এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্কুলের শিক্ষা পদ্ধতি, এদেশীয় বনাম বিদেশীয়....

    M
    অন্যান্য | ০৮ ফেব্রুয়ারি ২০১০ | ১১৬৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 24.42.203.194 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩০432991
  • ব্যাং হয়ে গেছে যে বললে। এর কাউন্টার পেপার টা দেখিও।
  • suchetana | 122.172.106.105 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪৬432992
  • আমি ডেটা দিই না, স্ট্যাট দিই না। এগজ্যাম্পল দিই।

    লুরুতে ৬বছর হতে চললো। ৬বছরেও কন্নড় শিখতে পারি নি। ১১বছর বয়স থেকে ইংরাজি পড়তে শুরু করেও, শিখতে পারি নি। ;-)

    আমার ছেলে আর তার বন্ধুরা ( তাদের কারো ৭বছর পূর্ণ হয় নি এখনো ), সব কি সুন্দর গড়্‌গড়িয়ে কন্নড় আর ইংরাজি বলে! তারা তাদের মাতৃভাষা এবং হিন্দিও মোটামুটি বলতে পারে।
  • PT | 203.110.246.230 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৫৫432993
  • শিশুর ভাষা শিক্ষা সংক্রান্ত এই লিংকটা বার তিনেক দিলাম। বোধহয় বিপজ্জনক বলে কেউ react করছে না:

    .....only 48.3% of Indian children in Class 1 could read the English alphabet, even in big capital letters...........Faced with half-empty classrooms in government schools, some state governments plan to introduce English from class 1 to win back students. That would be a serious error.
    http://blogs.timesofindia.indiatimes.com/Swaminomics/entry/don-t-teach
    -english-to


  • aka | 24.42.203.194 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৫432994
  • সুচেতনা, আমার ভাইঝি লুরুতেই থাকে এখন বোধহয় ৯ বছর বয়স হবে। সে ইংরিজি, বাংলা, কন্নড়, তামিল সবকটাই গড়গড়িয়ে বলে/বোঝে। তার ফ্রেঞ্চ জানা মোটামুটি শিক্ষিত বাপ কন্নড় এবং তামিল আয়ত্ত করতে পারে নি।

    ব্ল্যাংকি বাবু, কাউন্টার পেপারের চাপে গুগুলের সার্ভার বসে গেল তো! :))
  • Arijit | 61.95.144.122 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:০৮432995
  • নিজের চারপাশের এনভায়রনমেন্টটা ওই বাচ্চাটার মত করে ফ্যালো, পারবে। কর্পোরেট এনভায়রনেমেন্ট আর স্কুল বা খেলার মাঠে বিস্তর ফারাক। এই উদাহরণ গুচ-তেই গণ্ডাখানেক কি আরো বেশি আছে। বয়সটা কত বড় ফ্যাক্টর সেই নিয়ে ডিবেট আছে, কিন্তু এনভায়রনমেন্টটা যে সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা নিয়ে কোনো তর্কই নেই।
  • stoic | 160.103.2.224 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২২432996
  • এই এনভায়রনমেন্ট ফ্যাকটর টা নিয়ে জানতে ইচ্ছুক। জেনুইনলি শিখতে চাইলে একটা ভাষা শেখা যায় না এটা মানতে পারলাম না। বিদেশী ভাষা অনেকেই 'না শিখে উপায় নেই' সিচুয়েশানে পড়ে শিখে ফেলে। তাই কিছু দেশে, যেখানে বেশির ভাগ লোক ইংলিশ বলে এবং বোঝে, অনেকেই সেই দেশের ভাষা শেখে না (যেমন সুইডেন)। আবার যে সব দেশে না শিখে উপায় নেই, (যেমন ফ্রান্স) সেখানে দিব্যি শিখে ফেলে। তবে কেউ যদি খুব অল্প দিনের জন্য বিদেশে থাকে, এবং জানে যে কদিন বাদেই দেশে ফিরব বা ইংলিশ স্পিকিং দেশে মুভ করব, সেক্ষেত্রে শেখার এন্থু অনেক কমে যায়।
  • Arijit | 61.95.144.122 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:২৭432997
  • বেসিক্যালি দুটো ভেরিয়েবল - বয়স আর পরিবেশ। কোনটার এফেক্ট কতটা জানতে গেলে অন্যটাকে কনস্ট্যান্ট রেখে এক্ষপেরিমেন্ট করতে হবে।
  • aka | 24.42.203.194 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৩৫432998
  • সেকেন্ড ল্যাঙ্গোয়েজ জানার পরিবেশ বোলে তো?

    আর এটা কি নিজস্ব থিওরি না অ্যানেকডোটাল এভিডেন্স নাকি ঠিকঠাক স্টাডি?
  • aka | 24.42.203.194 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৪০432999
  • যাক চললুম দিনের শেষে বোধহয় সময় হবে তখন সব পড়ে নেব।
  • stoic | 160.103.2.224 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৪১433001
  • শিশুদের ল্যাঙ্গোয়েজ লার্নিং এবিলিটির ওপর অনেক থিওরি আছে।
    http://en.wikipedia.org/wiki/Language_learning
  • dukhe | 122.160.114.85 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৮:০৭433002
  • সমস্ত থিওরি শুনুন ও মাথায় রাখুন । নিজের বাচ্চাকে ছোট্ট থেকে বাংলা অঙ্ক ইঞ্জিরি পড়ান । অশোক মিত্র আপনার বাচ্চার ভার নেবেন না ।
  • PT | 203.110.246.230 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৮:২০433003
  • বাচ্চা গড়গড়িয়ে বাংলা, ইংরিজি বলবে যদি বাপ-মা গড়গড়িয়ে ঐ ভাষা দুটো বলে বা স্কুলের বন্ধুরা ঐ ভাষাগুলো বলে। যার বাপ-মা ইংরিজি বলে না আর বাচ্চার ইংরিজি বলার সুযোগ নেই,(যেটা ৭০% ভারতীয়র ক্ষেত্রে সত্যি) সেই বাচ্চার ইংরিজি শিখতে জীবন কেটে যাবে।
  • PT | 203.110.246.230 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৮:২৪433004
  • ...... অর্থাৎ আগে যেমন স্বল্পসংখ্যক লোক সংস্কৃত জানত এখন সেইরকম অল্প লোক ইংরিজি জানবে!!
  • Arijit | 61.95.144.122 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৩২433005
  • ধুর মশয়। লার্নিং ইংলিশ তুইল্যা দিয়া প্লেগ্রুপ থিক্যা নেসফিল্ড আর রেন অ্যাণ্ড মার্টিন কইর‌্যা দিয়া দ্যাখেন - তিন কেলাসে যদি আরেক খান রাউলিং তৈয়ার না হয় তো কান কাইট্যা ফালামু।

    (ডি: কার কান সেটা ওপেন এন্ডেড)
  • PT | 203.110.246.230 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১৩433006
  • আমাগো সময় এক কেলাশ থ্যিকা ইনজিরি শিখাইত। আর আমরা ""ba-ব্যা, be-বি"" মুখস্ত কইরা ইনজিরি শেখা পাবলিক। কিন্তু এগার কেলাশেও আদ্দেক ছাওয়াল "দাদামশাই মরছিল, তাই ইস্কুলে আসি নাই"" বইল্যা দরখাস্ত লিখতে পেন্টুল হইলদ্যা কইরা ফেলাইত। আর শেক্ষ বোঝে এমন পন্ডিতও ইনজিরিতে কথা কইতে গিয়া নালে-ঝোলে মাখামাখি কইরা ফেলাইত। ব্যাপারখান অত সহঝ নয়।
  • G | 136.142.104.70 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১৭433007
  • বয়েস আর environment দুটো factor আলাদা করা যায় একমাত্র laboratoryতে। real world-এ পাঁচ বছরের পুঁচকের আশপাশ আর ছাব্বিশ বছরের ছোকরার আশপাশ কখনো-ই এক নয়। কাজেই policy ঠিক করতে হ'লে বয়েসের উপরে regression বলো, experiment বলো, করতে হবে, কিন্তু environment কে constant ধরলে ভুল হবে। কারণ, environment কখনো'ই control করা যায় না। যেটা দেখা দরকার সেটা হ'ল effect of age on learning ability, given the environment one is expected to have at that age, not the ure effect of age in learning ability independent of environment.
  • G | 136.142.104.70 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:১৮433008
  • ৫:২৭ এর পরিপ্রেক্ষিতে।
  • PT | 203.110.246.230 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৩৬433009
  • আগেও লিখেছি কিন্তু আবার না লিখে থাকতে পারছি না.......

    সুইডেনে ইংরিজি না জানা ইরানী দিদিমাকে ১-বছরে কাজ চালানোর মত সুইডিস শিখতে দেখেছি। জার্মানিতে চার মাসে যোগাযোগ করতে পারার মত ভাষা শিখিয়ে দেয় প্রাপ্তবয়স্ক মানুষদের। সে পদ্ধতি সম্পুর্ণ আলাদা।

    তবে বলে রাখা ভাল যে ষষ্ঠ শ্রেণী থেকে বছর দুয়েক সংস্কৃত শিখে আমরাও সহজ সংস্কৃত পড়তে পারতাম।
  • dukhe | 117.194.239.42 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৯433010
  • বাপ মা গড়গড়ে ইঞ্জিরি না জানলে বাচ্চাকে ইব্জিরি শেখানোর চেষ্টাতে ক্ষান্ত দিন । অঙ্ক না জানলে অঙ্ক । ভূগোল না জানলে ভূগোল । সাধে কি সিব্বল পরীক্ষা তুলে দিচ্ছে ? সাবজেক্টই নাই তো পরীক্ষা কিসের ?
  • suchetana | 122.172.48.79 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২১:৪০433012
  • ট্রানস্লেশন পরীক্ষার ফল ।

    আকা : ৩ য়ে ২
    অর্পণ : গার্জেন কল।
  • nyara | 115.184.109.188 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৯433013
  • অনেক তক্ক হয়েছে। এবার কমপ্রিহেনশনের পরীক্ষা। দেখি কে কে পাশ করে -

    ------------

    ষষ্ঠ শ্রেণীতে দুই বৎসর সংস্কৃত অধ্যয়ন করিয়া প্রবুদ্ধ তর্কালংকার ওরফে পিটার টাফল গড়গড় করিয়া সংস্কৃত কাব্য পড়িতে পারিত। অথচ সেই পিটার (ওরফে প্রবুদ্ধ) প্রথম শ্রেণী হইতে ইংরাজীর পাঠ লইয়াও একাদশ শ্রেণীতে দরখাস্ত লিখিতে কাপড়েচোপড়ে করিয়া ফেলিত। নীচের কোন কোনটি ঠিক?

    - তর্কালংকারের গৃহে সকলে সংস্কৃতে কথা বলিত।
    - পিটারের গৃহে কেহ ইংরাজী জানিত না।
    - পিটার তর্কালংকার ক্ষণজন্মা।
    - সিপিয়েমের অন্যান্য সকল কিছুর ন্যায় শিক্ষানীতিও নির্ভুল।

  • Arpan | 112.133.206.20 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৬433014
  • কমরেড। গার্জেন কল করার আগে দেখুন সে গার্জেন আপনার সামনে ইঞ্জিরি বলতে গিয়ে পেন্টুল হলুদ করে ফেলবে কি না! সে কী খুব ভালো হবে?
  • PT | 203.110.246.230 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৫০433015
  • যদি বিশ্লেষণী শক্তি ব্যবহার করে আগের তথ্যগুলো পড়েন তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়ায়:

    ১। দরখাস্ত লেখা একটি কঠিন কাজ কেননা তার জন্য বিশেষ শব্দ-চয়নের ক্ষমতা জন্মানো দরকার। আর সবাই পারতনা বলিনি- ""আদ্দেক ছাওয়াল"" লিখেছিলাম।

    ২। ইংরিজিতে কথা বলা আরো কঠিন কাজ--যারা বাংলা মিডিয়ম স্কুলে পড়েছে একমাত্র তারাই এই সমস্যার কথা জানে। ১১ বছর ধরে ইংরিজি শেখার পরেও প্রায় কেউই ইংরিজিতে কথা বলতে পারত না।

    ৩। ""সহজ সংস্কৃত পড়তে পারতাম""-এর মানে ""গড় গড় করে কাব্য পড়তাম"" হয় বুঝি? বোঝাই যাচ্ছে যে ভাল করে মাতৃভাষাটা শেখাও খুব সহজ কাজ নয়।

    ৪। ১ থেকে ৩ এর মানে বোধগম্য হলে আমার আগের পোস্টিংটা (19 Feb 2010 -- 04:55 PM)-তে উল্লেখিত লেখাটি পড়ে ফেলুন। ভারতবর্ষের ইংরিজি শিক্ষার আসল হাল হকিকৎ মালুম হয়ে যাবে।
  • nyara | 115.184.109.188 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৭433016
  • অ।
  • rimi | 168.26.215.135 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৮433017
  • আমি এমন বাচ্চাকে জানি যার বাবা মা গড়গড়িয়ে বাংলা বললেও তার নিজের বাংলা বলতে গিয়ে দাঁত ভেঙে যায়। কেমন করে এটা হয়?
  • dd | 122.167.21.197 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০১:২১433018
  • ভালো ডেন্টিস্টরে দ্যাখাও।
  • rimi | 168.26.215.135 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪০433019
  • ডিডিদা :-)))))
    এদিকে আমার বাবা মা কেন চৌদ্দ পুরুষও ইংরিজি কিম্বা হিন্দি কিছুই বলতে পারে না। আমিও না। কিন্তু দিল্লি গিয়ে দেখি আমার ক্লাসমেটরা সকলেই দিব্য গড়গড়িয়ে হিন্দিতে বাতচিত করছে। (এমনকি আকা পর্যন্ত)। আমি তো অবাক। পরে রহস্য ফাঁস হল, ওরা এন্তার টিভি দেখত, হিন্দি সিনেমা দেখত। আর আমি টিভি তো দূরের কথা, তখনো পর্যন্ত হিন্দি সিনেমা দেখেছি মাত্র একটা - শোলে। তাও আবার দেখতে গিয়ে হলেই ঘুমিয়ে পড়েছিলাম।

  • tkn | 122.162.42.238 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০১:৪২433020
  • ডিডিদা :-))))
    রিমি, শোলে আর বয়ফ্রেন্ড এই কম্বিতে ঘুমিয়েছিস? তোর নিজেরও তো স্লিপ থেরাপিস্ট দেখানো দরকার! :-)))
  • rimi | 168.26.215.135 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০২:০৮433021
  • না না তেকোনা, শোলে আর বয়ফ্রেন্ড কম্বি নয়। শোলে দেখতে গেছিলাম যখন তখন আমি ক্লাস সিক্স। মামাবাড়ি শুদ্ধু লোকের সঙ্গে গেসলাম। বয়ফ্রেন্ডের সঙ্গে শোলে দেখতে গিয়ে ঘুমুলে প্রেমের ওখানেই ইতি ঘটত। কারণ তার আবার শোলে হল সর্বকালের ফেবারিট। :-((
  • Shuchismita | 71.201.25.54 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৬:৪১433023
  • রিমিদির সাথে আমার কি মিল! আমিও বম্বে যাওয়ার আগে একটা মাত্র হিন্দী সিনেমা দেখেছিলাম। যেবারে হায়ারসেকেন্ডারী দিলাম সে বছরেই বোধহয় পনেরই অগাস্ট টিভিতে দিয়েছিল - ১৯৪২ আ লাভ স্টোরি। তবে আমি কিন্তু ঘুমোই নি। বরং রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম দেখে মনে বেশ পুলক জেগেছিল :)

    ওহ.. না না... আরেকটাও দেখতে হয়েছিল। সেটা আমার ভায়ের খপ্পরে পড়ে। সিনেমার নাম মহব্বতে। তবে সেই গল্প আবাপর ক্ষমা করিনি তে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন