এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ভাঙা প্রেম

    Paramita
    নাটক | ১৩ জুন ২০০৯ | ৩৭২৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.26.75 | ২৬ আগস্ট ২০০৯ ২৩:৫২417096
  • তা-ই? জান্তুম না। কাগজ পড়িনা কিনা, তা-ই পিছিয়ে পড়েছি। এখন বোধয় ইনকিউবেটর ব্যাভার করা হয়। :-)

    গপ্পটা আর এগোবে না?
  • debu | 170.213.132.253 | ২৭ আগস্ট ২০০৯ ০০:২২417107
  • থামলে কেনো ? চালাও
  • teman keu na | 122.161.164.206 | ২৭ আগস্ট ২০০৯ ০০:২৩417118
  • হ্যাঁ তো :-)
    হুঁ তো :-)
  • Arpan | 122.252.231.12 | ২৭ আগস্ট ২০০৯ ০০:২৫417129
  • ব্যথিত?
    ব্যথাতুর?? :-)
  • samik | 122.162.236.120 | ২৭ আগস্ট ২০০৯ ০০:২৮417140
  • তেকোনা তাড়াতাড়ি এগোও, নইলে এক গুলিতে মাথা থেকে সব পাকাচুল উপড়ে দেব।
  • teman keu na | 122.161.164.206 | ২৭ আগস্ট ২০০৯ ০০:৩০417151
  • গান পয়েন্টে লেখাবে!!!

    ইয়ে, পিস্তলে তেল দে বোসো, ও দিন আসতে দেরী আছে :-)

    লিখছি
  • rokeyaa | 203.110.243.21 | ২৭ আগস্ট ২০০৯ ০০:৩২417162
  • ও তেকোনা মাসি, পায়ের ব্যাদ্‌না মরলো?
  • teman keu na | 122.161.164.206 | ২৭ আগস্ট ২০০৯ ০০:৩৪417173
  • :-( এমনি কল্লে বলবো না গপ্পো :-) চুক্করে বোসো আগে :-)
  • Samik | 122.162.236.120 | ২৭ আগস্ট ২০০৯ ০০:৪৫417184
  • দোহাই তোদের একটুকু চুক্কর ...
  • teman keu na | 122.161.164.206 | ২৭ আগস্ট ২০০৯ ০০:৫৭417196
  • পরের দিন স্যার খবর দিলেন উনি দিন কয়েক বিকেলের দিকে থাকবেন না, তাই সকাল সাথটায় পড়াবেন। এই প্রথম বিকেলে পড়তে না যেতে পারার কষ্ট টের পেলাম। প্রথম দিন সকালে কেউ নেই, না রকে, না মাঠে। অত সকালে থাকার কথাও না। ফেরার সময়ও কাউকে দেখলাম না। পরের দিনও তাই। তার পরের দিন মৌ এসে বলল "জানিস, বিভাসের সঙ্গে দেখা হয়েছিল। জিজ্ঞেস করল কেমন আছি, তুই কেমন আছিস"। বোঝো! আমায় দেখলে ফিক হাসি, আর মৌকে দেখে মুড়ি নিয়ে বসে গেছে। যারপরনাই বিরক্ত হয়ে বল্লাম "কথা তোর সঙ্গে বলেছে সেটা আমায় বলার কি আছে?"
    "আরে, তোর কথাই জিজ্ঞেস করছিল আসলে। পড়তে যাই না কেন আমরা তাও জিগালো। বলেছি সকালে যাচ্ছি কদিন ... তুই চিঠি লিখেছিস?"
    "না লিখিনি। লিখতে চাই ও না। বিজয়া পেরিয়ে গেছে এদ্দিনে (সত্যিই তাই হয়েছিল)"
    টেস্ট পরীক্ষা এসে গেল। খুব পড়াশুনোর ভান করছি। বেরোনো হচ্ছে না বাড়ি থেকে তেমন। এর মধ্যে একদিন সন্ধ্যের মুখে ছোটোপিসির বাড়ি যাবো বলে বেরিয়েছি। কিছুটা গিয়েই দেখি আসছেন তিনি। দেখেই বুকের মধ্যে ছিটকে গেল ঘুংরু (তখন কেমন অল্পেই ছমছমিয়ে যেতুম)। এলো ..
    কেমন আছ?
    ভালো, তুমি?
    "ভালো আছি। পরীক্ষার প্রিপারেশন চলছে?"
    "হুঁ"
    "কেমন হচ্ছে" (বোঝো!!! মেসোমশাই এলেন)
    "হচ্ছে ঠিকঠাক"
    "কি পড়বে এর পরে?"
    "দেখি"
    দুজনেই চুপ। একটু পরে -
    "কোথায় যাচ্ছ?"
    "ছোটোপিসির বাড়ি"
    "ও, আচ্ছা। আসি" - এবং প্যাডেলে পা
    আমি হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম একে প্রেম বলে? কি কথা বলে লোকে তবে এত? আমি তো কথাই খুঁজে পেলাম না। আর একজন তো কেবল পড়ার খোঁজ নিল, যেন মা ওকে আমার টিউটর ঠিক করে দিতে বলেছে। ছোটোপিসিদের কলিং বেল-এ হাত দেওয়ার আগে বুঝে গেলাম যে এখোনো তো প্রেম হয়নি, হলে অনেক কথা বলতে হয়। সে সিলেবাস নিশ্চই অন্য......

  • te ke na | 122.161.164.206 | ২৭ আগস্ট ২০০৯ ০০:৫৮417207
  • সাতটায়** ধুত
  • teman keu na | 122.161.164.206 | ২৭ আগস্ট ২০০৯ ০২:৪৮417218
  • আবার বিকেল, আবার পড়তে যাওয়া, কিন্তু ওকে দেখতাম না আর। একদিন উঙ্কÄল নামে ওদের এক বন্ধু আমি পাশ দিয়ে যাওয়ার সময় গলা উঁচিয়ে জানালো "বিভাসটা যে কবে ফিরবে! সব খালি খালি লাগছে"
    অ, তিনি নেই তার মানে। মৌ চিমটি হাসি দিলো "কি রে? মন খারাপ করছে?" উত্তর দিলাম না। মন খারাপের কি আছে? হাম উনকে হ্যায় কৌন?
    এর পর বেশ কিছুদিন দেখা হয়নি। তখনো তো এমন হাতে কানে মোবিলিটি আসে নি। চোখে চোখে বা চিরকুটে চিরকুটেই শুধু কথা হতে পারত। আমার একটু একটু মন খারাপ লাগত না তা নয়। সেটা যে আসলে মনখারাপ তা বুঝতাম না ঠিক। কেমন যেন উদাসী উদাসী হয়ে থাকতাম। চুল আঁচড়াচ্ছি তো আঁচড়াচ্ছিই, রুটি চিবোচ্ছি তো চিবোচ্ছিইই, ছাদে দাঁড়িয়ে মেঘ দেখছি তো দেখছিই। বোনকে নিয়ে বেরোতাম না কিছুতেই। যদি দেখা হয়ে যায়! যদি কথা হয়! এক বন্ধু ছিল, প্রদীপ (এরও একটা গল্প আছে, সেও ভাঙা প্রেম)। ও একদিন লাইফসাইন্সের একটা বই নিতে এসেছে। ভাবলাম ওকে জিগালে হয় বিভাসকে চেনে কিনা। বলল "চিনি। কেন? তোকে কিছু বলেছে?" হায় রে হাঁদা! কিছু যদি বলতই তাহলে কি তোকে জিগাতাম? বললাম "না, কিছু বলে নি, আমার এক বন্ধুর ওকে ভালো লাগে বলছিল তাই বললাম"। বুঝতে পারছিলাম আমার খুব ইচ্ছা করে বিভাসকে নিয়ে কথা বলতে। পাশ দিয়ে সাইকেল গেলে মনে হয় ও গেল নাকি? দূর থেকে সাইকেল আসতে দেখলেও কেমন ... শেষে একদিন মৌকে জিজ্ঞেস করলাম "তোর সঙ্গে আর দেখা হয়নি ওর?"
    কার?
    বিভাসের?
    আরিব্বাস! ও!!
    পাত্তা না দিয়ে বললাম "দেখা হয় নি?"
    একমুঠো হেসে বলল "না, হলে কিছু বলতে হবে?"
    ধুস্‌স্‌স্‌স, বোর হতে গিয়ে রাগ হয়ে গেল আমার।
    ঠিক পরের দিন সন্ধ্যেবেলায় ছাদে উঠেছি, মৌ নিচ থেকে ডাক দিল। নিচে নামতে ফিসফিস করে বলল "বিভাস এসেছে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, যাবি?"
    এমন অভিমান হল! তিনি তাহলে ফিরেছেন! আর ফিরেই দেখা হয়েছে মৌয়ের সঙ্গে! যত দেখা কি ওর সঙ্গেই হতে হয়? আমার সঙ্গে হতে নেই? বললাম "না যাবো না, গিয়ে বল আমি বাড়ি নেই"
    যাবি না? কেন? মনে মনে তো ...
    কড়া গলায় বললাম "যাবো না বললাম তো! বুঝিস না কথা? আমি পড়তে বসব এখন"
    "দু মিনিটের জন্য চল। ও দাঁড়িয়ে আছে... একবার দেখা দিয়েই চলে আসবি...'
    "না, ইচ্ছে করছে না' (কি তেজ!)
    "বেশ, তবে কাল আসতে বলব?"
    "না, দরকার নেই। আমার সঙ্গে কখোনো দেখা হয়ে গেলে কথা বলব" (এত হিংসে হচ্ছিল মৌকে আর ওর ঐ "দেখা হয়ে যাওয়া" ভাগ্যকে!)
    পরের দিন, পড়তে যাচ্ছি। মাঠে ওর বন্ধুরা বসে আছে। আমি দূর থেকেই দেখলাম সে নেই। জানতাম :-( । পড়ায় মন বসল না একটুও। স্যারের বাড়ির বেড়ালটার ল্যাজ মাড়িয়ে দিতে ইচ্ছা করল। ও বাড়ির আদরের নাতনী গুবলু টুম্পাইকে হাতের কাছে পেয়েও গাল টিপলাম না। স্যার যা যা লিখতে দিলেন সবেতেই ভুল করলাম। মৌকে তো অসহ্য লাগছিল। নিজেকেও। কাল যদি আমিও ঐ সময়ে একটা পাঁউরুটি বা খাতা কিনতে বেরোতাম, তবে তো আমার সঙ্গেও দেখা হতেই পারত বিভাসের!
    এই তবে প্রেম? সব কিছু এমন তিতকুটে হয়ে যায় কাউকে দেখতে না পেলে? ছ্যা:... বাড়ি ফিরে দেখি লোডশেডিং। ছোটো ট্রানজিস্টারটা নিয়ে ছাদে চলে গেলাম... বিবিধভারতীতে তখন আশা আমার হয়ে গাইছেন "চ্যায়ন সে হামকো কভি আপনে জিনে না দিয়া"...........

  • teman keu na | 122.161.164.206 | ২৭ আগস্ট ২০০৯ ০৩:৪৩417229
  • স---ব পুরোনো পুরোনো গান ভালো লাগতে শুরু করল। লতা, কিশোর, রফি, আশা অসা লাগছিল। আর "কেয়া ইয়েহি প্যার হ্যায়... হাঁ ইয়েহি প্যার হ্যায় ..." এটাতো মনে হত প্রেমনগরীর জাতীয়সঙ্গীত ডিক্লেয়ার করে দেব যেদিন দেখা হবে ওর সঙ্গে।
    এই ডামাডোলের মধ্যেই হেলেদুলে মাধ্যমিক এলেন। পরীক্ষা দিই, ফিরি, পড়তে বসি, বিভাসকে ভাবি, ছোটো খাটো ব্রেকে মা অ্যালাও করলে টিভি দেখি। মৌ আর আমি এক স্কুলে ছিলাম না। ওর সঙ্গেও দেখা হচ্ছিল না তেমন। হলেও কিছুই হত না যদিও। সেই সময় আর কিছু মাথায় ছিলো না সেভাবে। রেজাল্ট ব্যাপারটা বড্ড জ্বালিয়েছে :-( ! পরীক্ষার শেষে বন্ধুরা মিলে ঠিক হল সিনেমা যাব। মাকে বলতে মা জেনে নিল কে কে যাচ্ছে। পাঁচ ছ জন ছিলাম আমরা। শুনেটুনে মা হ্যাঁ করে দিল। বুঝলাম বড় হয়ে গেছি :-)। আমাদের মধ্যে কাজরী ছিল একটু বড় আর অনেকটা পাকু। ওর বয়ফ্রেন্ড অভ্রদার সঙ্গে অলরেডি ও দুটো সরস্বতী পুজোতে ঠাকুর দেখে ফেলেছে ততদিনে। ও বলল "অভ্রও যাবে বলছে। তোদের অসুবিধা হবে?" মিতালী (সেও ষষ্টির দিন ঠাকুর দেখে ফেলেছে আগের পুজোয়) বলল "একা অভ্রদাকে আসতে বলবি কেন? আমিও তাহলে সৌম্যকে বলি?" আমি বেজার হয়ে গেলাম - "একিরে? তোরা এরকম জোড়ায় জোড়ায় গেলে আমরা বোর হব না?"
    কাজরী ফিচেল হেসে বলল "তোরাও তো জোড়াই। তুই আর মৌ, ঈশানি আর রুকমী।' আমি নিমরাজী হচ্ছিলাম। মা জানতে পারলে আর দেখতে হবে না। কিন্তু বাকিদের সামনে পিছু হটে গেলে পোচ্চুর আওয়াজ ফর দ্যা রেস্ট অফ মাই লাইফ (তখনো বন্ধুত্ব ব্যাপারটা লাইফ লং বিশ্বাস করতাম)। এর মধ্যে একটা জিনিস আগে লক্ষ্য করিনি, তখন খেয়াল করলাম, মৌ আর আগের মত বিভাসকে নিয়ে রাগায় না। কিছুই বলে না তেমন। এদিকে আমি তো শুধু ওকেই ললিতা সখী বানিয়ে রেখেছি। আর কাউক্কে কিচ্ছুটি বলিনি। আমার যদি বিভাসকথন পায়, কাকে বলি? কি মুশকিল! এই সিনেমা দেখতে যাওয়ার হট্টগোলে নিজেই বলে ফেললাম "বিভাসও যদি ......"
    মৌ গম্ভীর হয়ে তাকিয়ে বলল "তোর তো সময় নেই দেখা করার। শুধু শুধু নাচাচ্ছিস কেন ওকে?"
    নাচাচ্ছি? কি বলে রে!! আমার নিজেরই এদিকে নেচে নেচে পা খুলে গেল যে!
    বললাম "সময় নেই কে বলেছে? তাকে তো দেখিই না"
    "দেখতে চাসনি তাই দেখিস না"
    "সে তো সেই কবেকার কথা!! তারপরে তো আর দেখাও হয় নি"
    "ও এখানে নেই তাই দেখা হয় নি"
    "কোথায় গেছে? এখানে নেই মানে? তুই কি করে জানলি? "
    "জানব না কেন? ইচ্ছা করলেই খোঁজ রাখা যায়"
    "তুই খোঁজ রাখিস ওর? ইচ্ছা করে? কেন!! কোথায় গেছে ও?"
    "যদি দেখা হয়, জিগ্যেস করে নিস" শক্ত মুখে এইটুকু বলে বাড়ি ঢুকে গেল মৌ।
    দেখা?? হবে?? কবে??
    চোখের জলে নুন থাকে নাকি গাল বেয়ে নামে বলে নোনতা হয়? বাড়ি ফিরেই দৌড়ে ছাদে ..........
  • AB | 135.214.42.68 | ২৭ আগস্ট ২০০৯ ০৪:৫১417240
  • আমার এখন মধুবন্তী (নাকি মধুমন্তী ??) দশা চলছে... গত তিনদিন ধরে youtube তোলাপাড় করে ফেললাম নানা link-এর সন্ধানে আর এইটা বোধহয় পঞ্চাশ বার শুনে ফেললাম...



    কে জানে এটা ঠিক appropriate হল কিনা
  • rr | 24.42.203.194 | ২৭ আগস্ট ২০০৯ ০৮:০০417251
  • তেমন কেউ না, তাপ্পর কি হল????
  • rokeyaa | 203.110.243.21 | ২৭ আগস্ট ২০০৯ ০৯:২৮417262
  • aishik | 122.166.22.73 | ২৭ আগস্ট ২০০৯ ১১:৪৩417273
  • officeএ বসে এই গপ্পো পরে সারাদিন পুরোনো দিন গুলো মোনে পোরে গেলো। কত দিন দেখি নি। জানি না কোথায় আছে ? সেই সরস্বতী পুজোর দিনে এক্টু দেখা, এক্টু কথা, এক্টু হাসি ওফ্‌ফ। কত দিন অগের কথা কিন্তু মোনে হয় এই তো গতকালের কোথা। স্মৃতি বড়ো বেদনার কিন্তু খুব মিস্টি। তেকোনা কে আন্তরিক ধন্যবাদ।

    অসাধারন লেখা। তেকোনা চালিয়ে যান।
  • intellidiot | 220.225.245.130 | ২৭ আগস্ট ২০০৯ ১১:৫০417284
  • একঘর হচ্ছে... একটু পা চালিয়ে চলুক :-)
  • arindam | 202.56.207.56 | ২৭ আগস্ট ২০০৯ ১৫:০১417295
  • ব্যর্থ প্রেম বলে কিছু হয়না
    প্রেম হয়ে গেলে তা আর ব্যর্থ হয়না
    প্রমান করলেন - তেমন কেউ না.....
  • teman keu na | 122.161.164.206 | ২৭ আগস্ট ২০০৯ ১৫:৫১417307
  • খুব বেলা করে উঠতাম ঘুম থেকে। পরীক্ষা শেষ। পড়া নেই, পড়তে যাওয়া নেই, ফাঁকি দেব দেব ভাবা মাত্র মায়ের বকুনি নেই আর... আর বিভাস নেই, মন নেই, ভালোলাগা নেই। সব কিছু একসঙ্গে নেই হয়ে যাওয়া যে কি যন্ত্রণার। গানের ক্লাসে গিয়ে নিজে বেছে গান তুললাম "দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি"। খুব দরদ দিয়ে গুনগুনাতে লাগলাম সারাদিন (বিশ্বাস করুন, দর্দ বেশি হলে গুনগুনানিতেও দরদ ফোটে)। একএকবার মনে হত ওর বন্ধুদের কাউকে ডেকে জিজ্ঞেস করলেই তো হয়। কিন্তু মন থেকে কাজে নামানোর বেলায় আর সাহসে কুলোতো না। ভয় ছিল খুব। ধরা পড়ার না, খিল্লিত হওয়ার। মনে হত ঐ ছেলেগুলোই তো আসতে যেতে বিভাস বিভাস করে চেঁচায়, ইয়ার্কি মারে, এর পরে হয়ত আরো ভুলভাল কিছু.........

    সিনেমা যাওয়ার কথা দুপুরে। সকলে ঈশানীর বাড়ির জড়ো হব,তারপর সেখান থেকে একসঙ্গে হৈ চৈ। আমার সেই প্রথম বাড়ির লোকজন ছাড়া সিনেমা যাওয়া। মৌয়েরও তাই। খেয়েদেয়ে মৌদের বাড়ি গেলাম। ওর তখনও স্নান চলছে। কাকিমা বলল "ঘরে গিয়ে বোস, তাড়া দিচ্ছি।" মৌয়ের ঘরটা খুব গোছানো। পুরো ঘরটাই ওর একার। দরজার পিছনে আমির খানের মাথার ওপর পা দিয়ে গাভাসকার স্ট্রোক নিতে নিতে সেলোটেপে আটকে ফ্রিজ হয়ে গেছে। আমাদের বাড়িতে এরকম কিছু অ্যালাউড ছিল না মোটেই। সিনেমার হিরোদের পোস্টার লাগাবে ঘরে? পড়াশুনো গোল্লায় যাবে না নাকি ওতে? সারাদিন ঐ হিরোদের মুখ দেখে কি রাজ্যোদ্ধারই বা হবে? ক্রিকেটার? ক্রিকেট তো খেলা। খেলাটাই দেখার। তা সেতো দেখছই সারাদিন টিভি খুলে। খেলুড়েদের ফটো ঘরে টাঙানোর দরকার কি? এসব প্রশ্নের উত্তর জানা ছিলো না আমার। তাই নিজের ঘরের দরকারও ছিল না তেমন আলাদা করে। বড় ঘরের খাটে দু বোনে মুখোমুখি বসে পড়াশুনো থেকে চুলোচুলি সব সেরে ফেলতাম। আজকাল পড়া নেই আমার তাই বোন খুব হিংসে হিংসে করে তাকায় আর আমি দেদার ইন্দ্রজাল কমিকস পড়ি। পরীক্ষার আগে খাট জুড়ে পড়ার বই ছড়িয়ে রাখতাম, এখন গল্পের বই জায়গা পেয়েছে। মৌ একদম বই পড়তে ভালোবাসে না এটা আমার ধারণা ছিল। কারণ বই ভালোবাসলে ঘর অত গুছোনো থাকে না। ওরকম ঠিক জায়গা থেকে বই নিয়ে পড়া হলেই আবার ঠিক জায়গায় রেখে দেওয়া যায় নাকি? আর পড়া কি একদিনেই হয়ে যায় নাকি? এসব লজিক থেকেই আমি ধরে নিয়েছিলাম মৌ মোট্টেই বই ভালোবাসেনা। ওর ঘরেও তেমন বেশি গল্পের বই নেই। টেবিলের এক ধারে টেস্ট পেপার, ডিকশনরি আরো কিছু মাসল বিল্ডিং বই (রোজ সকালে গোটা পাঁচেক ঐ ধরনের এক এক হাতে নিয়ে ব্যায়াম করুন, অব্যর্থ), একদিকে ওর ডায়েরী আরো এটা ওটা। আমি পড়ার মতো কিছু খুঁজে না পেয়ে টেস্ট পেপারটা টেনে নিলাম। ওল্টাতে ওল্টাতে চোখ আটকালো এক জায়গায়.... অপ্সরা কিংবা নটরাজকে একদিকে হেলিয়ে ঘষে ঘষে নাম লেখা, জ্যামিতিক নক্সা আঁকা হবি ছিল আমার। মৌও শিখে নিয়েছিল। পড়াতে পড়াতে স্যার উঠে গেলে বা খাতা কারেক্ট করতে বসলে আমরা ঐভাবে লিখতাম, আঁকতাম। টেস্ট পেপারের একটা পাতায় ঠিক অমনি করেই ঘষে ঘষে পেনসিল দিয়ে লেখা "বি"। একটা না, বেশ কয়েকটা "বি"। আমার তখন টিনটিন, স্বপনকুমার সিরিজ, বাহাদুর আর গোয়েন্দা রিপ কার্বি পড়া মস্তিষ্ক নড়ে উঠল। এতবার "বি" কেন? পরের পাতায় শুধু "ভা", গোটা পাঁচেক "ভা"-এ ভরা পাতা দেখে আর উল্টোতে ইচ্ছাই করল না। বইটা বন্ধ করে নিচ থেকে অন্য একটা বই টেনে নিলাম। তাতে আবার একটা কিছু গোঁজা আছে। স্বাভাবিক ভাবেই খুলতে গিয়ে ঐ ভাঁজটা থেকেই খুলল। আবারো চেনা ছাপ। এই রকম একটা খামের মধ্যে করেই এক লাইন গেছিল আমার কাছে। খামটা তুলে হাতে নিতে গিয়ে চোখে পড়ল কোনায় ছোট্টো করে লেখা আমার নাম। অথচ খামের মুখটা খোলা। আরো চমকাতে হবে? হে ভগবান! আমি তো সবে আজই প্রথম বন্ধুদের সঙ্গে সিনেমা যাওয়ার মত বড় হলাম! তবে কোনায় আমার নাম লেখা দেখেই কেমন ঝুমঝুমিয়ে একটা ভালোলাগা এলো। সত্যিই বোকা ছিলাম তখন। ধরেই নিলাম চিঠিটা আমার জন্য আজই পাঠিয়েছে বিভাস। মৌ এমনিতেই আমাকে দিত এটা। ভাবতে ভাবতেই খোলা খাম থেকে কাগজটা বার করে ফেলেছি। ভেতরে থেকে লাফিয়ে বেরোলো এফোঁড় ওফোঁড় করা দুটো লাইন "এত করে ডেকে পাঠালাম, এলেনা? আর বিরক্ত করবো না কোনোদিনও" অবাক হওয়ার শক্তি ছিল তখন খুব। হলাম। ডাকল? এত করে? কবে?
    সিঁড়িতে ধুপধাপ পায়ের শব্দ তুলে মৌ আসছে। আমি চট করে চিঠিটা বইয়ের মধ্যে গুঁজে দিয়ে সোনা মেয়েটা হয়ে টেস্ট পেপার ওল্টাতে লাগলাম........
  • Samik | 219.64.11.35 | ২৭ আগস্ট ২০০৯ ১৬:৪৬417318
  • যা-তা! দম আটকে বসে আছি। প্লিজ তেকোনা, মেরে ফেলোনা। পাকাচুলগুলো ছেড়ে দেবো। মাইরি বলছি ...
  • Arpan | 65.194.243.232 | ২৭ আগস্ট ২০০৯ ১৬:৫০417329
  • সত্যিকারের তে-কোনা প্রেম। :-)
  • te ke na | 122.173.182.182 | ২৭ আগস্ট ২০০৯ ১৬:৫১417332
  • :-)
  • r | 125.18.104.1 | ২৭ আগস্ট ২০০৯ ১৬:৫৫417333
  • বেথের কি হল? ওকে জল দাও।
  • r | 125.18.104.1 | ২৭ আগস্ট ২০০৯ ১৬:৫৬417334
  • জল খেয়ে পাঁচ মিনিট গোমুখাসন করো।
  • intellidiot | 220.225.245.130 | ২৭ আগস্ট ২০০৯ ১৬:৫৮417335
  • "দরজার পিছনে আমির খানের মাথার ওপর পা দিয়ে গাভাসকার স্ট্রোক নিতে নিতে সেলোটেপে আটকে ফ্রিজ হয়ে গেছে।'

    জ্জিও...

    জলদি, একটু হাত চালিয়ে তেকেনা :-)
  • vikram | 193.120.76.238 | ২৭ আগস্ট ২০০৯ ১৭:৫১417336
  • এই ল্যাখাটা না, অতি আনন্দ করে পড়ছি। তেকেনা র এমনি কনভার্সেশান যতই বিনয়ের অবতার মার্কা হোক, ভাগ্যিস ঐ ভাষায় লেখে না!
  • aishik | 122.166.22.73 | ২৭ আগস্ট ২০০৯ ১৮:০০417337
  • তে কো না এইডা ঠিক হসসে না, নিজে এক কালে ব্যাদ্‌না পাইসো বইলা আমাগো সোগ্গোলেরে এই ভাবে দুস্কু দিতি আসে? তর তর কইরা খাগের কলম দিয়ে বকিটা লিখে ফেলো
  • arjo | 168.26.215.13 | ২৭ আগস্ট ২০০৯ ১৮:১৫417338
  • মাইরি বলছি তেকোনা, সকালে উঠেই এই টইটা খুলেছি। হেব্বি হচ্ছে।
  • arindam | 202.56.207.56 | ২৭ আগস্ট ২০০৯ ১৮:২১417340
  • তেকোনার লেখাটা ব্যাপক হচ্ছে, শুধু দেখতে হবে ছাদ,থেকে চিলে কোঠার ঘরে যায় কীনা, নাকি ইন্সাইড আউটসাইড ডজ করে বেড়িয়ে যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন