এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • হুতের গোল্পো

    shiladitya
    বইপত্তর | ২৭ ডিসেম্বর ২০১০ | ১৮১৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 122.248.183.1 | ০৮ মার্চ ২০১১ ১৫:৫২466141
  • ব্যাঙ র সত্যভাষনের জন্যে ধন্যবাদ প্রাপ্য।

    তবে এই সব কিছু বলার আগে একটা কথা আমাদের পুরুষ মানুষ দের ও বুকে হাত দিয়ে বলতে হবে। আমারা কী চাই?

    ১। সব সময় ঘরে থাকার জন্যে স্ত্রী যিনি বাড়ির সবার খুঁটিনাটি ব্যাপারে খেলার রাখবেন

    ২। চাকুরীজীবি স্ত্রী যিনি মূলত: রোজগার করবেন ১০ - ৫ টা অফিস করে। সময় পেলে বাড়ি লোকেদের দেখভাল করবেন

    ৩। চাকুরী ও করবেন অথচ নিপুণ হাতে সংসার সামলাবেন

    ১) এবং ২) দের দাবি মেনে নেওয়া যায়। সমস্যা হল ৩) এদের দাবি নিয়ে। এদের দাবি মান যায় না।কারণ সেট অ্যানরিয়ালেস্টিক।
  • siki | 123.242.248.130 | ০৮ মার্চ ২০১১ ১৫:৫৮466142
  • ল্লেপ্প:
  • san | 14.99.127.220 | ০৮ মার্চ ২০১১ ১৬:০০466143
  • হুতোদা এবং সুতোদির নাম করে কাটাছেঁড়া জিনিসটা আমি করতে পছন্দ করছিনা । ইন জেনারাল লিখি , কেমন ?

    ১) পরিবারের কারুর প্রয়োজনের দিকে নজর রাখা , আর তাকে আতুপুতু করতে করতে নিজের কাজ নিজে করে নেয়ার ব্যাপারে নিষ্ক্রিয় করে ফেলা , দুটো এক জিনিস না। প্রথমটার মধ্যে যে ভালোবাসা এবং কমিটমেন্ট থাকে , সেটা ফেলে দেবার মতন ব্যাপার তো না -ই রাদার সেই অনুভূতিগুলো খুব মানবিক । দ্বিতীয়টি নিয়ে, অর্থাৎ আদিখ্যেতার বাড়াবাড়ি নিয়ে আমি বলেছি। রিমিদি অক্ষদি এরাও সম্ভবত: দ্বিতীয়টি নিয়েই বলেছে, আমার মনে হয়। ওরা এলে কনফার্ম করতে পারবে।

    ২) মেয়েরা অনেক অন্যায্য সুবিধে নেয়, এবিষয়ে আমি একমত। ছেলেরা এবং মেয়েরা উভয়েই নেয় রাদার। শুধু ছেলে / মেয়ে হবার জন্যই। এতে কোনো তর্ক নেই। অ্যাচিভমেন্ট থাকা নাথাকা নির্বিশেষে।

    ৩)এটা যার যার প্রায়োরিটির ব্যাপার। কোনো মেয়ে বা ছেলে অফিসের জরুরি কাজ বা বাড়ির লোকের জরুরি দরকার কোনটাকে বেশি গুরুত্ব দেবে, এটা তার ব্যাপার বলেই আমি মনে করি। সুপিরিয়রিটি কমপ্লেক্স বলে আমি দেগে দেবোনা। এই মুহূর্তে আমাকে কোথায় বেশি প্রয়োজন, অফিসে না বাড়িতে এটা ঠিক করার জায়গায় বাইরের লোক নেই, আমি একাই আছি।

    *** কাউকে 'গাল দেবার' উদ্দেশ্যে আমি তক্ক করিনা , ভাটাতে ভাল্লাগে তাই করি :-)
  • kumu | 59.178.128.171 | ০৮ মার্চ ২০১১ ১৬:০৬466144
  • সময় বড় কম,খুব শর্টে লিখি:
    --একটা thumb ruleসকলের জন্য প্রযোজ্য হতে পারে না।
    --ব্যাঙ,৩-০০ -১,২,সাপোট।
    ব্যাঙ-আমি আমাদের সময়ের ,অর্থাৎ তোমাদের থেকে বছর দশেক আগের কথা বলছি।
    ১।হুতো ফোনাল,সুতো আপিস/অন্য কাজ থেকে ছুটি করে বাড়ী দৌড়ে এসে গুচিয়ে দিল-৯০% পসিবিলিটি।আমিই করেছি,এরকম।
    ২।সুতো ফোনাল,হুতো আপিস থেকে ছুটি করে বাড়ী দৌড়ে এসে গুচিয়ে দিল-১০%এর কম পসিবিলিটি,খুবি ভাল কথা যে এখন হয়তো এটা ৬০-৭০%হয়েছে।
    ৩।হুতো/সুতো ফোনাল,সুতো/হুতো আপিসে /অন্য কাজে রয়ে গেল,উদ্যোগ নিল না-১০/৮০%পসিবিলিটি।অপারগতার কথা ধরছি না।
    --ব্যাঙ-৩-০০-৩ সংসারের সকলের প্রয়োজনের দিকে লক্ষ্য রাখা মোটেই তুচ্ছ কাজ নয়,বরম খুব গুরুত্বপূর্ণ,যার ওপর প্রিয়জনের স্বাস্থ্য,ভবিষ্যত,উন্নতি নির্ভর করে।কিন্তু অনেক মেয়েই এগুলোর ওপর অকারণে অসম্ভব ও অপ্রয়োজনীয় রং চড়ায়-উদা:""আমি সময়্‌মত জামাটামা কেচে না রাখলে ও অফিসে এত ওপরে উঠতে পার্তো না""।
    তোমাদের সময়ে এই ন্যাকামোগুলো অনে-এ ক কমে গেল,দেখে খুব ভালো লাগে।
  • san | 14.99.127.220 | ০৮ মার্চ ২০১১ ১৬:১০466145
  • ওহো, বাড়িতে থাকা অর্থে কিন্তু আমি 'সেই সময়' বাড়িতে থাকার কথা বলছিলাম। গৃহবধূ বনাম চাকুরিরতা বলতে চাইনি । যার জন্য নিজেদের উদাহরণ দিলাম , এবং 'যে কোনো একজন' বললাম। আমার বর অফিস থেকে এরকম জানালে আর আমি তখন বাড়ি থাকলে নির্ঘাৎ গুছিয়ে দিতাম। এবং অবশ্যই আমার বর হলেও অবিকল তাইই করত। এটাই মিন করছিলাম।
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ১৬:১৪466146
  • এটা কি হুতো-সুতোর নাম করে কাটাছেঁড়া হল! কি জানি!! তা ওদের নাম করে কাটাছেঁড়ায় আপত্তি থাকলে ওখানে নাহয় পাই আর মশামেসোকে বসিয়ে নিলাম, অথবা আমি নিজে আর বিভীষণ। ইন জেনারাল লিখলে সবারই সুবিধা হয়, তবে সুতোর জীবনের অ্যাচিভমেন্ট সে বাড়ি থাকে না আপিস যায় এগুলো নিয়ে আলোচনা আমি বোধ হয় শুরু করি নি।

    ঠিক যেভাবে আমার মূল প্রশঙ্গুলোর উত্তর পেলাম না, সেই একই কায়দায় আমিও জবাবদিহি দিয়ে যাই।
    ১) অক্ষ বা রিমির বক্তব্য বুঝতে আমার অসুবিধে হয় নি, এবং অক্ষর হোস্টেল্‌সংক্রান্ত মন্তব্যে আমি একদম একমত। আট বছর হোস্টেলে থাকা এক মানুষের সঙ্গে ঘর করি কিনা, তাই হোস্টেলে থাকলেই যে মানুষ সাবলম্বী হয় না, তা হাড়ে হাড়ে টের পাই। রিমিকে তো আগেই সাপোর্টিয়েছিলুম। তাই ওরা কী বলেছে কেন বলেছে, ওদের এই কন্‌ফার্মেশনের দরকার নেই আমার।

    ২) অ্যাচিভমেন্টের কয়েকটা উদাহরণ জানতে চেয়েছিলাম, জানতে পারলে বুঝতে সুবিধা হত, এই আর কি!

    ৩) ঠিকই একইভাবে কোনো মেয়ে যদি মনে করে তাকে ছাড়া কোনো মানুষের জীবনধারণ অসম্ভব, এটাকেই বা কেন দেগে দেওয়ার চেষ্টা থাকবে!
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ১৬:১৬466148
  • * প্রশ্নগুলোর
  • kumu | 59.178.158.196 | ০৮ মার্চ ২০১১ ১৬:১৬466147
  • আমার লেখায় হুতো/সুতো-জাস্ট দুটো নাম ।আসল হু/সুতোদের এর সাথে কোন সম্পর্ক নাই।
    সারাজীবন চাকরী করার সুবাদে একটা কথা বলি?আপিস/বাড়ীর মধ্যে, আমাদের অল্প বয়েসে, ৯০%ক্ষেত্রে বাড়ীকে প্রাধান্য দিতেই হত,নানা কারণে।এখন ছবি অনেক পাল্টেছে।
  • Lama | 203.132.214.11 | ০৮ মার্চ ২০১১ ১৬:১৯466149
  • আমি এবং গিন্নি - দুজনেই হেন কাজ নেই (জুতো সেলাই, চন্ডীপাঠ, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, চিতলমাছের মুইঠা ... সব, সঅঅব) যা পারি না। আমাদের ক্ষেত্রে তাহলে কেসটা কি দাঁড়াইল?
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ১৬:২০466151
  • :-)) মায়া প্রপঞ্চময়!

    (লামাকে বল্লুম)
  • Bratin | 122.248.183.1 | ০৮ মার্চ ২০১১ ১৬:২৮466152
  • আমি কেমন বুদ্ধি করে ৩ টে পয়েন্ট বললুম কেউ শুনলো না!! হায় হায়!!
  • san | 14.99.127.220 | ০৮ মার্চ ২০১১ ১৬:২৯466153
  • ১) ওক্কে :-)

    ২) এ নিয়ে তো কোনো মতবিরোধ-ই নেই।

    ৩) একজনকে ছাড়া আরেকজনের জীবনযাপন কষ্টকর তো বটেই ,ভালোবাসা ও সাপোর্ট খুব বড় ব্যাপার জীবনে, তবে 'অসম্ভব' বলে ভাবলে সেটাকে অন্যের জীবনে নিজের অবদানকে একটু বেশি করে প্রজেক্ট করা হয় ( যাকে বলে আদিখ্যেতা) বলে আমি মনে করি। এবং যথাবিহিত খিল্লিখোরাকও করে থাকি।
  • til | 220.253.71.144 | ০৮ মার্চ ২০১১ ১৬:৩১466154
  • আমি কি এই বিষয়ে নাক গলাতে পারি? Odd person out , তবুও।
    --
    নবেল পড়ে পড়ে কেমন যেন ধারণা হয়ে গেছিল- আমার ভাবী বউ আমার ব্যাগ, সুটকেশ গুছিয়ে দেবে বাগারা বাগারা।

    মা যাহা হইয়াছেন:
    আমাকেই ব্যাগ, সুটকেশ গোছাতে হয়, তিনি বলেন " আমি গোছালে তোমার পছন্দ হয় না, অতএব তুমিই গোছাও"

    সকালের চা - কফি। তিনি বানালে নাকি আমার পছন্দ হয় না, তাই আমাকেই বানাতে হয়।

    --
    সারাংশ:
    (১) আমি বাসন মাজি, কিচেন বেঞ্চ ক্লীন করি, শনিবার দফায় দফায় তরকারি কুটে, পরিমাণমত পেঁয়াজ বা আলু অ্যাড করে গামলার পর গামলা সাজিয়ে রাখি।
    (২) যত ইস্তিরী আমিই করি। গ্যারেজে বোর্ড আছে, সঙ্গে ওয়াইন আমার সঙ্গ দেয়।
    (৩) সবচেয়ে মজার কথা, আমার বাসন মাজা ঠিক যখনই শেষ হয়, তিনি তখন নিদ্রা থেকে গাত্রোত্থান করেন।
    ডিশওয়াশারে প্রচুর জল খরচ হয়, পরিবেশ নষ্ট করে, অতএব দেখনাই কেবল!
    (৪) আমি কদ্যপি জামা কাপড় কাচি না, শুকোতে দিই না, তুলি ও না।
    (৫) বাথরুম ক্লীন করি না, মেঝে পুঁছি না। শেষোক্ত কাজে নাকি মেদ বৃদ্ধি হয় না।
    (৬) বাজারঘাট করি না।
    (৭) আমার জামার তো বটেই বউ ও বাচ্চাদের বোতাম লাগানো ও আমার কর্তব্যের মধ্যে পড়ে।
    --

    সুফল:
    হার মানি অ্যান্ড মাই মানি ইজ আওয়ার মানি। আই হ্যান্ডল দ্যাট।
    --
    আমরা বেশ আছি। পিওর অ্যান্ড সিম্পল ডিভিশন অফ লেবার। নো ঝামেলা, নো কিচ্ছু।
    সন্নাটা।
    (তিনি গুরু পড়েন না, কো ই পরোয়া নেই। তাহার আফিম VisionAsia টিভি চ্যানেল; এখানেও ডিভিশন অফ চয়েস!)
  • san | 14.99.127.220 | ০৮ মার্চ ২০১১ ১৬:৩৩466155
  • বস্তুত, 'আমি ছাড়া ওর জীবন অচল' এই মানসিকতা এবং শুধুমাত্র এই মানসিকতা নিয়েই খিল্লিটিল্লি । আদারওয়াইজ , এ ওর জন্য ভাববে, করবে, সাপোর্ট দেবে, এসব তো ভালোবাসা থেকেই আসে ! আসারই কথা !
  • Bratin | 122.248.183.1 | ০৮ মার্চ ২০১১ ১৬:৩৮466156
  • যদি ধরে নি ঘরের কাজের সময় দরকার ১০০%।( অনেক ক্ষেত্রে এটা ১২৫%)। আর অফিসের কাজে সময় দরকার ১০০%। তাহলে যে অফিসে কাজ করবে তার কাছে বাড়ির কাজ করার জন্যে সময় থাকবে কোথা থেকে? প্লেন অ্যান্ড সিম্পল ম্যাথস??
  • Lama | 203.132.214.11 | ০৮ মার্চ ২০১১ ১৬:৪৩466157
  • ইসে, ব্যাপরখানা হল গিয়ে, পুরোটাই মিয়া বিবির নিজেদের মধ্যেকার বোঝাপড়া। যে যেটা ভাল পারে, সে সেটা করে থাকে (সাধারণত:)

    উদা: ১) আমি আগে মোবাইলে এস এম এস করতে পারতাম না। গিন্নি শিখিয়ে দিয়েছে। এখন দিব্যি পারি।

    ২) গিন্নি আগে ভাত রান্না করতে পারত না। আমি শিখিয়ে দেবার পর দিব্যি পারে।

    ৩) ছোটখাটো সিদ্ধান্ত আমরা দুজনে মিলে নিয়ে থাকি, যেমন- রাতে কি খাওয়া হবে।

    ৪) বড় বড় বিষয়ে ভাবনাচিন্তা করার দায়িঙ্কÄ আমার। যেমন, বুদ্ধবাবুর মুখ্যমন্ত্রী থাকা উচিৎ কিনা।

    ৫) রাবিবার আমি বাজার করি। অন্যদিন বাজার করার দরকার হলে গিন্নির দায়িঙ্কÄ।

    ৬) মেয়েকে ইংরেজি পড়ায় মেয়ের মা। বাঙ্‌লা পড়াই আমি।

    কিন্তু উপরোক্ত কৃতিঙ্কেÄর জন্য স্বর্গ হইতে আমাদের দুজনের কাহারো মস্তকেই কদাচ কোনো পুষ্পবৃষ্টি হয় নই।
  • til | 220.253.71.144 | ০৮ মার্চ ২০১১ ১৬:৪৫466158
  • লামা,
    তুষ্টুর মা বাপ হোনেকে নাতে তোমাদের সব দোষ মাফ। শী ইজ সো সুইট।
  • suto | 117.194.233.78 | ০৮ মার্চ ২০১১ ১৬:৪৯466159
  • নাম নিয়ে আমার কোনো সমস্যা নেই; কিন্তু আমি যেটা বুঝতে পারছি না যে এই সাধারণ ব্যাপারটা নিয়ে সমস্যাটা হচ্ছে কোথায়! যে যাকে যেরকম feel করে...সেরকম ভাবেই তার প্রতি ব্যবহার করবে...

    আমার এক তুতো জা আছেন যার মনে হয় যে চাকরী করে সে এমন কিছু করে ফেলছে family'র জন্য... রান্নাবান্না... ঘর সামলানো,ঘোর গোছানো... কাজের লোক সামলানো...etc ওর কাজ নয়। এর ফলে ওদের বাড়ীতে রোজ যেটা হয়... ওর বর রোজ হোটেলে/মার কাছে/বন্ধুবান্ধবের বাড়ী breakfast,lunch,dinner etc সেরে নেয়। ওদের ছেলেকে আয়া খাবার বানিয়ে দেয়( আয়ার বয়স ১২;ওদের ছেলের বয়স ৫+)। ও নিজে বাপের বাড়ি অফিস থেকে lunch করতে যায় আর রাতের খাবারটা বাক্সে পুরে নিয়ে আসে;ওদের ঘরে বসার জায়গায় বসা যায় না; storage হিসাবে কাজ করে ওগুলো.... এর্পোর ও কিন্তু ওরা happy!!!!

    আমি ভীষণ গোছানো থাকতে ভালবাসি;অফিস ফাঁকি দিয়ে বাড়ীতে থাকতে চাই... আবার সেই আমি ই বর আর ৬ মাসের বাচ্চাকে ছেড়ে দিল্লী গেছি সেই চাকরী করতে। আমার বর তখন দক্ষভাবে সব দিক সামলেছে;
    আমার operation এর পোর আমাকে দেখতে আমার X boss এসেছিলেন।আমার দিল্লী যাওয়া প্রসঙ্গে উনি বল্লেন "আপনার বরের জায়গায় আমি থাকলে আমি আমার বউ কে বলতাম য যাবার আগে ডিভোর্স পেপারে সই করে যাও। " ওরা ও কিন্তু খুব happy!!!
  • siki | 123.242.248.130 | ০৮ মার্চ ২০১১ ১৬:৫২466162
  • টোটাল খিল্লি। আমাকে নিজেকে এই ধরণের পজিশনে আজ পজ্জন্ত পড়তে হয় নি যে আপিসে বসে জানবো আজ বিকেলের ফ্লাইটেই আমায় লক্ষ্ণৌ বা এলএ যেতে হবে। ওর'ম করে বললে আমি জাস্ট যাবো না। সিম্পল।

    আমার সুটকেশ অদ্যবধি আমি নিজেই গুছিয়েছি। আমার ভাবতেই কেমন আনইজি লাগে যে আমার জামাকাপড় আন্ডি ইত্যাদি অন্যলোকে "গুছিয়ে' দেবে একটা সুটকেসে। আমায় বাড়িতে রেখে গেঁড়িকে একা ট্র্যাভেল করতে হয় নি তাই সেদিকটা নিয়ে কিছু বললাম না।

    সেলাই ফোঁড়াই। হুম্‌ম্‌। পারি না তা নয়। তবে সেটা তত নিপুণ হবে না যতটা গেঁড়ি করলে হবে। তবে দরকার পড়ে না। ন'মাসে ছ'মাসে একবার সেলাই করতে হয়। আজকালকার জামায় বোতাম টোতাম এত সহজে ছেঁড়ে না।

    জামাকাপড় কাচা। ওয়াশিং মেশিন আছে। শুক্কুরবার সারাসপ্তাহের জামাকাপড় কাচি। আমি তাড়াতাড়ি এসে গেলে বউ কাচে। বউ তাড়াতাড়ি এসে গেলে আমি কাচি। মানে লাস্টে যে আসবে সে জামাকাপড় ছাড়লে তবে ওয়াশিং মেশিন চলবে। এই ফান্ডা। ওটা কোনও চাপই নয়। হ্যাঁ, চেন্নাইতে দুমাস নিজের জামাকাপড় নিজেই কেচেছি। হাতে। কেয়ারটেকারকে কাচতে দিয়েছিলাম প্রথমবার। সে আমার একটা সাদা টিশার্ট আরো নোংরা করে দিল কেচে। সো, নিজের কাজ নিজে।

    ইস্তিরি। আমি নিজেই করি। বাড়ির সকলের জামাপ্যান্ট। রিসেন্টলি সময়ের অভাবের জন্য আমার আর বউয়ের জামাকাপড় লন্ড্রিতে দিই প্রেস করার জন্য। মেয়েরগুলো নিজেই করি। প্রতিদিন।

    জুতো পালিশ। নিজেই করি, মেয়ের এবং আমার।

    বাজার দোকান আমিই করি যেহেতু আমি গাড়ি চালাতে পারি এবং বাজার দোকান ঠিক হাঁটা দূরত্বে পড়ে না।

    এর বদলে গেঁড়ি রান্না বান্না করে। শুরুতে আমার কাছেই শিখেছিল। এখন যথারীতি আমার্থেকেও ভালো বানায়।

    ও হ্যাঁ, কোনওদিন কাজের্লোক না এলে বাসন আমিই মাজি। গেঁড়িও মাজে ইন কেস আমি না পেরে উঠলে।

    রোজ সকালে মেয়েকে ডেকে তুলে দাঁত মাজানো ব্রেকফাস্ট খাওয়ানো তাড়া লাগানো চান করানো জামাকাপড় পরানো স্কুলবাসে তুলে দেওয়া সমস্ত কাজ আমিই করি। আমি না থাকলে গেঁড়িকে করতে হয়। অবশ্যই। তার বদলে গেঁড়ি আমাদের সবার টিপিন তৈরি করে দেয়। :)

    এরে কয় ডিভিশন অফ লেবার।
  • Bratin | 122.248.183.1 | ০৮ মার্চ ২০১১ ১৬:৫২466160
  • অর্পণ ঠিক বলেছে। চা বানানো চাপের। এখন আমি ঠিকঠাক বানাই আগে ছড়াতাম। এই প্রসঙ্গে একট গল্প না বললেই নয়।
    আমার বোন। সেজ কাকার মেয়ে। কোনদিন কিছু করে নি। হঠাৎ করে তার ঔচিত্যবোধ জেগে উঠলো। চা করবে। প্রথম দিন করলো। বলা বাহুল্য সেই চা মুখে দেওয়া যায় নি। কিন্তু মেয়েকে উৎসাহ দেবার জন্যে কাকা বললো বাহ!! দারুণ হয়েছে। বোন উৎসাহিত হয়ে বললো তাহলে কাল থেকে আমি ই চা করি। তখন কাকা গম্ভীর হয়ে বললো 'আজকের টা ভালো হয়েছে ঠিক ই। কিন্তু কাল থেকে আর করার দরকার নেই' :-))
  • siki | 123.242.248.130 | ০৮ মার্চ ২০১১ ১৬:৫৪466163
  • চা করা চাপ কেন হবে? আমি তো রোজই করি। বেশ সহজ ব্যাপার তো!
  • Lama | 203.132.214.11 | ০৮ মার্চ ২০১১ ১৬:৫৬466164
  • আর একটা কথা বলব ভেবেছিলাম, ভুলে গেছি- হোস্টেলে থাকার সঙ্গে স্বাবলম্বী হবার কোনো সম্পর্ক নেই। আমার বাবার দুই ছেলেকে দেখলেই বোঝা যায়
  • siki | 123.242.248.130 | ০৮ মার্চ ২০১১ ১৬:৫৭466165
  • বিক্কলেজ পিওর্লি রেসিডেন্সিয়াল না?
  • Lama | 203.132.214.11 | ০৮ মার্চ ২০১১ ১৭:০০466166
  • হ্যাঁ তো!

    আমি দের্ঘদিন হোস্টেলে ছিলাম। হুতো কোনোদিন থাকে নি (অবশ্য মেসে থেকেছে)। হুতো আমার থেকে পাঁচশোগুন বেশি স্বাবলম্বী
  • til | 220.253.71.144 | ০৮ মার্চ ২০১১ ১৭:০১466167
  • একটা কথা
    অফিসের লোকজনেরও বা কি আক্কেল, একজন রাত নটা অবধি অফিসে থাকবে আর বাড়ী ফিরে রাত আড়াইটেতে প্লেন ধরবে? ম্যাজিক নাকি। এমপ্লয়ী তো সাদীসুদা নাও হতে পারতো। প্লাস ভিসার ব্যাপারটা? নিশ্চয়ই অনেক আগে থেকে তোড়জোড় চলছিল। তাহলে? একটু আগে থাকতে অ্যালার্ট করলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো?
  • suto | 117.194.233.78 | ০৮ মার্চ ২০১১ ১৭:১০466168
  • ... এতো কিছুর পর ও আমি আর একটিঘটনা share করতে ছই;
    nina di এর আগে বলে ই দিয়েছে য হুতো ভুল হোটেলে উঠেছিল... তখন ওখানে রাত ২টো।ফোনে সব শুনে আমি একটু ঘাবড়ে গেছিলাম.. প্রকাশ করিনি। আসলে ওকে মেইল যে করেছে সে হোটেলের address দিয়েছে; কিন্তু পুরো নাম বলেনি।যাই হোক, আমি এইফাঁকে net ঘেঁটে map এ পুরো ব্যাপারটা বুঝে নিলাম; ঘুম থেকে উঠে আমাকে ও বলতে গেছিল যে taxi কল করার একটা নম্বর খুঁজে দিতে; আমি ওকে বললাম যে জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখ যে বাইরে কি কি দেখা যায়; ও কয়েকটা হোটেলের নাম বল্লো; ব্যস... আমি ও confirm হয়ে গেলাম; এরপর ওকে আমি ঘরে বসে ই বলে দিলাম যে গেট থেকে বেরিয়ে বাঁ দিকে যেও; T point থেকে right turn নিলেই তোমার ঠিক হোটেল; আমার ধরণা হাঁটা পথ; তবুও একবার চেক করে নাও; ৫ মিনিটের মধ্যে ও ঠিক হোটেল পৌঁছে গেল;

    এখাএ আমার প্রশ্ন:

    হুতো আমার বর বলে কি ও কচি খোকা হয়ে গেলো এই help করায় আর বরকে help করে আমি চাটুজ্জ্যের নায়িকা!

    তখনি কি আমি আদর্শ স্ত্রী হতে পারতাম যদি মুখ /চোখ বন্ধ করে বরকে অচেনা রাস্তায় ঘুরিয়ে গম্ভীর ভারিক্কি বর বানাবার চেষ্টা করতাম!!

  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ১৭:১৪466169
  • আহা! সুতোর পোস্টগুলো আমার যা ভালো লাগছে না, কী করে বোঝাই! :-))
  • suto | 117.194.233.78 | ০৮ মার্চ ২০১১ ১৭:১৬466170
  • সত্যি!:P
  • kumudini | 59.178.158.196 | ০৮ মার্চ ২০১১ ১৭:৩৭466171
  • সুতো,
    না এবং না।কিন্তু তোমার ইনিশিয়েটিভ নিয়ে হুতোকে সাহায্য করাকে আমি অন্তত মন খুলে প্রশংসা করব,করবই।অনেক মেয়েই কষ্ট করে সার্চানো অবধি শেখে না,কিন্তু স্বামীর আমেরিকা যাওয়া নিয়ে গর্বে অস্থির হয়ে মোরগের মত গলা ফুলিয়ে ঘুরে বেড়ায়।
    আপত্তি ছিল-এই হোটেল চিনিয়ে দেয়ার ঘটনাটা তুমি যদি জনে জনে বলে বেড়াতে,নিজেকে অতিমানবী প্রতিপন্ন করতে চাইতে।
  • suto | 117.194.233.78 | ০৮ মার্চ ২০১১ ১৭:৩৯466173
  • আমার প্রচুর বানান ভুল হচ্ছে; মেয়েকে কোলে নিয়ে খাটে বসে একহাতে onscreen Key board এ লিখছি; বানান ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।:(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন