এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • হুতের গোল্পো

    shiladitya
    বইপত্তর | ২৭ ডিসেম্বর ২০১০ | ১৮১৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.180.9 | ০৯ মার্চ ২০১১ ১১:৫৬465982
  • ও, "নিরবিচ্ছিন্নভাবে' .... মানে একদম একটানা নয়, সামান্য গ্যাপ আছে। ভাল।
  • kumudini | 59.178.45.121 | ০৯ মার্চ ২০১১ ১২:০৭465983
  • পত্নী ভজনা?কেসিকে দেখে শিখুন।
  • san | 14.96.20.93 | ০৯ মার্চ ২০১১ ১২:১৭465984
  • না না ধমকানো কেন, আমার ব্রতীনদাকে প্রতিপ্রশ্ন আছে। আর উনি তো অনেস্ট মনোভাব লিখেছেন। নিশ্চয় ভেবেচিন্তে উত্তর দেবেন।

    'দুজনের আপত্তি না থাকলে প্রত্যেক মেয়ের চাকরি করা উচিত'

    ১) বউ এর চাকরি করা 'দুজনের' মতামতসাপেক্ষ, তা বরের চাকরি করাটা নয় কেন? সে কোন স্বর্গ থেকে নেমে এসেছে যে তার জীবনের প্রায়োরিটি সে একা ঠিক করে আর তার বউএরটা দুজনে মিলে ঠিক করতে লাগে? সংসারের ক্ষতি , সকলের প্রয়োজন মেটানো এসবই ভ্যালিড যুক্তি কিন্তু এগুলো তো ছেলেটিও চাকরি না করে করতে পারে। সংসারে টাকা না হয় সে নাই আনল।

    ২) যদি দুজনের চাকরির জন্যেই দুজনের মত লাগে সে তো আরো ক্যাচাল। দুজনের মত না মিললে?

    তা, ধরুন বর চায় সে চাকরি করুক, বউ সংসার দেখুক। বউএর মেধা বা প্রফেশনাল স্কিল যাই বলুন সেটাও হয়তো বরের সঙ্গে সমান। তারও অ্যাম্বিশন আছে। সেও হয়তো চায় সে চাকরি করুক, সংসার বর দেখুক। তখন কী হবে?

    **** যেসব মেয়ে অবিবাহিতা বা সেপারেটেড ( ব্রতীনদা লিভ-ইন সম্পর্কে যাননি, আম্মো বাদ দিলাম) তাদের অবশ্য অন্যের মতামতের দরকার নেই দেখা যাচ্ছে। যা খুশি তাই করার অনুমতি দেওয়া হয়েছে। গ্রেট।
  • lcm | 69.236.180.9 | ০৯ মার্চ ২০১১ ১২:২০465985
  • বাজে চাকরি, বাজে প্রজেক্ট, ঢ্যামনা বস্‌ হলে... বর, বৌ... কারো চাকরি করা উচিত নয়।
  • siki | 123.242.248.130 | ০৯ মার্চ ২০১১ ১২:২২465986
  • তব্যে? এই না হলে স্যান? সিকি কহে, আমারো ছিল মনে, কেমনে ব্যাটা পেরেছে সেটা জানতে।
  • san | 14.96.20.93 | ০৯ মার্চ ২০১১ ১২:৩২465987
  • কুমুদি, সিকি এবং শ্রাবণীদির লেখা ( শোনা) দাবিদাওয়ার সঙ্গে একটা অ্যাড করি ?

    --- চাকুরিরতারা গৃহবধূদের উপরে এত চটা ক্যানো? আসলে হিংসে করে। ওরকম শুয়ে বসে সিরিয়াল দেখতে ওরাও চায়। কিন্তু যার যা কপাল ......

    সিরিয়াস !! খিল্লি না !!
  • shrabani | 124.30.233.85 | ০৯ মার্চ ২০১১ ১২:৩৮465988
  • ব্রতীন ভাই,
    পৃথিবীতে যে কেউই হোক না কেন আর যা কাউকেই হোক না কেন সম্মান দিলে সম্মান পাবে। আমার মা বলতেন "আয়নায় মুখ দেখাদেখি, যেমন দেখাবে তেমনি দেখবে"। আমি বিশ্বাস করি এর সঙ্গে অন্য কিছুর কোনো সম্পর্ক নেই, গৃহবধূ, চাকুরীজীবি, ধনী গরীব, শিক্ষিত মূর্খ। যাকে আমি সম্মান করতে পারিনা তার কাছ থেকে সম্মান আশা করিনা।
    আবার আমার জানা অনেক গৃহবধূ আছেন (কনটেম্পোরারি বা ছোটর থেকে একটু সিনিয়ররাই এ লিস্টে বেশী) যারা অ্যাপ্রিশিয়েট করেন, তবে সংখ্যাটা কম। তবে একটা জিনিস নিজেদের সমসাময়িকদের যতই খুঁত বার করুন গালাগালি দিন সমস্ত গৃহবধূরাই এযুগে চান তাদের মেয়েরা চাকরী করুক, উপার্জন করুক।

    ভাগ্যিস আমার বরের আমার চাকরিতে আপত্তি ছিলনা! অবশ্য এমন বরে আমার আপত্তি ছিল সেটা একেবারেই অন্য টপিক।:)

  • Bratin | 122.248.183.1 | ০৯ মার্চ ২০১১ ১৩:২০465989
  • স্যান,

    ১। ঠিক তোমার সাথে একমত। কিন্তু ও ই ব্যাপারে তো আমি কিছু লিখি নি।

    ২। ব্রেন স্ট্রমিং করে দু জনেই মেনে নেবে এমন সিদ্ধান্ত উপনীত হওয়া।

    ৩। আমাকে যদি বৌ চাকরী করে খাওয়ায় আমি খুশী হয়তো আমার পুরুষালী অহংবোধ তাতে আহত হবে । তবু ও আমি খুশী। মন দিয়ে দাবা খেলবো আর গল্পের বই পড়বো আর আলসেমি করবো।তবে বোধহয় কিছু দিনের জন্যে । তারপরে কি বোর হয়ে যাবো? জানি না!!
  • kumu | 59.178.45.121 | ০৯ মার্চ ২০১১ ১৩:৩৭465990
  • স্যান,চাকুরীরতারা চটা?সে কি??এটা আবার কোথায় লেখা আছে?
    চটাচটির প্রশ্নই নাই।যার জীবন,তার সিদ্ধান্ত।
    শুয়ে বসে টিভি দেখা?না:।জীবনের কোন পর্যায়েই আমি অন্তত: রাজী নই তাতে,কোন মূল্যেই না।জীবনের শেষ সেকেন্ডটি অবধি আমি কোন না কোন কাজের সাথে থাকতে চাই-সেটা বৈতনিক হওয়া জরুরী নয় একেবারেই।
  • siki | 123.242.248.130 | ০৯ মার্চ ২০১১ ১৩:৪২465992
  • ব্রতীন, আমি জানি। বোর হয়ে যাবে। নিরবচ্ছিন্ন কোনও কিছুই বেশি ভালো নয়।
  • san | 14.96.20.93 | ০৯ মার্চ ২০১১ ১৩:৪৩465993
  • আহা কোথাও লেখা নেই। আমার এক সম্পর্কিত আত্মীয়া মুখ বাঁকিয়ে বলেছিলেন :-) শুনে বেশ থুম্বা হয়ে গেছিলাম :-))))))
  • siki | 123.242.248.130 | ০৯ মার্চ ২০১১ ১৩:৪৪465994
  • আর সোজা ব্যাপার বুঝি। শক্তসমর্থ মানুষের ঘরে বসে অন্যের পয়সায় খাওয়াটা ঠিক কেমন যেন লাগে। নিতান্তই ঘরে কেউ না থাকলে নয়, তাই থাকতে হচ্ছে টাইপের কেস না হলে, সময়টা ইউটিলাইজ করে পয়সা রোজগার করাটাই বেটার। সেটা ঘরে বসেও কেউ করতে পারে, কর্মস্থলে গিয়েও করতে পারে। জাস্ট কিচ্ছু না করে জীবন কাটিয়ে দেওয়া অতি ইয়ে ব্যাপার।
  • san | 14.96.20.93 | ০৯ মার্চ ২০১১ ১৩:৫৭465995
  • যাত্তারা ঘরের কাজের মানিটারি ভ্যালু নেই নাকি? সারাদিন ঘরবাড়ির হাজার কাজ একাএকা সামলানোটা বসে বসে খাওয়া হবে কেন? তবে টাকাপয়সার দিক দিয়ে দেখলে মানে অপরচুনিটি কস্ট দেখলে ঘরবাড়ির কাজ আউটসোর্স করে দিয়ে নিজে চাকরি/ব্যবসা করলে টাকাপয়সার সুরাহা হয় বেশি , সেটা আলাদা কথা। সকলের আবার তত অ্যাম্বিশন নাও থাকতে পারে।

    কিন্তু গৃহবধূ/বর কোনোটাই আমি আইডিয়ালি পছন্দ করিনা সে অন্য কারণে। সম্মান করি কিন্তু পছন্দ করিনা।
  • san | 14.96.20.93 | ০৯ মার্চ ২০১১ ১৩:৫৯465996
  • অপর্চুনিটি কস্ট ও আউটসোর্স করার কনসেপ্ট অবশ্য আমাদের দেশের কথা ভেবে বলা। এক্সিস্টিং অবস্থা অনুযায়ী।
  • dukhe | 122.160.114.85 | ০৯ মার্চ ২০১১ ১৪:১৪465997
  • আমার চাকরিতে মন নাই । রিটায়ার করার প্রভূত ইচ্ছা । সেরেফ বৌয়ের চাপে করে যেতে হয় । হায় ।
  • Bratin | 122.248.183.1 | ০৯ মার্চ ২০১১ ১৪:৫৫465998
  • আমি ও দুখে র মতো । ৫২ বছর বয়েস রিটায়ার করবো। সমস্ত প্ল্যানিং সেই মতো।
  • til | 220.253.71.144 | ০৯ মার্চ ২০১১ ১৫:০৩465999
  • একটা কথা। বাজার দর ফর একজাম্পল বাড়ীর দাম অথবা জিনিষপত্রের দাম কিন্তু মানুষের ক্রয়ক্ষমতার ওপর- যেটা কিনা আজকাল দুজন চাকরী করছে তার ওপর রিভলভ করে। যেখানে অধিকাংশ মিয়া বিবি চাকরী করেন সেখানে বাড়ীর আয়তন, দাম সেই অনুপাতে হবেই।
    ফল:
    একজনের রোজগারে বাড়ী কিনলে মর্টগেজ দেয়া খুবই কষ্টসাধ্য। প্লাস, একজনের বছরে ১০০০০ টাকা মাইনে বাড়তে অনেক কসরৎ করতে হয়, কিন্তু অন্যজন চাকরী পেলেই ফটাকসে ৫০,০০০ তো এসে গেল। সোজা হিসেব।
  • dukhe | 122.160.114.85 | ০৯ মার্চ ২০১১ ১৫:০৯466000
  • টাকার দরকারেই তো চাকরি । বর, বৌ, বাচ্চা - সবারই ।
  • dukhe | 122.160.114.85 | ০৯ মার্চ ২০১১ ১৫:১৬466001
  • আসুন ব্রতীন, আমাদের এই নারীদিবসের শপথ হোক আর্লি রিটায়ারমেন্ট ।
    তবে ৫২ - সে তো অনেক দূর - মানে - আরেট্টু এগোনো যায় না ?
  • Bratin | 122.248.183.1 | ০৯ মার্চ ২০১১ ১৫:২০466004
  • আগেই তো চাই । আমার ইচ্ছা ৪৮। কিন্তু এই মুদ্রাস্ফীতি র যুগে....
  • kumudini | 59.178.45.121 | ০৯ মার্চ ২০১১ ১৫:২১466005
  • হা:,এই পোলাপানগুলিরে আর কি কমু?
    ব্রতীন,তোমার কাছে তো আমার ইমেল আছে।তোমার যবে ৫২ হবে,তখন রিটায়ার করে আমায় এট্টা মেল করো,ওপরে/নীচে যেখানেই থাকি দেখে নেব।
  • dukhe | 122.160.114.85 | ০৯ মার্চ ২০১১ ১৫:২৬466006
  • ৪৮ ই বেটার । পঞ্চাশের ওপারে প্ল্যান করলে খুব ঝুঁকি হয়ে যাবে । শেষে হয়তো রিটায়ারমেন্টের আগেই ফুটে গেলাম । তাহলে লজ্জায় মুখ দেখাতে পারব না ।
  • Bratin | 122.248.183.1 | ০৯ মার্চ ২০১১ ১৫:৩৯466008
  • কুমু দি , দেখে নিও আমি কথার খেলাফ করি না। তাছাড়া জীবন একটা বই তো না। ৪৮/৫২ বছর পারিবারের জন্যে বাঁচলাম। বাকি ৮ বছর আমার নিজের জন্যে। শুধু নিজের জন্যে।
  • siki | 122.162.75.51 | ০৯ মার্চ ২০১১ ১৫:৩৯466007
  • আমার রিটায়ার করতে এখনো ছাব্বিশ বছর। কিন্তু বাপটাকে দেখলেই রিটায়ার করার পরের জীবনটা ভেবে গুচ্ছ ভয় লাগে।
  • dukhe | 122.160.114.85 | ০৯ মার্চ ২০১১ ১৫:৪০466009
  • সে কী ! ভয় কেন ? হিংসে হবার কথা তো ।
  • til | 220.253.71.144 | ০৯ মার্চ ২০১১ ১৫:৪৩466010
  • রিটায়ারমেন্ট নিয়ে আমাদের মাইন্ডসেট হলো
    পার্কের বেঞ্চি। আরে এই সেদিন তো একজন (বঙ্গালী বাবু) ডিভোর্সই করে ফেললেন। এক সিকালু (শ্রীলঙ্কান) ও তেমনি।
    হা হা।
  • siki | 122.162.75.51 | ০৯ মার্চ ২০১১ ১৫:৪৬466012
  • না। মাইরি বলছি। ভয় হয়।
  • siki | 122.162.75.51 | ০৯ মার্চ ২০১১ ১৫:৪৬466011
  • মা। মাইরি বলছি। ভয় হয়।
  • kc | 194.126.37.76 | ০৯ মার্চ ২০১১ ১৫:৫১466013
  • আম্মো ব্রতীনের দলে। ৪৮ বছর টার্গেট করেই সব প্ল্যান ছকেছি। আমার বাবাও ঠিক ৪৮ বছর বয়সে উঠে গেছেন। সেই সময় খুব অসুবিধে হয়েছিল, সেগুলো মাথায় রেখেই প্ল্যান ছকেছি। যদি না মরিও কমসেকম পারিপার্শ্বিক থেকে অফ হয়ে যাওয়ার ইচ্ছে ষোলোয়ানা।
  • dukhe | 122.160.114.85 | ০৯ মার্চ ২০১১ ১৫:৫৩466015
  • ইদিকে আমার বাবা আমার আগে রিটায়ার করে গেল - সেই শোক আমি আজও সামলে উঠতে পারলাম না ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন