এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আজাদ কাশ্মীর : আপনার কী মত

    pi
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১০ | ১৭১৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১০:০২460261
  • এই টইয়ের জটিল তক্কের কিস্যু বুঝিনি । অতএব এখানেই দিই -
    http://www.anandabazar.com/29edit4.html

  • Sankha | 198.45.19.50 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫২460262
  • দেবাশিস (জুবেল),

    কথা হচ্ছিলো ধর্ম পাল্টানো, কজনকে দেখেছেন ইত্যাদি নিয়ে। অরিন্দমকে লেখা পোস্টে অরিন্দমের আলোচ্য বিষয় নিয়ে হয়তো আলোচনা এগিয়েছে, কিন্তু আমাদের আলোচ্য টপিকটা পাল্টে গেছে বলেই আমার মনে হল।

    যাইহোক, এই পোস্ট পড়ে দু একটি প্রশ্ন জাগলো মনে,
    অস্তিত্বের সঙ্কট? তোমার অস্তিত্ব কি তোমার ধর্মের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত?

    যদি তাই হয়, আমি ধরে নিচ্ছি তুমি নিষ্ঠাবান ধার্মিক প্র্যাকটিশিং হিন্দু (এবং তাতে কোন অসুবিধে ও নেই), কিন্তু দেশে ফিরে এলে আবার উদাসীন হয়ে যাও কি করে? মানে ব্যপারটা ঠিক বুঝলাম না। তুমি 'নিজের ধর্ম' ডিফেন্ড করলে সবজায়গাতেই করবে, জুবেলে থাকলে করবে, কলকাতায় এই সব নিয়ে ভাববেই না, এই জায়গা বড্ড গোলমেলে ঠেকছে। কলকাতাই যদি জীবনের 'সোনালী সময়' হয়, খামোকা সেই সোনালী সময় পেছনে ঠেলার কারণ বুঝলুম না।

    ভারতে ডিফেন্স এগেনস্ট অ্যাগ্রেশান কিভাবে হয়েছে, জানতে ইচ্ছুক।

    - শঙ্খ
  • aka | 168.26.215.13 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৮460263
  • এ কেমন রহস্য? কোথাকার পোস্টো কোথায় আইল? তাও আবার মৃত টইয়ে!!!!!!

    লক্ষণ তো সুবিধার নয়। প্রাত:কালে বমন হয়?
  • kc | 178.61.96.29 | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২০:০৭460264
  • সবই ক®¾ট্রাল সি আর ক®¾ট্রাল ভি র খেলা। মাঝে মধ্যে এদিক ওদিক হয়েই থাকে।

    অনেক দিন পর ছাপ্পা দিলাম।
  • pi | 82.83.82.13 | ২৬ আগস্ট ২০১২ ১০:৩৩460265
  • NC Asthana, Inspector General, CRPF COBRA, and wife Anjali Nirmal, who holds a doctorate in police administration, have taken an objective look at India’s security establishments.

    কী বলছেন, কাশ্মীর নিয়ে ?
    Your book touches upon almost all major internal security crises. You say a strong anti-India sentiment persists in Kashmir.
    There’s no doubt about it. We have been there twice — in the mid-1990s and then in 2010, when there was unrest. We have given concrete examples. It is not merely reflected in slogans. For instance, we conduct anti-terrorist operations in a village in which a terrorist may be killed, who probably doesn’t even belong to Kashmir. If a local boy is killed, some resentment is understood. But even when a man patently from outside Kashmir is gunned down, there is very strong protest action.

    Even if the man is not a Kashmiri?
    Even if that person is an outsider, he is eulogised. Sitting MLAs lead the protest. In 2010, during an ongoing operation in ­Sopore, the crowd attacked the police party and someone fired from the crowd, injuring an inspector in the leg. A police gypsy was set ablaze. There is a strong undercurrent against India. Even in minor accidents involving outside vehicles, people start shouting slogans: Naare-e-takbir. That’s still fine; they’re asserting a religious identity. But, when it is followed by Hum kya chahate hai… azaadi, how does it make sense? As we write in the book, are we to treat them like spoilt brats? Even Naxalites don’t put up slogans like ‘Go [away] India’. Everybody speaks about the Kashmir problem as if we are on the defensive; as if we have done anything wrong somewhere and we are trying to justify our action and existence there.

    You have also said that increase in tourist in-flow or peaceful elections should not be read as normalisation of Kashmir.
    Our contention is that elections don’t prove that people are reposing their trust in the Indian system. People want representatives to help them with their day-to-day issues — a word with the local sub-inspector or local patwari. The 2009 election saw a reasonable voter turnout. But 14 days after the elections, the Shopian incident happened. Bodies of two young women were recovered from the Rambiara river. There was no evidence of rape, no medical examination that could confirm rape. But Kashmir burnt for 47 days.

    ওঁর বই নিয়ে সাক্ষাৎকারের বাকি অংশটাও ইন্টারেস্টিং। মুসলিম, ভারতীয় মুসলিম, উগ্রপন্থী , আর এই টার্মগুলো ইক্যুয়েট করা নিয়ে ঃ)

    http://www.tehelka.com/story_main53.asp?filename=Ne010912Muslims.asp
  • pi | 78.48.231.217 | ০৭ মে ২০১৩ ১৮:২৬460268
  • ....The Rapporteur in his report talked about the Machil fake encounter of 30 April 2010 where three Kashmiri youth were killed by Indian troops. "Alleged to be terrorists, the individuals were later identified as civilians who went missing from their village Nadihal in Baramulla and had allegedly been exchanged for money to some members of the Army so they could be killed in a fake encounter for which awards were offered. ...

    http://paktribune.com/news/UN-demands-India-to-withdraw-black-laws-from-IHK-259719.html
  • pi | 78.48.231.217 | ০৭ মে ২০১৩ ১৮:৩৫460269
  • Produced under the banner of the Public Service Broadcasting Trust of India (PSBT) in September 2012 and supported by the Ministry of Information and Broadcasting, Ocean of Tears, a documentary on human rights abuses in Kashmir is now struggling to find a place in the country where it could be screened. The reason? Its sensitive content has made the government change its mind on allowing a free exhibition of the film in the country.

    The documentary has been twice stopped from being screening at the University of Kashmir and the Aligarh Muslim University and its seven-minute Youtube trailer was taken down two months after it was uploaded by the PSBT, during which it was viewed around 1,49,000 times. So far, the film has only been exhibited at the festival organised by the Federation of Film Societies of India, Kolkata in অর্চ।।।।।

    http://tehelka.com/govt-sponsored-kashmir-documentary-struggles-with-unofficial-ban/
  • pi | 118.12.169.134 | ২৪ জুলাই ২০১৩ ০০:৩৪460272
  • pi | 118.12.169.134 | ২৪ জুলাই ২০১৩ ০০:৩৫460273
  • ধুর !
  • a x | 138.249.1.202 | ২৪ জুলাই ২০১৩ ০০:৫৭460274
  • আসেনা।
  • pi | 118.12.169.134 | ২৪ জুলাই ২০১৩ ০১:১৫460275
  • প্রথম লিং টায় ক্লিক করলে কোন ছবি আসছেনা ?
  • BanglarBagh | 87.185.161.8 | ১৭ আগস্ট ২০১৩ ০৪:১৫460276
  • Jor kore Kashmir ke INDIA te rakha thik noy. Ora alada hote chaile, hote deya uchit. kintu keno dichyena, karon aaj kashmir ke charle kal onyo state alad hote chaibe, Jekhanei MUSLIm sonkhya beshi, sekhanei alada hobar hirik porbe, temni north eastern ar rajyo gulo alada hobe.

    Asole Dhormer Bhityi te desh bhag holo, kintu puro ta karjokari holona. sei joyno aaj ai problem.

    somadhan ar anek poth aache:

    01- Notun kore INDIA dhormer bhityi te bhag hok MUSLIM INDIA; NON MUSLIM INDIA
    02-. othoba Kashmir a 50 bochor por gonoVote hobe, 3 ta option thakbe, 1. India r modhye thaka, 02. Pakistan a jaoya, 03. Alada desh banano, jeta tara chaibem setai hobe.
    03. Totodin Kashmir niye kono lorai hobena, Kashmir ar income a kashmir ke cholte hobe,
    04. Tobe 1947 theke je sob Hindu Kashmir jommu chereche. tader ke Jommu te punorbason dite hobe
    05. jodio future a INDIA tukra tukra hoye jaabe, seta atkabar aar kono poth ney. sob cheye beshi suffer kore ANTEL HINDU BANGALI ra!
  • Sibu | 183.60.205.153 | ১৭ আগস্ট ২০১৩ ০৯:১১460277
  • বাংলার বাঘ কাশ্মীরে কেন?
  • কল্লোল | 125.242.236.236 | ১৭ আগস্ট ২০১৩ ১০:২০460278
  • ভারত যদি টুকরো টুকরো হয়ে যায়, মনে সব রাজ্যই যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় তো আম্রিগার মতোন হবে। তাতে ক্ষতি কি? ঠিকঠাক একটা যুক্তরাষ্ট্র হবে। খাতায় কলমে তো ভারত যুক্তরাষ্ট্র।
  • debu | 82.130.151.116 | ১৭ আগস্ট ২০১৩ ১২:০২460279
  • তার মানে এটা হবে USI, ভালৈ হবে
    বাংলার বাঘ ! কোন বাংলার পুঙ্গ বাংলার না বাল বাংলা?
  • PM | 233.223.153.252 | ১৭ আগস্ট ২০১৩ ১২:৩৭460280
  • "ভারত যদি টুকরো টুকরো হয়ে যায়, মনে সব রাজ্যই যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় তো আম্রিগার মতোন হবে। " আমেরিকার সব রাজ্য স্বাধীন ? কেউ দু-পয়্সা দেবেন নাকি?
  • Sibu | 183.60.205.153 | ১৭ আগস্ট ২০১৩ ১৭:৪২460282
  • কল্লোলদা মনে হয় ইউএসএ আর ল্যাটিন আমেরিকা গুলিয়ে ফেলেছেন। ঃ-)
  • cm | 127.208.215.43 | ১৭ আগস্ট ২০১৩ ১৭:৫০460283
  • হ্যাঁ টুকরো টুকরো হলে ভালই হবে তখন আমরা কথায় কথায় পিঠে ভাগ করতে বেড়াল ডাকব।

    এমনিতেই স্বাধীন হয়ে আমাদের ল্যাজেগোবরে অবস্থা তাই একমাত্র আশা FDI মানে মানে এই দায় থেকে ছাড়ান পেলেই হয়।
  • PT | 213.110.243.23 | ১৮ আগস্ট ২০১৩ ২১:৩৯460284
  • "jodio future a INDIA tukra tukra hoye jaabe"

    এই প্রসঙ্গে তারীক আলীর Can Pakistan Survive? বইটির উল্লেখ না করে পারলাম না।

    তখন কি মজাই না হবে। আগের ৫০০ নতুন রাজ্যের বদলে ৫০০ নতুন দেশ। উফ! আনন্দে পাগলা পাগলা অবস্থা-আবার সেই আগের মত মারামারি-কাটাকাটি। UN পাগলা হয়ে যাবে ভীড় সামলাতে সামলাতে!!
  • কল্লোল | 111.63.128.94 | ১৯ আগস্ট ২০১৩ ০১:৪৪460285
  • অ শিবু,
    http://en.wikipedia.org/wiki/U.S._state

    A state of the United States of America is one of the 50 constituent political entities that shares its sovereignty with the United States federal government. Because of the shared sovereignty between each U.S. state and the U.S. federal government, an American is a citizen of both the federal republic and of his or her state of domicile

    এটা কি ল্যাটিন আমেরিকার কথা বলছে? একজন আমেরিকান তার দুটো নাগরিকত্ব আছে - এরকম বলছে। আমার তো মনে হয় ল্যাটিন আমেরিকা নয় - এটা ইউএসএ'র কথাই বলছে।
    কি বল?
  • কল্লোল | 111.63.128.94 | ১৯ আগস্ট ২০১৩ ০১:৫৬460286
  • দেখা যাচ্ছে ১৯৪৫ এ ৫১টি দেশ ছিলো রাষ্ট্রসংঘে। ২০১১য় ১৯৩টা হয়ে গেছে। ৬৬ বছরে ১৪২টা দেশ বেড়েছে (ভারত টুকরো না হয়েই)। আমি আবার ক্লাশ ফাইভে অঙ্কে ৫ পেয়েছিলাম। শতকরা কতো বেড়েছে কেউ একটু বলে দেবে?
  • PT | 213.110.243.23 | ১৯ আগস্ট ২০১৩ ০৮:৫০460287
  • ঠিক ঠিক! তবে ১৯৪৫-এ সারা বিশ্ব জুড়ে অসংখ্য উপনিবেশ ছিল মাত্র কয়েকটি দেশের। তাই সংখ্যাটা অস্বাভাবিক কম দেখাচ্ছে। তবে ইতিহাস তো এগিয়ে চলে তাই বলা যায় যে গুচ্ছের দেশ হয়েও শান্তি আসেনি।

    .....the United States most likely has been responsible since WWII for the deaths of between 20 and 30 million people in wars and conflicts scattered over the world.
    http://www.countercurrents.org/lucas240407.htm
  • rivu | 78.232.127.201 | ১৯ আগস্ট ২০১৩ ১০:৩১460288
  • আজাদ কাশ্মীরি রা কি ইউনাই টেড/ ফেডারেল স্টেট অফ ইন্ডিয়ার সদস্য হতে চাইবে? ইন্ডিয়ান হিসাবে নিজেদের পরিচয় দেবে? আমেরিকান রা কিন্তু তাই দেয়।
  • কল্লোল | 111.63.209.76 | ১৯ আগস্ট ২০১৩ ১২:৩৩460289
  • পিটি। হুম। তবে কলোনী থাকাই ভালো ছিলো? তুমি কি এরকম কিছু বলতে চাইছো? মানে, অনেকেই তো বলে/বলতো - "এর চেয়ে ইংরাজ আমল ভালো ছিলো"।

    আর একটা কথা। যুক্তরাষ্ট্র মানেই ইউএনওতে আলাদা সদস্যপদ নয়। এমনটাই বলেছিলাম। আমেরিকার মতো যুক্তরাষ্ট্র। তো, তাতে তো লোকে লাতিন আমেরিকাও দেখে ফেললো। সত্যি, আর কতো দেখবো কে জানে!!!

    রিভু।
    না। আজ আর চাইবে বলে মনে হয় না। তবে ১৯৪৭এই যদি ইউএসএর মতো হতো, তবে হয়তো আজ এতো ঝামেলা হতো না।
    তখন তো নেহেরু কাশ্মীর ও উত্তরপূর্বের রাজ্যদের গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেটা পালন করলে এতো জটিলতা হতো না।
    প্রতিশ্রুতি পালন না করে ক্ষোভ তো হবেই। সেটাকে পুলিশ-মিলিটারী নামিয়ে আটকাতে গেলে যা হয়, তাই হয়েছে।
  • PT | 213.110.243.23 | ১৯ আগস্ট ২০১৩ ১২:৫০460290
  • ভারত কলোনী থাকত কিনা সে প্রশ্নটা আমার কাছে খুব বড় ইস্যু নয় কেননা ব্রিটিশ হয়ত ছেঁড়া কাপড়ের মত ভারতকে পরিত্যাগ করতই। আর আলাদা রাজ্য হলে বা কটা হওয়ার পরে আলাদা হওয়ার ইচ্ছে থামবে সেটা একদমই হাওয়ায়-তার পরে তারা যুক্তরাষ্ট্র হবে কিনা সেটা আমার প্রনাতিরা হয়ত আলোচনা করবে। তবে ইওরোপ দুটো ধ্বংসাত্বক লড়াইয়ের পরে নিজেদের মধ্যে কামড়া-কামড়ি বন্ধ করেছে। এক্ষেত্রেও সেটা হতে পারে।
  • দেব | 212.54.176.14 | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৩460291
  • আজকের আবাপ থেকে -

    http://www.anandabazar.com/archive/1130912/12edit3.html

    শালা বাজনা শুনবিনা মানে? খুন করে লাশের ওপর বসিয়ে বাজনা শোনাবো। শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ?
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ২০:৪৯460293
  • এটা কি আগে দিয়েছিলাম ? যাই হোক, আবার দেখলে ক্ষতি নেই।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন