এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্কুলের শিক্ষা পদ্ধতি, এদেশীয় বনাম বিদেশীয়....

    M
    অন্যান্য | ০৮ ফেব্রুয়ারি ২০১০ | ১১৬৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 67.43.241.179 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪৬432924
  • বি: দ্র: পাশফেল তুলে দিলে কিন্তু স্কুলের দিক থেকে খরচ কমবে। বাড়বে না। কাজেই অন্যরকম শিক্ষা সব স্কুলে চালু না করার মূল কারণ খরচ - এটা নয়।
  • SB | 114.31.249.105 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪৮432926
  • আরে না না তা নয়, আসলে কেন টাকা ফেরত চলে যায় সেটা তো আমারও প্রশ্ন। আমি যেটুকু শুনেছিলাম সে¾ট্রাল থেকে টাকা যেভাবে যে খাতে আসে, ঠিক সেইভাবে খরচ করা সব সময় সম্ভব হয় না, হয়তো দরকার একটা বেঞ্চির, টাকা আসলো ব্ল্যাকবোর্ডের (যাস্ট একটা এক্সাম্পল)। এর পরে আছে সময়, যখন টাকা আসে, একদম শেষ সময়ে তখন আর খরচ করার সময় থাকে না, ফেরত যায়। আমলা নির্ভর এই ব্যবস্থাতে লাল ফিতের ফাঁসে এইভাবে অনেক কিছু কাজ হয় না। NREGA নিয়েও সিমিলার সমস্যার কথা শুনেছি।

    সত্যিমিথ্যা জানিনা, আমি বিশ্বাস করতে পারিনা এটাই একমাত্র সত্যি, আমার মনে হয় হয়তো আরো অনেকটাই করা যেত।
  • suchetana | 122.172.106.1 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪৮432925
  • আমি সেই ছোটোবেলা থেকেই জানতুম, পিনাকী ভাব সম্প্রসারণের থেকে সারাংশটা ভালো লেখে। :-)
  • pinaki | 67.43.241.179 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৫৩432927
  • আসলে ল্যাদ। বুঝলি তো। :-)
  • pi | 72.83.210.50 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৫৪432928
  • না: পিনাকীদা, শুধু ই চাপমুক্ত পরিবেশ, তা তো না। চাপ মুক্তি ঘটলেই আকর্ষণী

    পাঠভবনের মত স্কুলে পড়ানোর চাহিদাও অনেকের আছে,সে কি শুধু ই কম চাপের জন্য ? মনে তো হয়না।

    শেখানোর পদ্ধতি আরো আকর্ষণীয়, আরো কার্যকরী করে তোলা, এগুলো ও অন্যরকম পদ্ধতির অংশ। আর এগুলো অন্যত্র হয় বলে

    তুমি যে মাইনরিটির অংশ বলছো, শুধু ই চাপমুক্ত পরিবেশ কাম্য, সেটা সত্যি ই খুব মাইনরিটি। এখানেও অনেকেই সেই মাইনরিটি তে বিলং করেননা। সুচেতনাদি, শমীক ওদের লেখা পড়েই তো মনে হয়েচে, ওদের কাছে অন্তত চাপমুক্তি টা ড্রাইভিং ফোর্স ছিলোনা। অন্য কিছু ছিল। যেটা সরকারী স্কুলে মিসিং।

    আর, সেভাবে দেখতে গেলে তো পরীক্ষা তুলে দিয়েই বিশাল একটা চাপমুক্তির পরিবেশ তৈরি করা যায়। তাহলে চাপ কম থাকুক, (মূলত) এই দাবী যে মাইনরিটি অভিভাবকের ছিলো, তাঁরা, ইনক্লুডিং তুমি, এখন সরকারী স্কুলেই পড়াবে তো ?
  • pi | 72.83.210.50 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৫৬432929
  • যাচ্চলে, শেষ করার আগেই submit করে দিলুম ! :(
    যাহোক, ঐ বাক্যগুলো আর পূর্ণ করতে পারছি না। ল্যাদ লাগছে :)
  • suchetana | 122.172.106.1 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:০৬432930
  • আমার কছে ড্রাইভিং ফোর্সে কি কি ছিল লিখি কেমন?
    ১) স্কুলে লেখাপড়া কেমন হয়?
    ২) স্কুলের রেজাল্ট কেমন হয়?
    ৩) বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কত % ছেলেপুলে পায়?
    ৪) টিচারদের স্ট্যান্ডার্ড কেমন? আমরা যে ধরনের শিক্ষক পেয়েছি, সে রকম আর পাওয়া সম্ভব হবে না, এটা মাথায় রেখেই, যতটুকু ভালো পাওয়া সম্ভব।
    ৫) স্কুল লেখাপড়া ছাড়াও খেলাধুলা, কুইজ, এই ধরনের ব্যাপারগুলোতে কতটা উৎসাহ দিচ্ছে!
    ৬) দ্বিতীয় ভাষা কি হবে সেটা আমার কাছে একটা বড় ব্যাপার ছিল। যে কারনে আমি ছেলেকে প্রথমে কোলকাতায় পড়াতে চেয়েছিলাম।
    আর বাকিগুলো ছোটোমোটো কারন, টয়লেট পরিস্কার কিনা, হোমওয়ার্ক দেয় কিনা, স্কুলের ল্যাব, লাইব্রেরী ভালো কিনা ইত্যাদি। এই ছোটোমোটো কারঙ্গুলো অবশ্যই ড্রাইভিং ফোর্স ছিল না। না থাকলেও কিছু যেত আসত না।

  • suchetana | 122.172.106.1 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:০৮432931
  • *কারনগুলো। শেষ লাইনে ।
  • SB | 114.31.249.105 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:১৩432932
  • পাই, সরকারী-বেসরকারী স্কুলিং ইত্যাদি এইভাবে পুরোটা বোঝা যাবে না। সরকা স্কুলের টিচারের মোটিভেশন, ইন্সেন্টিভ, পানিশমেন্ট ইত্যাদি প্রভৃতি অনেক ব্যপার আছে যেসব ফ্যাক্টর ব্যকগ্রাউন্ডে কাজ ক

    বিকল্প কিছু করতে গেলে অনেক কিছু লাগে,স্যাখানে প্যাশন লাগে, স্ক নিতে হ, ভূলচুক হয়ে গেলে গর্দান জাবে না এরকম ভরসা লাগে ইত্যাদি ও প্রভৃতি। অগত্যা ... সরকারী স্কুলে ব্যপারটা নামিয়ে ফেলাটা বেশ চাপের। লার্নিং ইঙ্গলিশ নিয়েওয়া কি ক্যাচাল অলরেডি।

    স্কুলে মা বকাঝকা শাস্তি দেওয়া এগুলো বাচ্চাদের বাবা-মা এবং টিচারদের মাইন্ডসেটের মধ্যে ঢুকে আছে, সমাজ সং সাথে সাথে আস্তে আস্তে কমে আসবে হয়তো তখন বিকল্পটা আর বিকল্প থাকবে না।

    অন্য উপায় । ধাক্কায় পাল্টে দেওয়া, বৈপ্লবিক পরিবর্তন।
  • Blank | 170.153.65.102 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:২০432935
  • 'এই যারা সরকারী স্কুল ছেরে অনত্র্য দিয়েছেন' ... আমার সেসবের সম্ভাবনাও নাই :( :( :(
  • SB | 114.31.249.105 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:২০432934
  • :((

    আমার দোষ না, বাংলা লেখার কলের দোষ!!
  • Blank | 170.153.65.102 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:২১432936
  • কবে আমার বে হবে রে, আম্মো ঠেসে জ্ঞান দেবো :( :( :(
  • aka | 168.26.215.13 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৩432937
  • আরে যদ্দিন না হচ্ছে তদ্দিন জ্ঞান দেওয়া বেশি সহজ। যেমন লার্নিং ইংলিশ নিয়ে প্রিভিলেজড ক্লাসরা দিয়ে থাকে। ব্ল্যাংকির এখনো কোনই জ্ঞানগম্যি হল নি।
  • suchetana | 122.172.106.1 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৪432938
  • আর এই সব কিছু চাওয়া পাওয়াই স্কুল ইংরাজি মিডিয়াম এটা ধরে নিয়ে। এই সাতটা পয়েন্ট আর ইংরাজি মিডিয়াম এইগুলো যদি আমি সরকারি স্কুল থেকে পেতাম, আমি হয়তো সেখানেই দিতাম। এই চাওয়াগুলো এই সময় বেসরকারি স্কুল ছাড়া আর কেউ দিতে পারছে না, অগত্যা।
  • Blank | 170.153.65.102 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৫432939
  • সুচেতনা দি
    ভেবে দেখো তো,
    স্কুলটা কতটা ঝকঝকে এই পয়েন্ট টা অ্যাড করবে কিনা? (শুধু বিল্ডিং না, তার সাথে ধোপ দুরস্ত টীচার, ঝক ঝকে ইউনিফর্ম etc)
  • aka | 168.26.215.13 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:২৮432940
  • আর একটা বিষয় ঠিক করা হোক। কাদের নিয়ে আলোচনা হচ্ছে?

    আমাদের মতন প্রিভিলেজড ক্লাসের ছেলেমেয়ে?

    না, আপামোর জনসাধারণ?

    আপামোর জনসাধারণ হলে প্রতীচি রিপোর্ট পড়ে দেখা অতি আবশ্যিক। ওর থেকে কমপ্রিহেনসিভ স্টাডি হয়েছে বলে জানা নেই। হয়ে থাকলে অবশ্যই জানতে চাই। নইলে এই আমার কি মনে হল, অমুক উদাহরণ, তমুকের কি মনে হল এর কোন মানে নাই।

    আর যদি আমাদের কথা হয় তাহলে কোন বক্তব্য নাই। চলুক, চলুক।
  • suchetana | 122.172.106.1 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩০432941
  • ব্ল্যাংক, দক্ষিনারঞ্জন সমগ্রে এক গরীব ছাত্রের সম্পর্কে বর্ণনা ছিলো -- তার পোশাক ছিন্ন, কিন্তু মলিন নয়। আমার কাছে পরিচ্ছন্নতা গুরুত্ত রাখে যথেষ্ট, দেখনদারির থেকে।
  • pinaki | 67.43.241.179 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩১432942
  • কত কি লিখলাম। সব উড়ে গেল। :(

    পরে আবার লিখব। মোট কথা পড়ানো আকর্ষণীয় করতে সব স্কুল চায়। কিন্তু ওটা বড় ইস্যু নয়। 'অন্যরকম' শিক্ষা মানে আসলে কম চাপের, কম হোমওয়ার্কের, কম সিলেবাসের এবং বিনা পরীক্ষার শিক্ষা। এই চারটে জিনিসকে এনসিওর করতে গেলে দম লাগে। আর তার পরেও ভারতের মাটিতে দাঁড়িয়ে কোনও বাচ্চা যে এর ফলে গাড্ডু খাবে না - সেটা জোর দিয়ে বলা যায় না। পাঠভবনের প্রতি লোকের টান অন্যরকম শিক্ষার জন্যে - এই কথাটা খুব মুষ্টিমেয় লোকের ক্ষেত্রে ভ্যালিড। পাঠভবন মা: তে ভালো রেজাল্ট করে সেটা একটা বড় কারন। তবে আমি যদ্দূর শুনেছি - একদম প্রাইমারি লেভেলেটা বাদ দিলে সেখানেও দিব্য চাপ আছে। একটু সংস্কৃতিচর্চা বেশী হয়। (পাঠভবনের একটি ক্লাস ইলেভেনের পেছনপাকা আঁতেলকে চিনতাম এককালে। :-)) এটুকুই যা তফাৎ। আমি ভুল হতে পারি। কেউ শুধরে দিন।
  • suchetana | 122.172.106.1 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:৩২432943
  • গুরুত্ব
  • pinaki | 67.43.241.179 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৮432945
  • আর হ্যাঁ, ভর্তি করার সময় আমিও সেই স্কুল থেকে কিরম রেজাল্ট হয় সেটা দেখে নেব। এইজন্যে আমার ভুঁইফোড় ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ে টাইম টেস্টেড সাউথ পয়েন্ট বেস্ট বেট বলে মনে হয়। বাচ্চাবেলায় পরীক্ষা না থাকলে ভালো। কিন্তু যদি আমায় এরকম দুটো অপশন দেওয়া হয়, যে কোনও স্কুলে পরীক্ষা নেই, কিন্তু রেজাল্ট ভুলভাল হয়, আর পাশেই আর একটা স্কুলে পরীক্ষা আছে কিন্তু রেজাল্ট ভালো করে, আমি হয়তো দ্বিতীয়টাতেই দেব। কিন্তু লক্ষ্য থাকবে পরীক্ষা নেই কিন্তু রেজাল্ট ভালো হয় - এরকম জায়গায় দেওয়ার।
  • pi | 72.83.210.50 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:০০432946
  • পাঠভবন বা বেসরকারি স্কুলে যে যে কারণে টান, সেগুলো সরকারী স্কুলে এনসিওর করা কতটা মুশকিল ?
    সুচেতনাদি র চাহিদার ছ'টা পয়েন্ট যদি সরকারী স্কুলে না পাওয়া যায়, তাহলে সেটা স্কুলের দোষ, স্কুল করছে না, সেটা নিয়ে যে তদারকি করা দরকার, সেটা যে করছে না, তার দোষ। সরকারী স্কুল হলে, দোষটা সরকারের উপরেই বর্তাবে।
    কিন্তু এগুলো ঠিকঠাক করার জন্য টাকা লাগে, আর সরকারের সে টাকা নেই, এতো কোনো কথা নয়।

    ইন ফ্যাক্ট,একটা জিনিশ বুঝতে পারিনা। অনেক বেসরকারী স্কুলে সরকারী স্কুলের থেকে কম মাইনে দেওয়া হয়। তাহলে সরকারী স্কুলের জন্য মোটিভেটেড শিক্ষক পাওয়া যায় না ক্যানো ?

    আর, তোমার ঐ চারটে জিনিশ এনসিওর তো এখন পলিসিগত ভাবেই করা হচ্ছে, দেশের সব ইস্কুলের জন্য ই । :)

    তবে ঐ ভালো রেজাল্ট আর র‌্যাংকিং ই যদি মূল ক্রাইটেরিয়া হয়ে থাকে, তাহলে এ নিয়ে তো সেদিন ই কেসি দা আর রাজদীপদা বল্লেন। হিসেব করলে দেখা যাবে, সরকারী জেলা স্কুলগুলো এই র‌্যাংকিং এর দিক দিয়ে এগিয়ে। গড় রেজাল্ট ভালো হয়, এমন ও বহু সরকারী স্কুল আছে। তাহলে সেগুলোতে দেবে না ক্যানো ?
    আর আমার ধারণা ছিল, সরকারী হোক কি বেসরকারী, এই ভালো রেজাল্টের এনসিওর করার জন্য প্রাইভেট টিউশন সকলেই দ্যান। বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্টের জন্য স্কুলের পড়ানো ঠিক কতটা ম্যাটার করে ?

    আমার ধারণা ছিল, ভালো শিক্ষা মানে রেজাল্ট , র‌্যাংক বাদে আরো অনেক কিছু। আর সেগুলো এনশিওর করাও একটা ক্রাইটেরিয়া।

    যাহোক, আপাতত কাটি।
  • pinaki | 67.43.241.179 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৪432947
  • এইত্তো। পেয়েছি। প্রাইভেট টিউশন। এই নিয়ে আমার অনেক বক্তব্য। পরে লিখব।
  • suchetana | 122.172.106.1 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৬432948
  • পাই, আমি বুঝলাম না, শেষ পোস্ট কি আমকে উদ্দেশ্য করে লিখেছিস?
  • pi | 72.83.210.50 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:০৮432949
  • পিনাকীদাকে। তোমাকেও । কিছুটা অংশ।
  • suchetana | 122.172.106.1 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৪432950
  • রেজাল্ট আর র‌্যাংকিং বাদ দিয়ে যে শিক্ষার কথা বলেছিস, ওটা ধরেই নিয়েছি সরকরি-বেসরকরি কোনো স্কুল থেকে পাওয়া যাবে না।
  • pi | 72.83.210.50 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৮432951
  • তাহলে , রাজদীপদা, কেসিদা যে জেলা ইত্যাদি সরকারি স্কুলগুলোর নাম করলেন, ভালো রেজাল্ট , র‌্যাংক করে বলে, হাতের কাছে থাকলে সেগুলোতে পড়াতে ?
  • kc | 89.203.49.18 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:১৯432952
  • না না কেটোনা। আপাতত একটা ফুট কাটব, তোমার লাষ্ট বাক্যটি নিয়ে, বাচ্চারা যোগ বিয়োগ ঠিক পারছে কিনা, একটু আধটু বইপত্র গানবাজনা ভাল নিচ্ছে কিনা, আর মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছে কিনা, এটাই আমার কাছে ভাল শিক্ষা, এর জন্য বিকল্প শিক্ষাপদ্ধতির দরকার নেই। বাড়ির পরিবেশ আর সাধারণ স্কুল যেখানে টিচাররা একটু নিয়মমতই ক্লাস নেবেন, রাজনীতিটা আর প্রাইভেট পড়াবার ধান্দাবাজী স্কুলের বাইরেই রাখবেন যতটা হতে পারে, হলেই হবে। এর জন্য চাই নিয়মিত ইনস্পেক্‌শন, এবার তুমি প্রশ্ন তুলবে সেটা হয়না কেন? উত্তর জানিনা।
    তোমার প্রশ্ন এবার ঘুরে যাবে অন্য দিকে, তুমি বিকল্প শিক্ষাপদ্ধতি ছেড়ে অন্য জিনিষ প্রমানে ব্যস্ত হবে। সেই গরুর রচনা। :)
  • suchetana | 122.172.106.1 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:২১432953
  • ঐ যে বললাম, প্রথম শর্ত হল ইংরাজি মিডিয়াম। ওদের বলা স্কুলগুলো তা নয়।
  • pi | 72.83.210.50 | ১৮ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৫432954
  • মেরেছে। কী প্রমাণে ব্যস্ত হব আবার ?
    এই পয়েন্টটাতেই তো আসতে চাইছি। যা যা ক্রাইটেরিয়া, সেগুলো সরকারি স্কুলে পাওয়া জাচ্ছে কিনা, না পাওয়া গেলে কেনো যাচ্ছে না, পাওয়ানোর উপায় আছে কিনা ( বিপ্লব সংঘটন ব্যতীত :)) আর পাওয়া গেলেও লোকে ক্যানো টাকা খরচ করে বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছে ( লোকের হাতে টাকা এসে গেছে, তাই দেখাতে চায়, এই পয়েন্টটা বাদ দিয়ে আলোচনা চাইছি :))

    তবে, কাটতে হবেই । নইলে এবার গাইড কেটে ফেলবেন। :(

  • Blank | 59.93.194.118 | ১৯ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৩432956
  • আরে অনেক ইস্কুল তো নামে কাটে :)
    আর পাই দি আর এক খানা যা বল্লো, যে বেসরকারী তে মাইনে অনেক ক্ষেত্রে হয়তো কম...
    হয়তো, কিন্তু সরকারী কোন আপিসে বছর শেষে কাজের রিভিউ হয় !!! ওটি হেব্বি জিনিস কিন্তু ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন