এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিস্তা বনাম এক্সপি-র ধর্মযুদ্ধ

    Samik Mukherjee
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০০৯ | ৪৬৬২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.10 | ৩০ জানুয়ারি ২০০৯ ২৩:৩১408615
  • বাব্বা, আমি এতকিছু জানি!!

    ১৪৮ জিবির কী ফান্ডা? আমি এখন কুবুন্টু নামাচ্ছি। একটু গালটাল টিপে আবার পরের ছেলে পরের বাড়ি দিয়ে আসব। তো, নিজের ঘরের জায়গা কম পড়বে কেন?

    (আর একটা গূঢ় উদ্দেশ্য আছে। ইনশাল্লাহ, বাংলা ওপেনাফিসের লিনাক্ষ ইন্সটলারটা এইবার লিখেই ফেলব। তাবৎ তাবৎ ঘাঘু লিনাক্ষগুরুরা সুডো নন-সুডো করে খুব একপ্রস্থ ঘোরালেন আর যাই হোক!)
  • d | 117.195.36.252 | ৩০ জানুয়ারি ২০০৯ ২৩:৪৩408616
  • তার আগে এম এস অফিসেরটা লিখে ফেললে হত না? লিনাক্স আর কটা লোকই বা চালায়! আর তাদের বাংলা কল না পেলেই বা কি এমন আসে যায়!
  • arjo | 168.26.215.13 | ৩০ জানুয়ারি ২০০৯ ২৩:৪৭408617
  • হ্যাঁ হ্যাঁ বাজে কাজে সময় নষ্ট না করাই ভালো।
  • Arpan | 122.252.231.10 | ৩০ জানুয়ারি ২০০৯ ২৩:৪৮408618
  • এমএস অফিসের জন্য আমার একটা ডেভেলপার লাগবে। হে রিসোর্স ম্যাঞ্জার, একখানি ভিবি জানা রিসোর্স দিয়া প্রোজেক্টটিকে পুনরুজ্জীবিত করুন। এই বুড়ো বয়সে নিজে সবকিছু কোডিং করা আর পোষায় না।

    কিন্তু, লিনাক্ষের জন্য ইন্সটলার না থাকায় বহু লিনাক্ষসাধক ওপেন আপিস প্লাগইনটি ব্যভার করেন না। দুইজন তো নিজের মুখে আমাকে জানিয়েছেন।
  • nyara | 67.88.241.3 | ৩০ জানুয়ারি ২০০৯ ২৩:৫৫408619
  • সিকি, অনেকেই যা বলেছে, আমিও তাই বলি। আগে ইনস্টল না করে, লাইভ সিডি দিয়ে ওয়াকিবহাল হয়ে নাও। সেখানে পার্টিশন-ফনের কোন গর্দিশ নেই। লাইভ সিডির একমাত্র ডাউনসাইড হল, স্লো লাগবে, কারণ জিনিষটা পুরো মেমরি থেকে চলছে। লাইভ সিডিতেও গুচ ইত্যাদি পড়তে পারবে, কিন্তু এক্ষুণি ঐ দিকে অত নজর দিও না। গুগ পড়া অতি সহজ। আপাতত: ফ্যামিলিয়ারাইজ করো।
  • nyara | 67.88.241.3 | ৩০ জানুয়ারি ২০০৯ ২৩:৫৬408620
  • ওহে অর্পণ, তোমায় যে একটা লিনাক্ষ ইনস্টলার লিখে দিলাম! তোমর এক চেলাকে পঠালামও, বললাম জানাতে যে চলেছে কিনা। সে অবশ্য আর কিছু উচ্চবাচ্য করেনি।
  • Arpan | 122.252.231.10 | ৩১ জানুয়ারি ২০০৯ ০০:০১408621
  • হেইডা তো আফনাগো দুইজন মিলা লেখনের আসিল। আর, হেনারে আমার চ্যালা বানাইয়্যা দিসেন!!

    সে যাক, আমি কুবুন্টু নামিয়ে আপনার ইন্সটলারটা ট্রাই মারছি।
  • Arijit | 61.95.144.123 | ০২ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫১408622
  • উফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ্‌ফ - একটা মেশিনে গ্নু/লিনাক্স ইনস্টল করতে এত ব্যথা জানা ছিলো না। আম্মো তো কোনো একদিন প্রথম ইনস্টল করেছিলুম, একা একাই!!!

    বেথে - তিনটে কাজ করো -

    (১) VMWare থেকে VMWare Server নামিয়ে নাও - ওয়ার্কস্টেশনটা পেলে আরো ভালো হত, কিন্তু ওটা ফ্রী নয়। ওটা না চাইলে Virtual Box-ও নামাতে পারো।

    (২) এক্সপি-র কপি আছে? থাকলে একটা VM বানাও - হাতিঘোড়া কিছুই নয় - VMWare-কে নতুন VM বানাতে বল্লে ওই বানিয়ে দেবে - কত ডিস্ক, কত মেমরি এই সব জিগ্গেস করবে শুধু। তার মধ্যে এক্সপি ইনস্টল করে নাও - তোমার এক্সপি-র জরুরৎ মিটে গেলো। এক্সপি সংক্রান্ত সব কাজ ওই VM-এ করতে পারবে।

    (৩) এরকমই একটা VM-এ ফেডোরা বা ইউবান্টু ইনস্টল করে নাও হাত পাকানোর জন্যে - যদি ইচ্ছে করে।

    VM-এ কিছু ইনস্টল করার পদ্ধতি হল কম্পুতে সিডি ভরে VM-টাকে স্টার্ট করে সিডি টা পড়তে বলা - সেটা VM-এর সেটিংস-এ করা যায়।
  • Arijit | 61.95.144.123 | ০২ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫৯408623
  • বাই দ্য ওয়ে - ১৪৮ জিবির গল্পটা বলে দিই - ইউবান্টু ইনস্টলার দেখেছে অতটা খালি আছে, তাই জিগ্গেস করেছে যে সে পুরোটা নিতে পারে কিনা। দ্যাট ক্যান নট বি আনডান মানে একবার পুরোটাকে ওই পার্টিশনে ফেলে ইনস্টলেশন শুরু হয়ে গেলে আর কিছু করার নেই - পুরোটাই ইউবান্টুর দখলে যাবে - যতক্ষণ ইউবান্টু থাকছে ততক্ষণ। আর রিক্লেইম করতে চাইলে ফের রিপার্টিশনিং করতে হবে। তার মানে এই নয় যে কম্পু বা হার্ড ডিস্কের দেহ রাখা অবধি এটা বেদখল হয়ে গেল। এখানে দখলদারি তুলতে বিশেষ মেহনত করতে হয় না।

    ভাগ্যিস বেথে আগেভাগে ফরম্যাটিং করে দেয়নি - তাইলে আরো বেশি বদনাম হত - ইউবান্টু নিজে নিজেই সব উড়িয়ে দিয়েছে বলে। খামোখা লোকজনকে এরকম ভয় দেখানো দেখে সন্দেহ হচ্ছে এটাও কোনো বড়সড় কন্সপিরেসী কিনা;-)
  • Riju | 125.17.122.22 | ০২ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫৮408625
  • শমীক,
    এটা দেখো - উবুন্টু XP তেই চালাতে পারো।
    http://www.pcreview.co.uk/articles/Windows/Run_Linux_in_Windows/

    vistaর থেকে কিন্তু XP বেটার,MS এর নিজের ডেভ রাই ভিস্তাকে গালি দেয়

  • Arijit | 61.95.144.123 | ০২ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০৩408626
  • একটা ফুট কাটি - MS Virtual PC একটি অতীব ঝাঁটের সফটওয়্যার। তুলনায় VMWare অনেক গুণ ভালো। একই ইমেজ দুটোতে তৈরী করে স্টার্ট করলেই তফাতটা ধরা পড়ে। বরং MS Virtual Server-টা বেটার, ভার্চুয়াল পিসি-র চেয়ে - কিন্তু MSDN অ্যাকাডেমিক লাইসেন্স ছাড়া ফ্রী-তে পাবে না।
  • siki | 122.162.85.48 | ০২ ফেব্রুয়ারি ২০০৯ ২১:১০408627
  • কেউ আছে? উবুন্টু-বিশারদ?
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:২৮408628
  • মাইরি বলছি - বারো বছরের আইটি জীবন আর তার আগের ছয় বছরের কলেজজীবনে এত দ্বিধা/দ্বন্দ্ব/ভয় আমি কোথাও দেখিনি। এমন লোকজনকেও দেখেছি যারা জাস্ট কিস্যু না জেনে একটা গোটা কম্পু খুলে ফের লাগিয়ে ফেলেছে - আর ওইভাবেই অ্যাসেমব্ল করতে শিখে গেছে। কোনো সফটওয়্যার শেখার উদা তো দিকে দিকে...গ্নু/লিনাক্সেও একই কেস - ওই ত্রিদিববাবুকেই দ্যাখো।

    এত টেনশনে থাকলে আগে একটা VM-এ ইউবান্টু বা ফেডোরা ইনস্টল করে হাত পাকিয়ে নাও। সেখানে এত চিন্তার কিছু নেই - সব ভিএম-এর হার্ড ডিস্ক বেসিক্যালি একটা ফাইল, গোলমাল হলে ফাইলটা উড়িয়ে দিলেই চলে।
  • siki | 122.160.41.29 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৫৫408630
  • ওফ্‌ফ্‌, কদিন না হয় আপডেট দিই নি। এসব করি নি তাই বলে, কে বলল? দ্বিধা দ্বন্দ্ব ভয় সব কাটিয়ে উবুন্টু ইনস্টল করেছি। তার আগে লাইভ সিডিতেও চালিয়েছিলাম। কী দিয়ে কীভাবে হাত পাকাবো তাই বুঝতে পারলাম না। তো, কটি অবজার্ভেশন দেখলাম। সেগুলি এখানে লিস্ট ডাউন করছি। একটু বুঝিয়ে দাও সেগুলো কীভাবে ওভারকাম করব।

    ১। প্রথম যখন লাইভ সিডিতে চালালাম, আমার মেন ড্রাইভ, তাতে রাখা সমস্ত মাল্টিমিডিয়া ফাইল (মিউজিক ফাইলসমূহ আর ভিডিও ফাইলসমূহ) সমস্তই চাঁদপানা মুখ করে আসছিল এক্সপ্লোরারে। কিন্তু একটি মিউজিক বা ভিডিও ফাইলও চলল না। টোটেম আর আরেকটা কী যেন প্লেয়ার তাদের চালাতে গিয়ে ফেল করে গেল, আর বলল একগুচ্ছ কোডেক লাগবে। সেইসব কোডেক ডাউনলোড করারও কোনও অপশন দিল না, বলল পারচেজ করতে হবে। ফেলো কড়ি মাখো তেল। প্রশ্ন: পয়সা না দিয়ে এই সব মিডিয়া ফাইল উবুন্টুতে শোনার কী ব্যবস্থা?

    ২। তো, আমি ভাবলাম, নিশ্চয়ই পুরোপুরি ইনস্টল করি নি, তাই এইসব কোডেক পাচ্ছে না। জয় বাবা কচুবনেশ্বর বলে উবুন্টু ইনস্টল করে ফেললাম। এইবার হল কী, আমি আমার মেন ড্রাইভ আর দেখতে পাচ্ছি না। উইন্ডোজ মোডে গিয়ে দেখতে পাচ্ছি সব আছে, কিন্তু উবুন্টুতে সি ড্রাইভ দেখাচ্ছে না, যাতে আমার সমস্ত আছে (আমার ল্যাপিতে দুটোই ড্রাইভ, সি আর ডি, ডি-তে ভিস্তার সিস্টেম রিকভারি ব্যাকাপ রাখা আছে, আর সি ড্রাইভটা একাই ৩১০ জিবি, অমি আর পার্টিশন ফার্টিশন করাই নি, ওতেই সব থাকে)। ডি ড্রাইভটা দিব্যি দেখাচ্ছে যাতে আমর কোনও কাজের জিনিস নেই। প্রশ্ন: কীভাবে আবার তাদের দেখা পাব? আলাদা পার্টিশন করে সরিয়ে নিতে হবে সিস্টেম ড্রাইভ থেকে?

    ৩। হ্যান্ডিক্যাম লাগালাম ইউএসবি ড্রাইভে। উবুন্টু জাস্ট পাত্তাই দিল না, অ্যাজ ইফ কিছুই লাগানো হয় নি। কাকুকে জিগালাম, বিশেষ কোনও ইনফো নাই মার্কেটে, এক জায়গায় দেখলাম সেই এক ঘ্যানঘ্যান (ভিস্তার ক্ষেত্রেও যা লেখা ছিল) কী, না উবুন্টু ইউএঅবি মোডে হ্যান্ডিক্যাম সাপোর্ট করে না। ফায়ারওয়্যার কেব্‌ল নিয়ে এসো তারপর টার্মিনাল খুলে কী সব কমান্ড টাইপ করো। তবে হবে। প্রশ্ন: সত্যিই কি তাই?

    ৪। ফায়ারওয়্যার ভিস্তা এবং এক্সপি সম্বন্ধে শেষ আপডেট: আমার ল্যাপির মাদারবোর্ড এক্সপি কমপ্যাটিব্‌ল নয়। তাতে কেবল ভিস্তাই চলবে, হাজার টাকা দিলেও তাতে এক্সপি চইলবেক নাই। ইনস্টল করতে গেলে দেখাচ্ছে হয় হার্ড ডিস্ক লক্‌ড অথবা মাদারবোর্ড মিসিং। তো, নেহরু প্লেসে গেছিলাম। ফায়ারওয়্যার কেব্‌ল একটা দোকানে দিল, বললাম টেস্ট করে নেব। হ্যান্ডিক্যামও নিয়ে গেছিলাম। লাগালাম, সেই এক কেস, চিনতেই পারল না (ভিস্তায়)। অতএব ফেরৎ দিয়ে দিলাম। আরেকটা দোকানে গেলাম, বলল, "চলনেওয়ালী ফায়ারওয়্যার কেবল মিল জায়েগি, সাঢ়ে তিনশ' রুপইয়ে। সে আবার টেস্টও করা যাবে না। খারাপ হলে রিপ্লেস করে দেবে। তো, কেব্‌ল আবার খারাপ কী হবে, হয় চলবে, নয় চলবে না। না নিয়ে চলে এসেছি। প্রশ্ন: এত কিছু করার পরেও উবুন্টুতেও যদি ফায়ারওয়্যারেও না-চলে? কেউ কি সোনি হ্যান্ডিক্যাম উবুন্টুতে চালিয়েছো? চলে? কীভাবে চলে, স্টেপ বাই স্টেপ বোঝাও।

    ===========

    পাদটীক: vmware মাঝে হ্যাং করে গেছিল বলে আর ও রাস্তায় না এগিয়ে সরাসরিই উবুন্টু ইনস্টল করেছি। সোজা রাস্তা, শাটডাউন করে উবুন্টুর সিডি ঢুকিয়ে উবুন্টুর উইজার্ড ফলো করার কোনও দরকার নেই। তাতে ঘেঁটে যাবার চান্স বেশি। উইনডোজেই সিডিটা এক্সপ্লোর করে সেটাপ ইএক্সই চালালে সুন্দর করে লিখে দেয়: ইহা অন্যান্য যে কোনও সফটওয়্যারের মতই ইনস্টল করা যায়। পছন্দ না হইলে আনইনস্টলও করা যয়। কম্পুর কোনও ক্ষতি হয় না। ডব্‌ল ক্লিক করে দিলাম, কুড়ি মিনিটে ডুয়াল বুট হয়ে ইনস্টল হয়ে গেল। আমি গান শুনছিলাম আর ডিনার করছিলাম ততক্ষণ :-)। কোনও উইজার্ডই ফলো করতে হয় নি।
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৪408631
  • ১। VLC Media Player - কিন্তু লাইভ সিডিতে ইনস্টলেশন হয় না।

    ২। হায় আল্লা - *nix-এর ফাইল সিস্টেমই তো আলাদা - সি ড্রাইভ দেখাবে কেন? যে টুকু তুমি ওর পার্টিশনে দেবে ও সেটাই দেখাবে। তুমি কি ইউবান্টু থেকে তোমার উইন্ডোজ সিস্টেম ড্রাইভের জিনিস চালাবার তাল করছিলে নাকি?

    ৩। জানি না, কারণ আমি হ্যাণ্ডিক্যাম সর্বদাই ফায়ারওয়্যার দিয়ে চালাই। তবে এটা হওয়ার কথা নয় - ভালো করে ফোরামগুলো দেখলে উত্তর পাওয়া যাবে।
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:০৯408632
  • আর এক্সপেরিমেন্টেশনের জন্যে সবসময় ভিএম ব্যবহার করা ভালো - কম্পুর ক্ষতি হয় না। তুমি যদি কোথাও থেকে - মানে নেহরু প্লেস বা কোনো বন্ধুর কাছ থেকে এক্সপি যোগাড় করতে পারো তাহলে ওই ভিএম-এ এক্সপি ফেলে দিলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে বলেই আমার মনে হয়। মাদারবোর্ড কমপ্যাটিবল নয় এটা সম্ভবত: বাজে কথা। হার্ড ডিস্ক লকড - এটা হতেই পারে - তোমার ভেণ্ডর ওটা লক করে রেখেছে। সিস্টেম টুল দিয়ে একটা আলাদা পার্টিশন করে তাতে এক্সপি লোড করার চেষ্টা করে দ্যাখো।
  • bitoshok | 75.72.245.81 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১২408633
  • সিকি-কে,

    আপনার কম্পু-র ডিটেল কনফি দিন। মানে যেসব জিনিস চালাতে চান। sound card, হ্যান্ডিক্যাম মডেল ইত্যাদি। ল্যাপটপ চার্জার ডিপার্টমেন্টে ফেলে এসেছি, আর বেশিক্ষন লিখতে পার্বো না। কাল ফিডব্যাক দেবো।
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২১408634
  • আর এলসিএম কি নস্ট্রাডামুস? নাকি অ্যাক্সিস ফোর্সের পার্টনার? একটা সহজ সরল সাধাসিধে হ্যাভক প্যার্ফরমেন্স করা বস্তুর বদনাম করে দিলো এই চক্রান্তকারীরা।
  • siki | 122.160.41.29 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৭408636
  • ২। ফাইল সিস্টেম আলাদা, সেটা এতদিনে বুঝেছি। তা হলে লাইভ সিডিতে দেখাচ্ছিল কী করে? আর যদি উইন্ডোজের সমস্ত মিডিয়া ফাইল উবুন্টুতে চালাতে চাই, কীভাবে চালাবো? মানে, ট্রান্সফার করব কী করে?

    ৪। xpর ইনস্টলার সিডি তো আমার কাছেই আছে। তাও একজন লোককে ডেকে এনে চেষ্টা করেছিলাম। একই ফল। vmware-এও xp ইনস্টল হল না। বলছে কোনও ইনস্টলার সিডিই নেই সিডি ড্রাইভে। নর্মাল ইনস্টলেশনেও, vmware-এও, আর MS Virtual PCতেও। এক্সপিকে একেবারে চিনতে পারছে না।

    বীতশোককে:

    এখন তো অফিসে, সমস্ত ডিটেইল দিতে পারবো না। তবে মোটামুটি, আমার ল্যাপটপ HP Pavillion DV6846। হার্ড ডিস্ক আর র‌্যামের বিবরণ দিলাম না। সাউন্ড কার্ডটা বাড়ি গিয়ে দেখে বলতে হবে। আর nVidia গ্রাফিক্স কার্ড আছে, ২৫৬ MB ডেডিকেটেড র‌্যাম আছে তার জন্য।

    হ্যান্ডিক্যাম ডিজিটাল এইট; মডেল সোনি TRV265E

    ইউএসবি বা ফায়ারওয়্যার দিয়ে হ্যান্ডিক্যাম কানেক্ট করা যাচ্ছে না। এর সল্যুশন চাইছি।
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৪৩408637
  • ২। এটা সাত কাণ্ড রামায়ণ *পড়ে* সীতা কার পিসেমশাই হল।

    লাইভ সিডি "ইন-মেমরি' - একটা সেপারেট অ্যাপ্লি গোছের। ওটা কারেন্ট ফাইল সিস্টেমটা দেখায়। আর ফাইল শেয়ারিং দিয়ে সম্ভবত: এই ট্রান্সফারটা করা যেতে পারে - তাও সিওর নই, কারণ ডুয়াল বুটে লিনাক্স চলা মানে উইন্ডোজ না চলা। যারা ডুয়াল বুট চালায় তাদের জিগ্গেস করো - যেমন সিঁফো।

    ৪। এটা টেকনিক্যালি অসম্ভব - কোথাও কোনো গোলমাল না করলে। ভিএমওয়্যার বা ভার্চুয়াল পিসি - বোথ আর মেন্ট টু সাপোর্ট আ ওয়াইড রেঞ্জ অব গেস্ট অপারেটিং সিস্টেমস। তোমার সিডিটাই হয়তো ইনস্টলার সিডি নয়, বা কোরাপ্টেড সিডি।
  • siki | 122.160.41.29 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৫৪408638
  • লোক ডেকে এনেছিলাম তো। তার সিডিতেও একই কাহিনি হল। সবই কি করাপ্টেড?
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০২408639
  • তাহলে ভিএমের গল্পটা বলি।

    ভিএম মানে দুটো ফাইল - একটা কনফিগ ফাইল - টেক্সট ফরম্যাটেড, আরেকটা ভার্চুয়াল হার্ড ডিস্ক। এই ভার্চুয়াল হার্ড ডিস্ক, বা ভিএমওয়্যারে ভিএসডি ফাইলটা প্রসেসর/মাদারবোর্ড/হোস্ট ওএস ইন্ডিপেন্ডেন্ট - এর মধ্যে আদ্যিকালের ডস অবধি ইনস্টল করা যায়। একমাত্র যেগুলো নর্মালি যায় না সেগুলো হল নন-ইন্টেল-বেজড ওএস, যেমন পুরনো পাওয়ারপিসি-র OSX - তাও সেগুলোও লোকে করেছে বলে শুনেছি। কাজেই সিডি, বা ড্রাইভ কোরাপ্ট হওয়া টাইপের প্রবলেম ছাড়া, বা ড্রাইভ লক হওয়া ছাড়া আর তো কিছু মাথায় আসছে না।
  • nyara | 64.105.168.210 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৬408640
  • সোনি নয়, তবে আমার প্যানাসনিক ক্যামকর্ডার আমি ফায়ারওয়্যার কেবল দিয়ে হইহই করে ইউবান্টুতে কানেক্ট করি।
  • siki | 122.160.41.29 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৯408641
  • কিছু একটা গ্যাঁড়াকল তো আছেই। ঐ এক্সপির সিডিই যখন এক্সপি মেশিনে চালাচ্ছি, ঝটপট ইনস্টল করতে শুরু করে দিচ্ছে। উইন্ডোজ এক্সপ্লোরারেও সিডিটা এক্সপ্লোর করলে একটা সেটাপ ডট ইএক্সই অসে। তাতে ডাবল ক্লিক করলে ভিস্তায় যে উইজার্ডটা খুলছে, তাতে এক নম্বর অপশন "install Windows XP' ডিসেব্‌লড আসছে। অথচ এক্সপি মেশিনে সেটা এনেব্‌লডই আসছে।

    vmware-এ স্পেসিফিক মেসেজটা রাতে বাড়ি থেকে নিয়ে গিয়ে টুকে দেব। আমার মনে হচ্ছে না সিডি করাপ্ট। মেশিনেই কিছু গ্যাঁড়াকল করে রাখা আছে যাতে এক্সপি কোনওভাবে ইনস্টল হতে না পারে। vmware-এ তো লাগে একটা vmx ফাইল আর একটা vdmk ফাইল। সবই ঠিকঠাক ছিল। তবু আমি আরেকবার চেষ্টা করে দেখব।
  • siki | 122.160.41.29 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১০408642
  • ন্যাড়াদা, কানেক্ট করলেই কি ইউবান্টু ক্যামকর্ডার চিনে নেয়? নাকি কোনও কম্যান্ড টম্যান্ড চালাতে হয়?

    তা হলে আমি একটা ফায়ারওয়্যার কেবল কিনেই ফেলি। ঐ চলনেওয়ালীটা। তারপর যা হয় দেখা যাবে।
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৭408643
  • vmdk - ভিএসডি নয়। ঠিক। ভিএসডি হল ভার্চুয়াল সার্ভারের ফাইল। আমার মনে হচ্ছে তোমার মেশিনে কোথাও ভিস্তাকে অন্য কোনো উইন্ডোজ ভার্সন দিয়ে ওভাররাইট না করার ব্যাপার সেট করা আছে - সম্ভবত: সিডি ড্রাইভেই।

    এক সময় শুনেছিলাম এক্সপিতেই নাকি মেশিন রেজিস্টার হয়ে যায় মাইক্রোসফটে - ফলে চারবারের বেশি হার্ডওয়্যার বদল হবে না - এরকম কি একটা ফালতু ক্যাচাল করেছিলো। ভিস্তাতে ওটাকেই আরো এগিয়ে নিয়ে থাকতে পারে।

    এত ঝামেলার চেয়ে পুরো উড়িয়ে দেওয়া ভালো। সে জিনিসের দরকার কি যেটা আমাকে স্বাধীনভাবে নিজের কাজ করতে দেয় না? স্টলম্যান তোমার কম্পুটা দেখলে আছড়ে ভেঙে ফেলতেন। সম্ভবত: তোমাকেও;-)
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৯408644
  • ক্যামেরা এম্নিই চিনে নেওয়ার কথা। আমার ম্যাকে তো এম্নি ক্যামেরাগুলো ইউএসবিতে লাগালেই আইফটো লাফাতে লাফাতে খুলে যায়। ফায়ারওয়্যার দিয়ে ক্যামকর্ডার লাগালে আইমুভিও।
  • siki | 122.160.41.29 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৩408645
  • ভিস্তা উড়িয়ে দিলেও তাতে এক্সপি লোড হবে না। মাদারবোর্ড কমপ্যাটিব্‌ল নয়।

    যাক, ফায়ারওয়্যার কিনে দেখব।

    মেয়ের সিডিটা ইউকে থেকে তৈরি। মেইল করেছিলাম। তারা বলল, ঠিকানা আর পারচেজ ডিটেইল্‌স দিলে ওরা ভিস্তা কমপ্যাটিব্‌ল সিডি পাঠিয়ে দেবে।

    একটা জিনিস দেখলাম, ব্র্যান্ডেড সবকিছুই আজ ভিস্তায় বিক্কিরি হচ্ছে, কিন্তু অ্যাসেম্ব্‌লডের মার্কেটে এখনও রুল করছে এক্সপি। আর নেহরু প্লেসের প্রায় কেউই ভিস্তা-এক্সপি ক্যাচাল সম্বন্ধে অল্পবিস্তর শুনেইছে শুধু, বিশদ জানেও না, বোঝেও না।
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৫408647
  • বেথে, এই লও - http://forums.techarena.in/vista-setup-install/1072022.htm - এটা ভিস্তার বাজে বাওয়াল। এ জিনিস ব্যবহার করার মত অপমানকর ব্যাপার হতে পারে না। আমি কক্ষণো করতুম না। ইনফ্যাক্ট, আমার চোখে এভিল এম্পায়ার আরো কালো হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন