এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ভাঙা প্রেম

    Paramita
    নাটক | ১৩ জুন ২০০৯ | ৩৭২৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • intellidiot | 59.164.3.150 | ১৩ জুন ২০০৯ ০৪:২১416862
  • প্রেম ভাঙা শিশি-বোতল ভাঙার থেকে অনেক খারাপ। ভাঙা শিশি-বোতলের কাচে হাত-পা কেটে যাবার সম্ভবনা থাকে। ভাঙা প্রেমে অনেক সময়ই হাতের শিরা কেটে যায়, রেললাইনে গলাও কেটে যায়। সাকসেসফুলি ফুলিকে (ফুলি একটি চলরাশি (ব্যসবাক্য: সঙ্গোপনে যার রাশি রাশি চলন দেখে ফিদা (ফিদা হলে ফুলি = করিনা; ফিজা হলে ফুলি = করিশ্মা ) ) ) তুলতে পারলে অথবা ভুলতে পারলে অবশ্যই সেটা ভাঙা প্রেম হতনা। কি হত সেটা আমি জানিনা, তবে এটা জানি যে সেটা কি হত কেউই জানে না।

    ভাঙা প্রেমে খচ্চাও প্রচুর। বেহায়া বাঁচার নেশায় বিড়ি-সিগারেট ধরতে হয় অনেক সময়। তাতে সামাল দিতে না পারলে গাঁজা আছে, মাল আছে। মালের ঘোরে লাল চোখে চিল্লেও ওঠে অনেকে, অনেক সময়, দোতলার ছাদের কোনায় -- "শাল্লা, মালটাকে তুলতে পারলে...' কার্নিসে বসা লক্ষ্মী প্যাঁচাটার সম্বিত ফেরে, ঝট্‌পটিয়ে গা ঝাড়া দিয়ে ওড়ে।

    এগুলো ডাইরেক্ট খচ্চা। ইন্ডাইরেক্টও আছে। ক্যারামবোর্ডের উপর ঝুঁকে পড়ে ফুলের মত করে সাজান ঘুঁটিগুলোকে দুই করতল দিয়ে কোনের পকেটের দিকে তাক করতে করতে হঠাত ফুলটাকে প্রাচীন ভালবাসা বলে মনে হয়। এক্ষুনি এটাও ভেঙে তছ্‌নছ্‌ হয়ে যাবে ভেবে দু-ফোঁটা জল, চোখ থেকেই বোধহয়, বোর্ডের উপর পড়ে। পুরোনো বোর্ডের প্লাই ফুলে যায় সামান্য। - "এবার সারানোর সময় একটু বেসি্‌ দিস্‌, গেলবার তো ঠেকাস্‌ইনি কিচু'।

    স্বপ্নের সংখ্যা রাতারাতি কমে আসে। ক্রমবর্ধমান বিনিদ্র রাত আর পরীক্ষায় প্রাপ্ত ক্রমহ্রাসমান নম্বর দুটোই এর কারন। "টি' টা দুটো "আই' এর পরে না বসে মাঝখানে এসে বসে। সেখান থেকে একখানা চাকরীও হয় কখনো।

    কর্মক্ষেত্রে আড্ডাবাজেরা এটা সেটা নিয়ে ভাটান। ভাঙা প্রেম নিয়েও ভাট হয়। প্রবীণ সহকর্মী সহাস্যে বলে ওঠেন -"আমি বাপু চার নম্বর বাসটায় উঠেছিলাম শেষ পর্যন্ত। প্রথম বাসটা বেজায় সুন্দর ছিল, কিন্তু এত পিছনে লাইন, দূর থেকে দেখতে হল বাসের ছেড়ে যাওয়া। দুই নম্বরটায় উঠে তো পকেট কাটা গেল, বুইলে। সে এক কেলেংকারি। তিন নম্বরটা চলছিল ভালই, হঠাৎ কেন জানিনে গন্তব্যের আগের স্টপেজে নামিয়ে দিল। চার নম্বরটাতে না দেখেই উঠেছিলাম বটে, কিন্তু বলতে নাই, বুইলে, আজ অব্দি ভালই আছি...'
  • dipu | 121.243.161.234 | ১৩ জুন ২০০৯ ০৬:২৯416973
  • বা: বা:। আরো চলুক।
  • pi | 128.231.22.89 | ১৩ জুন ২০০৯ ০৭:১০417084
  • হ্যাঁ, হ্যাঁ, চলুক।

    কিন্তু বিড়িখোর হওয়ার পিছনে বুঝি এইসব কিস্‌সা থাকে ?
    হুম।
    তাইলে আজ ই পাকড়াতে হচ্ছে বর কে। জিগাতে হবে, আমি কত নম্বর বাস।
  • d | 117.195.33.235 | ১৩ জুন ২০০৯ ০৭:৪৬417195
  • এই ইন্টেলি খোকাটা তো দারুণ লেখে! আরেকটু হাতখুলে লেখো হে খোকা।
  • h | 203.99.212.224 | ১৩ জুন ২০০৯ ০৮:৩৬417306
  • পাই, বাঁশগত নম্বর টাও জিগায়ো ;-)
  • h | 203.99.212.224 | ১৩ জুন ২০০৯ ০৮:৪৬417339
  • কিন্তু ছেলেরা ল্যাং না খেলে মেয়েরা হাসাহাসি করবে কি নিয়ে। আর মেয়েরা দু:খ না পেলে নেকু কবি ঔপন্যাসিকরা কি ভাবে বাজে লিখবেন। ভগবান যা করেন মঙ্গলের জন্য। আ:ক:বা:।
  • Bratin | 117.194.96.10 | ১৩ জুন ২০০৯ ০৯:৩৯417350
  • প্রেম হল একটা মনের গভীর অনুভূতি। তা যে বয়েস ই হোক। ভাঙ্গা হোক বা সফল। সেই অনুভূতি কি সবার সঙ্গে শেয়ার করা যায়? সেই বহুমুল্য স্মৃতি মনের মনিকোঠা য় চির দিন থেকে যায়। শুধু মাঝে মাঝে বহুমুল্য রত্নের মত তা কে গোপনে বার করে এনে; তাতে যদি বিস্মৃতির প্রলেপ পড়ে, সেট মুছে আবার সযত্নে রেখে দিতে হয় মনের একান্ত গোপনে।
  • Arpan | 122.252.231.12 | ১৩ জুন ২০০৯ ০৯:৪৩417361
  • বা:।
  • h | 61.95.144.10 | ১৩ জুন ২০০৯ ১১:১৭417372
  • প্রেম গোপন করা আমার পক্ষে অসম্ভব। প্রেম এর মূল মজা হল সাব ভার্সন। আমাগো মরালিটির বাড়বাড়ন্ত আর সেক্সের চাপা উত্তেজনার দেশে। সাবভার্সন নিয়ে যদি মস্তি ই না করি, আর কি নিয়ে করবো।
  • pi | 69.143.119.233 | ১৩ জুন ২০০৯ ১২:০১416863
  • হ দা, হ। জিগাবো।:)
  • sayan | 115.108.25.26 | ১৩ জুন ২০০৯ ১৩:৫৬416874
  • এই স্টাইলের লেখা অনেক জমানা হল পড়ি না। ইন্টেলির তুলি (ফুলি আসে নাই তো কি (-বোর্ড)!) অক্ষয় হোক।
  • Bratin | 117.194.98.190 | ১৩ জুন ২০০৯ ১৪:৩৩416885
  • এক ই জিনিস নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ থাকতেই পারে , তাই না :-))
  • intellidiot | 220.225.245.130 | ১৬ জুন ২০০৯ ১১:৩৮416896
  • বা:, এই টইটা ডুবে গিয়েছিল বলে দেখতেই পাইনি জনতা কত ভাল বলেছেন। খুব ভাল লাগছে, ইনফ্যাক্ট, ভিতর ভিতর বার খেয়ে যাচ্ছি কেমন একটা :-)

    আর একটা কথা। কি ছড়ানো ছড়িয়েছি। এটা একটা নাটকের টই। রাত্রে ঘুমের ঘোরে "স আ হ বি' তে দেখে হরহর করে লিখে ফেলেছিলাম। কেলেংকারি )-:
  • hm | 69.250.188.49 | ২৬ আগস্ট ২০০৯ ০৭:১৬416907
  • bhanga prem jokhon abr notun kore net er maddhome ase tokhon manush ki korbe r na korbe bhebe paye na...ajker jug e net e name diye search korlai jake khujchi tar thik thak profile thakle kauke na janiye ki sundor jogajog sthapon kora jaye tai na?
  • pi | 128.231.22.89 | ২৬ আগস্ট ২০০৯ ০৭:২৫416918
  • হুম।
  • teman keu na | 122.161.164.206 | ২৬ আগস্ট ২০০৯ ১২:৫০416929
  • প্রেম যখন আস্ত থাকে তখন হৃদয়ের এক কোণে বেশ মৌরসীপাট্টা গেড়ে বসে থাকে, কিন্তু যখন ভাঙে তখন ধারালো প্রেম কুচি ছড়িয়ে যায় মনে ও শরীরে ইতিউতি। পাশ ফিরলে যন্ত্রণা, মাথা তুললে যন্ত্রণা, মেঘ করলে যন্ত্রণা, আর সবথেকে বেশি যন্ত্রণা আর কোনো হাসিমুখ জোড়া দেখলে। চলার পথে প্রেম যে একবারই ভাঙে তাও তো না। বার বার ভাঙতে থাকে কারো কারো ক্ষেত্রে। তখন আরো যন্ত্রণা। প্রতিটি ভাঙনের পর এক মুঠো প্রেমকুচি হরিরলুঠের মত ছড়িয়ে গেল মস্তিস্ক থেকে হাতের পাতা, আঙুল, চিবুকের টোল অবধি। কোনো মানে হয়??
    এর পরেও প্রেম আসে, আবার আসে। কখোনো সদর্পে, কখোনো চুপিপায়ে...
  • Samik | 219.64.11.35 | ২৬ আগস্ট ২০০৯ ১৬:৫৬416940
  • আরেকটি গল্পের সূচনা?
  • vikram | 193.120.76.238 | ২৬ আগস্ট ২০০৯ ১৭:৪৪416951
  • তারপরে লোকে মদ ফদ খেয়ে পুরনো প্রেমের গল্প বলতে শুরু করে - কি কেস - ঘন্টার পর ঘন্টা - প্রথমবারে লোকে হেবি খুশি হয় - তারপরে লোকে বদ খাওয়াতেই চায় না গল্প শুরু হবার ভয়ে - কিন্তু ভাঙা প্রেম সেলোটেপের মতো আটকে আঁকড়ে থাকে - বলতেই হবে - তখন কিচাইন অবস্থা...
  • teman keu na | 122.161.164.206 | ২৬ আগস্ট ২০০৯ ১৭:৫০416962
  • আর তাপ্পর লোকে মদ, বন্ধু, খাওয়া, বলা এসবের তোয়াক্কা না রেখে টইয়ের থ্রেড খুঁজে খাগের কলম গুছিয়ে বসে, বলবই.. বলবই বলব :-) (যেমন আমি)
    ইস্‌স্‌স্‌স, আমার কত্ত কত্ত কুচির গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে ...
  • vikram | 193.120.76.238 | ২৬ আগস্ট ২০০৯ ১৮:০৩416974
  • খাগের কলমে ভালো লেখা পড়ে না
  • teman keu na | 122.161.164.206 | ২৬ আগস্ট ২০০৯ ১৮:২১416985
  • আহা, ওটা তো, মানে প্রেমের ইয়ে বোঝাতে। চোখের জলে কাজল মিশিয়ে কালি তৈরী হলে তাতে খাগের কলম চুবিয়ে পাশে রেখে কিবোর্ডে দশ আঙুলে টকটকিয়ে টই-তে লেখা। এও কি বুঝিয়ে দিতে হবে!!
  • Samik | 8.4.8.12 | ২৬ আগস্ট ২০০৯ ১৯:১১416996
  • করজোড়ে দুজনারে করি অনুনয়
    শুরু হোক ল্যাখালেখি, আর দেরি নয় ...
  • te ke na | 122.161.164.206 | ২৬ আগস্ট ২০০৯ ২০:৫০417007
  • শমিক, এখানের জন্য লেখাটা ভুল করে বর্ণপরিচয়ে চলে গেছে। সম্ভবত: ঐটার থেকে লেখার উইন্ডো ক্লিক করেছিলাম। প্রচন্ড লজ্জিত, তাই আর এখানে ওটাকে লিখতে ভরসা পেলাম না
  • nidhiram | 219.64.148.55 | ২৬ আগস্ট ২০০৯ ২১:২৯417018
  • ammosunibopremergoppo--nanabhangapremergoppo---
  • teman keu na | 122.252.231.12 | ২৬ আগস্ট ২০০৯ ২১:৩৭417029
  • প্রেম :.5

    আমি ও বিভাস-

    টিউশন পড়তে যাই আমি আর মৌসুমী। রাস্তায় পড়ে দেবীগড়ের মাঠ। মাঠে জটলা করে বিভাস আর তার বন্ধুরা। যাওয়ার সময় বিকেল নামে। তখন সিজন অনুযায়ী ফুটবল / ক্রিকেট খেলা চলে মাঠে। মাঠের পাশদিয়ে কিছুদিন যেতে যেতে লক্ষ্য করলাম আমাদের দেখলেই জনে জনে "বিভাআআআস, অ্যাই বিভাআআআআস" বলে চেঁচাতে থাকে। ফিরি সন্ধ্যের সময়। তখন ওরা মাঠের পাশের বাড়ির রকে গুলতানি (কখন পড়াশুনো করত কে জানে!) তখোনো ঐ, বিভাসকে ডাকাডাকি। কখোনো কিশোরের গান দু চার লাইন। বুঝতাম আমি কিংবা মৌ, যে কোনো একজন বিভাসের ব্যথা, কিন্তু কোনজন? এই সময়ে মৌ-এর পক্স হল। ২০ দিন কামাই। বিভাসকে ডাকাডাকি কিন্তু বন্ধ হয় নি। বুঝলাম "সে আমি, সে তো আমিই"। বিভাস কিন্তু কখোনো কিচ্ছু বলে নি। শুধু চোখে চোখ পড়লে লাজুক হাসত (আমিও)। পুজো এলো। বেশ কায়দার হাই হিল কিনেছি। মৌ তখোনো মামারবাড়ি থেকে ফেরেনি। পড়তে গেছি একা। ফেরার সময় ওরা যথারীতি রকে। আমিও হিল পড়ে হিলহিলিয়ে ওদের পার হচ্ছি। বিরোধী স্ট্রীটলাইটের অনুঙ্কÄল আলোতে খেয়ালই করিনি যে প্যান্ডেল খোলা দড়িদড়া পড়ে আছে এদিকওদিক। তাদের মধ্যেই একজন আমার হিলের প্রেমে পড়ে জড়িয়ে ধরলেন আর আমি সপাটে আছাড়। পড়ার পরে বুঝলাম পড়ে যাওয়ায় যতটা লজ্জা করছে উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে তার থেকেও বেশি লজ্জা করবে। হাঁটু ছড়ে গেছে, সালোয়ার ছিঁড়েছে, বেশ খানিক রক্ত আর তার সঙ্গে বুড়ো আঙুলের নখটিও মায়া কাটাচ্ছে। ওদের মধ্যেই কয়েকজন দৌড়ে এল। একজন হেল্প করল উঠে দাঁড়াতে, একজন জল, আর একজন রিক্সা নিয়ে রেডি। এতকিছু হচ্ছে, বিভাস কিন্তু রকের সামনেই দাঁড়িয়ে ...
  • te ke na | 122.161.164.206 | ২৬ আগস্ট ২০০৯ ২৩:০০417040
  • খুব অভিমান হল। কিন্তু তার থেকেও বেশি হল লজ্জা আর হাঁটুর ব্যথা। দুদিন পরে আবার পড়তে যাওয়া। মৌ ফিরে এসেছে। পড়তে যাচ্ছি। তারাও নিজেদের জায়গায়, কিন্তু নাম ধরে ডাকাডাকি নেই। কেউ একটা গান গাইল কয়েক লাইন, আমরা মাঠ পেরিয়ে গেলাম। মৌকে যেতে যেতে বলছিলাম পুরো গল্পটা। গম্ভীর হয়ে শুনে মন্তব্য করল "এই জন্যেই হিল ফিল কিনতে বারণ করে মা"। ফেরার পথে সেদিন একটু বেশি সন্ধ্যে হয়ে গেছে। দুর থেকে দেখলাম জটলাটা একটু ছোটো। আমরা দুজনে মাথা নিচু করে পেরিয়ে গেলাম (কেন জানি ওদের পেরোনোর সময় আমরা চুপ করে যেতাম), এমন সময় পেছন থেকে "excuse me। ঘুরে তাকিয়েছি, বিভাস (আহ্‌হ্‌হ, আজও কি ভালোলাগে ভাবলেই)। মৌ আমার থেকে বেশি ডাকাবুকো। ঘুরে দাঁড়িয়ে বলল "কি বলছেন?" বিভাস মৌয়ের দিকেই এগিয়ে গেল দুপা, তারপর একটা ছোটো খাম ওর হাতে দিয়ে বলল "এটা ওকে একটু দিয়ে দেবে?"
    "কাকে?"
    "ওকে"
    "আচ্ছা"
    মৌ এসে আমার হাতে খামটা দিয়ে বলল "এই নে, তোকে দিল"
    নিলাম, ইংলিশ টেক্সট বুকের ভেতরে গুঁজতে যাচ্ছি, মৌ বলল "আরে, দ্যাখ কি লিখেছে!"
    "এখানে পড়া যাবে নাকি? এই অন্ধকারে?"
    "তাহলে তোদের বাড়ি যাই, গিয়ে দেখব একসঙ্গে" (কি নাছোরবান্দা!)
    "না, কাল সকালে আসিস বরং। এখন গিয়ে আমি দেখে রেখে দেব"
    মৌ বোধহয় অভিমানেই একটু তাড়াতাড়ি হাঁটতে লাগল।
    বাড়ি গিয়ে চিঠি খুলে দেখি মাত্র এক লাইন - "শুভ বিজয়া। ব্যথা কমেছে?"
    এদ্দিন ধরে তাকানোর পরে এই চিঠি? রাগ ধরে গেল। যখন পড়ে গেছি তখন তো এক পাও এগোও নি, এখন লুকিয়ে জানতে আসা হল ব্যথা কমেছে কিনা! বয়ে গেছে বলতে আমার। পরের দিন মৌ এসে চিঠিটা দেখে বলল উত্তর দিবি না? বললাম না। এর আবার উত্তরের কি আছে? দেখতেই তো পাচ্ছে হেঁটে যাচ্ছি আসছি। ব্যথা থাকলে কি হাঁটতাম? আর না কমলে ও কি পাল্কি নিয়ে আসবে?"
    মৌ উদাস চোখে বাইরে তাকিয়ে বলল "তবু তো তোকে লিখেছে। তাছাড়া শুভ বিজয়ার উত্তরে শুভ বিজয়াও বলতে পারিস। ইচ্ছা করছিল আমারও, কিন্তু লিখে তার কাছে পৌঁছব কি করে? আমি তো আর ওকে ডেকে বলতে পারব না এই নাও তোমার চিঠির উত্তর :-(
    পরের দিন পড়তে যাওয়ার সময় বিভাসকে দেখলাম না। ফেরার সময় দেখি উল্টোদিক থেকে সাইকেল চালিয়া আসছে। মৌ বলল নির্ঘাত তোর সঙ্গে কথা বলতে আসছে। বলতেই পারি কথা। নিজের পাড়ায় তো ছেলেদের সঙ্গে খেলেছি ক্লাস নাইন অবধিই। ওর সঙ্গে কথা বলছি কেউ দেখলেও কিছুই মনে করার নেই। সবই জানি। কিন্তু ঐ যে ঠাকুরঘর আর কলার গল্প। খালি মনে হচ্ছে চেনা কেউ দেখে যদি! আমাদের উ: কলকাতার বাড়িতে পাড়াটাও বাড়ির মধ্যেই পড়ত তখোনো। পাশের বাড়ির মুস্তাফি দিদু ফিরতে রাত হয়েছে দেখলে বারান্দা থেকেই বকে দিতেন "এত রাত অবধি বাইরে কেন? পড়াশুনো নেই?" কাকু কাকিমারাও বেশ অবাধে বকাবকি করত দেখতাম। তাদের মধ্যে কেউ যদি দেখে! বিভাস মুখোমুখি এসে সাইকেলটা আস্তে করল। আমি তাকাতেই একটু হেসে প্যাডেলে চাপ। কোনো মানে হয়! মৌ বলল, ও ভেবেছিল তুই চিঠির উত্তর আনবি। ইস্‌স্‌স্‌স, আনলেই হত। আচ্ছা, পরের দিন ঠিক আনবই। ভাবতে ভাবতে বাড়ি গেলাম.......
  • samik | 122.162.236.120 | ২৬ আগস্ট ২০০৯ ২৩:৩৬417051
  • আমি মাইরি কাউকে কোনোদিন চিঠি দিয়ে উঠতে পারলাম না। চিঠি পেলামও না তাই।
  • teman keu na | 122.161.164.206 | ২৬ আগস্ট ২০০৯ ২৩:৪৩417062
  • লজ্জিত ও ব্যথিত নারীর কানের গোড়ায় যে ঢিচক্যাঁও করে পিস্তলে ফুঁ দেয়, তার চিঠি পাওয়ার ভাগ্য যে নেই সে আর বলার অপেক্ষা রাখে না, হু: :-(
  • Tim | 198.82.26.75 | ২৬ আগস্ট ২০০৯ ২৩:৪৮417073
  • ঠিক।
    তএ -ত নয় -তা :-)
  • teman keu na | 122.161.164.206 | ২৬ আগস্ট ২০০৯ ২৩:৫০417085
  • এখন নাকি তা দেওয়া ব্যাকডেটেড বলে গণ্য হয়! :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন