এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • হুতের গোল্পো

    shiladitya
    বইপত্তর | ২৭ ডিসেম্বর ২০১০ | ১৮১৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 24.42.203.194 | ০৮ মার্চ ২০১১ ০৯:২০466108
  • আরে অভ্যু কাজ করাতে জানলে শর্ট ডিস্ট্যান্সেও যথেষ্ট ছেলে থুড়ি বর মানুষ করা যায়!! শুধু খানিক ম্যানেজারিয়াল স্কিল দরকার :-))
  • a x | 99.188.84.89 | ০৮ মার্চ ২০১১ ০৯:৩০466109
  • রিমিকে একটা হাই-ফাইভ! :-))
  • d | 14.96.15.177 | ০৮ মার্চ ২০১১ ০৯:৩২466110
  • আজ এই আন্তর্জাতিক নারীদিবসের সুন্দর সকালে রিমিকে বজ্রমুষ্টি অভিনন্দন!!
    রিমিমণি যুগ যুগ জীয়ে!!
  • pi | 72.83.87.140 | ০৮ মার্চ ২০১১ ০৯:৫৩466111
  • দুপুর তিনটের সময় আপিসে বসে খবর পেল রাত তিনটেয় উড়তে হবে, বাড়ি ফিরলো রাত ন টায়, সে গোছানোর সময় পাবে ক্যামনে ! :)
    আর, ইয়ে এই ছেলেমেয়ের গপ্পো ঐ শরৎ বাবুর আমলের জন্য ই ঠিক আছে। এখনকার দিনে এর উল্টো উল্টো কেসের ভুরি ভুরি উদাহরণ মেলে। আমার নিজের বাড়িতেই আছে :)
  • Abhyu | 97.81.82.11 | ০৮ মার্চ ২০১১ ১০:০৩466112
  • এখনকার দিনে উল্টোটাই নিয়ম। পাইকে সৎসাহসের জন্যে পাইকারি রেটে সংগ্রামী অভিনন্দন।
  • siki | 123.242.248.130 | ০৮ মার্চ ২০১১ ১০:০৫466113
  • অক্ষ খালি মুচকি হাসতেই পারে।

    আমি সদাসর্বদা আমার নিজের সুটকেস নিজেই গোছাই। শুধু শেষবেলায় তাড়াহুড়োয় কিছু মনে থাকে না বলে টুথব্রাশটা নিতে ভুলে যাই। প্রত্যেকবার। আর প্রত্যেকবার অন্যত্র গিয়ে প্রথম খরচাটা করতে হয় টুথব্রাশ কিনে। এর পেছনে আমার বউয়ের যত্ন বা চক্রান্ত, কিছুই নেই।
  • suto | 117.194.232.16 | ০৮ মার্চ ২০১১ ১০:১৬466114
  • আমার খুউউউউউব ইচ্ছে আমার বর কে কচি করে রাখার.... অন্যদের বুড়ো বরদের (ওদের বউদের সাথে interaction দেখলে বোঝা ই মুস্কিল যে মেয়েটা কাকে বিয়ে করেছে... বাবা'র বুমিকা, না শশুর, না স্কুল টিচার-)দেখলে আমার আরো বেশী করে কচি রাখা যায় কি করে.... এটা মাথায় ঘুরতে থাকে!!!

    শরৎ চাটুজ্জের মেয়েদের এতো সরল আর ন্যাকা চোখে না দেখে এভাবে ও ভাবা যায় যে ওরা কত্ত practical.... নিজেরা কষ্ট করে রান্নাবান্না করে কোনো খুঁত খাবার কথা ভাবতে পারতো না।তাই বররূপী tester দের খাইয়ে খুঁতগুলি জেনে নিয়ে তারপর রান্না টা ঠিক করে নিজেরা তৃপ্তি করে খেতো। আর বরের স্বাস্থ্যের দিকে খেয়াল না রেখে উপায় আছে! সুস্থ থাকলে তবেই তো টাকা রোজগার করে আনবে.... আর সেই টাকাতেই তো যত কায়দা,সখ আর পরশ্রীকাতরতা মেটানো যাবে।২৪ ঘন্টা আর কত্ত হিংসে করতে পারবে ও মেয়েরা।গোছগাছ করে কিছুটা সময় কাটাবার কটা ভাবলে তো ভালো ই করতো...একটু কু চিন্তা কম করার সুযোগ পেতো ।

    এরচাইতে এখনকার মেয়েরা তো অনেক বেশী logical একসাথে খাবে... যদি স্বাদ হয়... তবু ও দুজন একরকম খেলো, বিস্বাদেও তাই... একজনের problem এ আর একজন seriously involve হয়ে সেটা মেটাবার চেষ্টা করে।
    এটাই তো সুস্থ জীবনযাত্রা বলে মনে হয়।:)
  • rimi | 24.42.203.194 | ০৮ মার্চ ২০১১ ১০:১৮466115
  • উল্টোটাই নিয়ম? অভ্যুদয়ের স্যাম্পলিং বায়াস হয়েছে!! :-(((
  • a x | 99.188.84.89 | ০৮ মার্চ ২০১১ ১০:২৩466116
  • এই যাহ্‌ এই লজিকে তো কচি বরের তাইলে বৌ-এর বুমিকা হবে মা'র কিম্বা শাশুড়ির কিম্বা টিচারের !
  • sayan | 98.225.200.39 | ০৮ মার্চ ২০১১ ১০:২৯466118
  • আজ অভ্যু'কে বাঁচাতে আসার আগে স্বয়ং ভগবানও তিনবার ভাববেন। যাউগ্গা। এখানে খাপ খোলার কোনও চান্সই নেই।
  • suto | 117.194.232.16 | ০৮ মার্চ ২০১১ ১০:৩০466119
  • good question...but সব রহস্য ফাঁস করে দিলে ভীড়ে থেকেও আলাদা থাকা যাবে কি করে... নিজের মত করে উত্তর খুঁজে নেয়াটা ই একটা মজার puzzle হয়ে থাক না!! :P
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ১০:৩২466120
  • অ, এইখানে এইসব হচ্ছে বুঝি! আমিও রিমিকে আচ্ছা করে সাপোর্টালুম।
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ১০:৩৬466121
  • তবে আমারও শরৎবাবুর নায়িকাদের কখনো বোকা মনে হয় নি। বরং তারা ন্যাকামিকে অস্ত্র করে দিব্যি ম্যানিপুলেট করে গেছে।
  • til | 210.193.178.129 | ০৮ মার্চ ২০১১ ১১:০৩466122
  • এই খানে ফুট কাটা বড় রিস্কি তবু লোভ সামলাতে পারলাম না।
    ইহা সত্য ঘটনা।

    আমরই বন্ধু, হোস্টেলে রুমমেট। পায়ের গোড়ালিতে কি যেন হয়েছে, বাত আর্থারাইটিস বা সির্ফ মাসল স্প্রেন। হেঁটে চলে অফিস যাচ্ছে রীতিমত। বউ একাই ডাক্তারের কাছে গেল, ওষুধনিয়ে এল, ফয়েল থেকে খুলে জলের গেলাস সমেত এগিয়ে দিল। কেন, কি বৃত্তন্ত, কিসের ওষুধ, কি ওসুধ কোন প্রশ্ন নেই, জাষ্ট গলাধ:করণ করলো!
    আমি তো থ!
    আরও ঘটনা আছে। তারা তিনজন ও আমি মিলে দীঘায় গেছি। আমরা দুই নন্ধু হোটেলের ফয়ারে বসে, বন্ধুর স্ত্রী ও ছেলে মিলে ঠিক ঠাক করলো, এর আগে হোতেল বাছাও করেছে। ঘরের চাবি দিল, আমরা - আমি ও বন্ধু এক ঘরে, ছেলে ও মা আলাদা; খাবার অর্ডারও তাই। শী ডিড এভরিথিং।
    থ, নয়; আমি ভাবলাম বন্ধুটি বেশ তো আছে, তূরীয় আনন্দে যাকে বলে!
  • su | 117.194.237.246 | ০৮ মার্চ ২০১১ ১১:৪২466123
  • তা.... বন্ধুর গোড়ালি ব্যথা কি সেরেছিল! সেই বন্ধুর ওর বউ এর প্রতি কি confidence...rare.

    দ্বিতীয় ঘটনা প্রসঙ্গে বলতে ই হয় যে আপনাদের সেই বন্ধুত্ব কত খাঁটি। উনি আপনাদের বন্ধুত্বের এমনgood image তার বাড়ির লোকের কাছে তুলে ধরেছেন যে ওর বাড়ির লোকরা আপনাদের বন্ধুত্ব কে কত্তটা respect করলে এই ত্যাগ স্বীকার করে নিয়েছিল অবলীলাক্রমে...

    খুব লাকি আপনি ঐরকম family'র বন্ধু হতে পেরে...BTW আপনার বন্ধু + ওর ফ্যামিলি কি গুরু পড়ে!
  • til | 210.193.178.129 | ০৮ মার্চ ২০১১ ১২:১৮466124
  • (১) ব্‌য়্‌থা সেরেছিল কিন তা তো জানি না কিন্তু সেটা অপ্রাসঙ্গিক।
    (২) দ্বিত্তেয় প্রশ্নের উত্তর এড়িয়ে গেলাম
    (৩) গুরু পড়ে কিনা? না।
    --
    আপনার পায়ের অবস্থা এখন কেমন, কবে নাগাদ ব্যাক টু নর্মাল হবেন? মেয়ে কেমন আছে?

  • suto | 117.194.237.246 | ০৮ মার্চ ২০১১ ১২:৪১466125
  • :) আমার পা.... এমনিতে কিছু বুঝতে পারছি না.... X Ray report বলছে যে uniting ! ১৩ই মার্চ আবার দেখাতে যাবো। মেয়ে ভালো আছে। আপনারা কেমন আছেন!
  • san | 14.99.127.220 | ০৮ মার্চ ২০১১ ১৪:০৬466126
  • আমি রিমিদির সঙ্গে খানিকটা একমত , পুরোটা না । মানে বেশিরভাগ ( আন্ডারলাইন) ছেলেরা তো 'অমুকটা পারিনা ' করে করে সুবিধে নিয়েই থাকে যত্রতত্র । তবে মেয়েরাও যে শুধু গ্যাস খেয়েই সেবা করার জন্য মুখিয়ে থাকে তা বোধ হয় নয়। 'আমাকে ছাড়া সংসার চলবেই না ' , বা, 'আমি ওকে না দেখাশোনা করলে ও বেচারি কিছুতেই নিজের যত্ন করে উঠতে পারবেনা' এইগুলো অনেকসময়ই অনেক মেয়ের 'একমাত্র' অ্যাচিভমেন্ট কি না । নিজের কাছে নিজের কোনোই ভ্যালু না থাকলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স হবে যে !!

    ডি: এসব ইন জেনেরাল পোস্টদের পড়ে লিখলাম। সুতোদির জায়গায় আমরাও যে কোনো একজন বাড়ি থাকলে নিশ্চয় অফিসে থাকা আরেকজনের জন্য যত্ন করে গুছিয়ে দিতাম। কচিত্ব নির্বিশেষে :-)
  • suto | 117.194.231.131 | ০৮ মার্চ ২০১১ ১৪:১১466127
  • :)
  • siki | 123.242.248.130 | ০৮ মার্চ ২০১১ ১৪:১৬466129
  • কিন্তু সুতোদি যে এমনিতে বাড়িতে থাকে না। সে-ও যে অফিস করে! এখন না হয় ঠ্যাং ভেঙে বাড়িতে বসে আছে। সে আলাদা কথা।

    স্যান কিছুটা ঠিকই বলেছিস।
  • san | 14.99.127.220 | ০৮ মার্চ ২০১১ ১৪:১৮466130
  • সুতোদির জীবনে একটা নয় হাজার অ্যাচিভমেন্ট আছে বলে জানি । দুনিয়ার সব মেয়ের জন্যই থোড়াই এই থিওরি প্রযোজ্য হবে :-)
  • Bratin | 122.248.183.1 | ০৮ মার্চ ২০১১ ১৪:২১466131
  • ব্যাঙ র ১০:৩৬ কে বড় করে ক। ন্যাকামি উহাদের একটি বড় অস্ত্র বটেক!!
  • santanu | 82.112.6.2 | ০৮ মার্চ ২০১১ ১৪:২৭466132
  • ৩০ থেকে ৪০ (আমি, কাবলিদা, রঞ্জনদা কে বাদ দিয়ে, এখানকার প্রায় সব বিবাহিত পুরুষ এসে গেল বোধ হয়)এর মধ্যে বয়স, "অমুকটা পারিনা" বলে সুবিধা নেবার মতো ছেলেপুলে কি আজকাল দেখা যায়?
  • suto | 117.194.226.123 | ০৮ মার্চ ২০১১ ১৪:৩১466133
  • হুতো'র ঘুম থেকে ওঠার অপেক্ষাতে আছি....ও কি বলতে চায়...
  • Bratin | 122.248.183.1 | ০৮ মার্চ ২০১১ ১৪:৩২466134
  • ঠিক ঠিক। আজকাল কার ছেলে রাও শরৎ বাবুর যুগের মতন নয়। দিব্যি সাহায্যের হাত বাড়িয়ে ই থাকে।
  • Bratin | 122.248.183.1 | ০৮ মার্চ ২০১১ ১৪:৩৩466135
  • না না সুতো, তুমি তোমার ব্যক্তব্য লিখে ফেল।
  • suto | 117.194.226.123 | ০৮ মার্চ ২০১১ ১৪:৩৮466136
  • ঠিক.... আর দু দিক থেকেই ঠিক্‌ঠাক response হলে তবে ই তো ব্যালেন্স maintain করা যায়.. আর তা না হলেই "আঙুর ফল টক" এর মত পুরোনো নীতিকথার গল্প চলে আসে।
  • siki | 123.242.248.130 | ০৮ মার্চ ২০১১ ১৪:৪৮466137
  • গুড ... আমি দুটো জিনিস পারি না। রুটি বানাতে আর ডাল বানাতে। বাকি বোধ হয় সবই পারি।
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ১৫:০০466138
  • স্যানের ২:০৬ আর সিকির ২:১৬র পোস্ট পড়ে একটু ঘেঁটে গেলাম। আমাকে একটু বুঝিয়ে বলা হোক -
    ১) সুতো কোনোদিনই অফিস না গিয়ে বাড়িতে থাকলে এবং পরিবারের এক বা একাধিক সদস্যের খুঁটিনাটির দিকে কড়া নজর রাখলে সুতোর অ্যাচিভমেন্টের পাল্লা ভারি হল না হাল্কা, সেটা কি এইভাবে বলে দেওয়া যায়?
    ২) এক্ষেত্রে অন্যান্য অ্যাচিভমেন্টগুলো কী কী হতে পারতো, তার কয়েকটা নমুনা শুনতে চাই। বহু মেয়ে দেখেছি জীবনের বহু ক্ষেত্রে,যারা কোনোদিনই দায়িত্ব নেয় না, না অফিসে, না বাড়িতে। অফিসে কোনো জটিল কাজের দায়িত্ব দেওয়া হলে তাদের নানা অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে যেতে দেখেছি। এবং এক্ষেত্রে বলতে পারি, কোনো ছেলে যদি ঐধরণের কোনো অজুহাত দেখাতো, কেউ তাদের কথায় পাত্তা দিতো না। শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে বহু মেয়েকে অন্যায্য সুযোগসুবিধা নিতে দেখেছি। আবার সেই একই মেয়েরা বাড়ির কাজ থেকেও পাশ কাটিয়ে যায় অফিসের কাজের অজুহাত দেখিয়ে। আজ যদি সুতো ফোন করে হুতোকে বলতো "আমাকে রাতের ফ্লাইটে যেতে হবে, রাত ৯:০০টার আগে বাড়ি পৌঁছতে পারবো না'। হুতো ই হয়তো কোনোভাবে সময় বার করে বাড়ি গিয়ে সুতোর জিনিস গুছিয়ে রাখতো। তখন হুতো রোজ অফিস যায় না কি রোজই বাড়িতে থাকে এই প্রশ্নগুলো উঠতো কি?
    ৩) সংসারের কাজ, বাড়ির মানুষগুলোর খুঁটিনাটি প্রয়োজন এগুলো ই বা অ্যাত্তো তুচ্ছতাচ্ছিল্য করার মত কেন? আজ যদি কোনো মেয়ে পরিবারের কোনো একজনের খুব জরুরি প্রয়োজন অগ্রাহ্য করে, আমি না গেলে ডিপার্টমেন্টে আর কেউ কাজ করবে না এই কারণ দেখিয়ে বেরিয়ে যায়, সেটাকে কি বলা হবে? নিজের কাছে নিজের যথেষ্ট ভ্যালু থাকা নাকি সুপিয়রিটি কমপ্লেক্স?

    (ছেলেদের হয়ে অনেক ব্যাটিং করলাম, এবারে মেয়েদের থেকে গাল খাওয়ার জন্য বসে থাকি :-) )
  • siki | 123.242.248.130 | ০৮ মার্চ ২০১১ ১৫:৩৬466140
  • জ্জিও: পাগলা।

    খেলা জমেছে।

    সবকটা পয়েনই ভ্যালিড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন