এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দেশে থাকাকালীন অতি বাম, তার পর "আংকেল স্যাম" - সুবিধাবাদ না পরিস্থিতির শিকার?

    bb
    অন্যান্য | ১২ এপ্রিল ২০০৯ | ৫৯০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arjo | 168.26.215.13 | ১৪ এপ্রিল ২০০৯ ২২:৩৫412826
  • পুরোটা লেখ তারপর আপত্তি থাকলে জানাব।
  • sibu | 207.47.98.129 | ১৪ এপ্রিল ২০০৯ ২২:৪৭412827
  • অর্থাৎ আপত্তি লজিক্যাল স্টেপের ওপরে নয়, র‌্যাদার কনক্লুশন অ্যাকসেপটেবল কিনা তার ওপর ঠিক হবে!!

    আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন সাচ গেম।
  • Arpan | 122.252.231.12 | ১৪ এপ্রিল ২০০৯ ২২:৫১412828
  • ধুর্মশাই, লিখুন তো। আপত্তি থাকলে জনগণ কাপড় খুলে নেবে।
  • arjo | 168.26.215.13 | ১৪ এপ্রিল ২০০৯ ২২:৫২412829
  • সে নাই হতে পার। আমিতো কোনো গেম খেলছি না।

    প:ব:য়ের শিল্পায়ন মডেল আমার মতে পপুলিস্ট ফার্স। কেন বলেছি তাও ব্যাখ্যা করেছি। এর পরে আমার দাবী - যদি কেউ মনে করেন মডেলটির সত্যই মেরিট আছে, তাহলে ব্যাখ্যা করুন। জমি অধিগ্রহণ পার্ট অফ ইট কিন্তু সব নয়। তাই সবটা লিখতে বলেছি।
  • sibu | 207.47.98.129 | ১৪ এপ্রিল ২০০৯ ২৩:০৫412830
  • তোমার ব্যাখ্যা মানে - ইট সিম্পলি ডাজ নট মেক সেন্স। কেন? চিন ট্রাডিশনাল লো-প্রোডকটিভিটি কারখানা তুলে দেয় নি আর প:ব: সরকার চীনের দুর্বল অনুকরণ করছে।

    চীন কি করছে তাতে প:ব:-এর কি?

    জোর করে জমি কেড়ে নেবার পয়েন্টটা একটা পয়েন্ট। সেটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করছিলাম।
  • sibu | 207.47.98.129 | ১৪ এপ্রিল ২০০৯ ২৩:০৬412831
  • অপ্পন, কে জনগন আর কার কাপড় খুলবে?
  • arjo | 168.26.215.13 | ১৪ এপ্রিল ২০০৯ ২৩:১০412832
  • শিবুদা অনেক কথাই লিখেছি আবার লিখলে পুরো পোস্টটাকেই কপি অ্যান্ড পেস্ট করতে হবে। বলেইছি যদি আমার স্ট্যান্সের বিরোধীতা করতে চাও পয়েন্ট বাই পয়েন্ট লেখ। নইলে এই তক্কে আমি ইন্টারেস্টেড নই। আর কনস্ট্রাকটিভ তক্কে তুমি নও। সেক্ষেত্রে এটা এখানেই থেমে যাওয়া ভালো।
  • sibu | 207.47.98.129 | ১৪ এপ্রিল ২০০৯ ২৩:১৪412833
  • আন্ডারস্ট্যান্ডেবল। যে তর্কে তোমার পক্ষে কোন যুক্তি নেই তাতে তোমার ইন্টারেস্টেড হবার কথা নয়।
  • arjo | 168.26.215.13 | ১৪ এপ্রিল ২০০৯ ২৩:১৫412834
  • :))))))))। তাই সই।
  • Du | 65.124.26.7 | ১৪ এপ্রিল ২০০৯ ২৩:২১412836
  • ইনফ্রাস্ট্রাক্‌চার স্পেন্ডিং শুরু হলে - টইয়ের সুতোয় সুতোয় পশ্চিমবঙ্গের ভুগোল শেখা হয়ে যাবে- কনস্ট্রাকটিভ বলতে। তবে তার পরেও ঐ দুটো পয়েন্ট তৃতীয় পয়েন্টের আশায় বসে থাকবে - এই আর কি।
  • pinaki | 131.151.102.250 | ১৪ এপ্রিল ২০০৯ ২৩:২৮412837
  • সিঙ্গুরে রেন্ট সিকাররা প্রাইমারি ট্রাবল মেকার নয়। যারা এভাবে বলে তারা ইদার না জেনে বলে অথবা মিথ্যে বলে।

    আর সিঙ্গুরের বিরোধিতা করার জন্য চীনের শিল্পনীতি, উন্নয়নের দর্শন - ইত্যাদি গালভরা জিনিস না জানলেও চলে। পাতি একটা লেম্যান হয়েও ওখানকার হাজার তিনেক ক্ষেতমজুরের অনাহারের প্রতি বিন্দুমাত্র সহানুভূতি থাকলেই সেটা করা যায়। কিন্তু খুব স্বাভাবিকভাবেই চালাকচতুর ভদ্রলোক বামেদের উন্নয়ন আলোচনায় আজকাল এদের খুব একটা জায়গা টায়গা নেই। কোনভাবে যাতে না চলে আসে সেটাকে এনসিওর করার জন্যেই ঐ প্রফিটিয়ারিং বা মমতা - এই লুপে ঘোরাঘুরি করতে হয়। ঠিকই আছে। কমফর্ট জোনে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। কিন্তু সেটা এট্টু বলে কয়ে করলে দেখতে ভালো লাগে - এই আর কি।
  • Du | 65.124.26.7 | ১৪ এপ্রিল ২০০৯ ২৩:৪১412838
  • আসলে পিনাকী, সিঙ্গুরে ঐ জমি এবং তা ছাড়া সিঙ্গুরের বাকী জমি যেগুলোতে কারখানা, ফ্ল্যাট ইত্যাদি হচ্ছে কৃষি বন্ধ হয়ে ( হচ্ছে কি? অল্প জেনে বললাম - যদি তা আদৌ না হয়, তাও জানাবেন ) সেই সব জমির ক্ষেতমজুরদের সমস্যা কি হচ্ছে এবং সেগুলো কিভাবে সমাধান করার চেষ্টা হচ্ছে একটু লিখুন না সিঙ্গুর সুতোয়। ভুমিপুত্রকে রিকোয়েস্ট করেছিলাম বহুদিন আগে। সমবেদনা বলে ধৃষ্টতা করতে চাই না কিন্তু জানতে ইচ্ছে হয়।
  • sibu | 207.47.98.129 | ১৪ এপ্রিল ২০০৯ ২৩:৪৩412839
  • মমতা ক্ষেতমজুরের ইন্টারেস্টে আন্দোলন করেছে, এমন কথা মিথ্যুক ছাড়া আর কেউ বলে না। মমতা জমির মালিকের অনুমতি ছাড়া অধিগ্রহন চলবে না - এই দাবীতে আন্দোলন করেছে। জমির মালিক ক্ষেতমজুর নয়।

    ক্ষেতমজুরদের ন্যায্য পুনর্বাসনের দাবী সমর্থন করি। জমির মালিকের রেন্ট সিকিং নয়।
  • pinaki | 131.151.102.250 | ১৪ এপ্রিল ২০০৯ ২৩:৪৬412840
  • সবেতেই মমতার ভূত দ্যাখেন কেন?
  • sibu | 207.47.98.129 | ১৪ এপ্রিল ২০০৯ ২৩:৪৭412841
  • তার কারন সিঙ্গুরে মমতা বাদ দিলে বিরোধী আন্দোলন এফেক্টিভলি নন-একজিসটেন্ট।
  • pinaki | 131.151.102.250 | ১৪ এপ্রিল ২০০৯ ২৩:৫২412842
  • দু কে,

    সমস্যাতো হচ্ছেই। যেকোনো জমি বিক্রি হয়ে গেলেই সেই জমিতে কাজ করা ক্ষেত মজুরের সমস্যা হয়। ছোটো স্কেলে আলাদা আলাদা করে হলে চোখে পড়ে না। যার সমস্যা হয় সে মাইগ্রেট করে, অন্য জমি, অন্য জেলা, কখনো সুযোগ থাকলে অন্য পেশা। অনেকেই কনস্ট্রাকশনের কাজ ইত্যাদিতে যায়।
  • pinaki | 131.151.102.250 | ১৪ এপ্রিল ২০০৯ ২৩:৫৫412843
  • শিবুদাকে,

    সে তো প:ব: তে সিপিএম আর তিনোমূল বাদে অন্য সব দলেরই চলাফেরা, কাজকর্ম, আন্দোলন নন-একজিস্টেন্ট। তো এখানে কি তাই বলে লোকে এই দুটোর কোনো একটার পক্ষ নিয়ে ঝগড়া করবে নাকি?
  • arjo | 168.26.215.13 | ১৫ এপ্রিল ২০০৯ ০০:১১412845
  • পিনাকী,

    শুধুই মানবতাবাদী স্টান্স নিলে একটা প্রশ্ন আছে। ধরা যাক এক ছোট খাটো ব্যবসায়ী কারখানা গড়েছে, শ্রমিকদের কথাও যথাসাধ্য ভাবে, আন্দোলন হলে সেই ব্যবসায়ী কি শ্রেনীশত্রু হিসেবে গণ্য হবে?

    বা, একজন কর্পোরেটিয় ম্যানেজার চাকরী করে খায়, সাতে নেই পাঁচেও নেই, চাকরী বাঁচাতে বামদের এড়িয়ে চলে বা প্রকাশ্যে গালি দেয়। তাকেই বা কি বলা হবে?
  • Arpan | 122.252.231.12 | ১৫ এপ্রিল ২০০৯ ০০:১১412844
  • আরে আপনার কাপড় খুলবে। কিন্তু তাতে কেন কম্পিত অই হৃদয়? :)

    মমতা ক্ষেতমজুরের ইন্টারেস্টে আন্দোলন করেছেন একথা তো মনে হয় না গুরুতে কেউ বলেছে (তাই বলে কি গুরুতে 'মিথ্যুক' নেই!!)। কিন্তু মমতার সো কলড আন্দোলনের জন্য পোস্ট সিঙ্গুর-নন্দীগ্রাম শিল্পায়ন=উন্নয়ন সম্পর্কিত যাবতীয় বিতর্ক ক্ষেতমজুরদের ইনভলভ করেই হচ্ছে। এই জন্য যা কৃতিত্ব পাবার উনি পাবেন। কমও না, বেশিও না।

    কিন্তু দুটো তো এক হল না।
  • sibu | 207.47.98.129 | ১৫ এপ্রিল ২০০৯ ০০:১৬412847
  • আমি কক্ষনো বলিনি সিপিএম তিনোমূলের বাইরে আর কেউ কোনো মত দিতে পারবে না। কিন্তু সেক্ষেত্রে খুব পষ্ট করে তাকে বলতে হবে সে মমতার জমির মালিকের পক্ষ নিয়ে আন্দোলনেরও বিরোধী। এবং অতি বাম যারা মমতার মঞ্চে বসছেন তাদের সেই সিদ্ধান্ত পলিটিক্যাল অপরচুনিজম।

    সেটা হলে পুরো আলোচনাই অন্য লেভেলে হবে।
  • sibu | 207.47.98.129 | ১৫ এপ্রিল ২০০৯ ০০:১৯412848
  • অপ্পন আমার কাপড় খুলতে চাইলে আমি তোমার কাপড় ছেড়ে দেব ভাবছ কেন? সাইজ নিয়ে লজ্জা পেও না যেন ;)।

    আর মমতার আন্দোলনের বাইরে আন্দোলন কোথায়? আর মমতা না থাকলে কি বিতর্ক হত না?
  • Arpan | 122.252.231.12 | ১৫ এপ্রিল ২০০৯ ০০:২৩412849
  • সেই ভ্যান্তারা। লিখতেই তো কইলাম। :(
  • sibu | 207.47.98.129 | ১৫ এপ্রিল ২০০৯ ০০:৩৯412850
  • দুর বাল। লিখলেই হল? কে শুনছে দেখতে হবে না?
  • Blank | 59.93.195.23 | ১৫ এপ্রিল ২০০৯ ০০:৫৮412851
  • একটা পার্সোনাল প্রশ্ন কত্তে ইচ্ছে হয়। করেই ফেলি বরং।
    পিনাকী, আপনি কলেজ ছেরেছেন কদ্দিন? (আমার পরে কোনো চাপ নাই, আগে হলে এক খান কথা বলা ছিলো)
  • pinaki | 131.151.102.250 | ১৫ এপ্রিল ২০০৯ ০১:০১412852
  • নিরুপম সেনের থেকে আলাদা কিছু না বল্লে আর লিখে হবেই বা কি? নিরুর গুচ্ছ গুচ্ছ লেখা এই বাজারে বেরিয়েছে।
  • Blank | 59.93.195.23 | ১৫ এপ্রিল ২০০৯ ০১:০৫412853
  • ঠিক একদম :) :)
  • Arpan | 122.252.231.12 | ১৫ এপ্রিল ২০০৯ ০১:০৯412854
  • শিবুদার বোধহয় সন্ধ্যাহ্নিক হয়ে গেছে। বাংলা লেখাও পড়ে বুঝতে পারছে না।
  • sibu | 207.47.98.129 | ১৫ এপ্রিল ২০০৯ ০১:১৫412855
  • পিনাকী যদি মনে করে মমতার জমির মালিকের পক্ষ নিয়ে আন্দোলন ঠিক আছে, আবার অনুযোগ করে কেন তিনোমুল সিপিএমের বাইরে কোন আলোচনা নেই, দ্যাট ইজ ফানি। কই, সিপিএম ঠিক করে নাই কইতে তো কোন আপত্তি নাই।

    কেউ যদি মনে করে সিঙ্গুরে তিনোমূল ঠিক করেছে, তাহলে সিঙ্গুর পোশ্নে তার স্ট্যান্ড নিয়ে আলাদা করে আলোচনা করার কি কোন দরকার আছে?
  • pinaki | 131.151.102.250 | ১৫ এপ্রিল ২০০৯ ০২:১৭412856
  • সিঙ্গুরে তিনোমূল ক্ষেতমজুরদের দাবীটা অবহেলা করেছে। সেইটাই ভুল। বাকীটা ঠিকই আছে। বেসিকালি আন্দোলনটা তিনোমূলের চরিত্রের সাথে যায় না। এর চেয়ে একটু টাটার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নিলে আর্থিক দিক থেকে অনেক লাভ হত। আবাপ-র কৃপাদৃষ্টিও পড়ত। শাইনিংদেরও। ঐ এলাকায় প্রথম যে বিক্ষোভ তৈরী হয় তাতে তিনোমূলের কোন ভূমিকাই ছিল না। নিচের তলার প্রবল চাপ এবং ক্ষোভই মমতাকে সিঙ্গুর অব্দি টেনে আনে। (পরে মমতা বোঝে এইটা দিয়ে সিপিএমের গ্রামীণ ভোট ব্যাংকে ধ্বস নামানো যেতে পারে, তাই ও ওর মত করে কনসিসটেন্ট থাকার চেস্টা করেছে) এর আগে রাজারহাটের বেলায় তো তিনোমূলএর লোকজন দিব্বি দালালি করেই চালিয়ে দিয়েছে। এখানে সেই পথে হাঁটল না কেন? এখানে তো ইভেন দালালি ক¾ট্রাকটরির একচ্ছত্র মালিকানা তিনোমূলেরই হত। কারন এলাকাটা আনলাইক রাজারহাট তাদের প্রভাবাধীন এলাকা। করেনি তার কারণ একটা বড় অংশের জমির মালিক ওখানে আছে যারা খুব বেশী জমির মালিক নয়। কিন্তু নিজেদের জমি থেকে তাদের পেটের ভাতটা অন্তত: উঠে আসে। খুব দারুণ চলে না, কিন্তু চলে যায়। টাটার কারখানায় চাকরির কোন প্রতিশ্রুতি তাদের কখনই দেওয়া হয় নি। পাশাপাশি ঐ অল্প জমির ক্ষতিপূরণের সামান্য টাকা ব্যাংকে রাখলে তার যা সুদ হয় সেটা হাস্যকররকম কম। তারা কি করবে? ট্রিকল ডাউনের এলিট তঙ্কেÄ আস্থা রাখবে? নাকি প্রতিরোধ করবে? তারা দ্বিতীয়টা করেছে। হ্যাঁ, জমি ধরে রেখে দাম বাড়ানোর ধান্দা কি কারুর মনে নেই? নিশ্চয়ই আছে। কিন্তু সেই সেকশন টা মেজরিটি নয়। বা সবসময় আন্দোলনের নির্ধারক শক্তিও নয়।

    জমির মালিকদের দাবী মানেই তা অপবিত্র এবং আসলে ধরে রেখে বেশী দাম পাওয়ার উদ্দেশ্য ছাড়া উহাদের প্রতিবাদের আর কোন কারণ ছিল না - এইটা এট্টু রিডিউস করে নিলে সিপিএমেরই প্রোপাগাণ্ডা। তা সবাই এখানে রিডাকশনের খেলা খেলছেন। আমি কিঞ্চিৎ খেল্লে অসুবিধে কি?

    আর কোনো ইস্যুতে তিনোমূলের সাথে মতে মিললে সে নিয়ে বিদ্রুপ কেন করা হয় সেটাও আমার মাথায় ঢোকে না। আপত্তি থাকলে যুক্তিটায় থাকুক। সংসদে তো অনেক ইস্যুতে বিজেপির সাথে সিপিএমের মতে মেলে। সেই নিয়ে বিদ্রূপ করা তো নির্বুদ্ধিতার লক্ষণ বলেই মনে হয়।
  • arjo | 168.26.215.13 | ১৫ এপ্রিল ২০০৯ ০২:২৩412858
  • তাতেও কিস্যু হত না। হ্যাঁ তিনটে কারখানায় ৩x১৫০০=৪৫০০ জনের চাকরী হত। ব্যাস। সেইজন্যই অতবড় দুটো পোস্ট করলাম। কিন্তু কেউ বুঝল না। এর পরেই ব্যাকগ্রাউন্ডে ""বুঝল না কেউ বুঝল না.."" ইত্যাদি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন