এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তন্ত্র ফর ডামিজ

    dd
    অন্যান্য | ১১ জানুয়ারি ২০১১ | ৭৯৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ০৫ আগস্ট ২০১৪ ১৩:০২463497
  • বাক্‌ আপ ডিডি!
    কুলার্ণব তন্ত্র পড়ব ভাবছি; কিন্তু আমার মত কুলাঙ্গারের পেটে সইলে হয়!
  • dd | 132.183.246.82 | ০৭ আগস্ট ২০১৪ ১৪:৪৯463498
  • এই সাইটটা অতি চমোৎকার। একেবারে সোনার খনি।

    http://www.shivashakti.com/
  • dd | 132.183.246.82 | ১৩ আগস্ট ২০১৪ ১৪:৪০463499
  • আচ্ছা, তান্ত্রিক বুদ্ধিজম মানে তিব্বুতী তন্ত্র নিয়েও আপনেদের কোনো হেলদোল নেই? ভেরী আশ্চর্য্য তো।

    তাও শুনুন।
    সব আগমেই যেমতি হয়, ভৈরবকে, দেবী (এক্ষেত্রে নীল সরস্বতী বা তারা) জিগাইলেন যে দুনিয়াতে যে দুইজন সিদ্ধ ভৈরব আছেন - ব্রহ্মার পুত্র বশিষ্ঠ আর বুদ্ধদেব, এঁয়ারা কেমন করে পাস করলেন,একটু বলুন না প্লীজ।"

    তো মহাদেব (=ভৈরব) কইলেন।"তো, ব্রহ্মার ছানা বশিষ্ঠ তো ছ হাজার বছর ধরে একটানা জপ করে গেলেন ,কিন্তু দেবী তাও দর্শন দিলেন্না। তখন বশিষ্ঠ খুব রেগে বাবার কাছে গিয়ে কয়- আর আমি পারি না। এবারে অন্য মন্ত্র দ্যান। নইলে আমি কিন্তু দেবীকে শাপ দেবো। ব্রহ্মা বুঝিয়ে বাঝিয়ে বশিষ্ঠকে আবার জপে পাঠালেন। এবারেও থাউজেন্ড ইয়ার্স হয়ে গেলো দেবী এলেন্না। বশিষ্ঠ তখন আচমন করে দেবীকে শাপ দিতে উদ্যত হতে দেবী ধাঁ করে এসে পৌঁছালেন।

    কইলেন "ঈ ক্ষী? ইউনিয়ন করছো? মিলিটান্ট ভক্তবাদ? আরে যাও গিয়ে মহাচীনে গিয়ে সিদ্ধ ভৈরব বুদ্ধদেবের কাছে গিয়ে টেকনলজি নিয়ে আসো , ঠিক ঠাক পঞ্চ ম দিয়ে সাধনা করো, তাইলে আমার দ্যাখা মিলবে"।

    (আরেট্টু আছে)
  • dd | 132.183.246.82 | ১৩ আগস্ট ২০১৪ ১৫:০১463500
  • তো বশিষ্ঠ গেলেন মহাচীনে।

    হোথায় বুদ্ধদেবকে দেখে তো উনি চমকে চ। চাদ্দিকে অঙ্গনারা বিলাসে ও মদে টই টুম্বুর হয়ে ঘুড়ে বেড়াচ্চে।বুদ্ধ বাবু নিজেও টং।

    বশিষ্ঠ একবার ভাবলেন "এতো বেদ অভ্যাস কৃচ্ছাচার করেও পাস কল্লেম না আর এঁয়াকে দ্যাখো। চোখ লাল করে বসে আছে। আর জনার্দনের ক্ষী আক্কেল? এই রূপ ধরে বসে আছেন?"

    কিন্তু দেবীর আজ্ঞা। তাই একে বারে কেঁদে পরলেন বুদ্ধদেবের কাছে "স্যার আপনি ই আমার আচার্য্য। একটু যদি গাইড করেন।"

    বুদ্ধবাবু রাজী হলেন। কইলেন পঞ্চ মা ছাড়া সিদ্ধি হবে না,আগেই কয়ে দিলাম। ও সব বেদ ফেদ চলবে না কিন্তু।" বশিষ্ঠ রাজী হলেন।

    তো এই বৃত্তান্তো (উইথ স্লাইট ভেরিয়েশন) রয়েছে তারাতন্ত্র,রুদ্রযামল আর ব্রহ্মযমলে , চাইলে তো পড়তেই পারেন।

    কিন্তু উপরিউক্ত গল্পোটির ক্ষি বিশাল প্রেক্ষিত একবার আইডিয়া কল্লেন? হিন্দু বুদ্ধিজম, ইন্ডিয়া তিব্বত (রানাঘাট নেই), বেদ তন্ত্র?
  • de | 69.185.236.54 | ১৩ আগস্ট ২০১৪ ১৫:০৪463501
  • দারুণ তো!!! কোন বইতে আচে?
  • dd | 132.183.246.82 | ১৩ আগস্ট ২০১৪ ১৫:১৩463502
  • John woodroffe নামে এক সাহেব হচ্ছেন তন্ত্রের সচীন তেন্ডুলকার আর পাউলো রোসি মিশিয়ে একজন। উনাকে ছাড়া হাঁটা যায় না।

    তন্ত্রের কিছু বই উনি আবার Arthur Avalon নাম নিয়ে লিখেছেন। ঐ Sakti and Sakta বইটার একটি প্রবন্ধ।

    এই লহ ল্লিং http://www.sacred-texts.com/tantra/sas/sas08.htm

    আমার ইচ্ছে একটি "ছোটোদের পঞ্চ ম কার" ও "সহজ কাপালিক বিদ্যা" লিখি। চলবে ?
  • Ekak | 24.99.169.92 | ১৩ আগস্ট ২০১৪ ১৫:২৮463503
  • যাই তপিস্যে করুন শেষে পায়েস টা খেতে হবে আরকি :))

    লিখুন লিখুন , মহাযান এ অনেক ভালো ভালো গল্প আছে । সেগুলৌ লিখুন । আমাকে আপাতত কাকতত্ব তে পেয়েছে :) শেষ করে আপনের লিঙ্কে হাত দোবো ।
  • pi | 24.139.221.129 | ১৩ আগস্ট ২০১৪ ২০:৫২463504
  • ডিডিদা, লিখুন।
  • | ১৩ আগস্ট ২০১৪ ২১:০৬463505
  • আবার জিগস!!
    আরে লিখুন লিখুন।
  • Atoz | 161.141.84.164 | ১৪ আগস্ট ২০১৪ ০১:৫৯463507
  • ডিডি ওহ ডিডি, লিখুন এখুনি লিখুন "ছোটোদের পঞ্চ ম কার", আগে এটাই। মুন্ডু থাকতে থাকতে এটা পড়ে নিয়ে তারপরে "সহজ কাপালিক বিদ্যা",সেখানে তো আবার মুন্ডু ঘ্যাচাং ইত্যাদি আছে, না?
    ঃ-)
  • de | 69.185.236.52 | ১৪ আগস্ট ২০১৪ ১০:৫৪463508
  • ডিডিদা, অবশ্যই লিখুন। যত তাড়াতাড়ি সম্ভব!
  • dd | 132.183.246.82 | ১৪ আগস্ট ২০১৪ ১২:০৭463509
  • হ্যাঃ,লিখলেই হোলো আর কি? আর উদিকে যে আরেক টইতে দেশ উদ্ধার না করলেই নয়।

    দেখুন আপনেরা Tibetian book of death " পড়েন্নি তো। বইটার আসল নামটা খুব বোরিং। তাই এর প্রথম (সাহেব) অনুবাদক নামটা ঐ রকম রেখেছেন। বেশ ছমছমে।

    প্রেক্ষিতটা জনেন তো? বুদ্ধবাবুর তিনজন ডাইরেক্ট শিষ্য নাকি বজ্রযান বা তান্ত্রিক বুদ্ধিজম জানতেন। কিন্তু গোপনে রাখতেন। ৫০০ AD থেকে ইটির প্রকাশ্য চর্চা শুরু হোলো। সে সময়ে ৮৪ জন মহাসিদ্ধ ছিলেন(অন্ধকারে চৌরাশীটা পাতকীর মুন্ড)। তাদের একজন পদ্মসম্ভব গ্যালেন তিব্বুতে। ব্যাস ,ওখানকার পাব্লিক খে' গ্যালো। সেই থেকে ইন্ডিয়াতে কল্কে না পেলেও তিব্বুতে তান্ত্রিক বুদ্ধিজম চল্লো। মানে খুব চল্লো। ওটাই মেইন ধর্ম হয়ে গ্যালো।

    (আরো)
  • dd | 132.183.246.82 | ১৪ আগস্ট ২০১৪ ১২:১৭463510
  • তো বুক অব ডেথ ও নাকি পদ্মসম্ভবের লেখা পুঁথি।

    বেসিক্যালি এটা হচ্ছে মরে যাবার পর থেকে পরের জন্ম না হওয়ার সময় কি করবেন তার একটি ম্যানুয়াল আর গাইডবুক।

    নাভিশ্বাস উঠলে ডান ফিরে শুয়ে পরুন। সিংহদের মতন। নিজে না পারলে অন্যদের বলুন পাশ ফিরিয়ে দিতে। কানের কাছে এই বইটি পাঠ করুন (বা হরিনাম করুন)। চিন্তা করুন আপনার মুন্ডুর এক হাত উপরেই আপনার ঠাকুর বসে আছেন। OK?

    লাস শ্বাস ছাড়ার পরও কিছুক্ষন চৈতন্য থাকে। এই ধরুন "একটা লাঞ্চ খেতে যতো সময় লাগে"।তখন চাদ্দিকে আলো দেখবেন।

    এর পর আরো ছটা তল আছে। সেখানে ভালো আর মন্দ আছে। ঠাকুর,দ্যাবতা ও ডেমন, আর এগুলি সব কলর কোডেড।

    যেইন্না দেখবেন নীল রং, অম্নি বুঝবেন পরের জন্মের সময় হয়েছে। তখনই ধাঁ করে চলে আসুন ধরাধামে। কপুলেটিং কাপলের উপর ঘুর ঘুর করুন।তারপার তাক বুঝে ঢুকে পরুন। ঠিকাছে?

    ব্যাস এই ত্তো ব্যাপার। তবে এইটা সব সময়েই খ্যাল রাখবেন, যখনই লব মেকিং করছেন, মাথার উপরেই কিন্তু ভুত টুতেরা ঘুর্ঘুর করছে। সাবধান।
  • সিকি | 131.241.127.1 | ১৪ আগস্ট ২০১৪ ১২:২৪463511
  • কন্ডোম ইউজ করলেও ভূত পিছু ছাড়ে না?
  • dd | 132.183.246.82 | ১৪ আগস্ট ২০১৪ ১৫:০১463512
  • না,ছাড়ে না।

    আপনেরা ভাবেন মশা, বা বেকটেরিয়া। আসলে ওগুলান ভুত।

    আমি তো এখনই ঠিক করে রেখেছি। আমার নীল আলো জ্বললেই আমি সটান আম্রিগা চলে যাবো। আমি আর এই দেশে জন্মাচ্ছি না। আপনেরা থাকুন।
  • dc | 52.104.60.8 | ১৪ আগস্ট ২০১৪ ১৬:৪০463513
  • ডিডিদা ছোটদের এরকম ভয় দেখালে হবে? পুরোটা লিখে ফেলুন।
  • de | 190.149.51.67 | ১৪ আগস্ট ২০১৪ ১৭:৫৩463514
  • আরো লিখুন! ঃ))
  • - | 109.133.152.163 | ১৪ আগস্ট ২০১৪ ২০:২৯463515
  • ডিডি, নীল আলো জ্বললেই আম্রিগা তো গেলেন। ঠিকাছে। আবার রোগা হবার উপায় টইতে যে "চুজ ইওর প্যারেন্ট কেয়ারফুলি" থিওরিটা দিয়েছিলেন, সেটির ইমপ্লিমেন্টেশনের কথাটো মনে রাখবেন কিন্তু!
    এই দু'টি ইচ্ছে একসঙ্গে পূর্ণ হওয়া টাফ ঃ-)
  • dd | 132.183.246.82 | ১৯ আগস্ট ২০১৪ ১০:২০463516
  • বশীকরণ কর্বেন্না? খুব সোজা। সামানু উপকরন লাগে।

    http://dspace.wbpublibnet.gov.in:8080/jspui/bitstream/10689/16567/3/Chapter1_1-80p.pdf

    সেই সব অসীম ল্যাদখোর যারা পাতা উল্টেও দেখবে না, তাদের জন্ন্য জানাই যে ষঠকর্ম হচ্ছে

    শান্তিকর্ম = অন্যের ভালো করা। চাকরীতে উন্নতি। খপরের কাগোজে প্রবন্ধ ছাপা, এক ট্রাইতে ট্রেনের টিকিট পাওয়া; ইঃ
    বশীকরণ= অন্যদের ম্যাদামার্কা করে দেওয়া
    স্তম্ভন= অন্যদের কোনো কাজ আটকে দেওয়া
    বিদ্বেষণ = যে কোনো দুজনের মধ্যে ঝগড়া বাধানো। ট্রোলিং।
    উচাটন = দেশ থেকে দুর করে দেওয়া।
    মারন = এক্কেবারে মেরে ফ্যালা।

    শুনুন। একটাই অনুরোধ বইটা পড়ে, নকু মাকু তক্কো টক্কো হলে রেগে গিয়ে সবাই সবাইকে উচাটন করে দিয়েন্না।
  • সিকি | 135.19.34.86 | ১৯ আগস্ট ২০১৪ ১০:৩৫463519
  • উচাটন শুনলেই মহম্মদ রফির গলায় ঐ গানটা মনে পড়ে যায় - নজরুলগীতি।

    উচাটন মন ঘরে রয় না। আহা!!
  • b | 135.20.82.164 | ১৯ আগস্ট ২০১৪ ১১:০০463520
  • এম সি সরকারের দোকানটার পাশে, সংস্কৃত কলেজিয়েট স্কুলের ঠিক সামনে কোন একটা দোকানে যেন ডাঁই হয়ে থাকতে দেখেছি এরকম বই। পাতা উল্টেছি কয়েকবার। শত্রুর হিসু বন্ধ করতে হয় কিভাবে শুনুন। প্রথমে একটা ঠোঙা বা পলিথিন ব্যাগের মধ্যে শত্রুর হিসু ধরুন। তারপরে কি একটা মন্তর আওড়াতে আওড়াতে সেটা কালো সুতো দিয়ে টাইট করে বাঁধুন। ব্যসঃ কেল্লা ফতে। আবার প্রতিশোধ নেওয়া হয়ে গেলে কালো সুতোর বাঁধন আলগা করে দিন।
    তবে প্রথম স্টেপটি কিভাবে করবেন, সেটা সম্পর্কে কিছু বলা নেই।
  • | ১৯ আগস্ট ২০১৪ ১১:১৩463521
  • :-)))))
    উফফফ
  • de | 190.149.51.68 | ১৯ আগস্ট ২০১৪ ১১:৩৩463522
  • ইঃঃ!!
  • dd | 132.183.246.82 | ১৯ আগস্ট ২০১৪ ১৬:০২463523
  • b'র পোস্ট পড়ে এক অসম্ভব রোমাঞ্চকর থ্রিলারের প্লট মনে এলো।

    মনে করুন, রোজ রোজ নগরের বিভিন্ন প্রান্তে মানুষেরা মুখ নীল হয়ে ব্লাডার ফেটে মরে যাচ্ছে। কেউ সমাধান করতে পারছে না। আর যে সব লোকে মরে যাচ্ছে,সেটা অ্যাপারেন্টলি একটা র‌্যানডম সেট। তাদের যোগসুত্রটাই বা কি? আর মোটিভ? ক্ষি ভাবেই বা তাদের মৃত্যু হচ্ছে? বিষ ক্রিয়া,সি আই এ,এলিয়েন?

    প্রেক্ষিতটা হচ্ছে এই ঃ অমল একজন সোসিওপাথ,সিরিয়াল কিলার প্লাস পার্ট টাইম তান্ত্রিক। সে শহরের বিভিন্ন প্যাথোলজিকাল ল্যাবে যাছে ও সার সার বোতোলবন্দী ইয়ের সামনে দাড়িয়ে বিড় বিড় করে স্তম্ভনের মন্ত্র বলে আসছে।

    ব্যাস।

    দেখুন এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা ভালো উপন্যাস হয় কি না।
  • pi | 24.139.221.129 | ১৯ আগস্ট ২০১৪ ১৯:৩১463524
  • আপ্নারা কাকতন্ত্র পড়েন নাই ?
  • T | 90.13.86.157 | ২০ আগস্ট ২০১৪ ১১:৩৫463525
  • হা হা হা হা...ডিডি দা অসাম। আমি গপ্পো লিখব ঐ প্লট নিয়ে।
  • de | 69.185.236.54 | ২০ আগস্ট ২০১৪ ১১:৪৬463526
  • সত্যি - এইসব মারণ-উচাটন-বশীকরণ নিয়ে তেমন একটা থ্রীলার-ট্রিলার বাংলায় দেখি না - টি যদি লেখে, বেশ একটা নতুন রকমের ব্যাপার হবে!
  • dd | 125.242.251.202 | ২০ আগস্ট ২০১৪ ১২:০৯463528
  • কাক তন্ত্র বলে কিসু নেই। বক তন্ত্র বলেও না।

    তবে বক যন্ত্র আছে। সে বিষয়ে কুমু বিশদ জানেন।
  • dd | 125.242.251.202 | ২০ আগস্ট ২০১৪ ১২:০৯463527
  • কাক তন্ত্র বলে কিসু নেই। বক তন্ত্র বলেও না।

    তবে বক যন্ত্র আছে। সে বিষয়ে কুমু বিশদ জানেন।
  • pi | 24.139.221.129 | ২০ আগস্ট ২০১৪ ১২:১৮463530
  • আমার কাছে অশ্বিনী কুমার আচার্য্য কর্তৃক সংগৃহীত ও সম্পাদিত 'কাকচরিত্র বা কাকতন্ত্রসার তিলতঙ্কÄ যতুক তঙ্কÄ ও দেহনৃত্য ফল' নামক একখানি মণিমুক্তোখচিত পুস্তিকা ছিল। তার কিছু অংশ লিখেও রেখেছিলুম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন