এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কনস্পিরেসি?

    dri
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০০৯ | ২৪৭১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.229.161 | ২০ জানুয়ারি ২০১০ ২৩:৩৮409423
  • গুয়াটেমালায় একটা হাল্কা ৬.০ আর্থকোয়েক হয়ে গেল, http://www.reuters.com/article/idUSTRE60H3L320100118

    হাইতিতেও একটা মাইল্ড ৬.১ আফটারশক হয়ে গেল। http://www.marketwatch.com/story/second-earthquake-hits-haiti-2010-01-20। তবে ৬.১ ওখানকার মানুষদের পক্ষে, যারা ৭.০ সারভাইভ করেছে, কিছুই না।
  • SB | 114.31.249.105 | ২১ জানুয়ারি ২০১০ ১১:৫৩409425
  • http://newsclick.in/international/google-and-china-story

    Google self-righteously protests Chinese hacking of its account holders privacy, it has no hesitation in supplying even non-citizens private data to the US spy agencies.

    Lest we think that this is some left wing paranoia about the US, some basic facts are instructive. Google has time and again been asked how many requests from US security agencies for private data of its users does it service in a year. Its answer has been to duck the question. Before we condemn Google for this, we must also note that the US laws on this are clear. If a Google executive gets a “dreaded” National Security Letter” (NSL), he cannot even tell this to his wife or family. Even that would be a criminal act. The US laws have in effect converted the entire telecom/ISP infrastructure of the US into a giant spying machine.

  • dri | 117.194.234.59 | ২৩ জানুয়ারি ২০১০ ০০:২৩409426
  • এস বি, আপনার দেওয়া হাইতির লিঙ্কটায় খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। আমি আরেকটু সাপ্লিমেন্ট করছি।

    দারিদ্রের রুট কজ খুঁজতে পিছিয়ে যেতে হবে অনেকটা। ১৮০৪ সালে হাইতি বিদ্রোহ করে ফরাসী কলোনিস্টদের থেকে মুক্তি পায় বটে। কিন্তু আসলে মুক্তি পায় না। কলোনিস্টরা ওদের ওপর এমন এম্বার্গো বসিয়ে রাখে যে ওরা ফরাসী স্লেভ-ওনারদের (যাদের থেকে মুক্তি পেল) ১৫০ মিলিয়ান ফ্রঁ ক্ষতিপূরণ দেবে বলে কমিট করে। কিন্তু একটা ছোট দেশের পক্ষে অত টাকা তোলা তো সোজা নয়। অতটুকু দেশে ট্যাক্সের টাকা আর কতটুকু? ১৯০০ সাল নাগাদ হাইতির বাজেটের ৮০% লোন শোধ করতে বেরিয়ে যাচ্ছিল। ১৯৪৭ এ লোনের ৬০% পেমেন্ট কমপ্লিট হয়। ২০০৩ সালে হাইতির প্রেসিডেন্ট জঁ-বার্নার্ড আরিস্তিদ এই টাকা ফ্রান্সের থেকে ফেরত চায়। কয়েক মাস পরেই একটি ওয়েস্ট-ব্যাক্‌ড ক্যু তে আরিস্তিদকে দেশ থেকে বের করে দেওয়া হয়।

    এই ভূমিকম্পের পরেও সেই একই গেম চলছে। সামর্থের বেশী ঋণ দেওয়ার গেম। ভূমিকম্প ত্রাণে ১৫০ মিলিয়ান ডলার দেবে বলেছে আই এম এফ, দাতা সেজে। কিন্তু কিভাবে ফেরত পাবে টাকা। শর্ত হল জল ইলেক্ট্রিসিটি ইত্যাদি ইউটিলিটির বিল অনেক বাড়াতে হবে, কিন্তু লেবারের মাইনে বাড়ানো যাবে না অনেক দিন।
  • dri | 117.194.234.59 | ২৩ জানুয়ারি ২০১০ ০০:৩৩409427
  • আর মিলিটারি বসিয়ে দেওয়ার এক্সকিউজ হল ল'লেসনেস এবং লুটিং। রাস্তার মোড়ে মোড়ে ম্যাশেতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে লোকেরা। কামড়ে খাচ্ছে একে অপরকে। ইত্যাদি নানা ভুতের গল্প।

    এক প্রত্যক্ষদর্শীর রিপোর্ট। http://alethonews.wordpress.com/2010/01/21/the-myth-of-haitis-lawless-streets/
  • dri | 117.194.234.59 | ২৩ জানুয়ারি ২০১০ ০০:৪০409428
  • সব দেশ, এমনকি ফ্রান্স পর্য্যন্ত বলেছে হাইতিতে সৈন্য পাঠানোর কি দরকার। তাও আম্রিকা বলছে হাইতিতে তারা লং টার্ম থাকতে গেছে। http://www.presstv.ir/detail.aspx?id=116762§ionid=351020706
  • dd | 122.167.25.190 | ২৩ জানুয়ারি ২০১০ ০০:৪৩409429
  • দ্যুৎ।
    ঘেঞ্চু পজ্জন্তো কয় হাইতি নয় হাইতি নয় কো, আসলে হেইতি।
    হেইতি।
    হেইতি।
    তবে না ভুমিকম্পো।
  • dri | 117.194.234.59 | ২৩ জানুয়ারি ২০১০ ০০:৪৯409430
  • সাহেব সাজতে গেলে তো হেইতি বল্লে চল্বে না। বলতে হবে হে'টি।
  • dri | 117.194.234.59 | ২৩ জানুয়ারি ২০১০ ০০:৫৫409431
  • লেট্‌স গেট আ বিট কনস্পিরেটোরিয়াল।

    একটা ছোট্ট রিপোর্ট সার্কুলেট করছে। ঠিক ভূমিকম্প হওয়ার আগে ইউ এস সাদার্ন কম্যান্ড একটা প্র্যাকটিস ড্রিল করছিল। হাইতিতে একটা ডিজাস্টার হলে তার কি ধরণের রেসপন্স করতে হবে সেই নিয়ে প্র্যাকটিস এক্সারসাইজ। ভূমিকম্পের খবরটা আসতে 'দে ডিসাইডেড টু গো লাইভ উইথ দা সিস্টেম'। http://www.nextgov.com/nextgov/ng_20100115_9940.php

    কি আর্য্যবাউ?
  • dri | 117.194.234.59 | ২৩ জানুয়ারি ২০১০ ০১:২৪409434
  • আরো একটা পিস অফ ইনফো।

    ভূমিকম্প হওয়ার কিছুদিন আগেই বৃটিশ নেভাল ফ্লিট হাইতির কাছ থেকে সরে গিয়েছিল, ১৭০০ সালের পর ঐ অঞ্চলে বৃটিশ কাভারেজে এই প্রথম গ্যাপ। http://mikeruppert.blogspot.com/2010/01/i-really-really-do-not-like-this-story.html

    হম্‌ম্‌ম।
  • dri | 117.194.234.59 | ২৩ জানুয়ারি ২০১০ ০১:৪৫409435
  • ওকে, লাস্ট বিট।

    রাশিয়া টুবে নিউজ চ্যানেলে জানাচ্ছে যে হুগো শাভেজ বলেছেন ইউ এসে একটি আর্থকোয়েক ইন্ডিউসিং মেশিন দিয়ে এই আর্থকোয়েকটি ঘটিয়েছে! এত দিন পর্য্যন্ত এটি কনস্পিরেটোরিয়াল ডোমেনেই সীমাবদ্ধ ছিল। (এটা প্রমাণ করা খুব শক্ত, ইউ ক্যান অলওয়েজ ব্লেম ইট অন দা নেচার)। কিন্তু এই প্রথম একজন ওয়ার্ল্ড লীডার এই কথা পাবলিকলি বললেন।

  • aka | 168.26.215.13 | ২৩ জানুয়ারি ২০১০ ০১:৫৫409436
  • হুম্‌ম্‌ম্‌ম :))
  • bitoshok | 128.101.220.108 | ২৩ জানুয়ারি ২০১০ ০২:৪১409437
  • তাইলে আরেট্টু ইনফো দি। ১৯৯৭ সালে ডিফেন্স সেক্রেটারি কোহেন পাব্লিকলি এইরকম কথা বলেন :
    "Others are engaging even in an eco-type of terrorism whereby they can alter the climate, set off earthquakes, volcanoes remotely through the use of electromagnetic waves… So there are plenty of ingenious minds out there that are at work finding ways in which they can wreak terror upon other nations…It's real, and that's the reason why we have to intensify our efforts, and that's why this is so important."

  • bitoshok | 128.101.220.108 | ২৩ জানুয়ারি ২০১০ ০২:৪৫409438
  • আগের পোস্টের লিংক :
    http://tinyurl.com/3j47g

  • dri | 117.194.235.1 | ২৩ জানুয়ারি ২০১০ ২৩:১১409439
  • :-)। উইলিয়াম কোহেন একথা বলেন সেনেটের ফ্লোরে। কথাটা পাবলিক ঠিকই, কিন্তু ঠিক পাবলিকের উদ্দেশ্যে বলা নয়। বাট ঠিক আছে, চলবে।

    তা কোহেনের কথাই যখন উঠল, তখন আরেকটু পিছিয়ে যাওয়া যাক। পাবলিক ডকুমেন্টে খুঁজলে সবই পাওয়া যায়। সেই কোন ১৯৭৭ সালে একটা বহুদেশীয় ট্রিটি সই হয়েছিল যার নাম, 'কনভেনশান অন দা প্রোহিবিশান অফ মিলিটারি অর এনি আদার হোস্টাইল ইউজ অফ এনভায়রনমেন্টাল মডিফিকেশান টেকনিক্স'। পুরো ট্রিটির টেক্সট এইখানে আছে, http://www.fas.org/nuke/control/enmod/text/environ2.htm

    কিছু এক্সার্প্টস এইরকম,

    The States Parties to this Convention,
    ...
    Have agreed as follows:
    1. Each State Party to this Convention undertakes not to engage in military or any other hostile use of environmental modification techniques having widespread, long-lasting or severe effects as the means of destruction, damage or injury to any other State Party.
    ...


    এনভায়রনমেন্ট মডিফিকেশান টেকনিক কাকে বলে?

    It is the understanding of the Committee that the following examples are illustrative of phenomena that could be caused by the use of environmental modification techniques as defined in Article II of the Convention: earthquakes, tsunamis; an upset in the ecological balance of a region; changes in weather patterns (clouds, precipitation, cyclones of various types and tornadic storms); changes in climate patterns; changes in ocean currents; changes in the state of the ozone layer; and changes in the state of the ionosphere.

    যদি এইসব টেকনিক কোন দেশের নাই জানা থাকে তবে আর ট্রিটি কেন?
  • dri | 117.194.235.1 | ২৩ জানুয়ারি ২০১০ ২৩:১৭409440
  • এদিকে বলিভিয়া (৫.৩) এবং কোস্টা রিকায় (৫.২) মৃদু দুখানি ভূমিকম্প হয়ে গেল।http://www.earthtimes.org/articles/show/305356,bolivia-costa-rica-hit-by-strong-earthquakes.html

    আর ইয়েলোস্টোন অঞ্চলটা সিসমিকালি অ্যাক্টিভ হয়ে উঠেছে। গত পাঁচদিনে ৯০১ টা খুব জেন্টল ট্রেমার হয়েছে। কোনটাই বলার মত স্ট্রং নয়। কিন্তু ৯০০ সংখ্যাটা খুব বেশী, ইভেন ইয়েলোস্টোনের পক্ষেও। http://www.denverpost.com/search/ci_14242439
  • dri | 117.194.229.59 | ২৬ জানুয়ারি ২০১০ ০০:৩৭409441
  • হাইতিতে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেল। http://news.bbc.co.uk/2/hi/americas/8477770.stm

    ভূমিকম্পে সাধারণত প্রথম দুদিন মানুষ মরে। এই ভূমিকম্পে প্রচুর মানুষ মরেছে সাত আট দিন ধরে যাদের বাঁচানো যেত ঠিক সময়ে মেডিক্যাল কেয়ার দিতে পারলে। কিন্তু ডেলিবারেটলি সেইটা আটকানো হয়েছে।
  • dri | 117.194.229.59 | ২৬ জানুয়ারি ২০১০ ০১:০৭409442
  • মিলিটারি, সৈন্য এইসব শুনলেই মনে পড়ে স্টেটের কথা। কিন্তু সৈন্য মানেই কি কোন দেশের ট্যাক্সপেয়ারের পয়সায় পোষা গুন্ডাবাহিনী? নট এনি মোর। আজকাল সৈন্যও প্রাইভেটাইজ্‌ড। কিছু কিছু কোম্পানী আছে যারা পয়সার বিনিময়ে সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে। কিরকম? না, না ঐ জ্যোতি বসুর সিকিউরিটি নয়। আরো বড় কেস। যেমন ধরুন, ইরাক আক্রমনের পর দেশের সিকিউরিটি সিচুয়েশান ইম্প্রুভের ভার আমেরিকা এই ধরণের কোম্পানীকে দিতে পারে। আবার হাইতিতে ক্যাটাস্ট্রফির পরও দিতে পারে। এরকমই দুটি কোম্পানীর নাম ব্ল্যাকওয়াটার (নতুন নাম জি কোম্পানী, পুরোনো নামের লোকে চেনে), আর ডাইনকর্প। এরা খুনী এবং গুন্ডা উইথ গ্ল্যামার অ্যান্ড মানি। এই মুহুর্তে ইরাকে ব্ল্যাকওয়াটার নিয়ে খুব ঝামেলা হচ্ছে। ১৭ জন ইরাকীকে খুনের দায়ে এদের এগেনস্টে যে মামলা হয়েছিল সেটা খারিজ হয়ে যাওয়ায় প্রোটেস্ট ফোটেস্ট।

    পাকিস্তানে অনেক দিন থেকেই গুজব উঠেছিল যে দেশে নাকি সিক্রেটলি এই ব্ল্যাকওয়াটারের গুন্ডাবাহিনী অপারেট করছে। এবং অজশ্র খুনখারাবীগুলোর কিছু কিছুতে এদের হাত আছে। অফিশিয়ালি সব সময়ই সেটা ডিনাই করা হয়েছিল। রিসেন্টলি এক ইন্টারভিউতে রবার্ট গেটস স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, পাকিস্তানে ব্ল্যাকওয়াটার আছে। ইন্টারভিউটা ইউটিউবে এসে গেছে। পুরো ক্লিপিংটাতে অনেক ডিস্টার্বেন্স আছে। কিন্তু অ্যাকচুয়াল ইন্টারভিউয়ের জায়গাটা পরিষ্কার।

  • dri | 117.194.230.157 | ২৬ জানুয়ারি ২০১০ ২২:২৯409443
  • প্রাভদার খবর অনুযায়ী রাশিয়ান নেভিও বলছে যে হাইতির ভূমিকম্পটা ইউ এস নেভির কাজ। http://english.pravda.ru/science/tech/24-01-2010/111809-russia_says_US_created_earthqua-0। ক্যালিফোর্নিয়ার ইউরেকার ভূমিকম্পটাও নাকি তাই।

    আবার একটা ইজরায়েলি ওয়েবসাইটের খবর, ইজরায়েল আমেরিকার সাহায্য নিয়ে নেগেভের মরু অঞ্চলে একটা ভূমিকম্প সিমুলেট করছে। http://www.israelnationalnews.com/News/News.aspx/133083। মানে মেশিন চালানোটা শিখে নিচ্ছে আর কি।

    কিন্তু এই খবরগুলো লিক হয়ে যাওয়ায় একটা প্রবলেম হয়ে গেল। এরপর ইরানে ভূমিকম্প হলে সবাই তো সব বুঝতে পেরে যাবে।

    আর্থ মডিফিকেশান টেকনিক সংক্রান্ত একটা খুব ইম্পর্ট্যান্ট পেটেন্ট আছে বার্নার্ড ইস্টল্যান্ডের। ইউ এস পেটেন্ট ৪৬৮৬৬০৫। http://www.patentstorm.us/patents/4686605/fulltext.html। এইটাও এখানে থাক।
  • de | 59.163.30.3 | ২৭ জানুয়ারি ২০১০ ১১:২৪409445
  • ক্ষী: সাংঘাতিক! কিন্তু শক ওয়েভ বম্ব টা ঠিক কি? নিউক্লিয়ার ডিভাইস ছাড়া এতো পাওয়ারফুল শক ওয়েভ জেনারেট হবে কি ভাবে? আর নিউক্লিয়ার ডিভাইস হলে রেডিওঅ্যাক্টিভ ট্রেস আটকানো সহজ নয়, সব্বাই ধরে ফেলবে যে!
  • dri | 117.194.235.74 | ২৮ জানুয়ারি ২০১০ ২৩:৪০409446
  • শক ওয়েভ বম্‌, টেসলা মেশিন, এগুলো ঠিক কি সেগুলো বোধ হয় পাবলিক ডোমেন নলেজ নয়। শুনেছি এই বিষয়ে বহু পেটেন্টই এখনও গোপন, এবং মিলিটারীর আন্ডারে। অনেক রকম স্পেকুলেশান বাজারে আছে।
  • dri | 117.194.235.74 | ২৮ জানুয়ারি ২০১০ ২৩:৫০409448
  • আর রেডিওঅ্যাক্টিভ ট্রেস? ওর আর বাকি কি আছে? এতগুলো দেশ মিলে এতদিন ধরে কম নিউক্লিয়ার টেস্টিং করেছে? ক্ষমতা থাক্লে এসব সহজেই কাভার আপ করা যায়। এই ধরণের টেস্টিং তো আর আমাদের মত সাধার অ্যামেচার করতে পারবে না। যারা পারবে তারা সবাই বট অ্যান্দ পেইড ফর।
  • dri | 117.194.229.146 | ৩১ জানুয়ারি ২০১০ ২৩:৪৪409449
  • জাপানে ৫০ বছর আম্রিকার চাটুকার এক গভর্মেন্ট থাকার পর খুব রিসেন্টলি অন্য গভর্মেন্ট এসেছে। অলরেডি তার ফল ফলতে শুরু করেছে। টোকিয়োতে ইউ এস মিলিটারি প্রেজেন্সের বিরুদ্ধে বিরাট মিছিল। http://www.dailymail.co.uk/news/worldnews/article-1247281/Thousands-protest-Tokyo-U-S-military-presence-Japan.html
  • dri | 117.194.237.199 | ০৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৮409453
  • আলাস্কায় মিলিটারি বড় আর্থকোয়েক হলে কিরকম রেসপন্স করতে হবে সেই প্র্যাকটিশ করা শুরু করবে। http://www.ktuu.com/Global/story.asp?S=11943888

    কেন??
  • dri | 117.194.226.72 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২০409456
  • মেক্সিকোর দক্ষিণে ৫.৭ ভূমিকম্প। অনেক দূরে মেক্সিকো সিটিতে বাড়িরা একটু নড়েচড়ে বসল। নো ক্ষয়ক্ষতি। http://www.ptinews.com/news/508001_Quake-shakes-southern-Mexico--felt-in-capital
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন