এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্কুলের শিক্ষা পদ্ধতি, এদেশীয় বনাম বিদেশীয়....

    M
    অন্যান্য | ০৮ ফেব্রুয়ারি ২০১০ | ১১৭৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Binary | 66.94.87.210 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৫433160
  • হ্যাঁ কম শেখানো -তো হয়-ই

    ১) ২৩ -এর ঘরের নামতা শেখানো হয় না
    ২) লসাগু-গসাগু লসাগু-গসাগু-র মতো শেখানো হয় না
    ৩) হল-অ্যান্ড-স্টিভেন্সের জ্যামিতি পড়ানো হয়না
    ৪) ১৫২৬ সালের কবে পানিপথের যুদ্ধ হয়েছিলো পড়ানো হয় না

    সিলেবাস কম নয় ?
  • pinaki | 131.151.102.250 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৬433162
  • ভারতে শমিক (বানান?) যেটা বল্ল - সেটাই প্রধান সমস্যা। ভালো স্কুলে বাচ্চাকে পড়াতে গেলে আনুষঙ্গিক এমন কিছু পীয়ার প্রেসার চলে আসে যেগুলোতে তাল দিয়ে চলতে গেলে নিজের চিন্তাভাবনার সাথে বহুৎ কম্প্রোমাইজের প্রয়োজন হয়ে পড়ে। শুধু ফি টা বেশী হলে একরকম ছিল। কিন্তু একই সাথে সেটা একধরণের লাইফ স্টাইলও ডিমান্ড করবে - যেটা আরও অস্বস্তিকর। বিদেশে এই সমস্যাগুলো কম। দেশে উচ্চবিত্ত আর অ্যাসপায়ারিং মধ্যবিত্তের হাত ধরে যে ফাঁপা দেখনদারি সর্বস্ব একটা লাইফ স্টাইল আমদানি হয়েছে, সেটা থেকে নিজেকে (এবং নিজের বাচ্চাকে) কিছুটা আলাদা রাখা প্রায় অসম্ভব হয়ে যায়। নিজের জীবনবোধ বাঁচাবো না বাচ্চার এলিয়েনেশন বাঁচাবো - এরকম একটা সিচুয়েশনে পড়ে যেতে হয়।
  • lcm | 69.236.169.214 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩১433163
  • দুখে,
    আমেরিকার লেখাপ্‌ড়ার মান ভল কি না জানতে চান? উপায় আছে। পৃথিবীর বিভিন্ন দেশের ছেলেমেয়েরা আমেরিকার পড়তে আসার জন্য কনসুলটে ভিসা নিতে যায় - ওখানে গিয়ে ওদের জিগ্গেস করলে জানতে পারবেন।
  • nyara | 203.110.238.17 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪০433164
  • বড় হয়ে এটা নিয়ে আমি একটা প্রবন্ধ লিখব, এখন সাঁটে বলি। অন্য বিদেশ সম্বন্ধে জানিনা, আমি শুধু অ্যামেরিকা দেখেছি।

    স্কুল/চাকরি আর সামাজিক জীবন - এগুলো যদি আলাদা আলাদা কম্পারমেন্ট ধরি, বিদেশে এদের মধ্যে স্পিলওভার খুব কম। সমাজিকভাবে আমি কোন কোম্পানিতে কাজ করি কিম্বা আমার টাইটেল কী - এ প্রশ্ন প্রায় আসেনা/আসেনি বললেই হয়। কিন্তু ভারতবর্ষে you are defined by your title and place of work. স্কুলের বাচ্চারাও তাদের বাবা-মা কী বা কীরকম কাজ করে তাই দিয়ে identified হয়। আমার ধারণা অ্যামেরিকায় মেয়ের স্কুলে কোনদিন জানতে চাইনি - অফিশিয়ালি বা অনাফিশিয়ালি - তার বাবা-মা কোথায় কাজ করে। এখানে চেয়েছে। কারণে যাচ্ছি না, এগুলো এখনও স্রেফ অবজার্ভেশন।

    তাছাড়া, ভারতবর্ষ খুবই ব্র্যান্ড কনশাস। এ নিয়ে পরে।

    তো স্কুলের পিয়ার-প্রেশারের যে প্রবলেম, সেটাও এই চক্করের এক্সটেনশন। একধরণের বাহ্যিক দেখনদারী।

    এ নিয়ে আমাদের বা বন্ধুদের বেশ কিছু গল্প আছে। বিদেশ থেকে এসে প্রথম-প্রথম এগুলোতে খুবই অস্বস্তি হয়। তবে সময় বোধহয় সবই সইয়ে দেবে।
  • lcm | 69.236.169.214 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৫433165
  • ন্যাড়া, এটা কিন্তু সত্যি আশ্চর্যের। মনে হয় এটা নতুন চালু হয়েছে। ১৯৭০-৭৫ এ কি - ডন বসকো, লা মার্ট্‌স, সাউথ পয়েন্টে -- চাকরির টাইটেল জানতে চাইত ? জানি না।
  • Arijit | 61.95.144.122 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:০০433166
  • কে কি চাকরি করে সেটা তো জানতে চাইত বটেই। ইনফ্যাক্ট (ফের লরেন্সের উদাহরণ) মায়ের চাকরি না করাটা ভালো বলা হত। কারমেলে বাপ-মায়ের পদবী আলাদা বলে চোখ কপালে তুলেছিলো।
  • lcm | 69.236.169.214 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৪433167
  • অরিজিৎ, ঠিক। বেসিক্যালি আর্থিক সামর্থ্য যাচাই করতে চাইত।
  • a x | 143.111.109.1 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৮433168
  • হ্যাঁ আমার মনে হয় "আমাদের ছোটবেলায়" এগুলো আমাদের এমনিতেও জানার দরকার হতনা কেননা সবাই এক ইউনিফর্ম পরে আসে, ঘড়ি পরেনা প্রায় কেউই, কারো সেলফোন নেই, টিফিন টোস্ট আর চাউমিন/লুচি -এই রেঞ্জে ঘোরাফেরা করে। কাজেই আর্থিক সামর্থ্যর ব্যপারটাই রিডান্ডান্ট হয়ে যায়। এখন আর যায়না।
  • Arpan | 204.138.240.254 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৮433169
  • এখনো মূলত তাই চায়।
  • a x | 143.111.109.1 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১২432635
  • খালি যাদের গাড়ি করে তুলতে আসত, বুঝতাম তারা বেজায় বড়লোক। সেও খুব বেশি ছিলনা। এখন বাচ্চাদের গাড়ির ব্র্যান্ড চিনতে হয়, তার থেকে ডিডিউস করতে হয়।
  • lcm | 69.236.169.214 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৮432636
  • পে স্লিপ চাইতে পারে। বা, এইচ-আর এর কন্ট্যাক্ট। ব্যাংক ব্যালান্স...। সেটা বেটার। চাওয়া উচিত। বছরে ৫-৬ লাখ টাকার পেমেন্ট।
  • Arpan | 204.138.240.254 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২১432638
  • পে স্লিপ টিপ চায় কিনা জানি না। আমাদের অন্তত চায়নি। তুমি যা ডিক্লেয়ার করবে অ্যাডমিশন ফর্মে সেইটা ধরে পয়েন ক্যালকুলেট করবে।
  • Arijit | 61.95.144.122 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২১432637
  • পে স্লিপের কপি দিতে হয়েছিলো ঋতির ভত্তির সময়।
  • bb | 125.16.17.152 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৩432639
  • @M আপনি এটা ব্যক্তিগত ইগোতে নিয়ে নিচ্ছেন:(। আমি বলতে চেয়েছি এই যে দুনিয়ায় সবাই খারাপ আর আমাদের বিরুদ্ধে এটাও একটা syndrom । অন্য ভাবে দেখলে এটার একটা সহজ মানে হতে পারে। আমি আপনার পরিবার সম্বন্ধে জানিনা আর জানতেও চাই না কারণ সেই বিষয়ে মতামত দেওয়ার অধিকার আমার নেই।
    কিন্তু আপনি যে ভাবে আমি আর আমার ছেলে ভিক্টিম হয়েছি বলে লিখেছিলেন তাতে একটা অন্য perspective আনার চেষ্টা করেছিলাম।
    যাকগে কাটিয়ে দিন। আর একটা সংঘর্ষ শুরু করার কোন ইচ্ছা আমার নেই।
  • a x | 143.111.109.1 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৪432640
  • কি পয়েন? মানে আমি কত মাইনে পাই তাই দিয়ে অ্যাডমিশন হবার পয়েন্ট পাবে আমার মেয়ে?
  • Arijit | 61.95.144.122 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৫432641
  • আর জব টাইটেল দেখে কে কি বুঝবে? এক একটা দোকানে এক এক রকম হয়...
  • Arijit | 61.95.144.122 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৬432643
  • ইনকাম তো জানতে চায় - ফর্মে - কেন চায় কি করে বলি - ফিউচার ফাউন্ডেশন তো পাঠভবনের লেভেলেরই ইস্কুল। এবার ফর্মে তুমি সত্যি লিখলে কিনা সেটা ভেরিফাই করার জন্যে পে-স্লিপ চায় মনে হয়। চেয়েছিলো, আর দিয়েছিলুম - এটুকু জানি। দুজনেরটাই। সেটা নিয়ে কি করেছে তা জানি না।
  • Arpan | 204.138.240.254 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৬432642
  • এইটা হয়ত একটা পয়েন। সবটা না। বেসিকালি অ্যাফোর্ডেবিলিটি চেক করে।
  • Arpan | 204.138.240.254 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৭432644
  • বাচ্চাদের ইন্টারভিউ বা মেরিট টেস্ট নেবার থেকে ভালো!
  • a x | 143.111.109.1 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৮432647
  • কোন দিক দিয়ে ভালো?
  • Arpan | 204.138.240.254 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৮432646
  • যাক। এইখানে অত ছ্যাঁচোড় হয়নি। পে স্লিপ চায়নি।
  • Arpan | 204.138.240.254 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৯432648
  • মেরিট টেস্টে স্ক্রিনিং করে বাচ্চা অ্যাডমিশন করানোর মত খারাপ জিনিস আর হয় না।

    এখন মিটিং ডাকছে।
  • Arpan | 204.138.240.254 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫১432649
  • মিটিং ক্যানসেল। :)

    হ্যাঁ, আমার নিজের অভিজ্ঞতার কথা বলি। বিডি স্কুল তখন উঠতি নামকরা স্কুল। সরকারি এবং বাংলা মিডিয়াম। বাবা-মায়ের প্রথম পছন্দ। সেইখানে ক্লাস ওয়ানে ভর্তি হতে গেলে অ্যাডমিশন টেস্ট দিতে হয়। রিটেন। তার জন্য ফর্ম তোলা হল। তিনমাস ধরে আমাকে গ্রুম করানো হল (বাড়িতেই) যাতে সসম্মানে উত্তীর্ণ হই এবং বাবা-মার মুখও যাতে না পোড়ে। সে অভিজ্ঞতা মোটেও সুখের নয়।

    পরীক্ষার দিন দেখলাম সবাই তেড়ে লিখছে। আমিও লিখলাম। একটা প্রশ্নের কথা এখনো মনে আছে। "মধুকর' শব্দের অর্থ কী? কোন পিএইচডিওলা ব্যক্তি ক্লাস ওয়ানের ভর্তির পরীক্ষায় এই কোচ্চেন সেট করেছিলেন তা আমি জানি না। শব্দটা আমি আগে কখনো শুনিইনি, কারণ আমাকে কেউ শেখায়ওনি। কিন্তু তাই বলে আমি হাল ছাড়ব কেন! পাশে একটি ছেলে বসে গাঁতিয়ে লিখছিল, আড়চোখে তার খাতার দিকে তাকিয়ে দেখলাম সে লিখেছে "মৌমাছি'। ব্যস, আমিও গোটা গোটা করে সেটা টুকে দিলাম আর ড্যাং ড্যাং করে মেরিট লিস্টে এগারো নম্বরে আমার নাম উঠল। পাড়ায় সেলিব্রিটি হয়ে গেলাম। প্রতিবেশীর ছেলেপুলেরা তাগো বাপমায়েরা ঈর্ষায় জ্বলে সবুজ হল ইত্যাদি।

    তো, বেসিকালি এইটা পরে আমার অত্যন্ত ফালতু লেগেছে। এর থেকে বাপ-মায়ের ইন্টারভিউ নিয়ে বাচ্চা ভর্তি করানো শতগুণে ভাল। আর মাইনের অংকের সাথে তো আর অ্যাডমিশন পাবার প্রোবাবিলিটির কোন সরলরৈখিক সম্পর্ক নেই। যে স্কুলে মেয়েকে ভর্তি করাবো ঠিক করেছি সেখানে বাপ-মায়ের মিলিত উপার্জন লাখ পাঁচেকের কাছাকাছি বা উপরে হলেই (শোনা কথা) অ্যাডমিশন পাওয়া যায়। এইবার আরো মালকড়ি ফেললে আরো "ভালো' আর ঝাঁ-চকচকে জায়গায় ভর্তি করানো যায়। আপাতত তার কোন ইচ্ছে নেই। আর এই স্কুলে আমার পাড়ার মোড়ের এসটিডি বুথের মালিক তারো দুই ছেলে পড়ে। একটু পুরনো নামকরা স্কুল। বাড়ির একদম পাশে। কাজেই যদি এখানে লেগে যায় রাতে ঘুম-টুম না হবারও সম্ভাবনা কম। এই আর কী!
  • suchetana | 122.172.109.123 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৫432650
  • অর্পণের ভর্তি পরীক্ষার গপ্পোটা পড়তে আজ যতই মজার লাগুক, ৫-৬বছরের শিশুদের পক্ষে ভয়াবহ। ১৯৮৯ নাগাদ আমার ভাই বিভিন্ন সরকারি স্কুলে ক্লাস ওয়ানে ভর্তি পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলো। বেশ গাব্দা গাব্দা গাইড বই পাওয়া যেত, সেগুলো কিনে বাড়িতে পড়ে তৈরি হতে হত। বিডি স্কুলের এক দিদিমনি বাড়িতে কোচিং ক্লাস খুলেছিলেন, কুচোগুলোকে ভর্তি পরীক্ষার জন্য তৈরি করতে। সাজেশনও দিতেন, হ্যাঁ ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার পরীক্ষার সাজেশন! আমি তখন এইটে পড়ি। আমার বাংলা ব্যাকরণের সিলেবাসের সাথে ভাইয়ের সিলেবাসের খুব একটা তফাত ছিল না। নদী, পাহাড়, বই, বাবা ইত্যাদি জাগতিক শব্দের পাঁচটি করে প্রতিশব্দ, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ পাঁচটি করে (ভাই বালির সাথে মিলিয়ে জালি লিখে ছোটোমামার হাতে একটা রামথাপ্পড় খেয়েছিল), সহজ পাঠের কবিতাগুলো মুখস্থ লেখা, অঙ্ক-ও যোগ-বিয়োগ, ১ থেকে ২০০ সংখ্যা এবং কথায় লেখা, সাধারন জ্ঞান (রামায়ণ, মহভারত, রাষ্ট্রপতি,রাজ্যপালের নাম) এই সব কিছু শিখে তবে ঐ পরীক্ষায় বসতে যেতে হতো।
    ফর্ম তোলা হোলো হেয়ার, হিন্দু আর বিডি স্কুলের। বিডি স্কুলের পরীক্ষা দিয়ে কুচোগুলো বেরোচ্ছে, আর মা-বাবারা ঝাঁপিয়ে পড়ছে, কি লিখতে দিয়েছিলো জানার জন্য। প্রশ্নপত্র বাড়িতে আনা যেতো না। ভাই বললো সব পেরেছে, শুধু অরুণ শব্দের মানে জানতো না, তাই পাশের ছেলের খাতা দেখে লিখেছে আন্ডা। (অপ্পন কেস আর কি!) আর আরেকটা প্রশ্নের উত্তর পাশের ছেলেটাও লিখতে পারে নি, তাই ছেড়ে দিয়েছে, কুন্তী কৃষ্ণের কে ছিলো?
    ভাই পরের বছর সেণ্ট লরেন্সে ভর্তি হল, ইন্টারভিউএ ওকে একটা কবিতা বলতে বলায় ও এসেছে শরৎ, হিমের পরশ শুরু করায় ফাদার ওকে থামিয়ে ছোটো কবিতা বলতে বলেছিলেন। আতা গাছে তোতা পাখি বলে বাড়ি ফেরত। দুই সপ্তাহ দুরু দুরু বুকে কাটানোর পর লিস্টে নাম উঠল। সরকারি স্কুলের পরীক্ষায় না পাওয়ার পর ওকে এক বছর কর্পোরেশন স্কুলে পড়তে হয়, যাতে বছর নষ্ট না হয়, সেন্ট লরেন্স ছয় বছর পূর্ণ না হলে নিত না।
  • suchetana | 122.172.109.123 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৪432653
  • সরি সরি, আমি তখন এইটে নয়, নাইনে পড়ি।
  • Arijit | 61.95.144.122 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৪432652
  • হুঁ - লরেন্সে আমাকেও একটা গপ্পের বই পড়তে দিয়েছিলো। আর সেখানেই jackal-কে "জ্যাক্‌ল' বলেছিলুম বলে ফাদার কারেক্ট করে দিয়েছিলেন - "জ্যাকল' - এখনও মনে আছে:-)

    আগে লেখা পরীক্ষাও হয়েছিলো - সেখানে স্পেলিং/ডিক্টেশন ছিলো মনে আছে, আর তার প্রিপারেশনের জন্যে বাবা কার্বন পেপার দিয়ে কোশ্চেন সেট বানিয়ে রেখে যেত বাড়িতে করার জন্যে। বেশ চাপের ব্যাপার।

    ইদানিং অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে ক্লাস ওয়ান/টু - সবের কোশ্চেন ব্যাঙ্কও বেরিয়ে গেছে বাজারে।
  • Arpan | 216.52.215.232 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৪432651
  • বাহ্‌, ৮৯-এ ক্লাস এইট। এই প্রথম (?) আমার ব্যাচের কেউ বেরোলো গুরুতে। :)
  • suchetana | 122.172.109.123 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৭432654
  • অর্পণকে আমি রোজ হাফপ্যান্ট পড়ে বিডি স্কুলে যেতে দেখেছি। সত্যি বলছি। অর্পণের কি আগের ব্যাচের নীলাব্জ-ইন্দ্রানীকে মনে আছে?
  • Arpan | 216.52.215.232 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৮432655
  • ধুউউউউস! :-)
  • Arpan | 216.52.215.232 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৯432657
  • নীলাব্জকে মনে নেই। ইন্দ্রাণীকে মনে আছে। কারণ ওর ভাই ইন্দ্রনীল আমাদের সাথে পড়ত।

    আফনে কে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন