমক্যাট tar.gz ডাউনলোড করে ইনস্টল করেন, সব জিনিস আপনার পছন্দের জায়গায় থাকবে। সেটা অনেক সোজা লাগে আমার।

    দ্বিতীয় কথা সবাইকে: কম্পিউটার ব্যবহার অনেকটাই নন-ইনটুইটিভ। কাজে সোজা না শক্ত, ইউজার-ফ্রেন্ডলি কিনা সেটা ইউজারের ওপর নির্ভর করে। অধিকাংশ ইউজার যেহেতু ইউন্ডোজ ব্যবহার করেই কম্পিউটারের ব্যবহার শিখেছে, তাই উইন্ডোজে যা করা হয়, সেটাকেই তার 'গোল্ড স্ট্যান্ডার্ড' বলে ধরে নেয়। উইন্ডোজ থেকে লিনাক্সে গিয়ে যদি আশা করি সবকিছু উইন্ডোজের মতন হবে, তাহলে হোঁচট খেতে হবেই।
  • arjo | 168.26.215.13 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৩৮408766
  • বারে লিনাক্ষ, লিনাক্ষে চাপ। এখন এক্সপি রিমুভ করে উবুন্টু ইনস্টল হচ্ছে।
    ১। ইউবুন্টুর সাইট থেকে ডাউনলোড করুন।
    ২। একটা সিডিতে বার্ণ করুন, ডিভিডি হলে হবে না।
    ৩। নতুন সিডি হলেই ভালো, পুরোনো সিডি স্ক্র্যাচ হয়ে গেলে পড়তে পারে না।
    ৪। কম্পু অন করে F12 বা DEL কি প্রেস করতে থাকুন।
    ৫। বুট ফ্রম সিডি/ডিভিডি সিলেক্ট করুন।

    (ক্রমশ)
  • arjo | 168.26.215.13 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৪৭408767
  • ৬। প্রাথমিক ৮ খানা স্টেপ আছে। ১ থেকে ৩ হল কোন শহরে থাকেন, কোন টাইম জোন, কিবোর্ড সেটিংস কি হাবিজাবি ইত্যাদি।
    ৭। ৪ নম্বর স্টেপে হার্ডডিস্ক পার্টিশন কেমন হবে জিগ্যেস করেছে। জিগ্যেস করছে এক্সপিও রাখতে চাই কিনা। বলে হার্ডডিস্কটা নিজের মতন একটা পার্টিশন করেছে। হ্যাঁ বলেই দেখি কি হয়।

    (ক্রমশ)
  • arjo | 168.26.215.13 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ২৩:৫৮408769
  • ৮। কিন্তু হল না, পার্টিশন ফেলিওর বলে গালি দিয়ে নিজের মতন কি একটা টেবিল দিয়েছে, খুব কিছু বুঝছি না। ব্যাক করে ফিরে গেলাম।

    ৯। নেক্সট অপশন গাইডেড যেখানে পুরো ডিস্কটাই ইউজ করবে। মনে হয় এক্সপিটা গেল। কি আর করা।

    (ক্রমশ)
  • arjo | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০০:০৪408770
  • ১০। মনে হচ্ছে গেল, এরপর নাম, ডাকনাম, কম্পিউটারের নাম ইত্যাদি জিগ্যেস করল।

    ১১। এবারে ইনস্টল করছে।

    (ক্রমশ)
  • Arpan | 122.252.231.10 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৮408772
  • পুরোটাই গেল? আর লেখা যাচ্ছে না!!
  • arjo | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০০:১৮408771
  • হোক। একটা মিটিং করে আসি। ঘ্যাঁচ ঘ্যাঁচ করে লিখছে, স্ক্রীন পুরো কালো। ভয় ধরানো ব্যপার স্যাপার। মনে হচ্ছে বিচুলি কাটছে।

    (ক্রমশ)
  • arjo | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৫408773
  • ক্রীন কালো হয়েছিল অনেকক্ষণ নাড়ানাড়ি করি নি বলে। এখন দেখছি ৮০% কমপ্লিট।

    এক্সপিটা গেল কারণ মনে হয় হার্ডডিস্কে জায়গা বড্ড কম। এই ল্যাপিটায় মাত্তর ৪০ জিবি জায়গা ছিল। খুব টাইট হয়ে গিয়েছিল ব্যপারটা। নইলে ইউবুন্টুর নতুন ইনস্টলেশনের সাথে পার্টিশন ম্যাজিক (QTParted?) থাকে। অতএব যাদের দুটোই রাখার ইচ্ছে চোখ বন্ধ করে লোড করতে থাকুন সম্ভব হলে ও নিজেই করে নেবে। ডিস্ক স্পেস ৪০ জিবির আশেপাশে হলে ও আশা ছেড়ে দেওয়াই ভালো।

    না: মিটিং টা সেরে আসি।

    (ক্রমশ)
  • ami | 203.110.243.21 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০০:২৬408774
  • এটা কি রহস্য গল্পের টইয়ে যাবে? কি সাসপেন্স!
  • arjo | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০১:০৭408775
  • মিটিং শেষ এসে দেখি বলছে ইনন্সটলেশন কমপ্লিট।

    ১২। রিস্টার্ট করেছি, বললে সিডিটা বের করে নিয়ে এন্টার প্রেস করো। করলাম, এখন ভাগ্যের চাকা ঘুরছে।

    (ক্রমশ)
  • arjo | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০১:২০408776
  • ১৩। যা: ইনস্টলেশন শেষ। দিব্য ডেস্কটপ ফপ দেখতে পারছি। ভেবেছিলাম গুছিয়ে গালি দেব কিন্তু হল নি। বেশ সহজ ব্যপার। এর পরের লক্ষ্য বাঙলা ফন্ট ইনস্টল করে গুরু দেখা। দেখি।

    (ক্রমশ)
  • arjo | 168.26.215.13 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৩৪408777
  • ১৪। কি করে ফন্ট ইনস্টল করতে হয় তাই দিয়ে গুগলাম। হাবিজাবি ফোরাম টোরাম এল। তা এতদিনে একটা জিনিষ বেশ ভালো শিখেছি তাহল একটা পোস্ট দেখেই বুঝে নেওয়া ফোরামটা কেমন। অনেকটা একটা চাল দেখে ভাত সিদ্ধ হয়েছে কিনা বলার মতন। তা গুগলের সার্চে এই প্রথম দেখলাম র‌্যাঙ্কিং টা বেশ বাজে। প্রথম দিকের কোনো সাইটই কাজের নয়। মাঝা মাঝি এক জায়গায় পেলাম http://www.zolved.com/synapse/view_content/28550/How_to_Install_Fonts_on_Ubuntu। বেশ ছবি টবি দিয়ে বলা আছে কি করতে হবে।

    ১৫। তো, প্রেসক্রিপশন মতন apt-get install kcontrol চালালাম। গালি দিয়ে ভূত ভাঙিয়ে দিলে। বুদ্ধি করে kfontview কম্যান্ডটা চালিয়ে দিলাম। লিনাক্ষ কি বুদ্ধিমান, কি বলব। নিজেই বলে দিলে কি কম্যান্ড চালিয়ে ওটা ইনস্টল করতে হবে। সেটা চালিয়েছি। এখন kfontview ইনস্টল হচ্ছে।

    (ক্রমশ)
  • nyara | 67.88.241.3 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৩৮408778
  • তার থেকেও সোজা হচ্ছে /home/arjo-তে একট ".fonts" ডিরেকটরি বানাও। সেখানে ফন্ট ফাইলটা কপি করে দাও।
  • shyamal | 64.47.121.98 | ০৫ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৫৪408780
  • ন্যাড়া,

    টমক্যাট অনেক ভদ্র। tar বা zip নিয়ে খুলে কোন ডিরেকটরিতে ফেলে দিলেই হল। কিন্তু অ্যাপাচি সার্ভার বোধ হয় লিনাক্সে ওটার ইনস্টলার দিয়ে লোড করেছিলাম। তাই ওরকম নানা জায়গায় রেখেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন