এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিস্তা বনাম এক্সপি-র ধর্মযুদ্ধ

    Samik Mukherjee
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০০৯ | ৪৬৯০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 122.162.85.50 | ২৫ জানুয়ারি ২০০৯ ১২:১৪408590
  • জানলায় জানলায় যুদ্ধ। এর মাল ওতে চলে না, ওর মাল এতে চলে না, লসে রান করা বিল্লু ব্যবসায়ীর ট্র্যাপে আমরা, যারা দৈনিক টুকটাক কাজ করার জন্য জানলাতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করি। তো, সোজা উপায়, কম্পিউটারকে ডুয়েল বুট করে নাও, যাতে উইন এক্সপি সাপ্যা টু-ও চলে, ভিস্তা হোম প্রিমিয়ামও চলে। কীভাবে ডুয়েল বুট করা যায়, তার স্টেপে স্টেপে বিবরণ দেওয়া আছে এই সাইটে : http://windowssecrets.com/comp/080214

    স্টেপ ফাইভের শেষে এসে আটকে গেছি। এক্সপি সাপ্যা টু-র বুটিং সিডি তো আছে, কিন্তু কিছুতেই ভিস্তা মেশিনে তাই দিয়ে অটোমেটিক বুট হচ্ছে না, হামেশা ভিস্তাই শুরু হচ্ছে। বুটিং অপশনে বোধ হয় F9 টিপে যেতে হয়, নাকি Esc... যাই হোক, সেখানে গিয়েও দেখছি কেবল ভিস্তাই দেখাচ্ছে।

    কীভাবে স্টার্টআপটা আমি আমার সিডি-রম ড্রাইভ থেকেই করতে পারি, যাতে ওটা এক্সপি ইনস্টল করতে শুরু করে, ভিস্তা শুরু না ক'রে।

    আমারটা এক্সপির বুটিং সিডি, ইনস্টলার এক্সপি মেশিনে দিব্যি কাজ করে, কাজেই মনে হয় না কেউ বলবে যে ওটা বুটিং সিডিই নয়, ওটা আসলে ইনস্টলার সিডি, ইনস্টলার আর বুটিং সিডি আলাদা হয় টয় ইত্যাদি। আমি হার্ডওয়্যারে একেবারে ক অক্ষর গোমাংস, সিপিইউ আর ইউপিএসের তফাৎ ভালো বুঝি না :-)) একটু লেম্যান অ্যাপ্রোচে বুঝিয়ে দিলে সুবিধে হয়।

    আমি আজকাল ভিস্তাই ইউজ করছি, আর কেউ ভিস্তায় কোনও প্রবলেম ফেস করলে টরলে এখানেই লিখতে পারো, চেষ্টা করে দেখতে পারি সল্‌ভ করা যায় কিনা।
  • deep | 212.178.117.81 | ২৫ জানুয়ারি ২০০৯ ১৩:০১408701
  • BIOS-এ বুট ডিভাইস অর্ডার চেঞ্জ করতে হতে পারে -- বোধহয় আপনার প্রথম ডিভাইস হার্ড ডিস্ক দেওয়া আছে। পাওয়ার অন করে F2 বা DEL কি (এ দুটোর কোনোটাই কাজ না করলে আপনার কম্পু মডেল দিয়ে গুগলান বায়োস কি কোনটা জানার জন্য) প্রেস করে বায়োসে যান। তারপর অর্ডারটা বদলে সিডি/ডিভিডি ড্রাইভ-কে প্রথম ডিভাইস করে দিলে মনে হয় সিডি থেকে বুট করবে।
  • sinfaut | 117.195.192.159 | ২৫ জানুয়ারি ২০০৯ ১৩:১১408812
  • তা করেও হয়নি সিকি'র। xp cd এখনও চলছেনা।
    মনে হয় ভিস্তা mbr টাকে খেয়ে দিয়েচে। সেটা কি করে ঠিক করে?
  • deep | 212.178.117.81 | ২৫ জানুয়ারি ২০০৯ ১৪:০৫408923
  • একটু ঘেঁটে গেলাম। mbr তো হার্ড ডিস্কের, সেটা সিডি থেকে বুট করা আটকাবে কেন? সিডি ড্রাইভের প্রবলেম নয় তো? অন্য কোনও বুট সিডি, যেমন কোনও লিনাক্স লাইভ সিডি, কাজ করছে কিনা টেস্ট করা যাবে? ভিস্তা দিয়ে mbr ঠিক করতে হলে এই সাইটটা দেখতে পারেন:
    http://www.vistaheads.com/forums/microsoft-public-windows-vista-general/26168-fix-mbr-vista.html
  • sinfaut | 117.195.192.159 | ২৫ জানুয়ারি ২০০৯ ১৪:২০409011
  • তাই বটে। ভুল বলেছি।
  • siki | 122.162.81.81 | ২৫ জানুয়ারি ২০০৯ ১৯:৫৯409022
  • সিডি/ডিভিডি ড্রাইভকেই প্রথম প্রেফারেন্স দেওয়া আছে, হার্ড ড্রাইভ দ্বিতীয়। তা সত্বেও বারবার ভিস্তাতেই লোড হচ্ছে, কিছুতেই এক্সপির সিডি লোড হচ্ছে না।

    mbr কী, কাকে বলে আমি জানি না। আমার কাছে আর কোনও বুট সিডি নেই।

    দোকানেই নিয়ে যাব, দেখি কী করতে পারে ওরা।
  • bitoshok | 75.72.245.81 | ২৬ জানুয়ারি ২০০৯ ০৮:১৯409033
  • MBR = Master Boot Record। সিকি, আপনার সমস্যা টা ঠিক বোঝা গেল না। দীপ যেরকম বলেছেন আপনার CD Drive একবার চেক করে দেখুন।

    Vista/XP Dual Boot দরকার নেই। microsoft virtual pc ব্যাবহার করে, Vista থেকে XP চালাতে পারবেন। মাইক্রোসফটের সাইট থেকেই এটা পাবেন।

    আর গুরু-র জনতার কাছে প্রশ্ন - হোয়াই মাইক্রোসফ্‌ট, হোয়াই নট লিনাক্স?
  • Abhyu | 97.81.78.213 | ২৬ জানুয়ারি ২০০৯ ০৯:২৭409044
  • bitoshok, আপনার লাস্ট প্রশ্নের জন্যে একটা আলাদা থ্রেড চাই :)
  • siki | 122.162.82.40 | ২৬ জানুয়ারি ২০০৯ ১০:৫৯409055
  • পয়সা দিয়ে কেনা ল্যাপটপ নিয়ে বেশি পরীক্ষা নিরীক্ষা আমার পছন্দ নয়। তাই মাইক্রোসফ্‌ট।
  • q | 202.141.148.99 | ২৭ জানুয়ারি ২০০৯ ১০:৪১408602
  • **সুখে
  • quark | 202.141.148.99 | ২৭ জানুয়ারি ২০০৯ ১০:৪১408591
  • ইহার এক এবং অদ্বিতীয় সমাধান, গোটা হার্ডডিস্ক ফর্ম্যাট করুন ও লিনাক্স লোড করিয়া স্খে কালাতিপাত করুন।
  • siki | 210.18.116.130 | ২৭ জানুয়ারি ২০০৯ ১১:০৫408613
  • দূ:খিত, মানতে পরলাম না এটা। প্রথমত লিনাক্ষ অপেক্ষা উইন্ডো দেখতে অনেক ঝাঁ চকচকে। দ্বিতীয়ত ডালভাত খেয়ে এতটি বড় হবার পরে হঠাৎই বাকি জীবনটার জন্য পাস্তা খেয়ে বেঁচে থাকা আমার পোষাবে না।

    লিনাক্ষটা সল্যুশন নয়, ওটা প্রবলেমের বাইপাস। আমি ভিস্তা এক্সপি-র সল্যুশন চাইছি।
  • sinfaut | 165.170.128.66 | ২৭ জানুয়ারি ২০০৯ ১১:২২408624
  • আমার কুবুন্টু ডেস্কটপ স্ক্রিনশট সিকি কে পাঠালাম। দেখো তো উইন্ডোজের থেকে দেখতে ভালো কিনা। ;-)
  • lcm | 69.236.167.218 | ২৭ জানুয়ারি ২০০৯ ১১:২৬408635
  • বোঝো!
  • sinfaut | 165.170.128.66 | ২৭ জানুয়ারি ২০০৯ ১১:৩৯408646
  • :-D
  • nyara | 64.105.168.210 | ২৭ জানুয়ারি ২০০৯ ১১:৫৩408657
  • অরিজিত নেই। সিনফট, তোমার হাতেই এই ভুবনের ভার। লড়ে যাও।
  • lcm | 69.236.167.218 | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:১১408668
  • ধুর! কিসের লড়াই। ডেস্কটপ মার্কেটে লিনাক্স/ইউনিক্স কোথায়? kde বা gnome - অনেক বেটার হয়েছে, কিন্তু মার্কেট শেয়ার? মাইক্রোসফট উইনডোজ 90%, ম্যাক 8.7%, লিনাক্স 0.83%
  • nyara | 64.105.168.210 | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:১৪408679
  • এই দিয়ে লড়াই ঠেকানো যাবে না। এতে শুধু এই বোঝা যায় জগতে ৯০% সিকি। বাকি ডিনমিনেশন ১০%।
  • lcm | 69.236.167.218 | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:২৩408690
  • হে হে!
    কিন্তু দৈনিক কম্পুটারের ব্যবহারে এই এত তফাৎ বুঝি না। করি তো.. ব্রাউজিং, ইমেইল (তাও আজকাল মোস্টলি ব্রাউজার বেসড), একটু আধটু ওয়ার্ড প্রসেসিং বা ঐ সব... এক্সেল, প্রজেক্ট এসেট্রা.... কালে ভদ্রে একটা ছবিকে ক্রপ বা রিসাইজ বা ভিডিও কে কোনো রকমে একটা ডিস্কে বার্ন করা.... এই তো... একটা টেক্সট ফাইল এডিটর --- এর জন্য এত লড়াই, এত গবেষণা পোষায় না। আর, জীবিকার জন্য তো putty আছে :-)

  • nyara | 64.105.168.210 | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:২৫408702
  • তবে দেখাদেখির কথাই যখন হচ্ছে: তাহলে সিকি আবার এক্সপি করতে চায় কেন? ভিস্তা তো শুনেছি এক্সপির থেকে অনেক বেশি সুদর্শন/সুদর্শনা। তবে লোকে বলে, ম্যাককে নাকি মারকাটারি দেখতে। সিকি ম্যাক লাগাও।
  • lcm | 69.236.167.218 | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৩৬408713
  • ম্যাক-এর ব্যাথা হল দাম। যা ব্যবহার করি আগে লিখেছি, তার জন্য ডবল দাম দেবো কেন?
    লিনাক্স প্রথমবার ইন্সটল করি ৯৪/৯৫ নাগাদ। দশ/বারোটা ছোট ডিস্কে এসেছিল। লিলো ডুয়্যাল বুট। বসালাম উইনডোজ মেশিনে। সিডি লোড করে কমান্ড প্রম্পটে গিয়ে ডিভাস মাউন্ট করতে হবে, প্লাগ-এন্ড-প্লে -র বালাই নেই। কিছুদিন পরে উড়িয়ে দিলাম।
    এবার প্রায় ১৩/১৪ বছর পরে, ২০০৮। একজনের লিনাক্স ল্যাপটপ-এ ব্ল্যাকবেরি ফোন ইউ-এস-বি কানেক্ট করা হল। ড্রাইভার নেই। নেট খুঁজে দেখা গেল, ব্ল্যাকবেরি ডেস্কটপ ম্যানেজার সফটওয়্যারের কোনো লিনাক্স ভার্শান নেই। হাল ছেড়ে দিলাম।
  • lcm | 69.236.167.218 | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৪৪408724
  • যেদিন দেখব, দোকান থেকে কোনো হার্ডওয়্যার ডিভাইস কিনে আনলে (ক্যামেরা, প্রিন্টার... যাই হোক), তার প্যাকেট খুললে একটা লিনাক্স সফটওয়্যার ডিস্ক আছে, বা, কোম্পানী ওয়েবসাইটে লিনাক্স ভার্শান ডাউনলোড করবার ব্যবস্থা আছে, সেদিন থেকে আর কোনো কথা নয়, একদম লিনাক্স ডেস্কটপ - কারণ os-এ ইউজার-এর স্বাধীন ভাবে বিচরণ করবার ক্ষমতা। যদিও, তারপরে করব সেই ব্রাউজিং ... এসেট্রা.... :-)
  • sinfaut | 165.170.128.66 | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৪৭408735
  • ব্ল্যাকবেরিটা জানিনা, তবে এখনও পর্যন্ত ক্যামেরা আইপড এসবের জন্য ড্রাইভার খোঁজাখুঁজি করতে হয়নি, প্রিন্টারের ব্যাপারেও অনেক কিছু বেরিয়ে গেছে। এলসিএম, সময় এসে গেছে, আরেকবার লিনাক্স লাগিয়েই ফ্যালো।
  • nyara | 64.105.168.210 | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৫০408757
  • http://linuxappfinder.com/blog/using_a_blackberry_curve_with_linux - এ যে বলছে RIM বানায় না, কিন্তু কি ভাবে যেন লিনাক্সে ব্ল্যাকবেরি কানেক্ট করেছে?

    তবে এটা ঠিক, লিনাক্সে অনেক কাজ করতে একটু নেটানেটি করতে হয়।
  • sifnaut | 165.170.128.66 | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৫০408746
  • এই তো বলছে উবুন্টু ৭.১০ এ ব্ল্যাকবেরি সাপোর্ট আছে:

    http://tinyurl.com/anqkw9

    আর লিনাক্স করবে টা কী? যদি এরা নিজেরাই না ড্রাইভার লেখে?
  • sinfaut | 165.170.128.66 | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৫১408768
  • ধর্মযুদ্ধটা এইবার লাগসে। ;-)
  • lcm | 69.236.167.218 | ২৭ জানুয়ারি ২০০৯ ১২:৫৭408779
  • না, সাপোর্ট আছে। কিন্তু ঐ ব্ল্যাকবেরি ডেস্কটপ ম্যানেজার সফটওয়ারটা চাই, যার ইন্টার্ফেসটা আমার পছন্দ, ওটা দিয়ে আমি সিংক করি।
    আর দেখো, ম্যানুফ্যাকচার-দের তো দোষ দিয়ে লাভ নেই, ১% এর কম মার্কেট শেয়ার হলে তারা কেন সফটওয়্যার বানাবে বলো তো?
    লিনাক্স-কে ডেস্কটপ মার্কেটে পেনিট্রেট করতে হলে ফ্রি ব্যাপারটা থেকে বেরোতে হবে। সেটা হওয়া মুশকিল, এখন pc র দাম কমতে কমতে তলানিতে চলে এসেছে।
    আর, ফ্রি ওপেন সোর্স-এর আর একটা মুশকিল হল, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে কϾট্রবিউট করবার জন্য। এই এত গাদা গাদা ফ্লেভার, তার আবার ভার্শান - এটাকে ঠিক করতে হবে। মানুষ এত ঝামেলা চায় না।
  • sinfaut | 165.170.128.66 | ২৭ জানুয়ারি ২০০৯ ১৩:১৪408790
  • ত্রিদিববাবু তোমারে হাতের কাছে পাইলে পবিত্র পোমো মতে খুন করবেন। :-)
  • lcm | 69.236.167.218 | ২৭ জানুয়ারি ২০০৯ ১৩:২২408801
  • খাইসে! শ্যাষে কি না উইনডোজের লগে খুন হইতে হইব! কি কান্ড! আমি কালই লাইন্যাক্স বসাইব।
  • arjo | 168.26.215.13 | ২৭ জানুয়ারি ২০০৯ ১৮:০৭408813
  • মার্কেট সেগমেন্টাশান দেখুন

    ম্যাক - ধনী নন টেকি
    জানালা - মধ্যবিত্ত নন টেকি
    ইউনিক্স - টেকি
    লিনাক্স - মধ্যবিত্ত সেমাই টেকি (টেকি টেকি ভাব)

    একটা কম্পু
    বাবা, মা মেল করে
    আমি গেমস খেলি, গুরু করি
    বউ ছবি আঁকে
    ছেলে কিবোর্ড বাজায়

    সস্তায় পুষ্টিকর হল জানালা। যেকেউ সাপোর্ট করতে পারে। আর কি চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন