এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্কুলের শিক্ষা পদ্ধতি, এদেশীয় বনাম বিদেশীয়....

    M
    অন্যান্য | ০৮ ফেব্রুয়ারি ২০১০ | ১১৬৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 128.48.7.66 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৬:৫৬433024
  • এবার ইংরেজি-র ব্যাপারটা ক্লিয়ার হল।

    ১) ক্লাস ১-১২ ইংরেজি : কিস্যু ইংরেজি শেখা হয় না। বাজে সিস্টেম।

    ২) ক্লাস ৬-১২ ইংরেজি: মোটামুটি ভাল ইংরেজি শেখা হয়।

    ৩) শুধু ক্লাস ৭-৮ : এটা হল আরো ভালো। এই দু বছর শিখলে সংস্কৃত-র মতন 'সহজ ইংরেজি পড়তে পারবে'।

    বঙ্গ ভরা রঙ্গ!
  • PT | 203.110.246.230 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:০৯433025
  • ঠিক ধরছেন। এবারে যুক্তি ব্যবহার করুন। ১-১১ ক্লাশের ইংরিজি শেখানোর বেশীর ভাগ সময় টা ব্যয় হয়েছিল বিস্তর কাব্য-সাহিত্য পাঠ করাতে। এর বেশীর ভাগটাই ""প্রয়োজনের"" ইংরিজির থেকে শত হস্ত দুরে ছিল।

    সুইডিশ শিক্ষার (যেটুকু মনে পড়ছে এতদিন বাদে) প্রথম দিনেই শিক্ষা শুরু হয়েছিল এই ভাবে:--Jag heter PT. Va heter du? (আমার নাম পিটি। তোমার নাম কি?) অর্থাৎ প্রথম দিনের দুঘন্টা ক্লাসের শেষেই একজন লোকের সঙ্গে পরিচিত হওয়ার পদ্ধতিটি রপ্ত করে নেয়। ১১ বছরের ইংরিজি শিক্ষার ক্লাসে কখনই এইভাবে ভাষা ব্যবহার করতে শেখান হয়নি। বোধহয় ধরে নেওয়া হয়েছিল যে ""My name is PT"" লিখতে শেখান হয়েছে বলে সে এটা ঝপাং করে বলেও ফেলতে পারবে।
  • suchetana | 122.172.52.122 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:১১433026
  • এলসিএম :-))))))))
  • suchetana | 122.172.52.122 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:১৮433027
  • তা চেষ্টাচরিত্র করে ঐ সুইডিশ কোর্সের ডিজাইনারদের এট্টু এ পোড়া দেশে আনানো যায় না? এট্টু যদি ওনারা আমাদের ইংরাজি শিক্ষাটাকেও সহজ করে দিয়ে যেতে পারেন, নতুন করে সিলেবাস লিখে। ভাষাটা শেখার বড় ইচ্ছে! কাঁহাতক আর রোজ জামাকাপড় কাচা যায়!
  • PT | 203.110.246.230 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৩১433028
  • এই মডেলটি কেন এদেশে অনুসরণ করা হচ্ছেনা এ আমার কাছে এক বিস্ময়! তবে প: বঙ্গে ব্যাপারটি আরও কঠিন। সিক্স থেকে ইংরিজি শেখানোর কথা বললেই আপনি সিপিএম এর দালাল ছাপ্পা পেয়ে যাবেন যে!
  • Shuchismita | 71.201.25.54 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৩৪433029
  • সিক্স-টিক্স পরের কথা। ভাষা শিখতে গেলে শেখানোর লোক চাই তো। সেটাই তো নেই। যে পরিমানে প্রয়োজন তার তুলনায় কিছুই নেই।
  • PT | 203.110.246.230 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪০433030
  • আমার বিশ্বাস পদ্ধতিটাই ভুল। সেটাই প্রধানতম সমস্যা। ভাষাটাকে যদি ২-৩ বছরে শেখানোর কথা ভাবা যায় তাহলে একই সংখ্যক শিক্ষক দিয়ে আরও অনেক বেশী বাচ্চাদের শিক্ষা দেওয়া যাবে।
  • lcm | 128.48.7.66 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪১433031
  • চার মাস অনেক সময়। সুইডিশ বা জার্মন শিখতে চার মাসে লাগতে পারে, কিন্তু ইংরেজি-তে অত লাগবে কেন। আরো সহজ সমাধান তো হাতের কাছেই আছে...

    ৫) লার্ন ইংলিশ ইন্‌ টুয়েন্টি ওয়ান ডেস - এই ধরনের কোনো বইকে ক্লাস ৯-১০ এর ফাঁকে কোনো এক সময় ৩ সপ্তাহে পড়িয়ে দেওয়া। ব্যাস্‌। একটা ছোট্ট স্মার্ট ক্র্যাশ কোর্সে ভাষা রপ্ত। এর পরে সবাই মিলে সমস্বরে, "My name is PT " ... -:)
  • PT | 203.110.246.230 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪৬433032
  • এটাও প্রায় ঠিক ধরেছেন। ঐ ক্লাশগুলোতে বেশ কিছু সময় ব্যয় করা হত কানে হেডফোন লাগিয়ে। তবে সেখানে ""My name is PT""-র বদলে কোন সুইডিশ খবর বা দুজনের মধ্যে বাক্যালাপ শোনান হত।
  • lcm | 128.48.7.66 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৫433034
  • পিটি, আপনি তো বেশ ইন্টারেস্টিংলি প্রতিভাবান মানুষ মশাই। আপনি ক্লাস ৭-৮ সংস্কৃত শিখে সহজ সংস্কৃত পড়তে পারেন, সুইডিশ শিখে নেন কয়েক দিনে।
    কিন্তু, সবাই তো আপনার মত প্রতিভাবান নয়। মধ্যমেধার পাবলিকদের জন্য কোনো সল্যুশন দিন না। এই যেমন আমি, ৭-৮ এ সংস্কৃত পড়েও নর:/নরৌ এর বাইরে বেরোতে পারি নি। আমাদের একটু দেখবেন স্যর।
  • Shuchismita | 71.201.25.54 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০১433035
  • চারমাসে যে সুইডিশ বা জার্মান শিক্ষা হয় তাতে কি পড়া, বোঝা, বলা এবং লেখা - সবই শেখানো হয়? লেখা শিখতে তো বাক্যের গঠন জানতে হবে। সেটা চারমাসে হবে? চারমাসের জার্মান কোর্স করে কেউ সেই ভাষায় পেপার লিখতে পারবে? আমার তো ধারনা ছিল এই কোর্সগুলো যাতে ভাষাটা মোটামুটি পড়ে/শুনে বোঝা যায় তার জন্য। এবং এই কোর্সগুলো যাঁরা নেবেন তাঁরা আর প্রথম/দ্বিতীয় প্রজন্মের পড়ুয়ারা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নেই।
  • PT | 203.110.246.230 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২৬433036
  • লসাগু:
    আওয়াজ দেবেন দিন। ভাষা শেখানোর এই পদ্ধতিগুলো অ-ইংরিজি ভাষী দেশগুলোতে দীর্ঘ দিন ধরে চালু আছে। আর জার্মান/সুইডেনের মত দেশে যেহেতু শুধু ইংরিজি জেনে survive করা যায় না তাই অসংখ্য মানুষ, --বিভিন্ন স্তরের এবং বিভিন্ন মেধার---- এই ভাবে ভাষা শিখে উপকৃত হচ্ছেন। আরো একটা কথা। কোন বিদেশী ঐ দেশগুলোতে settle করার কথা ভাবলে সব চাইতে আগে ভাষাটা রপ্ত করতে বাধ্য হয়। সেক্ষেত্রে সরকার বা বিদেশী কারো পক্ষেই ১১ বছরের time-frame-এ ভাষা শিক্ষার কথা ভাবা সম্ভব নয়।

    সুচিস্মিতা:
    জার্মানীতে postdoctorate করতে যাওয়া ছাত্রদের জন্য ২, ৪, ৬ মাসের কোর্স চালু আছে। এই কোর্সগুলোতে প্রধানত: প্রয়োজনের ভাষা শেখান হয়। দুমাসের মধ্যে আপনি রাস্তায় --""কোন দিক দিয়ে এই জায়গাতে যাব"--জাতীয় আলোচনার দক্ষতা অর্জন করতে পারেন। এই পুরো বাক্যগুলো শেখানোর সাথে সাথে প্রয়োজনীয় ব্যাকরণও শেখানো হয়। তবে এই ক-মাসে পেপার লেখার মত দক্ষতা আসেনা কিন্তু বিজ্ঞান বিষয়ক পেপার কষ্ট করে পড়া যায়। শুনেছি যাঁরা ডাক্তারি পড়তে যান তাঁদের জন্য ৬ মাসের কোর্স নেওয়া বাধ্যতামুলক।
  • Shuchismita | 71.201.25.54 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৩433037
  • সেটাই তো বলছি। আমাদের তো শুধু কষ্ট করে কোনমতে পড়তে শিখলে চলবে না। লিখতেও জানতে হবে। সেটার জন্য সময় লাগে।
  • PT | 203.110.246.230 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৫433038
  • বেশ তবে আবার সংস্কৃত-র উদাহরণে ফিরে যাই। আমার ছেলে ৫ম শ্রেণী থেকে ভাষাটি শিখতে শুরু করেছে। তার ষষ্ঠ শ্রেণীর সংস্কৃত বইটির প্রথম পাতাতেই ১৪-লাইনের একট ছড়া দেখছি। পরের পাতাতেই ""মম প্রিয়: বিদ্যালয়:" বলে ৮-লাইনের গদ্য---(এই উধাহরণটা লসাগুর জন্যেও)। অর্থাৎ এক বছরেই সে এবং তার বয়সী বাচ্চারা এই text পড়ার দক্ষতা অর্জন করেছে। যদি ১১-শ শ্রেণীতে ঐ ভাষাটি নিয়ে কলা-বিভাগে পড়তে চায় তাহলে সে ৫-বছরে ভাষাটি রপ্ত করে ফেলেছে ধরা যেতে পারে। এটা ইংরিজির ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন?
  • dukhe | 122.160.114.85 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:০০433039
  • ইঞ্জিরির মত একটা ভাষা শিখব কাব্য সাহিত্য বাদ দিয়ে ? লাও!
    প্রয়োজনে লাগে না এই যুক্তিতে তো বাংলা কাব্য সাহিত্যও বাদ যাবে তাহলে । বামনদেব থাকতে দাড়িদাদু পড়ব ক্যান মহায় ?
    দরখাস্ত লেখাই কি একটা ভাষা শেখার লক্ষ্য ?
    আর শুধু ভাষাই বা কেন - সৌরজগতে কটা গ্রহ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ খায় না মাথায় দেয় - এসব খবর হাটেবাজারে কার কোন কাজে লাগে ?
  • Shuchismita | 71.201.25.54 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:০৯433040
  • ধরে নিচ্ছি একাদশে সংস্কৃত পড়তে চাওয়া ছাত্রটির প্রথম ভাষা বাংলা। বাংলা আর সংস্কৃতে প্রচুর মিল আছে। আমার নিজের সেভেন-এইটে সংস্কৃত ছিল। তাতে বাংলা ব্যাকরণে খুব উপকার পেয়েছিলাম। এমনিতেই এই আলোচনা অপ্রাসঙ্গিক। সংস্কৃত আর ইংরিজি মোটেই তুলনীয় নয়। যে সংস্কৃতে অনার্স পড়ে তাকেও সংস্কৃত ভাষায় কথা বলতে হয়না।
  • suchetana | 122.172.147.50 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৬433041
  • আমিও সেভেন-এইট সংস্কৃত পড়েছি। আমি শুধু পড়তেই না, লিখতেও পারি।
    অস্তি গুরুচন্ডালি তীরে বিশাল: পিটার তর্কালংকার নর: .......
    এই: যা:। পরের লাইনগুলো ভুলে গেছি যে, :-(
  • PT | 203.110.246.230 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২০433042
  • সুচিস্মিতা:
    "নর" শব্দের এত রূপ বাংলাতে আছে বুঝি?

    দুখে:
    ভাষা শিক্ষার অনেক কারণ থাকতে পারে। কিন্তু priority-টা ঠিক করা দরকার। যেমন - ইংরিজি ফর্ম ভরা বা পেট ব্যাথা করলে হেডস্যারের কাছে ছুটি প্রার্থনা করা ইত্যাদি। ""..and miles to go before I sleep""-এর ইংরিজি ব্যাখ্যা কিছু বছর পরে শিখলেও চলবে।
  • PT | 203.110.246.230 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৭433043
  • সুচেতনার সংস্কৃত-চেতনায় আমি চমৎকৃত ও আপ্লুত! তিনি আমার প্রিয় তত্বটিকে প্রমাণ করে দেখালেন যে একটি ভাষা শিখতে ২-৩ বছরের বেশী সময় লাগেনা।
  • dukhe | 122.160.114.85 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৮433045
  • PT, বাংলার ক্ষেত্রেও কি এই কথাই বলবেন ? রেশনকার্ডের ফর্ম ভরাই যদি কারো লক্ষ্য হয়, তাকে কি রবিদাদু গেলানো হবে?
  • subyaang | 122.172.147.50 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৯433046
  • "মাই টাম্মি ইস পেইনিং স্যার!"

    ক্লাসের বাইরে গিয়ে "(উইথ লাফ্‌টার স্যার)"

    এবার আমি পগার পার। রান্না কোত্তে যাই বাবা!
  • Blank | 203.99.212.54 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১১433047
  • এটা সেই আকাদার উত্তরে, (যদিও কথাবার্তা অনেক এগিয়ে গেছে, এবং যথারীতি সেই থোর বড়ি খাড়া মেথডে, আমি দেখেছি, আমি করেছি চলছে)

    আকাদা
    বিগ ব্যাং থিওরি হয়ে গেছে মানে বিগ ব্যাং থিওরির হয়ে গেছে নয়। ছোট বেলায় জানতুম বিগ ব্যাং হলো চরম সত্য, ওর ওপরে কিস্যু নাই। বড় হয়ে শুনলাম ওটা নিয়ে প্রচুর গপ্প আছে। আরো বেশ কিছু থিওরি আছে ওর প্যারালাল। ঐ থিওরির ও অনেক অংশ ঘাঁটা। এগুলো ট্যান ঠাকুমা একটু লিখতে পারে তো :)
    এই 2nd language শেখার কেসটাও ঐ একই। ছোট বেলায় না শিখলে আর শেখা হবে না, এই জিনিসটাও আর চরম সত্যি নয়।
  • Blank | 203.99.212.54 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৯433048
  • সুচেতনা দি
    তোমার কজন কন্নড় বন্ধু আছে ওখানে? কজন কন্নড় বন্ধুর সাথে তুমি আড্ডা মারো খুব সে?
    (এগুলোর উত্তর দিলেই তোমার ছেলের সাথে তোমার অবস্থার তারতম্য বুঝতে পারবে। আর বুঝবে যে কেনো ও কন্নড় শিখে নিয়েছে জলদি)
  • dukhe | 122.160.114.85 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৪:১৯433049
  • আমি ক্লাস ওয়ান থেকে ইঞ্জিরি শেখা পাবলিক । দরখাস্ত লেখাও যদ্দূর মনে আছে শেখানো হত । এসে, সামারি, লেটার সবই লেখানো হত । পরীক্ষাতেও আসত । কাজেই কাজ চালানোর জিনিস শেখানো হত না বললে ঢপানো হবে । হ্যাঁ, ইস্কুলে স্পোকেন ইংলিশ ক্লাস ছিল না । ঠিক ।
    কিন্তু একটা সাবজেক্ট শেখা মানে তো কাজ চালানো কিছু তথ্য মুখস্থ করা নয় । নিজের চারপাশ সম্পর্কে, পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে একটা ধারণা তৈরী করতে অনেক কিছুই লাগে যেগুলো এমনিতে অকাজের জিনিস । ভাষা শেখা মানে শুধু আলাপ করতে শেখা নয়, চাকরি পাবার একটা উপাদান আয়ত্ত করা নয় । তার জন্য স্পোকেন ইংলিশ বা টুয়েন্টিওয়ান ডেজ কোর্স । বা জার্মানিতে কদিন থাকছি বলে দোকানে কথা বলতে পারার জন্য দু মাসের জার্মান কোর্স ।

    শেখাটা আনন্দের হলে কাজটা অনেক সহজ হয় । সাহিত্যকে বাদ দিলে ভাষা শেখার আনন্দের জায়গাটাই মার খাবে । ফলে শেখাটা (বিশেষ করে ছোটদের ক্ষেত্রে) ডবল কঠিন হবে । শেক্ষপীর বা অস্কার ওয়াইল্ড পড়ার সঙ্গে ওষুধ বেচার চাকরির হয়তো সম্পর্ক নেই । কিন্তু পড়লে মানুষ হিসেবে কোথাও আমাদের একটা লাভ হয় বোধহয় ।
  • suchetana | 122.172.147.50 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৩433050
  • ব্ল্যাংক, কাজের জায়গায় এবং অন্যান্য বন্ধুবান্ধবের মধ্যে প্রচুর কন্নড়ভাষী আছেন। তাদের সঙ্গে কথা বলে, আড্ডা দিয়ে শুধুমাত্র কিছু শব্দ শেখা যায়, কাজ চালানো গোছের কথা বলা যায়, ভাষাটা শেখা যায় না।

    আর তুই-মুইটা মানে আমি হ্যানা করেছি, ত্যানা করেছির, হিসেব বোধহয় 'আমার অমুক জায়গার স্কুল' দিয়ে শুরু হয়।
  • PT | 203.110.246.230 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৪433051
  • আবার সেই পুরনো তক্কে ঢুকে পড়তে হচ্ছে। জগৎ, মহাবিশ্ব ইত্যাদি সম্বন্ধে জানার জন্য বাংলা ভাষাতে যথেষ্ট বই আছে। আমাদের সময় বেশীর ভাগ বিশ্ব-সাহিত্য সম্বন্ধে ছোটদের ধারণা হয়ে যেত দেব সাহিত্য কুটিরের ভাবানুবাদ পড়ে। আমাদের বাচ্চারা ইংরিজি মাধ্যমে পড়ে তার থেকে বেশী জেনেছে বলে মনে হয়না।
  • dukhe | 122.160.114.85 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৭433052
  • ইঞ্জিরি মাধ্যমে পড়া আর ইঞ্জিরি পড়ার তফাৎ বোঝার মত বাংলা শেখাও কি এত কঠিন দাদা?
  • rimi | 24.42.203.194 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৪৪433053
  • ভাগ্যিস আমাদে দেশে ইংরিজিতে সাহিত্য পড়তে শেখানো হয়! নয়ত, অন্তত আমার দ্বারা ইংরিজি শেখা হত না। শেখার কোনো ইন্সেন্টিভই থাকত না। লার্নিং ইংলিশ মেথড কেমন আমি জানি না। আমাদের মফস্বলের স্কুলে কেবল বই ধরে পড়ানো হত। বইটা দেখলে পিত্তি জ্বলে যেত। একটাও সুন্দর ছবি নেই, সুন্দর টেক্সট নেই বেশি। পড়ার কোনো ইন্টারেস্টই পাই নি।

    শুধু দরখাস্ত লেখা, কাজ চালানোর মতন ইংরিজি - সেসবে ভারতীয়রা তো বেশ ভালো বলেই জানতাম। উপরন্তু প্রিভিলেজড ভারতীয়রা ওরিজিনাল ইংরিজি সাহিত্য পড়ার মতন ভাষা শিখতে পারে। এই প্রিভিলেজ কেড়ে নেবার কি দরকার সেটা এখনো স্পষ্ট নয়। ড্রপ আউটের সঙ্গে ইংরিজির কি সত্যি কোনো সম্পর্ক আছে? এই নিয়ে কি সত্যি স্টাডি হয়েছে? যদি তাই হবে, তাহলে এখন আবার ক্লাস ওয়ান থেকে কেন ইংরিজি চালু হল?
  • Arpan | 112.133.206.20 | ২০ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৭433054
  • রিমি, তোমাদের পাঠ্যবইয়ের নাম লার্নিং ইংলিশ ছিল না? মেথডের ব্যপার ছাড়ো। সর্বত্র ওই রিডিং পড়ানোই হত।
  • rimi | 24.42.203.194 | ২১ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৪433056
  • হ্যাঁ। বইএর নাম তো লার্নিং ইংলিশই ছিল, যতদূর মনে পড়ছে। টেক্সটের সিলেকশন আমার অন্তত ভালো লাগে নি। অথচ হায়ার সেকেন্ডারির ইংলিশেই অনেক সুন্দর সুন্দর লেখা, গল্প নাটক ইত্যাদি ছিল।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন