এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বুলবুলভাজা (২)

    Guruchandali
    অন্যান্য | ২৭ ডিসেম্বর ২০১০ | ৪১১৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Guruchandai | 72.83.86.24 | ২৭ ডিসেম্বর ২০১০ ১৪:৩৫465290
  • আগেরটির লিংক :
    http://www.guruchandali.com/guruchandali.Controller?font=unicode&portletId=8&porletPage=2&contentType=content&uri=content1280758215821

    ---------------------------------------------------
    সোমবারের বুলবুলভাজায় সংযোজিত হল
    হরিদাস পালের ডায়রি : মুখে কুলুপ

    'প্রসংগ : বিনায়ক সেনের যাবজ্জীবন শাস্তি' লেখাটিতে আরো কিছু খবরের আপডেট দেওয়া হলো।
    ---------------------------------------------------
  • Samik | 155.136.80.174 | ২৭ ডিসেম্বর ২০১০ ১৫:১৯465401
  • থ্যাংকিউ, হরিদাস পাল। দারুণ লেখা। দারুণ।
  • arindam | 59.93.244.76 | ২৭ মার্চ ২০১১ ০৭:০৯465623
  • শ্রাবণীর, লেখায় ভুলো আর বুধি র সঙ্গে প্রাণখুলে দোল খেলার বিবরণি ভাল লাগল, এবারও বারান্দায় দাঁড়িয়ে এইরকম চিত্র দেখেছি দোলের দিন। দেখেছি "সেই মেয়েটাকে'।

    সঙ্গীতার গদ্য ও অনির্বাণের পদ্যে বসন্তের স্পর্শের দীর্ঘশ্বাস স্পষ্ট। আর দীর্ঘশ্বাস বড়ই সংক্রামক...

    সুবীরের দোল-ভাট ছড়া একেবারে খাপে খাপ...
  • til | 220.253.76.182 | ২৭ মার্চ ২০১১ ১৫:৪১465734
  • দোল নিয়ে ফরিদার লেখাটা অপূর্ব, একটা কবিতা যেন। খুব ভাল লাগলো, অভিনন্দন। (কোন অংশটা বা কেন ভাল লাগলো তার কারণ দর্শাতে অপারগ, লেখাটা সামগ্রিক ভাবে মন ছুঁয়ে যায়!)
  • Guruchandali | 72.83.97.171 | ২৮ মার্চ ২০১১ ০৩:৫৮465845
  • কুচোকাচাদের রং এর কুচি দিয়ে শেষ হল আমাদের দোলযাত্রা, এবারকার মতন। :)
  • Nina | 68.84.239.41 | ২৮ মার্চ ২০১১ ০৫:২৪465858
  • সাধু সাধু!!
    প্রত্যেকটি রঙের কুচি ই অনবদ্য। মৈত্রেয়র আঁকায় বাচ্চাদের চুলের ইসটাইলগুলি আমার খুব পছন্দ হয়েছে :-))
    উর্জার কি সুচিন্তিত ছবি--ন্যাচারাল কালারস!নিয়ে খেলা।
    মেঘ ও উজান ও কেয়াবাৎ! কি সুন্দর ইমাজিনেশন, কি বলিষ্ঠ তুলির টান।

    সঙ্গীতার কলম-ঝর্ণায় কি সুন্দর মনের স্নান---প্রতিবারের মতন, এবারেও মনমাতানো !

    প্রত্যেকের লেখা ই সুন্দর ভাবে হোলি/দোলের ভাবটিকে নানা রঙে ধরেছে।

    অভিনন্দন গুরুবাহিনী A big pat on your back --যারা এই রঙের তোড়াটি নিবেদন করলেন--নিঁখুত করে , সুন্দর করে।
    জয় গুরু!
  • pharida | 220.227.148.193 | ২৮ মার্চ ২০১১ ০৯:৩৪465869
  • এইবারে রং ফিরে ফিরে এসেছে বুলবুলভাজায়। সারা বসন্তময় সপ্তাহান্তে হাজির হয় রং - কলেজবেলার কোলাজ থেকে তাড়িয়ে নিয়ে যায় মাঝবয়েসে, সেখান থেকে এক লহমায় এক কিশোরীবেলা যেখানে বাংলাভাষা "গদ্য হয়ে ঝরে"।

    কোনো একটি বা দুটি লেখার উল্লেখ করা যায় না। এখানে সবুজ, ওখানে হলদে আবীর আর সেখানে লাল রং মেখে বুঁদ হয়ে কোন রংএর কথা আর আলাদা বলা যায়?

    শুধু কেন জানি না শেষবেলায় "রঙের কুচো" দেখতে পেলাম না - একটু দেখবেন? নাকি আমার চোখেই কোনো গোলমাল:)
  • siki | 123.242.248.130 | ২৮ মার্চ ২০১১ ০৯:৪২465880
  • ফরিদা, রঙের কুচো আম্মো দেখতে পাচ্ছি না, কারণ সেই এক এবং অদ্বিতীয়, ঠিক যে কারণে তুমি বা আমি অফিস থেকে সাইট খুলতে পারি না। গল্পটা বুঝতে পেরেছো আশা করি। ঘুরপথে খুলতে হবে, আজ রাতে বাড়ি গিয়ে আমি ওয়েব ঠিকানাগুলো ঠিকঠাক করে দেব। যাতে আর ঘুরপথে খুলতে না হয়।
  • Anirban Roy Choudhury | 144.191.148.3 | ২৮ মার্চ ২০১১ ১১:১৭465291
  • সঙ্গীতা দাশগুপ্ত'র বসন্ত খুব একটা ভালো লাগলো না :(
  • Guruchandali | 122.162.75.127 | ২৮ মার্চ ২০১১ ২২:১৮465302
  • ২৬শে মার্চ উপলক্ষ্যে প্রকাশিত হল এই সোমবারের নতুন দুটি বুলবুলভাজা।

    বাঙালির দ্বিধা -- খোন্দকার আশরাফ হোসেন
    ছয়ফুল মুলক বদিউজ্জামাল উরফে চান্দু মিয়ার সহি সফরনামা -- কুলদা রায়

    সঙ্গে শুরু হল সৈকত বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিক:

    কলকাতার কানাচে -১: সেক্টর ফাইভ পর্ব
  • san | 14.96.199.23 | ২৮ মার্চ ২০১১ ২২:৪৫465313
  • যদিও পড়লাম অনেক দেরিতে - সুমেরুদা ফরিদা ও সায়ন্তনদার লেখা পড়ে মুগ্‌ধতা না লিখে রেখে যাওয়া অসম্ভব মনে হল -
  • Suvajit | 59.177.193.165 | ২৯ মার্চ ২০১১ ০১:১৩465324
  • মামুর এই লেখার স্টাইলের আমি বরাবরের পাখা। চালিয়ে যাও মামু।
    মামু সব বলেছে কিন্তু একটা জিনিস বলতে পারেনি। হুঁ হুঁ বাবা, এ জিনিস কলকাত্তায় পাবে না, এর জন্য নয়ডা কিংবা গুরুগ্রামে আসতে হবে। ঐ বাস গাড়ি অটোর ভীড় সব পাবে এখানে। মার্সেডিস চলছে খড় নিয়ে যাওয়া ট্রাকটরের পিছন পিছন, হর্ণ মেরে মেরে ড্রাইভার কানে শুনতে পাচ্ছে না, কিন্তু ট্রাক্টর চলছে আপন গতিতে। রাস্তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বাইক, স্কুটার, স্কুটি, সাইকেল, ঠেলা, ন্যানো সব ছোটো বড়ো মাঝারি বাস গাড়ীর মধ্যে দিয়ে টপকে টপকে আগে যাচ্ছে। এ সবই কমন।
    কিন্তু এদের মধ্য দিয়ে একপাল নধর কালো মোষ, কিম্বা মোটাসোটা চঞ্চল শূকরের পাল সারা রাস্তা জুড়ে ধীরে ধীরে চারণ ভূমির দিকে যাচ্ছে অপিসটাইমে। অনেকটা পিছনে তাদের মালিক ছপটি হাতে। তাদের পিছন পিছন হন্ডা সিটি, ডিসয়ার, বি এম ডব্লু, মার্সেডিস, সাহেব মেম নিয়ে ইনোভা ট্যাক্সি, মেম আবার ক্যামেরা দিয়ে ছবি তুলছে। মা মোষ আর ছানা মোষের মধ্য দিয়ে সর্দারজী পৃথুলা সরদার্নীকে নিয়ে স্যাট করে স্কুটার কাটিয়ে বেরিয়ে গেলেন, সর্বোতোভাবে ক্ষিস্তির বন্যা চলছে, মার্চের কড়া রোদ চড়ছে।
    এ আমাদের দিলওয়ালে দিল্লির পেটেন্ট দৃশ্য :-)
  • til | 220.253.76.182 | ২৯ মার্চ ২০১১ ০১:১৪465335
  • কলকাতার কানাচে- লা জবাব!
    কারণ:
    (১) ফ্রেম বাই ফ্রেম অ্যানালিসিস অফ আঁখো দেখা হাল
    (২) কি তীক্ষ্ণ অবজার্ভেশন!

    তো মশাই একটু হাত চালান, পর্ব- দুয়ের অপেক্ষায় রইলাম।

  • aka | 168.26.215.13 | ২৯ মার্চ ২০১১ ০১:৫৪465346
  • সৈকতের লেখা আমার ভালো লাগে।

    কিন্তু এই লেখার শুরুটা ভালো লাগে নি। লেখার স্টাইলের জন্য নয়, কন্টেন্টের জন্য। সফটওয়ার ইন্ডাস্ট্রী নিয়ে এত ব্যাঙ্গাত্মক মন্তব্য কেন? এই ইণ্ডাস্ট্রী না থাকলে আমি এবং আমার মতন লক্ষ্য লক্ষ্য ছেলের ভাত নিয়েই প্রশ্ন তোলা যায়। আচ্ছা ভাত না হলেও, গাড়ি, বাড়ি, আজ ব্যাংকক কাল বার্লিনের ফুটানি থাকত না।

    সেক্টর ফাইভের সেই ছোটবেলা যাঁরা দেখেছেন তাঁরা জানেন কি ছিল। সন্ধ্যে পাঁচটার পরে শেয়াল বেরত, আটটা বাজলে রণপা লাগিয়ে লোকে ডাকাতি করতে বেরত, একটা বিস্কুট খেতে গেলে আপিসের ক্যান্টিনে ভাঁড়ার হাঁটকাতে হত। আর যদি বিড়ির যোগান রাখতে ভুলে যান তাইলে তো মুখ চুলকে চুলকে অ্যালার্জি হয়ে যেত। ইয়ে করতে গেলে ইয়ে মাথায় উঠে যাবার উপক্রম হত। সে¾ট্রাল অ্যাভিনিউ ও একসময় এরকমই ছিল কিন্তু তাবলে মেট্রো হয়ে খারাপ কিছু হয় নি। তাও একটা ব্যপারে একমত যে আরও প্রফেশনাল হওয়াই যায়। কিন্তু এক ধাপে কি আর উন্নতি হয়?
  • lcm | 128.48.44.141 | ২৯ মার্চ ২০১১ ০২:০৯465357
  • ওহ্‌! সৈকত বন্দোপাধ্যায় খাপ (কলমের অবশ্যই) খুলেছেন। খাসা লেখা।

    কিন্তু আকা, কোথায় ব্যঙ্গ। আর একটু থাকলেই বা ক্ষতি কি? উকিলের ওকালতি, ডাক্তারের ডাক্তারি, সর্দারদের সর্দারি... সব নিয়ে খিল্লি চলবে, শুধু সফট্‌ওয়ার ওয়ালাদের নিয়ে খিল্লি চলবে না কেন? আলবাৎ চলবে।
  • sayan | 12.20.48.10 | ২৯ মার্চ ২০১১ ০২:৩০465368
  • আগে মন্তব্যগুলো পড়ি। লেখাটা পরে পড়লেও চলবে। :-)
  • Abhyu | 128.192.7.51 | ২৯ মার্চ ২০১১ ০৩:৪০465379
  • গুচ্ছ গুড।
  • aka | 24.42.203.194 | ২৯ মার্চ ২০১১ ০৩:৫৯465390
  • মূলত লেখার ফোকাসটা ঠিক বুঝি নি। বড় বড় বাড়ি, ঝাঁ চকচকে আপিস ও তার আড়ালে শাইনিং ইন্ডিয়ার শ্যাডো নাকি ওভারঅল প্ল্যানিং ছাড়া উন্নয়ন, সেটা আমার কাছে ক্লিয়ার হয় নি, তবে এই তো ১ নং কিস্তি পরের বার আসবে নিশ্চয়ই।
  • kd | 96.224.20.247 | ২৯ মার্চ ২০১১ ০৫:৩৬465402
  • য-ফলা'ওলা লক্ষ! মানে কি মিলিয়ন!
    :)
  • kallol | 115.184.99.143 | ২৯ মার্চ ২০১১ ০৬:০৬465413
  • জ্জিও সৈকত। আর একটু খেলিয়ে। হুতোমী তোর পেনের কালির প্রতি ফোঁটায়! রাস্তার জ্যামের বন্ননা একদম হু-প্যাঁ-নয়ের কাছাকাছি গেছে।
    আরও হোক।
  • kallol | 115.184.99.143 | ২৯ মার্চ ২০১১ ০৬:১৭465424
  • হোসেনবাবুর লেখা ভালো লাগলো। মনে হচ্ছে কোন বড় লেখার ধরতাই। বেশ সুন্দর শুরু করেছেন ভাই। বাংলা-বাঙালী নিয়ে যেকোন কিছুই এক অর্থে আয়নার মতো। আশায় থাকলাম।
  • Nina | 68.84.239.41 | ২৯ মার্চ ২০১১ ০৬:৩১465435
  • :-))))) সেক্টর ফাইভ, দুর্দান্ত!
  • kallol | 115.184.99.143 | ২৯ মার্চ ২০১১ ০৬:৪২465446
  • কুলদাবাবু। অসাধারণ। আমি চোখে কাদামাটি আর রক্তের গন্ধ পেলাম। আমার বাপ-মায়ের ফেলে আসা ভূমি আমায় ফিরিয়ে দিলেন আপনি।
    আমি জম্মে-কম্মে বঙ্গের পশ্চিম খন্ডের মানুষ। ঠাকুদ্দ-ঠাকমা-দিদার মুখে পূবের গল্প শুনে শুনে বড় হয়েছি। অনেক অনেক পরে তার দর্শন পেয়েছি। বহু পুণ্যফলে অনেক বন্ধু পেয়েছি, যারা ছবির হাট মাতিয়ে রাখে দিনের পর দিন। যারা জড়িয়ে থাকে আন্তার্জালের সাপলুডুতে।
    তাদের সাথে বহুদিন দ্যাখা হয় না। আপনার লেখাটি আমায় একবার ফিরিয়ে নিয়ে গেলো তাদের কাছে।
    আপনার সাথে, আমার সেই সব বন্ধুদের সাথে, গালা ফাটিয়ে বলি - ৭১এর যুদ্ধপরাধীদের শাস্তি চাই।
  • ab | 192.17.250.34 | ২৯ মার্চ ২০১১ ০৬:৫১465457
  • এই সৈকতদা, বাবা তুলে আর ইন্ডাস্ট্রি তুলে কথা বলবে না।
  • vikram | 143.239.7.2 | ২৯ মার্চ ২০১১ ১২:২৯465468
  • কুলদা রায়। জাস্ট অসা।
  • Manish | 59.90.135.107 | ২৯ মার্চ ২০১১ ১৫:০৫465479
  • আমিও একমত, কুলদা রায় অসা।

    আর একজনের লেখা একটু সহানুভতি নিয়ে পড়তে হলো।
  • Kulada Roy | 74.72.144.174 | ২৯ মার্চ ২০১১ ১৭:২১465490
  • একটি হত্যাকাণ্ডের নিষ্পত্র ডানা গল্পটি আমার জীবনের সত্যি ঘটনার বিবরণমাত্র। একাত্তরে এপ্রিলে আমরা প্রথমে পালিয়ে যাই আমাদের ছোট শহর থেকে পার্শ্ববর্তি একটি গ্রামে। সে গ্রামটি আক্রান্ত হলে দঘিআরকুলে। সেদিনও গুলির মুখে পড়ে মরতে মরতে আরও দূর গ্রাম কোন্দরগাতি চলে আইস ছোট পিসির বাড়ি। এই বাড়িটিতেই এই হত্যারকাণ্ডের ঘটনাটি ঘটে। এরপর বিলের মধ্যে জলে জলে ঘুরেছি। হত্যা দেখেছি। মৃত্যু দেখেছি। আগুন দেখেছি। বর্বরতা দেখেছি।
    এইগুলি নিয়ে পরের পর্বটি অনেকদিন আগে আবার লেখা শুরু করেছিলাম। নাম--সর্পগন্ধা অথবা না-মৃত্যুর জলতরঙ্গ। কখনো সুযোগ ঘটলে সেটা পেশ করব।
    যারা পড়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি।
    যারা পড়েননি--তাঁদেরও। কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে। তবে কোনো কোনো বেদনা জাগিয়ে তোলার দরকার আছে বলে মনে হয়।
    ধন্যবাদ।
  • Kulada Roy | 74.72.144.174 | ২৯ মার্চ ২০১১ ১৭:৩০465501
  • একটি হত্যাকাণ্ডের নিষ্পত্র ডানা গল্পটি এখানে দেওয়া হয়নি। আশা করছি কখনো দেওয়া হবে।
    তবে ছয়ফুল মূলক বদিউজ্জামালের গল্পটি আমার শহরের ঘটনা। শহরটির নাম গোপালগঞ্জ। পুরনো ফরিদপুর জেলা। এর পরবর্তি লেখাটি এখন লিখছি।
    একাত্তর একটি বিশাল ঘটনা। অসংখ্য ঘটনার বিবরণ দেওয়া যায়। এগুলো কোনোটিই বানানো নয়। আমি এগুলো নিয়ে মহাভারত ১৯৭১ নামে শুরু করেছিলাম। গোটা দশেক লিখেছিলাম। আরও লিখব।
    যাঁরা পড়েছেন সবাইকে ধন্যবাদ। যাঁরা পড়েননি তাদেঁরও ধন্যবাদ।
    কল্লোলদার সঙ্গেই কি আমার বাহাস হচ্ছিল রেহনুমা নিয়ে--শহীদুলকে নিয়ে? আমার খুব ভুলো মন। ভুলে যাই আগে পরের অনেক কিছুই। রেহনুমারা এইসব সত্যি বিবরণকে একেবারেই ভুলিয়ে দেওয়ার কোসেস করছেন। এক দৃষ্টিতে সেটা বোঝা যাবে না। গভীরভাবে দেখতে হবে।
  • saikat | 202.54.74.119 | ২৯ মার্চ ২০১১ ১৮:২৪465513
  • প্রথম পাতায় চান্দু মিয়া-র নাম দেখে মনে হল চান মিয়ার কথা, যে বানরের দুধ খেয়ে বড় হয়েছিল। মুখের দিকে দেখি। শহীদুল জহির। ভেতরে ঢুকে ডায়েলেক্টের যথেচ্ছ ব্যবহার দেখে আবারও শহীদুল জহির। এবং সালমা বাণীর "ভাংগারি"।

    এও মনে পড়ল, বইমেলায় কেনা "লোক" পত্রিকার একটা সংখ্যায় বাংলাদেশে আয়োজিত একটি আলোচনাসভার কথা যেখানে দেবেশ রায়ের এ রকম একটা বক্তব্য ছিল যে বাংলাদেশের উপন্যাস কী পালটে যাচ্ছে? এবং এই পালটে যাওয়ার পেছনে "মান্য" বাংলা ভাষা থেকে সরে গিয়ে লেখার কথাও মনে হয় উল্লেখ করেছিলেন।

    কুলদা রায়ের লেখাটা পড়ে এ কথাগুলো মনে হল। এবং হয়ত অপ্রাসঙ্গিকভাবে মনে হল ফকনার ও তাঁর ডীপ সাউথে ব্যবহৃত ইংরেজীর কথাও। তবে বলে রাখি আমি কুলদা রায়ের লেখাটির প্রতি সম্পূর্ণ সুবিচার করিনি, কারণ এখনও লেখাটি পুরো পড়ে উঠতে পারিনি যেহেতু ইন্টারনেটে বড় লেখা পড়তে বিশেষ অসুবিধে হয়, খেই হারিয়ে ফেলি। ফলে পুরোটা না পড়েই এই সব মন্তব্য। কিন্তু লেখাগুলো কী কোন দিন বই হয়ে বেরোবে? বেরোলে ভাল লাগবে।

    আর রেহনুমা কে? খোলসা করা যাবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন