এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কনস্পিরেসি?

    dri
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০০৯ | ২৪৭২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.232.227 | ১২ মার্চ ২০১০ ২২:১১409557
  • HAARP is a gigantic, high-energy, Pentagon-funded gizmo located in the remote Alaskan wilderness that plays around with the Earth's ionosphere, but whose purpose seems deeply mysterious to the scientifically uninformed.

    বোঝা গেল না সাইন্টিফিকালি ইনফর্মডরা হার্প সম্বন্ধে কি ভাবে সেই নিয়ে অথারের কি বক্তব্য।

    HAARP also involves physics resembling the alleged revolutionary work of a poster child of conspiracy theorists, Nikola Tesla, and is allegedly linked to physicist Dr. Bernard J. Eastlund's weird patent (#4,686,605) involving the use of Tesla technology for altering the Earth's energy fields.

    এই লাইনটা থেকে আমায় কি কি কনক্লুড করতে হবে? টেলসার কাজটি রিভলিউশানারি নয়? ইস্টলান্ডের কাজের সাথে হার্পের কোন যোগ নেই? ইস্টলান্ড পেটেন্টযোগ্য কাজ করেন নি? কনস্পিরেসি থিওরিস্টরা মুর্খ?

    তুমি কি ইস্টলান্ডের উইয়ার্ড পেটেন্টটি পড়ে দেখার চেষ্টা করেছ? কর না। ভাল্লাগবে। বিষয়টা নিয়ে একটা আন্দাজ পাবে। লাস্ট প্যারাগ্রাফে লেখা আছে ওয়েদার মডিফিকেশান একটা পসিব্‌ল অ্যাপ্লিকেশান।

    This invention has a phenomenal variety of possible ramifications and potential future developments. As alluded to earlier, missile or aircraft destruction, deflection, or confusion could result, particularly when relativistic particles are employed. Also, large regions of the atmosphere could be lifted to an unexpectedly high altitude so that missiles encounter unexpected and unplanned drag forces with resultant destruction or deflection of same. Weather modification is possible by, for example, altering upper atmosphere wind patterns or altering solar absorption patterns by constructing one or more plumes of atmospheric particles which will act as a lens or focusing device. Also as alluded to earlier, molecular modifications of the atmosphere can take place so that positive environmental effects can be achieved. Besides actually changing the molecular composition of an atmospheric region, a particular molecule or molecules can be chosen for increased presence. For example, ozone, nitrogen, etc. concentrations in the atmosphere could be artificially increased. Similarly, environmental enhancement could be achieved by causing the breakup of various chemical entities such as carbon dioxide, carbon monoxide, nitrous oxides, and the like. Transportation of entities can also be realized when advantage is taken of the drag effects caused by regions of the atmosphere moving up along diverging field lines. Small micron sized particles can be then transported, and, under certain circumstances and with the availability of sufficient energy, larger particles or objects could be similarly affected. Particles with desired characteristics such as tackiness, reflectivity, absorptivity, etc., can be transported for specific purposes or effects. For example, a plume of tacky particles could be established to increase the drag on a missile or satellite passing therethrough. Even plumes of plasma having substantially less charged particle density than described above will produce drag effects on missiles which will affect a lightweight (dummy) missile in a manner substantially different than a heavy (live) missile and this affect can be used to distinguish between the two types of missiles. A moving plume could also serve as a means for supplying a space station or for focusing vast amount of sunlight on selected portions of the earth. Surveys of global scope could also be realized because the earth's natural magnetic field could be significantly altered in a controlled manner by plasma beta effects resulting in, for example, improved magnetotelluric surveys. Electromagnetic pulse defenses are also possible. The earth's magnetic field could be decreased or disrupted at appropriate altitudes to modify or eliminate the magnetic field in high Compton electron generation (e.g., from high altitude nuclear bursts) regions. High intensity, well controlled electrical fields can be provided in selected locations for various purposes. For example, the plasma sheath surrounding a missile or satellite could be used as a trigger for activating such a high intensity field to destroy the missile or satellite. Further, irregularities can be created in the ionosphere which will interfere with the normal operation of various types of radar, e.g., synthetic aperture radar. The present invention can also be used to create artificial belts of trapped particles which in turn can be studied to determine the stability of such parties. Still further, plumes in accordance with the present invention can be formed to simulate and/or perform the same functions as performed by the detonation of a "heave" type nuclear device without actually having to detonate such a device. Thus it can be seen that the ramifications are numerous, far-reaching, and exceedingly varied in usefulness.

    পুরোটা পাবে এইখানে http://www.freepatentsonline.com/4686605.html

    এইরকম আজগুবি পেটেন্ট লেখার সখ আমার বহুদিনের। তাতে থাকবে আলিপুরের বাঁদর আর সাধনবাবু।

    উইকিপিডিয়ায় গিয়ে দেখতে পারো।

    Eastlund authored three patents (US Patents #4,686,605, #4,712,155, and #5,038,664) that led to the development of the High Frequency Active Auroral Research Program (HAARP).

    আর টেসলা সম্বন্ধে উইকিতে একটু চোখ বুলিয়ে নাও।

    Tesla worked on plans for a directed-energy weapon from the early 1900s until his death. In 1937, Tesla composed a treatise entitled "The Art of Projecting Concentrated Non-dispersive Energy through the Natural Media" concerning charged particle beams. Tesla published the document in an attempt to expound on the technical description of a "superweapon that would put an end to all war". This treatise of the particle beam is currently in the Nikola Tesla Museum archive in Belgrade.

    মানে তোমার কনস্পিরেসি থিওরিস্টরা যাকে ডেথ রে বলেছে।

    At the time of his death, Tesla had been working on the Teleforce weapon, or 'death ray,' that he had unsuccessfully marketed to the US War Department. It appears that Teleforce was related to his research into ball lightning and plasma, and was conceived as a particle beam weapon. The US government did not find a prototype of the device in the safe.

    After the FBI was contacted by the War Department, his papers were declared to be top secret. The personal effects were sequestered on the advice of presidential advisers; J. Edgar Hoover declared the case most secret, because of the nature of Tesla's inventions and patents.[104] One document stated that "[he] is reported to have some 80 trunks in different places containing transcripts and plans having to do with his experiments [...]". Altogether, in Tesla's effects, there were the contents of his safe, two truckloads of papers and apparati from his hotel, another 75 packing crates and trunks in a storage facility, and another 80 large storage trunks in another storage facility. The Navy and several "federal officials" spent two days microfilming some of the stuff at the Office of Alien Properties storage facility in 1943, and that was it, until Oct., 1945.

  • dipu | 59.164.189.242 | ১২ মার্চ ২০১০ ২২:২৩409558
  • বেশ। পড়ব। তাই বলে উইকেন্ডে নয় :-)
  • bitoshok | 69.180.128.132 | ১৫ মার্চ ২০১০ ০০:১৩409560
  • দ্রি-এর জন্য প্রব্লেম টা কে একটু শক্ত করি।

    Large earthquakes are more common than you might think. In an average year, Earth is rolled by 20 quakes of magnitude 7 and greater. Many occur deep enough in the Earth that seismic waves reaching the surface do no damage. Others originate far from population centers and manage to pass largely unnoticed. But they happen. Frequently.

    The numbers of earthquakes of different sizes follow an empirical law developed by two famous 20th century seismologists: Beno Gutenberg and Charles Richter (of Richter Scale fame). The law states that for every 200 magnitude 6 earthquakes -- about the number that occur worldwide in any given year -- there will be 20 magnitude 7s and two magnitude 8s. In light of this, it is entirely unremarkable that the Haiti and Chile earthquakes occurred so close together in time. In fact, there was another magnitude 7 earthquake south of Japan that took place just hours before Saturday's earthquake in Chile. With one or two earthquakes of magnitude 7 and above each month, we expect large earthquakes to occur within weeks or days of one another.


    গুটেনবার্গ-রিখ্‌টার : http://en.wikipedia.org/wiki/Gutenberg%E2%80%93Richter_law

  • Pintu | 77.58.128.96 | ১৫ মার্চ ২০১০ ০৪:০৮409561
  • যহ, ইতোশোক প্রোসোঙ্গো ত এনে-এ এল্লেন। ড্রি নিজের স্ততেমেন্ত এ আতে্‌ক থক্বেন এবোঙ্গ অবর কিছু আজ্‌গুবি থেওর‌্য হইর বোলে অমি এই দীপ ওউসেদ এঅর্থউঅকে এর বিসোয় তর ওবোতরোন-এ কোরিনি।

    এনিও ওনে প্রোতিত ওন্তিনেন্তল-ওএঅনি সুব্দুতিওন বৌন্দর‌্য তেই অচে। ত রুস্ত অর মনে্‌ত্‌ল বৌন্দর‌্য তে।।কিন্তু এরো নীচে মনে্‌ত্‌ল এর মোধ্যে ব ওরে-মনে্‌ত্‌ল বৌন্দর‌্য তে, জেখনে ইন্‌স্‌তবিলিত্য (ঋঅয়ে্‌লইঘ-টয়ে্‌লার) তৈরী হোঅ বেশ সোজ।। সেখনে জে কোন শল ওনি্‌স্‌পরয় কোরে ড্রি-এ জনেন।।
  • Pintu | 77.58.128.96 | ১৫ মার্চ ২০১০ ০৪:১২409562
  • Bracket dite bhule gechi !!

    KOno bhabe uddhar kora jay? Noile abar likhte hobe ...:-(
  • Arpan | 204.138.240.254 | ১৫ মার্চ ২০১০ ১০:০৯409563
  • একটু কষ্ট করে বাংলায় টাইপ করাটা শিখে নিচ্ছেন না কেন? জাস্ট অনুরোধ।
  • SB | 114.31.249.105 | ১৯ মার্চ ২০১০ ২০:৫০409564
  • http://www.physorg.com/news188198890.html - For 60 years, the French village of Pont-Saint-Esprit has been famous for the events of a few days in August, 1951, when dozens of villagers were struck with unexplainable and horrifying hallucinations of fire and snakes and beasts of all kinds.
  • dri | 117.194.230.9 | ২৫ মার্চ ২০১০ ০০:১৬409569
  • এছাড়া, এতক্ষণে সবারই জানা হয়ে গেছে, গুগল চীন ছেড়ে চলে আসল। বলছে তো হংকং থেকে সার্ভিস দেবে। কিন্তু মনে হয়না চীন সেটাও অ্যালাও করবে।
  • dri | 117.194.227.67 | ২৫ মার্চ ২০১০ ০০:৩০409570
  • গুগল আর কিছুই নয়, ইউ এস গভর্মেন্টেরই একটা আর্ম। কিছুদিন আগেই গুগল পাবলিকলি এন এস এর সঙ্গে কোলাবরেশানের কথা বলেছে।

    কিছুদিন থেকেই চীন ইউ এস রিলেশান তিক্ত হচ্ছে। অল্প কিছুদিন আগে চীন আম্রিকার হিউম্যান রাইট্‌স রেকর্ড নিয়ে একটা ডিটেল্‌ড রিপোর্ট প্রকাশ করেছে। এই প্রথম কোন একটা দেশ এই সাহস দেখাল। এতদিন ইউ এস, এবং তাদের স্যাটেলাইট অর্গানাইজেশান ইউ এন বিভিন্ন দেশের হিউম্যান রাইট্‌স রেকর্ড মেপে বেড়াত। ফুল রিপোর্ট, http://www.chinadaily.com.cn/china/2010-03/12/content_9582821.htm। সিনপসিস, http://www.chinadaily.com.cn/china/2010-03/12/content_9582218.htm
  • dri | 117.194.237.234 | ৩০ মার্চ ২০১০ ০০:১৭409571
  • কিছুদিন আগে কিছুটা মিস্টিরিয়াস ভাবেই সাউথ কোরিয়ার নেভি শিপ ভেঙ্গে দু টুকরো হয়ে যায় নর্থ কোরিয়ান বর্ডারে। http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8589507.stm

    মস্কোতে দুই সুইসাইড বম্বারের স্ট্রাইকে মৃত ৩৮, আহত ৬০ এর বেশী। অভাবনীয় কেওস। http://news.bbc.co.uk/2/hi/europe/8593961.stm
  • dri | 117.194.233.248 | ০৬ এপ্রিল ২০১০ ০০:৫৭409573
  • এপিসেন্টারটা অ্যাকচুয়ালি ছিল বাহা ক্যালিফোর্নিয়ায়, যেটা মেক্সিকোতে। কিন্তু সাউথ ক্যালিফোর্নিয়ায় দুলুনি ফীল করা গেছে। লাইফ লস বেশী হয়নি। কিন্তু ইনফ্রস্ট্রাকচার ড্যামেজ ভালোই হয়েছে।

    কিছুদিন আগে আন্দামানে একটা ৬.৬ হয়েছিল।

    এখন আবার ইন্দোনেশিয়ায় ৬.৩ হল। http://news.xinhuanet.com/english2010/world/2010-04/05/c_13238092.htm
  • lcm | 69.236.173.22 | ০৬ এপ্রিল ২০১০ ১১:৪৫409574
  • আরে কন্সপিরেসি থিওরিতে হেডলি নিয়ে কিছু লেখো। সিআইএ এজেন্ট, লস্করের মধ্যে ইউএস-এর মোল, কিন্তু এদিকে ডাবল এজেন্ট, ২৬/১১ র মাস্টার প্ল্যানার...
  • SB | 114.31.249.105 | ০৬ এপ্রিল ২০১০ ১৫:১২409576
  • ইরাকে কিভাবে সাধারন মানুষ এমনকি বাচ্চাদের ও হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, লিক্‌ড ভিডিও:

  • kc | 194.126.37.5 | ০৬ এপ্রিল ২০১০ ১৫:৩৬409578
  • এসবি,
    ইরাক কুয়েত একদম বর্ডারে বসে আছি প্রায় তিন বছর। মাঝে মাঝেই ইরাকে যেতে হয়। নিজের চোখে কিন্তু উল্টো জিনিষই দেখি।
  • SB | 114.31.249.105 | ০৬ এপ্রিল ২০১০ ১৫:৩৮409579
  • কিরকম উল্টো?
  • kc | 194.126.37.5 | ০৬ এপ্রিল ২০১০ ১৫:৪০409580
  • সাদা লোকেরাই মার খাচ্ছে।
  • dipu | 61.12.12.83 | ০৮ এপ্রিল ২০১০ ১৭:৪১409581
  • কিরগিজস্তানে গদি ওল্টাল। দুর্জনে বলছে রাশিয়ার হাত স্পষ্ট।
  • dipu | 61.12.12.83 | ০৮ এপ্রিল ২০১০ ১৭:৪২409582
  • ও হ্যাঁ, সেই ভূমিকম্প নিয়ে দ্রি কটা লিংক দিয়ে পড়তে বলেছিলেন, সেসব পড়া হয়নি। সময় আর মুড হলে পড়ব খনে।
  • dri | 117.194.224.162 | ০৯ এপ্রিল ২০১০ ০১:০৬409583
  • কিরগিজস্তানে মোস্ট ডেফিনিটলি রাশিয়ার হাত আছে। কিছুদিন আগে ইউক্রেনে পাওয়ার বদলেও তাই ছিল। তবে কেঁদে কি লাভ? এই দেশগুলোতে তো এই বদলগুলোর আগে এসেনশিয়ালি আম্রিকার পাপেট বসানো ছিল। এখন রাশিয়ায় পাপেট বসল। চক্রবৎ পরিবর্তন্তে কলোনি চ টলোনি চ। (আর তাছাড়া কিছুদিন আগে রাশিয়ায় বোম ব্লাস্টে কার হাত ছিল সেটাও তো দেখতে হবে)।

    তবে কেন ঝাড় খাচ্ছে এত আম্রিকা? রিসেন্ট এই এম্পায়ার এম্পায়ার খেলায়? রুট কজ হল, আর পয়সা নেই। এম্পায়ার চালাতে গেলে অনেককে অনেক তেল মেরে টাকা পয়সা দিয়ে রাখতে হয়। পয়সা না থাকলে গেম ইজ লস্ট।

    কিরঘিজের কেসটা ক্লিয়ার। ভালো বোঝা যাচ্ছে না থাইল্যান্ডের কেসটা। http://www.latimes.com/news/nationworld/world/asia/la-fg-thailand-protests8-2010apr08,0,6544501.story

    আর ভূমিকম্পের স্টাডি তুমি পরে সময়সুযোগমত কোরো। উইকএন্ড আসছে। তখন কোরো না। উইকডেতে অফিস টাইমে আরাম করে বসে পড়ো। কিন্তু এটা কি জানতে, ইন্দোনেশিয়ায় টুগ করে একটা ৭.৭ ভূমিকম্প হয়ে গেছে? http://www.msnbc.msn.com/id/36201951/ns/world_news-asiapacific/
  • SS | 128.248.169.183 | ১০ এপ্রিল ২০১০ ১৯:১৭409584
  • এখানে MHz বলে একটা ইউরোপিয়ান নিউজ চ্যানেল প্রায়ই দেখি। সেখানেও বলল যে কিরগিজস্তানের ব্যাপারে রাশিয়ার হাত আছে। ওরা ইউএস'কে নিজেদের দেশে এয়ার বেস করতে দেওয়ায় 'রাশিয়া ফেল্ট বিট্রেইড'।

    আজ ইয়াহু নিউজে দেখি ইউএস কিরগিজ এয়ার বেস ইউজ করে আফগানিস্তানে সেনা পাঠানো আপাতত বন্ধ রাখছে।
  • SS | 128.248.169.183 | ১০ এপ্রিল ২০১০ ১৯:৩৪409585
  • পোল্যান্ডের টপ লিডারদের প্লেন ক্র্যাশ করল রাশিয়ায়। এই প্লেনে ছিলেন:
    President
    Army chief of staff
    National bank president
    Deputy foreign minister
    Army chaplain
    Head of the National Security Office
    Deputy parliament speaker
    Civil rights commissioner
    At least two presidential aides and three lawmakers


    আবার রাশিয়া!
  • Arpan | 122.252.231.12 | ১১ এপ্রিল ২০১০ ০১:০১409586
  • খবরটা আমি লিখতে যাচ্ছিল্লম। মি: পুতিনের লৌহমুষ্টি ক্রমে দৃঢ় হচ্ছে।
  • dri | 117.194.230.97 | ১১ এপ্রিল ২০১০ ০৩:৫৬409587
  • ইয়েস, রাশিয়া এগেন। এক প্লেন ভর্তি পোলিশ গণ্যমান্য ব্যক্তি কোথায় যাচ্ছিলেন? ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই স্মোলেন্‌স্কের কাছেই কাত্যিনে প্রায় ২০০০০ পোলিশ প্রিজ্‌নার অব ওয়ারকে রাশিয়ান আর্মি এবং সিক্রেট পুলিশ খুন করে। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই স্মোলেনস্কে আসছিলেন সবাই। দিন দুই তিন আগেই পুতিন এর জন্য দু:খ প্রকাশ করেছিলেন। http://www.google.com/hostednews/canadianpress/article/ALeqM5j2tBhHenQRzo9TvLDqWDOscLZn7Q। তার পরেই এই কান্ড।

    মিস্টার পুতিনের লৌহমুষ্টির আরো আছে। যেটাকে আম্রিকা নিজের ব্যাকইয়ার্ড ভাবত, সেই ল্যাটিন আম্রিকায়ও রাশিয়া ঢুকে পড়েছে। ভেনেজুয়েলার সাথে খুব রিসেন্টলি রাশিয়ার খুব বড় এনার্জি এবং আর্মস ডীল হয়েছে। http://sify.com/news/russia-venezuela-sign-energy-defence-deals-news-international-keelubdjcbd.html। বলিভিয়ার এভো মোরালেসও রাশিয়াকে ডাকছে। http://www.santiagotimes.cl/index.php?option=com_content&view=article&id=18536:bolivias-morales-invites-greater-russian-presence-in-latin-america&catid=1:other&Itemid=38। আর রাশিয়ার কাছেপিঠের মধ্যের দেশগুলোর মধ্যে এখন একমাত্র জর্জিয়া রয়েছে যারা এখনও আম্রিকার পোঁ। সেই জর্জিয়াতেও অপোজিশান (ব্যাক্‌ড বাই রাশিয়া) হুমকি দিয়েছে তাদের লীডারদের বেশী অ্যারেস্ট করলে কিরগিজস্তানের মত ক্যু হবে। http://en.beta.rian.ru/world/20100408/158488958.html

    আর এদিকে আম্রিকার ইনফ্লুয়েন্স সর্বত্র কমছে। জাপান তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে এফেক্টিভলি আম্রিকান কলোনি ছিল। সেখানেও এখন আম্রিকান মেরিন বেস সরানোর চাপ প্রবল। অলরেডি গভর্মেন্ট বদলে গেছে। বলা হচ্ছে কারেন্ট প্রেসিডেন্ট হাতোয়ামা যদি এই সরানোটা পরের মাসের মধ্যে না কমপ্লিট করতে পারে, তাহলে তাকে গদি ছেড়ে দিতে হবে পার্টিরই অন্য একজনকে। http://www.bloomberg.com/apps/news?pid=20601101&sid=akHw6wM_teAk

    ইকনমিক পাওয়ার শিফ্‌ট হচ্ছে এখন। সাথে সাথে পোলিটিকাল পাওয়ারও।
  • dri | 117.194.230.97 | ১১ এপ্রিল ২০১০ ০৪:১৬409589
  • পোল্যান্ডের ওপর রাশিয়ার রাগের মেন কারণ তারা অত্যন্ত বেশী মাত্রায় প্রো-ওয়েস্ট হয়ে যাচ্ছে। এবং নিজেদের দেশে আম্রিকার বানানো ডিফেন্স শিল্ড বসানোয় রাজি হয়েছে।

    For some years, the United States negotiated with Poland and the Czech Republic for the deployment of interceptor missiles and a radar tracking system in the two countries against wishes of local population [30] Both countries' governments indicated that they would allow the deployment. In August 2008, Poland and the United States signed a preliminary deal to place part of the missile defence shield in Poland that would be linked to air-defence radar in the Czech Republic.[31] In answer on this agreement more than 130,000 Czechs signed petition for referendum about the base , which is by far the largest citizen initiative since the Velvet Revolution, but it has been refused.[32] The proposed American missile defence site in Central Europe is expected to be fully operational by 2015 and would be capable of covering most of Europe except parts of Romania plus Bulgaria, Greece and Turkey.

    ...In response, Russian Prime Minister Vladimir Putin claimed that such a deployment could lead to a new arms race and could enhance the likelihood of mutual destruction. He also suggested that his country would freeze its compliance with the 1990 Treaty on Conventional Armed Forces in Europe (CFE)—which limits military deployments across the continent—until all NATO countries had ratified the adapted CFE treaty...
    (উইকি থেকে)

    রাশিয়া টুডে চ্যানেলে অলরেডি স্পেকুলেশান শুরু হয়ে গেছে যে পরের পোলিশ প্রেসিডেন্ট সম্ভবত প্রো-রাশিয়ান হবে না। http://rt.com/Top_News/2010-04-10/babich-poland-kaczynski-president.html

    তবে এটা একটা ভীষণ সিগনিফিক্যান্ট পোলিটিকাল ইভেন্ট। সম্ভবত এর রিট্যালিয়েশান হবে। (কারণ পোল্যান্ট নেটোর অন্তর্ভুক্ত, এবং নেটো ট্রিটি অনুযায়ী অ্যাটাক অন ওয়ান কাϾট্র ইজ অ্যাটাক অন অল)। তবে খুল্লাম খুল্লা ওয়ার ডিক্লেয়ার করে কিছু হবে না। যা হবার ক্ল্যানডেস্টাইন ভাবেই হবে। কিন্তু মোস্ট লাইকলি রিট্যালিয়েশানেরও রিট্যালিয়েশান হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন