এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কনস্পিরেসি?

    dri
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০০৯ | ২৪৭১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.230.97 | ১১ এপ্রিল ২০১০ ০৫:০৪409590
  • ওয়েস্টার্ন পাওয়ারের ক্ষমতা কমার আরেকটা সাইন -- ইজিপ্টে হোসনি মুবারকের এগেনস্টে বিরাট ডেমন্সস্ট্রেশান হচ্ছে। http://www.presstv.ir/detail.aspx?id=122676§ionid=351020502। এই হোসনি মুবারক হলেন আম্রিকা/বৃটেন ইনস্টল্‌ড পাপেট বসে রয়েছেন ৩০ বছর ধরে।
  • pi | 128.231.22.138 | ১১ এপ্রিল ২০১০ ০৬:৩১409591
  • রাশিয়ায় দ্রিসেশনের প্রভাব কেমন ?
  • Arpan | 112.133.206.20 | ১১ এপ্রিল ২০১০ ১০:২৮409592
  • পুতিনের অনেক কেলেংকারিয়াস ব্যপার আছে। অবশ্যই ওয়েস্টার্ন মিডিয়ার কাছ থেকে জানা। পুতিন নিজে কেজিবির প্রাক্তন গ্র্যাজুয়েট। কাজেই তিনি ভালো মতই জানেন কীভাবে পথের কাঁটা সরিয়ে ফেলতে হয়। বিবিসি মাঝেমধ্যে এই নিয়ে প্রোগ্রাম করে বটে, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন পুতিন রেজিমের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড নিয়ে একদম চুপ। আফটার অল তেলের জোগান তো নিরবচ্ছিন্ন রাখতে হবে।

    দুটো ইন্টেরেস্টিং লিংক দিলাম। অনেকেই হয়ত দেখেছেন আগে।

    http://www.timesonline.co.uk/tol/news/uk/article641827.ece

    http://en.wikipedia.org/wiki/Assassination_of_Anna_Politkovskaya
  • SS | 131.193.196.148 | ১২ এপ্রিল ২০১০ ০২:১৮409593
  • হ্যাঁ, এই আলেকজান্ডার লিৎভিনেঙ্কো'র কেসটা থেকেই পুতিনকে বেশ sick এবং twisted লাগতো। এই দুটো মার্ডার আবার রিলেটেড। প্রথমে খুন করা হয় অ্যানা'কে তারপর আলেকজান্ডার এই ব্যাপারে মুখ খুলতে আরম্ভ করলে উনাকেও সাবাড় করে দেওয়া হয়। আলেকজান্ডার হচ্ছেন প্রথম ব্যক্তি যাঁকে রেডিওঅ্যাক্টিভ পোলোনিয়াম পয়জনিং করা হয়। পোলোনিয়াম ইউজ করা হয়েছিল কারণ এর থেকে গামা রে বেরোয় না শুধু আলফা পার্টিকল বেরোয়। ততদিন অবধি হসপিটালে রেডিওঅ্যাক্টিভিটি ডিটেক্ট করা হত শুধু গামা রে ডিটেক্টর দিয়ে। আশা করি পুতিন-পরবর্তী বিশ্বে এই পুরোনো পদ্ধতিগুলো বদলেছে।

    যাই হোক এর পরের টার্গেটের খবরটা মনে হয় মিস করে গেছেন। ইনি হচ্ছেন পল জয়াল, একজন আমেরিকান 'সোভিয়েত সিকিউরিটি কনসালট্যান্ট'। ইনি ডেটলাইন NBC এর অনুষ্ঠানে এসে বলেন যে এই পয়জনিং এ কেজিবি'র হাত আছে। কিছুদিন পরে এনাকে মেরীল্যান্ডে নিজের বাড়ির সামনে গুলি করা হয়। তবে প্রাণে বেঁচে গেছেন। এটা নিয়েও এখানে খুব একটা হইচই হয়নি, লোকাল ক্রাইম বলে চালানো হয়। এরপর থেকে এই পল জয়াল'কে আর কোনো টিভি চ্যানেলে দেখিনি। ডেটলাইনে বলা পলের কিছু কথা,
    'A message has been communicated to anyone who wants to speak out against the Kremlin: If you do, no matter who you are, where you are, we will find you and we will silence you — in the most horrible way possible.'
    কথাগুলো যে কতটা সত্যি সেটা উনি এর কদিন বাদেই হাড়ে হাড়ে টের পেয়েছিলেন।
  • dri | 117.194.225.136 | ১৪ এপ্রিল ২০১০ ০১:৩৭409594
  • রাশিয়ায় দ্রিসেশান আছে। আনেমপ্লয়মেন্ট আছে। কিন্তু দেশ হিসেবে ফাইনান্সিয়াল সিচুয়েশান আম্রিকার চেয়ে অনেক বেটার। রাশিয়া ট্রেড সারপ্লাস দেশ, আর আম্রিকার ট্রেড ডেফিসিটের কোন সীমা পরিসীমা নেই। ইন্টারন্যাশানাল মার্কেটে রাশিয়ার ইনকামের সোর্স খুব স্টেডি। সেটা হল এনার্জি। অয়েল ও ন্যাচারাল গ্যাস। এর ডিম্যান্ড বাড়বে বৈ কমবে না। আর ওদিকে আম্রিকার সোর্স অফ ইনকাম ক্রমশ কমছে। ম্যানুফ্যাকচারিং বেস তো একটু একটু করে পুরোটাই চায়নায় চলে গেছে। এই রিসেশানে গাড়ীর ইন্ডাস্ট্রিও পুরোটাই অন্য দেশে চলে গেল। বাকি রয়ে গেল এগ্রিকালচারাল প্রডাক্টস আর কিছু সফ্‌টওয়্যার, মাইক্রোসফ্‌ট, গুগ্‌ল, আইফোন ইত্যাদি। সফটওয়্যারেরও অ্যাকচুয়াল প্রোডাকশান অনেকটাই ভারতের মত দেশে চলে যাচ্ছে। তো আম্রিকার গম্মেন্টের সোর্স অফ ইনকাম ক্রমশ:ই কমছে। রিসেশানে সব দেশই ভুগছে। কিন্তু যাদের সারপ্লাস পয়সা আছে তাদের অ্যাডভান্টেজ বেশী। যদি দুজন লোকের চাকরী যায়, কিন্তু একজনের ব্যাঙ্কে অনেক সেভিংস থাকে আর অন্যজনের থাকে গলা পর্য্যন্ত ঋণ, তাহলে কে বেটার পোজিশানে?

    রাশিয়া ভেঙ্গে যাওয়ার পর আই এম এফের প্রচুর লোন নিতে বাধ্য হয়েছিল। তখন খুবই খারাপ অবস্থা ছিল। তখন ইন্টারন্যাশানাল ব্যাঙ্কাররা চেয়েছিল রাশিয়ান পেট্রোলিয়াম প্রাইভেটাইজ করে নিজেদের দখলে নিয়ে আসতে। পুতিন পাওয়ারে এসে এই লার্জস্কেল চুরি আটকায়। ঐ সময়ে একটা বিটার পাওয়ার স্ট্রাগ্‌ল হয়েছিল। বড় বড় রাশিয়ান বিলিয়ানেয়ার মিখায়েল খোদোরকভ্‌স্কি, রোমান আব্রামোভিচ, বরিস বেরেজভ্‌স্কি প্রমুখরা যারা এইসব চুরিতে লিপ্ত ছিল তারা পুতিনের জমানায় তাড়া খেয়ে দেশ ছাড়ে। পুতিনের আন্ডারেই রাশিয়া এনার্জি এক্সপোর্ট করে ফরেক্স রিজার্ভ বাড়ায়। এবং ফাইনালি আই এম এফের সমস্ত ঋণ শোধ করে দেয়। দিস ওয়াজ দা বিগেস্ট টার্নিং পয়েন্ট। ঋণমুক্ত দেশ ব্যাঙ্কাররা পছন্দ করে না। যারা ঋণমুক্ত তাদের ক®¾ট্রাল করা যায় না। তো রাশিয়ার ঘুরে দাঁড়ানোটা এই পুতিনের আমলেই হয়েছে।

    এইসব করতে গিয়ে পুতিন অনেক জায়গাতেই হার্ডবল খেলেছে। পোলিটিকাল অপোজিশান, কিংবা স্টেজ্‌ড অপোজিশানদের (পেইড বাই দা ব্যাঙ্কার্স) রুথলেসলি এলিমিনেট করেছে। পুতিন ইজ নো সেন্ট ভ্লাদিমির। কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া পড়লে মনে হয় পোলিটিকাল অপোজিশান এলিমিনেট করে শুধু পুতিন, সাদ্দাম আর তাদের অপছন্দের কিছু কিছু ডিক্টেটার। বিল ক্লিন্টনের কমার্স সেক্রেটারি রন ব্রাউনের ইনভেস্টিগেশান হচ্ছিল ক্যাম্পেন ফাইনান্স ফ্রডের ব্যাপারে। তিনি মুখ খুলতে শুরু করার পরই অত্যন্ত সাসপিশাসালি একটা প্লেন ক্র্যাশে মারা যান। ৯১১ এর আরো থরো ইনভেস্টিগেশান হোক এই দাবীতে সোচ্চার বেভার্লি একার্টও কিছুদিন আগেই একটা প্লেন ক্র্যাশে মারা যান। পুতিন কাকে কাকে মার্ডার করেছে তার খবর যত সহজে পাওয়া যায়, নিজেদের মার্ডারগুলো তত সহজে কাগজ বা টিভি খুললেই পাওয়া যায় না। সেগুলো কনস্পিরেসি থিওরি হয়েই বেঁচে থাকে।
  • dri | 117.194.227.150 | ১৪ এপ্রিল ২০১০ ০১:৪৫409595
  • সাউথ আফ্রিকায় ওয়ার্ল্ড কাপ শুরু হতে আরো কয়েক মাস বাকি। ঠিক এখনই সেখানে রেস টেনশান বেড়ে উঠল। ইউজিন তেরেব্লঁশ একজন নামজাদা হোয়াইট সুপ্রিমেসিস্ট নৃশংসভাবে খুন হলেন। তাকে শ্রদ্ধা জানাতে এল শ'য়ে শ'য়ে মানুষ। ডেইলি মেল বিরাট করে ছেপেছে সেই খবর। http://www.dailymail.co.uk/news/worldnews/article-1264753/Funeral-Eugene-Terreblanche-takes-place-amid-tight-security.html। সাউথ আফ্রিকায় জমি, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গের ইকুয়েশানটা অনেকটা জিম্বাবোয়েরই মত।
  • saikat | 202.54.74.119 | ১৪ এপ্রিল ২০১০ ১০:৩০409596
  • এদিকে তো চীনে বাসুকি মাথা নাড়ালেন।
  • dri | 117.194.224.197 | ১৫ এপ্রিল ২০১০ ০০:১১409597
  • .৯। কিংঘাইতে। তিনটে ৫+ আফটারশক। ৪০০ মৃত অলরেডি রিপোর্টেড। ১০০০০ আহত। ইনফ্রাস্ট্রাকচার বিধ্বস্ত। প্রচন্ড শীতে রেস্কিউ অপারেশান চলছে। http://news.xinhuanet.com/english2010/china/2010-04/14/c_13251140.htm। মাত্র ৬.৯ হলেও এটার এপিসেন্টার ছিল মাত্র ১০ কিমি নীচে।
  • SB | 114.31.249.105 | ১৯ এপ্রিল ২০১০ ১২:১১409602
  • http://newsclick.in/node/734

    ৫০ - ৯০ হাজার কোটি টাকার টেলিকম স্ক্যাম।

    All in all, all parties in telecom – old ones and new ones were gifted scarce natural resource – the spectrum – at throw-away prices.
    Soon after this sale, the parties – new telecom operators -- who had secured the licenses sold it at about 6-7 times the price they had paid without doing any development at all. The difference between what the companies paid -- a total of Rs. 9,000 crore -- and what the market price of these licenses were -- anything between Rs. 60,000 to 100,000 crore -- is the scam, making it by far the biggest scam ever in this country.


    একই সাথে বিএসএনএলের কর্মীরা ধর্মঘটে গেছেন, http://bsnleuchq.com/Circular.13%20_14.04.2010_.pdf

    বিএসএনএলের এক্সিকিউটিভরাও স্ট্রাইক করছেন, http://www.sneachq.net/ দাবীগুলো এতে আছে, কচি করে, to defeat the sinister policies of the Govt to convert strategic central PSUs into private business houses by opening the doors of disinvestment and VRS. Let us unitedly rise to the occasion to comprehensively defeat the sinister game plan of agents of MNCs in the planning commission to sell BSNL like Balco and VSNL by forcing open the doors of disinvestment and VRS.

    এর আগের বার চুরি করে সুখ রাম ধরা পরেছিল, http://www.outlookindia.com/article.aspx?202038
  • dri | 117.194.224.70 | ১৯ এপ্রিল ২০১০ ২৩:১৫409603
  • নানারকমের ওয়েদার মডিফিকেশান টেকনিক মানুষ জানে।

    তার মধ্যে একটা মেইনস্ট্রীম মিডিয়াতে এল। আর্টিফিশিয়ালি বৃষ্টি নামানো। ভেনেজুয়েলায় বৃষ্টি কম পড়েছিল গত বছর। আর ভেনেজুয়েলার অধিকাংশ পাওয়ার স্টেশানই হাইডেল পাওয়ার বেস্‌ড। তাই ভীষণ পাওয়ার শর্টেজ হয়েছিল গত ছয় মাস। এবার কিউবান সাহায্য নিয়ে আর্টিফিশিয়ালি বৃষ্টি এনে খুশি শাভেজ। http://www.businessweek.com/news/2010-04-16/chavez-says-cuban-cloud-bombing-eases-power-crisis-update1-.html

    আবার গত অলিম্পিকে চীন ওপেনিং সেরেমনির মেঘলা দিন আর্টিফিশিয়ালি রোদ ঝলমল করে তুলেছিল। সেই খবরও মেইনস্ট্রীম মিডিয়ায় এসেছিল। http://www.independent.co.uk/sport/olympics/how-beijing-used-rockets-to-keep-opening-ceremony-dry-890294.html

    রাশিয়ান ক্লাউড সিডিংও মেইনস্ট্রীম মিডিয়ায় এসেছে। http://news.bbc.co.uk/2/hi/science/nature/8587725.stm
  • dig | 216.52.28.200 | ২২ এপ্রিল ২০১০ ০৪:১৬409606
  • চীন স্বীকার করল ব্রহ্মপুত্রে তারা পাঁচটি বাঁধ দিচ্ছে, কিন্তু এও জানালো জল সরানোর কোনো পরিকল্পনা নেই তাদের।
    http://timesofindia.indiatimes.com/india/China-admits-to-Brahmaputra-project/articleshow/5841348.cms
  • dri | 117.194.224.79 | ২৬ এপ্রিল ২০১০ ০০:৫৭409607
  • গাল্ফ অফ মেক্সিকোতে একটি অয়েল রিগ আগুন লেগে ফেটে গেল। ১১ জন নিখোঁজ। অয়েল স্পিল ঠেকানোর চেষ্টা চলছে এখন। http://beta.thehindu.com/sci-tech/energy-and-environment/article409790.ece
  • dd | 122.167.48.4 | ২৮ এপ্রিল ২০১০ ২১:৫৪409608
  • দৃ সাহেব খামোখাই অ্যাত্তো লিং যোগাড় কল্লেন।

    আমরা কিন্তু অ্যাদ্দিনে ভুমিকম্পের আসল কারন জেনে গেছি। অবিশ্বাসীরা তক্কো করেছিলো - হাতে হাতে ফল পে' গ্যাছে।

    ক্যামন ? বলেছিলাম ক্ষি না ?
  • dri | 117.194.224.146 | ২৮ এপ্রিল ২০১০ ২৩:৩২409613
  • জানি দিপু, সে খবরও রাখি। কিন্তু মোল্ল হঠাৎ এরকম একটা কথা বলল কেন বল তো? মোল্লা কি একটা ভূমিকম্প এক্স[পেক্ট করছেন? যেই তালে তিনি তাঁত ক্ষমতা কয়েম করতে চান?
  • dri | 117.194.224.146 | ২৮ এপ্রিল ২০১০ ২৩:৩৩409614
  • এদিকে গাল্ফ অফ মেক্সিকোতে অয়েল স্পিলে আগুন ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আম্রিকা। http://edition.cnn.com/2010/US/04/28/louisiana.oil.rig.fire/?hpt=T2
  • dipu | 59.164.191.75 | ২৮ এপ্রিল ২০১০ ২৩:৩৭409615
  • ক্ষি চাপ!!
  • dri | 117.194.224.146 | ২৮ এপ্রিল ২০১০ ২৩:৩৮409616
  • ও হো হো! এইবার বুঝেছি। দিপু কি ভাবলে মোল্লা ঐ কথা বলেছেন বলে তুমি ভাবলে মোল্লা ঐ কথা সত্যি সত্যি মনেপ্রাণে বিশ্বাস করেন? গিমি আ ব্রেক। একটা দেশের রিলিজিয়াস এবং পোলিটিকাল লীডার। ওঁকে অত নাইভ পাওনি। ওনাদের কাছে অনেক খবর থাকে।
  • Du | 71.252.203.95 | ২৮ এপ্রিল ২০১০ ২৩:৪১409617
  • আবার কাকতালীয়ভাবে আর্থ ডেতেই এই ঘটনাটা ঘটলো
  • dipu | 59.164.191.75 | ২৮ এপ্রিল ২০১০ ২৩:৪২409618
  • :-|
  • dri | 117.194.224.146 | ২৮ এপ্রিল ২০১০ ২৩:৫২409619
  • দিপু তোমার কি মুখ ঢাকার গপ্পো ভালো লাগে? ইরানে চাপ দিচ্ছে মুখ ঢাকার জন্য। আর ফ্রান্সে চাপ দিচ্ছে না ঢাকার জন্য। http://www.theepochtimes.com/n2/content/view/34261/
  • dipu | 59.164.191.75 | ২৮ এপ্রিল ২০১০ ২৩:৫৫409620
  •  
  • kd | 74.72.161.90 | ২৮ এপ্রিল ২০১০ ২৩:৫৯409622
  • বাড়ি থেকে নিউইয়র্ক আসার পথে রেডিওতে এই ইস্যু নিয়ে শুনলুম - এনপিআর বোধহয়।

    http://www.oaklandinstitute.org/?q=node/view/502
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন