এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কনস্পিরেসি?

    dri
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০০৯ | ২৪৭৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.231.226 | ০৩ মার্চ ২০১০ ০০:১৭409493
  • ইরানে ইনসার্জেন্সি করার জন্য পাকিস্তান-ইরান বর্ডারে জুনদুল্লা গ্রুপকে মদত দিত আমেরিকা। সেই জুনদুল্লার চীফ আবদুলমালেক রিগিকে ধরে ফেলল ইরান। প্লেনে চড়ে রিগি নাকি কিরঘিজস্তানের এয়ারবেসে কোন এক ইউ এস অফিশিয়ালের সাথে কথা বলতে যাচ্ছিলেন। পাকিস্তান ইনটেলিজেন্সের থেকে খবর পেয়ে ইরানের এয়ারফোর্স ঐ প্লেনকে ল্যান্ড করতে বাধ্য করায়। http://www.presstv.ir/detail.aspx?id=119672§ionid=351020101

    ইরান রিগির অ্যারেস্টের ব্যাপারে কিরঘিজস্তানের অ্যাম্বাস্যাডারকে ডেকে পাঠায়। http://english.people.com.cn/90001/90777/90854/6906746.html

    http://www.presstv.ir/detail.aspx?id=119860§ionid=351020101
  • Du | 65.124.26.7 | ০৩ মার্চ ২০১০ ০০:৩৮409494
  • চিলি দেশটার সরকারে কারা? রেডিওতে বারবার সরকার কি করছে, ইনফ্রাস্ট্রাকচার ঠিক ছিল কিনা, নিয়ম মেনে বাড়ি হলে কি হত এইসব জিজ্ঞেস করে যাচ্ছে দেখে সন্দ হলো।
  • Du | 65.124.26.7 | ০৩ মার্চ ২০১০ ০০:৪২409495
  • সন্দ ভেরিফায়েড :)
  • dipu | 61.12.12.83 | ০৩ মার্চ ২০১০ ১১:১৯409496
  • চিলিতে ভূমিকম্পের জেরে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য প্রায় 1.26 মাইক্রোসেকেন্ড কমে গেছে। আর পৃথিবীর রোটেশনাল অ্যাক্সিস আট সেন্টিমিটার সরে গেছে। বিটিডব্লু, সুমাত্রার ভূমিকম্পে দিনের দৈর্ঘ্য 6.8 মাইক্রোসেকেন্ড কমে গেছিল। মোদ্দাকথা, ভূমিকম্প হচ্ছে আর পৃথিবী একটু একটু করে সুজ্জোর দিকে এগ্যে যাচ্ছে। এই যে লিং ....http://www.universetoday.com/2010/03/01/chilean-earthquake-may-have-shortened-the-length-of-a-day-on-earth/#more-58428

    কী গভীর চক্কান্ত!
  • Arpan | 204.138.240.254 | ০৩ মার্চ ২০১০ ১১:২৪409497
  • কিন্তু ডেটা কি তুই ভেরিফাই করে দেখেছিস? পৃথীবী সূর্যের কাছে চলে যাচ্ছে এইটার প্রচারও তো এক গভীর চক্কান্তো হতে পারে!!
  • Arpan | 204.138.240.254 | ০৩ মার্চ ২০১০ ১১:২৫409498
  • * পৃথিবী
  • kallol | 124.124.93.202 | ০৩ মার্চ ২০১০ ১১:৪৪409500
  • যা:, এ আর ভেরিফাই করার কি আছে। ব্যাঙ্গালুরুতে কি গরম পড়েছে দেখেচিস? বনবন করে পাখা এসি সব চলছে।

    গতোকাল এক অটো-ওয়ালার থেকে যা ডেটা পেলাম - এটাও অবশ্য ব্যাঙ্গালুরুর গরমের কারন হতে পারে।
    কল্কেতার সোনাগাজী থেকে নাকি পিলপিল করে নক্ষীঠাগরুণেরা ব্যাঙ্গালুরুতে আসতেচে - হেব্বাল এলাকায়।
    তা, গ্রম বাড়বে নাতো কি!!
    ব্যাঙ্গালুরুতে নালবাত্তি এলাকা কিউঁ ইল্লা - তাই নিয়ে একটা পথচলতি ঢিসকাস হোচ্চিলো।
  • a | 208.240.243.170 | ০৩ মার্চ ২০১০ ১২:১৮409501
  • মাইরি!!! গুরুগ্রাম থে লুরু এলুম তো গরম ও এলো পেছন পেছন। শালা....
  • Arpan | 216.52.215.232 | ০৩ মার্চ ২০১০ ১২:৪১409502
  • জুন অব্দি ওয়েট কর বাছা। তারপরে পুরো গোলা ওয়েদার হবে। প্রতি সন্ধ্যায় গেলাস নিয়ে বসার মতো।
  • de | 59.163.30.6 | ০৩ মার্চ ২০১০ ১৪:৪১409503
  • সুজ্জের দিকে কি করে এগোবে, ভূমিকম্পের ফলে তো নিজ অক্ষের উপর আবর্তন, বা আহ্নিক গতির সেন্টার চেঞ্জ হয় -- তারি জন্য দিন-রাতের দৈর্ঘ্য পরিবর্তন। বার্ষিক গতির উপরে এর ডাইরেক্ট এফেক্ট কি হবে বলা যায় কি?
  • de | 59.163.30.6 | ০৩ মার্চ ২০১০ ১৪:৪৩409504
  • এছাড়াও দিনের দৈর্ঘ্য বলে অ্যাবসল্যুট কিছু হয় কি? কোথাকার দিনের দৈর্ঘ্য?
  • dipu | 61.12.12.83 | ০৩ মার্চ ২০১০ ১৪:৪৭409505
  • আ:, অত গোলমাল করতে নেই। ছড়িয়ে ফেলেছি? অমন তো কতই ছড়াই! :-P

    আমি কিনা ভূমিকম্প আর ক্লাইমেট চেঞ্জের মধ্যে রিলেশান বের করে ভারি উৎফুল্ল হয়ে পড়েছিলুম :-(
  • dipu | 61.12.12.83 | ০৩ মার্চ ২০১০ ১৪:৪৮409506
  • দ্রি এসে ঠিকঠাক ব্যাপারটা জানিয়ে দেবে।
  • de | 59.163.30.6 | ০৩ মার্চ ২০১০ ১৪:৫৪409507
  • মোদ্দা কথা, পৃথিবীর নিজের অক্ষের উপর যে রোটেশন হয়, সেই অ্যাক্সিস-টা অর্বিটের সাথে প্রায় সাড়ে তেইশ ডিগ্রী অ্যাঙ্গেল করে থাকে, সেই অ্যাঙ্গেল টার চেঞ্জ হবে, দিপুর দেওয়া লিং বলছে -- অ্যাঙ্গেল আরো স্টীপ হবে।
  • de | 59.163.30.6 | ০৩ মার্চ ২০১০ ১৫:০০409508
  • ক্লাইমেট চেঞ্জ হবে তো দিপু, এর জন্যেও হবে -- মন খারাপ করে না :))
  • dipu | 61.12.12.83 | ০৩ মার্চ ২০১০ ১৫:০৯409509
  • কিন্তু রোটেশনাল অ্যাক্সিসের অ্যাঙ্গেল পাল্টে গেলেও উল্টোপাল্টা ক্লাইমেট চেঞ্জ হয়। এইটা আমি জানি। পৃথিবীর যেটা সাড়ে তেইচ ডিগ্রি, ইউরেনাসে সেটা নব্বই ডিগ্রির কাছাকাছি। ফলে ইউরেনাসে সিজন টু সিজন ক্লাইমেট ভ্যারিয়েশন হেব্বি এক্সট্রিম। বেসিকালি পোলার রিজিয়নগুলো বেশী সূর্যের আলো পায়। ইত্যাদি।

    ডি: আমি দাবী করছিনা কোনো বদমাইস এইসব ভূমিকম্প করিয়ে ক্লাইমেট চেঞ্জ করাতে চাইছে :-)
  • kallol | 124.124.93.202 | ০৩ মার্চ ২০১০ ১৫:৩৯409511
  • দিনের দৈর্ঘ্য কমে যাচ্ছে, আর তুই বলছিস এটা কারুর কাজ নয়!!! বলতে পরলি এমন কথা!!
    দিনের দৈর্ঘ্য কমে গেলে কি হবে? কার লাভ??
    দিনের দৈর্ঘ্য কমে গেলে মাসেরও কমে যাবে। বছরেরও কমে যাবে। ২০১১ তাড়াতাড়ি চলে আসবে। আর তুই বলছিস - এটা কারুর কাজ নয়। দিদিপন্থী আর কারে কয়!
  • a | 208.240.243.170 | ০৩ মার্চ ২০১০ ১৬:০০409512
  • হ্যা তাপ্পর আবার রিভার্স ভূমিকম্প করে দিনের দৈর্ঘ্য কমিয়ে আনা হবে। আস্তে আস্তে পুরো দিন করে ফেলা হবে। বলা হবে, "সেই সোনালী (গুহ নন) সূর্যের পানে যাত্রা"
  • kallol | 124.124.93.202 | ০৩ মার্চ ২০১০ ১৬:১১409513
  • মোটেও তা না। তখন দিনের দৈর্ঘ্য বাড়িয়ে যাওয়া হবে - ঐ রিভার্স ভুমিকম্প করে। তাতে পাঁচ বছর আসতে সাত বছর লাগবে।
  • aka | 24.42.203.194 | ০৩ মার্চ ২০১০ ১৭:২৩409514
  • আরে দীপু মনে হচ্ছে একটা বাজে লিং দেছে। এটা কমন পড়েছে। এট্টু বাদে ভাল লিং দিচ্ছি। আসলে প্রচূর মাস রোটেশনাল অ্যাক্সিসের কাছাকাছি এসে গেছে ফলে পৃথিবী নিজের অ্যাক্সিসে জোরে জোরে ঘুরচ্ছে। ১.৬ মাইক্রোসেকেণ্ড বেশি জোরে।
  • dri | 117.194.225.142 | ০৪ মার্চ ২০১০ ০১:৩৯409516
  • লেখাটা পড়ে যে অ্যাংগলটা চেঞ্জ হল সেটা আমার ঐ সাড়ে তেইশ ডিগ্রিটা তো মনে হল না। বলছে পৃথিবীর 'ফিগার অ্যাক্সিস' বদলে গেল। এটা একটা ইম্যাজিনারি লাইন যার অ্যারাউন্ডে মাসটা ব্যালেন্স্‌ড। অনেকটা সেন্টার অফ মাসের মত কন্সেপ্ট মনে হচ্ছে। (সেন্টার লাইন অফ মাস গোছের)। রোটেশানাল অ্যাক্সিসের অ্যারাউন্ডে মাসটা ব্যালেন্স্‌ড না থাকতেই পারে, ইন প্রিন্সিপ্‌ল। কিন্তু আবার এও বলছে, পৃথিবীর ক্ষেত্রে রোটেশানাল অ্যাক্সিস আর ফিগার অ্যাক্সিস খুব দূরে নয়। দশ মিটার দূরে মাত্র। তা, এই ফিগার অ্যাক্সিসটা নাকি সাত সেন্টিমিটার মুভ করল।

    এইসব সংক্রান্ত মাপজোক কিকরে করে সেইটা খুব কিউরিয়াস। মানে কিকরে হিসেব করে কোন পয়েন্ট দিয়ে ফিগার অ্যাক্সিসটা কাট করেছে উইথ অ্যান অ্যাকিউরেসি অফ মিটার।
  • de | 59.163.30.5 | ০৪ মার্চ ২০১০ ১৩:০২409517
  • ফিগার অ্যাক্সিসের ফান্ডা বুঝলাম না!

    আর্থকে যদি একটা ইলিপ্টিক্যাল সলিড বল ধরি আর তার টোট্যাল মাস আর ডেন্সিটি ডিস্ট্রিবিউশন জানা থাকে তাহলে তার সেন্টার অব মাস আর জিওমেট্রিক্যাল সেন্টার (অ্যাপ্রক্সিমেটলি মেজর আর মাইনর অ্যাক্সিসের ইন্টার্সেকশন)কে সরলরেখায় কানেক্ট করলে (এটাকেই সম্ভবত ফিগার অ্যাক্সিস বলছে) যে লাইন হবে তার সঙ্গে রোটেশনাল অ্যাক্সিস কত অ্যাঙ্গেল করে?

    as such নর্থ-পোল, সাউথ পোলের প্রপার পজিশন নিয়েই কি নর্থ-সাউথ অ্যাক্সিস ডিটারমিন করা হয় নাকি এটাও জিওমেট্রিকাল? আমার তো মনে হলো যদি সেন্টার অব মাস সরে তাইলে রোটেশনাল অ্যাঙ্গেল চেঞ্জ হওয়াটা খুব স্বাভাবিক। ধরুন একটা স্পিনিং টপের একদিকে আমি খানিকটা আটার দলা চিপকে দিলাম, রোটেশনাল অ্যাক্সিস সেইদিকে একটু বেশী বেঁকে যাবে না?

    দিপুর লিংকে দেখলাম আর্থের ফিগার অ্যাক্সিস (সেটা যদি আমার ফার্স্ট প্যারায় বলা লাইন হয়) কত মিল্লিআর্কসেকেন্ড কমে গ্যাছে (এখানে গড়বড় থাকতে পারে), তাই দেখে আমি ভাবলাম যে ফিগার অ্যাক্সিস আর রোটেশনাল অ্যাক্সিসের মধ্যের অ্যাঙ্গেলটা বোধহয় অতটা কমলো -- আর তাই ঐ ইন্টারপ্রিটেশন !!

    তবে আকার লিংটা বোঝা অনেক সোজা!

    আর হ্যাঁ, অ্যাকিউরেসি নিয়ে আমারো সন্দ আছে--- মিমি/কিমি (শিফ্‌ট/আর্থকোয়েকের ডিসটার্বেন্স)-- প্রায় টেন রেইজ্‌ড টু মাইনাস সিক্স -- কি যন্ত্রে মাপে কে জানে -- নাকি পুরোটাই সিমুলেশন!
  • dri | 117.194.224.89 | ০৫ মার্চ ২০১০ ০০:৪৫409518
  • ফিগার অ্যাক্সিস আমিও বুঝিনি। যা লেখা আছে তার থেকে একটা র‌্যান্ডম গেস করার চেষ্টা করেছি। আর স্পেকুলেট করে লাভ নেই। এটা মোটেও কোন স্ট্যান্ডার্ড টার্মিনোলজি নয়।

    স্পিনিং টপে আটার দলা লাগানোর কেসটা ইন্টারেস্টিং। কিন্তু কোনদিকে বেঁকবে? আটার দলা তো এই মুহুর্তে এদিকে, তো সেই মুহুর্তে সেদিকে। চর্চার অভাবে ফিজিক্সের প্রিন্সিপ্‌ল সব ভুলতে বসেছি। কিন্তু মনে হচ্ছে রোটেশানাল অ্যাক্সিস বদলানো মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের পরিবর্তন। এবং সেটা হতে পারে যদি এক্সটার্নাল টর্ক অ্যাপ্লায়েড হয়। লাট্টুতে আটার দলা চিপকাতে গেলে টর্ক অ্যাপ্লায়েড হয়ে যেতে পারে। কিভাবে চিপকানো হল তার ওপর নির্ভর করে। কিন্তু ভূমিকম্পের কারণে যখন মাসের রিঅ্যারেঞ্জমেন্ট হয়, কোন এক্সটার্নাল টর্ক নেই। অতয়েব অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভ্‌ড হবে। অতয়েব রোটেশানাল অ্যাক্সিসের কোন পরিবর্তন হবে না। কিন্তু অ্যাঙ্গুলার ভেলসিটি বদলাতে পারে। কারণ মোমেন্ট অফ ইনার্শিয়া বদলাতে পারে।
  • Pintu | 84.75.103.224 | ০৫ মার্চ ২০১০ ০২:৪৭409520
  • Somosto hiseb numerical-simulation e kora hoy. NASA-r mastani sobcheye besi. Basic duto assumption ache ..1) system ta fluid ar 2) F=m.a. Pore ekdin somoy pele du-char poisa debo..

    Ar, ei Chike-r bhumikompo tate kono conspiracy nei.. ota hoar chhilo...

    Ami paser janala te bangla dekhte pachhi na--- !! Ki kelo !!

  • Pintu | 84.75.103.224 | ০৫ মার্চ ২০১০ ০২:৪৯409522
  • *Chile
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন