এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিকল্প মার্ক্সবাদের সন্ধানে-কাউ&

    Biplab Pal
    অন্যান্য | ১৮ এপ্রিল ২০১১ | ২০২৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dri | 117.194.236.167 | ২১ এপ্রিল ২০১১ ২৩:০১471246
  • বিল গেট্‌স, ওয়ারেন বাফেটদের চ্যারিটি নামেই চ্যারিটি। চ্যারিটির জন্য ট্যাক্স ডিডাকশান পায় ঠিকই, কিন্তু আসলে ওগুলো নানারকম জিওপলিটিকাল ম্যানিপুলেশানের স্লাশ ফান্ড।

    হেসেখেলে, কষ্টে সৃষ্টে দিন কাটানোর জন্য কয়েক মিলিয়ানই একজন ফ্যামিলির পক্ষে যথেষ্ট। যাদের কয়েক বিলিয়ান আছে তারা ঐ এক্সট্রা টাকাটা কিসের জন্য চায়? টু এক্সারসাইজ পাওয়ার।

    কোন একটা দেশে গভর্মেন্ট বদলে দিলাম। পৃথিবীর গরীবগুলো সব ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। তাদের উদ্ধার করব বলে ঋণ দিয়ে তাদের থেকে হেভি রেটে ইন্টারেস্ট নিয়ে নিলাম। টীকার প্রসার ঘটাব বলে থার্ড ওয়ার্ল্ডে একটি নতুন টীকার ফিল্ড ট্রায়াল করিয়ে নিলাম। ইটিসি।

    বিল অ্যান্ড মিলিন্ডা গেট্‌স ফাউন্ডেশান, বাফেট ফাউন্ডেশান, রকাফেলার ফাউন্ডেশান, জন ডি অ্যান্ড ক্যাথারিন টি ম্যাকার্থার ফাউন্ডেশান, কার্নেগী এন্ডাওমেন্ট, ওপেন সোসাইটি ইনস্টিচিউট এগুলো সবই ঐ।

    গেট্‌স ফাউন্ডেশান তো ডান হাতে টীকার ফিল্ড ট্রায়াল স্পনসর করে, আর বাঁ হাতে ঐ ভ্যাকসিন ম্যানুফ্যাকচারারের স্টক কিনে রাখে।

    উৎসাহীরা এ ব্যাপারে নিজেরা রিসার্চ করে দেখতে পারেন।
  • dri | 117.194.236.167 | ২১ এপ্রিল ২০১১ ২৩:১২471247
  • লোকেরা সপ্তাহে ৮০ ঘন্টা খাটছে! এটা কি একটা আইডিয়াল সোসাইটির মডেল হল? এ তো স্লেভারি!

    সপ্তাহে ৮০ ঘন্টা কাজ করে প্রচুর রোজগার করে তারা তাদের রোজগার ভোগ করার সময় পায়?
  • Shibanshu | 117.195.136.73 | ২১ এপ্রিল ২০১১ ২৩:১৪471248
  • zআক , zআক... সব বুইzhআ ফ্যালাইসি, মার্ক্সবাদ,ভাববাদ, বস্তুবাদ, ধানবাদ য়্যাবং সব বাদের রাzআ কাউকুমবাদ ( কাউন্সিল কম্যুনিজম)। তা এই সর্বরোগহর বৃহৎ বগলামুখী কবচটি আমাগো প্রধানমন্ত্রীরে একবার পরাইয়া টেস্ট করাইলে অয়না? তয় পুন: ইন্ডিয়া শাইনিং ....
  • dri | 117.194.236.167 | ২১ এপ্রিল ২০১১ ২৩:১৮471249
  • অত আর্টিক্‌ল এখন পড়তে পারছি না। যদি পারেন দুকথায় লিখতে, তো লিখুন। নন-মেটিরিয়ালিস্টিক সমাজতন্ত্র কিভাবে মেটিরিয়ালিস্টিক হল। আর হলই যদি তাহলে কেন মিছিমিছি তার একটি কনফিউজিং নাম দেওয়া হল।
  • dri | 117.194.236.167 | ২১ এপ্রিল ২০১১ ২৩:২৯471251
  • সে যাগ্গে। কিন্তু সেদিনের অতগুলো পোস্ট উড়ে গেল কিকরে?
  • dri | 117.194.236.167 | ২১ এপ্রিল ২০১১ ২৩:২৯471250
  • ভেবে দেখলাম, গরীব লোককে ২৫% ইন্টারেস্টে লোন দিলে তাকেও বোধ হয় সপ্তাহে ৮০ ঘন্টা খেটে লোন শোধ করতে হয়।

    মানুষকে সপ্তাহে ৮০ ঘন্টা কাজ করানোর কত রকম উপায়ই না আছে!
  • Biplab Pal | 63.118.38.200 | ২১ এপ্রিল ২০১১ ২৩:৪১471252
  • আসলে ওগুলো নানারকম জিওপলিটিকাল ম্যানিপুলেশানের স্লাশ ফান্ড।
    *********

    যদিও আপনার চক্রান্ত তঙ্কেÄর সাথে আমি একমত না ( স্পেসিফিক কেস। সাহায্য দিয়ে শুইয়ে দেওয়া হয়০সেটা অন্যভাব-এটার সাথে সম্পর্ক নেই) বিল মিলিন্দার চ্যারিটির সাথে কাউন্সিল কমিনিউজমের সম্পর্ক নেই, অফ টপিক। ভাটানোর মানে নেই।
  • Biplab Pal | 63.118.38.200 | ২১ এপ্রিল ২০১১ ২৩:৪৩471253
  • লোকেরা সপ্তাহে ৮০ ঘন্টা খাটছে! এটা কি একটা আইডিয়াল সোসাইটির মডেল হল? এ তো স্লেভারি!

    *********8
    ********8
    সেত নিজের জন্যে খাটছে-আবার তাতে সমাজের ও কাজে আসছে। সেত নিজের মালিক। সবাই খাটছে-তাই সেও খাটছে। খারাপ কেন হবে।
  • pi | 128.231.22.150 | ২২ এপ্রিল ২০১১ ০৩:০০471254
  • দ্রি র কাছে একটা প্রশ্ন ছিল। গেটস ফাউণ্ডেশনের জিও পলিটিক্যাল ম্যানিপুলেশনের কোন প্রমাণ পাওয়া গেছে কি ? বা, এই কেস নিয়ে কোন স্পেসিফিক কনস্পিরেসি থিয়োরী আছে ?
  • dukhe | 122.172.86.125 | ২২ এপ্রিল ২০১১ ০৯:৩৩471256
  • এ আবার কেমনধারা জিওপলিটিকাল ম্যানিপুলেশন ?

    http://www.khanacademy.org/
  • lcm | 69.236.160.167 | ২২ এপ্রিল ২০১১ ১২:১০471257
  • সিয়্যাট্‌ল টাইম্‌স (বিল গেট্‌স-এর পাড়ার মিডিয়া, এদেরকে বোধহয় বেশী টাকা দেয় নি ) এর এই খবরটা:
    http://seattletimes.nwsource.com/html/localnews/2014280379_gatesmedia.html

    - BMGF বিল এন্ড মেলিন্ডা গেট্‌স ফাউন্ডেশন
    - ভ্যাকসিনেশন
    - GMO জেনেটিক্যালি মডিফায়েড অর্গ্যানিজ্‌ম
    - মনস্যান্টো
    - ওয়ার্ল্ড পপুলেশন ক®¾ট্রাল
    - ....
    এই সব শব্দগুলোকে কানেক্ট করলে একটা ছবি পাওয়া যায়।

    আর, BMGF মিডিয়াকে কত টাকা দিয়েছে?
    http://seattletimes.nwsource.com/ABPub/2011/02/19/2014280526.pdf
    এখানে একটা হিসেব আছে, সামথিং লাইক ৬৯ মিলিয়ন ডলার।

    এ নিয়ে দ্রি কন্সপিরেসি থিওরি-র থ্রেডে দুচার কথা লিখেছিল। অবশ্য, দ্রি ব্যাপারটাকে আর এক দিকে নিয়ে যাচ্ছিল, নন-ককেশিয়ান পপুলেশন ক®¾ট্রাল... এসেট্রা ....

  • aka | 24.42.203.194 | ২৩ এপ্রিল ২০১১ ০৬:৩৩471258
  • শ্রমিক মালিক আগামীদিনের কাউকুমের পথিকৃৎ গুগুলের ওয়ার্ক এথিক্সের নমুনা

    আমি বর্তমানে যেখানে কাজ করি সেখানকার ইমেল গুগুলের কাছে আউটসোর্সড - ফ্রি ইমেল। তো, বসেরা ঠিক করেছে ডোমেইন নেম চেঞ্জ করবে। মানে @x.edu থেকে @y.edu হবে।

    ১। তা @x.edu থেকে @y.edu তে যাওয়ার সহজ কোন পন্থা নেই। মেল, ক্যালেণ্ডার, হাবি জাবি সব মাইগ্রেট করতে হবে।

    ২। এর জন্য কোন মাইগ্রেশন টুল নেই। এপিআই আছে, নিজেদের কোড লিখে নিতে হবে।

    ৩। মাইগ্রেশন এপিআই সব ঠিকঠাক কাজ করে না। যেমন রেকারিং ক্যালেণ্ডার আইটেম মুভড ওভার হয় না।

    ৪। লাস্ট বাট নট লিস্ট গত দুদিন আগে টিকিট রেইজ করা হয়েছে যে আজ রাত থেকে যত ইমেল @x.edu তে আসবে তা যেন @y.edu তে ফরোয়ার্ড করা হয়। তা সাপোর্টের লোক ওয়েস্ট কোস্টে ৫ টা বাজতেই বলেছে আজ চল্লুম আবার সোমবার দেখা যাবে। মনে রাখবেন আমরা সামান্য সরকারী চাকুরে আর গুগুল হল বিগ জি।

    তা ইনোভেশন, খাটা খাটনি ও ভবিষ্যতের কাউকুমের এই চেহারা দেখে আমি আতঙ্কিত, বিপ্লব বাবু শুনছেন।
  • Arpan | 122.252.231.10 | ২৩ এপ্রিল ২০১১ ১১:০৫471259
  • এ: এর থেকে আমাদের কাজটা দিতে ২৪X৭ খেটে তুলে দিতাম। হাই উৎপাদনশীল কোংপানির মালিক শ্রমিক ইনোভেশন ফেলে পাতি মাইগ্রেশনের কাজ করবে কেন ফাগোল?
  • dukhe | 117.194.242.239 | ২৩ এপ্রিল ২০১১ ১৪:১৮471260
  • গুগলে সোসন নাই তাহলে ।
  • aka | 24.42.203.194 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৫৩471261
  • নাই কে বললে ম্যাঞ্জাররে হুড়ো দিলেই হয়। এসব বলার পরে উহার ম্যাঞ্জারকে একটি ইমেল লিখিতে হইল। তারপর দেখি একজনের জায়গায় দুইজনে আসি গিলা। মানে সমস্ত গল্পে যেরকম হয় আর কি। অনসাইট-অফশোরেও যা গুগুলেও তাই।
  • dukhe | 117.194.239.173 | ২৩ এপ্রিল ২০১১ ২২:৫৪471262
  • হায়, সবই তাহলে সমান ।
    সুখ স্বপনে, শান্তি শ্মশানে ।
  • Biplab Pal | 72.81.226.222 | ২৫ এপ্রিল ২০১১ ০৮:৪৫471263
  • তা ইনোভেশন, খাটা খাটনি ও ভবিষ্যতের কাউকুমের এই চেহারা দেখে আমি আতঙ্কিত, বিপ্লব বাবু শুনছেন।

    ***********

    আসল গল্পটা সমাজের বিবর্তনের। মার্ক্সবাদ ও একটা বিবর্তনের গল্প।

    মানব বিবর্তন শিখিয়েছে
    . সেই সিস্টেম টেকে যাদের উৎপাদন শক্তি বেশী ২) যারা আবিস্কার করতে পারে ৩) যারা পরিবর্তিত পরিস্থিতিতে আবিস্কার করে নিজেদের নিরাপত্তা বাড়াতে সক্ষম।

    মানব বিবর্তনের প্রশ্নে পাথুরে টুল থেকে আগুন জ্বালানো-যতটা গুরুত্ব পূর্ন-সেই সময় সম বন্টন ছিল না কারুর ওপর অন্যায় ছিল-সেটা বিবেচ্য না। কারন আবিস্কারগুলোর ওপর ভিত্তি করেই সমাজ বদলেছে-আজ বদলাচ্ছে আরো দ্রুত। ফেসবুল যতটা তাই মানব সমাজের বিবর্তন আনতে সক্ষম-বলশেভিক বিপ্লব সমাজের কিছু বদলাতে অক্ষম। তা মানুষ মারার গৃহযুদ্ধ বলেই আজকের ইতিহাসে স্বীকৃত।
  • pip | 72.83.97.171 | ২৫ এপ্রিল ২০১১ ০৯:৪৫471264
  • ফেসবুক কী কী বিবর্তন আনতে সক্ষম হল ?
  • Biplab Pal | 63.118.38.200 | ২৫ এপ্রিল ২০১১ ২০:১৩471265
  • ফেসবুক কী কী বিবর্তন আনতে সক্ষম হল ?
    ***********************
    ওবামার উত্থান থেকে আরবদেশের সব বিপ্লবের পেছনে ফেসবুকের ভূমিকা বিরাট। বলশেভিক বিপ্লব না ফেসবুক যে টুল দিচ্ছে-সেটাই আরবে সমাজ বিপ্লব ঘটাচ্ছে। আগুন, ধাতুর অস্ত্রর মতন ফেসবুক ও একটা টুল। সেই টুলই সমাজকে বদলায়।
  • pi | 72.83.97.171 | ২৫ এপ্রিল ২০১১ ২০:২৪471267
  • এটা তো একটা মিডিয়ার মত ই। যে কেউ ই ব্যবহার করতে পারেন।

    টি পার্টির রমরমাতেও এই ফেসবুক 'টুল'টি ওবামার উত্থানের থেকে কিছু কম সাহায্য করেনি।:)
  • pi | 72.83.97.171 | ২৫ এপ্রিল ২০১১ ২১:০৮471268
  • আর, আরো একটি বেসিক প্রশ্ন।
    আপনার প্রতিটি শ্রমিকের কাছে এই টুল টি পৌঁছানো, সেইটি কোনোরকম 'বিপ্লব' বিনে কোন ম্যাজিকে হবে ? :)

  • Gobardhan | 166.205.137.83 | ২৫ এপ্রিল ২০১১ ২১:৩৫471269
  • BiplabPalerlekhajatopori, aaschorjohoi.

    etobojheetojaane,
    athachokonogarbonei

    aabaar, jaajaanetaajebhuljaane
    taarjonnyekonolajja-onei

    adbhutbegunimaanush
  • Biplab Pal | 63.118.38.200 | ২৬ এপ্রিল ২০১১ ০৩:২৬471270
  • আর, আরো একটি বেসিক প্রশ্ন।
    আপনার প্রতিটি শ্রমিকের কাছে এই টুল টি পৌঁছানো, সেইটি কোনোরকম 'বিপ্লব' বিনে কোন ম্যাজিকে হবে ?

    ***************
    আগুন আবিস্কার সবার কাছে পৌছল কি করে?
    ভারতে ৭০% এর কাছে মোবাইল গেল কি করে? ৫ বছরের মধ্যে সব মোবাইল ই স্মার্ট মোবাইল হবে।
    ১০ বছরের মধ্যে ভারতের ৬০% বেশী লোকের কাছে ফেসবুক যাবে।

    আমেরিকা বা যেকোন উন্নত দেশে কোন শ্রমিক ফেসবুক ব্যাবহার করছে না?

    ৫-১০ বছর সামনে তাকান। বিপ্লব জোর করে লোক মেরে চাপাতে হয়-প্রযুক্তি লোকে ব্যাবহার করে নিজের দরকারে। নইলে পিছিয়ে পড়বে।

    এখন বলবেন তাহলে ভারতের ৩০% এর কাছে এখনো শিক্ষা এবং বিদ্যুত গেল না কেন? ওগুলো রাষ্ট্রর কব্জা থেকে বার করে বাজারের হাতে ছেড়ে দিন-যেমন মোবাইল সবার হাতে গেছে-বিদ্যুত ও সবার বাড়ি যাবে।
  • lcm | 128.48.121.147 | ২৬ এপ্রিল ২০১১ ০৫:২৬471271
  • এই ত্তো, "বাজারের হাতে ছেড়ে দিন' - থিওরি এসে গেছে! আর চিন্তা নেই। আপনি এবার 'কাউন্সিল কমুনিজম' ব্যাপারটাকেও বাজারের হাতে ছেড়ে দিন। বা, মোবাইলের লাইনে একটা ওয়ারলেস কমুনিজম... গোছের কিছু একটা...

    এবার, নিশ্চিন্ত। একটু রিল্যাক্স।
  • aka | 24.42.203.194 | ২৬ এপ্রিল ২০১১ ০৫:২৯471272
  • সবই ঠিক আছে কিন্তু এর সাথে কাউকমের মিল ততটুকুই যতটুকু জিলিপ আর ডোনাটসের মিল। আপনি যা বলছেন একেবারে ডানদিকে ঝুঁকে থাকা লোকজন তাই বলে লেসে ফেয়ার। আগেই বলেছিলাম কাউকম নামটাতেই একটু আপত্তি নইলে সব ঠিকই আছে।
  • Biplab Pal | 72.81.226.222 | ২৬ এপ্রিল ২০১১ ০৬:১২471273
  • এই ত্তো, "বাজারের হাতে ছেড়ে দিন' - থিওরি এসে গেছে! আর চিন্তা নেই। আপনি এবার 'কাউন্সিল কমুনিজম' ব্যাপারটাকেও বাজারের হাতে ছেড়ে দিন। বা, মোবাইলের লাইনে একটা ওয়ারলেস কমুনিজম ... গোছের কিছু একটা ...

    ************
    যা বাবা, বাজার না থাকলে উৎকৃষ্ট উৎপাদন সিস্টেমের নির্বাচন টা হবে কি করে? আর নির্বাচন না থাকলে ফ্যাসিজম হয়- বিবর্তন হয় না।

    আমি আগেও উদাহরন দিয়েছি-আমেরিকার থেকে আড়াইগুন ভাল বিজ্ঞানী বানিয়ে এবং আড়াইগুন বাজেট করেও আমেরিকার আবিস্কারের বিজয় রথ সোভীয়েট থামাতে পারে নি। চীন সেটা থেকে শিক্ষা নিয়ে বাজারকে কাজে লাগিয়েই দারিদ্র দূর করছে আর এগোচ্ছে।

    বাজারে এত এলার্জি কেন ?

    বিবর্তন মানে না দুই শ্রেনীর মোল্লা- ধার্মিক আর কমিনিউস্ট। বাজারকে কাজে লাগিয়েই কাউকম আসবে। বিপ্লবের স্বপ্ন অলীক কল্পনা।
  • pi | 128.231.22.150 | ২৬ এপ্রিল ২০১১ ০৬:১৩471274
  • ও:, তালে চীন হল মডেল ?
  • aka | 24.42.203.194 | ২৬ এপ্রিল ২০১১ ০৬:৩০471275
  • না মনে হয় বাজারে আপত্তি নেই, বাজারকে কাউকম বলায় আপত্তি। ডান দিককে বাম দিক বললে গুলিয়ে তো যাবেই।
  • lcm | 69.236.160.167 | ২৬ এপ্রিল ২০১১ ০৭:১৬471276
  • বেশ।
    বাজারের হাত ধরে এক বিশেষ ধরনের কমুনিজ্‌ম আসবে - যার নাম - কাউন্সিল কমুনিজ্‌ম - সংক্ষেপে, কাউকম।

    কথা হল,
    ১) কাউকম কি এসে গেছে? যদি, না এসে থাকে তবে কবে নাগাদ এসে পৌঁছচ্ছে?
    ২) কোনো স্যাম্পেল আছে যেখানে কাউকম জাঁকিয়ে বসেছে এবং রমরমিয়ে চলছে? (অন্য গ্রহ হলেও চলবে)
    ৩) গুগল আর ফেসবুক কি কাউকম-এর ইমপ্লিমেন্টেশনের উদাহারণ?
  • Biplab Pal | 72.81.226.222 | ২৬ এপ্রিল ২০১১ ০৭:৩৬471278
  • ১) কাউকম কি এসে গেছে? যদি, না এসে থাকে তবে কবে নাগাদ এসে পৌঁছচ্ছে?
    ২) কোনো স্যাম্পেল আছে যেখানে কাউকম জাঁকিয়ে বসেছে এবং রমরমিয়ে চলছে? (অন্য গ্রহ হলেও চলবে)
    ৩) গুগল আর ফেসবুক কি কাউকম-এর ইমপ্লিমেন্টেশনের উদাহারণ?

    ******************
    গোটা লেখাটা এবং আলোচনাতে এই পয়েন্টগুলো একাধিকাব এসেছে। দ করে পড়ে নিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন