এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্কুলের শিক্ষা পদ্ধতি, এদেশীয় বনাম বিদেশীয়....

    M
    অন্যান্য | ০৮ ফেব্রুয়ারি ২০১০ | ১১৭৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | 125.18.104.1 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪৪432691
  • একই তো। যাহা বাহান্ন তাহাই বাহান্ন। মাউইমাও বাহান্ন, আবার তালুইমাও বাহান্ন।
  • Arpan | 204.138.240.254 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫১432692
  • (ঈশানকে rfe দিতে হবে। সেকেন্ডের ভ্যালু টাইমস্ট্যাম্পে অ্যাডানোর জন্য। :-)))

    আগে তো মাছের দোকানে যান ও লাইন লাগান! খবরদার, পকেট থেকে মোবাইল ফোন বার করবেন না।
  • Arpan | 204.138.240.254 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৫432693
  • আর আপনি তো বাহান্নর নামতা জানেন। আপনারে জিগানো হয়নি, কাজেই হাত তুলবেন না। ক্লাসে সবাইকে সুযোগ দিন।
  • suchetana | 122.172.147.176 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৩432695
  • ফুটকি, পাইসি, লিং পাইসি।
    http://www.manushi-india.org/pdfs_issues/PDF%20143/05%20Panchkanya%2025-33%20%202-9.pdf
    ২নং পাতার রিলেশনশিপের বাক্সে কুন্তী কৃষ্ণ সম্পর্ক দেওয়া আছে।
    হুঁ হুঁ বাবা, বিডির দিদিমনির সাথে পাঙ্গা !
  • dukhe | 122.160.114.85 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৩432694
  • @lcm, আমার প্রশ্ন উচ্চশিক্ষা নিয়ে নয় । ওদেশের ক্লাস নাইন বা টেনের সিলেবাস ইত্যাদি কোথাও অনলাইন দেখা যায় ?
    আমাদের ইস্কুলে তো শুনি খুব চাপ । অথচ প্রতি বছর নম্বর এবং রেজাল্ট আগের বছরকে ছাড়িয়ে যাচ্ছে । বেজায় গোলমেলে কাণ্ড ।
  • Arpan | 204.138.240.254 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৪432696
  • কোন দিদমণি? কইলেন না তো!
  • suchetana | 122.172.147.176 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৬432697
  • লুচি-মাংস বাদ দিয়ে জট খুলতে চান বুঝি? সবুরে সন্দেশও ফলে।
  • aka | 168.26.215.13 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১৫432698
  • আমেরিকার ছাত্র ও ভারত বা চীনের ছাত্র - একটা মিথ ও কিছু ফ্যাক্ট।

    আমার কিছু অভিজ্ঞতা হয়েছে। এখানে গ্রামে সরাসরি এদেশীয় ফ্রেশ ছাত্রদের সাথে কাজ করার ও বেশ কিছু ছাত্রদের সাথে সরাসরি ইন্টার‌্যাক্ট করার। এদেশীয় ছাত্ররা মানে গুণে পিছিয়ে আছে এটা একটা টোটাল মিথ। বরং আমার অভিজ্ঞতা হল বেশ কিছু লোকজন খুব ভালো। ইন্টেলিজেন্স এবং ইনোভেটিভ আইডিয়া ধরলে অনেকেই বেশ ভালো। যারা গ্র্যাজুয়েট পড়তে যায় তারা তো অবশ্যই ভালো। কিন্তু এদের কয়েকটি সোশ্যাল প্রবলেম আছে, এক, অনেকেরই ফ্যামিলি লাইফ খুব ডিসটার্বড, দুই, পড়াশুনোর খরচ খুব বেশি এবং অনেক ক্ষেত্রেই বার্গার ফ্লিপ করে নিজেকে যোগাড় করতে হয়, তিন, আন্ডারগ্র্যাজুয়েট করেই চাকরি পাওয়া যায় আমাদের মতন পেছনে চাকরি পাওয়ার আগুন লেগে নেই যে সবাইকে মাস্টার ডিগ্রি করতেই হবে। তারফলে অনেকেই উচ্চশিক্ষায় আগ্রহ হারিয়ে ফেলে। তারপর চাকরি পেয়ে মনে হয় জীবন একটু উপভোগ করি। নইলে জ্ঞানে, বুদ্ধিতে কেউই পিছিয়ে নেই। সিরিয়াসনেসে ভারতীয় আর চীনেরা অনেক এগিয়ে - কি পড়াশুনোয় কি চাকরিতে।

    এরপরেও যারা গ্র্যাজুয়েট ডিগ্রি নিতে যায় তারা হয় চাকরি করতে করতে পড়াশুনো করে নয়ত স্কলারশিপ নিয়ে যায়। তারা খুব ভালো। গ্র্যাজুয়েট লেভেলে পড়াশুনোর চাপ খুব বেশি, কারিকুলাম অত্যন্ত ভালো এবং একদম কারেন্ট। অনেক সময়েই কারিকুলামে আজ কি ঘটছে সেই জিনিষ ঢুকে যায়। যেমন, এই যে টয়োটা এত গাড়ি রিকল করেছে সেটা নাকি সফটওয়ার প্রবলেম। বিভিন্ন কারিকুলামে টীচাররা এই নিয়ে আলোচনা করবে যেমন কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ব্রাঞ্চ এবং অবশ্যই ম্যানেজমেন্ট স্টাডিজ। এটা এখানকার অলিখিত প্রোটোকল। টীচাররা পার্সোনাল কেয়ার নেয়। বছর শেষে ছাত্ররা ফিডব্যাক দিতে পারে আর সেই ফিডব্যাক যথেষ্ট সিরিয়াসলি দেখা হয়। ছাত্র ফিডব্যাকে টীচারের চাকরি গেছে এমন ঘটনা খুব বিরল নয়। অনেক পজিটিভ ফিডব্যাক আছে।

    ভারতে এবং চীনে চাকরি যায় তার একমাত্র কারণ খরচ। অল্প পয়সায় বেশি কাজ করে। কোয়ালিটি খুব খারাপ নয়।
  • Binary | 148.141.31.203 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৬432699
  • অলক বাবুর কোচিং-এ আমি পড়েছিলুম, তাপ্পর বাংলায় ৪০ থেকে ৪২ হয়েছিলো।
  • Arpan | 122.252.231.12 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫০432701
  • হু, ওই কোচিঙে যাওয়ার অন্য আকর্ষণ ছিল। ;-)
  • Du | 65.124.26.7 | ০৯ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৪432702
  • ২৩ এর নামতা শেখায় না ১৬র ও নয় কিন্তু ঐ সূত্রে a*(b+c)= ab + ac টা শিখিয়ে দেয় চাপ ছাড়া । খুব খারাপ হয় না ফলটা।
  • mita | 122.167.112.88 | ১০ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৬432704
  • আজ্জোর সাথে একেবারে একমত। তবে এখন মনে হয় higher studies এ অনেক বেশি ছেলে-মেয়ে যাচ্ছে, কারনটা অফকোর্স রিসেশন। শুধু ব্যাচেলর্স ডিগ্রি করে চাক্রি পাওয়া টাফ হয়ে যাচ্ছে।
  • aka | 168.26.215.13 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ২০:১১432706
  • মিতাদি, ঠিকই এখানে তো রেডিওতে প্রচার করছে গো ব্যাক টু স্কুল। চাকরি চলে গেলে, নতুন চাকরি পেতে অসুবিধা হলে পড়াশুনো করো, কোথায় কি স্কলারশিপ পাওয়া যায়, লোন পাওয়া যায় তার খবরা খবর ও দিচ্ছে। জানি না, যাদের চাকরি নেই তাদের পক্ষে লোন নেওয়াটা কত সুবিধাজনক।

    লিমিট শেখানোর ভিডিওটা ভালো। এই প্রসঙ্গে মনে পড়ল, ছোটবেলায় একজন বলেছিল লিমিট বোঝা মানে ভগবান বোঝার মতন। এইসব শুনে এতই ঘাবড়ে গিয়েছিলাম যে চ্যাপ্টারের শুরুটা পড়ে ফেলেছিলাম। ভাগ্যিস পড়েছিলাম। সেই ভাঙিয়েই অনেকদিন চলেছিল। ক্যালকুলাস পড়তে গেলে ডেফিনেশন বুঝতেই হয়। আর সেটা এমন কিছু ভজঘট ব্যপার নয়। বরং অনেক সোজা। আমাদের পুরোটা মেকানিকালি শেখানো হত। সাইন এক্সের লিমিট কস এক্স যেমন সূর্য্য একটি তারা।
  • vikram | 193.120.76.238 | ১১ ফেব্রুয়ারি ২০১০ ২২:১৬432707
  • আমাদের লিমিট শেখানো হয়েছিলো কচ্ছপের সেই চলা, আদ্ধেক, তারও আদ্ধেক, তারও আদ্ধেক এইটা দিয়ে, তারপরে ক্যালকুলেটার টিপে কিচু যোগ করায়, তারপরে গুণোত্তর প্রগতির মাধ্যমে ও সবশেষে একটি বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য কিভাবে স্পর্শক অবস্থায় শুণ্য হয় তার দ্বারা।
  • Arijit | 61.95.144.122 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৬432708
  • http://tinyurl.com/ydmce8j

    বাঁদিকের খবরটা।
  • . | 115.117.218.35 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৮432709
  • আমারও এই খবরটার কথা মনে পড়েছিল। বাঙালী পিতামাতারা কি সন্তানশিক্ষা নিয়ে একটু বেশিই উৎসুক ও উৎকন্ঠিত?
  • . | 115.117.218.35 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৪432710
  • কলকাতার কয়েকটি কারণ তো খুব স্পষ্ট- এক, অন্যান্য শহরের থেকে চাকরির সুযোগ অনেক কম; দুই, ব্যবসাপাতি সামাজিকভাবে খুব একটা উৎসাহ পায় না; তিন, এখানে সামাজিক প্রতিযোগিতার মাপকাঠি বাচ্চার রেজাল্ট ইত্যাদি।

    কিন্তু আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে সুযোগ আরও কম ছিল। তখন বাবা-মারা এত প্যারানয়েড ছিল না। এখন তো নার্সারি থেকে শুরু।
  • Arijit | 61.95.144.122 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১১:০১432712
  • ঠেলাটা তো শুধু পড়াশোনা নিয়ে নয়। ক্রিকেট খেললে শচিন হতে হবে, ফুটবলে জিদান, নাচা-গানা সবেতে টপ। কেউ মাঝে থাকতে পারবে না - সবাইকে এভারেস্টের মাথায় থাকতে হবে। "মধ্যমেধা' সামাজিকভাবে বর্জনীয়। প্রেস্টিজ নাই।
  • . | 115.117.218.35 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৬432713
  • অন্যান্য ক্ষেত্রে এর প্রাদুর্ভাব অনেক কম। পড়াশুনোতে অনেক বেশি। ইন ফ্যাক্ট, পড়াশুনার ব্যাপারই চিন্তার সিংহভাগ। সব বাবামা যে ফার্স্ট হওয়া নিয়েই চিন্তা করেন তা নয়। কিন্তু শিক্ষা ও শিক্ষাপদ্ধতি নিয়ে দুর্ভাবনা মনে হয় বাঙালীদের মধ্যে একটু বেশি। ;-)
  • pi | 72.83.210.50 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৯432714
  • কিন্তু এই 'চাপ' কমানোর জন্য ই তো শিক্ষাপদ্ধতি নিয়ে চিন্তা ভাবনা করা।
  • Arijit | 61.95.144.122 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৪432715
  • শুধু পদ্ধতি পাল্টাইয়া অইবো না। মাইন্ডসেট পাল্টানো জরুরী।
  • pi | 72.83.210.50 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪১432716
  • এই যে দামী স্কুলগুলোর ক্রেজ , তার কিছুটা তো অন্যরকম শিক্ষার চাহিদা থেকেই। মাইন্ডসেট বদলেছে সেন্স করতে পারছে বলেই নিশ্চয় এরা অন্যরকমের কিছু দেওয়ার দিকে ঝুঁকছে।
  • rabaahuta | 203.99.212.54 | ১২ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৯432717
  • আমাকে সুপ্রাচীন ছোট বেলায় পড়াতেন প্রাচীনতর জলধরবাবু। অ আ ক খ, একে চন্দ্র দুই এ পক্ষ ইত্যাদি। তো, শীতের সকালে উঠোনে চেয়ার পেতে আমাকে নিয়ে বসতেন তিনি, শ্লেটে মুক্তাক্ষরে অ আ ক খ লিখে দিয়ে বলতেন দাগা বুলাও। বুলাও তো বটে, কিন্তু সেই মধুর শৈশবে আমার কি আর কোন কাজ ছিল না? এদিকে জলধর বাবুর চক্ষু কর্ন তখন বিবাদে মত্ত, আর আমি চিরটাকালই, হাতের সুযোগ পায়ে ঠেলিনা। তো আমার শিক্ষা সমাপন ঘোষনার কিছুদিন পরে দেখা গেল আমি যে নিরক্ষর ছিলাম সেই নিরক্ষর ই আছি। এইসব গল্প বিস্তারিত জানে লামা।

    আজকের শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের পোলাপান এবম্বিধ শিক্ষার সুযোগ পায় না, দু:খ।
  • anjishnu | 152.19.193.67 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০৫:২৮432719
  • কম্পিটিশন তো পৃথিবীর সব জায়্‌গাই।
    কলকাতা থেকে নিউ জার্শি, সব জায়্‌গাই বাবা মা চাই ,( চাওয়ার অবস্থায় থাকলে) ছেলে মেয়ে এক্সেল করুক।
    মাইন্ডসেটের ব্যাপার টা বুঝলাম না।
  • pi | 72.83.210.50 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০৬:০৭432720
  • কম চাপে,গতে বাঁধা ছকের একটু বাইরে পড়াশুনা করাতে চাওয়ার পরিবর্তিত মাইণ্ডসেট। এখানের আলোচনা থেকে যা বুঝেছি, অনেকের ক্ষেত্রেই ইন্টারন্যাশানাল স্কুল ইত্যাদিতে ভর্তি করানোর মূল ড্রাইভং ফোর্স ই এই ফ্যাক্টরগুলো।
  • anjishnu | 152.19.193.67 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০৬:১৮432721
  • হুম, কিন্তু ওসব স্কুল সাধারন মধ্যবিত্থের আওতার বাইরে।
  • kity | 131.95.30.233 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০৬:২১432723
  • নিজেই তো বলে দিয়েছেন, "চাওয়ার অবস্থায় থাকলে।" :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন