এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্কুলের শিক্ষা পদ্ধতি, এদেশীয় বনাম বিদেশীয়....

    M
    অন্যান্য | ০৮ ফেব্রুয়ারি ২০১০ | ১১৬৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 122.252.231.12 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫০432758
  • মফস্বল বনাম কলকাতা লড়াইয়ের তরজা এনে ফেলাটা কেমন যেন প্রক্ষিপ্ত হয়ে গেল। আলুচানা যেভাবে গড়াচ্ছিল তার প্রেক্ষিতে।

    যাউক গিয়া।
  • Arpan | 112.133.206.20 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫১432759
  • কেসিকে বললাম।
  • rimi | 168.26.215.135 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫২432760
  • আরে পাই, কেসি তো বলেই দিয়েছেন সরকারী স্কুলের উন্নতিসাধনের দায়িত্ব আমাদের। যারা অনেক টাকা রোজগার করছেন তারা ইন্টারন্যাশনাল স্কুলের পিছনে টাকা না ঢেলে সরকারী স্কুলে বাচ্চাকে পড়িয়ে সেই স্কুলের জমাদারের খরচ, বাচ্চাদের ভালো মিড ডে মিলের খরচ ইত্যাদি বহন করুন। (একেবারে অক্ষরে অক্ষরে মনে নেই কেসি কি লিখেছিলেন, তাই ভুল ত্রুটির জন্যে আগাম ক্ষমা চাইছি)। আর শিক্ষা পদ্ধতি ইত্যাদি ঠিকই আছে। আমরা তো সেই সরকারী স্কুলেই লেখাপড়া শিখেছি। অতএব ঠিকই আছে।
  • Arpan | 122.252.231.12 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:০২432761
  • আর কুড়ি বছর আগের প্রোডাক্ট দেখে কি আর এখন সিস্টেম কেমন চলছে সেই নিয়ে ধারণা করা ভাল? কুড়ি বছর আগের সিপিয়েম আর এখনকার সিপিয়েম এক?

    এই রে, আবার সিপিয়েম নিয়ে এলাম!! :-(
  • Du | 65.124.26.7 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:১০432763
  • সুচেতনা, কল সেন্টার একটা অভাবিত ব্যপার। ওর ভরসায় সরকারি প্ল্যানিং করা কি সম্ভব? তাই যদি হয়, তাহলে অতীতের কথা ভেবে সময় নষ্ট না করে এখনই মান্দারিন শিক্ষার জন্য তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত।
  • suchetana | 122.172.59.115 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৪432764
  • কল সেন্টারের কথা আমি তুলি নি। কেসি বলেছিলেন লটারির টিকিট বেচা থেকে কল সেন্টারের কাজ সবই করছে। আমি তার উত্তরে বলতে চেয়েছিলাম কল সেন্টারের কাজই হোক অথবা অন্য যে কোনো কাজ সেগুলো পেতে বিস্তর কাঠখড় পোড়াতে হয়। আমি আমার বক্তব্য থিক বোঝাতে পারি নি, দোষ আমারই।
  • suchetana | 122.172.59.115 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৫432765
  • *ঠিক বোঝাতে পারি নি।
  • kc | 89.203.49.18 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৩432766
  • অপ্পন, যে কোনো আলোচনাতে প্রক্ষিপ্ত অংশ রাখতে হয়, ঐ অংশের মধ্যেই কিন্তু আলোচকদের প্রবণতা টের পাওয়া যায়। যেমন কান্তির কথাগুলো। :)
    পাইকে, পিছিয়ে পড়া না বলে উন্নতির হার অন্যদের থেকে এই ক্ষেত্রে কিছুটা কম, এরকম বললে ঠিক হয়। কিন্তু এই কম উন্নতির কারণটা কী? আমি সিরিয়াসলি জানতে চাই, কোনো ভেগ স্টেটমেন্ট নেবনা।
    সেদিন পামিদি লুরুর স্কুলের কথা বলতে গিয়ে বললেন বাচ্চাদের উপর খুব মানসিক চাপ পড়ে যখন তাকে বলা হয় ""এটা কর, নাহলে গড পানিশ করবেন,'' একটা শিশুর উপর কতটা চাপ পড়ে যখন তাকে বলা হয়, ওরে স্কুলে যা তাহলে খেতে পাবি''। মানুষের খিদে না কমলে কিচ্ছু হবেনা।
    রিমিকে, একদম ঠিক কথা, পরিস্থিতির উন্নতির জন্য আমাদের মানে এই আলোকিত লোকেদেরই দরকার। আমরা কয়েকজন বন্ধুমিলে অরাজনৈতিকভাবেই মুর্শিদাবাদে একটা জায়গায় চেষ্টা করছি। তার গপ্প অন্য জায়গায়।
  • rimi | 168.26.215.135 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:০১432768
  • পিছিয়ে থাকা খেতে না পাওয়া বাচ্চাদের জন্যে শিক্ষার ব্যবস্থা করা, বা তাদের আয়ত্তের মধ্যে যে শিক্ষাব্যবস্থা তাকে উন্নত করা, আর নিজের ছেলেমেয়েকে সেই পিছিয়ে থাকা শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দেওয়া - দুটো এক ব্যপার নয়। এমন কি মহান সিপিএম নেতারাও এমন কাজ করেন নি। যিনি এটা করতে পারেন তিনি অবশ্যই সাধুবাদের যোগ্য (করে দেখালে তারপরেই)। তবে যাদের এটা করার মতন বুকের পাটা নেই, যারা নিজেরা যে কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছে ছেলেমেয়েকে সেই কষ্ট দিতে না চায়, তাদের দোষ দেওয়া যায় না। সব্বাইকে মহঙ্কেÄর প্রমাণ দিতে হবে এমন কোনো কথা নেই।
  • kc | 89.203.49.18 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:১২432769
  • আরএকটা প্রক্ষিপ্ত অংশ। আরে আমি আমার ছেলেকে ভর্তি করিনি। আমার ছেলে কুয়েতেই আছে। কিন্তু বাকীগুলো করার চেষ্টায় আছি।
  • Blank | 59.93.254.168 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৩432770
  • একটা ছোট্ট প্রশ্ন, আমি যে ইস্কুলে পড়তাম, সেটা তো সরকারি ইস্কুল বলেই জানতাম। কিন্তু তার নামে গ: ছিলো না। এমনি ইস্কুল কি আলুচানার আন্ডারে থাকবে?
  • Du | 65.124.26.7 | ১৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:৪৭432771
  • রিমি, এই নিয়ে তর্ক করছি না - হয়তো বেশিটাই ঠিক, কিন্তু একজন অন্তত: নেতার কথা বন্ধুসূত্রে জানি ( ব্যতিক্রমই হয়তো বা), মেদিনীপুর থেকে বহুদিন ধরে রাজ্যের সিপিএম মন্ত্রী - ওনার মেয়ে সরকারী স্কুলেই পড়েছে।
  • m | 173.26.17.106 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৫432772
  • 'ভবনাথ' আর 'মহাকালী'তে আমার পাড়ার এম এল এ বা মন্ত্রীর ছেলেপিলে ভাগ্নে ভাইপো পড়তো না:(( তারা প্রায় সবাই অনেকটা পথ ঠেঙিয়ে 'সরকারী'বেথুন কিম্বা হিন্দুতে যেত।
    কেন?
    আমার প্রশ্নের মধ্যেই আমার 'প্রবণতা' টের পাওয়া যাবে আশাকরি:)
  • Du | 65.124.26.7 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৩432773
  • আমার মনে হয়, সুচেতনা যা বলেছে সেটাই আসল প্রবলেম। কোন সিদ্ধান্তই স্কুল লেভেলে নিতে না পারাটা একটা বড় প্রবলেম।

    আবার অন্যদিক থেকে দেখতে গেলে কে যে কি সিদ্ধান্ত নেবে - যেমন ঐ শমীক বর্ণিত স্কুলের হোম যজ্ঞ , বিভিন্ন আইডিওলোজি শেখানো, মিকি অথবা স্পঞ্জবব এই ঐ - যে সরকারের মাথা ঘামাতে হয়। ঐ করতে গিয়ে চানের জলের সাথে শিশুকেই ফেলে দেওয়া হয়।

    আমাদের কিছু করাটা নিয়ে কারো কোন দ্বিমত থাকার বোধহয় স্কোপ নেই । নিজের শিশুকে দেওয়া না দেওয়ার তর্কেকে বাইরে রেখেই। একটা কমন পাঠ্যক্রম আর গাইডলাইন (মিনিমাম) সরকার থেকে দিয়ে দিলো - এবার রাজনীতি ( শুধু পার্টি নয়, স্কুলস্তরে ঘোঁটবাজির এক গভীর সংস্কৃতি বর্তমান) বাদ দিয়ে এলাকার উৎসাহী মা বাবা এবং প্রাক্তনীদের ইনভলভ করে নতুন সমস্ত আইডিয়া, সময়ের সাথে তাল মেলানোর কাজটা ভালোভাবে করা যাবে মনে হয় - ইনক্লুডিং ইংরিজী বলার প্র্যাকটিস।

    দুরে থেকে এইসব বলাই অর্থহীন - তবু মনে হয় যদি করা যেত! পঞ্চায়েত ব্যবস্থায় এটা ভালোভাবে হওয়া সহজ ছিল কিন্তু ক্ষমতা ব্যপারটা কাজ করার অধিকার হিসেবে দেখা না হয়ে তাব দেখানোর জন্যই বেশি ব্যবহার হলে আর কি হবে!

    পাইকে, আরে এখানে এক ননপ্রফিটের ফান্ড রেইজিং এ গিয়ে শুনি - ভয়ানক অবস্থা পশ্চিমবঙ্গে - স্কুল নেই ইত্যাদি। যেন ওরাই এন আর আইদের টাকায় পুরো স্টেটকে উদ্ধার করে দিচ্ছে - দেখে আমাদেরই কয়েক বন্ধু হতবাক। গত বছরই দেশে গিয়ে দেখেছে অনেক নতুন স্কুল - সর্বশিক্ষা অভিযানের দিদিমনিরা ওর বন্ধুর বাড়িতে এসে ওদের ছেলেটিকে নিজেদের নতুন স্কুলে যেতে ডাকছে সেটা একেবারে বাড়ির সামনে - রিক্সায় করে ও যেই পুরোনো স্কুলে যেত তার বদলে। এটা শংকরপুরের ঘটনা। তেমনি স্কুল নেই কোথাও কোথাও - গ্রামের মানুষ জমি দিয়েছেন স্কুলের জন্য এইসব খবরও তো পড়ি। উন্নতি করার জায়গা তো আছেই - কিন্তু এইসব র‌্যআংকিং ইত্যাদিও খুব কমপ্রিহেন্সিভ কিছু নয়।
  • Du | 65.124.26.7 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৬432774
  • আমিও (প্রবণতা সহ:))- ঐ সরকারীটা মেদিনীপুরেই বাড়ির কাছের স্কুলে সাইকেল চালিয়ে।
  • aka | 168.26.215.13 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩৮432775
  • দুদি জানে না প:ব:য়ে প্রতিটা স্কুলের বোর্ড/কমিটি দখল সিপিএমের অ্যাজেণ্ডা। আমাদের এলাকার সমস্ত স্কুলের প্রেসিডেন্ট আরও কি কি হয় সব সিপিএম কর্মী। বেশির ভাগ ক্ষেত্রেই তাদের যোগ্যতা একটাই যে তারা পার্টি অফিসে যায় এবং একটু বয়স্ক। এই পরিবেশে অরাজনৈতিক এফর্ট। প:ব:য়ের এই হাল হকিকত সম্বন্ধে দুদির একটুও ধারণা নেই। এখন ২০১১ র দিকে তাকিয়ে তৃণমূলও সেই একই কাজ করছে।

    আর কেসি এনজিও র হয়ে কাজ করা বা কোন কমিউনিটি ওয়ার্ক করা আর নিজের ছেলেকে সেখানে পড়ানো দুটো আলাদা স্পেস।
  • Du | 65.124.26.7 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৩432776
  • ব্ল্যাংকি, নামে গ: থাকে না তো সবসময়।
  • a x | 143.111.108.33 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৫৭432777
  • আচ্ছা এই ভালো ভালো দামী দামী স্কুল গুলোতে পরীক্ষা হয়? মানে প্রতি ক্লাসেই? মডেল ইত্যাদি, হাই স্টুডেন্ট টিচার রেশিও এ ছাড়া আর কি তফাৎ আছে কেউ জানালে ভালো হয়, মানে বেসিকালি প্রথাগত শিক্ষার বাইরে কিছু শেখায় কি?

    "অন্যরকম" করে শেখানো হয় কিন্তু দাম কম এমন স্কুল নেই? থাকলে সেখানে কি এই "অন্যরকম" করে যারা বাচ্চাদের পড়াতে চান তারা যান?
  • m | 173.26.17.106 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৪432779
  • ঠিক ই তো দু, তবে মানিকতলা আবাসন থেকে বা সল্টলেকের বাড়ি থেকে সাইকেল চালিয়ে মন্ত্রীকন্যারা সাইকেল চালিয়ে 'বেথুন'এ যেতেন বলে শুনি নি:))
    কি জানি তাদের পাড়ার 'বিন্ধ্যবাসিনী' ততটা ভালো ছিলো না হয়তো:((
  • vikram | 78.16.96.59 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০২:০৭432780
  • পাঠভবনে অনেক দিন পরীক্ষা হয় না।
  • pinaki | 131.151.102.250 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০২:৪৫432781
  • CBSE তে শুনছি ক্লাস ফাইভ অব্দি পরীক্ষা তুলে দিয়েছে।

    এই অন্যরকম শিক্ষা কেন চালু হয় না - সে নিয়ে অনেককিছু বলার আছে। একটু কাজিয়ে নিয়ে পরে লিখুম।
  • Arpan | 122.252.231.12 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৬:২৯432782
  • পিনাকী, ICSE তেও তুলে দিয়েছে।
  • suchetana | 122.172.54.254 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৫০432783
  • ও অর্পন, তুমি কি সিওর যে ICSE স্কুলগুলোয় ক্লাস ফাইভ অব্দি পরীক্ষা দিতে হচ্ছে না? আমার ছেলের স্কুল, তার বন্ধুদের স্কুল মানে যারা বল্ডুইন, ক্যাথিড্রাল এইসব ICSE স্কুলে পড়ে সবারই তো দেখছি ফাইনাল (বা অ্যানুয়াল) পরীক্ষা শুরু হতে চলেছে। আমি পুরো ঘেঁটে গেলাম।
  • pi | 128.231.22.89 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৮:০৩432784
  • কেসি,
    উঁহু, ঐ র‌্যাংকিং অন্যদের তুলনায় প:বঙ্গের কম উন্নতি বোঝাচ্ছে , এমন তো না। এতো ক্রমাবনতি। সারা দেশেই ( হিন্দুর খবরটা, মানে সার পৃথিবীতে ১৩২ টা দেশের মধ্যে ঐ ১০৫ তম র‌্যাংকের খবরটা পড়েছেন নিশ্চয়)। প:বঙ্গে অবনতিটা বেশি।

    আর, আমি ও তো এই অবনতির কারণটা জানতে চাই। সরকারে আসীন পার্টির কাছ থেকে :)

    তবে, প:বঙ্গের সরকারে শিক্ষা এখনো খুব ই ভালো আছে, কারণ সব ভালো ভালো র‌্যাংকিং প:বঙ্গের এই সরকারে শিক্ষা ব্যবস্থা থেকেই হয়, এই যদি সারসংক্ষেপ হয়, তবে অন্য টই থেকে কল্লোলদাকে কোট করে বলতে হয়, এইভাবে সমস্যাকে পাশ কাটিয়ে চললে স্বখাত সলিলেই ডুবতে হবে। ২০১১ এ সিপিএম কে হারাবে সিপিএম ই :)

  • Arpan | 122.252.231.12 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০০432785
  • সুচেতনা, আমি আরেকবার কনফার্ম করে জানাব। ক'দিন সময় চাই।
  • suchetana | 122.172.54.254 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৮432786
  • সময় দেওয়া হলো।
  • Arpan | 112.133.206.20 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৯432787
  • ব্যপারটা হল লুরুর একটা স্কুলের প্রসপেক্টাস পড়ে জানলাম সেখানে এক থেকে পাঁচ কোন পরীক্ষা নেই। ঘটনাক্রমে ওই স্কুলে ICSE, CBSE আর IGCSE এই তিনটে কারিকুলামই ফলো করে। যেটা খোঁজ নিতে হবে এইটা কি ওই স্কুলেরই বৈশিষ্ট্য।
  • suchetana | 122.172.54.254 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:১৯432788
  • অ, তাই কও!!
    আমি যদি সরকারি স্কুলের বর্তমান হালহকিকত লিখতে গিয়ে বিডি স্কুল নিয়ে লিখি, অপ্পনভায়া আর বাইনারিভায়া কি খুব দু:খু পাবে?
  • Arpan | 122.252.231.12 | ১৭ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২১432790
  • ন্যাড়াভায়া আর অয়নভায়াও আছে।

    না:, দু:খ কেন পাব!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন