এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • হুতের গোল্পো

    shiladitya
    বইপত্তর | ২৭ ডিসেম্বর ২০১০ | ১৮১৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 14.99.127.220 | ০৮ মার্চ ২০১১ ১৯:৫৬465915
  • দোষগুণের কথা না। তবে লং টার্মে রান্না করতে হলে বিভীষণদাও কদিন পরে তোমার স্কিল অ্যাকুয়ার করবেন , আর তুমিও লং টার্মে টাকাপয়সা ইনভেস্টমেন্ট করতে হলে খুব ভালোই সামলাতে পারবে। কেউ কোথাও অপরিহার্য না। 'আমি যদি না থাকতাম ....' এই নিয়ে দাবিদাওয়া আমরা এককালে কম করিনি , মজা করেই অবশ্য। ( বেশির্ভাগ দম্পতির মতই আমাদের স্কিলসেটও সাবস্টিটিউট নয়, কমপ্লিমেন্টরি) এখন কর্মসূত্রে আলাদা শহরে থাকি বলে দেখি সেই প্রত্যেকটা কথাই খুব হাস্যকর দাবি ছিল। কারোর অভাবে কিচ্ছু আটকে থাকেনা চিরজীবনের মতন। থাকবেওনা।

    ও হো। ছেলেদের চাকরি করা নিয়ে ঘ্যাম দেখানোও আপত্তিকর নিশ্চয় তবে তখন মেয়েদের 'গ্যাস খেয়ে সেবা করা' নিয়ে কথা হচ্ছিল বলে শুধু একদিকটাই বললাম। আদারওয়াইজ পাইদির সঙ্গে আমি দ্বিমত না।
  • pi | 72.83.87.140 | ০৮ মার্চ ২০১১ ২০:০৫465917
  • 'আমাকে ছাড়া সংসার চলবেই না ' , বা, 'আমি ওকে না দেখাশোনা করলে ও বেচারি কিছুতেই নিজের যত্ন করে উঠতে পারবেনা' এইগুলো অনেকসময়ই অনেক মেয়ের 'একমাত্র' অ্যাচিভমেন্ট কি না । নিজের কাছে নিজের কোনৈ ভ্যালু না থাকলে ইনফিরিয়রিটি কমপ্লেক্স হবে যে !!

    :)
  • kc | 89.203.49.18 | ০৮ মার্চ ২০১১ ২০:১০465918
  • আমাদের বাড়িতেও ডিভিশন অফ লেবার আছে। মোটামুটি ৫০-৫০। কিন্তু পুরো হিসেব রাখা থাকে। মনে মনেই। হিসেবে কিন্তু একচুলও ভুল থাকেনা। এমনকি আমাদের বাবামাদের ডিভিশনটা কিরকম ছিল আর তাতে কে কেমনভাবে লাভবান হতেন তার ডেটাও থাকে। হিসেব না থাকলে ঝগড়ার সময় ডেটা দিয়ে কামড়িয়ে দেওয়াটা হয়না যে!!
  • pi | 72.83.87.140 | ০৮ মার্চ ২০১১ ২০:১৬465919
  • ওরে বাবা রে, কেউ একজন শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ে থাকলে পরে হিসেব মেলাতে গিয়ে ওভারটাইম করে তো তার প্রাণ জেরবার হয়ে যাবে। নইলে অন্যজনের অসুস্থ হবার জন্য অপেক্ষা করতে হবে :)

  • a x | 99.188.84.89 | ০৮ মার্চ ২০১১ ২১:০২465920
  • অত্যন্ত বোকা বোকা তর্ক হচ্ছে। শুরু হয়েছিল স্রেফ মজা করে, সেখান থেকে যদি সিরিয়াস তর্ক/ঝগড়া/আলোচনা করতে হয়, তাইলে এইসব অ্যানেকডোটাল আমি এই দেখেছি, আমার মাসী এই, আমার বর ঐ ইত্যাদি বলার কোনোই মানে নেই। আর কে কার সাথে সুখী আছে তা দিয়েও একটা সামাজিক ট্রেন্ডকে জাস্টিফাই করা যায়না।
  • aka | 24.42.203.194 | ০৮ মার্চ ২০১১ ২১:০৬465921
  • শুরুর মজাটাও অত্যন্ত বোকা বোকা ছিল।
  • a x | 99.188.84.89 | ০৮ মার্চ ২০১১ ২১:০৭465922
  • আর আকা, প্রিভিলেজড ক্লাসের হ্যানত্যান যা বললে, তা আজ বলতে পারছ কেননা পেছনের অনেকগুলো বছর ধরে ওয়ার্ক-প্লেস হ্যারাসমেন্ট, শিক্ষাক্ষেত্র ও কর্মক্ষেত্রে ডিস্ক্রিমিনেশন ইত্যাদির বিরুদ্ধে লিবেরাল ফেমিনিস্টদের লড়াই আছে।
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ২১:০৮465923
  • যেটাকে সামাজিক ট্রেন্ড ধরে নিয়ে, সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে, সেই "সামাজিক ট্রেন্ড'টাই খুব দ্রুত বদলে যাচ্ছে এটাই বলার চেষ্টা করা হচ্ছে, জাস্টিফাই করার চেষ্টা করা হচ্ছে না।
  • Nina | 64.56.33.254 | ০৮ মার্চ ২০১১ ২১:০৯465924
  • বাপরে--এই টইতে কি কথার খই ফুটছে
    :-))
    হুতো তো খুব মিস কচ্চে --তাকে নাকি একখান গোদা ল্যাপি ধরিয়ে দিয়েচে আর তাতে বিশেষ কিছু ট্যাঁ ফোঁ বেরুচ্চে না---ক্ষি আপশোষ!
    (আমার আপিশে বসে এই করা একেবারে বারণ, তবু লোভে পরে---ওরে বাবা লোভে পাপা, পাপে মিত্তু--পালাই)
  • a x | 99.188.84.89 | ০৮ মার্চ ২০১১ ২১:১০465927
  • উঁহু। আমার বর কাজ করেনা, আমি উদয়াস্ত খাটি, তাতে কার কি, আমরা সুখী (এখানের কাউকে উদ্দেশ্য করে বলা নয়), এটা দিয়ে কি বোঝা যায়?

    ধরা যাক, যদি এইরকম ভাবে এবার বলি -

    আমার বাবা বিয়েতে পণ দিয়েছে, তাতে কার কি, আমি খুশি, আমার বাবা খুশি।
  • aka | 24.42.203.194 | ০৮ মার্চ ২০১১ ২১:১০465926
  • অবশ্যই আছে। তাতে আজকের অবস্থানটা বদলে যায় না। কথা হচ্ছে আজকের অবস্থানের বিগতদিনের যুদ্ধের নয়।

  • a x | 99.188.84.89 | ০৮ মার্চ ২০১১ ২১:১১465928
  • না আজকের অবস্থানটা কিছুই রাতারাতি বদলে যায়নি। ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট ও ডিস্ক্রিমিনেশন ভালো রকমের বিদ্যমান।
  • aka | 24.42.203.194 | ০৮ মার্চ ২০১১ ২১:১২465930
  • তার সাথে এই সুতোর এবং 'সুতোর' ও শরৎবাবুর কি সম্পক্কো?
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ২১:১২465929
  • আমাকে সিরিয়াস তর্ক করতেই হবে, এমন মাথার দিব্যি কেউ দেয় নাই, আমি বেসিক্যালি টাইমপাস করছিলুম, ধরে নেওয়া যেতে পারে। শুরুর দিকের মজাটায় আমারও মজা লেগেছিলো এবং পুরোমাত্রায় সায় ছিল। ঘেঁটে গেছিলুম একমাত্র অ্যাচিভমেন্ট জাতীয় কথাগুলোয়।
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ২১:১৫465931
  • এমন কথা কে বললো, কোথায় বললো যে বর কাজ করে না, বউকে উদয়াস্ত খাটতে হয়, তাতেও তারা সুখী! বরং উল্টোটাই তো বলা হয়েছে, হয় কাজেরলোক-গ্যাজেটস ইত্যাদি দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে দুজনেই, একজনের অপারগতায় আরেকজন সাহায্য করছে, নয়তো বিয়ে ভেঙ্গে যাচ্ছে।
    নিজের লেখার মানেবই নিজেকেই লিখতে হবে, ভাবি নি।
  • a x | 99.188.84.89 | ০৮ মার্চ ২০১১ ২১:১৭465932
  • আরে কি মুশকিল একটু আগেই তো কুমু বললেন ওনার স্বামী কাজ করতেন না, তাতে ওনার অসুবিধে হয়নি! আমার বক্তব্য ওনার অসুবিধে হয়নি, এবং যেহেতু এটি দুটি মানুষের সম্পর্কের ব্যপার, কাজেই সেখানেই সীমাবদ্ধ, এই এক্সটেন্‌শনটা টানা যায়না।
  • byaang | 122.172.44.205 | ০৮ মার্চ ২০১১ ২১:১৯465933
  • কুমু নিজে উদয়াস্ত খাটতেন, এমন কথাও তো বলেন নি।
  • a x | 99.188.84.89 | ০৮ মার্চ ২০১১ ২১:২৩465934
  • আবার এই স্পেসিফিক উদাহরণ দিয়ে কথা বলতে হলে মুশকিল। পুরোটা পড়ে দেখলে দেখবে, উনি এটাও লিখেছেন যে এরকম হঠাৎ করে চলে আসতে হলে ওনার আসার সম্ভাবনা আর ওনার স্বামীর আসার সম্ভাবনা কতটা। উনিও চাকরি করেন। আর এটা ওনার কেস স্যাম্পল করে তো বলা হচ্ছেনা। আপত্তির জায়গাটা ঐ দুজনের মানুষের মধ্যে আন্ডার্স্ট্যান্ডিং থাকলেই অল ইস নট ওয়েল।
  • a x | 99.188.84.89 | ০৮ মার্চ ২০১১ ২১:২৮465935
  • আকা সম্পর্কের কথা কি আমাকে জিগ্গেস করলে? ওটা তো তোমার ঐ আর্বান কিসব কমেন্টের সাথে সম্পর্কিত।
  • san | 14.99.127.220 | ০৮ মার্চ ২০১১ ২১:২৯465937
  • ঘেঁটে যাবার কী আছে ব্যাংদি? অনেক মেয়ে অনেকসময় সংসারে নিজের অপরিহার্যতাকে জীবনের একমাত্র অ্যাচিভমেন্ট বলে মনে করে। এটাতে আমার খিল্লি পায় কেননা আসলে সবাইকে ছাড়াই সংসার ও জীবন দিব্যি চলে যায়।

    মানেবই : অনেকসময় এবং অনেক মেয়ে। সবসময় নয়, সব মেয়েও নয়। শুধু মেয়েও নয় অনেক ছেলেও নিজেকে অপরিহার্য ভাবে ইত্যাদি।

    এতে জনতা এত রেগে গেল কেন? প্রতিপাদ্য কী? কেউ কখনো নিজেকে অপরিহার্য ভাবে না ? না আসলেই কোনো একটা মানুষের অভাবে পৃথিবী থেমে যায়? কে জানে ঠিক বুঝিনি।
  • Bratin | 117.194.102.31 | ০৮ মার্চ ২০১১ ২১:৩০465938
  • জানি মহিলা সকল আমকে গুছিয়ে গালাগালি করবেন তবু না লিখে পারছি না। যে মহিলা টি ঘর-সংসার সামলাছেন, সেই মহিলা টি কি চাকুরীজীবি আরেকজন মহিলার চোখে সমান সন্মান পান। আমি পুরুষদের কথা ছেড়ে দিচ্ছি। be honest & answer the question
  • kc | 89.203.49.18 | ০৮ মার্চ ২০১১ ২১:৩৫465939
  • রাম নারায়ণ রাম
  • a x | 99.188.84.89 | ০৮ মার্চ ২০১১ ২১:৩৭465940
  • আমার নিজের কাছে মহিলাটি সমান সম্মান পাবেন। কিন্তু আমি সেটা চাইবনা, তার জন্য, বা ধরা যাক আমার মেয়ে, আমার বোন, আমার মা ইত্যাদিদের জন্য। যেদিন দেখব অসংখ্য পুরুষ ঘরের কাজ, সন্তান প্রতিপালন করছেন, সেদিন চাকুরিজীবি ও গৃহবধূর মধ্যে তফাৎ নেই ইত্যাদি বলব। এটা একধরণের সান্ত্বনা পুরষ্কার, এই মুহূর্তে।
  • Bratin | 117.194.102.31 | ০৮ মার্চ ২০১১ ২১:৪০465941
  • অক্ষ ঠিক । এদেশে গৃহ-স্বামী কে এখনও তত মর্য্যাদা র চোখে দেখা হয় না। যত টা বিদেশে হয়।
  • aka | 24.42.203.194 | ০৮ মার্চ ২০১১ ২১:৪৬465943
  • অক্ষ, তোমাকেই জিগ্যেস করেছি। আমার ঐ পোস্টটি আবার পড়তে অনুরোধ করব। নিত্য কাজের কথাটা বাদ পড়ে গেছে।
  • a x | 99.188.84.89 | ০৮ মার্চ ২০১১ ২১:৪৬465942
  • বিদেশে খুব বেশি এরকম দেখা যায়, এমন না তো।
  • rimi | 24.42.203.194 | ০৮ মার্চ ২০১১ ২১:৪৮465944
  • আরে শরৎবাবুর কথাটা স্রেফ মজা করে লিখেছিলাম। বাঙালী ছেলেরা যে শরৎবাবুর আদর্শ নিয়ে বসে নেই তা বলাই বাহুল্য। আজকের যুগে মেয়েরা (বিশেষত যেসব মেয়েরা গুরু পড়ে ও লেখে) ছেলে বা বরকে খাওয়ানোর জন্যে নিজেরা উপোস করে না, করে নিজেদের ফিগার ঠিক রাখার জন্যে। :-))) হল তো?

    তবে এখানেও একটা কথা আছে। বাঙালী মেয়েরা না খেয়ে রোগা হলে ছেলেদের আপত্তি নেই, কিন্তুক ওয়েট ট্রেইনিং করে মাসল গজাতে গেলে ছেলেদের মহা আপত্তি। কেননা "নারীসুলভ কমনীয়তা" হারিয়ে যাবে! :-)))
  • Bratin | 117.194.102.31 | ০৮ মার্চ ২০১১ ২১:৫২465945
  • ইয়ে, সে কি আর আছে? :-))
  • san | 14.99.127.220 | ০৮ মার্চ ২০১১ ২১:৫৪465946
  • আচ্ছা ওয়েট ট্রেইনিং করলে মেয়েদের মাসল গজায় এ দাবি আমিও অনেকের থেকে শুনেছি। এটা কোথা থেকে এবং কিভাবে ওরিজিনেট করল? গজায় না তো । কী সুন্দর টোনড বডি তৈরি হয়। দেখেছি অনেককে। ইনস্ট্রাকটররাও সবসময় বলে যে দাবিটা মোটেও ঠিক না।

    (সরি সরি এখানে লেখার জন্য)
  • aka | 24.42.203.194 | ০৮ মার্চ ২০১১ ২১:৫৮465948
  • আবার সমস্যা - কোন ছেলে যদি একটু ভুঁড়ি নিয়ে বেঁচে থাকতে ভালোবাসেন তাকে আবার আধুনিকাদের ভালো লাগবে তো।

    মাসল টাসল হল জেনেটিক ব্যপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন