এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্কুলের শিক্ষা পদ্ধতি, এদেশীয় বনাম বিদেশীয়....

    M
    অন্যান্য | ০৮ ফেব্রুয়ারি ২০১০ | ১১৭৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anjishnu | 152.19.193.67 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০৬:৩৮432724
  • এই স্কুল গুলো নিয়ে আমি আর একটু বিশদে জানতে চাই।
    ঠিক কিভাবে ওরা আলাদা।
  • pi | 72.83.210.50 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫৯432726
  • 'সাধারণ মধ্যবিত্তের আওতায় থাকা স্কুলে' কেন ঐভাবে শিক্ষা দেওয়া সম্ভব না, প্রশ্নটা তো সেখানেই। আর এখানেই চলে আসে মাইণ্ডসেটের কথা।
    সরকারী স্কুলগুলিতে এধরণের কারিকুলাম চালু করার কথা, বা এখনো যেটুকু যা আছে, তার যথাযথ তদারকি করা (এই যে বি এড করাকালীন শিক্ষকদের অনেক ইনোভেটিভ উপায়ে শেখানোর কথা শেখানো হয় শুনি। তারপর কোথায় কী ! ) এসব ভাবতে গেলে মাইণ্ডসেটের পরিবর্তন দরকার বই কি।

    এই ব্যাপারগুলি ইমপ্লিমেন্ট করা খুব খরচ সাপেক্ষ এমন তো না।
    অথচ, কমন নয় বলেই হয়তো এই 'অন্যরকম' কিছু দেবার টোপ ফেলে ঐ অন্যান্য স্কুলগুলি পকেট বুঝে ভালোমতন কোপ মারে । যাদের আয়ত্তের মধ্যে, তাঁরা তেমন চিন্তিত হন না এ নিয়ে ( এই ভালটুকু পাবার কোল্যাটারাল ড্যামেজ হিসেবে হয়ত আরো অনেক কিছু মেনে নিয়ে), আর বাকি অনেক বামন ই ঐ চাঁদ ধরার প্রয়াসের নিরন্তর ব্যর্থতায় হা হতোস্মি করে কালাতিপাত করে চলেন, আর কি !

    তবে, কেবল 'অন্যরকম' শিক্ষা দেবার ফ্যাক্টর ই তো আর নেই। প্রথাগত শিক্ষা পাবার জন্য ও ভীড় সেই বেসরকারি স্কুলগুলিতেই,সেখানেও খরচ নিতান্ত কম না। কারণ, সরকারি শিক্ষাব্যবস্থার বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে বেহাল দশা। এবার মজা হল, যাঁরা ঐ বেসরকারি শিক্ষাব্যবস্থার দিকে দৌড়চ্ছেন তাঁদের নিজেরা কিন্তু বেশিরভাগ ই ঐ সরকারি শিক্ষার ফসল। আর আজ তাঁদের আচরণ শুধু ই হাতে পয়সা এসে যাওয়া বা ইংরাজী মাধ্যমে শিক্ষা দেবার জন্য, এমনটিও তো নয়। এই অনাস্থার পিচনে সরকারী শিক্ষাব্যবস্থার মানের ক্রম অবনতি একটা বড় কারণ, অবশ্য কথা বল্লেই এখন অনেক সিপিএম সমর্থক অসন্তুষ্ট হয়ে উঠবেন। তবে, অন্যান্য রাজ্যে সরকারী শিক্ষা ব্যবস্থা নিয়েও আমি জানতে ইচ্ছুক। এই বেসরকারী মহার্ঘ্য শিক্ষাব্যবস্থার ক্রেজ তো দেখি সর্বত্র।

    আর আরো মজার ব্যাপার হল, হাল যত খারাপ হতে থাকছে, তাতে তার উপর আস্থা উঠে গিয়ে অভিভাবকেরা অন্যদিকে ঝুঁকছেন। আর তাতে করে সরকারী, কম খরচের শিক্ষাব্যবস্থাকে চাঙ্গা করার কোনো চাপ ও আর থাকছেনা, তাই তার যে ক্ষয়িষ্ণু দশা হবে সে আর আশ্চর্য কি। পুরো বিষচক্র।স্বাস্থ্যব্যবস্থার মত ই। আবার সরকারী ও কম খরচের শিক্ষাব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়লে যেটা হবে ও হচ্ছে,তা হল, অনন্যোপায়তার সুযোগ নিএ এসব বেসরকারী স্কুলগুলোর যথেচ্ছাচার। কোনো রেগুলেশন ও তো নেই।
    শমীক, সুচেতনাদির লেখাগুলোতে সেই দিকটা অনেকটাই ধরা পড়ে।
  • kc | 194.126.37.5 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:১১432727
  • যা ক্কলা, এখেনেও সিপিএম? ও পাই, যেখানে সেখানে সিপিএম তিনোমূল খোঁজাটাই এখনকার সবথেকে বড় মাইন্ডসেট, আর এটা বেশ ইন থিং। :)
  • pi | 72.83.210.50 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:২১432728
  • আমাদের রাজ্যের কথা বল্লে, আর সরকারী শিক্ষা ব্যবস্থার কথা বল্লে সিপিএম আসবে না !! যাচ্চলে। সরকার সিপিএম আউট না হওয়া অব্দি তো এ আসবেই দাদা। বত্রিশ বছর ক্ষমতায় থাকলে, আর শিক্ষা, স্বাস্থ্যের বেহাল দশা নিয়ে প্রশ্ন উঠলে বত্রিশ বছর ধরে ক্ষমতাসীন দলের দিকেও আঙুল তো উঠবেই দাদা।

    আর, আমি তো অন্য রাজ্যের কথাও জানতে চেয়েছি, সেটা চোখ এড়িয়ে যাওয়াটা কি একচোখোমি নয় ? :)

  • Rajdeep | 202.79.203.59 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:২৭432729
  • পাই , এরা নাহয় নানারকমের শত্রুর মুখে ছাই দিয়ে বত্রিশ নয় তেত্রিশ বছর আছে :) সুতরাং সমালোচনা প্রাপ্য

    আর দিল্লীতে ষাট বছর ক্ষমতায় থাক দলটির নাম বারেবারে এড়িয়ে যাওয়াও কি খুব ভাল ? :)
  • kc | 194.126.37.5 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৩৪432730
  • শিক্ষা ব্যবস্থার বেহাল ব্যাপারটা ঠিক কী রকম? সরকারী স্কুলগুলো কি খালি হয়ে গেছে? সরকারী স্কুলের বাচ্চাগুলো কি যোগ বিয়োগ পারছেনা? তারা কী পারছেনা? যদুপুর, শিবপুরে কি এই ডিজাইনার স্কুলের ছেলেপিলেরাই কি বেশী পড়ছে? বি স্ট্যট এর এ¾ট্রান্সে তো সরকারী বাচ্চাগুলোই বেশী ভাল ফল করছে। আইএস পরীএক্ষায় কি এই ছেলেপিলেরাই পাচ্ছে? মাধ্যমিক উচ্চমাধ্যমিকে তো এখন মফস্বলেরই জয়জয়াকার দেখি। তবে কলকাতা কেন্দ্রিক লোকেরা নিজেদের এক নম্বর স্থান হারানোয় চিন্তিত? সেই চিন্তাটা থেকেই কি.....?

  • Rajdeep | 202.79.203.59 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৪৯432731
  • কেসিকে ডিটো , ঠিক এই প্রশ্নগুলি একটি আলোচনাসভায় করা হয়েছিল - একজন পরিবর্তনকামী শিক্ষাবিদ আর অধুনা কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক সৌগত রায় কি জবাব দিয়েছিলেন জানেন ? ওসব জেলার ছেলেমেয়ের ফার্ষ্ট হওয়া এবিটিএর কারসাজি ; সিপিএমের গেমপ্ল্যান :))
  • Arpan | 216.52.215.232 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১০:৫৩432732
  • কেসি, প্রাথমিক শিক্ষায় ড্রপ আউট কত? শতাংশের হিসেবে?
  • kc | 194.126.37.5 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০০432734
  • অপ্পন, আগে আমার কোচ্চেনের জবাব দাও। উল্টো কোচ্চেন করা চলবেনা। :)
  • Arpan | 216.52.215.232 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:০৩432735
  • পড়েছি হার্মাদের হাতে ... :-)

    তাই তো দিলাম! আপনি প্রশ্ন করেছেন শিক্ষাব্যবস্থার বেহাল ব্যপারটা ঠিক কীরকম? সেইটাই তো বললাম!
  • kc | 194.126.37.5 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:১১432736
  • এই টপিকটা কমন পড়েছে, তাই আমিও তক্ক করব।
    তা তোমার কোচ্চেনের উত্তরে কোচ্চেন, এই ড্রপ আউটের সংখ্যা কমানোর জন্যই এই ডিজাইনার স্কুলগুলো বাজারে নেমেছে? ড্রপ আউটের কারণটা তাহলে অর্থনৈতিক নয়?
    আমার বাকি কোচ্চেন গুলোর কী হবে?
    লিখতে থাকুন, কাজিয়ে আসছি।
  • pi | 72.83.210.50 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:১৬432737
  • রাজদীপদা, দিল্লির কথা বল্লাম তো ! আর ঐসব জায়গায় সরকারি শিক্ষাব্যবস্থা নিয়ে আলাদা করে জানতে চাইলুম তো ! কেন , বেসরকারির ক্রেজ এত, সেটাই তো জানতে চাইলুম।

    কেসি, এইসব সরকারি স্কুলের র‌্যাংক করা ছাত্রছাত্রীর কজন শুধুই সরকারি স্কুলের শিক্ষার উপরেই নির্ভরশীল ? প্রাইভেট শিক্ষকমণ্ডলীর সাহায্য বিনে কজন যেন এই র‌্যাংক করেছেন ?
    বেসরকারী স্কুলের ছাত্রছাত্রীরাও প্রাইভেট টিউশন ন্যায় না, একথা বলছিনা, কিন্তু সরকারী স্কুলের ভালো রেজাল্ট মানেই সেটা ঐ স্কুলের অবদান পুরো , একথা মানতে পারলুম নি।
    প্রত্যক্ষ অভিজ্ঞতাও অন্য কথা বলে :)

    কটা সরকারী স্কুলে নিয়মিত ক্লাস হয়, শুধু সেইকথাটাই একটু বলুন :)

    আর ভাল কথা, র‌্যাঙ্ক করাটাই কি শিক্ষার একমাত্র মাপকাঠি ? :)

  • Arpan | 216.52.215.232 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:২০432738
  • যাউক গিয়া, কোচ্চেন তো একটা করেননি। কোচ্চেনের ফুলঝুড়ি ছুটিয়েছেন। আপাতত শেষ প্রশ্নটির জবাব দেবার চেষ্টা করি।

    কলকাতাকেন্দ্রিক লোকেরা কী ভাবে বা আদৌ একই জিনিস ভাবে কিনা সেটা তো সমীক্ষা করে দেখতে হবে। তবে আমি যা ভাবি, তার বিষয়ে বলার চেষ্টা করি। আমূল সংস্কার-টার জাতীয় অলীক কোন ব্যপার নিয়ে গলা ফাটাব না। আপাতত নিম্নলিখিত জিনিসগুলির দাবি আছে।

    ১) পড়াশুনোর চাপ কমাও। পারলে সর্বভারতীয় বোর্ডগুলির মত অবজেক্টিভ প্রশ্নোত্তরের ব্যবস্থা কর।

    ২) যদুপুর-শিবপুরে চান্স পাচ্ছে খুব ভালো কথা। আইআইটিতে পাবে না কেন? সিলেবাস পরিমার্জিত হবে না কেন?

    ৩) ক্লাস ওয়ান থেকে ফাইভ ইংরেজি আবশ্যিক করা হোক। তার পরে যে নেবে নেবে, যার পোষাবে না নেবে না।

    ৪) ইংরেজিতে কথা বলতে পারার ট্রেনিং দেওয়া হোক। সপ্তাহে দু ঘন্টাই হোক। শিক্ষক ও ছাত্র উভয়কেই।
  • Arpan | 216.52.215.232 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:২১432739
  • অ। এই টই শুধু ডিজাইনার স্কুল নিয়ে আলোচনার জন্য? ঠিক আছে, কোচ্চেন ফিরিয়ে নিলাম। :-)
  • kc | 194.126.37.5 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:২২432740
  • পাই, আগে আমার কোচ্চেনের উত্তর চাই। একদম টু দি পয়েন্ট। তোমার প্রশ্ন গুলোও ভ্যলিড, তবে তাতে একটু পরে না হয় আসা হোক, আগে আমারগুলো।
  • pi | 72.83.210.50 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৩432741
  • তবে, পুরো দেশজুড়েই তো ভেঙ্গে পড়েছে শিক্ষাব্যবস্থা।

    র‌্যাংক নিয়ে বলাতে মনে পড়ে গ্যালো খবরটা।
    ১২৮ টা দেশের মধ্যে আমাদের দেশ ১০৫ তম স্থলে শাইন করিতেছে।।
    এইযে ।
    http://beta.thehindu.com/opinion/lead/article104610.ece

    একশ দুশ ছেলেপুলে বিভিন্ন ফিল্ডে জগৎসভায় শ্রেষ্ঠ র‌্যাঙ্কটি দখল করলেও এই ১০৫ তম র‌্যাংকের দৈন্য ঘোচার নয়। নয় কি ?

    আর হ্যাঁ, দেশের মধ্যে প: বঙ্গের র‌্যাংক নিয়ে কিছু তথ্য আছে বই কি, দেবো নাকি ? :)
  • pi | 72.83.210.50 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৪432742
  • উত্তর দিলাম তো !
  • Arpan | 204.138.240.254 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৪432743
  • বিটিডব্লু, দিল্লিতে প্ল্যান করা হচ্ছে চার বছরের আগে নার্সারি স্কুল তুলে দেবার। কাল কাগজে বেরিয়েছিল।
  • Arijit | 61.95.144.122 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৮432746
  • দেখিয়া শুনিয়া মনে হইতেছে সিবাল মহাশয় রাণীমার দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে সুউচ্চ ধারণা পোষণ করেন।
  • Jhiki | 124.81.82.83 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১১:৫৯432747
  • হ্যাঁ। কাল TVতে দেখলাম কপিল সিব্বাল কে এই ব্যাপারে বক্তব্য রাখতে। nursery এ ভর্তির জন্য সেই বছর 31 March4 বছরের হতে হবে।

  • pi | 72.83.210.50 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১২:০৭432748
  • প: বংগের র‌্যাংক সংক্রান্ত তথ্য চাইছিলেন না?

    ঘুম পেয়েছে, অত আর টাইপাতে পারছিনা :(
    যাহোক, পেস্ট করিয়া পেশ করলুম কিছু তথ্য, এবছরের সার্ভে ফেরত টাটকা তাজা গরমাগরম তথ্য:
    (পুরানো কিছু রিপোর্ট ছিল, এখন ঘুমচোখে খুঁজে পাচ্ছিনা :()

    There is a marked improvement in the basic education scenario in the country as most children get access to schools with exceptions to states like Arunchal Pradesh and West Bengal, which are lagging behind, a government survey released Friday said.

    http://www.india-forums.com/news/article.asp?id=224154

    আরে এই তো, আগেরবছরের একটি র‌্যাংক সংক্রান্ত ডেটাও পেয়ে গেলুম।

    Surprising to many would be the fact that West Bengal lags way behind, at 30 out of 35 states and union territories.

    In 2005-06, Bengal ranked an abysmal 32 out of 35 states and union territories, with Arunachal Pradesh, Jharkhand and Bihar behind it. Arunachal has now swapped places with Bengal while Uttar Pradesh -- that ranked 31, just ahead of Bengal last year -- has hoisted itself up to 26 in the rankings.

    http://www.digitallearning.in/articles/article-details.asp?articleid=1723&typ=COVER%20STORY

    আত্মসন্তোষ ভালো, মিথ্যা আত্মসন্তুষ্টি নয়। নয় কি ? :)
  • suchetana | 122.172.111.158 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৪432749
  • ব্যাঙ্গালোরের এক সরকারি স্কুলের কথা বলি। একটা নতুন তৈরি হওয়া ছোট্টো ছিম্‌চাম সরকারি স্কুল। দুর্ভাগ্যবশত এখানে সেইসব ছেলেমেয়েরাই পড়তে আসে, যাদের বাবামাদের হাতে হঠাৎ করে টাকা আসে নি, এবং অধিকাংশ ক্ষেত্রেই বাবামারা কলেজের মুখ দেখেন নি নানা আর্থসামাজিক কারনে। কিন্তু স্কুলটা পরিচালনা যাঁরা করেন, তাঁদের সত্যি করেই সদিচ্ছা আছে আর পাঁচটা নামিদামি স্কুলে প্রাপ্ত সুযোগসুবিধাগুলো, এই স্কুলেরও ছাত্রছাত্রীদের দেওয়ার। একটু উদাহরন দিই। ধরুন, বিখ্যাত ন্যাশনাল পাবলিক স্কুলের ছাত্ররা অ্যাবাকাস পদ্ধতির মাধ্যমে অঙ্ক করতে শিখছে, সেই কথা জানতে পেরে এই স্কুলের কোঅর্ডিনেটর আর কিছু উৎসাহী শিক্ষক, কোনো অ্যাবাকাস ক্লাসের শিক্ষককে গিয়ে অনুরোধ করলেন, এই সরকারি স্কুলের ছেলেমেয়েদেরও সপ্তাহে দুইদিন এসে ক্লাস নেওয়ার। বা হয়তো যে জানতে পারলেন অন্য কোনো বড় স্কুলে রোজ সকালে দুইজন এসে ক্যারাটে শিখিয়ে যান, এনারা গিয়ে সেই ক্যারাটে মাস্টারদের অনুরোধ করলেন রোজ ছুটির পরে সরকারি স্কুলটিতে এসে ক্লাস নেওয়ার। এইভাবেই ওনারা সুন্দর চালাচ্ছিলেন স্কুলটা। কিন্তু একদিন হেডমাস্টারকে ডেকে পাঠানো হলো এবং জবাবদিহি করতে বলা হলো, কার অনুমতি নিয়ে উনি এইসব করছিলেন এই স্কুলে, এবং অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যেতে বলা হল। কিন্তু পরিচালকদের দুইতিনজন অত্যন্ত গাঁট প্রকৃতির মানুষ, তাঁরা প্রতিবাদ করলেন এবং স্কুলটি ছেড়ে বেরিয়ে এলেন, নিজেরা আরেকটি ছোট্টো স্কুল করলেন নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে। স্কুল বলতে শুধু চারটে ঘর তুলতে পারলেন, আর আগের স্কুলের ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে বলে এলেন নতুন বেসরকারি স্কুলটায় ভর্তি হতে। এবার স্কুল চালাতে তো টাকা লাগবে, কোথা থেকে আসবে অত টাকা? ওনারা কি করলেন, ঐ চারটে ঘর ভাড়া দিতে আরম্ভ করলেন বিভিন্ন কোচিং ক্লাস আর হবি ক্লাসকে নিজেদের স্কুলের নির্দিষ্ট সময়ের পরে আর শনিরবিবারে। আর ঐসব হবি ক্লাসের আর কোচিং ক্লাসের টিচারদের অনুরোধ করলেন সপ্তাহে অন্তত তিনটে ক্লাস ঐ স্কুলের ছেলেমেয়েদের জন্য নিতে।

    স্কুলবাড়িটি এখন দোতলা হয়েছে, ক্লাসরুমগুলোর দেওয়ালে এক পোস্টারশিল্পীকে দিয়ে মিকি, সিম্বা, সিন্ডারেলা ইত্যাদিদের ছবি আঁকানো হয়েছে, জল খাওয়ার কলের উপরে অ্যাকুয়াগার্ড লাগানো হয়েছে আর হ্যাঁ, অতি অবশ্যই স্কুলটি ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। রূপকথার গল্প নয়, প্রতি শনিবার সশরীরে ওখানে অঙ্ক ক্লাস নিতে যাই।

    আর পুরানো সরকারি স্কুলটার প্রায় সব ছেলেমেয়েই এই স্কুলে এসে গেছে। ২০১০সালে নতুন ভর্তির জন্য ওনারা এখনো অব্দি ৫০০ নতুন আবেদন পেয়েছেন। এবারে হয়তো টিউশন ফিও বাড়াতে বাধ্য হবে স্কুল কর্তৃপক্ষ!

    এই হল গিয়ে সরকারি স্কুলে থেকে নতুন কিছু করতে চেষ্টা করার গল্প আর কেন হাতে টাকা এলে অথবা না এলেও লোকে বেসরকারি স্কুলে যায় তার এক ছোট্টো উদাহরণ।
  • Samik | 219.64.11.35 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৪:২৭432750
  • হুগলি শহরে মেয়েদের সবচেয়ে নামকরা স্কুলের নাম হল ঘুটিয়াবাজার বিনোদিনী হাইস্কুল। সরকারি অনুদানে পুষ্ট স্কুল। আমরা তখন ক্লাস সেভেনে পড়ি বোধ হয়। হেডমিস্ট্রেস লার্নিং ইংলিশ পড়ানোর পাশাপাশি মেয়েদের ইংরেজিতে জ্ঞান বাড়ানোর জন্য ইংরেজি গ্রামার পড়ানো শুরু করেছিলেন, ক্লাস সেভেন এইটে।

    কিছুকালের মধ্যেই সরকার থেকে শোকজ নোটিস এসেছিল। সাথে অনুদান ক্যানসেল করে দেবার হুমকি। ইংরেজি গ্রামার পড়ানো সেখানেই শেষ।
  • suchetana | 122.172.111.158 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:১৮432751
  • আমারও কেসির কাছে একটা/কয়েকটা কোচ্চেন ছিলো। সরকারি স্কুলের যেসব ছেলেমেয়েরা বিস্ট্যাটে/যদুপুর/শিবপুরে পাচ্ছে না, তারা সব কি করছে, কি পড়ছে এটার কোনো স্ট্যাট আছে কি?
  • pi | 72.83.210.50 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৬432752
  • আর কাল আমার কাছে এত করে করে উত্তর চাওয়ার পর আমি যে বসে বসে ঘুমচোখে একগাদা লিং ঘাঁটাঘুটি করে এখানে দিলুম, এখন তার কোনো উত্তর নাই ! :(
    বহোত না-ইনসাফি হ্যায়।

    :বঙ্গের এই রAFআঙ্কিং নিয়ে কি কিছুই বলার নাই ? তাহলে আমি কেন সিপিএম এর নাম করলাম, সে নিয়েও আশা করি আমাকে আর কিছু বলা হবে না :)
  • kc | 89.203.49.18 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৭432753
  • লিং দেখে কী হবে? ওর খপর কি আর জানিনা? যেটা জানিনা সেটা হচ্ছে এই অবস্থার পিছনে সিপিএমের সম্পৃক্ততা খুঁজে পাওয়াটা, যদি থেকে থাকে তাহলে সিপিএম এরম কেন করল? আর হ্যাঁ, আগে আমার কথার উত্তরটা কেন পাচ্ছিনা?
    সুচেতনাকে, স্ট্যাট দিতে পারবনা, তবে সব কিছুই করছে। মানে লটারীর টিকিট বিক্রি থেকে কল সেন্টারে কাজ, যা পাওয়া যায়, মানে যেমন হয় আরকি।
  • pi | 72.83.210.50 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩৭432754
  • মানে, সরকারের এতে দায় নেই ?
    ক্ষমতাসীন পার্টির দায় নাই ?

    তবে, আগে বলুন, সরকারী শিক্ষাব্যবস্থার হাল ক্রমশ: খারাপ হয়ে চলেছে এবং যা কিছু আগের মত ও আছে, সেখানেও অনেক পরিবর্তন দরকার, এগুলো মানছেন কিনা।
  • suchetana | 122.172.59.115 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৮432755
  • মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকে মফস্বলের জয়জয়কার থেকে কি প্রমাণ হয় এখনো বুঝি নি যদিও, তাই উত্তর দিতে পারব না।

    তবে মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক বাদ দিলে বাকি যে পরীক্ষাগুলো থাকে সেগুলোয় পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের জয়জয়কার যে একদম দেখতে পাই না। ধরুন ক্যাট, গত ১০বছরে কতজন বাংলা মিডিয়ামে পড়া সরকারি স্কুলের ছেলেমেয়েরা পেয়েছে?
    আর ""মানে যেমন হয় আর কি'' বলে হাত তুলে দিলে তো তার মধ্যে আরো অনেক কিছুই ঢুকে যায়, তাই ধোঁয়াশাটা কাটে না। কল সেন্টারে যে মালতীলতা বালিকা বিদ্যালয়ের মেয়েটি কাজ করছে, খোঁজ নিয়ে দেখবেন, ঐ কাজটা পাওয়ার জন্য মেয়েটিকে অবশ্যই বেশ কয়েক হাজার টাকা দিয়ে কম্পিউটার কোর্স আর স্পোকেন ইংলিশ বলার কোর্স করতে হয়েছে। ডিজাইনার স্কুলগুলোর পিছনে এই জন্যই হয়তো ছোটে মাবাবারা, যাতে ছেলেমেয়েদের স্কুলপরবর্তী জীবনটা মসৃন হয়। বিস্ট্যাটে যদি নাও পায়, কল সেন্টারের কাজ পাওয়ার জন্য আলাদা করে কোনো কোর্স করতে হয় না।
  • kanti | 125.20.14.28 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৯432757
  • সিপিএম কেন এমন কোরল?

    উত্তরটা কিন্তু সকলেরই জানা।সিপিএম একটা কাজই দীর্ঘ দিন ধরে যত্ন নিয়ে কোরেছে।সেটা হোল দখল নেওয়া।সর্ব ক্ষেত্রে তারা দখল নিয়েছে যেনতেন উপায়ে , তারপর থাবার নীচে সেটাকে চেপে রেখে শুধু জয়ের আনন্দে আত্মপ্রসাদ লাভ কোরেছে। যে কোন দিকে তাকালেই এটা নজরে আসবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন