এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিস্তা বনাম এক্সপি-র ধর্মযুদ্ধ

    Samik Mukherjee
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০০৯ | ৪৬৬২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | 117.195.33.147 | ২৮ জানুয়ারি ২০০৯ ২১:৩৬409024
  • ভেরি গুড। বেথের এই উদ্যোগটা আমাকে খুব সাহায্য করবে।
  • siki | 122.162.85.16 | ২৮ জানুয়ারি ২০০৯ ২২:১৯409025
  • ভূতো,

    অসংখ্য ধন্যবাদ। আজ ডগ টায়ার্ড, আমি তোকে ফোন করে নিয়ে বসব এর মধ্যে একদিন। ইতিমধ্যে কোনও সল্যুশন থাকলে জানা প্লিজ।

    দময়ন্তী কি নতুন ল্যাপি নামাবার প্ল্যান করছো?
  • d | 117.195.33.147 | ২৮ জানুয়ারি ২০০৯ ২২:২৪409026
  • আরও বছরখানেক দুয়েক চলবে আমারটা। ততদিনে তো তুমি সেটল করে যাবে। কাজে কাজেই ...

    ভাল কথা, আমার হঠাৎ মনে পড়ল তোমার হ্যান্ডিক্যাম নিয়ে চিরকালই কি একটা বাওয়াল ছিলো না? সেই যে আমি আমার হ্যা-ক্যা'র সফটওয়ার সিদি থেকে কপি করে তোমাকে পাথালাম! বাচ্চা দেখে দোকানদার ঠকিয়েছিলো বোধহয় সিডিটা দেয় নি। তাই না?
  • siki | 122.162.85.16 | ২৮ জানুয়ারি ২০০৯ ২২:৫৫409027
  • সিডি তো লাগে না হ্যান্ডিক্যামে! একটা সিডি দিয়েছিল সে তো পিকচার প্যাকেজ। ভিডিও এডিটিং সফটওয়্যার। কেউ ইউজ করে না। হ্যান্ডিক্যাম নিজে নিজেই ড্রাইভার খুঁজে নিয়ে চলে। আমার বোধ হয় যদ্দূর মনে পড়ছে আমার ইউএসবি কর্ডটা ছিল না। আর তখন জানতাম না যে হ্যান্ডিক্যাম রেকগনাইজ করতে কোনও সিডি লাগে না।
  • bhuto | 122.172.0.55 | ২৯ জানুয়ারি ২০০৯ ০০:০০409028
  • শমীকদা,
    আচ্ছা ।
  • bitoshok | 128.101.220.108 | ২৯ জানুয়ারি ২০০৯ ০১:২৬409029
  • সিকি-কে,

    K-letter KDE-র application(http://edu.kde.org/klettres/)KDE-র উইন্ডো ভার্সন আছে। সেটা wine দিয়ে ইনস্টল করা যায়। কুইকটাইম আমি প্রাগৈতিহাসিক যুগে cross-over (built on top of wine)-এর ট্রায়াল ভার্সন দিয়ে ম্যান্ড্রেক-৯ এ ইনস্টল করেছিলাম। CD-টে কুইকটাইমের কোন ভার্সন আছে? আমার ধারণা এটা চলা উচিত।

    BTW , CD-টার নাম কি?
  • Somnath | 117.194.193.101 | ২৯ জানুয়ারি ২০০৯ ০২:১৩409030
  • আমার তো পড়ে শুনে মনে হল সিকি স্টার্ট-আপের আগে F10 (BIOS Setup) এ গিয়ে, + / - key টিপে বুট ম্যানজারে গিয়ে প্রাইমারী বুটিং ডিভাইসটা সিডি / ডিভিডি ড্রাইভ করে ওঠে নি। সেটা করতে পারলেই সমস্যা মিটে যাওয়ার কথা। তাইলে বুটিং সিডি ঢুকিয়ে পাওয়ার অন করলে সিডি থেকে বুট করতে চাইবে। বুটিং সিডি ঢোকানোর আগে ও যে লিংক দিয়েছিল সেখান থেকে হার্ড ডিস্কের একটা পার্ট ফরম্যাট করে রাখতে হবে, যেটা ও অলরেডি করে ফেলেছে।
    এই মনে হল আর কি? আমি যা কম্পু জানি সেই মতো। এক্স পি ইনস্টল হয়ে গেলে হয়তো স্টার্টআপের সময় F8 করে vista আর XP টগল করতে হবে।

    তাবলে এই সুযোগে ছেলে বখিয়ে লিনাক্স ইনস্টল করানো ঘোর অন্যায়। লিনাক্সে ওর ঐ এক্সপি কমপ্যটিবল ইন্টার‌্যাকটিভ "Garfield It's all about" সিরিজের এডুকেশন সিডি থোরাই চলবে?
  • nyara | 67.88.241.3 | ২৯ জানুয়ারি ২০০৯ ০২:৪৪409031
  • সিকিকে বিভিন্নরকম টর্চার করে ইউবান্টু ইনস্টল করানোর ফল মোট্টে ভাল হবে না, এই আমি বলে দিনু। সিকির সব স্পেশাল মাল আছে। মেয়ের একটা পার্টিকুলার সিডি যার কানের কাছে নীল দাগ কিম্বা নিজের একটা উইন্ডোজ ফর্ম্যাটেড ফ্লপি, যাতে ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের প্রজেক্ট রিপোর্ট প্রাগৈতিহাসিক কোন ওয়ার্ডপ্রসেসারের ফর্ম্যাটে জমানো আছে। এসব মাল বাপের জন্মেও লিনাক্সে চলবে না, সিকি ফ্রাস্ট্রেটেড হয়ে চিল্লামিল্লি করবে। বদনাম হবে লিনাক্স ও ইউবান্টুর।
  • bitoshok | 134.84.199.99 | ২৯ জানুয়ারি ২০০৯ ০৩:৩৪409032
  • লিনাক্স FAT/ntfs (u install ntfs-3g, if not installed by deafult) দুটো ই চিনতে পারে। কত পুরোনো Word Processor? MS Word-95? সাপোর্ট আছে।

    Word Processor, Multimedia Audio/Video-আমি যতরকম format চিনি - সব লিনাক্সে চলে। উইন্ডোজের থেকে ভালো চলে। MS PPT Reader -2007wine দিয়ে দিব্য চলছে।

    কম্পুর রেসোর্স ইউজেস নিয়ে ভাবিত না হলে, Compiz দিয়ে ডেস্কটপ এফেক্ট ভিস্তা-র থেকে ঢের ভালো করা যায়।

    আর সিরিয়াস কাজকন্মের জন্য বিল খুড়োর অপারেটিং সিস্টেম কস্মিন কালেও ছিলোনা, হবেও না।
  • lcm | 128.48.7.222 | ২৯ জানুয়ারি ২০০৯ ০৪:০১409034
  • এই তো বীতশোক, ঠিক পয়েন্টটা ধরেছে। ওটাই তো উইনডোজ-এর ইউএসপি। 'নন সিরিয়াস' কম্পূটার ইউজার, যে টিভির রিমোট দাবাতে জানে সেও কম্পু ব্যবহার করবে, ঘরে ঘরে টিভি/মাইক্রো ওয়েভ-এর মতন পিসি চলবে - এটাই ছিল বিল-বাবুর স্বপ্ন। আর, তোমরা, < ১% সিরিয়াস টেকিরা অন্য সিস্টেমে সিরিয়াস কাজ করবে। তোমাদের সিস্টেম আম জনতার ঘাড়ে চাপিয়ে দিয়ে FAT FAT করলে তো চলবে না :-)
  • arjo | 24.214.28.245 | ২৯ জানুয়ারি ২০০৯ ০৮:৫৮409035
  • এই লিণাক্ষপ্রেমীদের দেখলেই আমার সেই সিরিয়াস মুখ করে থাকা, ভারী ভারী কালো কালো বই মুখে নিয়ে ততোধিক সিরিয়াস অংক নিয়ে আলোচনা করা লোকজনদের কথা মনে হয়। এদের জন্যই আমি কলেজের ডিপার্টমেন্টে ঢুকেই টেনশন খেয়ে প্রোমদদার ক্যান্টিনে চলে যেতাম। এরা আপিসে বা কাজের যায়গায়ও কাজ করে আবার বাড়ির কম্পিউটারেও কাজ করবে বলে লিণাক্ষ লোড করে। ভগমান এঁদের ইত্যাদি ইত্যাদি।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ০৯:৪১409036
  • যাক আমার দায়িত্ব কমলো - ব্যাটন নেবার অনেক লোক এসে গেছে;-)
  • r | 121.245.101.169 | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৩৯409037
  • তোমার লিনাক্ষ যারে দাও তারে দাও বহিবার শকতি ইত্যাদি ইত্যাদি। ;-))
  • sinfaut | 165.170.128.65 | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৪১409038
  • ভাবছি কলকেতা গিয়ে রদার ঘাড়েও চাপিয়ে দেবো। :-))
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৪৩409039
  • এই অহেতুক গ্নু/লিনাক্ষ ভীতি আর দ্রাক্ষাফল অতিশয় খাট্টার মধ্যে মিল নাই?
  • sifnaut | 165.170.128.65 | ২৯ জানুয়ারি ২০০৯ ১০:৪৬409040
  • ভীষন।

    তায় আবার সিকি বোকার মতন ভগবানের সাথে তুলনা করে বসল। বলে কিনা অচেনা-অজানা। যেন কেউ জানতে-চিনতে বারন করেছে, বা দাবী করেছে লিনাক্স সব থেকে ভালো আগে থেকেই মেনে নিতে হবে।
  • Riju | 125.17.122.22 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:১২409041
  • ও বে থে ,লিনাক্ষ ডাউনলোডিয়ে ডেটা প্ল্যানের পয়সা খচ্চা করছ কেন? CHIP/PC Quest/Linux 4 u কিনে নাও ইনস্টলার DVD/CD পাবে।
    https://shipit.ubuntu.com ফ্রী তে CD পাঠায়।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:২৫409042
  • হ্যাঁ - ঠিক কথা।

    যাহারা গ্নু/লিনাক্ষ ভীতিতে আক্রান্ত, তাহাদিগকে এতদ্বারা অনুরোধ জানানো যাইতেছে ইউবান্টু বা অন্য কোনো ডিস্ট্রো-র লাইভ সিডি লইয়া পরীক্ষা করিয়া লউন যে উহা আপনার পোষাইবে কিনা। লাইভ সিডি থাকিলে কম্পুতে কিছু ইনস্টল করিবার প্রয়োজন নাই - অনায়াসে বিনা ইনস্টলে হাত পাকাইতে পারিবেন, খেলাচ্ছলে কিছু উড়িয়া যাইবার চান্স থাকিবে না।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৪:৪৪409043
  • ও, লাইভ সিডি দিয়ে WINE টেস্ট মনে হয় করা যাবে না - সিওর নই। তবে হাত পাকানো যাবে।

    এইমাত্র আমি WINE-এ মাইক্রোসফট পিপিটি ভিউয়ার দিয়ে দমাদ্দম অ্যানিমেশনওয়ালা পিপিটি চালিয়ে দিলুম। বেথে-র সিডি-টা পেলে চালিয়ে দেখতুম হয় কিনা। তবে আমি লোকজনকে পুরো জানলা স্পেসিফিক সফটওয়্যার WINE দিয়ে চালাতে দেখেছি।
  • siki | 122.160.41.29 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৫:৫৭409045
  • সামান্য কারেন্ট পোড়ে, আমার আনলিমিটেড আপলোড ডাউনলোড স্কিম, তাতে আলাদা খচ্চা নাই।

    অরিজিৎ, wine কি ইউবান্টুর সাথেই আসে, নাকি আলাদা প্লাগিন টাইপের কিছু?

    কাল রাতে ডাউনলোড হয় নি, শেষ হবার আগে ল্যাপি স্লিপ মোডে চলে গেছিল, আজ ডাউনলোডাতে দিয়ে আপিস এসেছি, ফিরে গিয়ে ইনস্টল করব। সমস্ত স্ক্রিনশটের প্রিন্টাউট নিয়ে যাচ্ছি। খালি ঐ একটাই ভয় করছে, বাই চান্স ছড়িয়ে গেলে হাতের কাছে একটা লোক নেই যে আমার ল্যাপিটাকে নেড়ে ঘেঁটে ঠিক করে দিতে পারবে। অরিজিৎ আর সিফোঁ, তোমাদের মোবাইল নম্বর আমাকে জিমেইলে পাঠিয়ে দেবে?
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৬:০৫409046
  • ৯৯০৩৭০৫২৮৫

    WINE আলাদা করে ইনস্টল করতে হয়। ল্যাপিতে ইউবান্টু বা যা খুশি গ্নু/লিনাক্স বসিয়ে আগে নেটে কানেক্ট করো। প্রথম ব্যথাটা ওখানে খেতে পারো - কারণ অফিসিয়ালি বিএসএনএল বা এয়ারটেল কেউই নন-উইন্ডোজ ও-এস সাপোর্ট করে না। কিন্তু দিব্যি নেটে কানেক্ট হয়, কারণ সার্ভিস প্রোভাইডার চেনে শুধু তোমার মোডেমের ম্যাক অ্যাড্রেস। তার পিছনে তুমি কি কম্পু ইউজ করছো সেটা তারা জানেও না। সেই জন্যেই বল্লুম - আগে লাইভ সিডি দিয়ে করে দ্যাখো - নেট কানেকশন সেট-আপ করতে পারো কিনা।

    নেট লেগে গেলে ইউবান্টু কম্যাণ্ড প্রম্পটে গিয়ে apt get wine (সিঁফো ঠিক করে দিস, কারণ আমি ফেডোরাতে করেছি - yum install wine করেছিলাম) দিলে সমস্ত ডিপেন্ডেন্সীসহ wine ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। এটা গ্রাফিকালিও করা সম্ভব।

    আরেকটা কথা - সমস্ত গ্নু/লিনাক্স ডিস্ট্রোতে ইনস্টলারের মধ্যে একটা ডিস্ক ইউটিলিটি থাকে পার্টিশনিং-এর জন্যে। সেটা ব্যবহার করে পার্টিশন করে নিও যাতে কারেন্ট উইন্ডোজ পার্টিশনটা ইনট্যাক্ট থাকে।
  • sinfaut | 165.170.128.65 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৬:১০409047
  • ০৪০২৭০০৬২৯৫

    তাছাড়াও চ্যাট তো আছেই। ইনফ্যাক্ট চ্যাটে লিখলে বুঝতে বেশি সুবিধে হবে, ফোনে ঠিকঠাক নাও শুনতে পারো।

    জয় হোক। লেগে পড়ো।
  • a | 203.201.231.35 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৬:৪২409048
  • আমি আজকাল ম্যান্‌জার হয়ে পয়েন করে কথা বলতে শিখেচি:

    অ) অরিজিত দা, বি এস এন এল লিনাক্ষতে support দেয়।

    ব) বে থে, ভার্চুআল XP কি চল্লো না?

    (C তে কেউ নেই বলে আর পয়েন লেখা হল না)
  • siki | 122.160.41.29 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৩409049
  • ভার্চুয়াল এক্সপি এখনও ট্রাই মারি নি। এক এক করে হবে। সন্ধ্যেয় বাড়ি ফিরি।

    অরিজিৎ, কতটা পার্টিশন মারব ইউবান্টুর জন্য? ৫ জিবি? ১০ জিবি?
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৭:১৮409050
  • ধুস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স। এখন তো সব দেড়শো দুশো জিবি হার্ড ডিস্ক। তুমি অনায়াসে আধাআধি রাখতে পারো। তবে কুড়ি-টুড়ি দিয়ে শুরু করে পরে বাড়িয়ে নিতে পারো। অ্যাকচুয়ালি আরো কম দিয়েও করা যায় - আমার অনেকগুলো ভার্চুয়াল মেশিন ছিলো ফেডোরা ছয় ভরা - চার জিবির ভার্চুয়াল হার্ড ডিস্ক - তবে তাতে তুমি বেশি মালপত্তর রাখতে পারবে না।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৭:২০409051
  • c দিয়ে cফোঁ হয় তো।
  • sinfaut | 165.170.128.65 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৭:২২409052
  • সিকির বড় ভয়। যদি উবুন্তু ওয়াঁর হার্ডডিস্ক খেয়ে ফ্যালে, পেট থেকে বের করা না যায়? নইলে কালকেই তো বললাম কতটা কিসে রাখতে হবে।
  • siki | 122.160.41.29 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৭:২৪409053
  • আমার ৩২০ জিবি। এর মধ্যে ২২০ কি তারও বেশি সি ড্রাইভ।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৭:২৯409054
  • সিকির Date:27 Jan 2009 -- 11:05 AM-এর পোস্টটা এখন দেখলুম। প্রবল বিরোধিতা করতে বাধ্য হচ্ছি। গ্নু/লিনাক্স দেখতে যথেষ্ট সফি, ইনফ্যাক্ট জানালার চেয়ে ঢের ভালো - ফেডোরার ইন্টারফেসটা দ্যাখো। দুই - পান্তা নয়, বরং আরো ভালো কোয়ালিটির খাবার যাতে পেটখারাপের সম্ভাবনা নেই, কোলেস্টেরলও বাড়বে না। তিন - একটা কোট দিয়ে উত্তর -

    Microsoft is not the answer.
    Microsoft is the question.
    NO (GNU/Linux) is the answer.

  • Arijit | 61.95.144.123 | ২৯ জানুয়ারি ২০০৯ ১৭:৩২409056
  • আমি হলে যা করতুম - সি বা সিস্টেম ড্রাইভে বড়জোর ৪০ জিবি রাখতুম যাতে উইন্ডোজ এবং বাকি জানলা-কল সব ধরে যায়। ২০ জিবি গ্নু/লিনাক্স পার্টিশন দিয়ে শুরু করতুম। বাকিটা ডেটার জন্যে - আধাআধি - জানলা আর গ্নু/লিনাক্সের জন্যে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন