এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্কুলের শিক্ষা পদ্ধতি, এদেশীয় বনাম বিদেশীয়....

    M
    অন্যান্য | ০৮ ফেব্রুয়ারি ২০১০ | ১১৬৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.89 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২২432791
  • কেসিদা, আর দু একটা কথা।
    নিজেরা উদ্যোগ নিয়ে পরিস্থিতি উন্নতির করার যে উদ্যোগ নিয়েছেন, তাকে অনেক সাধুবাদ জানানোর পর ও একটা দুটো কথা বলার থাকে।
    যে 'উন্নত পরিস্থিতি' পাওয়া প্রত্যেকের বেসিক অধিকারের মধ্যে পড়ে, তাকে এরকম 'অরাজনৈতিক' , ব্যক্তিগত উদ্যোগের মধ্যে দিয়ে আনার চেষ্টা টা রাজনৈতিক, প্রশাসনিক ব্যর্থতাকে একরকমের স্বীকার করে নেওয়া, বা বলা ভাল, মেনে নেওয়া, এবং আবারো, পাশ কাটিয়ে যাওয়া।
    সমস্যার স্থায়ী সমাধান খোঁজার প্রয়োজনীয়তাটাকে একটু সেফটি ভালভের মধ্যে

    এই উদ্যোগ যখন নিচ্ছেন, তখন নিশ্চয় মেনে নিচ্ছেন, এই উদ্যোগ নেবার একটা প্রয়োজনীয়তা আছে, তার মানে একটা ফাঁক কোথাও আছে, স্বীকার করছেন।
    এবার আপনি ই বলুন না, আপনারা , বা অন্যরা যেখানে যেখানে এই উদ্যোগ নিতে পারবেন না, সেখানে সবাই এই ফাঁকেই পড়ে থাকবে ? আপনার ছেলের কথা এই টঈ তে উঠলো বলেই একটা কূট কোশ্চেন করি ( পার্সোন্যালি নেবেন না , প্লিজ)। এরকম উদ্যোগ কেউ ন্যায়নি, আপনিও শুরু করতে পারেননি, দেশে এরকম কোনো জায়গায় থাকতে হলে , ছেলেকেও সেই ফাঁক ফোকর ওয়ালা শিক্ষাব্যবস্থার মধ্যে ই রেখে দেবেন তো ?

    তাহলে আপনার প্রদর্শিত পথ, যা অন্যদের অনুসরণ করার খোলা আহ্বান ও জানাছেন এবং একধরণের সমাধান বলে দাবী করছেন,, সেটা কতটা যুক্তিযুক্ত?
    ভুল বোঝার সুযোগ আছে বলে আবারো বলে দি, আপনার উদ্যোগের প্রশংসা ই করছি, কিন্তু সবাই মিলে এটা করলেই সব মুশকিল আসান , সরকারের সব দায় ঝেড়েমুছে ফেলে নিশ্চিত হতে পারে, এই টোনটার সাথে কোনোভাবেই সহমত নই। এটুকুই।
  • Arpan | 122.252.231.12 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২৫432793
  • মানে, আমার প্রবণতা দেখে কি মনে হয় খুব একটা দু:খ পাব? ;-)
  • suchetana | 122.172.54.254 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২৫432792
  • সব্বোনাশ!! লেখার ইচ্ছার গোড়ায় ছাইচাপা দিয়ে দিলাম।
  • suchetana | 122.172.54.254 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩১432794
  • প্রক্ষিপ্ত প্রবণতাও থাকতে পারে কিনা! :-)
  • Arpan | 122.252.231.12 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৩432795
  • লে: প:।
  • pi | 128.231.22.89 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৩৪432796
  • আর এই কাজগুলো করা কোনো ব্যক্তির কর্তব্যের মধ্যে পড়ে (না, কেউ ইচ্ছে হলে করবে, এটুকুই, এবং সেই করাটাও নিজের স্যাটিসফ্যাকশনের জায়গা থেকেই, করে জগৎ উদ্ধার করে দিলাম, এমন কোনো ব্যাপার ও না। তাই ও দিয়ে কতটুকু কি হবে ?)
    সকলের জন্য যথাযথ শিক্ষার বন্দোবস্ত করাটা সরকারের জন্য কিন্তু কর্তব্য।
  • kc | 194.126.37.5 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৮432797
  • পাইকে, বা: তুমিও জানতে চাইছ, আমিও তাই, তাহলে তো হয়েই গেল, চল মশলা খাই।
    জোকস অ্যাপার্ট : এই কাজগুলো করাটা ব্যক্তি মানুষের কর্তব্যর মধ্যেই পড়ে। মাঠে খেলতে নামো, নামলেই একমাত্র বোঝা যায় খেলাটা কত কঠিন। কাগু করতে গিয়েই তো একটু বুঝছ তো একটা পত্রিকা বের করা কত কঠিন!!! পার্সোনালি নিওনা কিন্তু।
    আমি শিক্ষাব্যবস্থায় যে ফাঁকগুলো দেখি সেগুলো আমি আমার আর্থসামাজিক কারণেই আমার পুত্রকে আমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী পুষিয়ে দেব, তাই আমার কাছে হাই ফাই স্কুল কোনো অপশনই নয়।

  • lcm | 69.236.176.155 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৩432798
  • কে কাকে যে কি পুষিয়ে দেবে... সবই মায়া...
  • pi | 72.83.210.50 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১১:৩৬432799
  • বুঝলাম না। উদাহরণটাতে আরো গুলায়ে গ্যালো। :(
    বাচ্চাকে স্কুলে পড়াতে গিয়ে ভালো শিক্ষা পাওয়া খুব কঠিন দেখে নিজে একটা ইস্কুল খুলে ফেলতে হবে, তারপর বুঝতে হবে, সে কাজ আরো কত কঠিন ?
    উফ, যুক্তি কী কঠিন , দাদা ! :(

  • suchetana | 122.172.150.176 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১১:৪৩432801
  • ঠিক ঠিক, আরেকটু প্রাঞ্জল করে বোঝালে ভালো হয়। কথা হচ্ছিল, হাতে টাকা এলে নিজের ছেলেমেয়েদের সরকারি স্কুলে পড়িয়ে সরকারি স্কুলের উন্নতিসাধনে অংশ নেওয়ার। কিন্তু নিজে জমি কিনে, নিজে স্কুল খুললে, সরকারি স্কুলের উন্নতি কি করে ঘটানো যাবে, বুঝলাম না। জমিটা সরকারের বলে কি নিজে স্কুল খুললেও সেটা সরকারি স্কুল বলেই ধরা হবে?
  • Arpan | 216.52.215.232 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৩432802
  • বিডি স্কুলের বর্তমান হালহকিকত সম্বন্ধে লেখাটা চাই! এক্ষুনি!! : $
  • a | 124.247.197.9 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৪432803
  • পাই দি, শিক্ষা সরকারের কর্তব্য কি হিসাবে? মানে, সংবিধান অনুযায়ী শিক্ষা কিন্তু "fundamental right" নয়। সেক্ষেত্রে কি এটা সরকারের দায়িত্ব বলে এড়িয়ে যাওয়া যায়?
  • suchetana | 122.172.144.254 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৯432804
  • অপ্পন, টিভিতে একটা অ্যাড দেখাতো, বেঞ্চের উপর চেপে একপাল ছাত্তর চুনা চুনা গাইছে, মাস্টারের জামায় চুনের দাগ লেগেছে বলে। অ্যাডটি স্মরণ করলে আর ঐ লেখা পড়ার দরকার থাকবে না।
  • Arpan | 216.52.215.232 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:১১432805
  • বুইলাম না!
  • suchetana | 122.172.144.254 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:১৭432806
  • বুইয়া কাম নাই।
    ত্যাঁদোড় ছেলেপিলেরা তাদের গুরু-গুরুনীদের বড়ই নাকাল করে কিনা, তাই গুরু-গুরুনীরাও মনোকষ্টে প্রায়ই ক্লাসঘরে ঢোকেন না। আঁখো-দেখি-হাল। ভিডিওলিং চাহিয়া লজ্জা দিবেন না।
  • Blank | 203.99.212.54 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৩432807
  • আমাদের ইস্কুলটা এক্কেবারে পাতি সরকারি ইস্কুল ছিলো এবং আছে এখনো। আর্ধেকের বেশী ছেলে হাওয়াই চটি পরে ইস্কুল যায়। ক্লাশের ২/৩ ভাগ ছেলেই নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে। পুরনো দিনের কালচে কাঠের বেঞ্চ, নড়বড়ে টেবিল, আর সোঁদা গন্ধ ওঠা দেওয়ালে ভর্তি করে লেখা অজস্র পরীক্ষার উত্তর। কিন্তু তাই নিয়েও দিব্যি পড়াশুনো হতো।
    আগে বেশ ভালো ছিলো, আমাদের আগের হেডুর আন্ডারে। 'অফ পিরিয়ড' কাকে বলে জানতুম না। টিফিনের শেষের ঘন্টা বাজলে কাউকে মাঠে দেখা যেতো না। সব রকম বজ্জতি গুলো ক্লাশ রুমের মধ্যেই আঁটকে থাকতো।
    কিন্তু তার পরের হেডুটি বেশ জালি লোক। আজকাল সবই প্রায় লাটে উঠেছে। টীচারেরা কবে সবাই মিলে বেড়াতে যাবে সেই সব দেখে পরীক্ষার ডেট ঠিক হয়। আর সবচেয়ে চাপ হয়েছে যে এখন পুরনো টীচাররা প্রায় কেউই নেই।
    আর এই তথাকথিত আধুনিক শিক্ষা জিনিসটা কি বুইলাম না। বই ছারা, কম্পু স্ক্রীনে পড়াশুনো !!!! শেখার জন্য বই এর কোনো বিকল্প হয় নাকি?
  • Blank | 203.99.212.54 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:৩৮432808
  • আরো এক খানি বয়েজ ইস্কুল আছে আমাদের ওখানে। সে ছিলো এককালের বিখ্যাত 'বাপে তাড়ানো, মায়ে খ্যাঁদানো' ছেলে পিলের জায়গা। আসলে একদমই গরীব ঘর থেকে আসা ছেলে পুলেরা যেতো ওখানে। পড়াশুনো বলে কিস্যু হতো না।
    কিন্তু ঐ ইস্কুলের হেড স্যার হয়ে আসেন আমাদের ইস্কুলের এক পুরনো স্যার। এখন ওনার হাতে পরে ইস্কুলটা বদলে গেছে অনেক। আজকাল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুটোতেই ঐ ইস্কুল থেকে হায়েস্ট উঠছে। অ্যাভারেজ রেসাল্ট তো অনেক বদলে গেছে। ইস্কুলে ছোট করে observatory বানাবার ও চেষ্টা করছিলেন ঐ স্যার।
  • pi | 72.83.210.50 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:৪২432809
  • এবার, রিমিদি ঐ যে বল্লো, নিজেরা যে কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছে,নিজের ছেলেপুলে ও সেই কষ্টের মধ্যে দিয়ে যাক, সেটা খুব কম জনে চাইবে। এটা তো ফ্যাক্ট।
    কিন্তু তাহলে উপায়টা কি ? যারা অ্যাফর্ড করতে পারবে, তাদের তেমন সমস্যা নেই ( সমস্যা নেই বলবো না, ঐ শমীক, সুচেতনাদির বুবুভায় কথিত বহুবিধ সমস্যা ই আছে), কিন্তু
    কিন্তু ঐ ৪২,০০০ টাকাটা দেড় লাখের চেয়ে কম হলেও খুব ই বেশি মনে করা, এবং সেটা অ্যাফোর্ড করা আয়ত্তের বাইরে , এরকম লোকজন ও তো আছেন অনেকেই , এবং অনেক বেশি সংখ্যায় , দেশের ৯০ শতাংশের বেশি তো এনারাই হবেন ( যাঁদের আয়ত্তাধীন, তাঁদের প্রতি কোনোরূপ কটাক্ষ না করেই বলছি) । এনাদের জন্য কি উপায় ?
    হ্যাঁ, আয়ত্তে আনার জন্য সাধ্যের অতিরিক্ত এনারাও করে যান, ঐ এক ই তাড়না থেকে, নিজেরা যে কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছে,নিজের ছেলেপুলে ও সেই কষ্টের মধ্যে দিয়ে যাক, সেটা চাইবে না বলে। আর তার জন্য ৪-৫০০০ টাকা মাসিক রোজগার করেও ১০-১২০০০ টাকা দিয়ে ভর্তি করিয়ে মাসে ৪-৫০০ টাকা স্কুলের পিছনে খরচ করেন, পাড়ার বিনা পয়সার মিউনিসিপ্যাল স্কুল ফেলে। ( ঠিক যেমন, অসুখ বিসুখ হলে ঘটি বাটি বেচেও বেসরকারী হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করতে যান। কোনো একটা সার্ভে দেখিয়েছিল, পরিবারে একজনের কঠিন অসুখ দারিদ্যসীমার একটু উপরে থাকা কত কত পরিবারকে ঐ সীমার তলায় নামিয়ে এনেছে। প্রিয়জনের স্বাস্থ্য, সন্তানের শিক্ষা, এর কোনোটাতেই খারাপ জেনেও রিইস্ক নেবেন, এমন খুব কম জন ই আছেন )

    আর সেটাও যাঁরা পারেন না, ঐ মিউনিসিপ্যাল স্কুলেই পড়ান।
    এবার সমাধান কি ? এনারাও সকলে নিজেরা স্কুল খুলবেন ?
    নাকি কম রোজগার বলে ভাল শিক্ষা আয়ত্ত করার অধিকার নেই? নিজের সাধ্যিমতন 'পুষিয়ে' দেবেন? কোনটা ?

    প্রথম শ্রেণীর বাচ্চা প্রতি একটা করে ল্যাপটপ ধরিয়ে দেবার তো কোনো প্রয়োজন নেই। পাঠভবনের মত শিক্ষা দেওয়া কতটা ব্যয়সাপেক্ষ ? স্কুলে উপযুক্ত পরিকাঠামোর বন্দোবস্ত করা, শিক্ষক-ছত্র অনুপাত একটু ভদ্র-সভ্য করা,শিক্ষকদের ট্রেনিং দেওয়া, সেই ট্রেনিং ইমি্‌প্‌লমেন্টেড হচ্ছে কিনা সেটা তদারকি করা, অন্যরকম পতঅন্‌পদ্ধতি নিয়ে বিভিন্ন জায়গায় পেডাগগি সংক্রান্ত যা যা কাজকর্মগুলো হচ্ছে, সেগুলো কারিকুলামের অন্তর্ভুক্ত করা এগুলো কি খুব বেশি চাহিদা ? নাকি, এইটুকু শিক্ষা পাওয়া অধিকারের মধ্যে ই পড়ে ?

    কেন্দ্রীয় বিদ্যালয়ের মতন স্কুল আরো অনেক, দেশের প্রান্তে প্রান্তে খোলার কথা একসময় পরিকল্পনায় ছিল । তার কি হল ? নাকি, এতটাই ব্যয়সাপেক্ষ ? তা যদি হয় ও বা, শিক্ষাখাতে খরচ বাড়ানো যায়না ?
    জিডিপি র কত অংশ যেন ? থাক বরং। ওটা বলতে লজ্জা হয়।
  • pi | 72.83.210.50 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১২:৫৯432810
  • a, একটু গুগল বা উইকি করে নিলে হয় না? :)

    রাইট টু এডুকেশনের অ্যাক্ট এর নাম শোনা আছে কি ? ওটা দিয়ে সার্চালে সুবিধে হবে :)
  • pi | 72.83.210.50 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০০432812
  • তবে, কানাডিয়ান, স্ক্যান্ডানেভিয়ান সরকারী শিক্ষা ব্যবসথার এত সুনাম শুনি। ওখানকার চণ্ডালগণ কিছু আলোকপাত করতে পারেন কি ?
  • pi | 72.83.210.50 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৩:১৫432813
  • ব্ল্যাংকি, প্রথাগত শিক্ষার বাইরে মানে ঐ one laptop per child ঐ সব কিন্তু আদৌ বলছিনা। এটাকে আমার তো বেশ ঢপের কনসেপ্ট লাগে। ওসব কেতের ব্যাপারের কোনো প্রয়োজন নেই তো। বরং অর ছোট থেকে পুরো ল্যাপটপ ভিত্তিক শিক্ষা দানের একদাগা কুফল নিয়ে রচনা লিখে ফেলা যায়।

    কেন্দ্রীয় সরকার এই যে এত এত টাকা ঢেলেছিল নবোদয় বিদ্যালয়ের ( রাজীব গান্ধীর ব্রেন্‌চাইল্ড বোধ্‌হয় এটি)পিছনে, ( কোন কোন জায়গার ভাগ্যে ঐ হাতে গোণা হাই-ফাই বিদ্যালয়ের শিকে ছিঁড়েছে, সে তো শুনেছি পুরো লবিবাজির খেলা), যার মধ্যে নাকি স্কুলের মধ্যে ছোট থেকেই গুচ্ছ গুচ্ছ যন্ত্রগণক সহ নিজস্ব স্টেডিয়াম ফেডিয়ামের ব্যাপার-স্যাপার ও আছে, সেই টাকাতেই তো অন্তত দশটা আরো কেন্দ্রীয় বিদ্যালয় হয়ে যেতে পারতো ! আর সেগুলো দেশের দশটি প্রত্যন্ত জায়গায় হতে পারতো।

    সেজের মতো ক্ষুদ্র ক্ষুদ্র পকেটে উন্নয়নের কনসেপ্ট তো আর আজকের নয় !
  • a | 124.247.197.9 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৭432814
  • পাই দি, এগ্রীড। আমার ভুল। এটা মিস করে গেছিলুম। ধন্যযোগ
  • Blank | 170.153.65.102 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২০432815
  • আরে ইপি দি
    আমি সেসব নিয়ে বলছি না। আমি বলছি কোনো একটা ইস্কুলে ভালো কি খারাপ হওয়ার পেছনে ইস্কুলের হেড স্যার আর সঞ্চালক কমিটির দায় থাকে সবচেয়ে বেশী। এদুটো দুর্বল হলে যেকোনো ইস্কুল ঢপের হয়ে যায়, আর ভাল হলে অনেক খারাপ রেসাল্ট করা ইস্কুল ভাল হয়ে যায়।
    আর ঐ তথাকথিত বড় সড় পাবলিক ইস্কুল গুলোকে চুড়ান্ত ঢপের লাগে আমার।
  • stoic | 160.103.2.224 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৫৭432816
  • ক্যানাডিয়ান বা স্ক্যান্ডিনেভিয়ান স্কুলশিক্ষার ব্যাপারে পাই কি জানতে চান একটু বিশদে বললে চেষ্টা করে দেখতে পারি।

    তবে কোন রকম কম্প্যারিজন করতে গেলে একটি কথা স্মরণ রাখা সবসময় প্রয়োজন। সেটা দ্রি কোন এক টই তে বলেছিলেন। যে এই দেশগুলোর জনসংখ্যা আমাদের দেশের জনসংখ্যার ভগ্নাংশ। সুইডেনে যত লোক থাকে, আমাদের দক্ষিণ কলকাতায় তত লোক থাকেন। তাই এইসব দেশের সরকার পার ক্যাপিটা শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি পরিসেবায় যা খরচ করতে পারেন, সেটা আমাদের দেশে অসম্ভব বললেও কম বলা হয়।
  • SB | 114.31.249.105 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৮:১৭432817
  • খুব সোজা করে বললে, উদারনীতির পর থেকে আমাদের দেশে সরকার অনেক কিছু থেকেই হাত গুটিয়ে নিয়েছে, তার মধ্যে শিক্ষা একটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটুকু আছে, সেটুকু সর্বশিক্ষা অভিযান ধরনের, শুধুই হয়ত অক্ষরজ্ঞানের জন্যে। একটা সময়ে আমাদের ছোটবেলাতে যে সব সরকারি স্কুলে পড়েছি আমরা সেখানে যা যা ছিল, সেসবও আজকাল পাওয়া যায়না সরকারি স্কুলগুলোতে। তাই ইন্ডিয়ান পোস্টাফিসের জায়গা যেমন কুরিয়ার সার্ভিসগুলো নিয়েছে, তেমনই স্কুলগুলোতে প্রাইভেট স্কুলগুলোর দাপাদাপি।
  • aka | 168.26.215.13 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪৭432818
  • কেসির উদ্যোগ তো ভালই। সিস্টেম বদলে নতুন সিস্টেম মানেই সেই বামপন্থী আন্দোলনের কথা বলা। এতদিন ধরে দেখলাম ওতে খুব অল্প কিছু হয়। মানে কেসিরা ইন্ডিভিজুয়ালি যা করছে প্রায় সেরকমই কিছু। কমিউনিটি ওয়ার্ক ভালো কথা, আমি কেসিদের উদ্যোগকে দুই হাত তুলে সমর্থন করছি। টইতে আলুচানা করার থেকে বেটার। কিন্তু কেসির সাথে দ্বিমত এই জায়গায় যে ছেলেকেও সেখানে পড়াতে হবে। কোথাও কমিউনিটি ওয়ার্ক করা আর ছেলেকে সেখানেই পড়ানো দুটো আলাদা সিদ্ধান্ত। এক করে ফেললে হবে না।

    এসবির কাছে জানার রইল, উদারনীতির আগে কি ছিল আর পরে কি হয়েছে?
  • SB | 114.31.249.105 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৫432820
  • উদারনীতি ঘোষনার পরে কটা সে¾ট্রাল ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছে? আর আগে কটা হয়েছে?
  • . | 125.18.104.1 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৫432819
  • অ্যাঁ! কি কস? এই যে সিপিএমের নেতারা ইস্কুলে থেকে ইংরিজি তুলে দিয়ে ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়াম ইস্কুলে পড়িয়েছেন বলে সমালোচনা হয়, তুই সেই সমালোচনা সমর্থন করিস না??
  • aka | 168.26.215.13 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৪432821
  • ফুটকি, করি তো, কিন্তু তার সাথে সদর্থক কাজকেও সমর্থন করি। কেসিরা যা করছে। তবে আমাদের এই তক্কাতক্কি করে সিস্টেম বদলে দেওয়ার ঝুটো স্বপ্নের থেকে কেসিদের কাজের এফেক্ট বেশি বলেই মনে করি।

    এসবি, আরে আমি জানতে চাইছি তক্কো করছি না। আমি জানি না। জানার পরে ঠিক করব তক্কো করব কিনা। ;)
  • . | 125.18.104.1 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ১৯:০৭432823
  • না না, তা বলছি না। কমিউনিটি/সোশাল/অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করা আর ছেলেকে সেখানেই পড়ানো যদি দুটো আলাদা সিদ্ধান্ত হয়, তাহলে তো সিপিএম নেতারা ঠিকই করেছেন। জনকল্যাণে ইংরিজি তুলে দিয়েছেন, আর সন্তানকল্যাণে তাদের সেখানে পড়ান নি। তাহলে সমালোচনা কিসের? :-o
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন