এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মারুতি কারখানা ঃ কী হয়েছিল

    পাই
    অন্যান্য | ১৯ জুলাই ২০১২ | ৮৭৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • maximin | 69.93.196.251 | ২১ জুলাই ২০১২ ১৯:২৩567021
  • আমি কী বলেছি? repeat -- "we all thought that maybe good relations are going on between the management and union."
  • কেলো | 233.176.226.68 | ২১ জুলাই ২০১২ ১৯:২৬567022
  • ইশে.. মানে পিটিদা,
    যাবার আগেই নরক আমি একবার দেখে ফেলেছি। সত্যি বলছি।
    আলাং এ কিছুদিন কাজ করতে হয়েছিল, এককথায় ওটাই আমার ওখানকার অভিজ্ঞতা। আলাং এর বহু শ্রমিক কিন্তু গুজরাটী নন, বাঙ্গালী। কিছু হয়ত বাংলাদেশী।

    আলাং এর শিপব্রেকিং ইন্ডাস্ট্রীর সঙ্গে পৃথিবীর অন্য কোন ইন্ডাস্ট্রীরই তুলনা চলতে পারে না বলে আমার মনে হয়। এই ইন্ডাস্ট্রীর শ্রমিকদের সঙ্গে তেমনই অন্য কোন ইন্ডাস্ট্রীর শ্রমিকদের অবস্থারও তুলনা চলতে পারে না।

    আর একটা কথা পিটিদা, আপনার সঙ্গে কোন তর্কে যেতে চাই না। আগেই বলে রাখলাম।
    ১৯৭৭ থেকে ২০০৪ পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন মাননীয় শ্রী বীরেন জে শাহ্। বিজেপির বসানো রাজ্যপাল। বীরেনবাবুর ছেলে হলেন আলাং এর সবচেয়ে বড় শিপব্রেকিং ইয়ার্ডের মালিক। বুদ্ধবাবুর ফার্সট টার্মে, যখন জম্বুদ্বীপ নিয়ে জলঘোলা হচ্ছিল, তখন বুদ্ধবাবুরা কুলপীতে ডীপ সী পোর্ট তৈরীর জন্য উঠে পড়ে লাগেন। ( লিঙ্ক চাইলে নিজে খুঁজুন, পাবেন)। কুলপী আদতে সী পোর্টের উপযুক্ত নয়। তাই আমার সন্দেহ জেগেছিল। তখন খোঁজ করে জানতে পারি - ও সব পোর্ট ফোর্ট বাজে কথা। ওখানে ধীরে ধীরে আলাং স্টাইলে একটি শিপব্রেকিং জোন তৈরী করাই হচ্চে বুদ্ধবাবুদের উদ্দেশ্য। এ ব্যাপারে বীরেন জে শাহের পুত্রের সঙ্গে বুদ্ধবাবুরা একটা চুক্তিও করেছিলেন - একটি 'শিপবিল্ডিং' ইয়ার্ড বানানোর। আনন্দবাজার সে খবর কভারও করেছিল। একটু খুঁজে দেখে নেবেন। ওটা পরে কোন অজুহাত দেখিয়ে বিল্ডিং এর বদলে ব্রেকিং ইয়ার্ডে পরিনত হত। ঠিক যেভাবে সঞ্জয় গান্ধীর জনতার গাড়ী -মারুতি তৈরীর কারখানা আজ শ্রমিক জনতাকে হিসির জন্য তিন মিনিট এবং দেরী করলে গালাগালি দেয়। কবে যে মারুতি --- শুধু সুজুকি হয়ে গেল আর কবেই যে জনসাধারনের গাড়ীর বদলে ডিজায়ার আর এস এক্স ফোর তৈরী হতে লাগল তার দিনক্ষন আমরা কেউ ঠিক বলতে পারব না। চালু হলে বিরেন শাহার ছেলের কারখানাও একদিন ঠিক এভাবেই ব্রেকিং ইয়ার্ড হয়ে যেত। বুদ্ধবাবুরাই তাদের ডেকে এনেছিলেন।

    আরও একটা কথা। কলকাতার ট্রাম তার বডি তৈরীর জন্য যত লোহা কেনে তার বেশীভাগটাই আলাং এ জাহাজ কাটা লোহার পাত। বীরেনবাবুরা লোহা বেচেও থাকেন। Mukand Steel এই লোহা বেচে। বীরেন শাহের এই উইকি পেজ টা একটু দেখবেন -http://en.wikipedia.org/wiki/Viren_J._Shah
    আর mukand steel এ দেখবেন ওনার দুই ছেলে ডিরেক্টর।
    ভাববেন না বুদ্ধবাবুকে বা সিপিয়েমকে দোষ দিচ্ছি। কয়েকটা আমার নিজের চোখে দেখা ফ্যাক্ট বললাম কেবল।

    আপনার দেওয়া আলাং এর পিডিএফ টার চেয়ে ওখানের শ্রমিকদের বাস্তব অবস্থা অনেক বেশী ভয়ঙ্কর, আমার নিজের চোখে দেখা।
  • a | 75.204.229.11 | ২১ জুলাই ২০১২ ১৯:৩৩567023
  • কেলোবাবুর বোধহয় গাড়ি মার্কেট সম্পর্কে সম্যক ধারণা নেই। নইলে মারুতি সাধারনের জন্যে গাড়ি বানানো ছেড়ে দিয়েছে, এই রকম বাতুল মন্তব্য করতে পারতেন না।
    তা যাই হোক, ওনার "জনসাধারনের গাড়ি"র ডেফিনেশনটা শুনতে আগ্রহী হয়ে রইলুম।

    এই আন্দোলন আরো একবার ট্রেড ইউনিয়ন আন্দোলন, তার প্রতিকূলতা আর পথ নিয়ে প্রশ্ন তুলছে, আর আমরা প্রত্যেকে, সচেতনে বা অবচেতনে, জাস্ট নিজের নিজের রাজনৈতিক অবস্থান থেকে তার সপক্ষে বিপক্ষে কথা বলছি।
  • প্পন | 132.252.231.8 | ২১ জুলাই ২০১২ ১৯:৪২567024
  • মারুতি সুজুকি অল্টো, ওমনি, ইকো এই তিনটের বেস ভার্সনের দাম তো তিন লাখের কম বা কাছাকাছি। এস্টিলো আর ওয়াগন-আর আরেকটু বেশি।

    নতুন মারুতি ৮০০ লঞ্চ করার কথা হচ্ছিল, রিসেন্ট ডামাডোলে সেইটা বোধহয় এখন পিছিয়ে যাবে।

    এর সাথে যদি নিজেদের মার্কেট শেয়ার ধরে রাখতে অন্যান্য সেগমেন্টেও গাড়ি বার করে তো আপত্তিটা কীসের?
  • maximin | 69.93.196.251 | ২১ জুলাই ২০১২ ১৯:৪৬567025
  • এখন যা বলবে ডিফেন্ডিং ক্রাইমের মত শোনাবে। আগুন বাদ দিলাম, অদিসারদের মেরে হাড় ভেঙ্গে দেওয়াটা মালিকের ভাড়া করা গুন্ডারা করেছে, 'ওয়ার্কার'রা করে নি, এটা দাঁড় করানো যাবে না, যতই কেন না ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দ্বারা তদন্ত হোক। তাছাড়া সহকর্মীরা যেমন বাঁচায় নি, ওয়ার্কার-রাও বাঁচায় নি। পরিশেষে বলি, অফিসাররাও কর্মচারী। সর্বভারতীয় ট্রেড ইউনিয়নরা সকল স্তরের কর্মচারীদের প্রতিনিধি।
  • maximin | 69.93.196.251 | ২১ জুলাই ২০১২ ১৯:৪৭567026
  • *অফিসারদের
  • maximin | 69.93.196.251 | ২১ জুলাই ২০১২ ১৯:৫৯567027
  • আমার ওপরের মন্তব্যের প্রসঙ্গ -- 'পিটিশন ড্রাফট হবে, বিবৃতি আসবে'।
  • pi | 82.83.90.116 | ২১ জুলাই ২০১২ ২০:৩৩567028
  • গুরুদাস দাশগুপ্তও দেখলাম এটা মালিকপক্ষের করানো, এমন বলছেন না। তবে, ঘটনা এদিকে যাবার জন্য মালিকদের দয়ী করেছেন। আগে ম্যানেজমেন্টের প্রাইভেট গার্ড একজন স্রমিককে হত্যা করেছিলেন, তাই নিয়ে কোন অ্যাকশন নেওয়া হয়নি , জানালেন। কিন্তু একটা অন্যায় দিয়ে কি আরেকটা অন্যায় জাস্টিফায়েড হয়?

    ওঁর আরেকটা কথা একটু কানে লাগলো, ভারতের মত ডেমোক্রেসিতে ডিসিপ্লিন সম্ভব নয়। Democracy and discipline run concurrently

    ওঁর ইন্টারভ্যু ঃhttp://www.firstpost.com/india/violence-in-manesar-due-to-marutis-suppressive-behaviour-384165.html

    যাইহোক, আজকের সভায় কী হল, জানতে চাই।
  • bb | 127.195.182.17 | ২১ জুলাই ২০১২ ২১:২৭567029
  • ভাই কেলো - Mukund Steel খুব বড় গ্রুপ ইস্পাত শিল্পে- বহুদিন আছে আর বীরেন শাহের কোম্পানি এটা অনেকেই জানেন।
    ইস্স্পাত শিল্পে দু-ধরণের কোম্পানী হয়- এক ধরণের কোম্পানী আছে যারা আয়রণ ওর ব্যবহার করে আর অন্যেরা recycled ইস্পাত থেকে করে, মুকুন্দ ও এই ধরণের এক কোম্পানী।
    কিন্তু বাকিটা আপনার অনুমান আর তার উপর ভিত্তি করে আপনি অভিযোগ ও করে ফেল্লেন । এগুলো কি বিরোধিতার জন্য বিরোধিতা?
  • কল্লোল | 125.184.12.125 | ২২ জুলাই ২০১২ ০৭:২৯566597
  • বিবি।
    কুলপি বন্দর সংক্রান্ত তথ্য। ৪ জুলাই ২০১১।
    http://www.business-standard.com/india/news/kulpi-port-project-to-see-green-light-soon/441364/
    এতে লিখছে, এই প্রকল্পটি মুকুন্দ ও কেভেন্টার একসাথে ভেবেছিলো, ১৯৯৪ সালে।
    কেলো খুব ভুল কিছু বলেনি।
  • h | 127.194.230.50 | ২২ জুলাই ২০১২ ০৮:২৮566598
  • সংগঠিত শ্রমিক দের বাংশ দেওয়ার জন্য অসংগঠিত শ্রমিক আনা একটি প্রাচীন মালিক পক্ষীয় পদ্ধতি। এটাতে ম্যাক্সিমিন দি র এতো অবাক লাগছে কেন বুঝলাম না।

    ওয়েজ যাতে না বাড়ে তার জন্য এটা করা হয়। বেশি সংখ্যক কম দক্ষ শ্রমিক দের একটা দেশে বা ইন্ডাস্ট্রি তে ঢুকতে দেওয়ার যে লজিক এটাও সেই লজিক।

    ট্রেড ইউনিয়ন আন্দোলন এর একটা দিক হল, মিলাবে মিলিবে কেসটা গ্যাস দিয়ে করা একটু চাপের, কারণ একটা ইউনিয়ন একটা ট্রেড দিয়েই ডিফাইন্ড। একটা সংস্থায়, কর্মচারী আর অফিসার দের আলাদা ইউনিয়ন খুব আনকম্ন নয়, গেজেটেড দের ইউনিয়ন আর নন-গেজেটেড দের ইউনিয়ন যে রকম নতুন কিসু না।

    কন্ট্রাক্ট লেবার আর সংগঠিত লেবার এর মধ্যে মারামারি লাগানো খুব সোজা, এটা বহুদিন ধরে ভারতের সর্বত্র হয়ে আসছে।

    আর শ্রমিক দের একটাই ইউনিয়ন থাকুক, এই দাবী মালিক পক্ষ তখনি করেন, যখন সেই নেতৃত্বের কোরাপটিবিলিটি সমপর্কে বা তাকে নিয়ন্ত্রন করার সম্ভাবনা সম্পর্কে তাঁর আত্মবিশ্বাস বেশ উঁচু জায়্গায় থাকে ;-)

    উল্টো দিকে ট্রেড ইউনিয়ন নেতৃত্ত্ব যখন জয়েন্ট অ্যাকশন কমিটি গড়ে তখন হয় ট্রেড এর পার্থক্য বা পোলিটিকাল সেকটারিয়ানিজম এর পার্থক্য ম্যানেজ দেওয়ার জন্য বলে ঃ-)

    এই কেস এ নানারকম কনফিউজিং নারেটিভ মিডিয়ায় আসছে তার কারণ হল এদ্দিন বড় মিডিয়া বলে এসেছে, পোলিটিকাল ইনটারভেনসন এর কারণে শ্রমিক ভাই খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এইবার সেটা বলতে পারছে না তাই শ্রমিক এর aspiration কেও দোষ দিচ্ছে সিরিয়াস অ্যানালিসিস নামাতে গিয়ে, অথচ আমরা সকলেই জানি এইচ আর বার খাওয়ানোর সময়ে সকলকে aspirational হোতে বলে, নইলে ক্যাপিটালিস্ট মেরিটোক্রাসির স্বপ্ন টা টেঁকানো মুশকিল ;-)
    মিডিয়া কনফিউজ্ড হয়ে গেছে। ইকোনোমিক টাইম্স এ শ্রমিক বিরোধী কথা বলা যতটা সহজ, টাইম্স অফ ইন্ডিয়া বা দৈনিক ভাস্কর এ ততটাঅ নয়;-)
  • pi | 82.83.90.116 | ২২ জুলাই ২০১২ ০৯:২১566599
  • ইউনিয়নের লিডাররা কি ওটা মিন করতে চেয়েছিলেন, যে মালিকেরা অসংগঠিত শ্রমিকেরদের লেলিয়ে দিয়েছিল ?

    যাগ্গে অন্য একটা প্রশ্ন করি। এই অ্যাসপিরেশন প্রসঙ্গে। শুধু তো এই কর্পোরেট ইন্ডাস্ট্রি ই নয়, সরকারি ক্ষেত্রেও তো এই বৈষম্য টা ভীষণভাবে আছে, ষষ্ঠ পে কমিশনে আরো বেড়েছে। কাজ বা মিনিমাম ওয়েজ ঠিকঠাক দিতে না পারাই শুধু নয়, সেগুলো ঠিকঠাক হলেও সরকরি ভাবে ধার্য করা মিনিমাম ওয়েজেও সে বৈষম্য খুব প্রকট।

    বিহারে অসংগঠির ক্ষেত্রের শ্রমিকদের একটা ইউনিয়ন কিছুদিন আগে এইটা নিয়ে কিছু দাবী দাওয়া জানাচ্ছিল ঃ
    'It was clear that the poor, marginalised, landless workers of Araria were working for a government which was too poor to give them work or wages on time but just rich enough to implement the Sixth Pay Commission for it’s employees, making wages of one principal secretary over 1,00,000 rupees a month, about 3300 rupees a day as against the wage of 144 for unskilled manual labour...'

    সরকারি ভাবে এটাকে বাড়ানো হলে তবেই তো ইন্ডাস্ট্রি গুলোতেও সেগুলো এনফোর্স করার চেষ্টা করা যায়।
  • pi | 82.83.90.116 | ২২ জুলাই ২০১২ ১০:৪৩566600
  • আজ ইকনমিক টাইমসের এই ঘটনার চারটে কারণের পিছনে 'রিটার্ন অব দ্য রেড ফ্ল্যাগ ' বলে দিয়েছে। আরেকটা হল, 'ইয়ং রেস্টলেস ওয়ার্কার'।

    আর ওয়েজ ইত্যাদি ব্যাপারে কে বলছে ?

    Leaner, Meaner Pressures

    The challenges of running manufacturing outfits have surged. Costs and wages have increased and sales are poor & volatile. Doing business is difficult. Doing profitable business is even more difficult. Every company is figuring out ways to bring down costs and improve productivity. Most have contract labour to bring in flexibility and reduce costs. At Maruti's Manesar factory, 40% workers are on contract and their salary could be half of the regular workers. Maruti is among the better pay masters.

    Amid all this, competitive intensity in the marketplace for Maruti has never been as severe. Being a volume player, the only way for it to survive and flourish is to churn out more and more cars. All this has translated into relentless pressure to improve productivity and margins at all levels. For Maruti, this pressure is particularly high. Not surprisingly, the Manesar plant, that churns out two top-selling models in the Maruti stable — Swift and Dzire — is at the heart of all the strife.

    ঃ)
  • h | 127.194.245.134 | ২২ জুলাই ২০১২ ১১:০৬566601
  • আজ টেলিগ্রাফের বিজনেস পেজ এর খবর হল, মারুতি প্রোডাকশন গুজরাটে সরাচ্ছে না, তবে লক আউট করছে মানেসর এ।

    মিডিয়ার 'কনফিউসন' এর কথা বলছিলাম। রাষ্ট্রায়ত্ত্ব শিল্পে সরকারের অনাগ্রহ ও ডাইভেসটমেন্টে র পলিসি শুরু হওয়ার পর থেকে বড় মিডিয়া গুলোর একটা ন্যারেটিভ স্ট্যান্ডার্ডাইজড হয়েছিল, অমুকের থেকে গুজরাট ভালো, তমুকের থেকে তামিলনাদু বা হায়্দেরাবাদ ভালো ইত্যাদি।

    এবং সেই অনুযায়ী ক্যালাকেলির পরের দিন ই এন ডি টি ভি একটি বিরাট এক থেকে দশ ফ্যাক্ট ছাপায় ওয়েবসাইটে, আশাকরি আপনাদের নজরে এসেছে, তাতে মূল গল্প ছিল যে হরিয়ানা র ক্ষতি হল গুজরাতের লাভ, কারণ সুইফ্ট এর কোন একটা বহু বিক্রিত ভারসন এইবার গুজরাতে চলে যাবে হরিয়ানা থেকে।
    আমার একটু খটকা লেগেছিল। এই রকম বিশ্বস্ত সরকার, কেলিয়ে পাট করে দেয় যে কোনো সমাবেশ কে, শ্রমিক সমাবেশ তো ছেড়েই দেন, প্লাস আমরা এই বড় মিডিয়ার ন্যারেটিভ এই শুনে এসেছি, জমি সমস্যা নেই, কারণ বড় চাষীরা জমি ছেড়ে শিল্পোন্নয়নে আগ্রহী, একরে বাইশ লাখ গোছের একটা দাম আমরা সিঙ্গুর বিতর্কের সময়ে শুনেওছি, এই আর্গুমেন্ট এর সময়ে যে এই তো ব্যবসায়ী রা বড় চাষীদের প্রগতি শীল অংশের সংগে কেমন সুন্দর নিজে নিজে সরকারের ইনটারভেনসন ছাড়াই নেগোশিয়েট করছেন। ইত্যাদি।
    এই পরিস্থিতিতে কারখানা র একটা বড় ইউনিট সরে যাবে?
    তো আজ খবর হল মারুতি ঘোষণা করেছেন সরছে না, কিছুদিন বন্ধ থাকছে। ইউনিয়ন লিডারশিপ বরখাস্ত বা প্রসিকিউটেড হলেই আমার ধারণা খুলে যাবে, প্লাস কিছু ক্যাজুয়াল পোস্ট ও বেড়ে যাবে, যদিও ক্যাজুয়াল লেবার কয়েকজনের মাইনে একটু বাড়লে আশচর্য্য কিছু নয়, ট্রেনিং ও হতে পারে, তবে তারা ক্যাজুয়াল কন্ট্রাক্ট বেস্ড ই থাকবে। তারা যথাযথ ভাবে aspirational থাকলেও হলো, হিংসে মূলক aspirational না হলেই হল ঃ-)
    কনফিউসন ব্যাপক হয়েছে এই কারণে , যে ইউনিয়ন পোলিটিকাল পার্টির সঙ্গে যুক্ত না থেকেও, সরকার ক্যালানো তে সর্বতো সহযোগিতা করা সত্ত্বেও, মাইরি discontent বিচিত্র বস্তু, ঠিক aspiration এর মতই, গোপন থাকতে থাকতে হঠাৎ হঠাৎ জাত পাতের মত আনরিলেটেড কারণে চাগিয়ে উঠছে।
    হিলারিয়াস।
  • h | 127.194.245.134 | ২২ জুলাই ২০১২ ১১:১০566602
  • এর পরে হাইট হবে যদি এথনিসিটি বা জাত ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন ইউনিয়ন তৈরি হয়, পাহাড়ের চা বাগানের মত, তাইলেই ষোল কলা পূর্ণ হয়।
  • h | 127.194.245.134 | ২২ জুলাই ২০১২ ১১:২২566603
  • ওভার টাইম যদি দেখা যায়, আজ ৪০% আছে ক্যাজুয়াল, আগে তা ছিল না, ভবিষ্যতে আরো বাড়বে। বিজনেস এর তৈরি করা ওয়ার্ক কন্ডিশন এবং তার ক্যাজুয়ালাইজেশন বাড়ানোর ইচ্ছে এই গুলো সমস্যার মূলে না জাতপাত/ চড় মারা/ আরোপিত লুম্পেন গিরি ইত্যাদি সমস্যার মূলে সেইটা অবশ্য কে বলবে। বিজনেস কমিউনিটি ইনভেস্টর কমিউনিটি র জন্য তৈরি কাগজ ইকোনোমিক টাইম্স তবু ইকোনোমিক টার্ম্স এ কথা বার্তা বলতে চায়, কারণ তাহলে ইকোনোমিক ক্লাইমেট এর বিভিন্ন সমস্যা কে বিভিন্ন এইচ আর পলিসি আর নতুন নতুন ওয়ার্ক কন্ডিশন এর জাস্টিফিকেশন তৈরি করতে তার সুবিধে হয়।
    মুশকিল হল মূলত পোলিটিকাল নিউজ বিক্রি করা মাস সার্কুলেশন এর উপরে নির্ভরশীল মিডিয়ার, তাকে পোলিটিকাল অ্যাংগল খেলতেই হয়, তাই এই সব আজে বাজে অ্যানালিসিস।
  • h | 127.194.245.134 | ২২ জুলাই ২০১২ ১১:২৫566604
  • অর্থাৎ এই কেস এ ইকোনোমিক টাইম্স এর অ্যানালিসিস এন ডি টিভি র অ্যানালিসিস এর থেকে ভালো। তবে এটা মেলাবে মিলিবে হয়ে যাবে ইউনিয়নাইজেশন এর বিরুদ্ধে, ইন ফ্যাক্ট ইকোনোমিক টাইম্স এর হেড লাইন টাই তার ইংগিত।
  • ranjan roy | 24.99.252.143 | ২২ জুলাই ২০১২ ১২:১৬566605
  • হনুকে ক।
    কিন্তু এই লার্জার পিকচারে হারিয়ে যাবে অবনীশ দেব নামে এইচ আর ম্যানেজারের মৃত্যু। ম্যানেজমেন্টের কাছে এটি একটি দুঃখজনক কিন্তু কোল্যাটারাল ড্যামেজ মাত্র।
  • bb | 24.96.83.113 | ২২ জুলাই ২০১২ ১২:৩৪566606
  • রজ্ঞন দা- এটা কোলাট্যারেক ড্যামেজ কেন। এই ভ্দ্রলোকের মৃত্যু বিরাট ক্ষতি।

    কল্লোলদা আমি কুলপী বন্দর জানি আর ক্যাভেন্টারের গল্পটাও জানি। কিন্তু শিপ বিল্ডিংকে পরে শিপ ব্রেকিং করে দেওয়া হবে এটা ওনার কল্পনা বলেছি। আর আপনি নিশ্চয় জানেন ক্যাভেন্টার অ্যাগ্রো এখনও ব্যব্সা করছে। শিল্পপতি মানেই মিথ্যুক এই ভাব্নাটাকে আমি প্রশ্ন করছি। তিনি ব্যবসা করতে আসছেন মুনফা করবেন। সেটা সৎ পথে হলে আর আইনী হলে মিথ্যা ভয় খাওয়ার কারণ নেই।
    আজকের যুগে আমাদের মত লোককে বাজারে রুটি দেয় এই সব শিল্পপতিরাই, তাই অয্থা তাদের নিয়ে এই ভীতির আমি কোন মানে দেখিনা।
  • h | 127.194.236.27 | ২২ জুলাই ২০১২ ১৫:৫৮566608
  • রঞ্জন দা হ্যাঁ, ভদ্রলোকের মৃত্যু র ব্যাপারটা খুব খারাপ হয়েছে এবং এইটা সকলেই বুঝতে পারছে , শ্রমিকেরা ইন্ডিভিজুয়ালি এবং অর্গানাইজেশনালি কি ঝাড় খাবে, ইরেস্পেকটিভ অফ ইন্ডিভিজুআল বিহেভিওর রেকর্ডঃ-)
  • bv | 94.235.72.57 | ২২ জুলাই ২০১২ ১৬:৪৭566609
  • সিপিএমের কিছু সমর্থকের শিল্পপতিপ্রেম ও পুলিশপ্রেম চোখে পড়ার মতো। কাকু কি ছিলেন, আর হইয়াছেন!
  • kc | 204.126.37.78 | ২২ জুলাই ২০১২ ১৭:০৮566610
  • ঃ-)
  • maximin | 69.93.201.25 | ২২ জুলাই ২০১২ ১৭:৫০566611
  • @এইচ সংগঠিত শ্রমিক দের বাংশ দেওয়ার জন্য অসংগঠিত শ্রমিক আনা একটি প্রাচীন মালিক পক্ষীয় পদ্ধতি। এটাতে ম্যাক্সিমিন দি র এতো অবাক লাগছে কেন তা আপনি বোঝেন নি। লোকজনকে এতটা আন্ডারেস্টিমেট করেন কেন যে! এটাতে আমার অবাক লাগে নি। আমার যেটায় খারাপ লেগেছিল তা হল -- মারুতি কোম্পানির এমপ্লয়িদের একটা বাড়িতে ১৫০ জন ঘর ভাড়া নিয়ে থাকা।
  • bb | 127.195.189.57 | ২২ জুলাই ২০১২ ১৮:১৭566612
  • @bv আমি গত ২০ বৎসর প্রাইভেটেই কাজ করি আর সেই সুত্রে যা দেখেছি তাই লিখেছি, এর সঙ্গে সিপিএম এর কোন সম্পর্কই নেই।
    আবার অন্যদিকে রঞ্জনদা বা কল্লোলদা তাদের experience এর ভিত্তিতে লেখেন।
  • maximin | 69.93.201.25 | ২২ জুলাই ২০১২ ১৮:২০566613
  • পাই 'ইউনিয়নের লিডাররা কি ওটা মিন করতে চেয়েছিলেন, যে মালিকেরা অসংগঠিত শ্রমিকেরদের লেলিয়ে দিয়েছিল?'

    না ইউনিয়ন লীডাররা বলেছে ভাড়া করা গুন্ডাদের ওয়ার্কারদের ওপরে লেলিয়ে দেওয়া হয়েছিল। মনে হয় ঠিকই বলেছে। মালিকরা এটা করেই থাকে। তবে যতদূর মনে হয়, ওয়ার্কারদের মধ্যেও প্রচুর মিলিট্যান্ট লোক ছিল। তাদের মধ্যে কন্ট্র্যাক্ট লেবারারও ছিল নিশ্চয়ই।
  • bv | 94.235.72.57 | ২২ জুলাই ২০১২ ১৮:৩৭566614
  • তা তো বটেই। তবে সিপিএমের কণ্ঠেও যদি কেবল এই অভিজ্ঞতার স্বর বাজতে থাকে, তাহলে খোলনলচে পাল্টে ফেলা দরকার। প্রথমেই নামটা।
  • maximin | 69.93.201.25 | ২২ জুলাই ২০১২ ১৮:৪৭566615
  • বিহারে ক্যাবিনেট সেক্রেটারির মাইনে মাসে ১০ লক্ষ টাকা? :D :D
  • maximin | 69.93.201.25 | ২২ জুলাই ২০১২ ১৮:৫৩566616
  • নাঃ আমারই ভুল। এখানে মাইনে নিয়ে আগে যেসমস্ত আলোচনা হয়েছে সেগুলো পড়ার কুফল।
  • ranjan roy | 24.96.136.46 | ২২ জুলাই ২০১২ ১৯:১৯566617
  • কি করা যাবে bv, শ্রমিক প্রেম মানে যদি মাই-কান্ট্রি-রাইট-অর-রং অ্যাটিচুড নিই, তাহলে আমি নাচার।
    কারণ এই ব্যব্স্থায় শিল্পপতি-শ্রমিক দুইই থাকবে যে! আমি চাই বা না চাই।
    মার্কস সায়েব যে ইউনিটি অব টু অপোজিট ও বলে গেছেন, কন্ট্রাডিক্শন তো বটেই। আর জেনুইন আন্দোলনকে উগ্রবাদী শ্রমিক-দরদী শ্লোগানের আড়ালে সব তছনছ করে সংগঠন ভেঙে দিয়ে আখেরে মালিকপক্ষের লাভ করাতেও দেখেছি। তারপর কর্মচারিদের ভয় কাটিয়ে সংগঠনের সাথে যুক্ত করতে এক দশক লেগে গেল।
  • PT | 213.110.243.23 | ২২ জুলাই ২০১২ ১৯:২১566619
  • কেলোঃ
    আপনাকে ধন্যবাদ। আরো অনেক আগে bbc এই জাহাজ-কাটা নিয়ে ডকু করেছিল-বোধহয় ৮০-র দশকের মাঝামাঝি। আর তক্কে যেতে চাই না - কিন্তু "কি হইলে কি হইত" তা নিয়ে বোধহয় অগ্রিম কিছু বলে না ফেলাই ভাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন