এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • dc | 2402:e280:2141:1e8:3479:e05a:c261:5bbe | ২৯ আগস্ট ২০২৪ ১৩:০৭536938
  • "যদি সত্যিই আন্দোলন করতে হয়, তবে তা শুরু হোক ঘর থেকে, শুরু হোক স্কুল থেকে। পথে বেরোনোর সাথে সাথেই আওয়াজ উঠুক সমস্ত পিতৃতান্ত্রিক ভাবনার বিরুদ্ধে"
     
    এই লেখাটার সাথে এক্কেবারে একমত। সারা দেশে রোজ নানান ঘটনা ঘটে চলেছে, যেগুলোর বোধায় ৯৯% কেসে মেয়েরা নানাভাবে হ্যারসড হচ্ছেন। কাজেই প্যাট্রিয়ার্কির বিরুদ্ধে ঘরে বাইরে সমস্ত লেভেলে প্রতিবাদ শুরু হওয়া উচিত। 
     
    বিটিডাব্লু, কেরলে আবার মিটু মুভমেন্ট শুরু হয়েছে। এটা কয়েকদিন ধরে ফলো করছি, এই যে প্রতিবাদ হচ্ছে সেটাও ভালো ব্যাপার। 
  • m | 2001:67c:6ec:203:192:42:116:183 | ২৯ আগস্ট ২০২৪ ১৩:১৭536939
  • সবকিছুতেই যাতে পুরুষের অবয়ব মাথায় আসে তাই শিক্ষিকা লেখিকা অভিনেত্রী জাতীয় শব্দ সুচতুর ভাবে সরিয়ে দেওয়া হচ্ছে।
  • Jhuma Samadder | ২৯ আগস্ট ২০২৪ ১৩:২৪536940
  • একদম ঠিক। শব্দ যত স্পষ্ট হবে, তার অর্থও তত নির্দিষ্ট হবে। জেন্ডার বায়াসনেস সরানোর নামে আরও সঙ্কীর্ণ করে তোলার চেষ্টা চলছে।
  • nb | 2405:8100:8000:5ca1::134:6df1 | ২৯ আগস্ট ২০২৪ ১৩:৩৩536942
  • শাসকপক্ষ এটাকে একটা সিম্পল রেপ অ্যান্ড মার্ডারে দাঁড় করাতে চাইছে। যাতে পিছনের দুর্নীতিচক্র সামনে না আসে। সারা দেশের অন্যান্য রেপ অ্যান্ড মার্ডার কেস তুলে এনে দেখাচ্ছেন এরকম তো কতই হয়। সরলমনা লেখিকাও সেই ফাঁদেই পা দিয়েছেন।
    আমরা বড়ই ভোলাভালা।
  • Jhuma Samadder | ২৯ আগস্ট ২০২৪ ১৩:৪০536943
  • 'উই ওয়ান্ট জাস্টিস'-এ কি দুর্নীতির জবাব পাবেন? পেলে ভালো।
  • বিশ্বমানব | 141.0.9.16 | ২৯ আগস্ট ২০২৪ ১৩:৫৫536944
  • এটা সারা বিশ্বজুড়ে চলছে ; সম্প্রতি ইরাকের পার্লামেন্ট আইন করে ও দেশে নবছর বয়সে মেয়েদের বিয়ে বৈধ করলো | আফগানিস্তানে মেয়েদের পুরুষসঙ্গী ছাড়া বাইরে বেরনো নিষিদ্ধ তো হল‌ই , সাথে উচ্চকন্ঠে পড়াশোনা করা , গান গাওয়া নিষিদ্ধ হল - পুরুষদের কামোত্তেজনা বাড়তে পারে এই আশঙ্কায় |
  • Ranjan Roy | ২৯ আগস্ট ২০২৪ ১৪:২৪536945
  • "'চাষী', 'শ্রমিক' সব পুরুষের অবয়ব মনে করায়। সেলাইফোঁড়াই, রান্নাবাড়া যখন অর্থ আমদানি করে না, তখন তা 'মেয়েমানুষের কাজ'। অর্থ এলেই 'দর্জি', 'বামুনঠাকুর', 'ক্যাটারিং সার্ভার' পুরুষ মানুষ হয়ে যান। "
    --একদম সঠিক বক্তব্য।
     
     
  • অরিত্র | 103.77.139.33 | ২৯ আগস্ট ২০২৪ ১৬:১০536948
  • এই আন্দোলন একটা শিক্ষা। এই যে আপনি বললেন এইভাবে প্রস্তুতি ছাড়া কিছু হয় না, কিছুটা তো ঠিক। কিন্তু সেটা বোঝার জন্যে, উপলব্ধি করার জন্যে, বাস্তবে বিষয়টার সম্মুখীন হতে হয়। আমরা হেসে খেলে পিৎসা খেয়ে বেড়াচ্ছিলাম এই ভেবে যে বেশ ভালই আছি, এই ঘটনায় বুঝলাম যে আসলে আমাদের হাতে কিছুই নেই, যদি সমস্যায় পড়ি অন্যায়ের শিকার হই আপত্তি হয়, যাকে কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষায় বলি "এরর পাথ" এ পড়া, তাহলে কেউ শোনার গা করার পাত্তা দেওয়ার নেই, আমাদের কোনো ক্ষমতাই নেই। অথচ গণতন্ত্র! তো এইটা এখন অনেকেই শিখল। শিখতে শিখতে পথ বের হবে। কিন্তু কোথাও তো শেখাটা শুরু করতে হয়। এই আন্দোলন একটা শেখার শুরু ধরতে পারেন।
  • t | 2405:8100:8000:5ca1::264:580c | ২৯ আগস্ট ২০২৪ ১৬:১৩536949
  • এই কেসটাকে পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে ঢুকিয়ে দেওয়া গেলে প্রশাসন হাঁফ ছেড়ে বাঁচে। হ্যাঁ বেশ তো, লড়াই করো। সমাজ বদলাও। স্কুলে বদলাও। ঘরে বদলাও। তারপর সেই ভবিষ্যৎ যুগে দেখা যাবে খন। এখন যাও সবে নিজ নিজ কাজে।
  • অরিত্র | 103.77.139.33 | ২৯ আগস্ট ২০২৪ ১৬:১৩536950
  • * এমনি আপনি যতই বলুন বোঝান প্রবন্ধ লিখুন এমনকি সহজপাচ্য ভ্লগ তৈরি করে দিন, মানুষ মূলত থেকেই শেখে।
  • অরিত্র | 103.77.139.33 | ২৯ আগস্ট ২০২৪ ১৬:১৮536951
  • টি ১৬:১৩ এর সঙ্গেও একমত। আকাশের দিকে তাকিয়ে প্রতিবাদ করো, প্রশাসন খুশি। তবে একটা বৃহত্তর সামাজিক সমস্যার তো আছেই, যেটা পুরুষতন্ত্র, সেটার সমাধানও সমান গুরুত্বপূর্ণ। যারা রাজনীতি অতটা ফলো করেন না তারা মূলত সেইদিক থেকে উপলব্ধি করছেন। শুধু তাদের সৎ চেতনাকে শাসক ও সঙ্গপাঙ্গোরা ব্যবহার করে ফেলতে চায়, সেটাও একটা বাস্তব।
  • Jhuma Samadder | ২৯ আগস্ট ২০২৪ ১৬:৪৭536952
  • t, 
    আপনি কি কেবল আরজিকরেরই বিচার চান?  আর কোনো ঘটনার নয়? কেন? এই বিশেষ ঘটনাটায় খানিকটা গ্ল্যমার আছে বলে? ফারুকাবাদে নেই বলে?
    যদি শুধু এ ঘটনার বিচার হলেই আপনি খুশী হন, তাহলে ঠিক আছে। নিজের সহনাগরিকের কাছ থেকে রাত দখল করে নিন। রাস্তায় বেরোন। মিছিল করুন। আর যদি এইরকম ঘটনার শেকড় উপড়াতে চান, তাহলে মাথা ঠাণ্ডা হলে ভেবে দেখবেন, এ ছাড়া উপায় নেই। সরকারকে খুশী করার দায় আমার নেই।
  • লিন | 176.97.114.202 | ২৯ আগস্ট ২০২৪ ১৭:০৯536953
  • স্বাস্থ্যব্যবস্হার অস্বাস্থ্যের শেকড় উপড়োতে পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়ুন। হুইসলব্লোয়ারের হত্যা আটকাতে পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়ুন। গ্লোবাল ওয়ার্মিং আটকাতে পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়ুন। লড়ে যান।
  • Jhuma Samadder | ২৯ আগস্ট ২০২৪ ১৭:২৭536956
  • বাঃ! 'উই ওয়ান্ট জাস্টিস' ফর স্বাস্থ্যব্যবস্থার অস্বাস্থ্য। 'উই ওয়ান্ট জাস্টিস' ফর হুইসলব্লোয়ার হত্যা। 'উই ওয়ান্ট জাস্টিস' ফর গ্লোবাল ওয়ার্মিং। বাট 'উই ডোন্ট ওয়ান্ট জাস্টিস' ফর এনি ডিসরেসপেক্রেট ফর ওম্যান,  রেপ এ্যান্ড মার্ডার। গুড।
  • :) | 2405:8100:8000:5ca1::56:cca4 | ২৯ আগস্ট ২০২৪ ১৮:২৮536960
  • জাস্টিস ফর আরজিকর মানে ঘর স্কুল সব বদলাও। সমাজ পরিবর্তন করো। একান্তই বাঁচানো না গেলে একটি লোন উলফকে বলি চড়াও। কিন্তু আড়ালের লোকদের আড়ালেই রাখো। শেকড় ধরে টান দিও না। সরকারকে পুলিশকে চোখের মণির মত আগলে রাখো।
    অবশ্য গুরুর সম্পাদকও তো এই লাইনই নিয়েছেন। ঠিকই আছে।
  • a | 2a00:1b88:4::4 | ২৯ আগস্ট ২০২৪ ১৮:৪৭536961
  • ভাল লেখা। এই প্রস্তাব দিয়ে ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে ও মানুষকে পথ থেকে ঘরে ফিরে যেতে বলা হোক।
  • NRO | 165.124.84.35 | ২৯ আগস্ট ২০২৪ ১৯:৪৪536962
  • সামনেই পুজো আসছে , শীঘ্রই পুজোর বাজার কেনাকাটা শুরু হবে তখন আর এসব আন্দোলন মিছিল মিটিং কে করতে থাকবে? আমার মনে হয় এই আন্দোলনের ভবিষ্যৎ একেবারে বাঙলাদেশের ভবিষ্যতের মত - এককথায় 'Deadend'.
     
    তবে women's lib movement is inexorable - it will keep moving forward slowly but steadily, irrespective of any particular agitation. 
  • রঞ্জন | 2001:999:70c:2083:b150:d5cc:19d4:e624 | ২৯ আগস্ট ২০২৪ ১৯:৫৭536963
  • এজেন্ডা ঠিক কী?
    নির্মম  পাশবিক হত্যার তদন্ত এবং এই দোষী দের শাস্তি চাই।  হাসপাতালের এই অবস্থার জন্য যারা দায়ী তাদের শাস্তি চাই। 
    সেটা বর্তমান প্রশাসনের থেকে পাওয়া संदिग्ध।  তাই দাবি তুলছি--জাস্টিস চাই ।
    রাতের রাস্তা দখল তো শুধু এইটুকু তে থেমে নেই,  তাহলে দিনে দখল করলেই হয়। 
     
    যা বুঝেছি  সেটা এই মেসেজ দেয়ার জন্য যে এই ধর্ষণ এবং হত্যা আটকাতে পুরুষদের ক্ষমতার বিরুদ্ধে মেয়েদের गरजे ওঠা। No means no .
     
    আর যদি এই সুযোগে বর্তমান সরকার বদলানো এজেন্ডা হয় তাহলে বলবো বাংলাদেশের so called ছাত্র আন্দোলনের অক্ষম নকল না করে এখন থেকে জনমত গড়ে তোলা হোক,  ইস্যু ভিত্তিক আন্দোলন হোক,  যাতে দুবছর পরে নির্বাচনে বদলে দেয়া যায়. 
     
    2 জাস্টিস কে দেবে?
    सीबीआई এখন ওই ঘৃণ্য ঘটনার  এবং corruption এর তদন্ত করে এগোচ্ছে. 
    আর আজকের উন্নত forensic সায়েন্স এর যুগে প্রমাণ সহজে মুছে ফেলা যায় না. 
    বিকাশ বলছেন প্রমাণ আছে.
    Body র  pm রিপোর্ট सुप्रीम कोर्ट এবং CBI পেয়ে গেছে. 
    3 এই ধরণের অপরাধ কি সরকার স্পেসিফিক?
    তাহলে এ মাসেই উত্তর ভারতে जन्माष्टमी দেখতে আসা দুই কিশোরীর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কী করে?
    পশ্চিম ভারতে দুই স্কুল ছাত্রীর ধর্ষণ হয়  কী  করে?
    সর্বত্র common ভিলেন একজনই-- पितृसत्तात्मक ভাবনা.  এর বিরুদ্ধে লড়াই রোজ ঘর পরিস্কার করার মত ব্যাপার. 
    আজও আমাদের দেশে marital রেপ এর ধারণা স্বীকৃতি পায় নি. 
    4 लालसr শিকার মেয়েটি whistle blower ছিল? আপনি sure? কবে বাজিয়ে ছিল? কার বিরুদ্ধে?
    সেদিন duty করে ক্লান্ত মেয়েটি শুতে গেছিল.  কাউকে মেসেজ করেছিল কি? ওর ফোন পাওয়া গেছে?
    বাবা মা এটা নিয়ে কোন বিবৃতি দিয়েছেন?
     
    আমি জানি না । জানতে চাই. 
     
  • PM | 2001:67c:6ec:203:192:42:116:198 | ২৯ আগস্ট ২০২৪ ২১:০২536965
  • ঘাবড়াবেন না। বাংলাদেশ মডেলে গণভবন দখল হবে না। বিজেপি চাইলেও ইন্ডি জোট আটকে দেবে। আন্দোলনকে চুড়ি পরার কথা বলা উচিত কি না সেদিকে ঘুরিয়ে দেবে। শেষমেষ গাড়িকে পুরুষতন্ত্র সে আজাদিতে ঢুকিয়ে পুজোর বাজারে বেরোবে।
  • অভিজিৎ চট্টোপাধ্যায় | 103.18.170.154 | ২৯ আগস্ট ২০২৪ ২৩:৫৯536968
  • সঠিক বিশ্লেষণ। তবে আরও কিছু ভাবার আছে। প্রথম কথা এই অমানবিক নির্যাতনের ও হত্যার শিকার একজন মহিলা চিকিৎসক না হয়ে একজন চতুর্থ শ্রেণীর মহিলা কর্মচারী হলে এবং আমাদের দেশে যেমনটি হয় তেমন ভাবে সেই ঘটনার তদন্ত হতো তবে কি এইরকম আন্দোলন হতো? আমার অভিজ্ঞতা বলে হতো না। আজকের রুষ্ট জনতা তাকে একটি 'বিচ্ছিন্ন ঘটনা' বলে এড়িয়ে যেতো। আর জি করের পর সারা ভারতবর্ষে প্রায় আরো পনেরোটি ধর্ষণ এবং কোথাও কোথাও তজ্জনিত হত্যার ঘটনা ঘটেছে। তার মধ্যে দুটি ক্ষেত্রে জড়িত দুই চিকিৎসক। একটি বা দুটি জায়গায় ছাড়া কোথাও তার নিয়ে কেউ প্রতিবাদ জানিয়েছে বলে শুনিনি। আজ প্রথম একটি আন্দোলনে হাথরস থেকে কামদুনি, উন্নাও থেকে আর জি কর উল্লিখিত হয়েছে দেখলাম। এখন এই আন্দোলন কিছুটা হলেও সঠিক পথে এগোচ্ছে। তবে বিলকিস বানুর কথা ভুলে গেলে চলবে কেন? সেই ঘটনা তো আরও পাশবিক আরও নারকীয় ছিল! তাতে দণ্ডপ্রাপ্ত কয়েদীদের নিয়ে অতি সম্প্রতি যে প্রহসন হলো, তার জন্য দায়ী প্রশাসক ও বিচারকদের শাস্তির দাবী তোলা কি উচিৎ নয়? নির্ভয়াকেও ভুলে গেলে চলবে কি? উত্তরপ্রদেশের সাম্প্রতিকতম ঘটনায় দুটি মেয়ের মৃত্যু পুলিস আত্মহত্যা বলে জানাচ্ছে। দুজনের ওড়না একসাথে বেঁধে একই সঙ্গে ঝুলে পড়া আত্মহত্যার কথা কেউ কখনও শুনেছে কি? আসলে কথা হলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুণ ধরে গেছে। এই যে পুরুষেরা আজ রাস্তায় নেমে গলা ফাটাচ্ছে, তারা সবাই কি ধোওয়া তুলসী পাতা? আর তৃতীয় দিন থেকেই আন্দোলনের অভিমুখ সুকৌশলে ঘুরিয়ে দেওয়ার কাজ চলছিল। তাং না হলে কলকাতার একটি ঘটনা সারা পৃথিবীতে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদের আয়োজন হয় কি করে? এর জন্য প্রয়োজন প্রভূত অর্থবল ও জনবল। সেটা কাদের আছে? প্রশ্নটা তো সহজ আর উত্তরও তো জানা। এখন কিন্তু অসাধু শক্তি যদি এই আন্দোলনের থেকে সুবিধা পেয়ে যায় সেটা খুব দুঃখজনক হবে এবং পরে ভীতিজনকও হয়ে দাঁড়াতে পারে। আশা করি আন্দোলনকারীরা সেইদিকে প্রখর দৃষ্টি রাখবে যদিও মনে হচ্ছে দেরী হয়েই গেছে। 
    আমি এই প্রতিবেদনটি ও আমার মন্তব্য সমাজ মাধ্যমে অন্যত্র প্রকাশের অনুমতি প্রার্থনা করছি।
  • রঞ্জন | 2001:999:70c:2083:b150:d5cc:19d4:e624 | ৩০ আগস্ট ২০২৪ ০০:২৮536969
  • অভিজিৎ, 
    আপনার প্রতিটি অক্ষরের সঙ্গে সহমত. 
  • . | ৩০ আগস্ট ২০২৪ ০১:০৩536972
  • অভিজিৎ চট্টোপাধ্যায় | 103.18.170.154 | ২৯ আগস্ট ২০২৪ ২৩:৫৯
     
    সহমত
  • স্বাতী রায় | 117.194.35.20 | ৩০ আগস্ট ২০২৪ ০১:২৮536973
  • অভিজিৎ , খুবই সহমত।  আমাদের প্রতিবাদ চিরকালই ক্লাস ও অন্যান্য পরিচিতি দেখে।  আর হ্যাঁ প্রথম থেকেই যেভাবে গ্রুপে গ্রুপে গুজব ফীড করা হয়েছে তাতে প্রথম দফায় সব বিরোধী থাকলেও সামান্য পরেই একটি দল অনেক অ্যাডভান্টেজ পেয়েছে। দুর্নীতি দূর হবে আশা করিনি। কারণ যারা চাইছে তাদের মধ্যে দুর্নীতি কাকে বলে সেই প্রশ্নে কোনও দুজন একমত হবে না। আর সেই বেস লাইনেই যখন মিল নেই,তখন হাতে রইল কাঁচকলা।

    তবে আমি ভেবেছিলাম অন্তত মেয়েদের সমাজের অবস্থান নিয়ে কিঞ্চিৎ আলোচনা হবে অন্তত এই সুযোগে, একটু অবস্থা ভাল হবে। রাত দখলের ফলে মেয়েদের নিজেদের অন্তত একটু সচেতনতা বাড়বে। কিন্তু সব দেখে টেখে আমার ধারণা হয়েছে বড্ড ওয়েল মিনিং পুরুষেরা সেটুকুও হতে দিলেন না। সব্বাই এত মেয়েদের ভাল চায় দেখে একটু ভয় ভয়ই করছে। এত ভাল আমরা রাখব কোথায় ! আর মেয়েদের অবস্থার থেকে দুর্নীতি অবশ্যই অনেক অনেক বড় ব্যাপার! অধিকাংশ মেয়েও এটাই ভাবেন। কাজেই ..

     আর দুর্নীতি দূর হবে শুধু সন্দীপ ঘোষ সহ আর যারা যারা জড়িত তাদের কঠিনতম শাস্তি দিয়েই?  আচ্ছা এই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার অফিসে ফিস্কাল অডিট বা প্রসেস অডিট এর কোন  ব্যবস্থা নেই। ২০২১ সালের পরে কোন অডিট রিপোর্ট পাবলিক ডোমেনে নেই কেন? বছর বছর থাকার কথা তো! বিরোধীরা কি কোনদিন বিধানসভায় প্রশ্ন তুলেছেন? এই নিয়ে সোরগোল করেছেন? আমার জানা নেই। তাহলেই হয়তো আজ মেয়েটিকে মরতে হত না। সরকারের অপদার্থতা ও চুরি দুয়েরই কোন সীমা পরিসীমা নেই, কিন্তু এই বিরোধীরা যাদের সরকারের কাজের কোন ত্রুটি পেলে চেপে ধরার কথা, তারা যখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায়, তখন কি ধরে নেওয়া যায় না যে তারাও সরকারে গেলে সমান অপদার্থ হবেন ? আর আজকে সন্দীপ ঘোষ ও আরও কয়েকজনের শাস্তি হোক, হওয়াই  উচিত  কিন্তু তার পরেও কেউ বাকি থাকবে না? যে সব প্রসেসের লুপ হোল ব্যবহার করে এই দুর্নীতি হল সেগুলো কে বন্ধ করবে? মনে হয় না কেউ-ই করবে। 

    অবশ্য বেসিকালি ধর্ষণ নিয়ে যত কথা শুনছি তার মধ্যে এত বেশি বার মেয়েটীর লজ্জাহরণ টরণ শুনছি যে আদৌ পিতৃতন্ত্রের সাজানো বাগানে কোথাও কোন কোণা টসকেছে বলেও বোধ হচ্ছে না। মনে হচ্ছে দুর্নীতি আর পিতৃতন্ত্র দুইই এ যাত্রায় অটুট রয়ে গেল।  
  • রঞ্জন | 2001:999:70c:2083:b150:d5cc:19d4:e624 | ৩০ আগস্ট ২০২৪ ০৬:০২536975
  • তেতো কিন্তু সত্যি কথা। 
  • Jhuma Samadder | ৩০ আগস্ট ২০২৪ ০৬:১৩536976
  • অভিজিৎ চট্টোপাধ্যায়, স্বাতী রায় খুব খুব ঠিক কথাগুলি বলেছেন। প্রত্যেকটি শব্দের সঙ্গে একমত।
  • hmm | 2605:6400:30:ea58:51a1:e174:d185:d6f1 | ৩০ আগস্ট ২০২৪ ০৭:৫৬536981
  • খাঁটি কথা। আর পাঁচটা ধর্ষণ খুনে এত হৈচৈ হয় না। কারণ প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয় না। ঘটনাস্থলে দেওয়াল ভেঙে সংস্কার শুরু হয় না। ইস্তফা দিলে অধ্যক্ষকে তড়িঘড়ি পোস্টিং দেওয়া হয় না। পাহাড়প্রমাণ দুর্নীতির গল্প উঠে আসে না। পুলিশের সামনেই মব এসে ভাঙচুর করে না। তেতো সত্যি।
    কত জায়গায় কর্তারা যৌন হেনস্থা করেন, সাক্ষী মালিকের বেলায় হৈচৈ হয় কেন? কত মানুষ উধাও হয়ে যায়, ভিখারি পাসোয়ানকে নিয়ে হৈচৈ হয় কেন? কত লোকের মৃতদেহ রেললাইনের ধারে পাওয়া যায়, রিজওয়ানুরকে নিয়ে হৈচৈ হয় কেন? প্রশাসন সব ধামাচাপা দিতে মরিয়া হয় বলে।
  • cm | 2a0b:f4c2::29 | ৩০ আগস্ট ২০২৪ ০৮:৩৪536983
  • যারা এই ঘটনার পাশাপাশি আরো পাঁচটা ধর্ষণের ঘটনা টেনে এনে হোয়াটঅ্যাবাউটারি করছে, তারা আসলে সেই ঘটনাগুলো নিয়ে ভাবিত নয়। তাদের একমাত্র লক্ষ্য এটার থেকে ফোকাসটা ঘোরানো।
  • স্বাতী রায় | ৩০ আগস্ট ২০২৪ ১০:১৪536984
  • @Hmm আপনি যা যা বলেছেন একদমই সত্যি। 
    কিন্তু এর পরের এরকম হাই প্রোফাইল কেসে আবারও প্রশাসনের ধামা চাপা দেওয়ার সম্ভাবনা এড়াতে কে কোন উপায় ভাবছেন? প্রশাসন এর মাথা পাল্টে দেওয়া গেল না হয়, এমনিতেও আজ পাল্টাবে না হলে এই জনরোষের কিছুটা ধরে রাখতে পারলে পরের নির্বাচনেই পাল্টাবে। কিন্তু যে মেশিনারি ব্যবহার করে প্রশাসন ধামা চাপা দেয় সেই মেশিনারি পাল্টাবে? পুলিশ এর পর থেকে সত্যি কথা বলবে সব ? এই যে শুনছি বাবা মা কে নাকি জোর করে স্থানীয় কাউন্সিলর সব কাগজপত্র সই করিয়ে নিয়েছিলেন, এই কেসে তো তিনি জড়িয়ে নেই এখনো, ক্ষমতাসীন রাজনৈতিক দল পাল্টে অন্য দল হলেই আর কেউ , কোন ছোট মাঝারি বড় নেতা নিজের এলাকার মানুষকে ভয় দেখাবেন না ? থানায় গেলেই পুলিশ এফ আই আর নেবে? উঁচু পদে বসে থাকা সব লোকেরা সাধু যুধিষ্ঠির হয়ে যাবে? আর কোন কলেজে কোন শিক্ষক তার পদকে ব্যবহার করে ছাত্রদের থেকে আন ডিউ  সুবিধা নেবে না?  অন্যের কাজের অন্যায় দেখলেও আর কেউ চোখ বুজে থাকবে না?  পরের পর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে যে বিভিন্ন দপ্তরের আমলা রাজনীতিক সিভিলিয়ান বহুজন এক জোট হয়ে কেউ চোখ বুজে থেকে , কেউ সক্রিয় মদত দিয়ে ঘটনা গুলো ঘটাচ্ছে। অপরাধের বিচার চাই, মাথাদেরও কঠিন শাস্তি চাই, কিন্তু সর্ব স্তরের এই সমস্যার প্রতিকার কী? 
     
    আর যারাই আপনাদের সুরে গাইছেন না তাদের প্রত্যেকের ই ফোকাস ঘুরিয়ে কোন না কোন  ফায়দা আছে? সত্যি? 
     
    আসল কথাটা হল সরকার যার ই হোক, আমাদের বেঁচে থাকতে হবে। আর অনেক ক্ষেত্রেই আমরা এতই তুচ্ছ যে কোন ক্ষেত্রেই সরাসরি রাজ অনুগ্রহ ছাড়াই  বেঁচে থাকি।  কিন্তু প্রত্যেক বার এই রকম একেকটা ঘটনা ঘটে আর উপর থেকে এক দফা করে whitewash করে সেটা ধামা চাপা দেওয়া হয়। মূল সমস্যা সমস্যাই রয়ে যায়। আমাদের যাপন ঘুলিয়েই থাকে। 
  • dc | 2402:e280:2141:1e8:854e:35eb:a0ce:cf35 | ৩০ আগস্ট ২০২৪ ১০:২৩536985
  • অভিজিৎ চট্টোপাধ্যায় আর স্বাতী রায়, দুজনেরই সাথে একমত। এরকম ঘটনা সারা দেশে বারবার ঘটেই চলেছে। সেটা আটকানোর জন্য লং টার্ম আন্দোলন, অ্যাওয়্যারনেস ক্যাম্পেন ইত্যাদি খুব জরুরি। 
     
     
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন