এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ভাঙা প্রেম

    Paramita
    নাটক | ১৩ জুন ২০০৯ | ৩৬২৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Paramita | 63.82.71.141 | ২৮ আগস্ট ২০০৯ ২২:২৭416887
  • শরৎকুমার না সুধীন দত্ত?
  • Paramita | 63.82.71.141 | ২৮ আগস্ট ২০০৯ ২২:২৮416888
  • সরি, আমি কবতের লাইনটা দেখি নি। শুধু দ্বিধাথরোথরো শব্দটা দেখেই আগের পোস্টটা করেছিলাম..
  • rokeyaa | 203.110.243.21 | ২৮ আগস্ট ২০০৯ ২৩:০৩416889
  • "দ্বিধাথরোথরো অমরাবতী' মানে বুঝিনি। এট্টুস হিন্টস চাই।
  • sahana | 117.254.95.20 | ২৮ আগস্ট ২০০৯ ২৩:৪৭416890
  • একটি কথার দ্বিধা থরথরচূড়ে
    ভর করেছিল সাতটি অমরাবতী
    একটি নিমেষ দাঁড়ালো সরণী জুড়ে
    থামিল কালের চিরচঞ্চল গতি

    .....

    সে ভুলে ভুলুক কোটি মন্বন্তরে
    আমি কভু ভুলিবনা কভু ভুলিবনা

    এমনই ছিল মনে হয়।

    সুধীন দত্তের শ্রেষ্ঠ কবিতা তে আছে। "শাশ্বতী'।
  • rimi | 168.26.215.135 | ২৯ আগস্ট ২০০৯ ০২:১৩416891
  • ইশ্‌শ এই চমৎকার প্রেমটা শুধুমাত্র "মা বাপী মেনে নেবে না" এই তুচ্ছ কারণে যেন শেষ না হয়!!!!!

  • anonymous | 202.3.217.125 | ২৯ আগস্ট ২০০৯ ০২:৪৪416892
  • এই তেকেনা, পারোলিন, পিপি, শ্রাবণী, যোষিতা, টিম .. আরও অনেকেই.. এদের লেখার ভেতরের চিন্তাগুলো এতো সুন্দর চাপা দেওয়া থাকে যে মনে হয় ঠিক যেন এভাবেই সাজিয়ে কথাগুলো বিনাচেষ্টায় মন থেকে উঠে সোজা আঙুলের ডগায় চলে এসেছে :-)
  • h | 61.95.144.10 | ২৯ আগস্ট ২০০৯ ০৫:৪৫416893
  • এইটা একেবারে ঠিক বলেচে।
  • Santanu | 82.112.6.2 | ২৯ আগস্ট ২০০৯ ০৮:৫০416894
  • দুদিন আগেই এই রকম একটা তুচ্ছ কারণে, আমাদের চেনা একটি ক্লাস টেনের মেয়ের এরকম একটা চমৎকার প্রেম ভোগে চলে যাবো যাবো হয়েছে।
  • lcm | 69.236.191.143 | ২৯ আগস্ট ২০০৯ ০৯:৫৫416895
  • নাম দিতে হবে ... এই আখ্যানের...
    তেকোনা-র ভার্শান: "কত কি রয়েছে লেখা তোকোনার কাজলে'
    বিভাসের ভার্শান: "বিভাস ঘরে ফেরে নাই'

  • Samik | 122.162.236.107 | ২৯ আগস্ট ২০০৯ ১০:৩৭416897
  • অ্যানোনিমাসের সাথে একমত। একেবারে এফর্টলেসলি যেন বেরোয় লেখাগুলো এদের কীবোর্ড থেকে, মনে হয়। আর মনে হয়, আমি কেন এরকম লিখতে পারি না?
  • omnath | 117.194.193.135 | ৩০ আগস্ট ২০০৯ ০১:৩৫416898
  • আচ্ছা, ইত্যাদি রোমান্টিকতার মধ্যে আমার একটু মেটেরিয়াল কোশ্নো, তেকোনার বাড়িতে ইন্দ্রজাল কমিকস গুনো কি এখোনো রয়েছে? জানা যাবে?
  • pinaki | 131.151.102.250 | ৩০ আগস্ট ২০০৯ ০৬:৩২416899
  • কিন্তু কলম্বাস থেকে বিভাসের ভার্সানটা তো এখনও পাওয়া গেল না। ;-)
  • Abhyu | 97.81.101.38 | ৩০ আগস্ট ২০০৯ ০৭:২০416900
  • কলম্বাস থেকে বিভাস !!! এই পিনাকি কি আমার পুরোনো রুমমেট না কি??
  • pinaki | 131.151.102.250 | ৩০ আগস্ট ২০০৯ ০৮:১১416901
  • আরে না না। গুলায়ে ফ্যালসেন।
  • intellidiot | 59.164.3.143 | ৩০ আগস্ট ২০০৯ ২৩:০৫416902
  • তেকেনার জন্য তুলে দিলাম :-)
  • Samik | 122.162.236.44 | ৩০ আগস্ট ২০০৯ ২৩:১৬416903
  • এবার তেকোনাকেও কি তুলতে হবে?
  • teman keu na | 122.162.42.242 | ৩১ আগস্ট ২০০৯ ০৩:১৬416904
  • বাড়ি ফিরে দেখি ছোটোপিসিরা এসেছে। যাক, দেরীর জন্য বকুনি খেতে হলো না। রোল অবশ্য ভাগ করতে হল কেটে কেটে। রাবড়ি এনেছিল বাপী (আমার প্রিয় খুউউব)। সবাই গল্পগুজব করছে নিচে কিন্তু আমার খুব ইচ্ছা করছিল একা একা ছাদে মাদুর পেতে শুয়ে শুয়ে আকাশ দেখতে, ভাবতে। আজ অনেক্ষণ কথা বলেছি ওর সাথে। এত বেশি সময় ধরে ওকে দেখিই নি আগে কখোনো। মনে হচ্ছিল ঐ দেখাটা চোখের মধ্যে থাক, ঐ কথাগুলো কানের মধ্যে থাকুক। আর কোনো ছবি, কোনো কথা যেন আজ আমায় ডিস্টার্ব না করে। মায়েদের গল্পের মাঝে আমি চুপচাপ ছাদে উঠে গেলাম। আহ্‌হ্‌হ্‌হ, কি শান্তি... হাওয়া দিচ্ছিল তখনও। চাঁদের গায়ে মেঘ লেগেছে কিন্তু চারপাশ দিয়ে আলোটা আবছা চুঁইয়ে গেছে খানিক। বৃষ্টি হোক, আজ বৃষ্টি হোক খুব। অনেক গান শুনি, অথবা কিচ্ছু না করে উপুড় হয়ে বালিশে মুখ গুঁজে ভাবি তাকে। কথা বলতে বলতে চুলের মধ্যে দিয়ে আঙুল চালানো, বার বার অন্যদিকে তাকানো, সব রিপিট টেলিকাস্ট হয়ে যাক সারারাত ধরে মনের মধ্যে যাতে চোখ বন্ধ করেও দেখতে পাই আমি ওর অভ্যেস, ওর চাউনি, ওর সবটুকু..... সড়কতি জায়ে হ্যায় রুখসে নকাব আহিস্তা আহিস্তা.... নিকলতা আ রহা হ্যায় আফতাফ আহিস্তা আহিস্তা.... পাশে মুখার্জী জেঠুদের বাড়ির ভাড়াটেদের মধ্যে কেউ তাদের পুঁচকেকে পেটাচ্ছে। খুব জোরে কাঁদছে বাচ্ছাটা। সেটাও বিরক্তিকর লাগছেনা না আমার। এই তবে প্রেম? শুধু একটু কথা বলতে পারলেই দুনিয়ার সব বিরক্তিকে উপেক্ষা করা যায়! বেশ ভালো তো! :-)
    ভয় আর ভালোলাগা মিলেমিশে একদম নতুন এক অনুভূতির মধ্যে দুলতে দুলতে ঘুমোলাম আমি আর ঘুম ভাঙল এক বিশ্রী স্বপ্নের ঘোরে। এমন স্বপ্ন কি করে দেখলাম!! প্রথমে দেখছিলাম আমি আর বিভাস গল্প করছি দুটো পাথরের ওপর বসে। কোন জায়গা কে জানে। আমি কখোনো গেছি বলে মনে হল না। কি কথা বলছিলাম তাও মনে পড়ল না জেগে গিয়ে, কিন্তু যা মনে পড়ল তা ভয়ানক। গল্প করতে করতে হঠাৎ বিভাস মুখ ঘুরিয়ে তাকালো আমার দিকে আর তখনই আমি দেখম বিভাস নয়! সৌরভের সঙ্গে বসে আছি আমি, আর একগালে টোল ফেলে হাসতে হাসতে সে বলছে আমায় আপনি খুব সুন্দর গান করেন ... এ একটা স্বপ্ন হল??? মানছি খুব মিষ্টি লাগে ওর হাসি, মানছি ওর আমার সঙ্গে হাঁটতে হাঁটতে গানের কথা তোলা ভালো লেগেছিল আমার কিন্তু ওকে তো লাগে নি ভালো। আমি তো বিভাসকে... উ: কি অপরাধ বোধ! বিভাস যদি জানতে পারে! কি খারাপই না ভাববে আমায় (অবোধ বালিকা চারটে চিঠি, চারবার তাকানো আর চার আনার কথা বলার পরেই সব গোপনীয়তা তার হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত :-) )। ভোর হয়ে আসছে। আমি খানিক এপাশ ও পাশ করে উঠে পড়লাম। বোন অঘোরে ঘুমোচ্ছে। উঠে আমায় পাশে না দেখে খুব হতাশ হবে। আমাদের নিয়ম হল যে দেরীতে উঠবে সে মশারী পাট করবে। মা নির্ঘাত আমাদের সকালে সকাল ঘুম থেকে তোলার জন্যই এরকম স্ট্র্যাটেজি নিয়েছে। পরীক্ষা হয়ে থেকে আমি রোজ পাট করছি। আজ ওকে করতে হবে। বেচারা :-)
    ভোরের মুখ খুব শান্ত সুন্দর লাগছে এখন। এইরকম সময় গান নিয়ে বসা ছাড়া আর কিছু করার থাকে না। আহির ভৈরব গাইছিলো পিসিমনি আগের দিন। একা থাকলে কখোনো কখোনো গায় নিজেই একটানা আর আমি শুনি। আমার গলার থেকে কানই বেশি কাজ করে ক্লাসে। জানি পারব না গাইতে ওভাবে তবু মনে হল বসি একটু, চেষ্টা করি। মাথার মধ্যে ঢুকে যাওয়া ঐ স্বপ্নটাকেও এড়াতে চাইছি। কি বিচ্ছিরি স্বপ্ন! বিভাস যদি কখোনো শোনে....(এতবার এটা মাথায় আসছিল কিন্তু আমি না বললে সে শুনবে কি করে সেটা ভাবছিলাম না).. হারমোনিয়ামের বাক্সটা খুলতে খুলতেই মাথার মধ্যে ঘুরতে থাকা আহির ভৈরব, বিভাস, স্বপ্নের মধ্যে টোলহাসিকে দেখার অপরাধবোধ সবকিছুকে ছাপিয়ে মায়ের গলা খুব কাছে শুনতে পেলাম "সর আমি বার করে দিচ্ছি"। আঁতকে উঠে পাশে তাকিয়েছি "তুমি উঠে পড়েছ?'
    হ্যাঁ, তুই মশারী তুলে বেরোচ্ছিস দেখলাম। বারান্দায় বসলি দেখেই উঠে পড়লাম আমিও। সর, আমি বার করে দিচ্ছি...
    সব্বনাশ! ওর নিচেই তো চিঠিগুলো! নরমসরম ভোরকে খানখান করে আমি সপাটে মিথ্যে ছুঁড়লাম "না, বার কোরো না, গাইতে ইচ্ছে করছে না, খাতাটা বার করছিলাম"
    "খাতা বার করে কি করবি?"
    "এমনিই। কিছু করব না। ইচ্ছে করল গানগুলো দেখতে"
    "ও আচ্ছা, তাহলে বারান্দায় বোস, আমি চা বসিয়ে আসি। তুই খাবি চা? বেশি করে দুধ দিয়ে করে দিচ্ছি"।
    "হ্যাঁ, করো। খাবো।"

    বদলে যাচ্ছে চারপাশ। ছোটোবেলার সব বন্ধুরা ছিটিয়ে যাচ্ছে এদিক ওদিক। কে কোন সাবজেক্ট নেবে সেই নিয়ে লড়ছে। ইউনিফর্মের দিন শেষ হল অনেকেরই। এটা বেশ বুঝতে পারছি যে আর আমরা আমরা থাকছি না। বাথরুমটা খুব প্রিয় জায়গা হয়ে উঠছে। আর এসবের মধ্যেই আমার মৌকে মনে পড়ছে। আমি যাইনা আর ওর বাড়ি। মা দুদিন বলল মৌয়ের খবর কি রে? দেখছি না কদিন। বললাম বিজি আছে হয়ত। ও এসেছিল রেজাল্ট বেরোনোর পর। আমি বাড়ি ছিলাম না। মাকে প্রণাম করে পায়েস খেয়ে গেছে। আমাদের স্কুলে নাকি ভর্তি হবে বলে গেছে। আমি তো স্কুল ছাড়ছি। পছন্দের কম্বিনেশন নেই স্কুলে। কাজরী এল নেমন্তন্ন করতে "রোববার আসিস, মা রান্না করে রাখবে সকলের জন্য। বন্ধুদের কয়েকজনকে ডাকছি। আবার কবে দেখা হবে জানিনা...."
    "বা রে! বছরে একবার তো আসবিই। আসবি না?"
    'কে জানে। কিন্তু দেখিস, আসবই হায়ার সেকেন্ডারীর পর। তোরা সবাই কেমন এখানে একসঙ্গে...'
    "একসঙ্গে আর কই? মনে হয় আমি আর মিতালী হয়ত একজায়গায় যাবো'
    "এই তুই বলেছিলিস বিভাসকে?"
    "হুঁ" আমি ঝলমলিয়ে গেলাম "বলেছি। দেখা হয়েছে।"
    "কি বলেছিস? মুখে বললি না চিঠিতে?"
    হেসে ফেললাম আমি "ধুত, বলেছি মানে বলেছি ওর চিঠিগুলো আগে পাইনি আমি। আর এমনি কথা হয়েছে, কোথায় ভর্তি, কি পড়ব, এই সব"
    "ও। আবার কবে দেখা করবি?"
    "দেখা করব আবার কি? দেখা হয়ে যাবে ওদিকে গেলে। আগে থেকে কি করে জানব?"
    "মানে? তোরা অ্যাপো করছিস না?" আকাশ থেকে পড়ল কাজরী। "কি ট্যালারে তোরা? দেখা হয়ে যাবে কি? কোথায় দেখা হয়?"
    বম্বে যাওয়ার আগে ক্যাবলা বন্ধুকে বেশ জমিয়ে প্রেমপাঠ দিতে বসে গেল :-) "কবার দেখা হয়েছে?'
    বললাম। শুনতে শুনতে হতাশা আর বিরক্তি মিশিয়ে অদ্ভুত বেজার হতে থাকল ওর টুসটুসে ব্রণওয়ালা ফরসা মুখটা
    "তারপর? তুই চলে গেলি কথা বলে, এর পরে আর দেখা কবে হবেটবে কিছু না ঠিক করেই?"
    "হ্যাঁ। আমি জিজ্ঞেস করবই বা কি করে? (তোর মতো অতো গায়ে পড়া আমার আসে না :-( )
    "হুঁ। বিভাসও বলল না আবার কবে দেখা হবে?"
    "না তো। কিছু বলে নি"
    কাজরী যতটা পারল সিরিয়াস মুখ করে খানিকটা নখ চিবিয়ে নিয়ে উঠে পড়ল "যাক। তোদের ব্যাপার তোরা বুঝবি। তবে মনে হয় ওর তোর ওপর তেমন কিছু নেই। থাকলে দেখা করার জন্য আগ্রহ দেখাত'
    খুব রাগ হয়ে গেল আমার। তুই কি জানিস তাকে? তোদের মত এঁটো না খেলেই কি প্রেম হয় না নাকি? কিছু বললাম না যদিও। এই সব সময় মৌয়ের কথা মনে পড়ে আমার। একজন সত্যিকারের বন্ধুও কি নেই আমার??

    ফর্ম তোলা চলছে আমাদের। রোজ বেরোচ্ছি আমি মিতালী আর শ্বেতা। পাবলিক বাসে চড়া শিখছি। "আস্তে লেডিইইস" শুনছি যেতে আসতে :-) (এটা শুনলেই বেশ একটা ইয়ে ইয়ে ভাব আসত, লেডিস হয়েছি :-) উ:), শিখছি ফোল্ডারকে ঢাল হিসেবে ব্যবহার করার কায়দা কানুন। একদিন শ্বেতা আমাদের বলল ওর মামাতো দাদার গল্প। খুব নাকি ভালো বাঁশি বাজায় সে। আর খুব ভালোবাসে শ্বেতাকে। শ্বেতাও বাসে। অ্যাঁ?? মামাতো দাদা? নিজের? কি বলিস?
    হুঁ, জানি তোরা খারাপ ভাবছিস। কিন্তু ও খুব ভালো রে (এই "ও" খুব ভালো কথাটা বহুবার শুনেছি জীবনে :-))।
    দাদার কথা বলতে বলতে বিভোর হয়ে গেল শ্বেতা। কেমন ওদের মা বাবাকে লুকিয়ে ওরা চিঠি দেওয়া নেওয়া করে বইয়ের মধ্যে, একদিন চিঠি না পেলেই শ্বেতার "ও" কি অভিমান যে করে! সে ভাঙাতে শ্বেতাকে কতো কিছু যে করতে হয় (শুনে আমি মুগ্‌ধ হয়ে যাচ্ছিলাম যদিও শিখছিলাম না, কারণ অত বুকের পাটা ছিল না আমার)
    "জানিস, 'ও' আমায় দুদিন না দেখতে পেলে বোধহয় পাগল হয়ে যাবে' শুনেই আমি থমকে গেলাম। দেখেছ? সবাই পাগল হয় না দেখা হলে। এক বিভাসই না দেখা হলেও পাগল হতে পারে না :-( এরকম পাগল হতে অক্ষম টাইপের প্রেমিক জুটল আমার!! জাকগে, সবাই কি সব পায়?
    শ্যামবাজারের ক্যাসেটের দোকানের সামনে দিয়ে হাঁটছিলাম আমরা। সুমন গাইছেন "বহুদূর হেঁটে এসে তোমাকে চাই.. এ জীবন ভালোবেসে তোমাকে চাই........" আমরা হাঁটছি ট্রামডিপোর দিকে, চুপচাপ। উনি একটানা গেয়ে চলেছেন "অনুরোধে, মিনতিতে তোমাকে চাই.. বেদনার আর্তিতে তোমাকে চাই...দাবীদাওয়া চাহিদায় তোমাকে চাই...লজ্জা দ্বিধায় আমি তোমাকে চাই..." আমরা কথাগুলো বসিয়ে নিচ্ছি যে যার পছন্দের 'ও'র গলায়। মিতালী ভাবছে সৌম্য গাইছে, আমি ভাবছি বিভাস, শ্বেতাও.. আকাশ বাতাস ছুঁয়ে তোমাকে চাইইই তোমাকে চাইইই শুনিয়ে শুনিয়ে সুমন আমাদেরকে এক অদ্ভুত মোহময়তার মায়াজালে জড়িয়ে দিচ্ছেন ধীরে ধীরে।

    ট্রামডিপোর সামনে আলুকাবলিওয়ালার থেকে পছন্দমতো টক, ঝাল, একস্ট্রা আলু, তার ওপরে ফাউ ইত্যাদি আদায় করে ঠোঙা নিয়ে ট্রামে উঠলাম। ভীড় নেই মোট্টেই। সামনের একদম মাথার দিকে একজোড়া শালিখ (এটা খুব চলত আমাদের মধ্যে, জুটি দেখলেই) আর পিছনে টানা বেঞ্চে ফ্যানের নিচে আয়েস করে আমরা তিনজন। গল্প করতে করতে আঙুলের ফাঁক চেটে তেঁতুলঝোল টানছি, হেঁচকি শুরু হয়ে গেল আমার ঝালের চোটে, এমন সময় "দাদা, টিকিট" শুনে ঘাড় ঘোরাল জোড়া শালিখের একজন আর আমি ফ্রিজ হয়ে গেলাম...........
  • intellidiot | 59.164.3.143 | ৩১ আগস্ট ২০০৯ ০৩:২৬416905
  • এ:, এও তো রাতজাগা পাবলিক... :-)
  • nitai | 66.57.226.145 | ৩১ আগস্ট ২০০৯ ০৬:৪০416906
  • তেকোনার জবাব নেই। মাঝখনে গ্যাপ পড়ে গেছিলো, আজ কে ব্যাকলগ ক্লিয়ার করলাম। পুরো এডিকশান পর্যায়ে চলে গেছে!
    এই মেগা-উপাখ্যান এর ফাঁকে ফাঁকে কিছু হাল্কা স্পেকুলেশান গেম চালু হোক।
    যেমন আপনরা কি মনে করেন 'গালে টোল' ফিউচারে বিভাসের সিরিয়াস প্রতিদ্বন্দী হয়ে উঠবে? মউ পরে কি কি ব্যাগড়া দিতে পারে? এরকম আর কি। তেকোনার মোবাইল জানা থাকলে sms করে জবাব পাঠান, না তো এখানেই মতামত দিন। সঠিক উত্তরদাতাদের জন্য আছে প্রাইজ।
    প্রথম পুরষ্কার-- exclusivelyবিভাস ও তেকোনার সাথে আপনার এবং আপনার 'ও'র সান্ধ্যভোজের আমন্ত্রন।
    স্থান : তেকোনর পাড়ার চায়ের দোকান । 'ও' না থাকলে তেকোনা ই খাবার পর আপনার মুখ মুছে দেবে । দ্বিতীয় পুরষ্কার: মেয়েদের জন্য, 'গালে টোল' এর সাথে দিনব্যাপী উত্তর কলকতার রিশ্‌কা ট্যুর। সান্ত্বনা পুরষ্কার, বিভাস তেকোনার সই করা প্রথম চিরকুট গুলো।
    মন দিয়ে পড়ুন আর স্পেকুলেট করুন।

  • arindam | 59.93.246.246 | ৩১ আগস্ট ২০০৯ ০৭:০৮416908
  • তেকোনা নয় "ও" চারকোনা। পুরো এক্‌ঘর মাল নামাচ্ছে।
    এখন আর চড়ব না ভীড় মেট্রোতে
    ট্রামে চড়ব, ঘুরবে চাকা ঝমরঝম
    দুজনে খুব গন্ধ নেব রেড-রোডের।
    আজ অন্তত বলিসনা
    সব গল্প শেষ
    হয়ত শুরুই হয়নি কোন রূপকথা
    ঐতো একটা একলা চেয়ার, চল বসে
    তোর নতুন লেখা পড়া খান তিনেক।
  • dipu | 59.164.98.11 | ৩১ আগস্ট ২০০৯ ০৭:১৩416909
  • নিতাই হেব্বি দিয়েচেন :-P
  • pi | 72.83.80.253 | ৩১ আগস্ট ২০০৯ ০৮:২২416910
  • হ্যাঁ, নিতাই এটা সত্যি যা-তা দিয়েছিস !

    তবে ওটা চা এর দোকান না হয়ে ফুচকার স্টল হলে বেটার হত না কি? মুখ মুছিয়ে দেবার পার্টটাও।

    তবে, একটা ব্যাপার কিন্তু বহুত না ইনসাফী হয়েছে।
    কেমন ধরেই নেওয়া হয়েছে, ছেলেরা ফার্স্ট প্রাইজ পাচ্ছে আর মেয়েরা দ্বিতীয় !
    প্রতিবাদ।
  • nitai | 66.57.226.145 | ৩১ আগস্ট ২০০৯ ০৮:৪৪416911
  • স্ট্যান্ড কারেক্টেড। ওটা ফুচকার স্টল ই হবে।
    আর ভাঙ্গা প্রেমের রিসিভিং এন্ড এ যেহেতু ছেলেদেরি বেশী দেখা যায়, তাই এইসব টই -এ ওদের স্পেকুলেটিভ পাওয়ার বেশী থকবে। কে কখন হাফ-সোল খাবে, পাতি ইন্টিঊশান দিয়ে ধরে ফেলবে। তাই ওরাই ফার্স্ট।
    এরে কয় হিস্টোরিকাল জাস্টিস।

  • rokeyaa | 203.110.243.21 | ৩১ আগস্ট ২০০৯ ০৮:৫৯416912
  • আজকের এপিসোডের পোশ্নো, যে শালিকটি মুখ ঘোরালো, সে কে?
    ক) বিভাস খ) একগালে টোল গ) মৌ ঘ) অন্য কেউ।
    উত্তর পাঠান, আর জিতে নিন আকোর্শোনিও পুরোষ্কার।
  • pi | 72.83.80.253 | ৩১ আগস্ট ২০০৯ ০৯:১৩416913
  • করোলারি পোস্নো।

    জোড়ার অন্য শালিকটি কে ?
  • pi | 72.83.80.253 | ৩১ আগস্ট ২০০৯ ০৯:১৭416914
  • অল্টারনেটিভ কোশ্চেন।

    জোড়া কারা ?

    ক) বিভাস-মৌ
    খ) গালে টোল-মৌ
    গ) কাজরী-বিভাস

  • nitai | 66.57.226.145 | ৩১ আগস্ট ২০০৯ ০৯:২৬416915
  • সঠিক উত্তর তাই ওপ্‌শান লিস্ট এ নেই। :(
    ঘ) বিভাস-গালে টোল
    :p
  • rokeyaa | 203.110.243.21 | ৩১ আগস্ট ২০০৯ ০৯:৪১416917
  • জয় নিতাই! জয় নিতাই!

    কিন্তু, এইসব খিল্লি দেখে তেকোনা মাসি আর লিখছে না :(
  • pi | 72.83.80.253 | ৩১ আগস্ট ২০০৯ ০৯:৪১416916
  • :D

    কিন্তু নিতাই আবার কেমন একচোখোমি কল্লো।
    কাজরী-মৌ পসিবিলিটি টা কেমনি বাদ দিয়ে দিলো !

    তবে, ঙ) হিসেবে আমি এইটি সাজেস্ট করতে চাই।

    বিভাস-ছোট বোন।
  • nitai | 66.57.226.145 | ৩১ আগস্ট ২০০৯ ০৯:৫৮416919
  • তেকোনা মাসী হতে যাবে কেন? আমির খানের ছবি আর 'তোমাকে চাই' এর ভিত্তিতে তেকোনার মাধ্যমিক টা ৯০-৯১ এ ন্যরো দাঊন করা যায়। দিদি বলা চলে।
    তবে সেই সময় ডেফিনিটলি mushy ছিলেন।
    :p
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন