এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস তিনদিন

    pokabu
    নাটক | ২৩ নভেম্বর ২০১১ | ২৫২৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.76.29 | ২৪ নভেম্বর ২০১১ ১১:৪৯501480
  • সৈকতদা, বর্তমানে কিন্তু বর্তমানে এরকম বেশ কিছু লেখা দেখেছি।
    'পরিবর্তন' বলবো কিনা জানিনা। মাঝে মাঝে মনে হয়, ওদের কিছুটা অ্যাণ্টি এস্টাব্লিশমেন্ট ক্যারেকটার আছে, যেটা অপরিবর্তিত।
  • saikat | 202.54.74.119 | ২৪ নভেম্বর ২০১১ ১১:৫২501481
  • আরে জানি জানি। যারা ভগবান ছাড়া কাউকে ভয় পায় না, তারা কি ডরায় কভু সিপিএম ও তৃণকে ? :-)
  • maximin | 59.93.216.244 | ২৪ নভেম্বর ২০১১ ১১:৫৭501482
  • কিন্তু পাই রন্তিদেবের লেখাটা গান্ধীবাদী কিন্তু।
  • quark | 14.139.199.1 | ২৪ নভেম্বর ২০১১ ১১:৫৮501483
  • মহাজ্ঞানী মহাজন যে পথে ক'রে গমন .... ইত্যাদি, ইত্যাদি

    দিদি তাহলে সিধু-বুধু দু'জনের কাছ থেকেই কিছু কিছু নিয়েছেন বলে মনে হচ্ছে।
  • maximin | 59.93.216.244 | ২৪ নভেম্বর ২০১১ ১২:০৩501484
  • যারা কথায় কথায় জার্নালিস্টদের দোষারোপ করেন (বাজারি, কেনা গোলাম, দালাল ইত্যাদি বলেন) তারা নিজেরা ফ্রী জার্নালিজমের কী সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। দেখলেও ভালো লাগে।
  • maximin | 59.93.216.244 | ২৪ নভেম্বর ২০১১ ১২:০৪501485
  • গুচতে ব্যাপারটা খুব বেশিই দেখছি।
  • dd | 124.247.203.12 | ২৪ নভেম্বর ২০১১ ১২:১৪501486
  • না:। বর্তমান তাদের পজিসন চেঞ্জ করেছেন নিছকই বিবেকের তাড়নায় - এটা মনে করি না। নিতান্ত বায়াসড কাগজ ছিলো চিরদিন, প্র্যাক্টিক্যালি তৃনমুলের মুখপাত্র। যেমতি আজকাল হলো সিপিএমের। এর আগে সত্যযুগ ছিলো ছিলো ও রকম - টিঁকলো না।

    এটা সারভাইভালের ব্যাপার, নীতি ফিতির অনেক উর্দ্ধে। প্রতিদিন আর বর্তমান - দুটোই একই সাথে টিঁকতে পারে না। এই গু চতেই বহু লোকে বর্তমান আর পড়তো না, টেকনিক্যাল কারন ছাড়াও। কেনো না একপক্ষের মতামতটা তো প্রতিদিন পড়েই জানা হয়ে গ্যাছে।

    আমার থিওরী।

  • ppn | 202.91.136.71 | ২৪ নভেম্বর ২০১১ ১২:২০501487
  • ডিডিকে ক।
  • q | 121.241.218.132 | ২৪ নভেম্বর ২০১১ ১২:২৫501488
  • তাহলে প্রতিদিন আর বর্তমানের মধ্যে লোকে আগে প্রতিদিন পড়তো কেন? উল্টোটাও তো হতে পারতো। হয়নি কেন?
  • ppn | 202.91.136.71 | ২৪ নভেম্বর ২০১১ ১২:২৭501490
  • ২০০৬-০৭ এর আগে পোতিদিন দুদুভাতু ছিল।
  • Bratin | 122.248.183.1 | ২৪ নভেম্বর ২০১১ ১২:২৯501491
  • ডি ডি দার সাথে অনেক টা একমত হয়েও আরো একট কথা বলতে চাই।

    বর্তমান কিন্তু একেবারে প্রথম থেকেই বাম -বিরোধী। সেটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার আগে থেকেই। তবে বাম বিরোধী মতবাদ গঠনে এর ভূমিকা অনাস্বীকার্য্য।
  • quark | 14.139.199.1 | ২৪ নভেম্বর ২০১১ ১২:৩০501492
  • হুম! জাগো বাংলা ও প্রতিদিন বনাম গণশক্তি ও আজকাল
  • ppn | 202.91.136.71 | ২৪ নভেম্বর ২০১১ ১২:৩২501493
  • কিন্তু তারও আগে বরুণ সেনগুপ্ত জরুরি অবস্থার সময় জেলে গিয়েছিলেন। সেটাও মাথায় রাখতে হবে।
  • PM | 86.96.228.84 | ২৪ নভেম্বর ২০১১ ১২:৪২501494
  • বর্তমান এত বছরের dedicated service" এর মুল্য পায় নি। কাল কা যোগী প্রতিদিন ক্ষির খেয়ে চলে যাচ্ছে .... রাগ হবে না? আমাদের পাড়ায় নব্য তৃনমুলী-রা একটা তৃনমুল পন্থী ক্লাব-এ আদি তৃনমুলী-দের প্রবেশ বন্ধ করে দিয়েছে। পুরনো তৃনমুলী-রা যারা খারাপ সময়ে দলের হয়ে কাজ করেছিলেন তারা বসে গেছে। বর্তমান-প্রতিদিন লড়াই টা ঐ পাড়ার লড়াই-টারি আরেকটা রূপ।

    কিন্তু মমতা কেনো এরকম-ভাবে প্রতিদিন পন্থী হয়ে গেলেন শেষ ৩-৪ বছর.... এত দিনের সাথী বর্তমান-কে ছেড়ে? একটা তথ্য দিচ্ছি। দেখুন এটা এই anomaly টা-কে ব্যাখ্যা করতে কোনো ভাবে সাহায্য করে কিনা-

    শুধু হলদিয়া পোর্ট দিয়ে বসু বাবু গত বছর ১৫০০ কোটি টাকার লৌহ আকরিক রপ্তানী করেছেন। বাকি ব্যবসা আর বাকি পোর্ট এর খবর আমার কাছে নেই।
  • dd | 124.247.203.12 | ২৪ নভেম্বর ২০১১ ১২:৫৬501495
  • না:।
    বসুবাবুর লোহা কি কাঁচকলা বেচে যতই ট্যাকা পান আর তাকে মমতা তাকে যতই প্রেফার করুন, রীডারশিপ কি তাতে আর কেনা যায়?

    বর্তমান ,সেই ট্যাগ লাইন থেকে শুরু করে বড্ডোবেশী মফ:স্বলী ও গ্রাম্য,(যেমন খুসী মানে করুন এটার)। তাদের বিক্রীও নগরের বাইরেই বেশী হতো। এটা আমার জানা তথ্য কিন্তু কোনো লিং নেই। মমতা ও রামকৃষ্ণ - এই মাত্র দুটই তাদের সেলিং প্ল্যাটফর্ম ছিলো।

    তুলনায় প্রতিদিন অনেক স্টার সমৃদ্ধ। দেখুন না ই প্রতিদিন। জয়, চোন্দিল, নৃসিংহ, ঋতুপর্নো ..... । বর্তমান চেষ্টাও করে নি স্টার ধরতে বা চেনা পলিটিক্সের বাইরে যেতে পারে নি। বিজ্ঞাপন্‌খুব কম পেতো জেমন নবকল্লোল প্তো না। পলিটিক্যাল কারনে নয়, রীডারশিপের প্রোফাইলের জন্য।

    আরে, দিনের শেষে, মিডিয়া তো একটা ব্যবসাই। সেটাতে তো সাকসেসফুল হতেই হবে।

    ইয়েস। আজ আমার বিশেষ কাজ নেই।
  • siki | 123.242.248.130 | ২৪ নভেম্বর ২০১১ ১৩:০১501496
  • জ্জিও!

    বর্তমান, ২০০৬-০৭ পর্যন্ত একরকমের প্রোফাইল ছিল। হয় তো এখনও আছে। সাপ্তাহিক বর্তমানের রিডারশিপ কিন্তু দেশ পত্রিকার থেকে বেশি, আমাকে আনন্দবাজারের লোকই বলেছিল। হে মহাজীবন, অমৃতকথা (আমার মেয়ের গানের দিদিমণির বাড়িতে নেয়, আমি প্রতি সপ্তাহের প্রচ্ছদকাহিনিগুলো দেখে আসি), হনুমান পূজা পালনের উপচারসমূহ, ত্রৈলঙ্গস্বামীর সদ্য আবিষ্কৃত ঐশ্বরিক শক্তির কথা, এইসবই ছিল বর্তমানের মূল ইউএসপি। পলিটিকাল স্টান্স একটা চিরদিনই ছিল, কিন্তু সেটা তেমন ফোরফ্রন্টে ছিল না, মানে কাগজ বিক্রির ফ্যাক্টর হিসেবে ছিল না।

    এই বাজারে বর্তমান তার স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। লোকে সামহাউ হনুমান আর ত্রৈলঙ্গস্বামীর বদলে মমতা আর মহাশ্বেতা বেশি খাচ্ছে।

    দিনের শেষে বাজার সত্য, তাহার উপরে নাই।
  • dukhe | 122.160.114.85 | ২৪ নভেম্বর ২০১১ ১৩:১০501497
  • dd স্যার, পোতিদিনের কাগজের লোকেরা শুনেছি রোববারের টিমকে পছন্দ করে না ।
    রোববারের রিডারশিপ আর পোতিদিনের রিডারশিপ আলাদা ।
  • dd | 124.247.203.12 | ২৪ নভেম্বর ২০১১ ১৩:১৯501498
  • @ দুখে স্যার।
    ওম্নি হয়, প্রথমে প্রথমে। কে ল্যাজ কে মাথা টের পাওয়া যায় না। ই রোব্বার না প্রতিদিনের প্রতিদিন?

    বছর পঁচিশ আগে এম জে আকবর এগজ্যাক্টলি ঐ ভাবে টেলেগ্রাফ বার করেছিলেন। সংগে প্রতি রোব্বার সান্ডে টেলেগ্রাফ ফ্রী। একটা দুই ফর্মার রং চংএ ম্যাগাজিন। স্টেটসম্যান তো কিনতেই হবে, ওটা ধ্রুব সত্য,কিন্তু রোব্বারে টেলেগ্রাফ চাই। লোকে বলতো ব্যাটা নিউসপেপার বার করতে গিয়ে ম্যাগাজিন বার করলো। হা হা হা।

    ঐ ভাবে শুরু হলো। স্টেটসম্যানের ক্ষী দেমাক। পাত্তাও দেয় না।

    তারপরে টেরও পেলো না কখন মুন্ডু ভুঁয়ে লুটালো।
  • aka | 75.76.118.96 | ২৪ নভেম্বর ২০১১ ১৩:২৩501499
  • ডিডিদার বাংলার প্রিন্টেড মিডিয়া ল্যান্ডস্কেপিংটা কাগুজে গুরু কাজে লাগালে পারে। নাও পারে।
  • PM | 86.96.228.84 | ২৪ নভেম্বর ২০১১ ১৩:২৫501501
  • dd ঠিক-ই বলেছেন,..... স্টার সমৃদ্ধ। আমি বসুবাবুর বিবহবষিকি উপলক্ষে ছাপা একটা ঢাউস ছাপা বই ওনার বাড়িতে দেখেছি। তাতে হেনো celibrity নেই যার ছবি, সই সহ শুভেচ্ছা পত্র ছাপা নেই। সব বড় রাজনীতিবিদ আর সিনেমা/স্পোর্‌ট্‌স স্তারেরা আছেন সেখানাতে।আর তার গদগদ ভাষা শুনলে ঘাবরে যাবেন।

    যে প্রসাদ দিয়ে ওদের ওখানে লেখান হয়েছিল সেই এক-ই প্রসাদ দিয়ে প্রতিদিন-এ লেখানো-তে তো কোনো সমস্যা নেই।

    আমি টাকার অংক দিয়ে বোঝাতে চাইছিলাম যে প্রতিদিন মালিকের কাছে প্রফিট সেন্টার নয়। ওটা আদতে কস্ট সেন্টার।

    জানেন নিশ্চই জে বোসু বাবু এখন দিদির রাজ্য সভার সদস্য।এত লোক থাকতে দিদি ওনাকে মনোনিত করলেন কেনো? বিরোধি আন্দোলন-কে তুঙ্গে নিয়ে যেতে যে বিরাট ফান্ড দর্কার ছিল তাতে কি ওনার ভুমিকা ছিল না কিছু?
  • dd | 124.247.203.12 | ২৪ নভেম্বর ২০১১ ১৩:৩৯501502
  • আরে ট্যাকা তো চাই। সকলেরই।
    জোড়াসাঁকোতে ভালো আপ্যায়ণ হয় নি বলে ভক্ত রাগারাগি করে উঠে যেতে চাইলে ঠাকুর কইলেন "রোখ করিস নে। গাড়ী ভাড়া দিবে কে?"

    ট্যাকা তো সবারই লাগে। ধর্ম ও জিরাফে। ব্রিগেডে এইসব মহতী জনসভা করতে নাকি দশ বারো কোটি টাকা লাগে ডাইরেক্টলি। সে দেবে কে? জনগন? না, জনগন মিছিলে হেঁটে যাবে কিন্তু টাকা দেয় না। বরং ফ্রীতে রুটি গুড় চায়।

    তবে বসু বাবুর কাছে তার কাগজ একটি সখের ঘুড়ি উড়ানও হতে পারে। সেটা অন্য কথা। কিন্তু মিডিয়ার দৌড়ে বড্ডো নেশা। জানি না তিনি কতোটা পরমহংস থাকবেন? "ব্যাস হয়েছে, আর নাপিয়ে লাভ নেই' বলে তৃপ্তির ঢেঁকুর তুলে ঘুমিয়ে পরবেন।
  • w | 61.12.12.84 | ২৪ নভেম্বর ২০১১ ১৪:১১501503
  • পোদো কে?
  • dd | 124.247.203.12 | ২৪ নভেম্বর ২০১১ ১৪:১৪501504
  • পোদো= পদ্মলোচন। উনার নীতিশিক্ষায় এই নাম উচ্চারিত হত।

    ঠাকুর কইতেন "ওরে পোদো, আম খেতে এইচিস। আম খে' যা। কার বাগান, কি আম এইসব জেনে কি করবি?'
  • w | 61.12.12.84 | ২৪ নভেম্বর ২০১১ ১৪:১৫501505
  • অ:
  • q | 121.241.218.132 | ২৪ নভেম্বর ২০১১ ১৪:১৭501506
  • বসুবাবুর প্রফিট সেন্টারটা কত বড় (এবং কী) যে তিনি প্রতিদিন এবং মোহনবাগানের মত দুটো কস্ট সেন্টার চালান?
  • PM | 86.96.228.84 | ২৪ নভেম্বর ২০১১ ১৪:২০501507
  • যতো-টা জানি আগের পোস্ট-এ লিখেছি। তার থেকে বেশী জানি না
  • am admi | 117.254.243.165 | ২৪ নভেম্বর ২০১১ ১৪:২৪501508
  • বর্তমান নিজেকে পরিবর্তন করেছে একথা ঠিক।
    তার ফলও পেয়েছে হাতে নাতে - এখন বর্তমানের গ্রাহকসংখ্যা ৫ লক্ষের অনেক ওপরে।

    গত সপ্তাহেও আমার এক বন্ধু প্রতিদিন ছেড়ে বর্তমান রাখতে শুরু করল। এরকম মানুষের সংখ্যা প্রচুর।
    কারন জিজ্ঞেস করতে বন্ধু বলল –“প্রতিদিনটা আর পড়া যাচ্ছে না। শুধু রোববার টার জন্য রবিবার রবিবার নেব।”

    ডিডিদার ঐ প্রতিদিন-বর্তমানের রেষারেষির থিওরিকে সমর্থন জানালুম।

    কবীর সুমন ভোটের আগে যাদবপুর ইউনিভার্সিটির এক প্রোগ্রামে গিয়ে দৈনিক স্টেটসম্যান পড়তে সরাসরি অনুরোধ জানিয়েছিলেন। কারন হিসেবে বলেছিলেন সেখানেই জঙ্গলমহলের প্রকৃত অবস্থা তুলে ধরা হচ্ছে।
    কিছুদিন আগে ওনার ওয়েবসাইটে ঠিক একই কথা বর্তমান সম্পর্কে বলা হয়েছে। এবং আমার যদি ভুল না হয়ে থাকে তবে রন্তিবাবুর লেখার কথা স্পেসিফিক্যালি বলা হয়েছে। (রন্তি বাবুর লেখার সঙ্গে বেশীভাগক্ষেত্রেই আমিও একমত)

    একটা কথা কেউ লক্ষ্য করছে না- যখনই কেউ রন্তিবাবু, সুমনের লাইনে কথা বলছে তখনই সে প্রভূত জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। ভোটের আগে দিদিও সেই লাইন নিয়েই জনপ্রিয়তা কুড়িয়েছেন। নয়ত মাওবাদী বলে কিছু নেই বলার কোন দরকার ছিল না। কি আছে আর কি নেই সেটা আম জনতা ভালই জানি।
    প্রতিদিনের জনপ্রিয়তা পাবার সময় তাদের লাইনটাও ঠিক এরকমই ছিল। পরে কবীর সুমনের বিদ্রোহের পর এবং পুরভোটের সময় থেকে পাল্টে যায়।

    আমার একটাই কথা- পরিষ্কার দেখা যাচ্ছে যে লাইনে কথা বললে বহু মানুষ শুনছেন, সমর্থন যোগাচ্ছেন, সেই লাইনে কথা বলতে সবার এত অনীহা কেন ? প্রতিদিন সরে গেছে, স্টেটসম্যান সরে গেছে, দিদিও সরে গেলেন, বর্তমানও যে কোন সময় পাল্টি খাবে। আজকের বর্তমানের শুভা দত্তের লেখাটা দেখুন – সেটা তারই পূর্ব প্‌র্‌স্‌তুতি।
    এখন যদি একটা তৃতীয় পক্ষ দাঁড়িয়ে এই লাইনে কথা বলতে শুরু করে তবে নিশ্চিত তারা জনপ্রিয়তা পাবে।

    “এই লাইন” বলতে গামছা পরে গুলি চালিয়ে বিপ্লব ঘটানোর কথা বলছি না, কর্পোরেটদের রাষ্ট্রসম্পদ দখলের জুজুর কথা বলছি। জানি এটা হয়ত জুজুবাদ, কিন্তু সবকিছু দেখে শুনে মনে হয় রাজনীতি যেন জুজুবাদেরই সাধনা। যে জুজুবাদ মানুষ খাচ্ছে সেটা নিয়ে রাজনীতি করতে অসুবিধা কোথায়। তৃতীয় পক্ষের কেউ খোলাখুলি গামছা বন্দুক বাদ দিয়ে রাজনৈতিক মঞ্চ থেকে এই জুজুবাদের কথা বলুক না। আমি অন্তত অকাতরে তাদের সমর্থন যোগাব।
  • q | 121.241.218.132 | ২৪ নভেম্বর ২০১১ ১৪:২৭501509
  • লেখাটা পড়তেই পারলাম না, আর সেটা নিয়ে এত লেখা পড়তে কেমন যেন লাগছে। ধুর, জয় গুরু বলে ক্লিক মেরেই আসি।
  • q | 121.241.218.132 | ২৪ নভেম্বর ২০১১ ১৪:৩৯501510
  • পড়লাম।

    মহাশ্বেতার চিঠিতে ওই একটা অল্প কনট্রাডিকশন ছাড়া ব্যাপারটা ক্লিয়ার মনে হল।

    রন্তিবাবুর সঙ্গে মোটের ওপর একমত।

    প্রশ্ন হল রোগের লক্ষণটা কতক্ষণ পর চোখে পড়বে? এর আগের দুবার বর্তমান খোলার পরেই ধরেছিলো।
  • siki | 123.242.248.130 | ২৪ নভেম্বর ২০১১ ১৪:৪৫501512
  • কিউয়ের মেলাইডি আছে? তা হলে মেল করে দিতে পারি পিডিএফ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন