এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিস্তা বনাম এক্সপি-র ধর্মযুদ্ধ

    Samik Mukherjee
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০০৯ | ৪৬২০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.123 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৮408848
  • chmod u+x filename - টাইপো ছিলো।
  • Arpan | 65.194.243.232 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৩408849
  • হ্যাঁ, আম্মো তাই। কার একটা ইস্নিপস ফোল্ডারে রাখা ছিল। মামু নয়, অন্য কেউ। :)
  • nyara | 64.105.168.210 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৯408851
  • ইউবান্টুর গ্রাফিকাল প্যাকেজ ম্যানেজারের নাম synapticSytem -> Administration -> Synaptic Package Manager
  • bitoshok | 75.72.245.81 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০২408852
  • ঈশানের পোস্টের উত্তর:

    সম্ভাব্য সমাধান:
    ১) ies4linux -এ bug report করা।

    ২) বাংলা সাইটগুলোর admin দের মেল করে ওয়েবসাইট w3c স্ট্যান্ডার্ড মেনে ক্রস প্লাটফর্ম কম্প্যাটিবল করতে বলা। নিদেন পক্ষে অরিজিনাল ttf ফাইল গুলো সাইটে রাখতে বলা।

    ৩) পদ্মা-র মত কিছু একটা উপায় একটা বার করা

    ies4linux-এ দিয়ে আমার আবাপ ঠিকঠাক-ই আসে। আর পদ্মার 'গোল গোল' ব্যাপারটা যতদুর মনে পড়ছে, মোজিলা-র কোডের প্রব্লেম। এখনো ঠিক হয়নি মানে বুঝতে হবে কেউ বাগ রিপোর্ট করে নি। আর এই নিয়ে কমপ্লেনের কোনো মানেই হয় না, মাইক্রোসফটের নন স্ট্যান্ডার্ড জিনিসপত্র সাপোর্টের দায় কেন ওপেন সোর্স কমিউনিটি নিতে যাবে।

    ভালো কথা, আবাপ/বর্তমান দুটোর কোনো টাই আমার ভিস্তার IE-7 দিয়ে চলে না। একখানা হেক্স নাম্বার (এরর কোড) দেখিয়ে আর মাইক্রোসফটের সাথে প্রেমালাপ করে ব্রাউজার রিস্টার্ট করে।
  • Ishan | 12.217.30.133 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৬408853
  • গুরুর ফন্ট পাওয়া যাচ্ছে। ঠিক করে দিয়েছি।
  • sinfaut | 203.91.207.30 | ০৬ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪০408854
  • ১। আমি ডুয়াল বুট করিনা, আগে করতাম।
    ২। আমি ওয়াইন চালাই না, মানে দরকার পড়েনি/পড়েনা।
    ৩। আগের পোস্ট কিছুই পড়িনি।

    ৪। তেমন সময় নেই, পরে গল্প করবো/ পড়বো।
    ৫। যা বুঝলুম, এই তালে অনেকেই উবুন্টু ইনস্টল করে ফেলেছে।

    বিদায়...
  • arjo | 168.26.215.13 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ০১:২৯408855
  • ies4linux দিয়ে আনন্দবাজার পড়তে গিয়ে কেঁদে ফেললাম। চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আর কি স্লো কি স্লো। এক্সপি তো এই র‌্যামেই দিব্যি চলত। সে যাই হোক। অনেক খুঁজে পেতে ডিলিট করলাম ie6 এবং ie7 এবং বাকী যা যা ডিলিট করতে হয়। এবং আবার লোড করলাম আমার ডিরেকটরির আন্ডারে। এবারে প্রশ্ন হল আমি চাই সফটওয়ার গুলো সমস্ত ইউজারের কাছেই অ্যাভেইলেবল হোক। এখন তো /home/arjo/ ডিরেকটরী তে ইনস্টল করেছে। সবাই নিশ্চয়ই দেখতে পারবে না।

    আশ্চর্য্যের ব্যপার হল গুগুল ক্রোম ফর লিনাক্ষ নেই কেন?
  • arjo | 168.26.215.13 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ০২:০৫408856
  • এক একটা বাঙলা সাইট পড়তে হলে এক একটা ব্রাউজার লাগবে। তার সাথে হাজার খানা এই ঐ তাই। না বাবা বড্ড ঝামেলি। যা বুঝলাম eot ওয়ালা সাইট্‌গুলো চলবে না। মানে কোনো সহজসাধ্য উপায় নেই। প্রচূর খাটাখাটনি করতে হবে। তারপরে পড়তে গিয়ে কান্নাকাটি করতে হবে। এই ফণ্ট বা ওয়েবসাইট ছাড়া আর কি বিষয় বেশ ইন্টারেস্টিং বলুন দিকি।

    আচ্ছা আর একটা প্রশ্ন আমাকে ইউজার এরিয়ায় তো বেশ সবকিছু ইনস্টল করতে দিল। তো পোকাদেরও তো ওখানে সব কিছু করতে দেবে। যদিও ইউজার এরিয়ার বাইরে যেতে পারবে না কিন্তু সেখানে বসেই পোকারা কি কলকাঠি নাড়তে পারে না? যদি না পারে কেন?
  • bitoshok | 128.101.220.108 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৩:০৩408858
  • মালকড়ি ফেললে ঐ ওয়াইন দিয়েই বাংলা ওয়েবসাইট আর মালটি-ইউজার সমস্যার সহজ সমাধান হবে। http://www.codeweavers.com/products/cxlinux/ । টেস্টেড।

    পোকারা যা কিছু করবে বোতলের মধ্যে আর বোতল খুললে তবেই। সেরকম হলে সহজ উপায় বোতল মুছে দিয়ে নতুন বোতল বানানো।
  • bitoshok | 128.101.220.108 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:৫২408859
  • Friendly fire mixup: MS identifies Windows as Mac
    http://tinyurl.com/2vu5oo

    হা: হা: হা:
  • Ishan | 12.217.30.133 | ০৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১১408860
  • codeweavers এর আইইতেও একই প্রবলেম। একটুও ভালো না। ফ্রি ট্রায়ালটাতে।
  • bitoshok | 75.72.245.81 | ০৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৩৮408861
  • না ট্রায়াল টাতে বিশেষ কিছু নেই, ঐ একটু কায়দার ডেস্কটপ ইন্টেগ্রেশন ছাড়া। আমি প্রফেশনাল টাতে ট্রাই করেছি। http://tinyurl.com/cqgp23 - এই এখানে যতগুলো সাইট আছে সবগুলো-ই খুলে দেখেছি, ২-৩ টি ছাড়া সবই ঠিক ঠাক আসছে। ঐ ২-৩ + আবাপ + বর্তমান এই সাইট গুলোতে সিকিওরিটি-র সমস্যা আছে। বার বার এরর মেসেজ/ওয়ার্নিং পপ আপ করছে, আর ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড হচ্ছে। একটু ঘেঁটে দেখতে হবে।

    -----------------------
    সিকি-র গারফিল্ড সিরিজের সিডি (Garfield : It's All About Reading & Phonics -- 1st Garde/espangarfield.com/Win 98/ME/XP) আমার ভিস্তা-তে হু হু করে ইনস্টল হয়েছে। চলেছে। গ্রাফিক্স টা একটু চটকানো ছিলো -আমি ঠিক করার কোনো চেষ্টা করি নি।
  • siki | 122.160.41.29 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩২408862
  • আপডেট: উইন্ডোজ এক্সপি লোড করেছি, প্রায় সবই হয়ে গেছে ঠিকঠাক, কেবল অডিও ড্রাইভারটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এইচপি-র সাইটে নেই, এমনি ইনস্টল করতে গেলে বলছে কী একটা মাইক্রোসফ্‌ট বাস ড্রাইভারকে পাওয়া যাচ্ছে না, একমাত্র সে-ই চালাতে পারে রিয়েলটেক হাই ডেফিনিশন অডিও ব্লা ব্লা। তা নেট খুঁজে ঝাড়া দেড়টি ঘন্টা ধরে সেই বাস ড্রাইভারকেও ডাউনলোডালাম, ইনস্টলালাম। তাতেও সেই একই ঘ্যানঘ্যান করছে, বাস ড্রাইভার পাওয়া যাচ্ছে না ইত্যাদি।

    ভূতো আছিস? সন্ধ্যে বেলা একবার অনলাইন হতে পারবি?
  • Arijit | 61.95.144.123 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৪৩408863
  • আজ্জোকে - পোকারা কেন কিছু করতে পারবে না সেটা ক্যুইজের কোশ্চেন ছিলো মেড ইজিতে। For grand prizes, sms the answer to... ;-)
  • Bhuto | 203.91.207.30 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৮408864
  • হুঁ আছি। খুব পারবো। ফোন করব বা করবে ।
  • arjo | 168.26.215.13 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২০:১৪408865
  • প্রশ্নের উত্তরে প্রশ্ন করলে ভালো লাগে না। :)
  • siki | 122.162.84.166 | ১৩ ফেব্রুয়ারি ২০০৯ ২১:২৭408866
  • আজ রাতের আপডেট :

    এক্সপিতে সমস্ত ড্রাইভারই লোড হয়ে গেছে। অডিও ড্রাইভারও পেয়ে গেছি। তবে ভিডিওটা ঠিক যুৎসই হচ্ছে না। কেমন লেয়ার বাই লেয়ার লোড হচ্ছে স্ক্রোল করলে। HPর সাইটে তো ভিডিও ড্রাইভার নেই, অন্য কোনও জায়গা থেকে কি পাওয়া যাবে?

    গারফিল্ডের সিডি চলে গেছে এক্সপি-তে, কোনও প্রবলেম ছাড়াই। তবে হ্যান্ডিক্যাম এখনও পর্যন্ত কেবলমাত্র ইউএসবি পোর্টে চলছে। ফায়ারওয়্যার পোর্টে একেবারেই রেকগনাইজ করতে পারছে না। ফায়ারওয়্যার কার্ডেরই প্রবলেম বলে মনে হচ্ছে। তবু কেউ যদি অন্য কোনও উপায় বাতলাতে পারো তো খুব ভালো হয়।
  • trq | 220.233.39.7 | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:০৪408867
  • হা হা হা।
    বহুত দিন বাদে এখানে এসে এই থ্রেড পড়ে কঠিন আনন্দ পেলাম!

    অরিজিতদা,
    আমার আপডেট হইল আমি গত ১৩ মাস যাবত উবুন্টু ইউজ করতেছি। ল্যাপি কেনার সময় ছিলো ভিস্তা, বাড়ি আসিবা মাত্রই সজা বিদায় করে দিয়ে উবুন্টু ইন্সটল করে ফেলেছি। প্রথমে সহজ মনে হয়নি, বিস্তর ফোরামে ঘুরতে হয়েছে, গুগলিং করতে হইছে, কিন্তু আইরাস ব স্ল মেশিন বা যখন তখন হ্যাং হয়ে যাবার যন্ত্রণার চেয়ে এই গুগলিং অনেক আরামের।

    উবুন্টুতেই ভালো আছি, জানার জন্যে আমার দরজা চিরকালের জন্যে বন্ধ হয়ে গেছে। :)
  • trq | 220.233.39.7 | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:০৬408869
  • অনেক দিনের অনভ্যাসে বানানের যাচ্ছেতাই অবস্থা।
    অইরাস= ভাইরস
    জন=জানালা
    স্লো= স্ল
    ব=বা
    সোজ= সজ
  • trq | 220.233.39.7 | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:০৭408870
  • খাইসে, ঠিক করতে গিয়ে দেখি উল্টাইয়া ফেলোলাম! যাকগে, বুঝে নি।
  • trq | 220.233.39.7 | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:০৮408871
  • হ! আবার! বুঝে নিয়।
  • trq | 220.233.39.7 | ১৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:০৯408872
  • একটা লিংক রেখে যাই, বেশ কাজের, নতুন লিনাক্স/ উবুন্টু ইউজারদের জন্যে
    http://forum.amaderprojukti.com/viewforum.php?f=42
  • Arijit | 61.95.144.123 | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৪৪408873
  • বেথের আল্টিমেটলি স্টেটাস কি দাঁড়ালো?

    এই লিংকটা আগে দিয়েছিলাম কিনা মনে নেই - http://www.dwheeler.com/oss_fs_why.html - কোয়ান্টিটেটিভ পেপার। তক্কো করতে কাজে দেবে।
  • siki | 122.160.41.29 | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:৪০408874
  • ইউবান্টু আনইনস্টল করে ফেলেছি সুদীর্ঘ অতীতে। শরণ নিয়েছিলাম HP কাস্টমার কেয়ারের। তারা একটিমাত্র ড্রাইভার দিয়ে আমাকে এক্সপি-র আরেকটা ইনস্টলেব্‌ল সিডি প্রস্তুত করতে বলে, এবং সেই পদ্ধতিতে আমি পরবর্তী দেড় ঘন্টার মধ্যে আমার ল্যাপিতে এক্সপি ইনস্টল করে ফেলি। এইবার লাইন দিয়ে এসেছে যাবতীয় এক্সপি কমপ্যাটিব্‌ল ড্রাইভারসমূহের ফ্যাকড়া। তার প্রায় সমস্তই মেরে এনেছি, আর মাত্র পাঁচটা ড্রাইভার আপডেট করা বাকি। দৈনিক মেল চালাচালি চলছে, আর আমার এক্সপি আস্তে আস্তে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে।

    মেয়ের গারফিল্ডের সিডি হইহই করে চলে গেছে, কিন্তু ফায়ারওয়্যার পোর্টে আমার হ্যান্ডিক্যাম এখনও চলে নি। হয় ফায়ারওয়্যার কেবলটা ডিফেক্টিভ, নয় তো ফায়ারওয়্যার বোর্ড খারাপ, তা ওরা সার্ভিস সেন্টারের খোঁজখবর দিয়েছে, সেখানে একদিন নিয়ে যেতে হবে। ইউএসবি মোডে দিব্যি চলছে হ্যান্ডিক্যাম, অ্যাজ ইউজুয়াল।
  • Bhuto | 203.91.207.30 | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ১৯:২৩408875
  • অর্থাৎ এক্সপি কমপ্যাটিবল ড্রাইভার ব্যাটারা নিজেরা আপন করে রেখেছিল। এখন কাস্টমার সামলাতে সেটা বের করে দিয়েছে । যাক ড্রাইভারটাই যা চাপের ছিল। ফায়ারওয়ারটা একটু এদিক সেদিক করে প্রবলেমটা আইসোলেট করে দেখো। কোনটা গেছে বা শুধু ড্রাইভার প্রবলেম কিনা বুঝতে পারবে। এই তালে ড্রাইভার প্রবলেম হলে ওদের ঘাড়ে ফেলে দিতে পারো। এই সিরিজেই ওদের দিয়ে নামিয়ে নাও (যদি ড্রাইভার বা হার্ডওয়্যার প্রবলেম থাকে তো)।
  • siki | 122.160.41.29 | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:০৭408876
  • আরে শুরু থেকে চোথার বিদ্যে ঝাড়ছিল। প্রথম দুটো না তিনটে মেলে সেই এক ঘ্যানঘ্যান, এইচপি স্ট্রংলি রেকমেন্ডস টু ইউজ উইন্ডোজ ভিস্তা, তো তিন নম্বর রিপ্লাইতে গুছিয়ে ঝাড়লাম, তোমার রেকমেন্ডেশনের নিকুচি করেছে, পারো তো আমার ভিস্তা মেশিনে এই এইগুলো চালিয়ে দাও, নয় তো পৃথিবীর সমস্ত উইন্ডোজ ইউজার যা স্ট্রংলি রেকমেন্ড করছে সেই রাস্তায় হাঁটো। এক্সপি লাগাও। যদি তা না পারো তো আমি সমস্ত ওয়েবসাইটে পোস্ট করে দেব এইচপি-র কাস্টমার কেয়ার কোনও কম্মের নয়।

    পরের মেল থেকে হাল ধরেছে একজন বাঙালি, এক এক করে ঝুলি থেকে ড্রাইভার বের করছে আর আমি একটু একটু করে এগোচ্ছি।
  • siki | 122.160.41.29 | ২৪ ফেব্রুয়ারি ২০০৯ ২০:০৮408877
  • মুশকিল হল ঘরে ফায়ারওয়্যারে চালানো আর কোনও ডিভাইস নেই যে টেস্ট করে দেখব প্রবলেমটা কোথায়। এক ঐ হ্যান্ডিক্যামই ভরসা।
  • pom | 59.93.198.215 | ০৯ মার্চ ২০০৯ ১৬:৫৭408878
  • আমি উবুন্তু থেকে নেট কানেক্ট কোরতে পারছি না । হুলো ঝাঁট জ্বলছে।
    আমার বিএসএনএল এর ব্রডব্যান্ড ।মোডেম এর সিডি তে আলাদা লিনাক্স ড্রাইভার নেই।
  • Arijit | 61.95.144.123 | ০৯ মার্চ ২০০৯ ১৭:১০408880
  • ড্রাইভার লাগবে কেন? ইউএসবি তো। বা ইথারনেট হলেও আরামসে চলা উচিত। ফেডোরাতে বিএসএনএল ইউজারনেম আর পাসওয়ার্ড দিয়ে হুড়হুড়িয়ে ঢুকে যায় তো। এইটে হেল্প করে কিনা দ্যাখেন -

    http://www.thechetan.com/2008/10/how-to-start-configur-bsnl-broadband-connection-on-ubuntu-linux/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন