এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উইন্ডোজ বনাম

    Arijit
    অন্যান্য | ২৪ জুন ২০১০ | ২৮৬৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১২:২২455600
  • দুই ডিজিটে মাইক্রো হল? তাছাড়া বাড়িতে/আপিসে দেখেছি ওয়ার্ড ডকু খুলতে গিয়ে ঝুলে যেতে...

    ওপেন আপিসের ওয়ার্ড পার্টটাতে তো আমি কোনো আপত্তিকর কিছু দেখি না। বরং বেশ চটপট কাজ হয়। এক্সেলে আমার কোনো কাজ নাই বলে সেটা দেখা হয়নি। সবচেয়ে বড় কথা আনডিসক্লোজড ফাইলফরম্যাট সত্বেও এরা কিভাবে জিনিসটাকে দাঁড় করিয়েছে।
  • dukhe | 122.160.114.85 | ২৫ জুন ২০১০ ১২:২৩455601
  • তাহলে কী দাঁড়াল ? নন-টেকিদের কাছে ঐ মাইক্রোসেকেন্ডগুলো জরুরি ? চ্যাটের সময় কমে যাচ্ছে ? :)
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১২:২৬455602
  • আর, অফিস ২০১০ তো ফাটাফাটি।

    দেখো, ইউনিক্স ডলার প্রম্পট হল রুটি রুজি-র অংশ। অক্‌, পার্ল, সেড, ক্রন, শেল - এসব উইন্ডোজ-এ এক্সপেক্ট করি না। ঠিক সেরকম, কখনও কোনো ভিডিওতে সাব টাইটেল জুরবার ইচ্ছে হলে, লিনাক্স উইন্ডোজে লগ ইন করি না। যার যা স্ট্রেন্থ।
  • bitoshok | 76.113.141.132 | ২৫ জুন ২০১০ ১২:২৭455603
  • @lcm

    আপনি কি নিশ্চিত যে ওয়ার্ডে আপনি যা লিখছেন তার ফর্মাট টা মিনিমাম স্ট্যান্ডার্ড ফলো করে?

    আপনার কাছে 'সফটওয়ারের' সংজ্ঞা টা ঠিক কি রকম?
  • kallol | 124.124.93.205 | ২৫ জুন ২০১০ ১২:২৮455604
  • প্রথম অ্যাপেল দেখেছিলাম ১৯৮৩/৮৪তে। সবে আইটিতে এসেছি (তখন অবশ্য ইডিপি বলতো)। উইপ্রোর সিরিজ ৮৬ এ কাজ করি। ধুসর স্ক্রিনে সবুজ অক্ষর দিয়ে কোবল লিখি। ৮ ইঞ্চি ফ্লপি আর স্ট্রিমার টেপ ড্রাইভে ইয়া ইয়া টেপে ডেটা ব্যাক-আপ নেই। শুনলাম কি এক কম্পু এয়েচে তাতে নাকি ""মাউস"" দিয়ে কারসার নাড়ায়। তো সগলে মিলে দেখতে গেলাম। ওল্ড কোর্ট হাউস স্ট্রিট থেকে রাজভবনের গা দিয়ে যে রাস্তাটা হাইকোর্টের দিগে গেছে, সেটা দিয়ে প্রথম ট্রাফিক সিগনালে বাঁদিকের মোড়ের বাড়ি। প্রথমে খুব আহ্লাদ হলো অ্যাপেলের লোগো দেখে - এ তো বিটলসদের অ্যাপেল রেকর্ডিংএর লোগো !!! তাপ্পর গিয়ে দেখি তাই তো, একটা খেলনা ইঁদুর মতো দেখতে বস্তু দিয়ে কারসার নড়াচড়া করানো যায়। বেশ পুলক হয়েছিলো। তবে তখনকার মাউস বেশ ধেড়ে ইঁদুর সাইজের ছিলো।
    ম্যাক প্রথম দেখি - আমার এক বন্ধুর ডিটিপির ব্যবসায়। খুব ছোট ছোট ডিসপ্লে, অনেকটা গাড়িতে লাগানো টিভির মতো। তাতে গুচ্ছ বাংলা বই টাইপানো হচ্ছিলো। সেও হবে ৮৮/৯০এ।

  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১২:২৯455605
  • দেখো বাপু, তোমার কি হয় জানি না, আমার মাইক্রোসফট ওয়ার্ড ঝুলে যায় না। আর এক দু সেকেন্ডে আমার কিস্যু আসে যায় না। ডকু খুলে তো লেখার কিছু পাই না, তখন তো খালি টাইপ আর ব্যাকস্পেস - কত মিনিট যে তখন নষ্ট হয়।
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১২:৩০455606
  • সাবটাইটেল জোড়া উইন্ডোজের স্ট্রেংথ কেন? পিন্যাকলের চেয়ে তো আমার আইমুভি ঢের ভালো লাগে! বরং লোকে বলে অডিও/ভিডিও ম্যাকের স্ট্রেংথ।
  • quark | 202.141.148.99 | ২৫ জুন ২০১০ ১২:৩২455607
  • আমার মনে হচ্ছে শমীক ইদানীংকালের লিনাক্স ফ্লেভারগুলো (Ubuntu, Fedora, OpenSuSe) দেখেনি। মানে ঐ যে মাউসের রাইট আর লেফট বাটন দিয়ে দুনিয়া দেখা, সেটা এইগুলোতে ঠিক উইন্ডোজের মতই হয়।

    RH 5.x এ সিডি আলাদা ক'রে মাউন্ট করতে হ'ত, 8.x এ এসে সিডি অটোমাউন্ট হ'ল কিন্তু মেমোরি স্টিক মাউন্ট করতে হ'ত। আর আজ ঐ ওপরেরগুলোতে SD মেমোরি কার্ড পর্যন্ত্য ফটাক্‌সে পড়ে নেয়।
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১২:৩৩455608
  • আরে ভাই বীতশোক, কিসের স্ট্যান্ডার্ড ভাই। যাকে পাঠাবে সে যেন খুলে পড়তে পারে।
    আর, আমার কোনো ডকুমেন্টই কোনোদিন স্ট্যান্ডার্ড হয় না। পাওয়ার পয়েন্টই বানাও বা ওয়ার্ড ডক, অন্য গ্রুপের (qa, change mgmt) জনগন বলবে নন-স্ট্যান্ডার্ড, শপের স্ট্যান্ডার্ড মতন হয় নি, টেমপ্লেট্‌ ঠিকঠাক ফলো হয় নি :)
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১২:৩৫455038
  • ঠিক সিওর নই, যদ্দুর শুনলাম ফেডোরা ১০-এ নাকি উইন্ডোজ পার্টিশন থাকলে সেটাকে দেখায়/পড়ে।
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১২:৩৭455039
  • বোঝো! জীবনে একবার, বা, হয়ত দুবার ভিডিও-তে সাবটাইটেল জুড়ব, তার জন্য ম্যাক খুলব! ধুর।
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১২:৪৩455040
  • এই দ্যাখো না। ইউটিউব-এর ভিডিও থেকে এমপিথ্রি বানাতে হবে, আইপড্‌ টাচে ভরতে হবে। মেয়ে ধরেছে। তা প্রথমে, ম্যাকে খানিক খুঁজে হাল ছেড়ে দিলাম। ইউন্ডোজে ১০ মিনিটের মধ্যে "ফ্রি" সফটওয়্যার নামিয়ে, এমপিথ্রি বানিয়ে, আই টিউনস্‌-এ ফেললাম। মেয়েকে দেখিয়ে দিয়েছি, এখন নিজেই করে।
  • bitoshok | 76.113.141.132 | ২৫ জুন ২০১০ ১২:৪৬455041
  • উইন্ডোজের পার্টিশন পড়া যায়, লেখা যায়। উল্টো টা সব ক্ষেত্রে খাটে না।

    @lcm সেটাই তো বলছি। একটা প্লেন ASCII ফাইল-ও তৈরি করলে সেটা ঠিক ঠাক পড়া যায় তো?
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১২:৪৭455042
  • এলসিএমের এই লাস্ট পোস্টটা কন্ডিশনিং না হলে আর কাকে কন্ডিশনিং বলবো জানি না। এর সাথে উইন্ডোজ/ম্যাকের কোনো সম্পক্কো নেই। ফায়ারফক্সে দিব্যি সুন্দর ইউটিউব ডাউনলোডার আসে, যেটা দিয়ে যে কোনো স্ট্রিমিং মিডিয়া রেকর্ড করা যায়। আর সেটাকে এমপিথ্রী তে কনভার্ট করা নো বিগ ডিল। উইন্ডোজেও যা, ম্যাকেও তা, লিনাক্ষেও তা।

    এইগুলো লোকে বলে বেড়ায় বলেই আরো কন্ডিশনিং বাড়ে।
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১২:৫১455043
  • মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে প্লেন ascii !! ফাইল কেন ভাই! নোটপ্যাড নাই। করাত দিয়ে মশা ডাইসেক্ট কেন ভাই।
  • dukhe | 122.160.114.85 | ২৫ জুন ২০১০ ১২:৫৫455045
  • ধুর, কন্ডিশনিং না ঘোড়ার ডিম । লোকে যেটা তাড়াতাড়ি খুঁজে পাবে লাগিয়ে দেবে । ফায়ারফক্সে ডাউনলোডার আছে এটা নন-টেকিরা সবাই হয়তো জানে, কিন্তু সবাই তো নন-টেকি নয়!
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১২:৫৫455044
  • যাক, এই একটা জিনিস অরিজিৎ স্বীকার করল যে ম্যাকে যা, লিনাক্সে তা, উইন্ডোজে ও তাই।

    না মানে, সে তো করা যায়, কিন্তু আমি যে টা নামিয়েছিলাম, তাতে দেখলাম বেশ অন্য কয়েকটা অডিও ফর্ম্যাট অপশন দেয়। ভিডিও-ও কনভার্ট করা যায়। কিন্তু, হায়! এই "ফ্রি' মালটি ম্যাকে নাই বোধহয়, লিনাক্সের কথা থাক।
    এই এত জিনিস ফ্রিতে পাওয়ার অভ্যেসকে যদি তুমি "কন্ডিশনিং' বলো তো বলো, কি আর করা যাবে। গুগলে সার্চ মারলে ইউন্ডোজের একগাদা জিনিস পাওয়া যায়। ম্যাকের ৮% আর লিনাক্সের ১% :))
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১২:৫৭455047
  • ffmpeg - দুনিয়ার যে কোনো অডিও/ভিডিও ফরম্যাট সাপোর্ট/কনভার্ট করে। ফ্রী। আরো আছে এরকম।

    না খুঁজে "নেই' বলে দেওয়াটা এক ধরণের "ক্যাম্পেইনিং' ;-)
  • bitoshok | 76.113.141.132 | ২৫ জুন ২০১০ ১২:৫৭455046
  • তাইলে শেষে কি খাড়াইল - ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে এমপি-থ্রি বানিয়ে আইপড টাচে (যেটা নাকি আবার দুতিন খানা ফাইল ফর্মাট ছাড়া আর কিছু চিনতেই পাড়ে না) ভরার জন্য উইন্ডোজ দরকার-;)

    ছ্যা: -:)
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১২:৫৯455049
  • সফটওয়্যারের সংজ্ঞা! নাহ! থাক।
    আরো কটা দিন চাকরি বাকরি করে খেতে হবে, এই সব সংজ্ঞা টংজ্ঞা তোমরা করো।
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১৩:০০455051
  • করো বাবা, মুখ্যু সুখ্যু পেয়ে ছি! ছ্যা! যা মনে চায় বলো।

    তা বাপু, তোমরা যেখানে কাজ টাজ করো, সেখানে সব নন-উইন্ডোজ তো! সব সংজ্ঞা মেনে টেনে চলছে তো।
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১৩:০০455050
  • অ। দুখের কথা শুনে বুঝলাম যে উইন্ডোজেরটা আপনাআপনি উড়ে এসেছে পিসিতে।
  • bitsohok | 76.113.141.132 | ২৫ জুন ২০১০ ১৩:০১455052
  • @lcm - আমি তো মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলি নাই। নোটপ্যাড হোক বা হোয়াটেভার, তার আউটপুট ঠিক ঠাক থাকে কি না সেটাই জানতে চাইছি।
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১৩:০৪455053
  • কেন ভাই, আমি তো দিব্য ফাইল এধার করে এতদিন কাটিয়ে দিলাম। আউট্‌পুটে তো কোনো গন্ডগোল নাই।

    অরিজিৎ, এক কাজ করো। গুগল এ গিয়ে "convert youtube to mp3' বা এরকম কিছু দিয়ে সার্চ করো। দেখো তো প্রথম পাতায় কি সব পাও। ম্যাকের কিছু পেলে জানিও।
  • Arpan | 122.252.231.10 | ২৫ জুন ২০১০ ১৩:২৩455055
  • ধুর বাওয়া, আমাকে ক্লায়েন্টের জন্য কাজ করে খেতে হয়। গিক ফিক তো নই, কাজ করি সার্ভিস ইন্ডাস্ট্রিতে। সেখানে ক্লায়েন্ট কাল লিনাক্ষতে গেলে আমিও লিনাক্ষতে যাবো। না গেলে দিব্যি আছি।

    কারণ আমার মেশিনে ভাইরাসও আসে না, ব্লু স্ক্রিনও হয় না আর পঞ্চাশটা ডকু খুলে কোনদিনই কাজ করতে হয় না। ফালতু ছায়া খুঁজে কুস্তি করতে বয়ে গেছে।
  • dukhe | 122.160.114.85 | ২৫ জুন ২০১০ ১৩:২৬455057
  • আমি বাবা downloadyoutubevideos.com দিয়েই কাজ চালাই । কোন ঝক্কি নেই, url দিলেই হল ।
  • lcm | 69.236.176.77 | ২৫ জুন ২০১০ ১৩:২৬455056
  • তার মানে কি দেখা গেল, গুগলে youtube to mp3 convert দিলে উইন্ডোজের সফটওয়্যর কেন আসে বলো তো? for windows না জুড়ে দিলেও আসে কেন। গুগল টা ভারি বোকা।
    ইদানিং, বাংলা লেখার জন্য গুগল একটি দারুণ বেঙ্গলি ট্রান্সলিরাশেন সফটওয়্যার লিখেছে। কিন্তু, হায়! শুধুই উইন্ডোজ-এর জন্য। গুগল-ট ভারি বুকা। আমি এতদিন ন্যাড়ার সফটওয়্যারটা ইউজ কর্তাম, ইদানিং এটা করি।

    যাই হোক। তোমাদের আপিস-টাপিস সব উইন্ডোজ মুক্ত তো! বিশুদ্ধ!
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১৩:৩৪455058
  • ১) উইন্ডোজ না দিলেও আসে তার কারণ পেজর‌্যাঙ্ক। মেজরিটি উইন্ডোজ এই নিয়ে তো কোন ও তর্ক নেই।

    ২) গুগুলের ট্রান্সলিটারেশন (ওয়েব বেজড) আমার ম্যাকেও চলে। স্ট্যান্ড অ্যালোন নেই, তবে আসবেই। গুগুল অবশ্যই বোকা নয়, কারণ গুগুল নিজের আপিসে উইন্ডোজ ব্যান করে দিয়েছে - কদিন আগের খবর।

    ৩) আমার আপিস অন্যান্য অধিকাংশ আপিসের মতই প্রো-উইন্ডোজ। আমি লড়ে যাই, যাবো। দেখাদেখি আরো কয়েকজন লড়তে শুরু করেছে। সংখ্যাটা এখনো অল্প।

    ৪) আজ অবধি পয়সা দিয়ে লেপার্ডের সিডি কেনা ছাড়া একটা সফটওয়্যারও পয়সা দিয়ে কিনিনি। ওপেন সোর্স সফটওয়্যারে চলছে। অ্যাপ্লিকেশন্‌স ফোল্ডারে ৯৫ টা এϾট্র আছে।
  • Arijit | 61.95.144.122 | ২৫ জুন ২০১০ ১৩:৩৬455060
  • কাউকে কুস্তি করানো টইয়ের লক্ষ্য নয়। শুধু মার্কেট শেয়ার দেখে উইন্ডোজকে বেটার বলে দেওয়া যাতে না হয় সেটাই লক্ষ্য। নইলে কেউ উইন্ডোজ মিলেনিয়াম নিয়ে সুখে থাকলেও আমার বয়ে গেছে। শুধু "লিনাক্ষ ভাই ভারি কঠিন' আর "উইন্ডোজ ব্যাপক জিনিস' বলে না বেড়ালেই হল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন