এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্কুলের শিক্ষা পদ্ধতি, এদেশীয় বনাম বিদেশীয়....

    M
    অন্যান্য | ০৮ ফেব্রুয়ারি ২০১০ | ১১৬৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | 125.18.104.1 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১০432824
  • এই যে লিখেছিস- "কোথাও কমিউনিটি ওয়ার্ক করা আর ছেলেকে সেখানেই পড়ানো দুটো আলাদা সিদ্ধান্ত। এক করে ফেললে হবে না।"

    তোর কথা মেনেই তো চলেছেন। এক করে ফেলেন নি।
  • aka | 168.26.215.13 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১৩432825
  • ও ভুল বুইয়েছিলুম। দাঁড়াও লিখছি।
  • SB | 114.31.249.105 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২০432826
  • aka, হাতের কাছে ইকনমিক ডেটা নেই, তবে Levels and Composition of Public Social and
    Economic Expenditures in India, 1950-51 to 2005-06
    নামে একটা ওয়ার্কিং পেপার আছে, লাগলে দিতে পারি।
  • aka | 168.26.215.13 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪৭432827
  • অনেকগুলো জিনিষ একসাথে এসে পড়েছে।

    ১। ইংরিজি ও সরকারী নীতি

    ইংরিজি তুলে দেওয়ার নীতির ভিত্তিটাই দাঁড়িয়েছিল এই অ্যাজাম্পশনের ওপর যে ইংরিজির ভয়ে প্রাথমিকে ড্রপ আউট বেড়ে যাচ্ছে। অতএব ইংরিজি তুলে দাও। এই অ্যানালিসিস ও তার সলিউশন দুইই অত্যন্ত শ্যালো। ঠান্ডা ঘরে বসে চিন্তার চোঁয়াঢেকুর। অথবা শস্তায় ভোট জেতার পরিকল্পনা। কি জানি না। এর সুদূরপ্রসারী ফল ছাত্রছাত্রীদের ওপর পড়েছে। পলিসি হিসেবে এককথা ধুর। পলিসি, প্ল্যানিং, অ্যানালিসিস হিসেবে বাজে অত্যন্ত বাজে, যেকোন দিন সমালোচনাযোগ্য।

    ২। সরকার ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বদের ভূমিকা

    কতকগুলো পসিবিলিটি আছে
    ক) অনেকেই দলের অন্দরমহলে এই নিয়ে বাকবিতণ্ডা করেছেন। কিন্তু দলের 'গণতান্ত্রিক' পরিকাঠামোয় আটকে গেছেন। তেঁতো গিলতে বাধ্য হয়েছেন। নিজের ছেলেমেয়েকে অন্তত ভালো শিক্ষা দেবার চেষ্টা করেছেন। সমালোচনার যোগ্য, এই নীতির সুদূরপ্রসারী ফল বিবেচনা করে দল থেকে বেরিয়ে আসা উচিত ছিল ইত্যাদি। কিন্তু এই ধরণের লোকেদের জন্য আমার সিমপ্যাথি আছে।

    খ) অনেকেই হয়ত ভোট জেতার এই শস্তার বাজিকে নিজের সংকীর্ণ স্বার্থ রক্ষার জন্য সাপোর্ট করেছেন এবং নিজের ছেলেমেয়েকে আগলে রেখেছেন। এদের পাঁচ মাথার মোড়ে দাঁড় করিয়ে জুতোনো উচিত।

    মূলত সরকার সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে ইনসাইডার্স ইনফরমেশন ছিল যা সাধারণ লোকের কাছে নেই। তাই তাদের নিজেদের ছেলেমেয়েকে ইংরিজি মাধ্যমে পড়ানো সন্দেহের উদ্রেক করে। যদি কাউকে ব্যক্তিগতভাবে চিনি তাহলে তার সম্বন্ধে স্টান্স নিতে সুবিধা হয়। অন্যদের খুব রাগারাগির মাথায় 'খ' শ্রেণীতে ফেলে দিই। এগুলো বাজে কিন্তু সম্মিলিত ভাবে ভুল পলিসি ইমপ্লিমেন্টশনের ধারে কাছে নয়।

    ৩। বর্তমান পরিস্থিতিতে আমার বা ব্যক্তিবিশেষের ভূমিকা
    ক) অপশন হল, রাজনৈতিক ভাবে পুরো জিনিষটার মোকাবিলা করা, যেমন পাই বলেছে। সেক্ষেত্রে আলোচনাটা আরও স্ট্রীমলাইনড না হলে খুব মুশকিল। অনেকগুলো জিনিষ একসাথে চলে এসেছে। পরিকাঠামোর উন্নতি, না শিক্ষাপদ্ধতির উন্নতি, প্রাইভেট ভার্সেস পাব্লিক স্কুল ইত্যাদি। রাজনৈতিক ভাবে আমি কি করতে চাইছি তার ওপর ডিপেন্ড করবে আমার ছেলেকে আমি কোন এনভায়রনমেন্ট দেব তার সাথে চিন্তার ইন্টিগ্রিটি। মুশকিল হচ্ছে এই আলোচনা শুধুই আলোচনা হয়ে থাকে। কারণ রাজনৈতিক ভাবে কিছু করে ওঠা গুরুতে আড্ড মারা লোকজনের পক্ষে সম্ভব নয় বলেই মনে হয়।

    খ) আমার নিজস্ব সমস্যা হল পরিকাঠামোগত সমস্যা - যেমন মাথায় ফ্যান, পরিষ্কার বাথরুম ইত্যাদি। আর ইংরিজি নিয়ে কিছুটা আছে, তা সে এখন ওয়ান থেকেই পড়ানো হয় না? যাই হোক পোস্ট লম্বে বেড়ে যাচ্ছে। মূল কথা কেসিরা যা করছেন মনে হল এই পরিকাঠামো গত সমস্যার উন্নতির জন্য ইন্ডিভিজুয়াল এফর্ট। 'ক' এর থেকে 'খ' ভালো।

    ২ এর সাথে ৩ এর অমিল হল, এক্ষেত্রে আমি পরিকাঠামোগত সমস্যা মেনে নিয়ে নিজস্ব কিছু করার চেষ্টা করছি। কিন্তু নিজের ছেলেকে সেই জায়গায় ফেলতে চাইছি না। এক হত যদি বলতাম যা হচ্ছে সব ঠিক কিন্তু আমার ছেলে সেই সিস্টেমে থাকবে না।
  • aka | 168.26.215.13 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৫১432828
  • এসবি, ডেটা নাই তাও ভার্ডিক্ট দিয়ে দিলেন কি করে? ওয়ার্কিং পেপার খুব কাজের কিছু না।
  • Arpan | 122.252.231.12 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২০:০৭432830
  • আরেকটা ব্যপার আছে। এক্সিকিউশন। অর্থাৎ ফলেন পরিচিয়তে।
  • SB | 114.31.249.105 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২০:১২432831
  • aka, হাতের কাছে ....
  • SB | 114.31.249.105 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৭432832
  • তাছারাও ওয়ার্কিং পেপারটাতে ভর্তি ডেটা, কিন্তু তক্ক করতে চাইনা বলে দেব না ;-)
  • aka | 168.26.215.13 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৯432834
  • ঠিক আছে দেখি। তক্কো করতে না চাইলে হবে কেন? ওয়ার্কিং পেপারের সমস্যা হল যাচাই মাল না। ঢপ মারছে না এই গ্র্যান্টিটা নেই। পাবলিশড হলে অন্তত কিছুটা ভ্যালিডিটি থাকে।
  • SB | 114.31.249.105 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২০:২২432835
  • আরে না, তা নয়। পাব্লিশ্‌ড না হলে আমি পেলাম ক্যামনে?
  • aka | 168.26.215.13 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৪432836
  • ঠিহাছে দেন না। পেপার পড়তে এট্টুও ভালো লাগে না যদিও।
  • SB | 114.31.249.105 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৬432837
  • কোথায় দেব? ই-মেল জানান ...
  • aka | 168.26.215.13 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৮432838
  • arjobhatta @ জিমেল
  • SB | 114.31.249.105 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩২432839
  • পাঠালাম, কিন্তু তক্কে নেই ;-)
  • . | 219.64.75.125 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২২:২৪432840
  • একদম বুঝলাম না। ইংরিজি শেখানো ভুল না ঠিক সেটা অন্য প্রশ্ন। এখানে প্রশ্নট দ্বিচারিতার। কেসিরা কি করছেন তার বিশদ তথ্য জানি না। কাজেই ওটা নিয়ে আলোচনা করব না। কিন্তু ধরা যাক কেউ স্কুল করে বিকল্প পদ্ধতিতে শিক্ষার পরীক্ষা নিরীক্ষা করছেন। অথচ নিজের সন্তানের ক্ষেত্রে সেই পদ্ধতি মানছেন না, কারণ তিনি তাঁর সন্তানকে এখনও অপ্রমাণিত কোনো পরীক্ষা নিরীক্ষার মুখে ঠেলে দিতে চান না। এটা তিনি ঠিক করছেন না ভুল করছেন?
  • aka | 168.26.215.13 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২২:৩২432841
  • হ্যাঁ সেটা দ্বিচারিতা। অবশ্যই।

    আমি বিকল্প শিক্ষা পদ্ধতির কথা বলছিই না। সেইজন্যই বললাম সব একসাথে মেখে আছে। কেসির আগের কথা শুনে মনে হয়েছে ঐ মিড ডে মিলের বন্দোবস্ত, নিয়মিত বাথরুম পরিষ্কার ইত্যাদি।

    মানে মনে হয়েছে, ঠিক জানি না। আমি যখন কমিউনিটি ওয়ার্কের কথা বলেছি তখনও এইসব কথাই ভেবেছি। আমি চাই সব স্কুলই আমি ছেলেকে যেখানে পড়াব সেরকম হোক। যতদিন না হচ্ছে ততদিন ছেলেকে সেখানে রাখতে পারছি না। কিন্তু নিজে ইন্ডিভিজুয়াল এফর্ট দিতে রাজী।
  • pi | 72.83.210.50 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪১432842
  • যাচ্চলে, সবার জন্য যথাযথ শিক্ষার ব্যবস্থা করতে গেলে সিস্টেম বদলাতে হবে ? বিপ্লব করতে হবে ? এঅকম কিছু কথা সেদিন sb ও বোধহয় বলেচিলেন :)

    বামপন্থী আন্দোলনের কথা ফথা ও না। এই যদি আজ বলি, এই আম্রিগার মত পাবলিক স্কুলিং টুকু ই আমাদের দেশের প্রতিটা স্কুলে করে দেখানো হোক, তাঁদের তো গোঁসা হয়ে যাবে। :)

    এই রাইট টু এডুকেশন বিল পাস করানোর পিছনে ক'ট বামপন্থী দল , বরং বেশ কিছু ইন্ডিভিজ্যুয়ালের বেশ কিছু দিনের প্রচেষ্টা রয়েছে।

    কম্যুনিটি ওয়ার্ক হোক না, কিন্তু তার সাথে সাথে পাশাপাশি পলিসিগত ভাবে সেটা ইমপ্লিমেন্ট করার দাবী টা না রাখলে চলবে কিকরে ? সরকারের থেকেও বেশি ব্যক্তির দায়, এটা কি ঠিক ?
    ব্যক্তির দায়ের মধ্যে, সকলের জন্য এটার দাবী করা কেন থাকবে না ?

    আজ কতদিন ধরে কথা হয়ে আছে, জিডিপি র ৬% শিক্ষাখাতে ব্যয় হবে। আর হচ্ছে কত ? তা ও কমছে দিন দিন , আর বাড়ছে প্রতিরক্ষা খাতে, অপারেশন কোবরা, গ্রীনহাণ্টে কোটি কোটি টাকা ঢেলে নিজেদের দেশের মানুষ মারার পিছনে।

    এটা একটু দেখা হোক

    http://www.nationmaster.com/graph/edu_edu_spe-education-spending-of-gdp

    শিক্ষাখতে ব্যয় বিচারে ভারত ৮১ নং স্থানে। তাও এখানে ৪% ধরেছে, বেশ কিছু রিপোর্টে দেখেচিলাম, ৩-৩.৫%।

    আর আকাদা, ৩ এর ক) এ বর্ণিত জিনিশগুলো কিন্তু আলাদা আলাদা নয়, ভীষণভাবে পারস্পরিক সম্পর্কিত।
  • pi | 72.83.210.50 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৯432843
  • স্টোয়িকদা, আপনার মেইল আইডি টা একটু দেবেন ? খুঁজে পাচ্ছি না :(

    ব্ল্যাংকি, হেডস্যার আর সঞ্চালকদের সদিচ্ছা থাকলেই যে সবসময় হয় না,( আর বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো হয় না), তার নমুনা এখানেই শমীক আর সুচেতনাদির পোস্টে আছে।

    হ্যাঁ, উল্টোটা ঠিক। ঠিকঠাক ব্যাপারের ও ঠিকঠাক ভাবে প্রয়োগ হয়না, যদি এনাদের সদিচ্ছার অভাব থাকে। কিন্তু সেটা দেখার জন্য ই একটা ইন্সপেকশন সিস্টেম আছে না ? হাতে -কলমে আছে বলেই তো জানি, কিন্তু বাস্তবত বোধহয় ভোগে গেছে।

    SB র কাছে প: বঙ্গ স্পেসিফিক কিছু কোশ্চেন ছিলো। প: বঙ্গের এই যে বেহাল দশা ( রিপোর্ট টা পড়েছেন নিশ্চয়) তার জন্য কেন্দ্রকে কতটা দায়ী করবেন আর রাজ্যকে কতটা ?
    সর্ব শিক্ষা অভিযানের কিছু অডিট রিপোর্ট ঘাঁটাঘাঁটি করে দেখেছিলাম একসময়। কেন্দ্র থেকে আসা প্রচুর টাকা কিন্তু জাস্ট পড়ে থাকে কিম্বা ফেরত যায়, কিম্বা যে কাজের জন্য এসেছে, তার জন্য ব্যয় হয় না। এগুলো নিয়ে কিছু বলবেন না ?
    পার্টিবাজি নিয়ে প্রশ্নটা আর করলুম না :)
  • aka | 24.42.203.194 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৩432846
  • এত কথার ফাঁকে পাই কখন কি বলেছে দেখতে পাই নি।

    পাই, হয়ত সব মিলিয়ে মিশিয়ে। কিন্তু আমাদের মতন প্রিভিলেজড লোকজন ছেড়ে আমজনতার কথা ভাবলে সবথেকে বড় সমস্যা এক, সবাইকে স্কুলে নিয়ে আসা, দুই, নূন্যতম ইনফ্রাস্ট্রাকচার। যেমন ঠিকঠাক ঘর, শিক্ষক, বাথরুম ইত্যাদির ব্যবস্থা করা। যতদূর মনে পড়ে এখন বোধহয় এক তৃতীয়াংশ প্রাথমিক শিক্ষকের পোস্ট খালি কিন্তু রিক্রুট করা হচ্ছে না। প্রতীচি রিপোর্ট তো ভালো স্টাডি।

    http://www.telegraphindia.com/1091219/jsp/opinion/story_11882013.jsp
  • pi | 72.83.210.50 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৯432848
  • :)
  • pi | 72.83.210.50 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৯432847
  • সবাইকে স্কুলে নিয়ে আসার কথা ভাবতে গেলে ঐ শুধু মিড ডে মিলের টোপ দেখালে তো হবে না ( তাইলে সেটা খালি মিড ডে মিলের আকর্ষণ ই হয়ে থাকবে, আর শিক্ষক -ছাত্র মিলে সারাদিন ব্যাপী চড়ুইভাতির পিরিয়ড হয়েই থেকে যাবে), পাঠক্রমে পরিবর্তন, যতটা পারা যায় কম ভীতিপ্রদ, কম চাপ, বেশি আকর্ষণীয় করে তোলা এগুলো ও আনতে হবে। এগুলি যথাযথ ইমপ্লিমেন্টেশনের জন্য পরিকাঠামো ঠিক করতে হবে, ছাত্র-শিক্ষক অনুপাত ঠিক করতে হবে, শূন্যপদ ভর্তি করতে হবে,শিক্ষকদের ঠিকঠাক ট্রেনিং দিতে হবে, সেই ট্রেনিং ফলো করা হচ্ছে কিনা দেখতে হবে, এবং অতি অবশ্য , শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে।
    অর্থাৎ কিনা সব ই ইন্টাররিলেটেড।
  • Blank | 170.153.65.102 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৮432849
  • পাই দি, ঠিক উল্টোটা। সদিচ্ছা থাকলেই হয়। সুচেতনা দির কথিত ভদ্রলোক যা করেছেন তা শোক কজ করারই যোগ্য কাজ। উনি বাইরে থেকে যাদেরকে নিয়ে আসতেন তাদেরকে কিসের ভিত্তিতে নিয়ে আসতেন? ওনার নিজের পছন্দ বলে !! এত অদ্ভুত সমস্যা, আমার মনে হয় ঐ ইস্কুলের ড্রয়িং টীচার খুব ভালো, আমি অমনি তাকে আমার ইস্কুলের কয়েকদিন আঁকা শিখিয়ে যেতে বল্লাম। এমনি ওয়ান ম্যান ডিসিসান আজকাল পাড়ার মুদীর দোকান ছারা কোত্থাও হয় না।
    আর শমীকের বলা টীচারের স্ট্র্যাটেজি টাই ভুলভাল। ওর চেয়ে লার্নিং ইংলিশের চ্যাপ্টারের শেষে যে হোম ওয়ার্ক গুলো করতে বলা থাকে ওগুলো তে চাপ দিলে কাজ হতো বেশী। ওনার নিজের লার্নিং ইংলিশ মেথড পছন্দ নয় বলে উনি নিজের মেথড চালু করে দেবেন !!!!
  • Blank | 170.153.65.102 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৯432850
  • *শোকজ
  • suchetana | 122.172.106.160 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৩432851
  • কিন্তু ব্ল্যাংক, তর্কের খাতিরে মানছি তোমার কথা। কিন্তু তাহলে সমাধানটাই বা কি! ঝিনচ্যাক স্কুলের ছেলেমেয়েরা গ্রামার, ক্যারাটে, ছবি আঁকা শিখবে, আর যাদের ক্ষমতা নেই এগুলো কিনে নেওয়ার, তারা ধারাপাত মুখস্থ করবে?
  • Blank | 170.153.65.102 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৪432852
  • সুচেতনা দি
    ঐ জন্যই স্কুলের সঞ্চালক কমিটি বানানো হয়, অভিভাবক দেরকে নিয়ে। যদিও খুব কম অভিভাবকেই দেখেছি ওসবে অংশ নিতে। ফলে যা হয়, ফাঁকা কমিটিতে ভীড় জমায় অন্যরা।
    ঠিক ঠাক ক্লাশ হচ্ছে কিনা, পড়ানোতে ফাঁকি দিচ্ছে কিনা, ইস্কুলে যে টাকা আসছে তা ঠিক ঠাক খরচা হচ্চে কিনা সেগুলো দেখা এমন কি কঠিন কাজ !!
  • suchetana | 122.172.106.160 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৮432853
  • আর সঞ্চালক কমিটিতে থাকা অভিভাবকেরা যদি চান, তাঁদের ছেলেমেয়েরা ধারাপাত, লার্নিং ইংলিশের পাশাপাশি এগুলো ও শিখুক। তাহলে?
  • Blank | 170.153.65.102 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩২432854
  • কমিটির কাজ যা হওয়ার নিয়ম সেগুলো হচ্চে কিনা দেখা।
  • suchetana | 122.172.106.160 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৬432857
  • দ্বন্দ্বটা তো সেটা নিয়েই। যা হওয়ার নিয়ম, তার বাইরেও যা যা পাওয়া সম্ভব, সেগুলো সব বাচ্চা সমানভাবে পাবে না কেন? শুধুমাত্র আর্থিক ক্ষমতার তারতম্যের জন্য?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন