এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিস্তা বনাম এক্সপি-র ধর্মযুদ্ধ

    Samik Mukherjee
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০০৯ | ৪৬৬২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৭:৩৫409057
  • ইভেন শুধু জানলা রাখলেও ৩২০ জিবির ডিস্ককে ৪০+২৮০ (বা ওইরকম কিছু) করে রাখা ভালো। ২২০ জিবিতে তুমি কত সিস্টেম রাখবে হে? বেশিরভাগটাই তো নিজের ডেটা - ছবি, গান, সিনেমা...সিস্টেম ড্রাইভে পুরোটা দিয়ে দিলে কখনও ফরম্যাট করতে হলে সব যাবে।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৭:৪৬409058
  • কয়েক বছর আগে অবধি বলা যেত -

    জানলা = হল্লিক
    গ্নু/লিনাক্স = যবের ছাতু

    হল্লিক পুরো মার্কেটিং গিমিক, যবের ছাতু শস্তায় অনেক বেশি পুষ্টিকর।

    এখন হলে বলবো -

    জানলা = জাংক ফুড
    গ্নু/লিনাক্স = শস্তায় সুস্বাদু ব্যালেন্সড ডায়েট - দেখতে ভালো, খেতে ভালো, এবং উপকারী।
  • r | 198.96.180.245 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৭:৫২409059
  • অ্যাঁ! আমার তো কোনো অপকার হয় নাই। কোলেস্টেরল বাড়ে নাই, হাইপার অ্যাসিডিটি হয় নাই, এমনকি আমাশাও হয় নাই। জাঙ্ক ফুড ক্যানো?
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৮:০৪409060
  • বেশি মিষ্টি খেলে নাকি ডায়াবিটিস হয় - তো আমার তো হয় নাই। তাই বলে কি এই ডাগতারি তথ্যটা ভুল? ডিডিদার কয়বার আমাশা, বদহজম, মাইগ্রেন মায় আর্টেরি ব্লক হয়েছে জিগাও দিকি;-) আর সিকির তো থ্রম্বোসিস।
  • r | 198.96.180.245 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৮:০৮409061
  • বেশি মিষ্টি খেলে ডাইবিটিস হয় না। প্রথমেই ভুল।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৮:১০409062
  • সুগার বাড়ার চান্স থাকে। বেশি তেল-মশলা খেলে যেমন কোলেস্টেরল বাড়ার চান্স থাকে - ইত্যাদি। একই হল।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৮:১৩409063
  • আর কার যেন ওবেসিটিও হয়ে গেছে - আমি/তুমি-র - জানলাতে ৩০ জিবি গুপি করে;-) সব ওই জাংক ফুডের জন্য।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৮:২০409064
  • একটা জরুরী কথা - wine দিয়ে একটা প্রবলেম হলেও হতে পারে - কিছু সফটওয়্যারের ক্ষেত্রে যেগুলো একটা অংশ ইনস্টল করে, তাপ্পর সিডি থেকে ডেটা তুলে চালায়। মানে ঋকের এরকম কিছু সিডি আছে যেগুলো ইনস্টল করতে হত, তারপর ওই ম্যাথ বা সায়েন্স অ্যাপ্লিগুলো চালানোর সময় সিডিটা ভরে রাখতে হত। এক্ষেত্রে **হয়তো** অ্যাপ্লিগুলোতে কোনো কনফিগারেশন থাকে কোথা থেকে ডেটা তুলবে সেসব নিয়ে - এবং যেহেতু *nix-এর মাউন্ট পয়েন্ট আর জানলার ড্রাইভ একটু আলাদা, সেখানে প্রবলেম হলেও হতে পারে। আবার ব্যাকস্ল্যাশ/ফরোয়ার্ডস্ল্যাশ নিয়েও হতে পারে। এগুলো যদি এডিটেবল কনফিগ হয় তাহলে টুকটাক শুধরে দিলে হয়তো ফের চলতে শুরু করবে। না করলে বোঝা যাবে না।
  • ami | 203.110.243.21 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৮:২৪409065
  • উবান্টুর লাইভ সিডি ক্যামনে মিলবে? যেটা জনস্বার্থে বিনামূল্যে বিতরিত হয়, তাহা কি ঐরূপ?
    লাইভ সিডির ড্রাইভার নিয়ে কি ঝামেলা পোয়াতে হবে?
  • siki | 122.160.41.29 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৮:২৭408592
  • আমার তো একটাই রোগ : পরনরী থ্রম্বোসিস।
  • r | 198.96.180.245 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৮:৪০408593
  • যবে হবে তবে ভাবা যাবে।
  • arjo | 168.26.215.13 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৯:১৭408594
  • লিনাক্ষ প্রেমীদের দেখলে আমার পুরনো দিনের ডাক্তারদের কথাও মনে পড়ে। সর্বরোগের একই ওষুধ মিক্সচার। বাড়ির বেড়াল টা বড্ড ইয়ে করছে কোই বাত নেহি ল্যাপিতে ইউবান্টু লোড করো। ওদিকে রান্নার মাসি আসে নি তো কি হয়েছে রেড হ্যাট ভার্সন ৮..০১ লোড করো।

    সাধারণ জনগন মিক্সচারের ফাঁদে পা দেবেন না। আজকাল স্পেশালাইজেশানের যুগ। বাড়িতে এসেও আবার যদি টেকি টেকি ভাব দেখাতে না চান তাহলে জানালা দিয়েই দুনিয়া দেখুন। নইলে আঁখি লিন করে অমুক জায়গা থেকে তমুক ডাউনলোড করুন, গাঁটের পয়সা খরচ করে এসটিডি ফোন করুন। তারপর ভুল বুঝতে পারলে আবার সব কিছু আন্ডু করুন। পয়সা একবার গেলে কিন্তু আসে না, আন্ডু করার উপায় নেই।
  • sinfaut | 117.195.202.172 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৯:৪৪408595
  • আজ্জো কি মাইক্রোর প্রচুর শেয়ার কিনেচো?
  • sinfaut | 117.195.202.172 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৯:৫০408596
  • এই সর্বরোগের একই ওষুধ বলতে আমার উইন্ডোজের কথাই বেশি মনে পড়ে। আচমকা এরর মেসেজ? যে মেসেজ পড়ে বোঝা যায় না কিছুই? সঙ্গে সঙ্গে রিস্টার্ট করে ফেলুন। তাতেও এড়ানো যাচ্ছেনা? ফর্ম্যাট করে রি-ইন্সটল করে ফেলুন। হায় সেসব দিন ...
  • arjo | 168.26.215.13 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৯:৫৮408597
  • শেয়ার কেউ কেনে না। অন্যকে কিনতে উপদেশ দেয়। আমিও শেয়ার কিনি না। তাও আবার এই বাজারে।
  • Souvik | 216.183.136.2 | ২৯ জানুয়ারি ২০০৯ ২৩:২৪408598
  • আমাকে কেউ IPOD movie converter software র খোঁজ দিতে পারবে(ন)? Direct DVD ripper and Existing files দুটোকেই করতে পারলে ভালো। Free হলে উত্তম। নয়তো সস্তায় পুষ্টিকর কিছু পেলে ও চলবে। ভাটিয়ালিতে ও পোষ্টালাম রিকোয়েস্ট টা।
  • Arpan | 122.252.231.10 | ৩০ জানুয়ারি ২০০৯ ০৯:২৩408599
  • সিঁফোর বেঙ্গালুরু পরিব্রাজন তাইলে পুরো বৃথা গেল। না আমি, না ডিডিদা, না অন্য কেউ ধর্মান্তরিত হল।
  • Arijit | 61.95.144.123 | ৩০ জানুয়ারি ২০০৯ ০৯:৪০408601
  • যুদ্ধ কি শেষ? মাঠে মাঠে কি প্রসারিত শান্তি?

    সিকির বাগানের কি হল? ছাগলে মুড়িয়ে দিলো না নতুন ফুল ফুটলো?

    ;-)
  • sinfaut | 117.195.197.134 | ৩০ জানুয়ারি ২০০৯ ০৯:৪০408600
  • বেঙ্গালুরুতে তো যাজকের ভূমিকায় যাই নাই। তাহলে তো সাথে করে একটা উবুন্টু সিডি নিয়ে যেতাম।
  • Arjiit | 61.95.144.123 | ৩০ জানুয়ারি ২০০৯ ১০:১৮408603
  • সৌভিক - ক্যুইকটাইমে দেখেছেন?
  • siki | 122.160.41.29 | ৩০ জানুয়ারি ২০০৯ ১১:২৫408604
  • দুবর ডাউনলোড ফেল হবার পরে আমি ডাউনলোড ম্যানেজার ইনস্টল করে ডাউনলোডালাম iso ফাইল, কাল রাত ৩টেয় ডাউনলোড শেষ হয়েচে। আজ সন্ধ্যেয় আবার বসব।
  • Souvik | 216.183.136.2 | ৩০ জানুয়ারি ২০০৯ ১৯:৪০408605
  • অরিজিতদা, Quicktime দেখবো সপ্তাহান্তে। BTW আমি ২০০১ শিবপুর। "আপনি" টা কাটিয়ে দাও।
  • siki | 122.162.84.151 | ৩০ জানুয়ারি ২০০৯ ২১:৩৯408606
  • আপাতত হাল ছেড়ে দিলাম। স্টেপ চারে এসে আটকে গেলাম। ছবি-ওলা যে ইনস্টলেশন গাইড ছিল, তার সাথে মিলছিল না। দেখে মনে হল ১৪৮ জিবি ইউবান্টু নিজে অধিকার করে রাজত্ব চালাবে, আর দ্যাট ক্যানট বি আনডান। অতএব সেখান থেকে সোজা কুইট মারলাম। অত খচ্চা করতে পারব না। বলেইছিলাম, পাশে একজন ইউবান্টু স্পেশালিস্ট বসে থাকলে তাও ভরসা পেতাম, এইভাবে একা একা ইনস্টল করা সাহসে কুলোচ্ছে না, আমি হার্ডওয়্যার সম্বন্ধে খুব খুব কম বুঝি, কম জানি।

    আর যা বুঝলাম এই এটা ওটা ইনস্টল করার জন্য কিছু হলেও লিনাক্স কম্যান্ড ইউজ করতে হবে। আমি ইউনিক্স লিনাক্স কোনও কম্যান্ড জানি না। একটাও জানি না।

    থাক। আমার নেহরু প্লেসই ভালো। ওখানে গিয়ে এক্সপি লোড করিয়ে আনব।
  • r | 198.96.180.245 | ৩০ জানুয়ারি ২০০৯ ২১:৪৫408607
  • বে থে ঠেকে শেখে। আমি দেখে শিখি।
  • d | 117.195.36.252 | ৩০ জানুয়ারি ২০০৯ ২১:৫২408608
  • আমিও। :)
  • arjo | 168.26.215.13 | ৩০ জানুয়ারি ২০০৯ ২১:৫৫408609
  • ২৯ শে জানু ৭:১৭ র পোস্টেই এই ভবিষ্যতবাণী করা ছিল।
  • Arpan | 122.252.231.10 | ৩০ জানুয়ারি ২০০৯ ২৩:০১408610
  • বেথে সত্যি বেথে। আমার মত ঘোর জানলাবাদীও উবুন্টু লোড করে নেড়েচেড়ে দেখে আবার আনলোড করেছিলাম। একা একাই।
  • siki | 122.162.84.151 | ৩০ জানুয়ারি ২০০৯ ২৩:০৫408611
  • ইহাদ্বারা প্রমাণিত হয় তুমি অল্পস্বল্প হলেও হার্ডডিস্ক, পার্টিশনিং ইত্যাদি বোঝো। আমি তাও বুঝি না। সেটা যদি বেথেত্ব প্রমাণিত করে তাহলে আমি নাচার।
  • nyara | 67.88.241.3 | ৩০ জানুয়ারি ২০০৯ ২৩:১১408612
  • হার্ডডিস্ক কি বেদ না বিনয় মজুমদারের কবিতা যে বোঝার দরকার আছে? ওসব না বুঝেই, বা বলা ভাল যে বোঝার দরকার আছে তা না জেনেই, তো এতবছর নানারকম অপারেটিং সিস্টেম ও ডিস্ট্রিবুশন ইনস্টল করে এলাম!
  • siki | 122.162.84.151 | ৩০ জানুয়ারি ২০০৯ ২৩:২৫408614
  • আমি কখনো করি নি কিনা ... সোজাসুজি একটা কথা বলো না বাপু, ঐ যে বলছে ১৪৮ জিবি খাবে, তা আমি তো ওর খাবার জন্য ২০ জিবি জায়গা তৈরি করে রেখেছিলাম। সেটা ওর পছন্দ হল না কেন? আর আমার যদি আল্টিমেটলি ওকে পছন্দ না হয় তা হলে ঐ ১৪৮ জিবি আমি ফেরৎ পাবো তো? কি সব ক্যানট বি আনডান বলে ভয় পাওয়ায় কেন? হার্ড ডিস্ক তো আর ফ্রিতে ডাউনলোড করা যায় না, পয়সা দিয়ে কিনতে হয়।

    হ্যাঁ কি না তে উত্তর পেলে নির্ভয়ে এগোতে পারতাম। সবার টেক এক্সপার্টাইজ তো এক ধাঁচের হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন