এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • আই এস আই - কত যে মধুর স্বপ্ন ছিল

    dukhe
    নাটক | ১৭ অক্টোবর ২০১১ | ৩৩৮৫৪ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 59.93.217.128 | ১৮ অক্টোবর ২০১১ ০০:৪৫493737
  • sorry ব্রতীন নয় অভ্যুর জন্যে ছিল।

    অভ্যু -- 'গল্প' টা যে নিজের সার্কলের লোকেদের জন্যেই ছিল সেটা পরে বুঝেছিলাম।
    তবে কি জানেন? Bayes যে একজন লোকের নাম আর minimaxestimator যে সেই নামের সঙ্গে যুক্ত সেকথাটা গুগলে Bayes + minimax সার্চ দিয়েও জানা যায়। আমি আপনার অচেনা, তাই বলে এতটাও আন্ডারেস্টিমেট করা ঠিক না।
  • Abhyu | 128.192.7.122 | ১৮ অক্টোবর ২০১১ ০০:৪৯493748
  • আন্ডার এস্টিমেট করিনি। গল্পটায় অন্য একটা মজা ছিল, সেটা আর এক্সপ্লেন করছি না। কাটান দ্যান। আপনার খারাপ লাগলে দু:খিত। আপনাকে খাটো করার কোনো ইচ্ছে ছিল না।

  • maximin | 59.93.217.128 | ১৮ অক্টোবর ২০১১ ০০:৫৪493759
  • না ভাই অভ্যু আমারই বরং এখন খুব খারাপ লাগছে। কী যেন একটা কাজ করছিলাম, কাজের ফাঁকে হঠাত দেখেছিলাম আর মনটা খারাপ হয়ে গেছিল।
  • anandaB | 135.214.42.30 | ১৮ অক্টোবর ২০১১ ০০:৫৫493781
  • এই কলকাতা হোস্টেলের পুকুরে ডুবে যে ছেলেটি মারা যায়, খুব সম্ভবত তার নামে একটি ফুটবল টুর্নামেন্ট কিছুদিন চলেছিল....

    কোন এক দোলের দিন বিকেলে চান করতে গিয়ে বকা প্রায় ডুবে যায় আর কি....

    হস্টেলে এসে চিরু বল্ল একটা "অলমোস্ট বকা' টুর্নামেন্ট চালু করা উচিৎ
  • Abhyu | 128.192.7.122 | ১৮ অক্টোবর ২০১১ ০০:৫৫493770
  • মৃদুল নন্দী সক্কাল সক্কাল উঠে সবাইকে ওর পাড়ায় রক্ত দিতে যেতে বলছে - কারণ রক্ত দিলে ঘড়ি পাওয়া যাবে। কেউ যখন রাজি হল না, তখন ও সবাইকে নির্বুদ্ধিতার জন্যে দুয়ো দিয়ে একাই গেল ঘড়ি আনতে। সন্ধ্যে বেলা ফিরল একটা লাল বালতি হাতে - সে বছর ঘড়ির বদলে বালতি গিফ্‌ট ছিল।
  • Abhyu | 97.81.108.7 | ১৮ অক্টোবর ২০১১ ০৬:৩১493792
  • আবার কপি পেস্ট
    -------------

    Name:agantukMail:Country:

    IPAddress:128.48.203.91Date:08Apr2009 -- 10:33PM

    এটা খুব ছোটোবেলার কথা নয়, কলেজ জীবন, কিন্তু আমার এখন যা বয়স তাতে কলেজ লাইফ নিয়ে সহজেই স্মৃতিমেদুর হওয়া যায়।

    তো, আমি আগে কোনোদিন আই এস আইএর নামই শুনিনি। আমার এক বন্ধু, তার নাকি একা পরীক্ষা দিতে খুব খারাপ লাগে, সে নিজের সাথে আমার জন্যেও একটা ফর্ম নিয়ে এল। তারপর ইন্টার্ভিউ, কোয়াড্রাটিক ইক্যুএশন নিয়ে কি একটা প্রশ্ন ছিল, এদিকে আমি এক্কেবারে ক'অক্ষর গোমাংস, তার মধ্যেই হেভি ঘ্যাম নিয়ে বললাম, বাট ইফ এ ইক্যুআলস জিরো দেন ইট ইজ জাস্ট এ স্ট্রেট লাইন, তাতেই বোধহয় চান্স পেয়ে গেলাম।

    প্রথম সপ্তাহে আমার টাইফয়েড না ডাইরিয়া কি যেন হল, সেরে উঠে যখন জয়েন করলাম অজিত দাতে মিষ্টি হেসে বলল, ইন জে এম'স ক্লাস উই আর জাস্ট বিল্ডিং দা নাম্বার সিস্টেম, শুনে তো আমার খুব টেনশন, সিস্টেম বিল্ড করা হয়ে গেছে, এবার তো আর কিছুই বুঝবো না। সেই জোসেফ ম্যাথুর কাছেই সেমেস্টার পরীক্ষার খাতা (এটা লিখতে গিয়ে মনে পড়ল, প্রোবাবিলিটি খাতা শুনে একবার অজিত দাতে বলেছিল, প্রোবাবিলিটি ক্যায়সে খায়েগা?) নিয়ে গেলাম, বললাম স্যার টেল মি অনেস্টলি ডু ইউ থিংক আই হ্যাভ এনি ট্যালেন্ট য়্যাট অল, অর য়্যাম আই জাস্ট ওয়েস্টিং মাই টাইম হিয়ার। জে এম নিপাট ভদ্রলোক, কোনোদিন কারো নিন্দা করেন নি, তাঁর ভুরুর ওপর বিন্দু বিন্দু ঘাম দেখলাম, শেষে শুকনো গলায় বললেন, ইয়োর হ্যান্ডরাইটিং ইজ ভেরি গুড। তারপরেও তো তালেগোলে সাত বছর কাটিয়ে দিলাম, এমন কি আমার একটা রেকর্ডও ছিল, প্রতি সেমে আমি কোনো না কোনো পেপারে হাইয়েস্ট, যদিও সাবজেক্টগুলো সবই এলেবেলে, যেমন ইলেক্টিভ বায়োলজি (যাতে সাতজন টীচার আর আমরা দু'জন ছাত্র), ইন্ডাস্ট্রিয়াল এঞ্জিনিয়ারিং (যাতে ৯০ এর ওপর পাওয়া শক্ত, কিন্তু ৮০-র নীচে পাওয়া আরো কঠিন) ইত্যাদি।

    এর মধ্যে কত কি হয়ে যাবে। এনেসেন শাস্ত্রী একদিন য়্যাডভান্সড য়্যালজেব্রা ক্লাসে আমাদের দাঁত মুখ খিঁচিয়ে বলবেন, য়্যানিমালস! অনেক পরে বোঝা যাবে উনি আসলে বলছিলেন, থিংক অফ গ্রুপস য়্যাজ য়্যালজেব্রাইক য়্যানিমালস, পজটা পড়েছিল মোক্ষম জায়গায়। য়্যাডভান্সড ডিজাইন ক্লাসে একটা ম্যাট্রিক্সের নাম C* দেখে পাগলটা হেসে কুল পাবে না, খালি সবুজ বোর্ডটা দেখাবে আর বলবে, হাসপাতালে থাকে, হাসপাতালে থাকে। (এই পাগলটাই নাকি আবার একদিন এম ওয়ানে মাল্টিভেরিয়েট পড়াবে, প্রথম দিন ক্লাসে ঢুকে জানাবে, আমি তোদের সব নতুন জিনিষ পড়াব, নিন্দুকে বলে তার কারন নাকি পাগল কোনো পুরোনো জিনিষ জানেই না।) 'ষন্ড যদি ষাঁঢ় হয় গন্ড তবে কি' বলে আমরা নিজেদের মধ্যে হাসাহাসি করব, অনিমিখ চুপচাপ শুনবে, আর অনেক পরে চায়ের দোকানে বসে গাঁড়, গাঁড় বলে লাফিয়ে উঠবে। আমি মালবিকাকে জিগ্যেস করব, বিজর কোলাকুলি মেয়েদের করা যায় কিনা, ও মিষ্টি হেসে বলবে বাড়ি থেকে জেনে এসে তোমাকে জানাব, আর তীর্থদা আমাকে খুব বকে দেবে। বিটুতে কোনো মেয়ে নেই বলে একদিন সেকেন্ড ইয়ারের ছেলেরা খুব দু:খ করবে, আর আমরা বলব, এতে চিন্তার কি আছে, একটু অপেক্ষা কর, সামনের বছর তোরা যখন থার্ড ইয়ারে উঠবি আর মালবিকারা সেকেন্ড ইয়ারে উঠবে তখন বিটুতে অনেক মেয়ে হবে। নিধান 'আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে'র অনুবাদ করবে 'ফাইভ মেন অব মাই ভিলেজ নো মাই নেম'। আর একদিন নাকি সুরে আবৃত্তি করবে 'আবার আসিব ফিরে ... হয়ত মানুষ নয়' আর তাই শুনে যশোবন্ত বলবে, তার জন্য আবার আসার দরকার কি আছে, সে তো নিধান এখনই মানুষ নয়। আবার মাঝরাতে র‌্যান্ডম নম্বরে ফোন করে বিরক্ত করায় ওদিক থেকে যশোবন্তকে বাঁদর বলা হলে ও নির্বিকার উত্তর দেবে, না না, একি বলছেন, তছাড়া বাঁদররা তো রাতে ঘুমোয়; আর একদিন রাত্রে তীর্থদা আর একজনকে বলবে, আপনার খুব মাথা গরম হয়ে গেছে, আপনি এবার জল খেয়ে পেচ্ছাপ করে ঘুমিয়ে পড়ুন। ইন্দ্র ওর প্রাণ দিয়ে তৈরী করা সমীক্ষা লাইব্রেরি হোজোর হাতে দিয়ে দিল্লি চলে যাবে, আর কয়েকদিনের মধ্যেই তিতিবিরক্ত হোজো বই চাইতে এলেই বলবে, পয়সা না দিলে কিচ্ছু খুলব না। সোমাদিকে নিয়ে গান বাঁধা হবে, হয়ত সোমারই জন্যে/হয়েছি প্রেমে যে বন্য/যে যাই বলুক অন্যে/ফিজিক্স নিয়েছি তাই। দেবাশীষদা রবি ঠাকুরের সুরে কথা বসাবে, আবার মোরে ঘিরেছে এমওআন/নাকের চোখের জলে ডাকে বান/য়্যাসাইনমেন্ট দিলাম এদের কি যে/নিজের অংক কষতে নারি নিজে। আমরা পিকে তপস্বীর ক্লাসটেস্টে পটকা ফাটাব, নিধান ভীমের লিনিয়ার য়্যালজেব্রা ক্লাস থেকে হঠাৎ 'স্যার, বোর লাগছে' বলে ছুটে পালিয়ে যাবে, কিংশুক রাহুলদার ক্লাসে একেবারে উইদাউট প্রোভোকেশন হাত পা ছুঁড়ে গলা ছেড়ে গান করে উঠবে। অমিত আর কিংশুক দিল্লীতে আইএসওর সময় হরিদ্বার বেড়াতে যাবে, ফিরে এলে সম্ভ্রম এবং বিরক্তি মেশানো গলায় অমিত বলবে, বাপ রে, এক পান্ডা হামলোগকো পাকড়া, লেকিন কিংশুক হ্যায় না, পান্ডা কো বহুত ফান্ডা দে দিয়া। বিবেক প্রাণ পাগল হয়ে যাবে, চিরু পাগল হবার ভান করবে, নিরুপমদা বলবে বাঁকুড়ায় কু-টা না থাকলে শুনতে খুব খারাপ লাগে। বিবেক ম্যাঙ্গিপুডি বি স্ট্যাটের পাঁচটা সেম করার পর একদিন ক্যাজুয়ালি ডিগ্রী নিতে এসে খুব অবাক হয়ে দেখবে সবাই তখনো ক্লাস করছে, সিক্সথ সেমেস্টার চম্‌ৎকার চলছে।

    এসবই অনেক দিন আগেকার কথা, তারপর জীবন গিয়েছে চলে আমাদের অলমোস্ট কুড়ি কুড়ি বছরের পার। কিন্তু এখনো মাঝে মাঝে স্বপ্নের মধ্যে খুব উদ্বেগ হয়, মনে হয় অনেক দিন ক্লাসে যাই নি, এবার হয়ত গিয়ে কিছুই ঠিক চিনতে পারবো না, দেখব সব বদলে গেছে, আমি - সেই নিধান যেমন বলেছিল - হাঁউট হয়ে গেছি। ঘুম থেকে উঠেও প্রথমে খুব খানিকটা গোলমাল লাগে, তারপর আস্তে আস্তে সামলে নিই, দাঁত মেজে অফিস যাই।

    Name:arjoMail:Country:

    IPAddress:168.26.215.13Date:08Apr2009 -- 10:46PM

    চম্‌ৎকার। একেবারে হৃদয়ের নেবারহুডে ধাক্কা খেল।
  • Abhyu | 97.81.108.7 | ১৮ অক্টোবর ২০১১ ০৬:৩৮493803
  • মনে করো যেন বিদেশ ঘুরে
    মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে -

    --- আমাদের সময়েও এই কবিতাটা শোনা যেত।

    আরো মনে পড়ছে

    এমন মেসটি কোথাও খুঁজে পাবে না কো ভায়া
    সেথা মিল খেতে হয় উইল করে ছেড়ে প্রাণের মায়া।
  • Abhyu | 97.81.108.7 | ১৮ অক্টোবর ২০১১ ০৬:৪৬493814
  • আগন্তুকের লেখাটা পড়তে পড়তে খালি এ আর রাওয়ের কথা মনে হচ্ছিল। উনি আর নেই সেটা বিশ্বাস হয় না। মনে হয় বি ভি রাও, টি জে রাওয়ের মতো উনিও দেশে চলে গেছেন - আবার একদিন আই এস আইয়ের একটা কন্‌ফারেন্সে দেখা হবে।
  • abastab | 61.95.189.252 | ১৮ অক্টোবর ২০১১ ০৮:৩০493837
  • অআগন্তুকের সাথে বালিখাল থেকে ডানলপ এলে অটোভাড়া লাগত না মনে হচ্ছে।

    কিন্তু ইন্দ্র যখন দিল্লী গেল তখন তো হোজো সিটিব্যাঙ্কে।
  • Bratin | 117.194.99.162 | ১৮ অক্টোবর ২০১১ ০৯:১১493848
  • :-))

    খানিক টা জল মিশিয়েছে মনে হচ্ছে। কিন্তু বেড়ে লিখেছে।

    আমার দেখা, দুখের লেখা সব থেকে বড় পোস্ট। জনগন কি বলো?? :-))
  • Bratin | 117.194.99.162 | ১৮ অক্টোবর ২০১১ ০৯:১২493859
  • অভ্যু, দারুন হচ্ছে। চালিয়ে যাও।

    আর সৌ ঘোষ? ওরকম বর্ণময় চরিত্র বেশী দেখি নি :-))
  • Abhyu | 97.81.108.7 | ১৮ অক্টোবর ২০১১ ০৯:২২493870
  • ব্রতীনদা, দুখে স্যার লম্বা লেখা লিখে থাকেন, আমরা সবাই পড়েছি। এখানেও ওনার কিছু গল্প আছে - স্বনামে আছে বলে চিনছেন না :)

    হোস্টেলে পানু দেখা হচ্ছে। বিমলদা ওয়ার্ডেন। ওনার গলা নকল করে একজন ফোন করল -
    - অ্যাই তোরা নাকি পানু দেখছিস - হোস্টেলে এ সব চলবে না, বন্ধ কর।
    - বিমলদা, মানে আজকেরটা তো ভাড়া করা হয়েই গেছে, দেখে নি?
    - না না, এক্ষুনি বন্ধ কর। আমি আসছি হোস্টেলে।
    সবাই টেন্সড হয়ে বসে রইল। অফ কোর্স বিমলদা এলেন না।

    ওদিকে সত্যি একবার কারা গিয়েছিল বিমলদার কাছে কমপ্লেন করতে।
    - বিমলদা, হোস্টেলে অ্যাডাল্ট ফিল্ম দেখা হয়।
    - হুঁ তাইতো। আচ্ছা একটা কথা বল - তোরা তো অ্যাডাল্ট, না কি?
    মাথা নীচু করে নালিশখোরেরা ফিরে এলো।
  • Bratin | 117.194.100.55 | ১৮ অক্টোবর ২০১১ ০৯:৩৬493881
  • তাই? আমি সত্যি জানি না।

    তবে বিমল দা জাস্ট টু গুড। ছত্রদের কথা খুব ভাবেন আর সবাই কে সাধ্যের বাইরে গিয়ে হেল্প করেন।

    ২০০৯ সালের ঘটনা। তখন আমি IT ছেড়ে রিসার্চ করার কথা সিরিয়াসলি ভাবছি। রিলায়াবিলিটি লাইনে কিছু করবো ভাবছি। ড: দেওয়ানজী র সাথে দেখা করতে গেছি।এই বয়েসে পারবো কিনা এইসব কথা হচ্ছে।হঠাৎ বিমল দা এলেন ঐ ঘরে। স্যার কেও বলালাম। স্যার দেওয়ানজী কে বললেন 'তোমার একটা ছেলে থিসিস সাবমিট করে দিয়েছে না? একে নিয়ে নাও'। তারপরে খুব চিন্তিত মুখে আমকে বললেন এবারের JRF ফর্ম তোলার লাস্ট ডেট চলে গেছে।সেটা অসুবিধা নেই আমি ডিন কে বলে দিয়ে দেব। পরের প্রশ্ন দেওয়ানজী কে ' আচ্ছা ১০ দিন পরে ও পাস করতে পারবে?' দেওয়ানজী আমতা আমতা করে বললেন 'প্রায় দশ বছর হয়ে গেছে। এখন একটু সময় লাগবে।' তখন বিমল দা আমাকে বললেন 'তাহলে এবারে না দেওয়াই ভালো' :-))
  • kc | 194.126.37.78 | ১৮ অক্টোবর ২০১১ ০৯:৫৭493892
  • বোতীনের মাথায় কেউ ড্যাঙসের ঘা লাগাও। দুখের বড় বড় লেখাগুলো পড়নাই? পরবাসে দুখে একসময় ফাটিয়ে লিখত।
  • kiki | 59.93.199.71 | ১৮ অক্টোবর ২০১১ ১০:৪২493903
  • অভ্যু,
    দু:খের আসল নাম কি? খুব জান্তে চাই।এমনিই।
  • ppn | 204.138.240.254 | ১৮ অক্টোবর ২০১১ ১০:৫০493914
  • দু:খ! :))
  • abastab | 61.95.189.252 | ১৮ অক্টোবর ২০১১ ১০:৫৩493925
  • অভ্যুদয় কি আগন্তুককে চেনে?

    পরীক্ষার খাতায় বেড়াল আঁকার গপ্পোটা হয়ে যাক।
  • Netai | 121.241.98.225 | ১৮ অক্টোবর ২০১১ ১০:৫৪493936
  • সৃজন সমাদ্দার???
  • i | 137.157.8.253 | ১৮ অক্টোবর ২০১১ ১১:০২493948
  • দু:খের আসল নাম কেউ জানে নাকি! জানলে তো কোনো দু:খই ছিল না।

    আছা এই যশো কি যশোবন্ত বসু? মাঝখানে দেশে একখান কবিতা দেখেছিলাম। মনে হয় ইনিই। কেউ কি জানেন যশো, ভ্রমর কোথায় আছেন?
  • ppn | 204.138.240.254 | ১৮ অক্টোবর ২০১১ ১১:০৪493959
  • দুখে কিন্তু এই সুতোতেই হিন্ট দিয়েছে!
  • Bratin | 122.248.183.1 | ১৮ অক্টোবর ২০১১ ১১:৩৭493970
  • দুখের মন যেমন সবুজ। দুখের নামের মধ্যেও তেমন একটা ব্যাপার আছে।

    kc সত্যি পড়ি নাই :-))
  • Bratin | 122.248.183.1 | ১৮ অক্টোবর ২০১১ ১১:৪০493981
  • হ্যাঁ আমি জানি, kc জানে,অভ্যু জানে আর জানে lcm দা।
  • dukhe | 122.160.114.85 | ১৮ অক্টোবর ২০১১ ১২:২৪493992
  • আম্মো জানি ।
    i, এই যশো বসু নয়, ঘোষ । এখন বোধহয় মিশিগানের গ্রান্ড রžয়াপিডসে থাকে ।
  • abastab | 61.95.189.252 | ১৮ অক্টোবর ২০১১ ১২:৪৬494003
  • আমিও জানি।

    কিন্তু আগন্তুক-কে কে কে চেনে দেখি?
  • dukhe | 122.160.114.85 | ১৮ অক্টোবর ২০১১ ১৭:৫২494005
  • এই গল্পের সত্যিমিথ্যে নিয়ে মন্তব্য না করাই ভালো ।

    ক্লাস শুরু হতে একটু দেরি আছে । কেউই প্রায় আসেনি তখনও, শুধু এক ছাত্রী ক্লাসের জানলা দিয়ে বাইরে রাস্তার দিকে তাকিয়ে আছে । এই সময় দরজা দিয়ে বগার প্রবেশ । মেয়েটি পায়ের আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়িয়েই বলল - আই লাভ ইউ ।
    ভাবা যায় ! সূর্য কোনদিকে উঠেছে ! বগা উল্লাসে লাফিয়ে উঠতে যাবে, এমন সময় ঠাণ্ডা গলায় সংশোধন - সরি, তোকে কৌশিক মণ্ডল ভেবেছিলাম ।

    বগা গাঁট্টাগোট্টা মানুষ, এদিকে কৌশিক মণ্ডল নেহাতই রোগা লম্বা চেহারার ।
  • Abhyu | 128.192.7.51 | ১৮ অক্টোবর ২০১১ ২০:৪৬494006
  • অবাস্তবদা কিছু লেখো না কেন?
  • Abhyu | 128.192.7.51 | ১৮ অক্টোবর ২০১১ ২০:৫৮494007
  • এল রামপ্রসাথ (রামা) এলো হোস্টেলে। জিএ কনভেনর রুমের চাবি দিয়ে আধ ঘন্টা ধরে ইংরেজীতে হোস্টেলের রুল বোঝানোর পরে রামা বলল - সরি আই ডোন্ট আন্ডার্স্ট্যাণ্ড হিন্দী, ক্যান ইউ প্লীজ স্পীক ইন ইংলিশ?

    অর্ককে জিগ্গেশ করল - ডোন্ট এম্ব্যারাস মি-এর বাংলা কি? অর্ক এমব্রেস শুনে বলল জড়িয়ে ধোরো না। গোপীর মা এসেছেন, এক গ্লাস জল চেয়েছেন - রামা জল দিতে কাকিমা যেই না বলেছেন থ্যাঙ্ক ইউ - রামা ওমনি বলে - জড়িয়ে ধোরো না।

    সেই রামা শেষে এতো ভালো বাংলা শিখল যে সবার সাথে বাংলা বলত। একদিন দোতলায় লাউঞ্জে ক্রিকেট খেলা হচ্ছে, রামা তিনতলা থেকে ডাক দিল - ওরা তোরা বাথরুমে আয় পাছা দেখে যা। (কি করে জানি একটা প্যাঁচা ঢুকে পড়েছিল।) মেনু দেখে একবার আমাকে বলেছিল - অভ্যুদয় হোয়াট ইজ অ্যাচর? তবে সবচেয়ে সাঙ্ঘাতিক ছিলো - ঠাণ্ডা পড়েছে চাদর* দরকার। (*চ-তে আকারের জায়গায় ওকার দিয়ে ফেলেছিল)

    রামা খুব ভালো ভায়োলিন বাজাতো।
  • Abhyu | 128.192.7.51 | ১৮ অক্টোবর ২০১১ ২১:০৭494009
  • এই রামা একবার কে কে রায়কে বোল্ড করে দিয়েছিল। ভদ্রলোক তিন বোর্ড ধরে একটা অঙ্ক করার পর রামা উঠে দাঁড়িয়ে বলল - বাট স্যার দ্য প্রোব্যাবিলিটি অফ দ্যাট ইভেন্ট উইল বি হাফ এনিওয়ে। কে কে রায় নির্বাক। রামা ব্যাখ্যা করল - আইদার ইট উইল হ্যাপেন অর নট। কে কে রায় বললেন - অ্যাদ্দিনে এই শিখলে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন