এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৪৬৮৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.63.84.228 | ০৮ মার্চ ২০১৫ ১০:৩৭580959
  • আধুলি উবাচ - "নাগাল্যান্ড এর ঘটনার পরে কেও কি ক্লেম করেছে ধর্ষণ বন্ধ হবে ? "
    এই যে ক্লেমগুলো - পাই অবশ্য আগেই দিয়েছে, তবু, রেডি রেফারেন্সের জন্য। অবশ্য এর অনেকগুলো নাগাল্যান্ডের ঘটনার আগেই করা।

    ১) পাব্লিক ফাঁসিই হোক তবে। অন্তত তার ছটফটানি দেখলে কিছু ভবিষ্যত রেপিস্টের হাত পা ঠান্ডা হবে
    ২) এখনো কি আপনাদের মনে হয় না যে এই অপরাধীগুলোকে বিভৎসতম শাস্তি দেওয়া উচিত? মনে হয় না এদের দিল্লীর রামলীলা ময়দানে খুঁটির সাথে বেঁধে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা উচিত। আর সেটা সারা দেশে লাইভ টেলিকাস্ট করা উচিত।
    ৩) আমি মানবিক হতে চাই না । আমি রাম সিং দের তিলে তিলে যন্ত্রনা দায়ক মৃত্যু দেখতে দেখতে উল্লাস করতে চাই। আর ধর্ষক দের চোখে ভয় আতঙ্ক দেখতে চাই। আর মানবতাবাদী দের বলতে চাই মেয়েটার সুস্থ জীবন কি ওরা ফেরত দিতে পারবে ? না পারলে ফোট্ বে
    ৪) এদের জেন্ডার চেঞ্জ করে পতিতা পল্লীতে চালান করা হোক ।
    রোজ রাতে ধর্ষিত হোক।
    ৫) আর হ্যাঁ কল্লোলদা - আমি কোনো রাগ থেকে লিখছি না। বারবার রাগের কথা আসছে কেন? আমি একটা সমাধানের আশা করছি। আজ একটা মশা নাকের সামনে উড়লে ্যেমন আকটা চাপড় মেরে শেষ করব, রামসিং বা ওর সঙ্গিরা আমার সামনে এলে,ঠিক সেইরকম ভাবলেশহীন ভাবেই আমি ওর গায়ে কেরোসিন ঢেলে দেশলাই জ্বেলে দেব, বা মুখের ওপর অিদ এর বোতল উপূড় করে দেব, একটুও রাগ হবে না, প্রেসার বাড়বে না । আপনার সাথে গল্প করতে করতেই করতে পারি। অকারণ রাগ নিয়ে ভাবছেন কেন কে জানে।
  • shatadal | 72.210.74.137 | ০৮ মার্চ ২০১৫ ১০:৩৯580960
  • আপনারা এত মারামারি করেন কি করে? একেবারে তুই আমারে কুত্তো কয়েছিলি স্টাইল।

    আপনাদের এই ভারত-পাকিস্তান যুদ্ধ দেখলে মনে হয় না আপনারা বন্ধু। কে ভারত কে পাকিস্তান সেটা নিয়ে কিছু বলছি না কিন্তু।
  • adhuli | 24.202.186.111 | ০৮ মার্চ ২০১৫ ১০:৪৯580961
  • আচ্ছা, একটা কথা জানতে পারলে ভালো হত যারা ফাঁসির die -হার্ড বিরোধী তাদের থেকে। নাম করছি না, ব্যক্তিগত হয়ে যাবে বলে, এখানে আমি অন্তত কাওকে ব্যক্তিগত ভাবে জানি না, শুধু এই ফোরাম এ লিখি মাঝে মাঝে, এত ভালো একটা প্লাটফর্ম আছে, সেটাই যথেষ্ট, সুতরাং কারোর সাথে ব্যক্তিগত বিরোধে গিয়ে আমার কোনো লাভ নেই। শুধু মাঝে মাঝে কটা পোষ্টের সুর বড্ড বেশি ব্যক্তিকেন্দ্রিক মনে হয়, যাই হোক।

    মুকেশ আর তার সঙ্গীদের আপনারা কি শুধু মাত্র ধর্ষক হিসেবে দেখেছেন, নাকি ধর্ষক এবং খুনি এক সাথে ? আপনারা কি শুধু ধর্ষণ-এর জন্য ফাঁসির বিরোধী, নাকি আপনারা চান ফাঁসি তুলে দেওয়া হোক যেকোনো অপরাধ এর জন্য-? এটা আগে পরিস্কার করে নিলে ভালো হয়। আমার নিজের স্ট্যান্ড তাও বলে দি আগে থেকে, আশা করি এটা পাল্টায় নি। যদিও পুরনো সব পোস্ট খুঁজে দেখার সময় আমার নেই।

    আমি মুকেশ দের মত অপরাধী, যারা, দল বেধে একটি মেয়েকে ভাবে নিদারুন ভাবে ধর্ষণ এবং খুন করতে পারে, আমি মনে করি তাদের ফাঁসি হওয়া উচিত। আমার কাছে সেটা সুশাসন। আইনে যা বলা আছে, সেটা দ্রুত বিচার না দিতে পারলে, আইন ব্যবস্থা অপ্রাসঙ্গিক হয়ে পরে। এর সাথে যেকোনো ধর্ষণ কে গোলাতে চাই না। সেটা পরিস্কার ভাবে বলে রাখি। বহু ধর্ষণ এর মামলা হয়, যেমন বিয়ের কথা বলে মেয়েটিকে exploit করা, অথবা ড্রাগ খাইয়ে রেপ। যেখানে মেয়েটি মারা যায় নি, অন্তত তার physical ক্ষতি হয় নি, সেখানে আইন তার পথে চলুক। সব ক্ষেত্রে ফাঁসি র কথা আসছে কোথা থেকে ? শুধু একটাই দাবি, বিচার যুগ যুগ ধরে না চলে দ্রুত শেষ হোক, সেটা শুধু ধর্ষণ নয়, সব অপরাধ-এর জন্য। কালকে নাগাল্যান্ড এ কাওকে পুড়িয়ে মারলে ধর্ষণ বন্ধ হবে না, এটা মনে হয় সবাই জানেন, চোখে আঙ্গুল না দিলেও হবে, কিন্তু এই যে মানুষ এর চাপা রাগের ভয়ঙ্কর বহি-প্রকাশ, এর মোকাবিলা করবেন কি ভাবে ? আজ অবধি এত গণহত্যা তে কজন এর শাস্তি হয়েছে-? সেটার জন্যেও তো আইনের শাসন দরকার ? ফাঁসি তুলে দাও, তুলে দাও বললে কি কালকে গণহত্যা বন্ধ হবে ? তাহলে নাগাল্যান্ড এর ঘটনা কে ধর্ষণ কমানোর ইয়ার্ড স্টিক হিসেবে দেখানোর কারণ কি ? বসে আছি করপান শাহ এর মামলায় কজন শাস্তি পায় শেষ অবধি দেখার জন্য।

    গণধর্ষণ একটা চূড়ান্ত অপরাধ এবং যেখানে মেয়েটি মারা যাচ্ছে, সেখানে আমি মনে করি রারেস্ট অফ রারে কেস এ খুনের সাজা দেওয়া উচিত। এটার সাথে প্যাশন ক্রাইম কে গোলালে হবে না, অনেক সময় সাধারণ মানুষ ক্রিমিনাল না হয়েও রাগের মাথায় খুন করে ফেলে, সেখানে- ও আইন চলুক তার পথে, ফাঁসি না যাবজীবন, সেটা নিয়ে তদন্ত হোক, যে সেটা হটাত ঘটে যাওয়া ঘটনা নাকি প্লান করে মুর্দার। সেই একই দাবি, বিচার শেষ হোক তারাতারি, ২০ বছর পরে নয়।

    আর মুকেশ বা কসভ দের মত লোকেদের দিয়ে বাসন মাজাতে আমার আপত্তি আছে, সেটাও বলে রাখি।
  • ranjan roy | 24.99.148.162 | ০৮ মার্চ ২০১৫ ১০:৫৮580962
  • আধুলি,
    ১)আপনার ওই বক্তব্যটি সঠিক। যখন জনতা প্রচলিত ন্যায় ব্যবস্থার প্রতি বিশ্বাস হারায় তখনই নিজের হাতে আইন তুলে নেয়, বর্বরতায় ফিরে যায়। ক্যাঙ্গারু কোর্ট ব্সায়।
    "এ টেল অফ টু সিটিজ" এর শেষ অধ্যায়ে সেই অমর বর্ণনাঃ
    গিলোটিনে একটা একটা করে কর্তিত মুন্ডু ঝুড়িতে গড়িয়ে পড়ছে আর মাদাম দেফার্জেরা উল বুনতে বুনতে সংখ্যা গুনছেন। এর "লাইভ টেলিকাস্ট" মনশ্চক্ষুতেই দেখতে পাই।

    ২) তাই নাগাল্যান্ডের কথা উঠছে বলে বিচলিত হবেন না।
    কারণ এই রিপোর্টটি এই টইয়ে প্রথম তোলা হয়েছিল-- জনতা কী চায় এমন দাবি করে।
    এখন দেখা যাচ্ছেঃ
    ক) মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলেনি।
    খ) সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মেয়েটি দু'দুবার ছেলেটির সঙ্গে হোটেলে ঢুকছে বেরোচ্ছে। দলের সঙ্গে নয়।
    গ) মব ফ্রেন্জির আরো একটা কারণ ছেলেটি নাকি বাংলাদেশের নাগরিক! দেখা গেল ওর বাবার সময় থেকেই ওরা স্থানীয় এবং ওদের দুই ছেলে ভারতীয় সৈন্যবাহিনীতে।
    অর্থাৎ আমাদের মনে যে সঞ্চিত স্টিরিওটাইপ তার সুযোগ নিয়ে পরিকল্পিত ক্যাম্পেন করে মব ভায়োলেন্স অর্গানাইজ করা সম্ভব।
    আরো তাজা উদাহরণ ঃ
    বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রামে প্রধানের মাকেই ডাইনি অপবাদ দিয়ে মারছে গাঁয়ের লোক। কেউ অসুখে পড়লেই সেই বুড়ির দোষ। শিবির-টিবির করেও কোন ফল হচ্ছে না।
    ঘ) পিস্তলধারী সেই জনগণের অনেককে দেখা যাচ্ছে লিঞ্চিং এর ফোটো তুলতে , অব্শ্যই সোশ্যাল নেটওয়ার্কে টেলিকাস্ট করে সম্ভাব্য রেপিস্টদের মনে ভয় জাগাতে।

    ৩) দিল্লির বার অ্যাসোসিয়েশন ওই উকিলদের শো-কজ নোটিস পাঠিয়েছে। ওরা দুজন অবশ্যই প্রত্যাশিত ভবে অবাক!
  • ranjan roy | 24.99.148.162 | ০৮ মার্চ ২০১৫ ১১:০৪580965
  • আধুলি,
    ১)আপনার ওই বক্তব্যটি সঠিক। যখন জনতা প্রচলিত ন্যায় ব্যবস্থার প্রতি বিশ্বাস হারায় তখনই নিজের হাতে আইন তুলে নেয়, বর্বরতায় ফিরে যায়। ক্যাঙ্গারু কোর্ট ব্সায়।
    "এ টেল অফ টু সিটিজ" এর শেষ অধ্যায়ে সেই অমর বর্ণনাঃ
    গিলোটিনে একটা একটা করে কর্তিত মুন্ডু ঝুড়িতে গড়িয়ে পড়ছে আর মাদাম দেফার্জেরা উল বুনতে বুনতে সংখ্যা গুনছেন। এর "লাইভ টেলিকাস্ট" মনশ্চক্ষুতেই দেখতে পাই।

    ২) তাই নাগাল্যান্ডের কথা উঠছে বলে বিচলিত হবেন না।
    কারণ এই রিপোর্টটি এই টইয়ে প্রথম তোলা হয়েছিল-- জনতা কী চায় এমন দাবি করে।
    এখন দেখা যাচ্ছেঃ
    ক) মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলেনি।
    খ) সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মেয়েটি দু'দুবার ছেলেটির সঙ্গে হোটেলে ঢুকছে বেরোচ্ছে। দলের সঙ্গে নয়।
    গ) মব ফ্রেন্জির আরো একটা কারণ ছেলেটি নাকি বাংলাদেশের নাগরিক! দেখা গেল ওর বাবার সময় থেকেই ওরা স্থানীয় এবং ওদের দুই ছেলে ভারতীয় সৈন্যবাহিনীতে।
    অর্থাৎ আমাদের মনে যে সঞ্চিত স্টিরিওটাইপ তার সুযোগ নিয়ে পরিকল্পিত ক্যাম্পেন করে মব ভায়োলেন্স অর্গানাইজ করা সম্ভব।
    আরো তাজা উদাহরণ ঃ
    বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রামে প্রধানের মাকেই ডাইনি অপবাদ দিয়ে মারছে গাঁয়ের লোক। কেউ অসুখে পড়লেই সেই বুড়ির দোষ। শিবির-টিবির করেও কোন ফল হচ্ছে না।
    ঘ) পিস্তলধারী সেই জনগণের অনেককে দেখা যাচ্ছে লিঞ্চিং এর ফোটো তুলতে , অব্শ্যই সোশ্যাল নেটওয়ার্কে টেলিকাস্ট করে সম্ভাব্য রেপিস্টদের মনে ভয় জাগাতে।

    ৩) দিল্লির বার অ্যাসোসিয়েশন ওই উকিলদের শো-কজ নোটিস পাঠিয়েছে। ওরা দুজন অবশ্যই প্রত্যাশিত ভবে অবাক!
  • ranjan roy | 24.99.148.162 | ০৮ মার্চ ২০১৫ ১১:০৪580964
  • আধুলি,
    ১)আপনার ওই বক্তব্যটি সঠিক। যখন জনতা প্রচলিত ন্যায় ব্যবস্থার প্রতি বিশ্বাস হারায় তখনই নিজের হাতে আইন তুলে নেয়, বর্বরতায় ফিরে যায়। ক্যাঙ্গারু কোর্ট ব্সায়।
    "এ টেল অফ টু সিটিজ" এর শেষ অধ্যায়ে সেই অমর বর্ণনাঃ
    গিলোটিনে একটা একটা করে কর্তিত মুন্ডু ঝুড়িতে গড়িয়ে পড়ছে আর মাদাম দেফার্জেরা উল বুনতে বুনতে সংখ্যা গুনছেন। এর "লাইভ টেলিকাস্ট" মনশ্চক্ষুতেই দেখতে পাই।

    ২) তাই নাগাল্যান্ডের কথা উঠছে বলে বিচলিত হবেন না।
    কারণ এই রিপোর্টটি এই টইয়ে প্রথম তোলা হয়েছিল-- জনতা কী চায় এমন দাবি করে।
    এখন দেখা যাচ্ছেঃ
    ক) মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলেনি।
    খ) সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মেয়েটি দু'দুবার ছেলেটির সঙ্গে হোটেলে ঢুকছে বেরোচ্ছে। দলের সঙ্গে নয়।
    গ) মব ফ্রেন্জির আরো একটা কারণ ছেলেটি নাকি বাংলাদেশের নাগরিক! দেখা গেল ওর বাবার সময় থেকেই ওরা স্থানীয় এবং ওদের দুই ছেলে ভারতীয় সৈন্যবাহিনীতে।
    অর্থাৎ আমাদের মনে যে সঞ্চিত স্টিরিওটাইপ তার সুযোগ নিয়ে পরিকল্পিত ক্যাম্পেন করে মব ভায়োলেন্স অর্গানাইজ করা সম্ভব।
    আরো তাজা উদাহরণ ঃ
    বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রামে প্রধানের মাকেই ডাইনি অপবাদ দিয়ে মারছে গাঁয়ের লোক। কেউ অসুখে পড়লেই সেই বুড়ির দোষ। শিবির-টিবির করেও কোন ফল হচ্ছে না।
    ঘ) পিস্তলধারী সেই জনগণের অনেককে দেখা যাচ্ছে লিঞ্চিং এর ফোটো তুলতে , অব্শ্যই সোশ্যাল নেটওয়ার্কে টেলিকাস্ট করে সম্ভাব্য রেপিস্টদের মনে ভয় জাগাতে।

    ৩) দিল্লির বার অ্যাসোসিয়েশন ওই উকিলদের শো-কজ নোটিস পাঠিয়েছে। ওরা দুজন অবশ্যই প্রত্যাশিত ভবে অবাক!
  • ranjan roy | 24.99.148.162 | ০৮ মার্চ ২০১৫ ১১:০৪580963
  • আধুলি,
    ১)আপনার ওই বক্তব্যটি সঠিক। যখন জনতা প্রচলিত ন্যায় ব্যবস্থার প্রতি বিশ্বাস হারায় তখনই নিজের হাতে আইন তুলে নেয়, বর্বরতায় ফিরে যায়। ক্যাঙ্গারু কোর্ট ব্সায়।
    "এ টেল অফ টু সিটিজ" এর শেষ অধ্যায়ে সেই অমর বর্ণনাঃ
    গিলোটিনে একটা একটা করে কর্তিত মুন্ডু ঝুড়িতে গড়িয়ে পড়ছে আর মাদাম দেফার্জেরা উল বুনতে বুনতে সংখ্যা গুনছেন। এর "লাইভ টেলিকাস্ট" মনশ্চক্ষুতেই দেখতে পাই।

    ২) তাই নাগাল্যান্ডের কথা উঠছে বলে বিচলিত হবেন না।
    কারণ এই রিপোর্টটি এই টইয়ে প্রথম তোলা হয়েছিল-- জনতা কী চায় এমন দাবি করে।
    এখন দেখা যাচ্ছেঃ
    ক) মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলেনি।
    খ) সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মেয়েটি দু'দুবার ছেলেটির সঙ্গে হোটেলে ঢুকছে বেরোচ্ছে। দলের সঙ্গে নয়।
    গ) মব ফ্রেন্জির আরো একটা কারণ ছেলেটি নাকি বাংলাদেশের নাগরিক! দেখা গেল ওর বাবার সময় থেকেই ওরা স্থানীয় এবং ওদের দুই ছেলে ভারতীয় সৈন্যবাহিনীতে।
    অর্থাৎ আমাদের মনে যে সঞ্চিত স্টিরিওটাইপ তার সুযোগ নিয়ে পরিকল্পিত ক্যাম্পেন করে মব ভায়োলেন্স অর্গানাইজ করা সম্ভব।
    আরো তাজা উদাহরণ ঃ
    বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রামে প্রধানের মাকেই ডাইনি অপবাদ দিয়ে মারছে গাঁয়ের লোক। কেউ অসুখে পড়লেই সেই বুড়ির দোষ। শিবির-টিবির করেও কোন ফল হচ্ছে না।
    ঘ) পিস্তলধারী সেই জনগণের অনেককে দেখা যাচ্ছে লিঞ্চিং এর ফোটো তুলতে , অব্শ্যই সোশ্যাল নেটওয়ার্কে টেলিকাস্ট করে সম্ভাব্য রেপিস্টদের মনে ভয় জাগাতে।

    ৩) দিল্লির বার অ্যাসোসিয়েশন ওই উকিলদের শো-কজ নোটিস পাঠিয়েছে। ওরা দুজন অবশ্যই প্রত্যাশিত ভবে অবাক!
  • কল্লোল | 125.185.150.56 | ০৮ মার্চ ২০১৫ ১১:১৩580966
  • আধুলি।
    আমি মৃত্যুদন্ডের বিরোধী। কোন অপরাধের শাস্তি মৃত্যুদন্ড হতে পারে না।
    আশা করি আমার অবস্থান পরিষ্কার।

    আপনি জানতে চেয়েছিলেন, adhuli IP Address : 24.202.186.111 (*) Date:08 Mar 2015 -- 09:36 AM
    সেই এক গোলাকৃতি ঘোরা চলছে এখনো ---!!!!! নাগাল্যান্ড এর ঘটনার পরে কেও কি ক্লেম করেছে ধর্ষণ বন্ধ হবে ?

    আমি Date:08 Mar 2015 -- 10:37 AM পোস্টে সেটা জানিয়েছি। আপনার প্রতিক্রিয়া জানতে পারলে ভালো হতো।

    স্চ। আপনি জানতে চেয়েছিলেন, Date:08 Mar 2015 -- 08:48 AM বারবার নাগাল্যান্ডের কথাটা আসছে কেন বুঝতে পারছি না - কেউ কি কোনো বক্তব্যে নাগাল্যান্ডের ঘটনাটা জাশ্তিফাই করার চেষ্টা করেছে?

    আমি Date:08 Mar 2015 -- 10:18 AM পোস্টে সেটার দেখিয়েছি যে আপনিই জাস্টিফাই করেছেন। সে ব্যাপারে আপনার প্রতিক্রিয়া জানতে পারলে ভালো হতো।
  • adhuli | 24.202.186.111 | ০৮ মার্চ ২০১৫ ১১:২৬580967
  • কল্লোল, আমার আরো একটা প্রশ্ন ছিল ? মুকেশ ও তার দলবলকে আপনারা কি শুধু ধর্ষক মনে করেন ? নাকি ধর্ষক এবং খুনি? আমি মনে করি এরা দুটোই। আর আপনার নিজের স্ট্যান্ড নিয়ে নিশ্চয় বিতর্ক হোক। আমি এটাই বলতে চাই, আজকের মাটি তে দাড়িয়ে আমাদের দেশে যা আইন আছে, এদের ঘৃণ্য অপরাধের বিচার, আজকের দিনে সেটার বেসিস এ হবে না কেন-? এমন তো নয় এদের কারোর ফাঁসি হলে আমার কোনো ব্যক্তিগত লাভ হবে। আমি সুধু আজকের দিনে আইনের শাসন ফেরাতে চাই, যতটা সম্ভভ। সেটার জন্য আপনার কোনো পরামর্শ থাকলে নিতে কোনো আপত্তি নেই, তবে সেটা বাস্তববাদী হওয়া দরকার, আগেই তো বলেছি কসভ বা মুকেশ দের দিয়ে বাসন মাজাতে আমার আপত্তি আছে।

    রঞ্জন-দা, এটা ১০০% সত্যি, আমাদের মনে যে চাপাব ক্ষোভ, তার সুযোগ নিয়ে পরিকল্পিত ক্যাম্পেন করে মব ভায়োলেন্স অর্গানাইজ করা সম্ভব। এবং আমার সব থেকে বড় ভয় সেটাই, আম আদমী পুরোপুরি আস্থা হারালে নিজের হাতে আইন তুলে নেবে। সেটা বন্ধ করার জন্যই আইনের শাসন ফেরানো দরকার।
  • sch | 113.42.159.136 | ০৮ মার্চ ২০১৫ ১১:৪৪580970
  • Name: sch

    IP Address : 233.223.131.253 (*) Date:07 Mar 2015 -- 08:51 AM

    নিজের যুক্তি প্রতিষ্ঠার জন্যে অন্যের মুখে ভুলভাল কথা না বসানোটাই মনে হয় ভালো। এখানে যে ক'টা পোস্ট আছে মৃত্যুদণ্ডের সপক্ষে, সেখানে কেউই মব লিঞ্চিং এর পক্ষে সওয়াল করে নি। কাজেই এই আলোচনায় নাগাল্যান্ডের রেফারেন্স বারবার আসছে কেন বুঝলাম না । ওই নাগা - অ নাগা বিরোধে এটা রেপের জায়গায় ডাকাতি হলেও একই ঘটনা ঘটতে পারত।

    মৃত্যুদণ্ড (সে ফাঁসি বা অন্য যা -ই হোক) রাষ্ট্রযন্ত্রের ব্যবস্থাতেই হতে হবে - কারণ তা না হলে কোনো ভয়ের কোনো কারণই ঘটবে না।
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    @কল্লোল দা মন হয় এই পোস্টে আমার অবস্থান খুব পরিষ্কার করে বলে দিয়েছি "মৃত্যুদণ্ড (সে ফাঁসি বা অন্য যা -ই হোক) রাষ্ট্রযন্ত্রের ব্যবস্থাতেই হতে হবে"। কোথাও কি বললাম মব লিনিচিং এর পক্ষে ???? যদি মাথা কেটে নিয়েও শাস্তি হয় সেটা রাষ্ট্র দেবে

    " এখানে যে ক'টা পোস্ট আছে মৃত্যুদণ্ডের সপক্ষে, সেখানে কেউই মব লিঞ্চিং এর পক্ষে সওয়াল করে নি। কাজেই এই আলোচনায় নাগাল্যান্ডের রেফারেন্স বারবার আসছে কেন বুঝলাম না । ওই নাগা - অ নাগা বিরোধে এটা রেপের জায়গায় ডাকাতি হলেও একই ঘটনা ঘটতে পারত।" - - এটাতে কি স্পষ্ট করে বললাম না যে আমি মব লিঞ্চিং এর ঘটনার বিরোধিতা করছি ?

    "আমি সত্যিই মনে করি না ফাঁসি এদের জন্য যথেষ্ট - তার থেকেও কোনো কঠিন শাস্তি দরকার।" - এটার মানে কিন্তু বলি নি "মব লিঞ্চিং" করতে হবে কোত্থাও বলি নি - কোত্থাও লিখি নি যে জনগণ হাতে আইন তুলে নেবে

    আপনি যেভাবে বার বার আমার মুখে কথা বসানোর চেষ্টা করছেন সেটা খুব বিরক্তিকর ।অন্যের কথা পড়ার মতো ধৈর্য না থাকলে ছেড়ে দিন, আলোচনা করবেন না ।

    @পাই - আগের প্যরাতেই উত্তর দিয়ে দিয়েছি - তাও আবার লিখছি যদি বুঝতে সুবিধা হয় -

    'মনে হয় এদের দিল্লীর রামলীলা ময়দানে খুঁটির সাথে বেঁধে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা উচিত। আর সেটা সারা দেশে লাইভ টেলিকাস্ট করা উচিত" -

    এই কাজটা মব করবে বলে ডিফাইন করি নি । আশাও করি নি । It should be done by the state. আদালত বৈধ ভাবে এই শাস্তি দেবে ? কেন? কারণ আগএই জানিয়েছি, তুলে দিলাম আবার

    Name: sch

    IP Address : 113.42.159.136 (*) Date:08 Mar 2015 -- 07:00 AM
    ............................................................
    একজন লোক একা একটি মেয়েকে সুযোগ পেয়ে ধর্ষণ করল - তারপর ধরা পড়ার ভয়ে তাকে খুনও করল, আর একদল লোক একটা মেয়েকে ধর্ষণ করে ছিড়েখুড়ে তার শরীরের ইন্টার্নাল অর্গান বের করে দিল কারণ মেয়েটি প্রতিবাদ করেছিল - এই দুয়ের শাস্তিই যদি ফাঁসি হয় মনে হয় না সেটাকে জাস্টিস বলা যাবে।
    -------------------------------------------------------------------------------------------------------------------
    দুটো অপরাধের ম্যাগনিচিউড আলাদা হলেও যদি শাস্তি একই হয় তাহলে তো লোকে বেশী ম্যাগনিচিউডের অপরাধ করবে।

    @রঞ্জন-দা, স্পেশিফিক টা আপনার জন্য না জেনারেল। আমার বোঝানোর অক্ষমতার জন্য ক্ষোমা চাইছি
  • pi | 127.194.4.213 | ০৮ মার্চ ২০১৫ ১২:৪১580971
  • এই বীভৎস, বর্বর শাস্তি গুলোতে রাষ্ট্রের বৈধতা দেওয়া হলে তাতে আরো বেশি আপত্তি জানিয়ে গেলাম। একটা বীভৎসতার উত্তর আরেকটা বীভৎসতা হতে পারে না বলেই মনে করি, আর তাতে বৈধতা দেওয়া খুব বিপজ্জনক মনে করি।
    মৃত্যুদণ্ডের বদলে এই শাস্তির দাবিও উঠেছে এখানে অনেকবার, তাতেও আপত্তি আছে।

    'ধর্ষণের শাস্তি হিসেবে পুরাকালে বোধহয় পুরুষাঙ্গ কর্তন ছিলো -- সেটাকেই আবার ফিরিয়ে আনলে হয় -- হসপিটালের বেডে শুইয়ে ভালোভাবেই নাহয় অপারেট করে দেওয়া হবে! '
    --
    'এই সব শুওরের বাচ্চাদের ধরে ধরে পুরুষাঙ্গ কেটে দেওয়া উচিৎ। কে জানি বললেন এই শাস্তি? একদম একমত।'
    ---

    'যৌন নির্যাতন যখন মেয়েদের 'উচিত শিক্ষা 'দেবার হাতিয়ার, তখন যার 'বলে' পুরুষ শ্রেষ্ঠ -সেটি কেটে দিলেই তো ল্যাটা চুকে যায়।
    এক্ষেত্রে শাস্তি হিসেবে পুরুষাঙ্গ টি কর্তন করে দেওয়া হোক।
    মরে গেলে তো হয়েই গেলো।'
    ---
    'কিন্তু ধর্ষণের এই অঙ্গহানির শাস্তি আমি সাপোর্ট করি -- একমাত্র এটা রুলে পরিণত হলেই এই নোংরা দেশটার কিছু হওয়া সম্ভব!'
    -->
  • pi | 127.194.4.213 | ০৮ মার্চ ২০১৫ ১২:৫৪580972
  • 'এই দুয়ের শাস্তিই যদি ফাঁসি হয় মনে হয় না সেটাকে জাস্টিস বলা যাবে। ।..
    দুটো অপরাধের ম্যাগনিচিউড আলাদা হলেও যদি শাস্তি একই হয় তাহলে তো লোকে বেশী ম্যাগনিচিউডের অপরাধ করবে।'

    -- এই যুক্তিটাই পুরো ফ্লড লাগে। আগেও বলেছি। লোকে ফাঁসি হবে, কিন্তু তেমন বীভৎস ভাবে মৃত্যু তো হবে না, তো তাতে আর কী এল গেল, এই ভেবে অপরাধ করে , নাকি ধরাই পড়বে না বা পড়লেও শাস্তি হবেনা, ছাড়া পেয়ে যাবে, এমন একটা পারসেপশন আছে বলে অপরাধ করার সাহস পায় ?
  • কল্লোল | 125.242.140.254 | ০৮ মার্চ ২০১৫ ১৩:৪৭580973
  • Name: adhuli IP Address : 24.202.186.111 (*) Date:08 Mar 2015 -- 11:26 AM
    কল্লোল, আমার আরো একটা প্রশ্ন ছিল ? মুকেশ ও তার দলবলকে আপনারা কি শুধু ধর্ষক মনে করেন ? নাকি ধর্ষক এবং খুনি?

    মুকেশরা ধর্ষণ করে খুন করেছে। এতো সত্য। তাই তারা ধর্ষক ও খুনী।

    আমি মনে করি মৃত্যুদন্ড আসলে আইনী খুন। আমি এর বিরোধী। কেউ কাউকে খুন করেছে বলে তাকেও খুন করতে হবে, এই চিন্তাটাই আমার কাছে আপত্তিকর।
    এছড়াও প্রচুর পয়েন্ট আছে, সে সব আগে এই সুতোয় আলোচনা হয়েছে, একটু দেখে নেবেন।
  • sch | 125.242.201.79 | ০৮ মার্চ ২০১৫ ১৩:৫১580974
  • পাই খুব বুদ্ধি করে কোটেশানগুলো তুলেছেন - যাতে স্বাভাবিকভাবেই মনে হয় এগুলো সবই আমার কোটেশান । তাই আমি কিছুটা সময় নষ্ট করে পুরোটা তুলে দিলাম । মহান মানুষেরা অনেকেই কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন - তবে মুস্কিল হল কেউই ব্যাপারটা নিয়ে pursue করেন নি পরে, আর ইউনিফর্মভাবে স্টেটমেন্ট দিয়ে যান নি। কেউ কেউ আবার অচেনা নিকে লিখেছেন
    --------------------------
    name: ম mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:19 Dec 2012 -- 11:06 PM

    যৌন নির্যাতন যখন মেয়েদের 'উচিত শিক্ষা 'দেবার হাতিয়ার, তখন যার 'বলে' পুরুষ শ্রেষ্ঠ -সেটি কেটে দিলেই তো ল্যাটা চুকে যায়।
    এক্ষেত্রে শাস্তি হিসেবে পুরুষাঙ্গ টি কর্তন করে দেওয়া হোক।
    মরে গেলে তো হয়েই গেলো।

    name: san mail: country:

    IP Address : 113.21.186.230 (*) Date:18 Dec 2012 -- 05:26 PM

    এসব খবর এতোদিনে জলভাত হয়ে যাবার কথা, কেন এখনও আদৌ বিচলিত হই কেজানে ! আপসেট লাগছে।

    এই সব শুওরের বাচ্চাদের ধরে ধরে পুরুষাঙ্গ কেটে দেওয়া উচিৎ। কে জানি বললেন এই শাস্তি? একদম একমত।

    name: de mail: country:

    IP Address : 190.149.51.69 (*) Date:18 Dec 2012 -- 05:51 PM

    কিন্তু ধর্ষণের এই অঙ্গহানির শাস্তি আমি সাপোর্ট করি -- একমাত্র এটা রুলে পরিণত হলেই এই নোংরা দেশটার কিছু হওয়া সম্ভব!

    name: de mail: country:

    IP Address : 190.149.51.68 (*) Date:18 Dec 2012 -- 02:41 PM

    ধর্ষক তো আর এই সমাজের বাইরে নয়! সারা দেশেই নারী ও তার সম্মান সম্বন্ধে যে অ্যাটিটিউড, তাতে এটাই স্বাভাবিক!

    Name: naaree

    IP Address : 116.218.61.157 (*) Date:22 Dec 2012 -- 06:53 PM

    এদের জেন্ডার চেঞ্জ করে পতিতা পল্লীতে চালান করা হোক ।
    রোজ রাতে ধর্ষিত হোক।

    Name: nagorik

    IP Address : 131.241.218.132 (*) Date:19 Dec 2012 -- 04:04 PM

    আমি মানবিক হতে চাই না । আমি রাম সিং দের তিলে তিলে যন্ত্রনা দায়ক মৃত্যু দেখতে দেখতে উল্লাস করতে চাই। আর ধর্ষক দের চোখে ভয় আতঙ্ক দেখতে চাই। আর মানবতাবাদী দের বলতে চাই মেয়েটার সুস্থ জীবন কি ওরা ফেরত দিতে পারবে ? না পারলে ফোট্ বে

    name: de mail: country:

    IP Address : 190.149.51.68 (*) Date:18 Dec 2012 -- 02:41 PM

    ধর্ষক তো আর এই সমাজের বাইরে নয়! সারা দেশেই নারী ও তার সম্মান সম্বন্ধে যে অ্যাটিটিউড, তাতে এটাই স্বাভাবিক!

    ধর্ষণের শাস্তি হিসেবে পুরাকালে বোধহয় পুরুষাঙ্গ কর্তন ছিলো -- সেটাকেই আবার ফিরিয়ে আনলে হয় -- হসপিটালের বেডে শুইয়ে ভালোভাবেই নাহয় অপারেট করে দেওয়া হবে!

    মোটকথা, ভয়ানক রাগ হচ্ছে আর দৃষ্টান্তমূলক শাস্তির কথা মনে হচ্ছে!
    --------------------------------------------------------------------------

    পরিশেষে,

    আমার কোনো সমস্যা নেই - আমি মাস বুলিং নিতে পারি - নাকি কান্না কেঁদে আর লিখব না বলে চলে গিয়ে অন্য কোথাও তেরছা বক্তব্য লিখে আবার নিক তিক বদলে ফিরে আসা টাসার মতো ন্যাকামি করার ইচ্ছে নেই।(ডিঃ কেউ গায়ে মাখলে সেটা তার দায়িত্ব, এটা সাধারণ কথা)

    তবে যেভাবে আপনি (@পাই) আর কল্লোলদা কাল থেকে পুরনো পোষ্ট তুলে তুলে আপনাদের উদ্দেশে করা প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তাতে আমার আর উত্তর দেওয়ার ইচ্ছে না-ও হতে পারে।

    প্রশ্নগুলো আবার করে যাই, এটা যারা যারা খুনী ধর্ষকদের শোধনের পক্ষে তাদের জন্য, কেউ নিজের উইকেটে টেনে প্লেড অন হলে তার সমস্যা

    ১) রোহটাকের মেয়েটির জন্য মোনবাতি মিছিল হল না কেন বা মিডীয়াই বা লাফালো না কেন
    ২) যেখানে দেশের সীমিত রিসোর্শ, সেখানে একজন খুনী ধর্ষকের মন পরিবর্তনের জন্য অর্থ ও পরিশ্রম করার থেকে একজন সাধারণ মানসিকভাবে অসুস্থ দরিদ্র নাগরিকের জন্য সে রিসোর্শ দেব না কেন?
    ৩) কি ভাবে দেশের সাধারণ মানুষের মন পরিবর্তন হবে যে -
    রাত ন'টার পরে কোনো মেয়ে বের হলে সে রেপেবেল না,
    বা সে কোনো পুরুষ সঙ্গীকে নিয়ে একা বসে থাকলে সে রেপেবল না
    বা সে ছোট স্কার্ট পরে হাটলে সে কাউকে রেপ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে না

    শোধনবাদীরা এই বিষয়ে স্পেশিফিক লেখার পর ল্যাজ নাড়লে খুশী হব।
  • dc | 132.164.207.91 | ০৮ মার্চ ২০১৫ ১৩:৫৮580975
  • রাষ্ট্রের শাস্তি কখনো বর্বর হতে পারেনা। এমনকি যেসব রাষ্ট্র মৃত্যুদন্ড দেয় সেসব রাষ্ট্রেও চেষ্টা করা হয় কত কম কষ্ট দিয়ে মারা যায়। রাষ্ট্র বাই ডেফিনিশন হিউম্যানিটারিয়ান। প্রয়োজনে কঠোর, কিন্তু তখনো হিউম্যানিটারিয়ান।

    আমার মনে হচ্ছে রেপ, খুন ইত্যাদি অফেন্স কমানোর চেষ্টার সাথে ভয় পাইয়ে শাস্তি দেওয়া গুলিয়ে যাচ্ছে। শাস্তি যাই হোক না কেন, মৃত্যুদন্ড বা অন্য কিছু, সেই শাস্তি দেওয়াটাই যথেষ্ট। সাধারন মানুষের যদি মনে হয় আমি একটা কোন অন্যায় করলে হাই চান্স যে ধরা পড়ে যাব, তারপর ঝটপট বিচার হয়ে শাস্তিও পাবো, এটা হলেই কিন্তু অপরাধ কিছুটা কমবে (এটা আমার ধারনা)। সেই শাস্তি কীভাবে দেওয়া হবে, হাত-পা কেটে নাকি শূলে চড়িয়ে, সেটা তর্কের বিষয়ই হতে পারে না। যেকোন হিউম্যানিটারিয়ান শাস্তিও যথেষ্ট হতে পারে যদি রেট অফ কনভিকশন বাড়ানো যায়, যদি শাস্তিটা তাড়াতাড়ি দেওয়া যায়। আর অবশ্যই বিচারকদের ওপর প্রভাব খাটানো কমাতে হবে।

    তবে আমাদের দেশে এসব হবেনা বলেই মনে হয়। যদি হতো তো আমাদের "আচ্ছে দিন" আর তাঁর সহযোগী অনেক আগেই জেলে যেতেন।
  • dc | 132.164.207.91 | ০৮ মার্চ ২০১৫ ১৪:১৯580976
  • রাষ্ট্র বলতে গনতান্ত্রিক দেশগুলোর কথা বলেছি। ইসলামিক দেশগুলোতে পাথর মারা বা চাবুক মারার মতো নানান শাস্তি আছে বটে, কিন্তু আমরা সেগুলোর নিন্দাই করি।
  • pi | 127.194.23.242 | ০৮ মার্চ ২০১৫ ১৫:১০580977
  • sch, এবার বলতে বাধ্য হচ্ছি, আপনার কিছু সমস্যা আছে, হয়তো আমকএ নিয়ে বা কিছু। আগে বললেন, ব্যক্তি আক্রমণ, এখন বললেন বুদ্ধি করে ইচ্ছে করে দিয়েছি যাতে মনে হয় আপনার লেখা। যেখানে অতি স্পষ্ট লেখা আছে এগুলো নানা সময়ে নানা জনের লেখা। নিক দিইনি , কারণ জরুরি মনে করিনি, বক্তব্য নিয়ে আপত্তি আছে, সেটাই জানিয়েছি। আপনার অনেক আপত্তিকর বক্তব্য ও আপনার নিক ছাড়াই দিয়েছি। আর আপনাকে কোট করে আপনার কিচু বক্তব্য দিয়েছি, কারণ, সেগুলো আপনার এখনকার নানা কথাকে কন্ট্রাডিক্ট করছে বলে মনে হয়েছে।
    আপনার কোন পোস্টেরই আমি আর উত্তর দেবোনা কারণ এবার আমার মনে হচ্ছে ব্যক্তি আক্রমণ। মানবতাবাদী ফাদী বলে অনেক ব্যঙ্গ অনেক দিন করে চলেছেন, কিন্তু এই বুদ্ধি করে আপনার নামে অন্যদের লেখা চাপানোর অভিযোগটায় খুব বিরক্ত লাগলো।

    বাকি, ডিসির এই প্যারার সাথে সম্পূর্ণ সহমত । এটাই বলতে চেয়েছি।

    'আমার মনে হচ্ছে রেপ, খুন ইত্যাদি অফেন্স কমানোর চেষ্টার সাথে ভয় পাইয়ে শাস্তি দেওয়া গুলিয়ে যাচ্ছে। শাস্তি যাই হোক না কেন, মৃত্যুদন্ড বা অন্য কিছু, সেই শাস্তি দেওয়াটাই যথেষ্ট। সাধারন মানুষের যদি মনে হয় আমি একটা কোন অন্যায় করলে হাই চান্স যে ধরা পড়ে যাব, তারপর ঝটপট বিচার হয়ে শাস্তিও পাবো, এটা হলেই কিন্তু অপরাধ কিছুটা কমবে (এটা আমার ধারনা)। সেই শাস্তি কীভাবে দেওয়া হবে, হাত-পা কেটে নাকি শূলে চড়িয়ে, সেটা তর্কের বিষয়ই হতে পারে না। যেকোন হিউম্যানিটারিয়ান শাস্তিও যথেষ্ট হতে পারে যদি রেট অফ কনভিকশন বাড়ানো যায়, যদি শাস্তিটা তাড়াতাড়ি দেওয়া যায়। আর অবশ্যই বিচারকদের ওপর প্রভাব খাটানো কমাতে হবে।'

    আর তালিবানি কি মধ্যপ্রাচ্যের দেশে যেসব মধ্যযুগীয় বর্বর প্রথা রাষ্ট্র নিজে চালায়, তার যেহেতু চূড়ান্ত নিন্দা করি, আমাদের দেশে রাষ্ট্র সেরকম ব্যবস্থা নিক, এরকম দাবি উঠলে তারও অতি অবশ্যই বিরোধিতা করব।
  • Reshmi | 192.68.249.191 | ০৮ মার্চ ২০১৫ ১৫:২৪580979
  • যারা ঠান্ডামাথায় আগ থেকে প্ল্যান করে খুন বা ওরকম ভয়ংকর কোন অপরাধ করে, "কখনো ধরাই পড়ব না", এই মনোভাব বোধহয় তাদেরই বেশি থাকে।
    আর যারা মুহূর্তের উত্তেজনা হেতু এরকম করে, তাদের বোধহয় ধরা পড়ব কি না, শাস্তি হবে কি না, এ সব বোধ সেই সময়ে মাথা থেকেই উবে যায়!
    এটা নিছকই আমার মনে হওয়া, অন্যরকমও হতে পারে।
    তবে আমার মাঝে মাঝে মনে হয়, শাস্তির ভয়ংকরতা ডেটারেন্ট নয় এটা যদি প্রমাণিত (?) সত্য হয়, তাহলে শাস্তির নিশ্চয়তাই বা কি ভাবে ডেটারেন্ট হতে পারে? শাস্তি ব্যাপারটাই কি সে ক্ষেত্রে আদৌ ডেটারেন্ট? তাহলে এই দ্রুত বিচার, রেট অফ কনভিকশন বাড়ানো এসব করেই বা কি লাভ? যে যুক্তি বলে মৃত্যুদন্ড দিয়েও খুন-ধর্ষণ বন্ধ করা/কমানো যায় না, সেই একই যুক্তিতে যে কোন শাস্তি দিয়েই কি কোন অপরাধ বন্ধ করা//কমানো সম্ভব?

    আর আমার আগের প্রশ্নটা, নির্ভয়া কেসের আসামীদের সুপ্রীম কোর্ট যাবজ্জীবন দিলে সেই টার্ম কবে থেকে শুরু হবে, এখনকার জেলবাস কাউন্ট হবে কি না, সে বিষয়ে কারো জানা থাকলে একটু বলুন প্লীজ।
  • Reshmi | 192.68.249.191 | ০৮ মার্চ ২০১৫ ১৫:২৪580978
  • যারা ঠান্ডামাথায় আগ থেকে প্ল্যান করে খুন বা ওরকম ভয়ংকর কোন অপরাধ করে, "কখনো ধরাই পড়ব না", এই মনোভাব বোধহয় তাদেরই বেশি থাকে।
    আর যারা মুহূর্তের উত্তেজনা হেতু এরকম করে, তাদের বোধহয় ধরা পড়ব কি না, শাস্তি হবে কি না, এ সব বোধ সেই সময়ে মাথা থেকেই উবে যায়!
    এটা নিছকই আমার মনে হওয়া, অন্যরকমও হতে পারে।
    তবে আমার মাঝে মাঝে মনে হয়, শাস্তির ভয়ংকরতা ডেটারেন্ট নয় এটা যদি প্রমাণিত (?) সত্য হয়, তাহলে শাস্তির নিশ্চয়তাই বা কি ভাবে ডেটারেন্ট হতে পারে? শাস্তি ব্যাপারটাই কি সে ক্ষেত্রে আদৌ ডেটারেন্ট? তাহলে এই দ্রুত বিচার, রেট অফ কনভিকশন বাড়ানো এসব করেই বা কি লাভ? যে যুক্তি বলে মৃত্যুদন্ড দিয়েও খুন-ধর্ষণ বন্ধ করা/কমানো যায় না, সেই একই যুক্তিতে যে কোন শাস্তি দিয়েই কি কোন অপরাধ বন্ধ করা//কমানো সম্ভব?

    আর আমার আগের প্রশ্নটা, নির্ভয়া কেসের আসামীদের সুপ্রীম কোর্ট যাবজ্জীবন দিলে সেই টার্ম কবে থেকে শুরু হবে, এখনকার জেলবাস কাউন্ট হবে কি না, সে বিষয়ে কারো জানা থাকলে একটু বলুন প্লীজ।
  • adhuli | 24.202.186.111 | ০৮ মার্চ ২০১৫ ১৫:২৫580981
  • কল্লোল, এটা নিয়ে আলোচনা অনেক টাই চলছে, তাই আপনিও আগের টই গুলো দেখে নিতে পারেন। কিন্তু বেসিক যে একটা প্রশ্ন-এর উত্তর আপনারা এড়িয়ে যাচ্ছেন এতক্ষণ ধরে যেটা বহুবার করা হয়েছে, যতদিন ফাঁসির আইন পাল্টানো না হয়, কেও জানে না কতদিন লাগবে সেটা হতে, (ধরা কাজ ৩ বছর) ততদিন কি দেশে আইনের শাসন বন্ধ রাখা হবে ? এখনকার যে আইন আছে, সেটা অনুযায়ী কেন বিচার হবে না ? খুব সিম্পল প্রশ্ন এটা আশা করি।
  • pi | 127.194.23.242 | ০৮ মার্চ ২০১৫ ১৫:২৭580983
  • রেশমীদি, তোমার বলা প্রথম কেসে, ঐ ধরা তো পড়বোই না বা পড়লেও ছাড়া পেয়ে যাবো, এরকম মনোভাবের ক্ষেত্রে ধরা পড়া ও শাস্তি এনশিওর করতে পারলে এবং সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে হলে, কিছুটা ডেটারেন্ট তো হবে বলেই মনে হয়।

    পরের প্রশ্নের উত্তর জানিনা।
  • pi | 127.194.23.242 | ০৮ মার্চ ২০১৫ ১৫:২৭580982
  • রেশমীদি, তোমার বলা প্রথম কেসে, ঐ ধরা তো পড়বোই না বা পড়লেও ছাড়া পেয়ে যাবো, এরকম মনোভাবের ক্ষেত্রে ধরা পড়া ও শাস্তি এনশিওর করতে পারলে এবং সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে হলে, কিছুটা ডেটারেন্ট তো হবে বলেই মনে হয়।

    পরের প্রশ্নের উত্তর জানিনা।
  • pi | 127.194.23.242 | ০৮ মার্চ ২০১৫ ১৫:৩৬580984
  • আধুলি, আমার অবস্থানটা জানাতে পারি। নির্ভয়ার মত এইরকম রেয়ারেস্ট অব রেয়ার কেসে, এখনকার পরিস্থিতিতে আইন না বদলালে ফাঁসি নিয়ে আমার তেমন কোন বক্তব্য নেই, কিন্তু হ্যাঁ, ফাঁসি চাই ফাঁসি চাই এই গণউন্মাদনা, বা ফাঁসি হলে তাই নিয়ে উল্লাসের প্রকাশ, এসব দেখলে তাই নিয়েও আমার খারাপ লাগা ও আপত্তি জানিয়েই যাবো। আর আগেও বলেছি, আমার বেশি আপত্তি ঐ 'দৃষ্টান্তমূলক' শাস্তির ব্যাপারে। কাল কফি হাউসে দেখে এলাম আইসা পোস্টার দিয়েছে, অভিজিত রায়ের খুনীদের 'দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বাজে লেগেছে, জানিয়ে গেলাম।
  • adhuli | 24.202.186.111 | ০৮ মার্চ ২০১৫ ১৫:৪৬580985
  • পাই, এটাই আমার-ও মূল বক্তব্য, এই যে লোকের গণউন্মাদনা বা হিংস্রতা, 'দৃষ্টান্তমূলক' শাস্তির জন্য হিংস্র দাবি, আমার মতে এটার একটা মেজর কারণ হলো, এখনকার আইনের অসহায়তা, লোকের মনে ধারণা ঢুকে গেছে যে আইনের দ্বারা কিছু হবে না, তাই নিজের হাতে আইন তুলে নেওয়াই ভালো। বর্বরতা কি আর এমনি এমনি আসে ? কিন্তু সেটা অনেক বেশি মারাত্মক। আমরা এটাই চাই আইনের সঠিক এবং দ্রুত প্রয়োগ, যদি এটা শুরু হয়, তাহলে ধীরে ধীরে এই গণউন্মাদনা বা হিংস্রতা কমে আসবে। কারোর ফাঁসি হলে আমার কি আসবে যাবে? ইন ফ্যাক্ট , জোর দিয়ে বলতে পারি, যারা এখানে ফাঁসির পখ্হে সবাল করছেন, অথবা লাইভ টেলেকাস্ট এর কথা বলছেন, এটা শুধু-ই তাদের হতাশার বহিপ্রকাশ। এই হতাশাকে আগে দূর করা হোক, তাহলে এই উন্মাদনা আপনি কমে আসবে।

    আর ফাঁসি রদ করতে হলে সেটা নিয়ে মতামত নেওয়া হোক, কোনো আপত্তি নেই, যেকোনো সভ্য দেশে গণ বিতর্ক চলে, আপত্তি কোথায়?
  • dc | 132.164.207.91 | ০৮ মার্চ ২০১৫ ১৭:০১580987
  • Reshmi ঠিকই বলেছেন, অপরাধ দুরকম - ঠান্ডা মাথায় প্ল্যান করে, নয়তো তাত্ক্ষনিক কোন সিদ্ধান্ত। কিন্তু কয়েকটা ব্যাপার আছে।

    ঠান্ডা মাথায় প্ল্যান করে যেসব অপরাধ হয় সেগুলো কিন্তু বেশীরভাগ সময়ে খুন করা টাইপের ক্রাইম। আর নাতো টাকাপয়সা জনিত। রেপ, মোলেস্টেশন টাইপের অপরাধ এগুলো না। এগুলো বেশীরভাগ তাত্ক্ষনিক। আর আমার মনে হয় এই প্রেক্ষিতে "তাদের বোধহয় ধরা পড়ব কি না, শাস্তি হবে কি না, এ সব বোধ সেই সময়ে মাথা থেকেই উবে যায়" এই কথাটা বলা বোধায় ভুল হলো।

    আজকাল মেয়েদের বিরুদ্ধে অপরাধ মুড়ি মুড়কির মতো বেড়ে গেছে। আপনার কি মনে হয় দেশে যদি সিস্টেমেটিকালি এই অপরাধীদের ধরার আর শাস্তি দেওয়ার প্রথা চালু থাকতো তো এগুলো এতো বাড়তো? উল্টে বেশীর ভাগ সাধারন মানুষ মনে করে রেপ হলে ধরাই পড়বে না (হয়তো মেয়েটি রিপোর্ট করবেনা), নাতো ধরা পড়লেও উকিলের কেরামতিতে কয়েক মাসের মধ্যে বেরিয়ে আসবে। আমার তো মনে হয় আমাদের বিচার ব্যবস্থা দীর্ঘদিন ধরে মেয়েদের বিরুদ্ধে অপরাধকে যেরকম হেলাফেলা করেছে সেটা একটা বড়ো কারন যে আজকাল এতো বেশী রেপ আর মোলেস্টেশন হচ্ছে। "উত্তেজনায় মাথা ঠিক ছিল না" - ওটা কারন না।
  • PT | 213.110.243.22 | ০৮ মার্চ ২০১৫ ১৭:৪৯580988
  • "আপনারা এত মারামারি করেন কি করে?"
    পিটি তক্ক না করলেও? strange!!

    তবে সিঙ্গুর বা ধর্ষণ-তক্ক যা নিয়েই হোক না কেন, তাত্বিকেরা কি কি করা উচিৎ নয় তাই নিয়ে লম্বা লম্বা তালিকা দেন। কিন্তু কি করলে কাজের কাজ হয় তা নিয়ে তাঁদের নীরবতা দেখলে আশ্চর্য হতে হয়।

    "আপনার কি মনে হয় দেশে যদি সিস্টেমেটিকালি এই অপরাধীদের ধরার আর শাস্তি দেওয়ার প্রথা চালু থাকতো তো এগুলো এতো বাড়তো?"

    Every 2 minutes, someone in the U.S. is sexually assaulted.
    http://www.rccmsc.org/resources/get-the-facts.aspx
    এই দেশে কি "অপরাধীদের ধরার আর শাস্তি দেওয়ার প্রথা চালু" নাই?
  • dc | 132.164.207.91 | ০৮ মার্চ ২০১৫ ১৮:০৬580989
  • PT এটা জানতাম না। আমেরিকার আইন ব্যবস্থা তো আমাদের থেকে ভালো বলেই জানি, তা সেখানেও যদি এরকম হয় তো আমাদের দেশে আর কি হবে। তার ওপর আমেরিকাতেও তো মৃত্যুদন্ড চালু আছে। হতাশ লাগলো ঃ(
  • ranjan roy | 24.99.53.214 | ০৮ মার্চ ২০১৫ ১৮:১৮580990
  • আধুলি,
    আইনের শাসন ফেরানো নিয়ে কোন দ্বিমত নেই তো। বরং আমাদের দাবি যে ঃ
    ১)আইনের প্রসিডিউরাল সাইড অর্থাৎ Cr. PC বা ক্রিমিনাল প্রসিডিওর কোডে আবশ্যক সংশোধন, যাতে বিচার প্রক্রিয়া তাড়াতাড়ি হয়ে দোষী শাস্তি পাবে,
    ২)ধর্ষিতা মহিলাকে খোলা আদালতে অপমানজনক প্রশ্ন করা না; যাতে মহিলারা আরও বেশি করে কম্প্লেন করতে এগিয়ে আসতে পারেন।
    এটা করলে সম্ভাবিত ধর্ষকেরা ভয় পাবে, ধরা পড়ার ভয়, সাজার ভয়। পরিবারে, সমাজে সম্মানের মুখোশ হারানোর ভয়।

    কিন্তু আপনাদের সঙ্গে আমাদের তফাৎ হচ্ছে মাত্র দুটি পয়েন্টেঃ
    ১) বর্তমান আইনে ধর্ষণে প্রাণদন্ডের প্রাবধান নেই, আপনারা চাইছেন সংশোধন করে সেটা জুড়তে।
    ২) শুধু 'ঠান্ডামাথায় খুনের ক্ষেত্রে' রয়েছে।
    আমরা চাইছি সেটাও সংশোধন করে বাদ দিতে। অর্থাৎ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসেও প্রাণদন্ড না হয়ে নেক্স্ট হায়েস্ট শাস্তিটাই রাখতে।
    আর তো কোন তফাৎ নেই। তবে এবার বিরতি? লেট আস এগ্রি টু ডিসএগ্রি?
  • ranjan roy | 24.99.53.214 | ০৮ মার্চ ২০১৫ ১৮:২৬580992
  • রেশমি,
    আপনার একটি প্রশ্ন চোখে পড়ল।
    নির্ভয়া কেসে (বা যে কোন কেসে) যাবজ্জীবন সাজার ফাইনাল ঘোষণা হলে যেদিন থেকে সিজিএম কোর্ট(নিম্নতম ফৌজদারি আদালত) রায় দিয়েছে সেদিন থেকে। কিন্তু এই কেসে যদি আদৌ ফাঁসির জায়গায় যাবজ্জীবন হয় ( সে সম্ভাবনা খুবই কম) তাহলে সেটা ১৪/৩০ বছর না হয়ে till death হবে। এটা আমার প্রত্যয়। কাজেই ওরা এ জীবনে জেলের বাইরে বেরিয়ে আসবে সে সম্ভাবনা খুবই কম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন