এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিস্তা বনাম এক্সপি-র ধর্মযুদ্ধ

    Samik Mukherjee
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০০৯ | ৪৬১৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bitoshok | 75.72.245.81 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৪408715
  • সরাসরি মোলাকাতে লিনাক্স ডেস্কটপ ব্যাবহার শেখাতে না পারলে আমিও লিনাক্স ব্যাবহার করা ছেড়ে দেব!! :)

    *ধেড়ে খোকাদের নয়। বুড়ো আর বাচ্চাদের।
  • r | 125.18.104.1 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:৩৭408716
  • যাঁরা গণপ্রযুক্তির "প্রযুক্তির" সাথে "গণ" নিয়েও চিন্তায় আগ্রহী তাদের জন্য:

    http://en.wikipedia.org/wiki/Network_effect
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১৭408717
  • এত ডিটেইল্‌স না বলেই তো বাড়িতে ফেডোরা লাগানো হল - সে নিয়ে এখনও কোনো প্রবলেমও হয় নাই। একদম সাধারণ ইউজার হিসেবে ব্যবহার করতে গেলে এত ডিটেইল্‌স লাগেও না। লাইভ সিডি চালাতে এত চিন্তা করতে হয়েছে কি?

    উইন্ডোজ আর গ্নু/লিনাক্সের মধ্যে ইউজার ফ্রেণ্ডলিনেসের পার্থক্য এখন প্রায় নেই বলা যায় - যেটুকু আছে সেটুকু একটা মিথের কল্যাণে।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:২৩408718
  • যে প্রথম গ্নু/লিনাক্সে ঢুকছে তাকে কম্যাণ্ড প্রম্পটের চক্করে না ফেলাই মনে হয় ভালো। উইন্ডোজ ব্যবহার করে করে সবাই ডাবলক্লিকের ভক্ত - ডস প্রম্পটাই বা কয়জন ব্যবহার করে? কম্যাণ্ড লাইন থেকে add remove programs ইউটিলিটি কজন খুলতে পারে উইন্ডোজে?

    এই সিচুয়েশনে কম্যাণ্ড লাইন দেখলে জনতা প্রবল ভয় খেয়ে পালিয়ে যাবে:-(
  • siki | 122.160.41.29 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৯408719
  • সঠিক। কম্যান্ড লাইনে বেশ ভয় আছে আমার। ইনফির ট্রেনিং পিরিয়ডে ঐ একটা জিনিসেই ব্যাক-রি-ব্যাক দিয়ে শেষে ভাইভায় গিয়ে ক্লিয়ার করেছিলাম। নইলে চাগ্রিটা আর থাকত না। সে ছিল ইউনিক্স। বাকি সবে সসম্মানে প্রথমবারেই পাশ করেছিলম।
  • shyamal | 72.24.214.129 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:১৬408720
  • আর বীতশোক, কি বলব? প্রস্তরযুগে unix চালিয়েছি অবশ্যই, SVR3, BSD, Solaris, HP-UX, SCO এগুলোতে ডেভেলপার হিসেবে। কোন প্রবলেম হলে সিস-অ্যাড দের ডাকা হত।

    কিন্তু এই ২০০৮ এই কর্মসূত্রে অ্যাপাচি সার্ভার এক্স পি আর লিনাক্স মেশিনে ইন্সটল করার দরকার হয়েছিল। এক্স পি তে করলাম। কি সুন্দর সব কিছু Program Files এর তলায় করে দিল। সেখানে গিয়ে আপনি executable, configuration file, log file, html, dynamic library file সব পেয়ে যাবেন।

    এবারে আপনাদের লিনাক্সে করলাম। ব্যাস। এখানে executable, ওখানে log, বালিগঞ্জে conf file, গড়িয়ায় .so গুলো, দমদমে html । সব চেয়ে ভাল কথা হল, কোন readme ও নেই যে বলে দেবে কোথায় কোনটা রাখা হয়েছে। এটা গত কুড়ি বছর ধরে দেখে আসছি -- এটাকে বলে unix কালচার। customer satisfaction, ease of use ব্যাপারটাকে এনারা অশ্লীল বলে ধরেন। এনারা মনে করেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রোগ্রাম হল awk, sed, nmake। যদি আমারই এত অসুবিধা হয়, তো নন-টেকিরা কি করবে?

    এখন বিল গেটসের চাপে পড়ে কিছুটা ভাল UI দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ভেতরে সেই একই মাল। ঐ স্ট্রাকচার তো বেল ল্যাব করে দিয়ে গেছে। সেটা পাল্টানোর ক্ষমতা তো আপনাদের ঐ ছোকরা লাইনাস কি যেন -- তার নেই। unix এ অনেক ভাল জিনিষ আছে। অনেক নতুন concept bell labs এনেছে। কিন্তু তারা কোনদিনই ব্যবহারিক দিকটা ভাবেনি। ঐ যে এহো, কার্নিঘ্যান আর ওয়াইনবার্গার (AWK) একদিনে awk লিখেছিলেন সেটা এনারা বিরাট কৃতিত্ব বলে মনে করেন।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২১408721
  • অ। ডিফল্ট সবকিছু প্রোগ্রাম ফাইলসের মধ্যে থাকা অ্যাজ ইফ খুব মহান ব্যাপার। শ্যামলবাবু ডেভেলপমেন্টের সাথে আদৌ যুক্ত নন (ওই প্রোগ্রাম আর ফাইলসের মধ্যে স্পেসের জন্যে কত ইন্টার-অপারেবিলিটির প্রবলেম যে হয়), কাজেই এসব পাত্তা দেওয়ার কোনো মানে হয়না।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২২408722
  • সবচেয়ে বড় জিনিস যেটা বোঝা উচিত সেটা হল কমেন্ট করার আগে জেনে নেওয়া ভালো।
  • Arpan | 65.194.243.232 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:২৩408723
  • শ্যামলের একটা বক্তব্যের সাথে সহমত। ইউজার ডকুমেন্টেশন কত খারাপ আর অসম্পূর্ণ হতে পারে ওপেনঅফিস বেসিকে বাংলা লেখার প্লাগইন বানাবার সময় হাড়ে হাড়ে টের পেয়েছি।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৩৪408725
  • ওপেন আপিসে ডেভেলপমেন্ট তো করিনি, টাইপ করেছি বড়জোর - অসুবিধা হয়নি। তবে অন্য অনেক ওপেন সোর্স প্রোজেক্ট/প্রোডাক্ট নিয়ে কাজ করেছি - হ্যাঁ, ডকুমেন্টেশন সবসময় ঝাঁ চকচকে ম্যানুয়াল নয়, একটু খুঁজতে হয় - যেমন হাইবারনেট, টমক্যাট, অ্যাক্সিস ইত্যাদি। কিন্তু, ফোরামে একটা পোস্ট করলে দশজন মিলে উত্তর দেয় - এই বেনিফিটটা আর কোথাও মেলে না। এটা জানলা-*nix-এর ব্যাপার নয় - এটা ওপেন সোর্সের ব্যাপার।
  • Arpan | 65.194.243.232 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪০408726
  • একটু খুঁজতে হয় মানে! রাতের পর রাত রীতিমত গুগল করতে হয়েছে। দশ রকমের সাইট, ফোরাম, লোকের ব্লগ ইত্যাদি খুঁজতে হয়েছে। তাও আমার সব প্রশ্নের জবাব তো মেলেনি। কারণ এখনো অনেক কিছুই ওপেনআফিস বেসিক দিয়ে করা যায় না, যা ভিবিএ দিয়ে হইহই করে হয়ে যায়।

    মাইক্রোসফট টেকনোলজি রিলেটেড ফোরামেও প্রশ্ন করলে দশজনে মিলে উত্তর দেয়। সেইটা নতুন কিছু নয়।

    সেইটা পয়েন্ট নয়। পয়েন্ট হল লিনাক্ষ/ওপেন সোর্স জিনিসপত্তর যদ্দিন এই "নাক-উঁচু' ভাব কাটাতে না পারছে তদ্দিন ওই "গণপ্রযুক্তি' হয়ে ওঠার ব্যথা আছে।
  • siki | 122.160.41.29 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৩408728
  • উইন্ডো ইজ ইউজার ফ্রেন্ডলি।

    লিনাক্ষ ইজ ফর ফ্রেন্ডলি ইউজার্স।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৩408727
  • ফিক;-)

    এও তো সেই পার্সোনাল প্রেফারেন্স।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৪408729
  • মানে তুমি কোনো একটা জিনিস বলবে অমুক দিয়ে হইহই করে হয়ে যায়, আমি সেটাই বলবো আরো কোনো একটা জিনিস দিয়ে রৈরৈ করে হয়ে যায় - এই যেমন ধরো ওয়ার্ড আর লেটেক;-)
  • Arpan | 65.194.243.232 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৪৮408730
  • যে ব্যথা সয়েছে সেই বোঝে ইত্যাদি ;-)
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:৫১408731
  • ও ব্যথা আম্মো সয়েছি - টমক্যাট, অ্যাক্সিস, OGSA নিয়ে - কিন্তুক সেটা করতে করতেই অনেক কিছু শিখেছি। নিজে শিখেছি, একই সাথে সিমিলার প্রবলেমে পড়া লোকজনকে অনেক হেল্পও করতে পেরেছি। কাজেই নো কমপ্লেইন্টস। আমি গণ আর প্রযুক্তি - দুটোই পেয়েছি;-)
  • r | 198.96.180.245 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:০১408732
  • অজ্জিতে মানসিক দৃষ্টিভঙ্গী হল টেকনোলজি কর্মীর দৃষ্টিভঙ্গী। সেটা খুবই স্বাভাবিক। কিন্তু তার ফলে ও কিছুতেই অন্যের জুতো পায়ে গলাতে পারছে না।
  • shyamal | 72.24.214.129 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৩408734
  • অরিজিত,

    মাইক্রোসফট ফাইল বা ডিরেকটরির নামের মধ্যে স্পেস অ্যালাউ করে। তাতে এন্ড ইউজারের কত সুবিধা হয়েছে। এখন তারা একটা ডিরেকটরির নাম রাখতেই পারে my daughters wedding pictures। আগে হলে লিখতে হত my_daughters_wedding_pictures
    ইউজারের কাছে কোনটা সুবিধে? মনে রাখতে হবে ইউজার খদ্দের আর খদ্দের লক্ষ্মী। ঐ যে নামের ভেতরে স্পেস থাকায় ইন্টার-অপারেবিলিটি সমস্যা, সেটাকে বলে বাগ। ডেভেলপার ঠিক ভাবে প্রোগ্রাম লেখেনি বলে ঐ সমস্যা। মনে রাখতে হবে , এন্ড ইউজারের কাছে জিনিষটা যাতে সহজ হয় তাই প্রোগ্রামারের কাজটা কমপ্লেক্স হয়।
    জাভা, ফ্লেক্স সবাই স্পেস ওয়ালা ফাইলনেম সাপোর্ট করে।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৩408733
  • এই ধরণের কাজ নিয়েই একটা ঘটনা বলি।

    তখন গ্লোবাস টুলকিট ৩ নিয়ে কাজ চলছে - তখনও খেলাধুলো আর কি (ওর পরেই জিটি৩-কে আমরা প্র্যাক্টিক্যালি খুন করেছিলুম:-)) - তো সব কাজ আরামসে হয় - ইউনির ভিতরে পোর্ট ৮০৮০-তে সার্ভিস ডিপ্লয় হচ্ছে, ইনভোক হচ্ছে, কোনো ঝামেলা নেই। কিন্তু ওই সার্ভিস থেকে ইউনির বাইরে থাকা সার্ভিস ইনভোক করলে আর কিছুতেই হয় না। টিসিপি মনিটর দিয়ে দেখা যাচ্ছে রিকোয়েস্ট যাচ্ছে, কিন্তু ফেরত কিছু নেই। মজাটা হল সেই বাইরের সার্ভিসটাকে এম্নি প্লেন ক্লায়েন্ট দিয়ে ইনভোক করলে দিব্যি চলে।

    ফায়ারওয়াল নেই, প্রক্সিও নেই - কাজেই আটকানোর কেউ নেই, কিন্তু তাও হয় না। ডিপার্টমেন্টের সব মাথা চুলকাচ্ছে। এডিনবরার গ্রিড সাপোর্ট সেন্টারও তাই। এরকম ভাবে বেশ কয়েকদিন চল্ল - কিছুতেই কিছু হয় না। একদিন কফি রুমে বসে এই নিয়ে কথা হচ্ছে - জিম ওয়াইট পাশে বসেছিলো। বেঁটেখাটো চেহারার পাক্কা স্কটিশ লোক - লিনাক্স সিস অ্যাডমিন। কিছুক্ষণ শুনে বল্ল পোর্ট ৮০৮০? সে তো ISS থেকে টিকিট দিয়ে আটকানো আছে - গেটওয়েতে ৮০৮০ দেখলে সব ইনকামিং ট্রাফিক আটকানো হয় - কারণ অনেক আগে কোনো সময় ওই পোর্ট দিয়ে কিসব অ্যাটাক হয়েছিলো। মানে আমার সার্ভিস যখন বাইরের সার্ভিস ইনভোক করছে, তার রেস্পন্স আসছে আমার সার্ভিসের কাছে, যেটা ৮০৮০-তে চলে - কাজেই আটকে যাচ্ছে। প্লেন জাভা ক্লায়েন্ট থেকে ডাকলে তো আর ৮০৮০-তে ফেরত আসছে না - কাজেই আটকাচ্ছে না।

    ল্লাও - এটার কথা কেউ জানতোই না, পাক্কা দিন দশেক নষ্ট হয়েছিলো এর পিছনে।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৫408736
  • এখেনে মোটামুটি সবাইই তো টেকনোলজি কর্মী। মানে যার সমস্যা নিয়ে শুরু - বেথে - সেও তো তাই। প্রায় সবাইই আইটি গাই। তো এমন হবে কেন?
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৭408737
  • আরো বোঝা গেলো শ্যামল ইন্টার-অপারেবিলিটি নিয়ে কখনো কাজ করেননি, জানেনও না। কাজেই উইন্ডোজ ঠিক অন্য সব প্ল্যাটফর্মে এটা "বাগ'। ভাগ্যিস কখনো এরকম ম্যানেজার পেতে হয়নি।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৯408739
  • অ্যাটলিস্ট মাইক্রোসফট এক্ষেত্রে শ্যামলের মতন না ভেবে PROGRA~1 বলে একটি বস্তু দিয়েছে - প্রোগ্রাম ফাইলসের অল্টারনেটিভ।
  • Arpan | 216.52.215.232 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৯408738
  • রঙ্গনও তো আইটিগাই। আইটি মানেই হার্ডকোর টেকনোলজি নয়।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২১408741
  • ওই হার্ডকোর কথাটা নিয়ে দ্বিমত আছে। ভুতোর রেজিস্ট্রি নিয়ে ইকিড়মিকিড়টা হার্ডকোর টেকি, বীতশোকের কম্যাণ্ড লাইনও তাই। আমি কিন্তু এখনও হার্ডকোর কম্যাণ্ড লাইন বা রেজিস্ট্রি টাইপের টেকি কিছু বলিনি;-)
  • r | 125.18.104.1 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২১408740
  • সেটা তো তোমাদের ভাববার কথা।

    তবে আমি, ওমনাথ, ডিডি- কেউই টেকি নই। আমাদের জুতোয় পা গলিয়ে ভাবার চেষ্টা করলে হয়তো অন্যভাবে ভাবা সম্ভব।
  • r | 125.18.104.1 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২৫408742
  • একেবারেই নই। গাই তো সম্ভবই নয়। বাছুরবস্থাই কাটে নি বলা চলে। আইটি নিয়েও সন্দেহ আছে। দৈবক্রমে কোনো এক কোম্পানী আমার ঘরগেরস্থির টাকা দেয়, যারা আই টি নিয়েও কাজ করে। ;-)
  • r | 125.18.104.1 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২৭408743
  • একেবারেই নই। গাই তো সম্ভবই নয়। বাছুরাবস্থাই কাটে নি বলা চলে। আইটি নিয়েও সন্দেহ আছে। দৈবক্রমে কোনো এক কোম্পানী আমার ঘরগেরস্থির টাকা দেয়, যারা আই টি নিয়েও কাজ করে। ;-)
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:২৯408744
  • তোমাদের জুতোয় পা গলিয়েই কিন্তু বলছি - তাই আমি মাউন্ট/এফডিস্ক/রেজিস্ট্রি - এসব এড়িয়ে গেছি। ডে-টু-ডে ইউজার কম্পুতে মেল দেখে, নেট দেখে, চারটে ডকুমেন্ট লেখে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে, সিনেমা দেখে - ইত্যাদি।

    সব যেমন উইন্ডোজে হয়, তেম্নি গ্নু/লিনাক্সেও হয়। উইন্ডোজে তোমরা অভ্যস্ত, তাই সোজা লাগে। কিছুদিন লিনাক্স ইউজ করলে সেটাও একই রকম লাগবে। বলি যে - আমার পিতৃদেব দিব্যি ফেডোরা ব্যবহার করেন, আমার বউ ম্যাক ব্যবহার করে - দুজনের ক্ষেত্রেই এগুলো নতুন। কারো কোনো অসুবিধা হয় না - এই ডে টু ডে কাজ করতে। হ্যাঁ, অ্যাডমিন গোছের কাজগুলো আমি করে দিই - কিন্তু এও ঘটনা যে একটু শিখে গেলে সেসব করতেও কারো অসুবিধা হবার কথা নয়। কারণ ইউজেবিলিটির দিক থেকে তফাতটা এখন খুবই কম, নেই বল্লেই চলে। গেট-আপটা আলাদা। এবং মুফতে যেটা বেশি মেলে সেটা হল সিকিউরিটি, পোকার ঝামেলা থেকে নিষ্কৃতি, স্টেবিলিটি, পারফরমেন্স ইত্যাদি।

    কাল বল্লুম যে - পিসি সেক্টরে বা ডেস্কটপ সেক্টরে উইন্ডোজ এখনও বেশি, ঠিকই। কিন্তু হয়তো আর খুব বেশিদিন থাকবে না। এখানে তোমার ওই নেটওয়ার্ক এফেক্ট খেটে যায়।
  • Arijit | 61.95.144.123 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩৪408745
  • এবার কোশ্চেন হল অ্যাপ্লিগুলো নিয়ে - ওয়ার্ড ভালো, না লেটেক ভালো গোছের। মানে অপ্পন বল্ল অমুকটা ভিবি দিয়ে হইহই করে হয়ে যায়। একজন গ্নু/লিনাক্স বা ম্যাকে অভ্যস্ত লোক বলবে সেটাই অন্য কিছু দিয়েও হয়ে যায় - রইরই করে। কোনটা ভালো - এর কোনো সদুত্তর নেই - এটা পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপার। যেমন ধরো আমি উইন্ডোজেও এক্সফিগ ইউজ করি - ভিসিওর চেয়ে ঢের ভালো লাগে, ঢের বেশি ফীচার আছে বলে মনে হয়। কিন্তু অপ্পনকে বল্লে অপ্পন চেঁচাবে।

    এই আর কি।
  • siki | 122.160.41.29 | ০৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:৩৮408747
  • আরে, আইটির তো রকমভেদ আছে, নাকি? দময়ন্তী যদি আমাকে বলে, জেসিএলটা সাবমিট করে দাও, কিংবা কিক্‌সে ওমুক করো, আমি কিছু বুঝতে পারব? আমি জীবনে কোনওদিন ইউনিক্স টার্মিনালের সামনে বসি নি। কখনও দরকারই পড়ে নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন