এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কনস্পিরেসি?

    dri
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০০৯ | ২৫০৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.230.198 | ১২ জুলাই ২০০৯ ২২:১৮409257
  • চীনের জিংজিয়াং প্রভিন্সের উরুমকি বলে একটা শহরে খুব বিশ্রী এথনিক মারামারি হল। উইঘুর মুসলিমদের সাথে হান চাইনিজদের। এটাও একই এম আই সিক্স অপারেশান। উইঘুর অঞ্চলটা ডিস্টেবিলাইজ করার চেষ্টা যে সি আই এ/এম আই সিক্স করে সেটা আমি আগেও অন্য একটা জায়গায় লিখেছি। সম্ভবত সে¾ট্রাল এশিয়ায় অ্যাংলো অ্যামেরিকান গোয়েন্দাদের ইনভল্‌ভমেন্ট নিয়ে লিখতে গিয়ে। যাই হোক, ইরানের মতই চীনও এটা খুবই হাই হ্যান্ডেড ভাবে ডীল করেছে। ইন ফ্যাক্ট ইরানের চেয়েও বেশী। প্রচুর লোক মরেছে (এক্‌জ্যাক্ট ফিগার হাতের কাছে নেই, কিন্তু প্রায় ২০০ র কাছাকাছি) এবং আহত হয়েছে (হাজারের বেশী)। ইস্ট তুর্কীস্থানের জনৈক রাবেয়া কাদীর (যিনি সম্ভবত এম আই সিক্সের হয়ে কাজ করেন) এই ঝামেলাটা ইঞ্জিনিয়ার করতে সাহায্য করেছেন বলে শোনা যাচ্ছে। এখন তো কার্ফু জারি করে রাখা হয়েছে। এথনিক হার্মোনি এখন তলানিতে। মোর ডিটেল্‌স টু কাম। তবে এটা নিয়ে ওয়েস্টার্ন মিডিয়া অত হৈচৈ করেনি। কারণ এখানে শুধু চীনের পেছনে লাগাই উদ্দেশ্যে ছিল, গভর্মেন্ট টপ্‌ল করা নয়।

    এছাড়া চীনে আরেকটি খারাপ খবর আছে। দক্ষিণপশ্চিমে ইউনান প্রভিন্সে খুব বাজে ভূমিকম্প হয়েছে। ১৮০০০ বাড়ী পড়ে গেছে, ৪ লাখ মানুষ গৃহহীন।
  • dri | 117.194.227.21 | ২০ জুলাই ২০০৯ ২৩:৪৭409258
  • আগামী বুধবার সূর্য্যের পূর্ণগ্রহণ। দেখা যাবে ভারতের কিছু অংশ থেকে। এছাড়া চীন, বাংলাদেশ, মায়ানমার, জাপান থেকেও দেখা যাবে। সূর্য্যগ্রহণের আশেপাশে কি ভূমিকম্প জাতীয় ন্যাচারাল ক্যালামিটির সম্ভাবনা বাড়ে? আগামী কিছুদিনের মধ্যে কি বড় আর্থকোয়েকের চান্স আছে?
  • arjo | 168.26.215.13 | ২১ জুলাই ২০০৯ ০০:০১409259
  • দ্রি কিছু অসম্ভব টাইপের প্রোজেক্ট নেন। এর সাথে কনস্পিরেসির সম্পর্কটা কোথায় অনেক ভেবেও বের করতে পারলুম না। দ্রিই বলে দিন।
  • dri | 117.194.227.21 | ২১ জুলাই ২০০৯ ০০:০৯409260
  • :-), পরে। আগে তো অবজার্ভেশান। তারপর থিওরি।
  • d | 121.245.2.226 | ২১ জুলাই ২০০৯ ১১:৪৭409261
  • ইয়ে, ভুমিকম্পও কেউ করাবে/করাচ্ছে নাকি?
  • dri | 117.194.226.12 | ২৩ জুলাই ২০০৯ ০৯:৫২409263
  • অল্প কয়েকদিনের মধ্যে যে কটা ভূমিকম্প হল সেগুলো লিখে রাখি।

    একটা তো অলরেডি বলেছি চীনের ইউনান প্রভিন্সে ভূমিকম্প। জুলাইয়ের গোড়ার দিকে। রিখটার স্কেলে ৬.০। http://shanghaiist.com/2009/07/10/60_earthquake_rocks_yunnan_injuring.php

    তারপর নিউজিল্যান্ডে রিখটার স্কেলে ৭.৮। http://www.huffingtonpost.com/2009/07/15/new-zealand-earthquake-tr_n_232996.html

    এই দুটো সূর্য্যগ্রহণের আগে।

    আর সূর্য্যগ্রহণের দিন ইরানে, http://in.reuters.com/article/worldNews/idINIndia-41221720090722

    আর অল্প কিছুদিনের মধ্যে (মানে এই ধরুন অ্যারাউন্ড মাস দুয়েক) কি আরো কিছু বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে? সূর্য্যগ্রহণের সাথে এর কি কোন যোগ আছে?
  • lcm | 69.236.168.107 | ২৩ জুলাই ২০০৯ ১২:৫২409264
  • এবার দ্রি অন্য লাইনে... সূর্যগ্রহণের সাথে ভূমিকম্প - celestial কন্সপিরেসি - নতুন ডোমেইন।
  • bitoshok | 76.113.141.128 | ২৩ জুলাই ২০০৯ ১২:৫৪409265
  • এটা নিয়ে কনস্পিরেসি থিওরি খাড়া করা চাপের আছে। নিচের লিংকের ম্যাপটা আর বেশি না - শেষ ৩০ দিনের লিস্টি টা দেখলেই বেশ বোঝা যাবে।

    http://www.iris.edu/seismon/
  • dri | 117.194.229.78 | ২৩ জুলাই ২০০৯ ২১:১৫409267
  • আরে একটু চাপ না খেলে আর কনস্পিরেসি থিওরি কিসের?

    এত এত ভূমিকম্প হয়ে যায়, কিন্তু মিডিয়ায় আসে আর কটা? মে বি মিডিয়ায় যেগুলো আসে, দেয়ার ইজ সামথিং স্পেশাল অ্যাবাউট দেম? কে বলতে পারে?

    একটা ব্যাপার। রিখটার স্কেলটা কিন্তু লগ স্কেল। ৪.০ র চেয়ে ৫.০ র এনার্জি প্রায় ৩১ গুন বেশী। আর ভূমিকম্পের সিভিয়ারিটি নির্ভর করে মাটির কত নিচে এপিসেন্টার। আর কতক্ষণ ধরে হল। ক্ষয়ক্ষতি নির্ভর করে যেখানে হল সেখানে কত মানুষ আছেন, বিল্ডিংএর কোয়ালিটি কেমন, হাই ভ্যালু আইটেম কিছু আছে কিনা, ইত্যাদি। নেচারের খেয়াল কিনা।

    তবে ঐ সূর্য্যগ্রহণের ব্যাপারটা মাথায় রাখবেন।
  • dri | 117.194.229.151 | ০৮ আগস্ট ২০০৯ ০০:১৫409270
  • তালিবান নেতা বাইতুল্লা মেহ্‌সুদ সাপোজেড্‌লি ইউ এস ড্রোনের আঘাতে মারা গেছেন সাউথ ওয়াজিরিস্তানে। ইন্টেলিজেন্স সুত্রের খবর, http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/news/pakistan/04-intelligence-sources-have-confirmed-baitullah-death-fm-qureshi-qs-06

    'কনস্পিরেসি থিওরি' অনুযায়ী তালিবানের বিভিন্ন ফ্যাকশান বিভিন্ন ইন্টেলিজেন্স গ্রুপের সাথে যুক্ত। কিছু গ্রুপ সি আই এ এবং আই এস আই র সাথে জুটি বেঁধে ভারতে ঝামেলা পাকায়। আবার কিছু গ্রুপ সি আই এ এবং র' এর সাথে জুটি বেঁধে পাকিস্তানে ঝামেলা পাকায়। বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল, বাইতুল্লা মেহ্‌সুদ র'য়ের অ্যাসেট। আখমেদ কুরেশী পাকিস্তান টিভিতে এই কথা বলেন বেশ কিছুদিন আগে। এরকম গুজবও উঠেছিল র' নাকি মেহ্‌সুদকে টাকা দিয়েছে পাকিস্তানের নিউক্লিয়ার ফেসিলিটির ওপর হামলা চালানোর জন্য। এইটা হলে এত বড় শক হত যে পাকিস্তান খুব আনস্টেব্‌ল জায়গা এটা প্রতিপন্ন হত, এবং ওখানে একটা বিদেশী ক®¾ট্রাল্‌ড মিলিটারী ডিক্টেটারশিপ বসানোর কেস স্ট্রং হত। রিসেন্টলি পাকিস্তানী আর্মি খুব সক্রিয় হয়ে উঠেছিল মেহ্‌সুদকে মারার জন্য। এই খবরও কিছুদিন আগে বেরিয়েছিল।

    তারপরই আজ এই খবর।
  • dri | 117.194.229.151 | ০৮ আগস্ট ২০০৯ ০০:২৩409271
  • ২০০৭ এ পাকিস্তান টিভির ইন্টারভিউ,


    এক মাস আগে আখমেদ কুরেশীর লেখা, http://www.analyst-network.com/article.php?art_id=3021। এই লেখায় একটা স্ট্রেঞ্জ ব্যাপারের উল্লেখ আছে। কিছুদিন আগে ভারতীয় পরমাণু বিজ্ঞানী লোকনাথন মহালিঙ্গমের মৃত্যু। এটা আমি খবরে দেখেছিলাম। খুব ছোট করে ছাপা হয়েছিল। ব্যাপারটাকে আত্মহত্যার মত করে প্রেজেন্ট করা হয়েছিল। খবরটা পড়েই আমার মনে হয়েছিল আসলে খুন, কিন্তু চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তখন খুনের মোটিভটা ঠিক ধরতে পারিনি।
  • bitoshok | 128.101.220.108 | ০৮ আগস্ট ২০০৯ ০১:৪০409272
  • জাইদ হামিদ আর আহমেদ কুরেশি। ছ্যা:।
  • dri | 117.194.224.217 | ০৮ আগস্ট ২০০৯ ০৮:৫৬409273
  • :-)। জানি একজন ভারতীয়র পক্ষে এগুলো হজম করা একটু শক্ত। আমরা তো কন্টিনিউয়াসলি অন্য কথা শুনে আসছি।

    কিন্তু একথা বলেছি কি, এই বাইতুল্লা মেহ্‌সুদই বেনাজির ভুট্টো হত্যার মূল অভিযুক্ত? শ্রীলঙ্কার ক্রিকেট টীমের ওপর হামলার জন্যও এদেরই সন্দেহ করা হয়। কাশ্মীরে লস্কর-এ তৈবা (এরা পাকিস্তান মিলিটারী তথা আই এস আইয়ের অ্যাসেট) যেমন বিচ্ছিন্নতাবাদ চালাচ্ছে, একইভাবে পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে বালুচিস্তানে ভারতীয় মদতে বিচ্ছিন্নতাবাদ চালানো হচ্ছে। ওয়াজিরিস্তান এবং বালুচিস্তান দুটো পাশাপাশি অঞ্চল। আফঘানিস্তানে ভারতীয় কনসুলেট এইরকম বিচ্ছিন্নতাবাদী এলিমেন্টদের ফাইন্যান্স করে। এই কারণেই কাবুলে ভারতীয় কনসুলেটে হামলা চালিয়েছিল আই এস আই। এবং এই পুরো পলিটিক্সের মধ্যে আরো ডিটেল্‌ড গল্প আছে। সেগুলো পরে কখনো বলব। একটা আমেরিকান ওয়েবসাইটে এই পাকিস্তান ইস্যু নিয়ে ইন্টারেস্টিং আলোচনা আছে। http://www.foreignaffairs.com/discussions/roundtables/whats-the-problem-with-pakistan। এখানে র‌্যান্ড কর্পোরেশানের ক্রিস্টিয়ান ফেয়ারের মন্তব্যটা খুব রিভিলিং। আর র‌্যান্ড কর্পোরেশান কোন ইয়ার্কির জায়গা নয়। খুব সিরিয়াস পলিসি রিসার্চের জায়গা।

    কিন্তু এই করে করে আমার ফুলুর কনস্পিরেসি থিওরিটা পিছিয়ে যাচ্ছে তো।
  • dri | 117.194.228.56 | ০৮ আগস্ট ২০০৯ ০৯:০৮409274
  • আর আখমেদ কুরেশী যথেষ্ট রিসোর্সফুল লোক। ইন্টেলিজেন্স সারক্লে এর অনেক পরিচিতি আছে। ২০০০ সালে, যখন সাদ্দাম পাওয়ারে ছিল, কুয়েতে ইউ এস এবং কুয়েত গভর্মেন্টের মধ্যে সাদ্দামোত্তর ইরাকের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় পাকিস্তান থেকে গিয়েছিলেন একমাত্র আখমেদ কুরেশী। এরকম একটা মিটিংএ কোন হেঁজিপেঁজিকে ডাকা হয় না।

    তবে কারো মনে হতেই পারে কুরেশী ঢপ মারছে। আবার কারো মনে হতে পারে নিউজপেপার ঢপ মারছে।
  • bitoshok | 76.113.141.128 | ০৯ আগস্ট ২০০৯ ০৩:১৭409275
  • বুইলাম!!
    দুইখান কোচ্চেন আছিল।

    ১) জনাব জাইদ হামিদ ঊর্দু, আরবী আর ইংরেজি ছাড়া ভারতীয় উপমহাদেশে প্রচলিত আর কোনো ভাষা জানেন কি?

    ২) জনাব আহমেদ কুরেশি পেটো আর নিউক্লিয়ার বোমার তফাৎ বোঝেন কি না।
  • bubu | 218.186.12.226 | ০৯ আগস্ট ২০০৯ ০৩:৩৭409276
  • কমাস আগে থেকে জাঈদ হামিদ এর নেশা লেগেছিলো। সারাদিন ইউ টিউব এ খুঁজে খুঁজে এর ভিডিও দেখতাম। লোকটা পকিস্তানি গভর্মেন্ট এর কেউ না। নিজেকে ডিফেন্স এয়ানালিস্ট বলে। তুখোর উর্দু বলে এবং একজন নিখাদ মাথামোটা। ভারাত, ইসরায়েল আর মর্কিনিদের চরম ঘেন্না করেন আর ভারি সুন্দর এক লাল রঙের টুপি পরেন। পকিস্তানের ট্রাইবাল জোনে raw এর involvement নিয়ে সবসময়ে বলেন। লোকটা বাজে বোকলেও raw এর বালুচিস্তান এর involvement টা সত্যি। brass tracks কিম্বা zaid hamid দিয়ে you tube সার্চ দিয়ে দেখতে পারেন, ভালো খোরাক হবে।

  • dri | 117.194.227.80 | ০৯ আগস্ট ২০০৯ ০৯:৪৫409278
  • এদিকে পাকিস্তানের কাগজে রিপোর্ট করছে বাইতুল্লার পর ব্যট্‌ল অফ সাকসেশানে হাকিমুল্লা মেহ্‌সুদ আর ওয়ালিউর রহ্‌মানের মধ্যে গুলিযুদ্ধ হয়ে হাকিমুল্লা মারা গেছে এবং ওয়ালিউর গুরুতর আহত হয়েছে। (যদিও আমার খুব সন্দেহ এদের বেসিকালি আই এস আই ই খুন করাচ্ছে, একবার আমেরিকান ড্রোনের ঘাড়ে দোষ চাপাচ্ছে, একবার ইনফাইটিংএর ... এনিওয়ে)। http://www.dawn.com/wps/wcm/connect/dawn-content-library/dawn/news/pakistan/provinces/12-ttp+leader+dead+in+succession+fight--bi-08

    আর ইন্ডিয়ার কিছু কাগজে এখনও সন্দেহ প্রকাশ করা হচ্ছে বাইতুল্লা মারা গেছে কিনা (প্রভাকরণ মারা যাওয়ার পরও এরকম সন্দেহ প্রকাশ করা হয়েছিল ভারতীয় কাগজে)।

    এদিকে গুজব উড়ছে যে এই ১১ই অগাস্ট বালুচিস্তান নাকি স্বাধীনতা ডিক্লেয়ার করার প্ল্যান করছে। লন্ডন আর স্টকহোমে নাকি বালোচ প্রোটেস্ট স্টেজ করা হবে ঐ দিন। বেশ বোঝা যাচ্ছে ইন্ডিয়া ছাড়াও এম আই সিক্সের সাপোর্টও আছে।
  • dri | 117.194.236.243 | ০৯ আগস্ট ২০০৯ ২২:৫১409279
  • জাপানে একটা স্ট্রং আর্থকোয়েক হয়ে গেল। আমেরিকা বলছে ৭.১, আর জাপান বলছে ৬.৯। উফ্‌, কি ভাগ্যি কোন ক্ষয়ক্ষতি হয় নি! http://www.google.com/hostednews/ap/article/ALeqM5iTh72t5VXaM4PvgwHgQbIgqEQUmQD99VC5G00

    বাপরে বাপ! টেকটনিক প্লেটগুলো খুব নড়বড় করছে আজকাল।

    আম্রিকার পশ্চিম উপকূলে কি ... না:, আর ভাবতে পারছি না।
  • dri | 117.194.236.243 | ০৯ আগস্ট ২০০৯ ২৩:০৪409280
  • আফঘানিস্তান থেকে চীনের জিংজিয়াং প্রভিন্স বাউন্ড একটা প্লেনে নাকি বম্ব থ্রেট হয়েছিল। প্লেনটাকে উরুম্‌কিতে নামতে দেয়নি চাইনীজ অথরিটি। http://www.guardian.co.uk/world/2009/aug/09/china-xinjiang-plane-hijack
  • dri | 117.194.236.243 | ০৯ আগস্ট ২০০৯ ২৩:০৮409281
  • জাপানের ভূমিকম্পটা আবার নাগাসকি বমিংএর ৬৪তম অ্যানিভার্সারির দিনই হল। এখন অ্যানিভার্সারি না সূর্য্যগ্রহণ, কাকে ছেড়ে কাকে রাখি।
  • dri | 117.194.236.243 | ১০ আগস্ট ২০০৯ ০০:৩৭409282
  • আরে! এই খবরটাই এতদিন দেখিনি। ইকনমিক টাইম্‌সে বেরিয়েছে। প্রচন্ড বলেছে, ইউ এস এবং ইন্ডিয়া নাকি নেপালকে ব্যবহার করে চীনকে আক্রমণ করতে চেয়েছিল। http://economictimes.indiatimes.com/PoliticsNation/India-US-planned-to-attack-China/articleshow/4862854.cms। আর কিছুদিন আগেই খবর বেরিয়েছিল ২০১২ তে চীন ভারত অ্যাটাক করবে।

    সব দেখেশুনে যা মনে হচ্ছে ভারত এখন আমেরিকার স্টুজের কাজ করছে। খুব ডেঞ্জারাস গেম খেলছে ইন্ডিয়া। মরবে একদিন। এইসবই কি সিক্রেট ক্লজ ছিল নিউক্লিয়ার ডীলের পেছনে?

    আর্য্য একদিন বলেছিলেন ভারতে মাওবাদীর রিসেন্ট বাড়াবাড়ির পেছনে চাইনীজ হাত আছে। পুরো জিওপলিটিক্সটা লক্ষ্য করে মনে হচ্ছে সেটা হলেও হতে পারে।

    এমনি এমনি কোন কিছুই হয় না। সবকিছুরই কার্য্যকারণ থাকে।
  • dipu | 207.179.11.216 | ১০ আগস্ট ২০০৯ ০৯:০৮409283
  • পরশু দুর্গাপুরের একটা জেল থেকে ছজন বন্দী পালিয়েছে। আর গতকাল আলিপুর চিড়িয়াখানা থেকে একটা দুটো নয় ....আটটা বিরল প্রজাতির বাঁদর চুরি হয়েছে ;-))
  • kd | 59.93.170.67 | ১০ আগস্ট ২০০৯ ১১:২৪409284
  • অ্যারিজোনায় ocean-front property বিক্রি হচ্ছে।
    :-)
  • dipu | 207.179.11.216 | ১১ আগস্ট ২০০৯ ১৬:৩৭409286
  • ইন্টারভিউ টা ব্যাপক খিল্লি :-)
  • dri | 117.194.224.68 | ১১ আগস্ট ২০০৯ ২০:৪৩409287
  • কিন্তু সত্যিই ই এইড্‌সটা চক্রান্ত হতে পারে?

    মানে একেবারেই সত্যি সত্যি?

    :-)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন