এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮৬৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ২৪ জুন ২০১০ ১৭:১৯455270
  • আর এতেও না হলে ভিডিওদুটো দ্যাখো।
  • aka | 168.26.215.13 | ২৪ জুন ২০১০ ১৭:৪৬455281
  • ১৯৯৮ থেকে ২০০২ অনেক সময়। উইণ্ডোজ ঐ সময়ে ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ পেয়ে গেছে। বাকিটা নেটওয়ার্ক এফেক্ট।

    ১। ১৯৯৮ থেকে ২০০২ একটা সিগনিফিকেন্ট ইউজার গ্রুপ উইণ্ডোজ ব্যবহার করতে শুরু করে। মাইক্রসফট একটা ক্রিটিকাল ইউজার গ্রুপ পেয়ে যায়।

    ২। এর ফলে ডকুমেন্টশেন, ট্রাবল শুটিং মেটিরিয়াল, পাড়ার দোকানে টেকনিশিয়ান ইত্যাদি উইণ্ডোজের জন্যই প্রচূর প্রচূর পাওয়া যেতে শুরু করে।

    ৩। আর ২ নং কারণের জন্য আরও বেশি লোক উইণ্ডোজ কিনতে শুরু করে, আর তারজন্য আরও বেশি ২ নং কারণ হয় .... ফলত উইণ্ডোজ ৯৫% বাকিরা ৫%।

    লিনাক্ষ অনেকটা পড়াশুনোয় ভালো সেইসব ছেলেদের মতন যারা চাকরির বাজারে খুব কিছু করে দেখাতে পারে না। ভালো অ্যাকাডেমিক রেকর্ড কিন্তু নো চাকরি = জবলেস। ওদিকে মাইক্রসফট হল স্মার্ট। এইসব আর কি। শুধু সুডো দিয়ে বাজার চলে না, ভিশন চাই, যেটা মাইক্রসফটের আছে।
  • Samik | 121.242.177.19 | ২৪ জুন ২০১০ ১৮:০০455292
  • অর্পণ থ্যাঙ্কু। আজ দেখব।
  • aka | 168.26.215.13 | ২৪ জুন ২০১০ ১৮:০৪455303
  • টেকনিকালি লিনাক্ষ মেশিনে কায়দা কানুন করার হাজার ঝামেলা।

    এই ধরেন এখন ওরাকল বিজনেস ইন্টেলিজেন্স লোড করতে গিয়ে গত তিন হপ্তা ধরে মোটামুটি প্রো *-নিক্স ইউজাররা ঘেঁটে ঘ হয়ে লক্ষ লক্ষ ইমেল চালাচালি করছে। এতদিনের অভিজ্ঞতায় বলতে পারি জানলা হলে এতদিনে কবে সলভ করে ফেলতাম। এক তো সহজ, দুই প্রচূর ডকুমেন্টশেন মেলে। এখানে ট্রায়াল অ্যাণ্ড এরর করেই যাও, করেই যাও কখনো লেগে যাবে। যে করছে তার টেকনিকাল ইগো বুস্ট করবে কিন্তু মধ্যিখান থেকে মাস দুয়েক বেরিয়ে গেল। আজকের দিনে প্রথম দিকে বেশি দাম দিয়ে জানলা কেনা ভালো না পরে ট্রাবল শুট করতে ১ পার্সন মান্থ লুজ করা ভালো সে জনগণ ভালোই বোঝে।
  • Arijit | 61.95.144.122 | ২৪ জুন ২০১০ ১৮:২৬455314
  • এর সাথে কোয়ালিটির (একে কি কোয়ালিটি বলে না গ্রেড বলে) সম্পক্কো কি? মানে ক্রাইটেরিয়া হল পারফরম্যান্স, সিকিউরিটি, স্টেবিলিটি। আগেই বলেছি ইউজেবিলিটিটা এখন মিথ।

    মানে ব্যাপারটা হল মারুতির চেয়ে বিএমডব্লু ভালো এই নিয়ে কোনো সন্দ আছে কি? হ্যাঁ, ভারতে মারুতির সার্ভিস সেন্টারের সংখ্যা বেশি, কিন্তু তাতে কোয়ালিটি ভালো হল কি?

    টইটা খোলার মূল উদ্দেশ্য হল ভাট থেকে তর্কটা এখানে ঢোকানো। ভাটে যে তর্কটা হয় সেটা এই রকম -

    (১) উইন্ডোজ ভালো কারণ মার্কেট শেয়ার বেশি
    (২) লিনাক্ষ বড্ড কঠিন, দাঁত ভেঙে যায়
    (৩) লিনাক্ষে কিছু করা যায় না কারণ ডকুমেন্টেশন নেই

    দুটো প্রোডাক্টের তুলনা করার সময় যে আরো কিছু ক্রাইটেরিয়া আসে - যেমন প্রথম প্যারায় যেগুলো বলেছি - সেটা কেউ দেখে না। তাই সেই সব দেখেই তর্কটা হোক।
  • Arijit | 61.95.144.122 | ২৪ জুন ২০১০ ১৮:২৭455325
  • আর ইয়ে - তোমার মা-য়ের লিনাক্ষ ব্যাভারের ব্যাপারটা সর্টেড তো?

    ;-)
  • aka | 168.26.215.13 | ২৪ জুন ২০১০ ১৮:৩৩455336
  • না এটা আপেল এবং কমলালেবুর তুলনা। লিনাক্ষ এতই কম ব্যবহার হয় যে তার স্টেবিলিটি, কোয়ালিটি এবং সিকিউরিটি উইণ্ডোজের থেকে বেশি না খারাপ বোঝাই সম্ভব নয়।

    কারণ? হ্যাকারদেরও তো বাজার ধরতে হবে। ঐ ফ্র্যাগমেন্টেড ৫% এর জন্য খেটে কোন লাভই নেই। আর উইণ্ডোজ সিকিউরিটি হোল যত বড় বলে মনে হয়, ততটা ঠিক নয়।

    বাকিটা কোয়ালিটি, স্টেবিলিটি ইত্যাদির জন্য আমার আগের পোস্ট পশ্য। আজ তিন নয় প্রায় চার হপ্তা হতে চলল লড়ালড়ি চলছে তো চলছেই। এই কি কোয়ালিটির মেজার।

    মারুতি আর বিএমডাব্লু আলাদা সেগমেন্টের গল্প। যদি তাই বল, তাহলে লিনাক্ষ আর উইন্ডোজের তুলনাই হয় না। দুই আলাদা সেগমেন্টের গল্প। কে না জানে গিকসরা কালো স্ক্রীনে সবুজ অক্ষরে টাইপ করে নিজেদের ইগো স্যাটিসফাই করতে ভালোবাসে। :))) তাতে ওরাকল বিআই লোড করতে চার হপ্তা বেরিয়ে গেলেও কুছ পরোয়া নেই। ;)
  • aka | 168.26.215.13 | ২৪ জুন ২০১০ ১৮:৩৯455347
  • অজ্জিত একেবারেই সর্টেড নয়। মা ১৯৯৮ সাল থেকে ব্যবহার করে। এখন খামোকা উবুন্টু, ঊবুন্টু, ঋবুন্টু কেন যাবে? মাইক্রসফটের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা না করলে কোন কারণ দেখি না। আর উইণ্ডোজে ঝামেলা হলে পাড়ায় বাবুদা আছে, নইলে হারা আছে এসে সারিয়ে দেয়। লিনাক্ষে ঝামেলা হলে কে সারাবে শুনি? ঘেঁটে দেখতে হবে? হোয়াই?
  • Arijit | 61.95.144.122 | ২৪ জুন ২০১০ ১৮:৪১455358
  • অ। যেগুলোর সাপোর্টে ডেটা নেই সেগুলো বাদ। শুধু মার্কেট শেয়ার আর কমপ্যাটিবল সফটওয়্যার? বেশ। তাইলে টই বন্ধ। উইন্ডোজ স্বর্গ, উইন্ডোজ ধর্ম, উইন্ডোজ ইত্যাদি...
    ;-)
  • Arijit | 61.95.144.122 | ২৪ জুন ২০১০ ১৮:৪৩455370
  • স্টেপগুলো জিগ্গেস করলে, বলে দিলাম। ইনিশিয়াল পয়েন্ট ছিলো হতে পারে না। তো এখন দেখা গেলো হতেই পারে। এবার গোলপোস্ট সরালে কি করে হবে?
  • Arijit | 61.95.144.122 | ২৪ জুন ২০১০ ১৮:৪৬455392
  • আর আমি শুরু থেকেই তো বলছি - এটা কন্ডিশনিং-এর গল্প, আর ইনিশিয়াল অ্যাডভান্টেজের গল্প। প্লাস পিসি/ল্যাপি ব্র্যান্ডের ব্যাকিং। সেগুলো বাদ দিলে উইন্ডোজের আর কিছু পড়ে থাকে কিনা সেটাই কোশ্চেন।
  • Arpan | 216.52.215.232 | ২৪ জুন ২০১০ ১৮:৪৬455381
  • সব ফ্যাক্টরগুলোর ওয়েটেজ এক নয়। এই যেমন আমার কাছে কমপ্যাটিবল সফটওয়্যার, ইজ অফ ইউজ আর কাস্টমার সাপোর্ট এইগুলি সব মিলে ৯৫%। বাকি ৫% নিয়ে মাথা না ঘামালেও চলবে। :)
  • Arijit | 61.95.144.122 | ২৪ জুন ২০১০ ১৮:৫০455403
  • সেগুলো সবের মূল কারণ ওই তিনটে -

    (১) কন্ডিশনিং - সহজপাঠে লেখা আছে: উইন্ডোজ সহজ কারণ ইহা অমুকতমুক, লিনাক্ষ ভয়াবহ কঠিন - ভুলেও কোরো না।

    (২) অনেক আগে দৌড় শুরু করার অ্যাডভান্টেজ। সেই ভিশনের জন্যে বা অ্যাপলের কোড ঝাপার জন্যে (রেফ: পাইরেটস অব দ্য টোয়েন্টিয়েথ সেঞ্চুরি) বিল্লুদাকে আমি কোনো দোষ দিই না।

    (৩) পিসি/ল্যাপি ব্র্যান্ডের ব্যাকিং
  • aka | 168.26.215.13 | ২৪ জুন ২০১০ ১৮:৫১455425
  • উফ আমি চেয়েছি ১৯৯৮ সালের স্টেপ, তুমি কইলে না ২০০২ অবধি ওয়েট করতে হবে। অত ওয়েট করার সময় নাই। ;)

    আর ১৯৯৮ থেকে জানলা ব্যবহার করার পরে লিনাক্ষতে যাবে কেন? কোন যুক্তিগ্রাহ্য কারণ আছে?
  • Arpan | 216.52.215.232 | ২৪ জুন ২০১০ ১৮:৫১455414
  • আর গোলপোস্ট কি অরিজিত সরায় না? ;-)

    আজ অব্দি কোন উইন্ডোজ ইউজার এই গুরুর পাতায় বলেছে কি উইন্ডোজ লিনাক্ষের থেকে গুণগতভাবে ভালো? অথচ অরিজিত সেইদিকেই নিয়ে যাবে তক্কোটাকে।
  • Arpan | 216.52.215.232 | ২৪ জুন ২০১০ ১৮:৫২455436
  • ৪ নং কারণ বাদ গেছে। লিখেই দিই। ;-)

    (৪) জনগণ বিভ্রান্ত। তাদেরকে বোঝানো যাচ্ছে না।
  • Arijit | 61.95.144.122 | ২৪ জুন ২০১০ ১৮:৫৫455447
  • অপ্পন - আমার তো বরং অনেক পোস্ট পড়ে তাইই মনে হয়।

    আজ্জো - হ্যাঁ আছে। বাবা দুটো কারণে গেসলো - এক নং বার তিনেক পোকার উপদ্রব, আর দুই - মাইক্রোসফটের লাইসেন্সের ওয়ার্নিং। আমি প্রথমটা ছাড়াও আরো কিছু কারণে গেছি (পারফরম্যান্স ইত্যাদি) - ১৯৯৪-এর মে মাস থেকে উইন্ডোজ ব্যাভার করার পরেও;-)
  • aka | 168.26.215.13 | ২৪ জুন ২০১০ ১৮:৫৬455458
  • অজ্জিত কোন কন্ডিশনিং নেই। যেকোন টেকনলজি শুধু অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ আর ফাংশানালিটি নয়। খুব খুব গুরুত্বপূর্ণ হল সাপোর্টিং ডকুমেন্টশন, আর কমপ্যাটিবল সফটওয়ার। এই যে আমার প্রোজেক্টের আজ চার সপ্তাহ বেরিয়ে গেল সেকি ওপেন সোর্সের ডেভলপাররা দেবে? আর পয়সাই যখন দেব তখন বেটার কাস্টোমার সার্ভিস যারা দেয় তাদের দেব লিনাক্ষকে কেন?

    শুধুই গিকদের চশমা চোখে দিয়ে পৃথিবী দেখলে পৃথিবীকে অন্যরকম লাগে।
  • aka | 168.26.215.13 | ২৪ জুন ২০১০ ১৮:৫৭455469
  • তোমার বাবা একটাই কারণে শিফট করেছিলেন, ওনার ছেলে তুমি বলে। ;)
  • Arijit | 61.95.144.122 | ২৪ জুন ২০১০ ১৮:৫৮455481
  • এটা একটা সাইক্ল - ১,২,৩। তবে ২ থেকেই বাকি দুটোর শুরু। কন্ডিশনিং না থাকলে কি হতে পারে তার প্রমাণ আগে দেওয়া দুটো ভিডিও। চাইলে ওরকম আরো দিতে পারি।
  • aka | 168.26.215.13 | ২৪ জুন ২০১০ ১৯:০৪455492
  • কি জ্বালা কোন কন্ডিশনিং নয়। মাইক্রসফট যে সময়ে বাজারে ঐ জিনিষ নিয়ে এসেছে তখন কেউই ছিল না। থাকলেও ধরা ছোঁয়ার বাইরে। তারপর চার বছর পরে লিনাক্ষ গুই ইন্টারফেস এনে বললে উফ আমরা কি হনু। একি পাড়ার ফ্রেণ্ডলি গেম নাকি?

    এই কইলে সিকিউরিটি, এই কইছ কন্ডিশনিং। কোনটা নিয়ে তক্কো হচ্ছে? মাইক্রসফটের ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজকে কি কন্ডিশনিং কইলে?
  • SB | 114.31.249.109 | ২৪ জুন ২০১০ ১৯:০৯455503
  • ম্যাক একবার কেউ ব্যভার করে ফেল্লে জানালা ভাল লাগে না এটা ঠিক, কিন্তু ম্যাকের বড্ড বেশি দাম। অনেক কম দামে, মানে প্রায় অর্ধেক দামে যদি মোটামুটি একই জিনিস পায়, তাহলে পয়সা খরচ করে শিফ্‌ট করবে কেন কেউ? হ্যাঁ জালি জানালার থেকে লিনাক্ষ ভাল, উবুন্তু তো একদমই ক্লোন, জানালা ব্যাভার করে থাকলে শিফ্‌ট করতে অসুবিধাও হয়না। কিন্তু জালি জানলা না জ্বালালে শিফ্‌ট করার ইন্সেন্টিভ পায়না কেউ।

    এখনো কেউ ম্যাকের পিছনে পয়সা না ঢেলে থাকলে, আর মানেও হয়না। আইপ্যাড কিনে নিয়ে তার সাথে একটা ১ - ২ টিবি স্টোরেজ রাখলেই হয়ে যায়। অ্যাটলিস্ট বাড়িতে যা যা করা হয় সবই সম্ভব। শুধু তাইই নয়, অনেক বেশি সুবিধা, শুয়ে বসে কেৎরে সব ভাবেই আইপ্যাড ব্যাভার করা যায়।

    দামটাই যা গোলমেলে :-(
  • Pintu | 217.162.209.233 | ২৪ জুন ২০১০ ১৯:২১455514
  • windows এক্টী ঝুল OS/server। যারা এখনো জানালাতে বসে আছেন, "কষ্ট করে" এক্টু Linax সিখে ব্যবহার করুন। মনে হবে দিন বেড়ে গেছে।

    পরে লিখি্‌ছ অমর experience
  • Samik | 121.242.177.19 | ২৪ জুন ২০১০ ১৯:৩৫455525
  • এক মিনিট, এক মিনিট।

    আমি ম্যাক ব্যবহার করার পরে বলছি, উইন্ডোজ অনেক ভালো। নিজের পয়সা খরচ করতে হয় নি, আপিসের ম্যাক, হাতে হ্যারিকেন হয়ে গেছিল বুঝতে গিয়ে। সুতরাং দামের ব্যাপারটা আসে না।

    দ্বিতীয়ত, আমি উইন্ডোজ আর ইউনিক্স প্রায় একই সময়ে ব্যবহার করতে শুরু করেছি, মানে দুটোর সাথে পরিচিত হয়েছিলাম একই সময়ে, পরে ইউনিক্স আর ব্যবহার করতে হয় নি, উইন্ডোজেই চলেছিলাম, সেটা আপিসের এনভায়রনমেন্ট উইন্ডোজে ছিল, তাই।

    কোনও কন্ডিশনিং নাই, ঐ ধরণের কন্ডিশনিং থাকলে আমি এইচটিএমেল শিখেই দিন কাটিয়ে দিতাম, জাভা শিখতে যেতাম না, কিংবা জাভা শিখেই দিন কাটিয়ে দিতাম, পোর্টাল আর্কিটেকচার শিখতে যেতাম না, কিংবা পোর্টাল আর্কি জেনেই জীবন কাটিয়ে দিতাম, সার্ভার সাপোর্ট, তাও লিনাক্ষ এনভায়রনমেন্টে, আসতাম না। এবার বলো।
  • Samik | 121.242.177.19 | ২৪ জুন ২০১০ ১৯:৩৭455536
  • এবং পিন্টুকে,

    লিনাক্স ব্যবহার করর পরেও বলছি, সাধারণ ইউজার হিসেবে আমার কাছে উইন্ডোজ অনেক বেটার। লিনাক্সে দিন তো বাড়েই না, বরং অনেক কমে যায় বলে মনে হয়।
  • aka | 168.26.215.13 | ২৪ জুন ২০১০ ১৯:৩৮455547
  • শমীক যা বলল, তাই একটু সামারাইজ করে টেকি ভাষায় (অন্য টাইপ :)) দাঁড়ায় আর্লি অ্যাডাপটারসরাও লিনাক্ষ ব্যবহারের তেমন কোন উপযোগীতা দেখছে না। কেন? দেবার বলতে লিনাক্ষর নতুন কিসুই নাই।
  • Arpan | 204.138.240.254 | ২৪ জুন ২০১০ ১৯:৪৪455558
  • অমর এক্সপেরিয়েন্স?? :-))
  • nyara | 122.172.196.72 | ২৪ জুন ২০১০ ২০:১৫455563
  • আলোচনা কী নিয়ে? ডেস্কটপ না সার্ভার না মোবাইল? টেকনিকাল উৎকর্ষ না মর্কেট শেয়ার? সাপোর্টের সহজলভ্যতা না মেন্টেনেবিলিটি? এগুলো ঠিক না করলে তো পুরো তৃণয়েম আলোচনা হয়ে যাচ্ছে।
  • aka | 168.26.215.13 | ২৪ জুন ২০১০ ২০:৩১455564
  • সেটাই তো বোঝা যাচ্ছে না। উইন্ডোজ আর লিনাক্ষের তুলনা করার কোন মানেই নেই। অজ্জিত বলতে পারবে কেন বনাম টনাম লিখেছে।
  • Abhyu | 80.221.18.28 | ২৪ জুন ২০১০ ২০:৩৮455566
  • আচ্ছা ম্যাকের দাম কি সত্যি অনেক বেশি? আমি কোনো কম্পুই নিজের পয়সায় কিনি নি, কিন্তু এই সে দিন একজনের ল্যাপি কেনার দরকার পড়ল। হেল্পডেস্ক তো বলল পাঁচশ টাকারও তফাত হবে না (তবে ইউনি নানাবিধ ডিসকাউন্ট পায়)।

    ওদিকে সেই পঞ্চাশ বছরের ভদ্রলোক ম্যাকবুক কেনার পর থেকে নিয়ম করে আমাকে থ্যাঙ্ক ইউ ইমেল লিখতেন। সবাই মোমেন্টামে চলে না :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন