এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • হুতের গোল্পো

    shiladitya
    বইপত্তর | ২৭ ডিসেম্বর ২০১০ | ১৮১৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 24.42.203.194 | ০৯ মার্চ ২০১১ ১৯:৪৪466049
  • আরে তার আগে যে কোংএর মালিক নিজেই পটল তুলবে!!!!

    এইখানে একটা অপটিমাইজেশন প্রবলেম আছে, যেটা আমি আমার অংকের বইতে ঢোকাবো!! ঠিক কতটা মদ প্রতিদিন খাওয়া উচিত, যাতে x টাকা লাভ হবার আগেই মরতে না হয়। কনস্ট্রেইন্টগুলো ঠিক মতন ফরমুলেট করতে হবে।
  • byaang | 122.172.203.221 | ০৯ মার্চ ২০১১ ১৯:৪৭466050
  • কোঅপারেটিভের নাম রাখিস সুইসাইড ক্লাব।
  • rimi | 24.42.203.194 | ০৯ মার্চ ২০১১ ১৯:৫০466051
  • খ্যাক খ্যাক খ্যাক ... নামটা খুবই রিয়ালিস্টিক, তবে এরকম নাম রাখলে সদস্য পাওয়া মুশকিল হবে :-))
  • aka | 168.26.215.13 | ০৯ মার্চ ২০১১ ১৯:৫৩466052
  • নামটাম সব ঠিক করা আছে।

    সময়শকট - ফিরে দেখুন যৌবন।
  • kc | 89.203.49.18 | ০৯ মার্চ ২০১১ ১৯:৫৯466053
  • আমি অ্যাপ্লাই করলাম এই কেলাবে। কাবলেদার জীবনযাত্রাও কিন্তু অনেকটা এই কেলাবের মেংবারের মতই। তাই এই কেলাবটা অতটা কষ্টকল্পনা নয় মোটেই।
  • kumudini | 122.163.210.242 | ০৯ মার্চ ২০১১ ২১:১৭466054
  • এইটাই আকার প্ল্যান?
    অনেকটা এই থিমে বুদ্ধদেব গুহর একটা গল্প আছে।
  • Bratin | 117.194.103.145 | ০৯ মার্চ ২০১১ ২১:৪৭466055
  • রজনীগন্ধা র বদলে বেল থাকলে হয় না?

    আর আমি লক্ষ্য করে দেখেচি ৯৬ র পরে মনোতোষ বাবু র বয়েস আর সেরকম ভাবে বাড়ছে না।

    আমি হিসেব করে দেখেছি। ঠিকমতো প্ল্যানিং করলে ৪৮/৫২ তে রিটায়ারমেন্ট অসুবিধা নেই। মোটামুটি যে রকম জীবনে অভ্যস্ত সেরকম চালানো যাবে। তবে হ্যাঁ নিশ্চয় চাহিদা সেখানে কিছু টা কমাতে হবে।
  • pi | 128.231.22.150 | ০৯ মার্চ ২০১১ ২৩:০১466056
  • কাবলেদার এই জীবনযাত্রায় গুরুর জন্য অনেক গুরু ও চণ্ডালিগিরি ও আছে কিন্তুক ;-)

  • Paramita | 202.3.120.9 | ১০ মার্চ ২০১১ ০০:১৪466057
  • স্যামচাচা যদি সোশাল সিকিওরিটি আর স্টেটের ফ্রি মেডিকেলটা আমার শেষ বয়সেও অক্ষুণ্ন রাখে তো 'আমার এই দেশে জন্ম যেন ঐ দেশেতে মরি'রই বেশী ইচ্ছা। মনের সাধখান জানিয়ে দিলাম। মেডিকেলটা সরকার দেখলে সোশাল সিকিওরিটি আর ৪০১K দিয়ে যা হয় এদিক ওদিক করে চালিয়ে নেব কোনো রকমে। কোনদিন রিটায়ার করলেও করতে পারবো। বেঙ্গালুরুতে থাকলে জীবনেও রিটায়ার করা হবে না।
  • r.h | 198.175.62.19 | ১০ মার্চ ২০১১ ০২:৩৩466059
  • বেলেল্লাপনা বিষয়ে দুয়েকটি কথা আমি জানি। তবে আমি আজকাল বাকসংযম অভ্যাস করছি। তাছাড়া বয়েস হচ্ছে, লোকে কি বলবে?

    দু:খ একটাই। এত পদ্য লিখলাম- এত পদ্য লিখলাম, এতবার আমার নাম কেউ কোনদিন নেয়নি, বৌ বাক্স গুছিয়ে দিতে যতোবার নিল। হুতোর কাজ শুনশান হুতের গল্প সরগরম। আসলে সঠিক লাইন বেছে নিতে না পারলে নাম যশ হয়না।

    দুপুরে আপিসে তেলাপিয়া মাছের ঝোল দিয়ে ভাত আর মিষ্টি আলু পোড়া খেয়ে কেমন আইঢাই করছে। আজ কি অমাবস্যা পুন্নিমা?
  • aka | 24.42.203.194 | ১০ মার্চ ২০১১ ০৯:০৫466060
  • প্রতি কাজে বৈপ্লবিক (বামপন্থী অথবা নারীবাদী) চেতনার ছোঁয়া না থাকলে বাঙালী বিখ্যাত হয় না। ঐ জন্য হুতো আর এদিকে আমার বিখ্যাত হওয়া হল না। :(
  • aka | 24.42.203.194 | ১০ মার্চ ২০১১ ০৯:১০466061
  • অনেক ভেবে দেখলাম বেলেল্লাপনার একটা সিংগল প্রাইস ধরলে মুশকিল। সেগমেন্টেশন চাই।

    থার্ড ডিগ্রি বেলেল্লাপনা - প্রাইস x

    সেকেন্ড ডিগ্রি বেলেল্লাপনা - প্রাইস y

    ফার্স্ট ডিগ্রি বেলেল্লাপনা - প্রাইস z

    এতেই রেভিনিউ ম্যাক্সিমাইজড হবে। নইলে চাপ আছে। এছাড়া কিছু টেকনলজিকাল ইমপ্রোভাইজেশন আনতে হবে। যেমন, বুড়োবুড়িদের ব্লাইন্ড ডেট, সুইং ফিচার ইত্যাদি। সবকিছু ব্যবসায়িক গোপনীয়তার জন্য বলা যাচ্ছে না, তবে বুদ্ধিমান ক্রেতারা নিশ্চয়ই বুইতে পারছেন। না পারলে চিন্তা করুন প্যাঁচাল পাইরেন না।
  • Nina | 68.84.239.41 | ১০ মার্চ ২০১১ ০৯:১৩466062
  • @aka ভাল ভাল ছেলেরা শুদুশুদু Bখ্যাত কি ভাল মানে B পেয়ে --

    কবির মর্মে পীড়া হইছে --আহারে!
  • Bratin | 122.248.183.1 | ১০ মার্চ ২০১১ ১০:২৫466063
  • আমেরিকা তে 'লাইফ স্টার্টস অ্যাট ফর্টি'। কাজে ই ৬৫ বছরে বয়েস দাঁড়াচ্ছে মাত্র ২৫। মস্তি করতে বাঁধা কোথায়?? :-))
  • byaang | 122.172.43.90 | ১০ মার্চ ২০১১ ১৭:০১466064
  • বাবা আকা, বুড়োবুড়িদের ব্লাইন্ড ডেটটা কাটিয়ে দে! উফফ, ব্লাইন্ড ডেটে গেলুম কপালে জুটলো এক ঘাটের মড়া বুড়ো। তার অর্ধেক কথা জড়ানো, মাড়ি চিবিয়ে চিবিয়ে কথা বলে যাচ্ছে তো যাচ্ছেই, কফির কাপে চুমুক দিলুম, বুড়োর হয়তো তখনই কেশেহেঁচে একশা হয়ে হাঁপের টান উঠলো, ভাবতেই আমার ক্যামোন একটা .......
  • Bratin | 122.248.183.1 | ১০ মার্চ ২০১১ ১৭:২০466065
  • আহা ভুলে যাচ্ছিস কেন? তুই ও তখন বুড়ি। চোখে হাই পাওয়ারের চশমা(বনলতা সেনের চোখ ঠিকঠাক দেখা যাচ্ছে না), দুই পাটি তে নকল দাঁত।.....
  • stoic | 160.103.2.224 | ১০ মার্চ ২০১১ ১৭:৩৩466066
  • উফ্‌ফ্‌ফ্‌ মনোতোষ রায় মারা গেছেন। মনোহর আইচ বেঁচে আছেন। ৯৭-৯৮ বছর বয়স। লুচি-মাংস খেয়ে হজম করেন উইদাউট প্রবলেম।
  • kc | 194.126.37.76 | ১০ মার্চ ২০১১ ১৭:৪৪466067
  • তার মানে ব্যাঙমাসী এখওনো বুড়ি হয় নাই?
  • rimi | 24.42.203.194 | ১০ মার্চ ২০১১ ২১:৫১466068
  • ব্যাং ব্লাইন্ড ডেটের কথা কিছুই বোঝে নি। ছেলেমানুষ কি না?
    ব্লাইন্ড ডেট মানে ব্লাইন্ড হয়ে ডেটে যাওয়া, অর্থাৎ গান্ধারীর মতন চোখে কাপড় বেঁধে। যাতে ঘাটের মড়া বুড়ো বা বুড়িকে চোখে না দেখে স্রেফ কল্পনা করে নেওয়া যায় যে যার সঙ্গে ডেট করছি সে এক কাত্তিকমার্কা (কিম্বা ব্রুস লি মার্কা, যার যেমন রুচি) নবযুবক কিম্বা অ্যাশ সম সুন্দরী যুবতী।
  • byaang | 122.172.43.90 | ১০ মার্চ ২০১১ ২১:৫৭466070
  • চোখে না দেখলে কী হবে, কানে তো ঢুকবে ফোকলামুখ নি:সৃত ননস্টপ ঝঙ্কার বিটস।
  • Bratin | 117.194.97.36 | ১০ মার্চ ২০১১ ২২:০১466071
  • রিমি না সেটা জানি। আমি ভাবলাম বুঝি ৬৫+ হলে ও ই অপসন দেওয়া হবে।

    kc খবরদার আর যাই করো মেয়েদের বয়েস নিয়ে কোন ঔৎসুক্য নয় :-))
  • rimi | 24.42.203.194 | ১০ মার্চ ২০১১ ২২:৩৫466072
  • আহা ব্যাং, তখন তো কানেও তেমন শুনবি না, ফোকলামুখের ঝংকার গানের মতন ঠেকবে। কানে খাটো বংশীধরের কথা জানিস তো, বিড়ালের ফ্যাঁস শুনে ভেবেছিল পাখির মধুর গান :-))
  • byaang | 122.172.43.90 | ১০ মার্চ ২০১১ ২২:৩৯466073
  • রিমি একবার জিটকে আসতে পারবি?
  • rimi | 24.42.203.194 | ১০ মার্চ ২০১১ ২২:৫৪466074
  • এসেছি কিন্তু তোকে তো দেখছি না
  • public | 117.194.224.173 | ১১ মার্চ ২০১১ ০০:০৪466075
  • যাকে নিয়ে এই টইটা শুরু হয়েছিল, সেই "হুতো" এবং "সুতো" দুজনের কেউ কি তাদের সাম্প্রতিক ঘটনা বা whereabouts তৃতীয় কোনো ব্যক্তিকে (যেমন নীনা) মুখপত্র হিসেবে বর্ণনা করার দায়িত্ব দিয়েছিল? ব্যাপারটা বেশ ভয়েরিস্টিক, অথচ আগে আবার এই সাইটেই big brother টাইপের প্রোগ্রামের সমালোচনা দেখেছিলাম। বাকিরা যে যার নিজেদের অবস্থান অনুযায়ী ঘটনাগুলোকে ইন্টার্প্রেট করে যাচ্ছে, আবার তাতে বেশ সোসাল সাইন্স মার্কা আঁতলামির ছিটেও ছড়ানো হচ্ছে দেখলাম। নিজেদের জীবনের কোনো 'সাম্প্রতিকতম' ঘটনা নিয়ে লেগে পড়ুননা, একা হুতোকে নিয়ে আর সুতো কত টানবেন?
  • a x | 99.54.168.236 | ১১ মার্চ ২০১১ ০০:১৭466076
  • এ আবার কে! নিজের নামে লিখেও তো আপনিও ভয়ারেস্টিক আমোদ পেতে পারেন, ভয় পান ক্যান? নাকি আজই প্রথম লেখার তাগিদ অনুভব করলেন? টইটা প্রথমত এসব কিচু দিয়েই শুরু না। দ্বিতীয়ত, সুতো নিজেই লিখেছে। তৃতীয়ত, বহু আগে এটা হুতো/সুতো থেকে বার হয়ে জেনেরাল আলোচনা হয়ে ঘুরে এখন একেবারে অন্য প্রসঙ্গে চলে গেছেন। বোঝাই যাচ্ছে তাতে আপনার কিঞ্চিত অসুবিধে হচ্ছে কেননা আপনি আর তেমন আমোদ পাচ্ছেন না।
  • huto | 198.175.62.19 | ১১ মার্চ ২০১১ ০১:০৫466077
  • আমি কি পামেলা অ্যান্ডারসন নাকি যে আমাকে নিয়ে লোকে ভয়ারিস্টিক আমোদ পাবে? কি কান্ড।
  • a x | 99.54.168.236 | ১১ মার্চ ২০১১ ০১:২৫466078
  • ওরে বাবা কল্পনাকে এমন চ্যালেঞ্জ জানানো তে যে এমন গ্র্যাফিক দৃশ্যটি ভেসে উঠবে কে জানত! :-))
  • til | 220.253.71.144 | ১১ মার্চ ২০১১ ০১:৫২466079
  • এইখানে লেখা এখন একটু রিস্কি, তবুও।
    হুতো অ্যান্ড সুতো কো ই ঘাবড়ানেকা কারণ নেহি। লোক একটু হিংসুটেই হয়। বেআক্কেল আপনার অফিসের। আপনি ভাগ্যবান, এমন বউ পেয়েছেন; নতুবা চাকরী বাঁচাতে যা হাতের সামনে পেতেন তাই নিয়ে ইউ এস দৌড়োতে হতো। গিয়ে দেখলেন তাড়াতাড়িতে টুথপেস্টের বদলে মশার ক্রীম নিয়ে এসেছেন! তখন?
    --
    বিজয়া রায়ের লেখাতেই তো আছে, সত্যজিৎ নতুন বাড়ীতে গিয়ে উঠলেন একেবার নিজে না দেখেই, সবই বিজয়া করেছিলেন। এই নিয়ে কেউ টই খুলে দেখুক, যা সব মিষ্টি মিষ্টি পোষ্ট পড়বে!
    "সেই জন্যেই না উনি তাঁর সৃষ্টির কাজে মনোনিবেশ করতে পেরেছিলেন", ইত্যাদি।

    আরে আপনিও এই সব টই মই না পড়ে আরও আরও ছবি ও মুখোশ ডিজাইন করুন গুরুর জন্যে।
    জয় মর্মপীর (ড় আমি কিছুতেই লিখবো না, পীরের দরগা, সত্যপীর, পীর পয়গম্বর। সে আপনি যতই বলুন না কেন!)
  • Nina | 64.56.33.254 | ১১ মার্চ ২০১১ ০২:১৮466081
  • পাব্লিকের ওপিনিয়ন দেবার রাইট আছে বুঝলাম কিন্তু পাব্লিকের কষ্টটা বুইলামনা এই টানাটানি তে :-০
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন