এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভিস্তা বনাম এক্সপি-র ধর্মযুদ্ধ

    Samik Mukherjee
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০০৯ | ৪৬২৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nyara | 64.105.168.210 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৭408649
  • এমনিই চিনে নেয়। এখন মনে নেই প্রথমবার কিছু করতে হয়েছিল কিন। খুব সম্ভবত কিছু করতে হয়নি।
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৭408648
  • ধেৎ - মাদারবোর্ড কমপ্যাটিবল নয় এটা তোমারে কে বলেছে? যাদবপুরে কম্প সায়েন্স ডিপার্টমেন্টে দিব্য ব্র্যান্ডেড পিসি/ল্যাপি কেনে, উইথ এক্সপি। সেগুলোই আবার বাজারে ভিস্তাসহ বিক্কিরি হয়। আমার ল্যাপির কনফিগারেশনের মাল বাজারে ভিস্তাসহ বিকোচ্ছে, আমারটা এক্সপি। এটা কি ইনটেল ভার্সেস পিপিসি পাইছ?
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫০408650
  • লোকে সম্ভবত ভিস্তা কিনছে না - তাই ব্র্যান্ডেড ল্যাপির সাথে বাণ্ডিল করে লোককে বাধ্য করছে। উইন্ডোজ মিলেনিয়ামের সময় যা করেছিলো। জঘন্য।
  • lcm | 69.236.167.218 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪১408651
  • হে হে, তাহলেই বোঝো!
  • lcm | 69.236.167.218 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৫৮408652
  • অরিজিৎ, এ ঘটনা আমি আগে বেশ কয়েকবার দেখেছি। কয়েক বছর আগের কথা, একটি সাউথ ইন্ডিয়ান ছেলে তার বস-কে (টেকি, কিন্তু নন-ইউনিক্স) খুব বার খাইয়ে , উইনডোজ-কে একগাদা গাল দিয়ে, লিনাক্স ইনস্টল করাতে রাজি করালো। বস-তো উইকএন্ডে লিনাক্স ইন্সটল করতে পারলেনই না, উল্টে কি সব বিগড়ে যায় এবং তার পুরোনো উইনডোজ সিস্টেম রিন্সটল করতে কালঘাম ছুটে গিয়েছিল। যথারীতি ছেলেটিকে তার ফল ভুগতে হয়েছিল। ছেলেটির পরিষ্কার ফান্ডা, ভাল কাজও করত - কিন্তু ঐ এক প্রবলেম, মাইক্রোসফট কে গালাগালি। আরে বাবা, ইউনিক্স দারুণ, কিন্তু তার সাথে মাইক্রোসফট-এর প্রোডাক্ট ভাল না খারাপ তার তো কোনো সম্পর্ক নেই।

    যাকগে, সিকি, যদি অলরেডি ট্রাই না করে থাকো,
    ১) বাচ্চাদের সিডি-টার জন্য
    http://windowshelp.microsoft.com/Windows/en-US/help/bf416877-c83f-4476-a3da-8ec98dcf5f101033.mspx

    ২) ক্যামেরা - এখানে দেখতে পারো
    http://www.microsoft.com/windows/compatibility/Search.aspx?type=Hardware&s=trv265e
  • siki | 122.160.41.29 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:০২408653
  • http://forums.techarena.in/vista-setup-install/1072022.htm

    থ্রেডটা পড়লাম, লাস্ট পোস্টটাতে যা লেখা, পড়ে মনে হল এই কেসটাই ঘটেছে আমার কেসেও। কিন্তু ব্রুসের সল্যুশনটা কারুর কাজ করেছে কিনা বোঝা গেল না। যাই হোক, ফ্লপি ড্রাইভ তো নেই, ইউএসবিতে সব এক্সপির ড্রাইভারগুলো রেখে দেখব ... এক্সপিতে বুট করে কিনা।

    আমি বিশেষ কোনও আলো দেখতে পাচ্ছি না এখনও।
  • Riju | 121.241.164.22 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৫২408654
  • ভিস্তা একটা পাপ,ওটাকে রেখোনা।খোদ MS এ সিরিয়াস ডেভ রাও ওটা মেশিনে রাখে না। ওর চেয়ে XP অনেক ভালো।
    মনে হচ্ছে ভিস্তা XP তে ডাউনগ্রেড করতে দিচ্ছে না।বুটেবল ইন্‌স্‌টলার সিডি থেকে ফ্রেশ ইন্‌স্‌টল বল্লেও না? ( প্রিরিকুইসিট বায়োস থেকে বুট প্রায়োরিটি তে সিডি কে সবচে ওপরে করবে)
    তাও যদি না হয় -
    মাদারবোর্ড তোমার কোনটা? 965/975 / ICH7/ICH9 ?প্রতিটায় ভিস্টাও লোড করা যায় XP ও লোড হয়।নিজে করেছি তাই বল্লাম। তোমার BIOS সেটিং এ দেখো HDD ফর্মাটের অপশন আছে কিনা,থাকলে করে নাও। তাপ্পর XPলোড করে দাও,ভিস্তার বাবাও আটকাতে পারবে না।যদি অপশন না থাকে - ভিস্তা পার্টিশন টাকে ডিলিট করে দাও।দরকার হলে উবুন্তু ইন্‌স্‌টল করে দাও।ভিস্তা না XP কে আটকায় , কিন্তু উবুন্তু কে তো আর চো-ও-ও-প বলতে পারবে না । পরে XP চাপিয়ো।
    ফ্লপি নেই বলে ফ্লপি থেকে ফর্মাটের কথা বল্লাম না,কিন্তু বুটেবল পেন ড্রাইভ থেকেও ভিস্তা পার্টিশন ফর্মাট করতে পারো।

  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০২408655
  • ওই থ্রেডটাতেও দেখলুম পার্টিশন রিমুভ করার কথা বলেছে। আরেকজন লিখেছে - Go into BIOS setup, and change the mode of the SATA interface from AHCI to IDE - আগে এইটে করে দেখতে পারো।

    এই পাপ নিয়ে মাইক্রোসফট এখনও টিঁকে আছে কি করে?

    মুশকিল হল নিজে নিজে এসব করলে ওয়ারান্টি ভয়েড হয়ে যায় না? মানে সেটা নিয়ে চিন্তিত হলে জেনে নেওয়া ভালো।
  • lcm | 69.236.167.218 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০৫408656
  • ঋজু,
    না, না, পাপ কেন। ২০০ মিলিয়ন (২০ কোটি) কপি বিক্রি হয়েছে। খারাপ না। ভালই।
  • lcm | 69.236.167.218 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০৬408658
  • তোমরা বড় বেশী গাল দাও মাইক্রোসফট-কে :-)
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:০৮408659
  • আমি স্টলম্যানের সাথে এলসিএমের একটা ক্লোজড ডোর মিটিন স্পনসর করবো। সেখেনে বড় বড় কাঁচের জানলা থাকবে - লোকে টিকিট কেটে দেখতে আসবে;-)
  • lcm | 69.236.167.218 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১২408660
  • আমি সঙ্গে করে ৫০ কোটি ইউজার নিয়ে যাবো :-)
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৪408661
  • তারাও তো টিকিট কাটবে - ভাবো - আমার বাড়ি কেনা হয়ে যাবে;-)
  • Riju | 121.241.164.22 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:১৭408662
  • ভিস্তা পাপ কিন্তু মাইক্রোসফে্‌টর অন্য প্রোডাক্ট কে তো পাপ বলিনি। অনেক গুলো ই ভালো প্রোডাক্ট আছে।
    আমার একটা পার্টিশনে XP না থাকলে চলে না - code composer studio,matlab,DDK,code warrior,platform builder আরো অনেক সফ্‌টওয়ার XP র ওপোরেই চলে এবং ঐ
    ভার্চুয়াল সিমুলটেড ও এসে সব কিছু চলে না।
    ভিস্তা থাকবে না কিন্তু মাইক্রোসফট থাকবে।
  • lcm | 69.236.167.218 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৪:২৮408663
  • বাপু ঋজু, কোড কম্পোজার তো হু হা চলে ভিস্তাতে, কোডওয়ারিয়র ভিস্তা ৩২ বিটে। আর, ধরো ddk - ড্রাইভার ডেভলপমেন্ট টুল - এতো বেসিক্যালি উইনডোজ সার্ভারের সফটওয়্যার (win 2000/2003 server)। এগুলো যে xp ডেস্কটপ ক্লায়েন্টে চলে সেটা মাইক্রোসফট-এর মহানুভবতা উদারতা যাই বলো :-)

  • Riju | 121.241.164.22 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:০৮408664
  • lcm
    ভিস্তা ১জিবি র‌্যামেও ঢিকিয়ে ঢিকিয়ে চলে ।ম্যাট ল্যাব, কোড কম্পোজার কিন্তু অত র‌্যাম খায় না।তাই আমি XPতেই বেশ আছি।আমার অ্যারো ইন্টার্ফেস চাই না,আর রেডিবুস্ট ও চাই না।দ্যাখন দারির জন্যে ম্যাক আছে,লিনাক্সের অনেক ফ্লেভার আছে।আর কাজের জন্যে XP :-)
    DDK + DBG সেই কোন জমানা থেকে চলে আসছে,ওটাকে সার্ভার২০০০ এর সম্পত্তি বলা কি উচিত? XP র হাজার হাজার ড্রাইভার তো ওটা ইউজ করেই লেখা হয়।
    অরিজিত দা,
    MS কে গাল দেওয়া থামিয়ে আগে তো বড় বড় কোম্পানি গুলোকে বল লিনাক্ষতে তাদের সব সফটওয়ার গুলোর সাপোর্ট দিতে ।
    ততদিন গাছের ও খাই তলার ও কুড়ো ই।
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:১৯408665
  • ঋজু - এখন প্রায় সবাই সাপোর্ট দেয়। ইনফ্যাক্ট আজই দেখছিলুম ওর‌্যাকল এক্স্যাডেটা - সদ্য বেরিয়েছে - শুধুই লিনাক্স। গ্রীনপ্লাম, ভার্টিকা, টেরাডেটা - সবাই গ্নু/লিনাক্সে। ডেভেলপার টুলকিটগুলোর কথা বাদই দিলাম - একলিপ্স, নেটবীনস, ইনটেলিজে - এরা তো আছেই। ওই সাপোর্ট নেই এটা এখন একদম খাটে না। *কাজের* জন্যে উইন্ডোজ নয়;-)
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:২১408666
  • ম্যাটল্যাবের মত টুলও গ্নু/লিনাক্সে চলে - http://www.mathworks.com/products/matlab/requirements.html

    হ্যাঁ - এমএস ওয়ার্ড বা এক্সেল চলে না - তবে ওয়ার্ড ভিউয়ার নির্ঘাত চলে, পিপিটি ভিউয়ার যদি চলতে পারে। ওয়াইন দিয়ে।

    চোখ খুলে রাখতে হয়;-)
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:২৯408667
  • আমাদের যে প্রোডাক্ট সেটাও গ্নু/লিনাক্স, সোলারিস আর এআইএক্সে-র জন্যে। কোনো ক্লায়েন্ট উইন্ডোজে ইন্টারেস্টেড নয় - অর্থাৎ গোটা টেলিকম দুনিয়ায় সার্ভিস প্রোভাইডারেরা ডেটা-সেϾট্রক কাজ (রেভেনিউ অ্যাসিওরেন্স, অ্যানালিসিস ইত্যাদি) উইন্ডোজে করে না। লাস্ট ছয় মাস ধরে এমপিপি নিয়ে কাজ করছি - সেখানেও একই দৃশ্য। তার আগের ছয় বছরেও একই দৃশ্য দেখেছি;-)
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৩১408669
  • একমাত্র পিসি সেক্টরে উইন্ডোজ এখনও অনেক বড়। কিন্তু ওই একমাত্র পিসি সেক্টরেই। তাও খুব বেশিদিন নেই সম্ভবত:। ভিস্তার মতন খান কয়েক বেরোলেই কেল্লা ফতে। অথচ ওয়ার্ড/এক্সেল ইত্যাদি টিঁকবে - হয়তো ওগুলোর অন্য ভার্সন বেরোবে - অফিস ফর ম্যাকের মতন।
  • lcm | 69.236.167.218 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৩৬408670
  • ভিস্তার গর্তে একটা পা আটকে সিকি নাজেহাল, তার ওপর এই অরিজিৎ,ন্যাড়া,সিঁফো,বীতশোক... এরা সবাই মিলে আর একটা পা লিনাক্স-এর গর্তে আটকে দিল। এখন তো বেচারি দু নৌকো ছেড়ে তিন নৌকোয় এক্সপি/ভিস্তা/লিনাক্স....

    অরিজিৎ কি সব বলছে। বাক্স খুললে উইনডোজ-এর জন্য সিডি, কোনো কেসে একটা একস্ট্রা ম্যাক সিডি। ধুর, লিনাক্স-এর জন্য কোনো সফটওয়্যার কেউ বানাতে চায় না। যেদিন অ্যাডোবি প্রিমিয়ার এর একটা লিনাক্স ভার্শান বের করবে সেদিন বুঝব যে ডেস্কটপ প্ল্যাটফর্ম হিসেবে লিনাক্স-কে সিরিয়াসলি ভাবা হচ্ছে।
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৩৯408671
  • সেদিনও আর বেশি দূরে নয়। বল্লুম যে - ভিস্তার মতন আরো খান কয়েক বেরোলেই সব কোম্পানি সুরসুর করে গ্নু/লিনাক্স ভার্সন বের করে ফেলবে।

    তবে অলরেডি অল্টারনেটিভ তো আছেই - ফটোশপের বদলে গিম্প, অ্যাডোব রিডারের বদলে এক্সপিডিএফ (অবশ্য অ্যাডোবির অ্যাপ্লিগুলো ওয়াইন দিয়েই চলবে)...

    আর তাছাড়া যেগুলো বল্লাম সব ট্রায়েড অ্যাণ্ড টেস্টেড ফ্যাক্ট। একটাও মনগড়া নয়।
  • lcm | 69.236.167.218 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪২408672
  • ঋজু, ঠিক কথা ড্রাইভার উইনডোজের জন্যই বানানো হয়। আসলে একটা সময় ছিল যখন উইনডোজের ডেভলপমেন্ট প্লাটফর্ম হিসেবে এনটি/উইনটুকে কে ভাবা হত, উইন-৯৮ কে উইনডোজ ডেভলপাররা ডেভলেপমেন্ট প্লাটফর্ম হিসেবে গণ্য করতে চাইত না। তবে একথা ঠিক যে এক্সপি আসার পর সিনটা বদলে গেছে।
  • Riju | 121.241.164.22 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪৬408674
  • সেটা তোমার মত।আমার নয়।
    বলছি কোড কম্পোজারের কথা আর বল্লে নেট বীন্স :-) আমার ডোমেনে ওর‌্যাকল,টেরাডেটা কোনটাই অ্যাপ্লিবল নয়। মন্টাভিস্তা ডেভ রকেট বল্লে মানাতো কিন্তু সেটা কিনতে যত পয়সা লাগে তার থেকে সস্তায় উইন সিই প্ল্যাটফর্ম বিল্ডার হয়ে যায়,আর সেটা মাইক্রোর প্রোডাক্ট হলেও ১০০% শেয়ার্ড সোর্স লাইসেন্স।এবার অ্যান্ড্রয়েডের কথা - ওটার SDKXP তেই লোকে ম্যাক্স ইউজ করে।সিম্বিয়ান SDKXP তে চলে।আর কি চাই । অনেক লিনাক্সে ক্রস কম্পাইল করতে গেলে বা ক্রস ডিবাগিং করতে গেলে কম্যান্ড লাইনে করতে অনেক খাটুনি হয়। ছোট্ট মেমারি ফুটপ্রিন্টে X ধরাতে গেলে জান বেরিয়ে যায়।ম্যাটল্যাব টর্নেডোর লিনাক্স ভার্সানে অনেক ইস্যু। এর থেকে XP তে কাজ করে শান্তি।
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৪৬408673
  • কিন্তু আমি একটা জিনিস বুঝি না - যারা এক্সপি বানায় তারাই কি করে ভিস্তাও বানায়? দুটোর মধ্যে আকাশপাতাল তফাত। উইন৯৮ আর মিলেনিয়াম যেমন - ৯৮ তাও চলেছিলো, মিলেনিয়ামটি আস্ত ইয়ে...অথচ একই কোম্পানি, একই ফিলোজফি...
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৫০408675
  • MS কে গাল দেওয়া থামিয়ে আগে তো... - ইত্যাদি। এটার বাংলা মানে দাঁড়ায় কেউ গ্নু/লিনাক্স সাপোর্ট দেয় না। আমি সেটাই দেখালাম - যে কে দেয়, কোথায় দেয় - যে লাইনে আমি কাজ করি/করেছি সেদিকে। সেখানে তোমার স্পেসিফিক ডোমেইন কি সেটা আমার জানার কথা নয় - আগেই লিখতে পারতে তোমার ডোমেইনে সাপোর্ট নেই। জেনেরিক স্টেটমেন্ট দেওয়ার কোনো মানে হয় না।

    সবসময় এত যুদ্ধং দেহি ভাব দেখে অবাক লাগে।
  • Riju | 125.17.122.22 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৫:৫৬408676
  • ওহে সব কিছু WINE/VMWARE দিয়ে হয় না। গেলে WINE ডেভের বেশীর লোকেরা reactos বানাতে কনট্রিবিউট করত না।
    দুনিয়ায় সব software কাজ কে word/ppt/java/oracle ডোমেনে ফেলা যায় না।
    টেলিকম ইন্ডাস্ট্রির সার্ভার আগেও সোলারিস ছিলো এখনো *nix আছে।
    পাতি একটা সস্তা চীনে ওয়েবক্যাম কিনে এনে লিনাক্ষতে লাগাও,তাপ্পর দেখো কেমন মজা। SPCA ড্রাইভার নামিয়ে সোর্স কম্পাইল করে modprobe/insmod ইত্যাদি হাজার ঝামেলা করার পর সেই ওয়েবক্যাম চিনবে। কোন নন টেকি লোক অত ঝামেলা নেবে যখন রেডিমেড XP ড্রাইভার পাচ্ছে
  • Riju | 125.17.122.22 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৩408677
  • হ্যাহ্যাহ্যা এখানেও যুদ্ধং দেহি বলে লেবেল সাঁটার চেষ্টা !! ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে।
    উইন্ডোস কাজের জন্যে নয় তোমার বলা স্টেটমেন্টের সাপেক্ষেই অত কথা।সব সময় এত লিনাক্স করে চেঁচালেও অবাক লাগে।
    ম্যাটল্যাব,সিমুলিংকের লিনাক্সের ভার্সনে প্রচুর ইস্যু আছে । XP তে নেই।
    ভেবো না আমি লিনাক্সে কাজ করি না। আমি তো বলেছি গাছের ও খাই তলার ও কুড়ো ই। লিনাক্স অ্যাস OS দুর্দান্ত। কার্নেল,ওটার ড্রাইভার লেভেলেও কাজ করেছি। কিন্তু ওটা নন টেকি ইউজার জন্যে বলতে পারিনা ।
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৪408678
  • থ্যাংকস। এগুলো জেনেই এর আগে পিসি/ডেস্কটপ সেক্টর নিয়ে একটা দুটো পোস্ট ছিলো।
  • Arijit | 61.95.144.123 | ০৩ ফেব্রুয়ারি ২০০৯ ১৬:০৬408680
  • এই টইয়ে বেথে বা অন্য কারো রেলেভ্যান্ট পোস্টের উত্তর ছাড়া আর কিছু লিখছি না। স্যরি। কিছুদিন থেকেই বিরক্তিটা বাড়ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন