এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • হুতের গোল্পো

    shiladitya
    বইপত্তর | ২৭ ডিসেম্বর ২০১০ | ১৮১৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumudini | 59.178.158.196 | ০৮ মার্চ ২০১১ ১৭:৪৪466174
  • আরেকটা কথা-এখানে সিকি বা অন্যেরা যত কাজ জানে বলে লিখেছে,আমার স্বামী তার ১% কেন,কোন %ই কোনদিন করেন নি।কিন্তু তাতে কোন সমস্যা হয় নি কখনো-ই।
    আসলে,তুমি আছ,আমি আছি-এই টুকু বোঝাই আসল,"আর যা কিছু অকিঞ্চিৎকর"।
  • Lama | 203.132.214.11 | ০৮ মার্চ ২০১১ ১৭:৪৬466175
  • হেইডাই হইল গিয়া আসল কথা
  • Arpan | 122.252.231.10 | ০৮ মার্চ ২০১১ ১৮:০৬466176
  • তিলুদা, হঠাৎ করে এমন দরকার পড়ে তো। সবই ক্লায়েন্টের মর্জি।
  • Arpan | 112.133.206.18 | ০৮ মার্চ ২০১১ ১৮:০৭466177
  • ভিসা তো আগেই করে রাখে। ইনক্লুডিং স্ট্যাম্পিং।
  • Arpan | 122.252.231.10 | ০৮ মার্চ ২০১১ ১৮:১০466178
  • আর সুতোকে প্রাণপণে সংগ্রামী অভিনন্দন।

    (এই তিনটে পোস্ট করেই কাটলাম। এই টইটা পুরো মাইনফিল্ড। প্রত্যেকটা শব্দ ভেবেচিন্তে বসাচ্ছি :-))
  • santanu | 82.112.6.2 | ০৮ মার্চ ২০১১ ১৮:১৬466180
  • কুমুদিনির উনি কি ৪০+?
  • santanu | 82.112.6.2 | ০৮ মার্চ ২০১১ ১৮:১৬466179
  • কুমুদিনির উনি কি ৪০+?
  • aka | 24.42.203.194 | ০৮ মার্চ ২০১১ ১৮:২১466181
  • সুতোকে দেখে আরও কিছু জনগণ (মেয়েরা বিশেষ করে) শিখলে পারে ম্যাঞ্জারি কি করে করতে হয়।

    যা বুঝলাম কিছু কিছু লোকের শরৎ চাটুজ্জের উপন্যাস এবং ম্যানেজারিয়াল স্কিলের ফাণ্ডা দুটোই কিঞ্চিৎ ঘেঁটে গেছে।
  • kumudini | 59.178.158.196 | ০৮ মার্চ ২০১১ ১৮:২৪466182
  • শান্তনু,হ্যাঁ।
  • san | 14.99.127.220 | ০৮ মার্চ ২০১১ ১৮:২৯465893
  • কুমুদিদি, কোনো বিবাহিতা মেয়েও যদি বলে - আমি ঘরের কাজের ১% ও করিনা , কিন্তু তাতে কি, মনে মনে তো পরস্পরের পাশে আছিই, তাতেও বাকি সব অকিঞ্চিৎকর বলত কজন? :-)
  • kumudini | 59.178.158.196 | ০৮ মার্চ ২০১১ ১৮:৩০465894
  • আকা,টইয়ের প্রথম পাতা থেকে ভা-আ-লো-ও করে পড়ে নিই তালে।শরৎ চট্টো ভাল লাগে না,তাই ও নিয়ে চাপ নাই।
  • kumudini | 59.178.158.196 | ০৮ মার্চ ২০১১ ১৮:৩৬465895
  • স্যান,সেটাই বলার চেষ্টা পাচ্ছিলুম অনেকক্ষণ ধরে।
    না,দশ বছর আগে প্রায় কেউই তা বলত না।কিন্তু এখন বলে,অনেকেই বলে -আমার দেখা।তবে ব্যতিক্রম ও আছে অবশ্যই।thumb rule চলে না তো।
    আস্তে আস্তে হলেও পরিবত্তন তো আসছে।
  • Nina | 68.84.239.41 | ০৮ মার্চ ২০১১ ১৮:৪০465896
  • দূগ্গা শ্রী হরি! সক্কালবেলা উঠে দেখি টইতে পুরো রামায়ণ!! মানে ঐ রাম সীতা কোন যুগে কি কল্ল!!
    ধ্যুস!! কুমু ঠিক কইসে
    তুমি আছ আমি আছি--ব্যাস, বাকিটা নিজেদের মধ্যে নিজেদের মতন করে ব্যালান্স কর---
    এখন থাপন পেড়ে গপ্প কত্তে মন চাইছে কিন্তু কোট প্যান্ট পরে আপিশ ছুটব এবার--

    হুতো সুতো একেবারে যে যার কাজটি ঠিক ঠিক করেছে ---এই যুগের গাড়ী এমনই চলবে।

    শেষ!!!!
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ১৮:৫৫465897
  • আমি বহু মেয়েকে চিনি (ইন ফ্যাক্ট আমারই বেশ কিছুবন্ধু আছে এরকম) , যারা চাকরিও করে না, আবার বাড়ির কাজের জন্য কড়ে আঙুলটিও নাড়ায় না। তিন-চারজন কাজের লোক রেখে তাদের দিব্যি চলে যায়, এবং তাদের বাড়ির লোকদেরও এ নিয়ে কোনো আপত্তি নেই। দিব্যি আনন্দে মিলেমিশেই তো আছে তারা।

    আবার এমন অনেককেও জানি ঘরে-বাইরে কাজ করেও কারুর মুখে হাসি ফোটাতে পারে না এবং অসম্ভব অপরাধবোধে ভোগে।

    এইভাবে জেনারালাইজ করা কি সম্ভব?
  • M | 59.93.243.220 | ০৮ মার্চ ২০১১ ১৯:০২465898
  • যাক টইটার হিল্লে হলো।

    এই নারীদিবসের পুন্ন লগ্নে আমি এট্টু সেমসাইড করে যাই।

    মানে আমার কি হবে?মানে সবাই যে যে ব্যাপার গুনো নিয়ে নাক সিঁটকোচ্ছে আমামধ্যে সেগুনো প্রকটমান।:O
  • kumudini | 59.178.158.196 | ০৮ মার্চ ২০১১ ১৯:০৮465899
  • ব্যাঙ একেবারে ঠিক বলছে।
    আনন্দ করো,আনন্দে থাকো-বাকী সব গুছিয়ে নাও যে যার মতো করে।
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ১৯:১২465900
  • তোমার কিস্যুই হবে না বম্মা। কারণ আমি সত্যিই মনে করি তুমি ছিলে বলেই মানকে ব্যাটা সংসারটা তোমার ঘাড়ে চাপিয়ে বুক ফুলিয়ে ""আমাকে তোমাদেরকে ভালো রাখার জন্য কত্তো কাজ করতে হয়!'' এই বলে ঘ্যাম নিচ্ছে আর যখনতখন ফোনে চিল্লাচ্ছে। আর তুমি না থাকলে তোমার ছেলেটা আজও হোস্টেলে থেকে অন্য ছেলেদের হাতে রোজ রোজ বুলিড হত আর আরো গুটিয়ে যেত। এখন তুমি যদি ভাবো, "আমি না থাকলে সকালটা অ্যাতো ... ইত্যাদি, তাহলেই চিত্তির। মেয়েরা নিজেদের দাম বুঝাতে পারে শুধু দুইভাবে - আপিসে গিয়ে আর সংসারের কাজ করে। মানে এই টই পড়ে তাই বুঝলাম আর কি!
  • san | 14.99.127.220 | ০৮ মার্চ ২০১১ ১৯:১৪465901
  • আমাকে বললে? জেনারালাইজেশন নয় আমি তুলনামূলক পার্সেন্টেজ জানতে চাইছিলাম। কটি মেয়ের সংসারের কাজ এড়িয়েও দিব্যি চলে যায় আর কটি ছেলের? অ্যাজ ইন ক পার্সেন্টেজের। ধরে নিলাম দুজনেই চাকুরিরত।

    কোনো মেয়েরই এমত 'সৌভাগ্য' হয় না, তা বলিনা, কেনই বা বলব? আমরাও কাজের লোক না থাকলে ৫০-৫০ ঘরের কাজ করি , আর থাকলে কেউই কিচ্ছুটি করিনা। সিম্পল। আমার বন্ধুবান্ধবদের মধ্যেও বেশিরভাগই তাই। তবে আমরা তো ঠিক র‌্যান্ডম স্যাম্পল না :-)
  • M | 59.93.243.220 | ০৮ মার্চ ২০১১ ১৯:১৫465902
  • যাক মনটা ভালো করে দিলে, এক্ষুনি টইটা পড়ে নিজেকে হীন লাগছিলো.......:P
  • aka | 24.42.203.194 | ০৮ মার্চ ২০১১ ১৯:১৮465904
  • প্রিভিলেজড ক্লাসের লোকেদের নিত্য কাজের হিসেব নিকেশ নিয়ে জেন্ডার আইডেন্টিটির পলিটিক্স খোঁজার ডিসকোর্সটা আমার মতে আর্বান যাত্রাপালা ছাড়া আর কিছুই নয়।

    (বড় হয়ে হানু হবই হব)
  • san | 14.99.127.220 | ০৮ মার্চ ২০১১ ১৯:২৫465906
  • আমি অপেক্ষা করে আছি কখন হুতোদা ঘুম থেকে উঠবে এবং মর্মপীড়ের আশির্বাদ নিয়ে শান্তমনে দুটি কবিতা পোস্ট করবে :-)
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ১৯:২৫465905
  • দ্যাখ, আমি যে আর্থসামাজিক পরিকাঠামোয় বাস করি মানে যেখানে প্রায় ৯০% ঘরেই মিয়াবিবি দুজনেই কাজে বেরোয়, বাচ্চারা দাদু-দিদিমার কাছে অথবা কাজের মাসির কাছে অথবা ক্রেশে থেকে বড় হয়, সেখানে একটা সময়ের পরে সংসারের কাজ কে কতটা করলো, সেই হিসেব নিরর্থক। দুজনের বোঝাপড়া ভালো থাকলে ছেলের অসুখ করলে বাবা ছুটি নেয় আর মা মিটিংয়ে যায়। আর বন্ধুবান্ধবদের মধ্যে যত্তো দিন যাচ্ছে এইসব বোঝাপড়া বাড়তেই দেখছি। বোঝাপড়াটা না থাকলে বিয়েগুলো ভেঙ্গে যাচ্ছে, ব্যাস সিম্পল। সাংসারিক কাজের জন্যও বিশেষ চাপ নেই, লোকে আরো বেশি বেশি ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার ইত্যাদি কিনছে।
  • pi | 72.83.87.140 | ০৮ মার্চ ২০১১ ১৯:৩০465907
  • সব কিছুতে ৫০-৫০ র চুলচেরা হিসেব মিলিয়ে চলতে হবে .. সম্পর্ক মানে শুধু গিভ অ্যান্ড টেক নাকি ?
  • aka | 24.42.203.194 | ০৮ মার্চ ২০১১ ১৯:৩২465908
  • হ্যাঁ ডেবিট আর ক্রেডিট, যদি হিসেবে কম হয়ে নিপীড়িত (বানাম যাই হোক) তকমা লেগে যায়, তখন কে দেখবে শুনি। খাতা মেন্টেন করতে হয়, একজন অ্যাকাউন্টসের লোক হায়ার করতে হয়।
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ১৯:৩৩465909
  • আকা, :-))
  • pi | 72.83.87.140 | ০৮ মার্চ ২০১১ ১৯:৩৪465910
  • সাংসারিক কাজ করে ঘ্যাম নেওয়াটা খোরাক খিল্লির বস্তু হলে বাইরে রোজগার করে টাকা এনে দ্যাখ কী হনু প্রমাণের চেষ্টাটাও তাই হওয়া উচিত :)
    দেখানো ব্যাপারটা ইটসেল্ফ খিল্লির টার্গেট হতে পারে, এর সাথে আবার ঘরের কাজ, বাইরের কাজের ডাইমেনশন জোড়া ক্যানো বাপু ?
  • pi | 72.83.87.140 | ০৮ মার্চ ২০১১ ১৯:৩৬465911
  • যাই হোক, কাটতে হবে আপাতত। এ নিয়ে তক্কো ও তো কম হয়নি এখানে :)
    একবার ভাটেও প্রচুর হয়েছিল মনে পড়ছে।
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ১৯:৪৫465912
  • আজ আমার মা যদি একই শহরে থাকে, এমনকি শাশুড়ি-ও, আর আমাকে কয়েক ঘন্টার নোটিসে এরকম কোথাও যেতে হয়, আমি দিব্যি মাকে বা শাশুড়িকে ফোন করে দিয়ে নিশ্চিন্তমনে অফিসের কাজ সারতে থাকবো। কারণ আমি জানি, ওনারা আমার থেকে অনেক ভালোভাবে, অনেক যত্ন নিয়ে আমার ব্যাগ গুছিয়ে দেবেন। তার মানে কি আমি ওনাদের থেকে আনফেয়ার সুযোগ নিলাম? কত্তা-গিন্নির ক্ষেত্রে এই সমীকরণটা বদলে যাবে কেন?

    আবার আমি যখন রাতের খাবার পরিবেশন করবো, অথবা রান্না করবো, আমি আমার বরের থেকে একটু বেশি চিন্তাভাবনা করে কাজগুলো করবো, আমি মাথায় রাখবো, কোন রান্নাটা কতটা বেঁচে গেলে আমার পরের দিনটায় একটু সুবিধে হবে! কিন্তু আমর বর যখন এই একই কাজ করবে, আমি বাজি রেখে বলতে পারি, সে এইসব ভাববে না, তাকেই আবার পরের দিন রান্না করতে হবে জেনেও। একই ভাবে কোন টাকা কোথায় লাগাতে হবে, এটা সে আমার থেকে অনেক ভালো বুঝবে, কারণ সে ঐ ব্যাপারে আমার থেকে অনেক বেশি জানে। এখন আমার চিন্তা বা কাজগুলো তার চিন্তা বা কাজের থেকে হীন কেন? আর আমি যদি ভাবি, আমি যদি না থাকতাম, তাহলে কাউকে আর পরের দিন ঠিক সময়ে খাবার পেতে হত না, সেই চিন্তাতেই বা দোষ কোথায়? আর আমার বর-ও যদি ভাবে এই মহিলার আমি না থাকলে কী হত, নিজের মাইনের টাকাগুলো ই ঠিকভাবে সামলাতে জানে না, তাতেই বা দোষ কোথায়?
  • suto | 117.194.233.78 | ০৮ মার্চ ২০১১ ১৯:৪৯465913
  • ঠিক...
  • d | 14.96.127.67 | ০৮ মার্চ ২০১১ ১৯:৫৬465916
  • কি কনফিউশান!! ঘরের কাজ খিল্লিযোগ্য বা ঘরের কাজ করে (মানে শুধুই ঘরের কাজ করে) নিজেকে অপরিহার্য্য ভাবার কথাটা কার কোন পোস্টে আছে কেউ একটু ধরিয়ে দাও না প্লীজ। নাম, স্‌সর সময় বলে দিলেই চলবে। খুঁজে নিচ্ছি।

    ঠিক করে না বুঝে তো ছাই দু'কথা বলতেও পারছি না।

    (এদিকে আমি গন্ডা গন্ডা ম্যাঞ্জারকে চিনি, পুরুষ, নারী নির্বিশেষে, যারা মনে করে তারা না থাকলে ঐ ঐ প্রজেক্ট বা কোম্পানি দুম করে ফেটে যাবে। তাদের নিয়ে আবার খিল্লিও করে থাকি। )
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন