এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কনস্পিরেসি?

    dri
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০০৯ | ২৪৭১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 67.43.241.179 | ০৫ মার্চ ২০১০ ০৭:১৫409523
  • বার্কে পরপর সুইসাইডের ঘটনা ঘটছে। আমাদের কলেজ লাইফে একটা ঘটনা রটেছিল। যাদবপুরের এক ছাত্র বার্কে ঢুকেছিল। সেখানে সে কিছু ক্ল্যাসিফায়েড তথ্য জানতে পেরে যায়। তার উপর নাকি গোপনে নজরদারি শুরু হয়। ছেলেটি কিছু লোকজনকে কোনোমতে সেকথা জানায়। তারপরে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে ও সুইসাইড করে। সত্যি মিথ্যে জানি না। তবে গল্পটা যদ্দূর মনে পড়ছে এরকমই ছিল। রিসেন্টলি পরপর দুটো সুইসাইড হল। কোনোটারই কোনো ডেফিনিট কারণ আপাত: ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যেরকম গল্প শুনেছি - সেরকম কি অদৌ হতে পারে?

    এ নিয়ে কি কোনো কনস্পিরেসি থিওরি অলরেডি এক্সিস্ট করে?
  • dri | 117.194.230.211 | ০৬ মার্চ ২০১০ ২৩:৫১409524
  • আমার জানা নেই। প্রত্যেকটা কনস্পিরেসি থিওরী আলাদা। অতয়েব আপনাকে আলাদা করে জানতে হবে এবং ফলো করতে হবে। প্রচুর কনস্পিরেসি থিওরী ভুয়োও বটে। অনেক কনস্পিরেসি থিওরীতে আবার সত্যি মিথ্যে মিক্স করা থাকে। কাঁটা বেছে খাওয়ার ব্যাপার আছে। অবশ্য নন-কনস্পিরেসি থিওরীও তাই।

    তবে হতে খুবই পারে। বার্কে সুইসাইড, পরমাণু বিজ্ঞানী খুন, মাইক্রোবায়োলজিস্টের আত্মহত্যা, এগুলো খুবই সাসপিশাস। অন্য মোটিভ থাকার সম্ভাবনা খুব হাই।
  • dri | 117.194.236.162 | ০৬ মার্চ ২০১০ ২৩:৫৬409525
  • চিলির ভূমিকম্পটা ন্যাচারাল কি ন্যাচারাল নয় সেটা আমার কাছে এখনও ক্লিয়ার নয়। যদিও ভেতরে ভেতরে অনেকেই বলছে এটাও কনস্পিরেসি। কিন্তু অক্সিলারী এভিডেন্স তেমন নেই। স্ট্রং কোন মোটিভও নেই, অন্তত আমি দেখতে পাচ্ছি না। একটা উইক মোটিভ থাকতে পারে, তবে সেটা বড্ড উইক।

    কিন্তু আপনি কি এমন কিছু তথ্য জানেন যার থেকে কনভিন্সড্‌ হওয়া যাবে যে এটা ন্যাচারাল। আমি ইন্টারেস্টেড।
  • dri | 117.194.236.162 | ০৭ মার্চ ২০১০ ০০:০২409526
  • কিছুদিন আগে তাইওয়ানে হওয়া ভূমিকম্পে আন্ডারগ্রাউন্ড সমুদ্রের তলার কেব্‌ল ক্ষতিগ্রস্ত হয়েছিল। http://www.pcworld.com/businesscenter/article/190887/taiwan_earthquake_damages_undersea_internet_cables.html

    আর গত তিনদিনে মোট ৫ খানা ৬+ ভূমিকম্প হল। চিলিতেই তিনখানা আফটারশক। ভানুয়াতুতে একটা এবং সুমাত্রায় একটা।
  • dipu | 59.164.191.14 | ০৭ মার্চ ২০১০ ০০:১০409527
  • কোথাও ভূমিকম্প হলে কি প্রথমেই ধরে নেব এটা দুষ্টু লোকেদের কারসাজি? তারপর গালে হাত দিয়ে ভাবব না:, মনে হচ্ছে এটা জেনু, হ্যানত্যান এভিডেন্স নেই, তবে ক্যামন য্যানো কনভিন্সড হতে পারছি না। এইরম?

    তো এই সব দুষ্টুমি কবে থেকে শুরু হয়েছে? মানে মানুষ এবং তার কনস্পিরেসি থিওরি আসার আগেও লাখ লাখ ভূমিকম্প হয়েছে, সেসব ন্যাচারালই ছিল তো? একটু ঝেড়ে কাশলে ভাল হয়, নয়ত এই সাসপেন্স থ্রিলার আর সয় না :-)
  • bb | 117.195.170.41 | ০৭ মার্চ ২০১০ ০০:২৯409528
  • আর আমাদের হায়েদ্রাবাদে যে অনেকদিন ভুঁইকম্প হয় না বলে যে সেদিন একটা পেলেন ফেলে দিল সেটা বুঝি কনস্পিরেসী নয়!!!
  • bb | 117.195.170.41 | ০৭ মার্চ ২০১০ ০০:৩০409529
  • আর আমাদের হায়েদ্রাবাদে যে অনেকদিন ভুঁইকম্প হয় না বলে যে সেদিন একটা পেলেন ফেলে দিল সেটা বুঝি কনস্পিরেসী নয়!!!
  • dri | 117.194.236.162 | ০৭ মার্চ ২০১০ ০১:২৫409530
  • দিপু, তুমি কি ধরে নেবে সেটা তোমার ব্যাপার। যেটা ভালো লাগে সেটাই ধরো। ভূমিকম্প ন্যাচারালি হয়, আবার ভুমিকম্প মানুষও বানাতে পারে। হ্যাঁ নিশ্চয়ই এমন একটা দিন আছে যেদিন মানুষ প্রথম ভূমিকম্প বানাতে শিখল। যেমন একটা দিন আছে যেদিন মানুষ প্রথম নিউক্লিয়ার বোম বানাতে শিখল। তার আগে অব্দি শুধুই ন্যাচারাল ভূমিকম্প হত, তারপর ন্যাচারাল + আর্টিফিশিয়াল দুইই হয়।

    ওয়েপন হিসেবে নিউক্লিয়ার বোমের প্রবলেম হল এতে কে অ্যাগ্রেসর সেটা খুব ক্লিয়ার হয়ে যায়। তাই ওয়েদার মডিফিকেশান নিয়ে রিসার্চের মিলিটারি সাইড মূলত যেটা চায় সেটা হল ডিসেপশান অ্যান্ড কাভার। তুমি যদি একটা ভূমিকম্প করাতে পারো, ইউ ক্যান ব্লেম ইট অন নেচার। তুমিই আবার রিলিফের ব্যবস্থা করতে পারো, রিকনস্ট্রাকশানের জন্য লোন দিতে পারো এটসেট্রা।

    যেহেতু এটা অ্যানাউন্স করে হয় না, সেহেতু আম্রজনের গেস করা ছাড়া উপায় নেই।
  • dipu | 59.164.191.14 | ০৭ মার্চ ২০১০ ০৭:৪৭409531
  • কোনটা বিশ্বাস করব সেটাই তো জানতে চাইছি। হাইতির ভূমিকম্প নিয়ে কনস্পিরেসিওলাদের ব্লগ ইত্যাদিতে যা যা লেখাপত্তর পড়েছি সবেতেই সেই হার্প। আলাস্কায় হাই এনার্জি ওয়েভ তৈরী করা হল, ফলে হাইতিতে ভূমিকম্প হল। এবং এই দাবীর স্বপক্ষে অন্যতম প্রমাণ, ভেনেজুয়েলার টিভি স্টেশনও এরকম দাবী করেছে বা উগো শাভেস কোন স্প্যানিশ মিডিয়াকে একই কথা বলেছেন বা এর পরের টার্গেট ইরান ইত্যাদি। মেনস্ট্রিম জিওলজিস্টরা হাইতি ভূমিকম্পের কারণ হিসেবে অমুক প্লেট তমুক প্লেটের পেটে গোঁত্তা মারল ইত্যাদি যা যা বলেছেন, সেসব কাউন্টার করে একটিও শব্দ নেই। ঐ এলাকা জিওলজিকালি খুবই অ্যাক্টিভ, অলরেডি হাইতিতে ম্যাক্স 7.2 ভূমিকম্পের প্রেডিকশন ছিল, হার্প বা নিউক্লিয়ার বোমাটোমা বের হওয়ার অনেক আগেই ওখানে এর চেয়ে বড় ভূমিকম্প হয়েছে - সেসব নিয়েও এনাদের কোন বক্তব্য নেই।

    তেরো কিলোমিটার নিচে দুষ্টু লোকে নিউক্লিয়ার বোম ফাটিয়ে ভূমিকম্প করিয়েছে - এই নিয়ে কিছু পড়িনি। দু-চারটে ভালো লিংক দিন না, যাতে অন্তত নিজেদের দাবীর স্বপক্ষে খানিক যুক্তি আছে। বেছে বেছে হাইতি কেন, সেটাও জানতে চাই।
  • Pintu | 77.58.128.96 | ০৮ মার্চ ২০১০ ০১:৪৪409533
  • Chilr-r bhumikompo ta sotti, i mean, natural. Major earthquake er age o pore besh kichhu relatively low frequency tremor hoy.. jeta conspiracy kore korte gele chap ache. Aftershock tao simulate kora jay... foreshock.. nah..

    Data ba link dite paarbo na.. karon oi specific frequency gulo je jaar nijer instrument diye mape o tar 5% moto bajar e charle besh kichhu nature-science hoye jay. Mul lokshyo ta holo koto precisely predic kora jabe.. jodi plate gulo constant rate o direction e move korto, ar sob kotar strength (ekhane-o gondogol ache.. plate gulo-r rheology elastic, na viscoelastic se niye-o bistor chulochuli) jana thakto tahole 12 class er chele onko ta kose felte parto. Unfortunately, eta hoy na..tai asol data keu chare na.

  • dri | 117.194.230.228 | ০৮ মার্চ ২০১০ ২১:১০409534
  • অ্যাকচুয়ালি প্লেটে প্লেটে গোঁত্তা মারা, আফটারশক, ফোরশক এগুলো ইন্ডিউস্‌ড আর্থকোয়েকেও হবে। আর্থকোয়েকের সিমুলেশান কিন্তু কোন ভার্চুয়াল রিয়েলিটি নয়, যে কোথাও কোন প্লেট টেকটনিক মুভমেন্ট হল না, কিন্তু আর্থকোয়েকের ফীলিং হয়ে গেল। এক্সিস্টিং ফল্ট লাইনগুলোকে খুব জোরালো এনার্জি দিয়ে এক্সাইট করেই এই আর্থকোয়েকগুলো করানো হয় বলে বলা হচ্ছে। একবার আর্থকোয়েক শুরু হয়ে গেলে যদি কোন সীস্‌মোলজিস্ট তাঁর যন্ত্রে মাপতে শুরু করেন তিনি একই রকম জিনিষ মাপবেন যা ন্যাচারাল ভূমিকম্পে মাপেন। শুধু ট্রিগারটা আর্টিফিশিয়াল, ন্যাচারাল নয়। তাই যেসব জায়গা এলরেডি জিওপলিটিকালি অ্যাক্টিভ, সেখানেই ফল্টলাইন বেশী আছে, সেখানেই আর্টিফিশিয়াল আর্থকোয়েক করানো বেশী সোজা। কোন জিওলজিস্ট যদি বলেন, না না এটা আর্টিফিশিয়াল ভূমিকম্প নয়, আমি সেটা খুব সন্দেহের চোখে দেখি। তিনি জানলেন কিকরে কোনটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, কোনটা নয়। মানে জাস্ট কম্পনের প্যাটার্ন দেখে কি সেটা বলা সম্ভব? তিনি কি কখনো আর্টিফিশিয়াল সীস্‌মিক ডেটা দেখেছেন? (যদি বলেন হ্যাঁ, তাহলেই তো সেটা একটা অ্যাডমিশান হবে)।

    আমার মনে হয়, এগুলো জানতে পারে, গোয়েন্দা বিভাগ, যারা এইগুলো করার অর্ডার দিয়েছে, কিংবা যারা এই ট্রিগারগুলো নিজে হাতে করেছে। তাদের মধ্যে কেউ যদি ডিফেক্ট করে এই তথ্যগুলো বলে, বা লীক করে তবেই এগুলো জানা সম্ভব। একজন বিজ্ঞানীর পক্ষে জাস্ট মেজারমেন্ট করে এটা জানতে হলে, একদম ট্রিগারের সময় হাই এনার্জি ডেলিভারির কোন সিগন্যাল মাপতে হবে। পৃথিবীর কাঁপুনি মেপে হবে কিনা আমার খুব ডাউট আছে।

    এনিওয়ে, নাথিং ইজ প্রুভ্‌ড ইয়েট। মোর অবজার্ভেশান ইজ নেসেসারি। কিন্তু কোন এক জিওফিজিসিস্ট এসে কিছু বিবৃতি দিলেন, তাও আবার কনস্পিরেসিটা মিডিয়ায় আসার পর, এটা ইটসেল্ফ খুব সাসপিশাস।
  • dipu | 59.164.188.72 | ০৮ মার্চ ২০১০ ২১:৩৬409536
  • ধুস্‌স্‌স। কিছু লোকের কাজই হল সবকিছুতে সন্দেহ করা। কিন্তু তাঁদের মোটেই ক্রিয়েটিভিটি নেই। দুপুরবেলা কাজ না থাকলে আমি ওই নিউক্লিয়ার বোম - হার্পটার্পের চেয়ে এক্সোটিক সন্দেহ করতে পারি। হুজুগে মিডিয়ায় সেসব ছেপেও দিতে পারি। এবং আমি মহান কারণ আমার ধারণার স্বপক্ষে কোন ডেটা নাই (ভেনেজুয়েলার ভাটের টিভি চ্যানেল ছাড়া :-))। তারপর যেই না কোন আতা জিওলজিস্ট বলবে - না এমনটা হয়নি - অমনি আমার সন্দেহ আরো দৃঢ় হবে। অ্যাঁ! বলেন কী মশাই! কম্পনের প্যাটার্ন দেখে কীকরে বুঝলেন এমনটা হয়নি! আপনি কি কখনও এই আজগুবি থিওরিজাত ভূমিকম্পের ডেটা দেখেছেন? :-)))

    মানে মুশকিলটা হল, প্রথমবার সত্যিই চাঁদে নেমেছিল না নেভাদার মরুভূমিতে ফেক করেছিল, তাই নিয়ে বেশ ভালো মালমশলা আছে। পড়লে বা দেখলে বিশ্বাস করতে ইচ্ছে করে। কিন্তু এই ভূমিকম্পের কেসটা নিয়ে যা মালপত্তর পাওয়া যাচ্ছে সেসবের ক্রেডিবিলিটি খুব কম। ওইজন্যে ঠিকঠাক লিংক বা বইটই খুঁজছিলুম।
  • pi | 128.231.22.89 | ০৮ মার্চ ২০১০ ২১:৪১409538
  • হ্যাঁ, দীপুর দাবী তে ক তো বটেই। এছড়াও কিছু তথ্য জানতে চাই। কোথায় কোথাও কোন সন্দেহজনক ভূমিকম্পের ফলে অন্য কোথায় কোথায় কার কার পৌষমাস এসেছে ?

  • pi | 128.231.22.89 | ০৮ মার্চ ২০১০ ২১:৪৩409539
  • ভূমিকম্প হতে না হতেই ৯১১ কল ? :)

  • dipu | 59.164.188.72 | ০৮ মার্চ ২০১০ ২১:৫৩409540
  • ৯/১১ জালি না জালি নয় জানতে শেষে কিনা আহমেদিনেজাদ কী বললেন শুনতে হবে?!!! ওনার মতে হলোকস্ট ও জালি, কনস্পিরেসি মহলে কি সেসব লিংক ও বেশ মর্যাদা পায়?
  • dri | 117.194.230.228 | ০৮ মার্চ ২০১০ ২২:১৫409541
  • ধরা যাক চিলির হুমিকম্পে, যাদের কপারের কমোডিটি স্টক ছিল তাদের খুব লাভ হয়েছে। কারণ চিলি ছিল পৃথিবীর কপারের ৭০% এর সোর্স। কপার মাইনিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

    আমি একটা এগ্‌জাম্পল দিলাম। আরো লাভ আছে। হাইতির মত দেশে আই এম এফের লাভ। অনেক লোন চাইবে হাইতি। আরো লাভ আছে। যারা এই ধরণের এক্সপেরিমেন্ট করছে তারা অনেক ডেটা পেয়ে জাবে। একটা আর্টিফিশিয়াল আর্থকোয়েক ইন্ডিউস করলে কি ধরণের সিসমিক ডেটা হচ্চে, আর্থের প্লেটের কতটা পরিবর্তন হচ্ছে। কি ধরণের ক্ষয়ক্ষতি হচ্ছে। সোশাল স্ট্রাকচার কতটা ভেঙ্গে পড়ছে। কতটা ত্রাণ লাগছে। এইসব অসংখ্য ডেটা পাওয়া যায়। একটা নতুন টেকনোলজি বানানোর পর সবাই একটু টেস্টিং করতে চায়। নিউক্লিয়ার টেস্টিং কম হয়েছে টেকনোলজিটা প্রথম বানানোর পর?

    যাই হোক, দেখতে থাকুন। আরো বেশ কয়েকটা বড় বড় ভূমিকম্প পাইপলাইনে আছে। বেষী না বছর খানেকের মধ্যেই।
  • pi | 128.231.22.89 | ০৮ মার্চ ২০১০ ২২:২০409542
  • এটা নতুন টেকনোলজি ? তাইলে পুরানোগুলো সব ন্যাচারাল চিল, তাই তো ? :)
  • Arpan | 112.133.206.20 | ০৮ মার্চ ২০১০ ২২:৩৫409545
  • ভূমিকম্প নাহয় তর্কের খাতিরে মেনেই নিলাম ম্যানুফাকচার্ডই। কিন্তু তাহলে এইটাও মেনে নিতে হয় যে সেইটা যে সিস্টেম আর টেকনোলজি দিয়েই করা হোক না কেন তার দুর্দান্ত প্রিসিশন। মানে সুদূর আলাস্কায় বসে চিলেতেই ভূমিকম্প ঘটানো যাবে, ছড়িয়ে গিয়ে সেইটা পাশের দেশ আর্হেন্তিনাতে হবে না।

    বিশ্বাস করতে হজমোলা লাগছে।
  • dipu | 59.164.188.72 | ০৮ মার্চ ২০১০ ২২:৪৪409546
  • এবারে ভুলভাল তথ্য। ৭০% নয়, ৩০-৪০%। ভূমিকম্পের জেরে চিলির প্রায় এক-চতুর্থাংশ কপার মাইন দু-তিনদিন বন্ধ ছিল। বাকিগুলির গায়ে আঁচ পড়েনি। এবং বাজারে কপারের দরও দু-তিনদিনের মধ্যে মোটামুটি স্টেবিলাইজ করে গেছে। ...http://www.business-standard.com/india/news/copper-weaker-as-chile-mines-resume-output/387393/

    যাদের কপারের কমোডিটি স্টক ছিল, তারা এই দু-তিনদিনের এক্সট্রা লাভের জন্যে একটা 8.8 ভূমিকম্প করিয়ে দিল। খনিশ্রমিকদের কাঠি করা ইত্যাদি সহজ সমাধান তাদের মাথায়ও এলো না।

    willful suspension of disbelief এর বেশ ভালো উদাহরণ।

    এবং অপ্পন্দা ঠিকঠাক স্প্যানিশ উচ্চারণ জানে। এইবারে বেনেসুয়েলাও বলবে :-P
  • kc | 89.203.49.18 | ০৮ মার্চ ২০১০ ২২:৪৫409547
  • কিন্তু এই ভূমিকম্পের ব্যাপারটাতে কিছু একটা ঘাপলা থকলেও থাকতেও পারে, বেশ কটা ল্যাবের সয়েল ডায়নামিক্সের ডাটাব্যাঙ্কে আর ঢুকতে দিচ্ছেনা। কেন কে জানে, ব্যাপারটা নিয়ে পড়াশোনার চেষ্টা নিতে হবে,
  • pi | 128.231.22.89 | ০৮ মার্চ ২০১০ ২৩:১৫409548
  • পাইপলাইনে অবস্থানকারী ভূমিকম্পের স্থান গুলো ও তাহলে একটু প্রেডিক্ট করা হোক । :)
  • aka | 168.26.215.13 | ০৯ মার্চ ২০১০ ০০:১০409549
  • এটা কমন পড়েছে।

    ১। ইরান
    ২। নর্দান ইণ্ডিয়া/পাকিস্তান
    ৩। টার্কি

    আরও আছে। লিংটা খুঁজে বের করতে হবে। এটা মেইনস্ট্রীম মিডিয়ার প্রেডিকশন।

    খুব আশ্চর্য্য এই লিস্টিতে ক্যালিফোর্ণিয়ার নাম নেই কিন্তু। ওখানে একটা বড়সড় ফাটল আছে। আমি যখন থাকতাম বেছেবুছে একটা পাহাড়ের কাছে বাড়ি নিয়েছিলাম। যাতে ভূমিকম্প হওয়ার পরে সুনামি আসার আগেই ঐ পাহাড়ে উঠে পড়তে পারি।
  • Pintu | 82.130.98.41 | ০৯ মার্চ ২০১০ ০১:১১409550
  • প্লেটে প্লেটে ধাক্কা মারা টা simulated earthquake এ কিভাবে হবে?
  • dri | 117.194.235.151 | ০৯ মার্চ ২০১০ ২২:৫১409552
  • দিপু কারেক্ট বলেছো, ৩৫%, নট ৭০%। কিন্তু একবার ভেবে দেখো, কারু যদি প্রচুর কপার স্টক থাকে ( বড় বড় ফাইনান্সিয়াল হাউসের টিপিকালি থাকে), এবং অ্যাডভান্স্‌ড ইনফর্মেশান থাকে যে এরকম কিছু একটা ঘটতে চলেছে, দু তিন দিনে স্টক ১০-১৫% বেড়ে গেলে, তুমি যদি বাড়ার ঠিক পরে সেল কর, প্রচুর লাভ। দু দিনে ১০%, নেহাৎ খারাপ রিটার্ন নয়। এখন বলতে পারো এই পার্ট্টিকুলার এগ্‌জাম্পলটা খুব একটা কনভিন্সিং নয়। ইট ওয়াজ নট মেন্ট টু বি। আমি দু চার লাইনে যা পেরেছি লিখেছি। কিন্তু কথাটা হল এরকম ইভেন্টেরও বেনিফিশিয়ারি থাকে, যেটা অরিজিনাল প্রশ্ন ছিল। এমনও বেনিফিট আছে যেটা এস্ট্যাব্লিশ করতে আরেকটু বেশী বকতে হবে। সেটা আমি এখন করব না।
  • dri | 117.194.235.151 | ০৯ মার্চ ২০১০ ২৩:১৪409553
  • পাইপলাইনে অবস্থানকারী ভূমিকম্পের স্থানগুলো প্রেডিকশানের পার্ট নয়। কেন নয় সেটাও ছোট করে বলে দিচ্ছি। এই প্রেডিকশানের একটা র‌্যাশানাল আছে। সেটা কোন জিওফিজিকাল অ্যাক্টিভিটির ফিজিক্সের ভিত্তিতে নয়, যে কোন মডেল বা সিমুলেশান করে জানতে পারা যাবে কোথায় কবে ভূমিকম্প হবে। এর ভিত্তি হল একটা বিশ্বাস/সন্দেহ যে মানুষ আর্থকোয়েক মেশিনের টেকনোলজি বানিয়েছে। কিন্তু সেই মেশিন টার্ন অন করার চাবিকাঠি আছে কিছু ক্ষমতাশালী মানুষের হাতে। কিন্তু পাওয়ার থাকলেই লোকে পাওয়ার এক্সারসাইজ করে না। বিশেষ করে যে অলরেডি পাওয়ারফুল সে এত বড় ক্ষমতা টিপিকালি ইউজ করে না। কিন্তু খুব ক্ষমতাশালী যখন পাওয়ার হারাতে বসে, তখনই এইসব ডেস্ট্রাক্টিভ পাওয়ার ইউজ করার চান্স বেশী। এই সিভিয়ার রিসেশানের ফলে একটা ক্ষমতাশালী গ্রুপ পাওয়ার হারাতে বসেছে, পাওয়ার চলে যাচ্ছে অন্য গ্রুপের হাতে (চীন, টু সাম এক্সটেন্ট জাপান, রাশিয়া এটসেট্রা)। পাওয়ার হারানোর আগে মরণকামড় দেওয়ার চান্স খুব বেশী। সেই থেকেই এই আর্থকোয়েকের প্রেডিকশান। কোথায় আর্থকোয়েক হবে তার ডিসিশান লোকে ক্লোজ্‌ড ডোরের মধ্যে বসে নেবে। সেটা কোন ফিজিকাল প্রসেস মেনে হবে না যে মডেল বানিয়ে প্রেডিক্ট করতে পারবেন। যেটুকু প্রেডিকশানের চেষ্টা করা সম্ভব, তা হতে পারে ঐ গ্রুপের কাদের কাদেরকে পছন্দ নয় তার ভিত্তিতে, যেমন ইরান, টার্কি, ভেনেজুয়েলা ইত্যাদি। কিন্তু রিয়েলি এগুলো না হয়ে অন্য কিছুও হতে পারে। যদি লক্ষ্য করে থাকেন দেখবেন, লাস্ট সামার থেকেই আর্থকোয়েকের (বড়সড়) প্রেডিকশান ছিল। সেই থেকে আমি আর্থকোয়েক মনিটার করছি। কনক্লুসিভ কিছু বলা এখনও যায় না। আরো একটু অবজার্ভেশান দরকার।

    এই একই র‌্যাশানালে বড়সড় যুদ্ধও প্রেডিক্টেড। মানে মাল্টিকাϾট্র যুদ্ধ। পাওয়ারফুল যখন পাওয়ার হারায়, যুদ্ধ ইজ দেয়ার ওনলি চান্স।
  • dri | 117.194.235.151 | ০৯ মার্চ ২০১০ ২৩:৫০409554
  • এইবার পিন্টু এবং অর্পণের বক্তব্য। এগুলো বেসিকালি বিজ্ঞানের প্রশ্ন। ভ্যালিড এবং ইম্পর্ট্যান্ট।

    এখন এইসব যদি সত্যি হয়, এগুলোর বিজ্ঞান তো ঠিক পাবলিক ডোমেন নলেজ নয়। এদের অনেক পেটেন্টই সিক্রেট, মিলিটারি ডোমেনের। অল্পস্বল্প লীক হয়ে বেরোয়। তাতে রিগার খুবই অল্প।

    নাকি দেখা গেছে খুব পাওয়ারফুল মাইক্রোওয়েভ দিয়ে আয়নোস্ফিয়ারকে বম্বার্ড করলে, আয়নোস্ফিয়ার ই এল এফ (এক্সট্রা লো ফ্রিকোয়েন্সি) রিফ্লেক্ট করে যেটা খুব ওয়েল ডিরেক্টেড। এই ফোকাস্‌ড হাই এনার্জি ই এল এফে খুব এনার্জি থাকে। প্লেট মুভমেন্টে যেই অর্ডার অফ ম্যাগনিচুড এনার্জি লাগে। শোনা যায় এই রিসার্চ নিকোলা টেসলার রিসার্চ থেকে অনুপ্রাণিত। নিকোলা টেসলার ইচ্ছে/স্বপ্ন/কনভিকশান ছিল উনি ওয়্যারলেস ভাবে হাই পাওয়ার ট্রান্সমিট করতে পারবেন। রেডিওর লো পাওয়ারের ওয়ারলেস ট্রান্সমিশান ততদিনে এসে গেছে। আর হাই ভোল্টেজ বিদ্যুৎ কপার ওয়্যার দিয়ে ট্রান্সমিট করার টেকনলজিও এসে গেছে। কিন্তু হাই ভোল্টেজ যদি ওয়্যারলেস ভাবে ট্রান্সমিট করা যেত ভাবুন কি কান্ড হত! পাওয়ার জেনারেশানও আউটসোর্স করে দেওয়া যেত। ভারতে লো কস্ট পাওয়ার জেনারেশান হত, তারপর ওয়্যারলেসের মাধ্যমে চলে যেত আমেরিকায়। টেসলা জে পি মরগ্যানের থেকে ফান্ডিং পেয়েছিলেন। তারপর কি একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে তাঁর এক্সপেরিমেন্টাল সেটাপ পুরো পুড়ে ছাই হয়ে যায়। অনেকে বলে জে পি মরগ্যান তাঁর আবিষ্কারের ডিফেন্স পোটেনশিয়াল বুঝতে পেরে টেসলার কেরিয়ার ডেস্ট্রয় করে দেয়। যাই হোক টেসলার পেটেন্টগুলো সব মিলিটারি ঝেপে দেয়। খুব স্কেচিভাবে এই হল গল্প।
  • dipu | 61.12.12.83 | ১০ মার্চ ২০১০ ১০:০৬409556
  • কী আর বলি। আপনিই বরং ভাবুন সন্দেহগুলো সাধনবাবুর সন্দেহর মত হয়ে যাচ্ছে কিনা। আরেকটু চেষ্টা করলে হাইতির ভূমিকম্পের সঙ্গে আলিপুর চিড়িয়াখানা থেকে বাঁদর চুরির কোনো সম্পর্ক বের করে ফেলা যাবে :-P

    আর নিউক্লিয়ার বোমাটোমা ছেড়ে এইবার যে হার্প নিয়ে পড়লেন, এটা ভালো। তলায় গিয়ে বোমা ফাটিয়ে এলো-টা পুরো ট্যান যাচ্ছিলো। 9 Mar, 2010, 11:50PM এর পোস্টের সূত্রে একটা অনেক পুরনো লেখা ...http://findarticles.com/p/articles/mi_kmske/is_1_10/ai_n29000293/ একটু টুকে দিই ...

    HAARP has become a favorite target for conspiracy theorists and doomsayers. They have blamed HAARP for triggering catastrophes of biblical proportions, such as massive floods, devastating droughts, powerful hurricanes, tomadoes and thunderstorms, and devastating earthquakes in Afghanistan and the Philippines aimed to "shake up" Muslim terrorists.

    HAARP has also been blamed for major power outages in the western United States, the downing of TWA flight 800, and mysterious diseases such as the Gulf War Syndrome and Chronic Fatigue Syndrome. Some claim HAARP is a mind control device that spurred the shootings at Columbine High School and elsewhere. (Devices are even being sold to block HAARP's mind-altering emissions.) HAARP has also been described as an impenetrable missile defense shield, a death ray capable of rendering the Earth uninhabitable, a machine that can interfere with the migratory paths of wild animals, a diabolical tool wielded by the forces of the Antichrist, a worldwide communications jammer, an apparatus that can cause the Earth to spin out of control, and a system linked to UFO activity.

    Why is HAARP such an attractive target for conspiracy theorists? HAARP is a gigantic, high-energy, Pentagon-funded gizmo located in the remote Alaskan wilderness that plays around with the Earth's ionosphere, but whose purpose seems deeply mysterious to the scientifically uninformed. HAARP also involves physics resembling the alleged revolutionary work of a poster child of conspiracy theorists, Nikola Tesla, and is allegedly linked to physicist Dr. Bernard J. Eastlund's weird patent (#4,686,605) involving the use of Tesla technology for altering the Earth's energy fields.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন