এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • আই এস আই - কত যে মধুর স্বপ্ন ছিল

    dukhe
    নাটক | ১৭ অক্টোবর ২০১১ | ৩৩৮৪৭ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ১৭ অক্টোবর ২০১১ ১০:১২493503
  • গানটা এরকম -

    আই এস আই
    কত যে মধুর স্বপ্ন ছিল
    আজ আর নেই সেগুলো
    ভেসে ভেসে চলে গেছে যে কোথায়
    আই এস আই

    পরীক্ষাতে বাঁশ খাবে
    ক্লাসে সব মাগগা ভুলে যাবে
    আর যদি আন্ডু খাও তুমি
    লাথি মেরে তাড়িয়ে দেবে তোমায়
    আই এস আই

    কত কচি প্রাণ গেছে ঝরে
    ফিফথ আর সেভেন্থ ফ্লোরে
    মোটে আড়াইশো টাকার লোভে
    জীবন নিয়ে খেলা কোরো না ভাই
    আই এস আই

    (সুর: জিন্দেগিইইই ক্যায়সি হ্যায় পহেলি হায়)
    ফুটনোট - তখন বিস্ট্যাটের স্টাইপেন্ড ছিল আড়াইশো টাকা ।

    গল্পগাছাগুলো এখানেই হোক না ।
  • lcm | 69.236.162.31 | ১৭ অক্টোবর ২০১১ ১০:১৭493614
  • আইএসআই-ই জীবন - কেন জানিস তো?
    কারণ, ঐ যে টিভিতে কি সব হত না... নাকি সিনেমা...
    isi kaa naam jindegi
  • abastab | 61.95.189.252 | ১৭ অক্টোবর ২০১১ ১০:৫৯493725
  • পরীক্ষার গপ্পোগুলো যেন বাদ থাকে।
  • agantuk | 173.241.26.28 | ১৭ অক্টোবর ২০১১ ১১:৩৬493836
  • আমরা গাইতাম 'ভেসে ভেসে চলে গেল যে কোথায়', 'ক্লাসে সব ট্যান চলে যাবে' আর 'শুধুই আড়াইশো টাকার জন্যে'। (আড়াইশো টাকার রেফারেন্স থেকে এই গানের সময়কালটাকে মোটামুটি প্লেস করা যায়।)

    এছাড়াও ছিল 'হয়ত সোমারই জন্যে' আর 'আবার মোরে ঘিরেছে এমওয়ান'। আর অবশ্যই 'ইন দা আওয়ার নেটিভ ভিলেজ'।
  • Bratin | 122.248.183.1 | ১৭ অক্টোবর ২০১১ ১১:৪৬493947
  • ISI মানে ( প্রেম মানে আর্চিস গ্যালারী অনুকরণে!!)

    ১। ২০ পয়সার রসোগোল্লা। আড়াই টাকার ফ্রায়েড রাইস।

    ২। রাত বারোটার সময় মেন গেট গলে বনহুগলী তে গরম রসোগোল্ল খেতে যাওয়া

    ৩। ঘন্টার পর ঘন্টা TT রুমে কাটানো

    ৪। রাত জেগে তাস

    ৫। জয়দেব দা আর কিছু দাবাতুড়ো পার্টনারের সাথে গুড টাইম

    ৬।। পরীক্ষার আগের আগের দিন ৪/৫ জনে মিলে xerox করতে যাওয়া। ( কারন কেউই সব ক্লাশ করে নি!!)
  • T | 14.139.128.11 | ১৭ অক্টোবর ২০১১ ১২:৩৩494008
  • @Bratin, প্রথম দুটো পয়েন বাদে বাকিগুলো কমন। পোচুর কলেজে এমনই হয়।
  • dukhe | 122.160.114.85 | ১৭ অক্টোবর ২০১১ ১২:৩৬494019
  • অ্যাকচুয়ালি ৩ নংটা এট্টু শুধরে নিতে হবে ।
    পরীক্ষার আগের রাত্রে রাত জেগে তাস এবং অনুশোচনায় ভোরবেলা তাসের প্যাকেট কমোডে ফেলে ফ্লাশ টেনে দেওয়া ।
  • abastab | 61.95.189.252 | ১৭ অক্টোবর ২০১১ ১২:৫৫494030
  • সব গপ্পো লেখা যায়না, তাহলে ভুলে আসল চরিত্রেরা সব নামধাম সমেত এসে হাজির হতে পারে। পরীক্ষার আগের রাতে তাস নিয়ে খেলোয়াড়, ভাটুরে দর্শক এবং সীরিয়াস ছাত্রের মজার গপ্পো ছিলো। উফ সে কালে কাউকে কাউকে কিছু ক্ষেপিয়ে দেওয়া যেত বটে।
  • maximin | 59.93.217.128 | ১৭ অক্টোবর ২০১১ ১৩:৫৭494041
  • ও তার মানে ব্রতীনবাবুও আই-এস-আই এর?
  • Abhyu | 97.81.108.7 | ১৭ অক্টোবর ২০১১ ১৯:০৮493504
  • সবাই ও রকম সারা রাত কিছু তাস খেলতো না, এই তো আমাদের ব্যাচের রঙ্গা সারা রাত এমনকি সারা সকাল মন দিয়ে পড়ে ব্রেকফাস্টের সময় আমাকে বলল "হো গিয়া" - ওদিকে দশটার সময় পরীক্ষার হলে দেখা নেই। আমরা পরীক্ষা শেষ করেই ওর ঘরের দরজায় ধাক্কা দিয়ে ওকে ঘুম থেকে তুললাম।
  • maximin | 59.93.217.128 | ১৭ অক্টোবর ২০১১ ১৯:২৫493515
  • অবশেষে একটা গল্প পেলাম যাতে কিছু মধুর রস আছে। রঙ্গা যুগ যুগ জিও।
  • rimi | 168.26.205.19 | ১৭ অক্টোবর ২০১১ ২০:২০493526
  • হুম, আর আমাদের ব্যাচের দেবু মাল্টিভ্যারিয়েট পরীক্ষার আগের দিন হঠাৎ আবিষ্কার করল লিনিয়ার অ্যালজেব্রার ফান্ডা ক্লিয়ার না হলে মাল্টিভ্যারিয়েট অ্যানালিসিসও ক্লিয়ার হচ্ছে না। সারারাত মন দিয়ে লিনিয়ার অ্যালজেব্রার ফান্ডা ক্লিয়ার করে মাল্টিভ্যারিয়েট পরীক্ষা দিতে গেল... রেজাল্ট কি হয়েছিল বলাই বাহুল্য।
  • maximin | 59.93.217.128 | ১৭ অক্টোবর ২০১১ ২০:২৭493537
  • :D
  • Abhyu | 128.192.7.122 | ১৭ অক্টোবর ২০১১ ২০:৪৯493548
  • maximin বাবু, আমার অন্য টইয়ের গল্পটার একটু ব্যাখ্যা দিই। Bayes নামে একটা লোক ছিল। স্ট্যাটিস্টিকসে বেস থিওরেম পড়ানো হয়, বেসিয়ান স্কুল অফ থটস আছে, বেস এস্টিমেট আছে। আর একরকম এস্টিমেট আছে, যেখানে ম্যাক্সিমাম রিস্ককে মিনিমাইজ করা হয়, তাকে বলে minimax এস্টিমেট (maximin বলেও একটা জিনিস হয়, আপনার নাম দেখে গল্পটা মনে পড়েছিল)। তো, এখন বেস বললে লোকে এস্টিমেটের কথাই বুঝবে, লোকটার কথা নয়। সুতরাং 'বেস কি' টা খুবই ন্যায্য প্রশ্ন। ওদিকে মিনিম্যাক্স কোনো লোকের নাম নয় সুতরাং ঐ ইন্নোসেন্ট কোশ্চেনটা আমাদের চেনা একজনের ফেমাস ওয়ান-লাইনার ছিল :)
  • Abhyu | 128.192.7.122 | ১৭ অক্টোবর ২০১১ ২১:০৭493559
  • হোস্টেলের কিছু ঘরের জানালার ছিটকিনি এমন ছিলো জানালা বন্ধ করে দিলে আপনিই সেটা লক হয়ে যেত। একদিন পয়লা এপ্রিলে আমি ঘর খুলে বেরিয়েছি - ফিসে এসে দেখি কেউ জানালা দিয়ে হাত গলিয়ে দরজাটা ভেতর থেকে আটকে ঐভাবে জানালাটাও বন্ধ করে দিয়েছে। সুতরাং বাইরে থেকে মেরে ছিটকিনি ভাঙতে হল। এপ্রিল ফুল।

    ওদিকে তার কিছুদিন পরে পরীক্ষা। পরীক্ষার আগের দিন পড়তে পড়তে কি একটা জিনিস বুঝতে ঋতব্রতর ঘরে গেছি - ফিরে দেখি আবার কে সেই বদমাইশি করেছে - কোনো কারণ নেই - সেদিন কিছু পয়লা এপ্রিল নয় - মাথা গরম হয়ে গেল - সঙ্গে প্রত্যয় ছিলো - বললাম ভাঙ দরজা - ওর এক লাথিতেই ছিটকিনি ভেঙে দরজা খুলে গেল।

    দেখলাম ঘরের মধ্যে মৃদুল নন্দী, খুব অবাক হয়ে তাকিয়ে আছে।
  • Bratin | 117.194.101.183 | ১৭ অক্টোবর ২০১১ ২১:২০493570
  • অভ্যু:-))

    এই মৃদুল ব্যাপক দাবা খেলতো!!

    আর আমাদের RS হোস্টেলের জয়দেব দা। তবলা বাজাতো। কিন্তু চাপ হলে এর অদ্ভুত বাতিক। ধরুন রাত সাড়ে বারোটার সময় দিনের কাজ শেষ করে শুতে গেছেন। হাঠাৎ তবলার আওয়াজে চমকে উঠলেন।

    আর সৌ ঘোষ কে নিয়ে কে লিখবে? ও অভ্যু, লেখো না।
  • dukhe | 117.194.245.248 | ১৭ অক্টোবর ২০১১ ২১:৫১493581
  • আমাদের এক বন্ধুর হবি ছিল মৌলিনাথকে ধরে দুমাদ্দুম ক্যালানো ।
    প্রথমদিকে মৌলি একদিন অবাক হয়ে প্রশ্ন করেছিল - এ কী ! এ কী ! মারছ কেন ?
    - কী ! তোকে ক্যালাবো, তার আবার কৈফিয়্‌ৎ দিতে হবে !?! (সজোরে ধুমধুমাধুম)
    বলাই বাহুল্য, তারপর থেকে মৌলি এসব প্রশ্ন করত না ।
  • dukhe | 117.194.245.248 | ১৭ অক্টোবর ২০১১ ২২:০৩493592
  • হস্টেলের বিখ্যাত গায়ক ছিল যশোবন্ত ওরফে যশো । অমন স্বাভাবিক বেসুরো গলা অতি দুর্লভ । তার সঙ্গে গলায় দেখার মত দরদ । যশো হামেশা আবেগভরে গেয়ে উঠত -
    লাল ছাড়ি ময়দান খাড়ি
    কেয়া খুব লড়ি কেয়া খুব লড়ি
    হম দিলসে গ্যয়ে
    হায়
    এই 'হায়' টা কোনক্কালে লিখে বোঝানো যাবে না ।
    এক সকালে দোতলার বারান্দায় যশো 'পেয়ার দিওয়ানা হোতা হ্যায়' গাইছে, আর জ্যোতির্ময় তিনতলায় দাঁড়িয়ে অবাক হয়ে ভাবছে এত জোরে ধনধান্যপুষ্পভরা গাইছে কে ।
    তো যশোর গানের একটা ফ্যান ক্লাব ছিল । যশৈ উদ্যোগী হয়ে চালু করেছিল । তাতে কোন এϾট্র ফি নেই, এক্সিট ফি আছে, আর বাই ডিফল্ট সবাই মেম্বার । ফ্যান ক্লাবের সদস্যদের যশো মাঝে মাঝেই পাকড়াও করে গান শোনাত ।
    একবার সারারাত্রি ভাটিয়ে যশো বলল - ছেলেপুলে এত বেলা অবধি ঘুমোয়, এ তো ভালো কথা না । চল, ভোর ভোড় তুলে দিই গে ।
    শীতকালের ভোর সাড়ে চারটে নাগাদ চাদর জড়িয়ে যশো বেরোল । বগার ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে গান ধরল - তুমি নির্মল কর মঙ্গল করে -
    ভেতরে মহিষাসুরের চেহারা নিয়ে বগা রেগে গরগর করছে, আর বাইরে যশো অপাপবিদ্ধ বিস্ময়ে প্রশ্ন করছে - ভোরবেলা বিনিপয়সায় একটা ভক্তিমূলক গান শোনাচ্ছি, রেগে যাচ্ছিস কেন ?
    সে এক দৃশ্য ।
  • Abhyu | 128.192.7.122 | ১৭ অক্টোবর ২০১১ ২৩:৪৮493603
  • মৌলিদা খুব ভালো ভালো স্বপ্ন দেখতো।

    মৃদুল আর দীপাঞ্জন একদিন রাত তিনটের সময় ফার্স্ট ইয়ারের একটা নতুন ছেলেকে ঘুম থেকে তুলে গান শুনিয়েছিল - তোমায় গান শোনাব তাইতো আমায় জাগিয়ে রাখো।
  • dukhe | 117.194.244.132 | ১৭ অক্টোবর ২০১১ ২৩:৫০493615
  • এম টেকের নিরাপদ মেসের ম্যানেজার হয়ে ঘোষণা করেছিল - ভ্যারাইটি খাওয়াব ।
    দু-তিন দিন পরে মেসে গিয়ে দেখা গেল - চালকুমড়োর তরকারি ।

    ক্ষুব্ধ যশোর মন্তব্য - জন্মে শুনিনি ভ্যারাইটির বাংলা চালকুমড়ো !
  • Abhyu | 128.192.7.122 | ১৭ অক্টোবর ২০১১ ২৩:৫৪493626
  • সকালবেলা ব্রেকফাস্ট চিঁড়ে দই। সুদীপ্তদা মিষ্টি দইয়ের বদলে টক দই এনে হাজির করেছে। সবাই রেগে ম্যানেজার রনজয় মিত্রকে ঘুম থেকে তুলল। ম্যানেজার নির্বিকার মুখে বাজার গিয়ে তিন কেজি চিনি এনে সার্ভ করে দিল।
  • Abhyu | 128.192.7.122 | ১৭ অক্টোবর ২০১১ ২৩:৫৭493637
  • জাস্টিন থোলাথ ঠিক করল খাবারের মান বাড়াতে হবে। চালু হল অল্টার্নেটিভ ব্রেকফাস্ট A1 আর A2A2তে ডিম সেদ্ধ পাওয়া যেত। প্রথম দিন প্রথম A2 খেতে গিয়ে দেখা গেল পচা ডিম। এ কি হল? বংশীদার পরিষ্কার উত্তর - আমি কি করব? আমি কি ডিমের মধ্যে ঢুকে দেখব নাকি?
  • maximin | 59.93.217.128 | ১৭ অক্টোবর ২০১১ ২৩:৫৮493648
  • ব্রতীনবাবু আপনার 'গল্প' টা যে নিজের সার্কলের লোকেদের জন্যেই ছিল সেটা পরে বুঝেছিলাম।
    তবে কি জানেন? Bayes যে একজন লোকের নাম আর minimaxestimator যে সেই নামের সঙ্গে যুক্ত সেকথাটা গুগলে Bayes + minimax সার্চ দিয়েও জানা যায়। আমি আপনার অচেনা, তাই বলে এতটাও আন্ডারেস্টিমেট করা ঠিক না।
  • Abhyu | 128.192.7.122 | ১৮ অক্টোবর ২০১১ ০০:০১493659
  • কপি পেস্ট

    ======================
    Name:ajaMail:Country:

    IPAddress:71.106.244.161Date:01Jun2008 -- 01:13AM

    আইএসআই-এর একটা গল্প। হোসটেলের সামনের পুকুরে একটি ছেলে ডুবে মারা যায়। তখন কিছুদিন ঐ পুকুরে স্নান করা নিষেধ ছিল।

    নিষেধাজ্ঞা জারী হবার পরের সপ্তাহে ছাত্রদের দেওয়াল পত্রিকায় স্থানীয় সংবাদ কলামে খবর বেরোল - কলমোগরভ সোয়াম ইন দি আইএসআই পন্ড অ্যান্ড বিকেম এ গ্রেট ম্যাথমেটিসিয়ান। ফ্রম দেন অন আইএসআই অথরিটি বারড স্টুডেন্টস ফ্রম সুইমিং ইন দ্যাট পন্ড।

    সেটি পড়ে জেকেজি (তখনকার ডিরেক্টর, সর্বজনশ্রদ্ধেয় মানুষ ও গবেষক) আমাকে খুব দু:খু দু:খু মুখ করে জিজ্ঞেস করেছিলেন - তোমরা কি কখনো নিজেদের ভালো বুঝবেনা!

    নন-স্ট্যাটিসটিসিয়ানদের জন্য পাদটীকা - স্ট্যাটিসটিকসের লোকেরা স্ট্যাটিসটিকসকে সায়েন্স আর অংককে আর্টস বলে গন্য করে।

    Name:agantukMail:Country:

    IPAddress:128.48.203.91Date:02Jun2008 -- 11:59PM

    কলমোগরভের কথায় মনে পড়ল, সুমন মজুমদার গেছে ছাত্রি পড়াতে সাথে নিয়ে গেছে নিধানকে। তা সুমন পড়াচ্ছে, আর নিধান ছাত্রির ঠাকুমার সাথে আড্ডা মারছে। তা উনি বলছেন, জানো তো, আমরা এখানে অনেকদিন আছি, সেই যে কলমোগরভ এলেন, আম্রকুঞ্জে ওনাকে সম্বর্ধনা দেওয়া হল, প্রোফেসর (মানে পিসিএম) কলমোগরভের স্ত্রীকে একটা সাড়ী দিলেন ... এই অবধি শুনে নিধান অম্লান বদনে ফুট কেটেছে, তা তো বটেই, কলমোগরভকে সাড়ী দিলে তো আর ভলো দেখাতো না!

    Name:ajaMail:Country:

    IPAddress:207.47.98.129Date:03Jun2008 -- 03:16AM

    কোন নিধান? কেস ওয়েস্টার্নে পড়ায়?

    কলমোগরভ যখন হল তখন আর এ ফিসারের একটা গল্পও হোক। এটি অপূর্বদার মুখে শোনা। আইএসআই-এর ছাত্রদের অপূর্বদার পরিচয় দিতে হবে না, আর অন্যদের পরিচয় দিলেও বোঝানো যাবে না।

    ফিসার সাহেব তখন স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার কনট্রোভার্সির সেই বিখ্যাত পেপারগুলো লিখছেন। পিসিএম নেমন্তন্ন করে ফিসারকে আইএসআই-এ ধরে এনেছেন। পুকুর দেখে ফিসার-এর মাছ ধরার শখ হল। পিসিএম অপূর্বদাকে হুকুম দিলেন ছিপ চার যোগাড় করার। অপূর্বদার সরঞ্জাম নিয়ে সারাদিন পুকুরপাড়ে কাটিয়ে সন্ধেবেলা ফিসার ফিরলেন - ঠোঁটে পাইপ আর হাতে ঠিক ছ'ইঞ্চি একটি চারাপোনা ঝুলিয়ে। রানী মহলানবীশ ফিসারসাহেবকে জিজ্ঞেস করলেন ঐ চারাপোনাটি নিয়ে কি করা হবে। অম্লানবদনে ফিসার উত্তর দিলেন ঐটি দিয়ে আইএসআই-এর সব ছাত্র ও কর্মীদের ভোজ খাওয়ানো হোক।

    ভাগ্যে সে ছিল জুন মাস। তাই রানী মহলানবীশ পিসিএমের জন্মদিন পালনের অজুহাতে সবাইকে খাইয়ে ফিসারকে খবর দিলেন আইএসআই-এর সবাই তাঁর ধরা চারাপোনা খেয়ে ধন্য-ধন্য করেছে। সেই থেকেই নাকি পিসিএমের জন্মদিনে সবাইকে খাওয়ানোর যে প্রথা আইএসআই-তে চালু আছে, সেটি শুরু।

    Name:shrabaniMail:Country:

    IPAddress:124.30.233.101Date:03Jun2008 -- 11:30AM

    (ক্রমশ:)

    Name:AbhyuMail:Country:

    IPAddress:71.59.3.22Date:03Jun2008 -- 09:39PM

    একটু পিছিয়ে পড়েছিলাম !

    Bozo , ওটা বোধ হয় উপসর্গ হবে! আর এই অর্ণব কি সেই যাকে আমি চিনি ( HS -ও পড়েছিল)?

    আগন্তুক, ইনি নিধান চৌধুরী?

    ISI -এর অপূর্বদার গল্প - আমাদের ব্যাচে মৃদূল নন্দী বলে এক জন পড়ত। ভালো ছেলে, প্রাইজ মানি পেয়েছে। আমাকে ধরল রসিদের জন্যে, রসিদ ছাড়া টাকা দেবে না। নানা রকম বইএর মধ্যে একটা বই ছিল - রাণী চন্দের "আমার মায়ের বাপের বাড়ী'। ক্লাস টীচার টি যে রাও, সুতরাং কোনো চিন্তা নেই।

    কিন্তু চিন্তার কারণ দেখা দিল কিছুদিন পর কারণ টি যে রাও ওটি ডীনকে সাবমিট করে মতামত চেয়েছেন। কপালজোরে ডীন হলেন পি এস এস এন ভি পি রাও, সুতরাং তিনিও বাংলা জানেন না, অতয়েব অপূর্বদা ভরসা। মৃদুলের ডাক পড়ল।

    আমিই গেলাম। অপূর্বদা বললেন এ সব কি হচ্ছে - আমার মায়ের বাপের বাড়ী - বই হল? আমি বললাম, সে কি? এতো খুব নাম করা বই। রানী চন্দের লেখা। উনি রবীন্দ্রনাথের সঙ্গে থেকেছেন - কত বই লিখেছেন সেই নিয়ে - মহলানবীশের কত কথা আছে। ISI এর লোক - রাণী - ইয়ে - কথা জানেন না?

    "হ্যাঁ হ্যাঁ - রানী মহালানবীশ - কে না জানে?"

    টাকা অ্যাপ্রূভ হয়ে গেল। চন্দ আর মহালানবীশ এক লোক কি না সেই প্রশ্ন ঊহ্য রইল !

    Name:ajaMail:Country:

    IPAddress:207.47.98.129Date:03Jun2008 -- 10:06PM

    আইএসআই-তে প্রথা আছে, কোন বিখ্যাত গবেষক এলে একটি গাছ লাগিয়ে যান। সেই গাছের গায়ে তাঁর নাম লেখা ফলক ঝোলে।

    আমাদের সময়ে কিছু দিনের জন্য ডীন হয়েছিলেন এস বি রাও। কড়া মানুষ। আর মাঝে মাঝে না বুঝেও কিছু সিদ্ধান্ত নিতেন। মোটের উপর উনি ছাত্র মহলে একটু অপ্রিয় হয়েছিলেন। মেন বিল্ডিং থেকে এসকিউসি বাড়ীতে যাবার পথের ধারে একটি সুন্দর চীনে বাঁশের কুঞ্জ ছিল। একদিন সকালে দেখি এস বি রাও ঐ বাঁশ ঝাড়ের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছেন। বাঁশের গায়ে লটকানো কাগজে লেখা ' S.B.Rao '।

  • dukhe | 117.194.244.132 | ১৮ অক্টোবর ২০১১ ০০:১৩493681
  • অভ্যুর পোস্ত পড়ে বকার ডায়রি মনে পড়ল । লিখি দু-একটা । সব তো কনটেক্সট ছাড়া বোঝা যাবে না ।

    বকার ডায়রি
    -------



    ম্যানেজার হয়েছি । জলখাবারে পাঁউরুটি কলা ছিল । বগা টাকা দিল । বুদ্ধি করে কাঁচকলা এনেছি । বগা রেগে গেল । বলল - তুই খাবি । কী মজা । সবগুলো আমার ।



    আজ ফুটবল খেললাম । নিতাইয়ের হাত, বগার কোমর, ডালমিয়ার হাঁটু ভেঙেছি । একটাও সেমসাইড করিনি ।



    থার্ড সেম চলছে । অনেকদিন পর ক্লাসে গেলাম । লাঞ্চের আগে প্রোব্যাবিলিটি । ইভেন্ট কী জিজ্ঞেস করলাম । অলোক দু:খ পেলেন । সময়ের আগে ছেড়ে দিলেন ।



    সব্ধ্যেবেলা বারান্দায় পায়চারি করছিলাম । দেখি চিরুটা বসে বসে কীসব লিখছে । জিজ্ঞেস করলাম - কী লিখছিস ? বলল - বকার ডায়রি । চিরুটা কী সুন্দর লেখে । আমি কেন পারি না !
  • Abhyu | 128.192.7.122 | ১৮ অক্টোবর ২০১১ ০০:১৬493692
  • আর পয়সা না পেলে সমীক্ষা না খোলার গল্পটা?
  • Abhyu | 128.192.7.122 | ১৮ অক্টোবর ২০১১ ০০:২১493703
  • দেবপ্রিয় সেনগুপ্ত প্রথম ক্লাস টেস্টের খাতা ফেরত দেবেন - জিগ্গেশ করলেন - রোল ৮ আর ১৫ কে কে?
    -অনির্বাণ রায় আর অনির্বাণ কোঙার।
    - (দীর্ঘশ্বাস ছেড়ে) নামটাও এক?
  • Abhyu | 128.192.7.122 | ১৮ অক্টোবর ২০১১ ০০:২৫493714
  • কে কে রায় ক্যাপচার-রিক্যাপচার এক্সপেরিমেন্ট পড়াচ্ছেন -
    go to a forsest, catch some tigers, mark them.
  • maximin | 59.93.217.128 | ১৮ অক্টোবর ২০১১ ০০:৩১493726
  • ব্রতীনবাবু, আপনার গল্পের উত্তরে আমি বলেছিলাম 'EquallyignorantaboutBayes. '
    Thewordsdidnotringabellinyourinyourears. এবারে আমার কিন্তু মনের হতে পারে Bayesianequalignorance এর কথা আপনি শোনেনই নি কোনও দিন। নইলে নিশ্চয়ই বুঝতেন যে Bayes যে লোকের নাম, সেটা অন্তত আমি জানি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন