এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস তিনদিন

    pokabu
    নাটক | ২৩ নভেম্বর ২০১১ | ২৪৯৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ppn | 112.133.206.18 | ২৬ নভেম্বর ২০১১ ২০:২১501178
  • গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করে অশ্বডিম্ব প্রসব হবে (মানে তাই হয়)। রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ, সেইখানে রাষ্ট্র আর কী তদন্ত করবে। হ্যাঁ, তবে রাজনৈতিক টানাফুড়েন থাকলে অন্য কথা। যেমন হয়েছে বেস্ট বেকারি বা ইশরাত জাহান কেস। এইখানেও তো তাও নাই।
  • a | 208.240.243.170 | ২৬ নভেম্বর ২০১১ ২০:৪৭501179
  • "রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্র আর কী তদন্ত করবে"
    এই জাতীয় তর্কের একটা সমস্যা জেনেরালি হল যে নিয়ম তথা আইনগুলিও রাষ্ট্রই বানিয়েছে এটা ভুলে যাওয়া।

    সেদিক থেকে দেখতে গেলে কেউই রাষ্ট্র-ধারণার বাইরে নয়।
  • a | 208.240.243.170 | ২৬ নভেম্বর ২০১১ ২০:৪৮501180
  • তবে অশ্বডিম্বের বিষয়ে আমি একমত :)
  • pi | 72.83.76.29 | ২৬ নভেম্বর ২০১১ ২১:১৭501182
  • আর শুভর থেকে আজাদি্‌নয়ে উত্তর পাইনি কিন্তু :)
  • pi | 72.83.76.29 | ২৬ নভেম্বর ২০১১ ২১:১৭501181
  • বিবিবাবু,
    আমি কি কোথাও বলেছি, খুব সহজেই বোঝা যাচ্ছে,এটা পরিকল্পিত হত্যা ? বরং বলেছি, এটা যে 'যুদ্ধ' করতে গিয়েই মৃত্যু সেটা সহজে বোঝা যাচ্ছে না। অন্য অনেক প্রশ্ন চলে আসছে।
    দুটো বক্তব্যের ফারাক আছে।

    এবার সেই প্রশ্নগুলো তোলা মানেই তার হত্যার রাজনীতিকে সমর্থন করতে হবে এও নয়।
    সেই রাজনীতি নিয়ে আপত্তি থাকলে যখন তারা অন্য রাজনীতির কথা, আলাপ আলোচনা, শান্তি প্রক্রিয়ার কথা বলছিলো, সেগুলো বলা যাবেনা, তাও নয়।
    আর সরকারের কাজ নিয়ে আপত্তি তোলা যাবেনা, তাও নয়। তাই না ?

    সরকারের কার্যকলাপ নিয়ে যা যা লিখেছিলাম, সেগুলো নিয়ে কিন্তু কারো দিক থেকে কোন আপত্তি শুনতে পেলাম না :)

    কান্তিবাবু,
    আমি এমন কথা কোথাও বলিনি যে মাওবাদীরা কেবল উন্নয়ন করার জন্য ওখানে ছিলেন, তাই আপনার প্রশ্নের কী উত্তর দেবো আর কেন দেবো, বুঝলাম না।
    ওখানের অনুন্নয়ন ও প্রচণ্ড এক্সপ্লয়টেশনের কারণে তাঁরা বেস তৈরি করতে পেরেছে, একথটা মানবেন তো ?
    ক'দিন আগে , আগের টইটাতে দেবাশিসবাবুর পোস্টগুলো দেখেছিলেন ?

    আর, এখন ঐ অঞ্চলের মানুষের ক্ষোভ কিন্তু শুধু অনুন্নয়ন নিয়েই নয়, পুলিশি অ্যাট্রোসিটিজ নিয়ে। এখন বলতে, এই লালগড় মুভবে্‌মন্টের শুরুই তাই নিয়ে। জনসাধারণের কমিটি টা তারই বিরুদ্ধে তৈরি হয়েছিল। তো, সেগুলোকে না কমিয়ে বহাল রাখা,বা বাড়িয়ে চলা ( উপরের পোস্টগুলো, বর্তমানের রন্তিদেব বাবুর লেখায় তার ভুরিভুরি উদা: আছে), সেগুলো অ্যাড্রেস না করে শান্তি কেমন করে আসবে, আর ক্ষমতাসীন দল এলাকাকে বিরোধীশূন্য করে শান্তি আনতে চাইলে ( যেটার বেশ কিছু নমুনাও উপরের পোস্টে দিয়েছিলাম), সেগুলো আপনাদের সত্যি আপত্তিকর লাগেনা?
    একটু ভেবে দেখে জানাবেন।
  • Shubha | 59.93.254.103 | ২৬ নভেম্বর ২০১১ ২১:১৯501183
  • ekta kotha bujhlaam na jodi maarbei tobe dhorbe keno dhorara aagei to mere debe noi ki? gurudas dasgupta blechen je 12 tar somoy dhore 4 te te mereche... tar mne kono eye witness aache na hole eto specific information deoya jaai na. tader ke samne aanche na keno? bolben je tader o mere debe... ta hole kono mamlaai darabe na.

    aar jodi dhorloi tobe maar be keno? jyanto dhora ta onek besi crediter chilo onek kichu promaan o hoye jeto hoyto.


    mini di avro load korechi kintu adbhut sob barnamala berochhe j-fola r-fola aasche na aabar kore dekhte hobe.
  • ppn | 112.133.206.18 | ২৬ নভেম্বর ২০১১ ২১:২৪501184
  • আমার মূল বক্তব্য ছিল যে এইক্ষেত্রে (বোল্ড এন আন্ডারলাইন) গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করানোর দাবি অথবা সেই তদন্তের সাপেক্ষে ক্লিন চিট দেওয়া এই দুটি ব্যপারই অসার। উভয়তই।

    আর পাঁচটা তদন্ত যেমন হাওলা কাণ্ড কি টেলিকম দুর্নীতির সাথে এর তফাৎ হল এইখানে যাঁরা বাদীপক্ষ তাঁরা রাষ্ট্র নামের কনসেপ্টটিকে আর্মড রেভোলিউশনের মাধ্যমে ওপড়াতে চান এবং বাদীপক্ষ হলেন খোদ রাষ্ট্র। অতএব উত্তরপত্রে কী বেরোবে সেটা তো জানা। উল্টোদিকে মাওবাদী যাঁরা তাঁরা ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে রাষ্ট্র বা তার প্রতিনিধিদের বিচার করবেন। সেই উত্তরটিও কিছুমাত্র শক্ত নয় আন্দাজ করা। হ্যাঁ, তফাৎ আছে বৈকি। রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তোলার পরিসর আছে এইমাত্র। ক্যাঙ্গারু কোর্টে তা নাই।

    এর বাইরেও আরেকটা জিনিস আছে। ঈশান যেইটা লিখেছে। "মনে হওয়া'। মানুষ মনে করেছে সিপিয়েম আরো নানা বদামির সাথে কঙ্কালকাণ্ডও ঘটিয়েছে। সিপিয়েম সরে গেছে। যেমন সত্তরের দশকের বদামির পরে কংগ্রেস তিন দশক ধরে রাজ্যে ক্ষমতায় আসতে পারেনি। যেমন শাইনিং ইন্ডিয়াকে লোকের মনে হয়েছিল তেমন শক্তপোক্ত কোন জিনিস না যা তাদের কোন কাজে লাগে। তো, লোকজনের (মানে সংখ্যাগরিষ্ঠ লোকজনের) কোন একটা বিষয়ে স্ট্রং কনভিকশন তৈরি হওয়া ফরেন্সিক রিপোর্ট বা বিশেষজ্ঞের মতামতের উপর নির্ভর করে না। ভোটের বাক্সে তার প্রভাবও পড়ে। কিন্তু, কমরেড, ভুললে চলবে না, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই সেই ক্ষমতার প্রয়োগ করা যায়। কোন ডিক্টেটোরিয়াল ব্যবস্থায় সেটি সম্ভব নয়। :)
  • maximin | 59.93.193.150 | ২৬ নভেম্বর ২০১১ ২১:৩৪501185
  • শুভ
    সন্ধ্যা =sondhya
    রুঢ় =ruRho
    মৃদু =mrridu (দুটো ছোট r দ্রুতবেগে)
    স শ ষ =s, sh, Sh
  • pi | 72.83.76.29 | ২৬ নভেম্বর ২০১১ ২১:৩৫501186
  • শুভ, আপনি বাংলাপ্লেন ভারশনে গিয়ে লেখার চেষ্টা করে দেখলেন ?
  • maximin | 59.93.193.150 | ২৬ নভেম্বর ২০১১ ২১:৪২501188
  • যাঁরা বাদীপক্ষ তাঁরা রাষ্ট্র নামের কনসেপ্টটিকে আর্মড রেভোলিউশনের মাধ্যমে ওপড়াতে চান এবং বাদীপক্ষ হলেন খোদ রাষ্ট্র। রাষ্ট্র বলতে কী বোঝাচ্ছ? একটি ভোটে জিতে আসা পার্টি, যাকে আবার ভোট ফেস করতে হয়? (মাওবাদিদের সেটা একটা অ্যাডভান্টেজ, তারা জনমতের বাধ্য নয়।)
  • maximin | 59.93.193.150 | ২৬ নভেম্বর ২০১১ ২১:৪৩501190
  • প্পন কে বললাম।
  • bb | 117.195.187.88 | ২৬ নভেম্বর ২০১১ ২১:৪৩501189
  • @Shuba একটু কষ্টকরেই বাংলায় লেখাটা শিখে নিন। এই ইংরেজিতে বাংলা পড়াটা একটু কষ্টকর।
  • ppn | 112.133.206.18 | ২৬ নভেম্বর ২০১১ ২১:৫০501191
  • রাষ্ট্র মানে আমি থোড়াই জানি। এখন চাদ্দিকে রাষ্ট্রীয় সন্ত্রাস ইত্যাদি শুনে বুঝেছি সেইটি একটি দামড়াগোছের কিছু হবে। :)
  • kanti | 202.90.105.178 | ২৬ নভেম্বর ২০১১ ২২:৫০501192
  • পাইকে
    না, কোন গনতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী শূন্যতায়
    সেটা আর গনতান্ত্রিক থাকে না।কিন্তু বিরোধীরা যখন অস্ত্র হাতে তার প্রয়োগে উদ্যোগী হয় তখন সরকারের কি করা উচিত বলে মনে করেন?
  • bb | 117.195.187.88 | ২৬ নভেম্বর ২০১১ ২৩:৩৪501193
  • @Pi আমি হত্যার কথা আপনি বলেননি। হিল্লোল বাবুর লেখার পরিপ্রেক্ষিতে লিখছিলাম।
  • PT | 203.110.243.21 | ২৭ নভেম্বর ২০১১ ০০:২৯501194
  • রাষ্ট্র আর মাওবাদী নিয়ে অনেক আকচা-আকচি তো হল। আমি এট্টু কুতুহলি হয়ে পড়েছি আমাদের বুদ্ধিজীবিদের নিয়ে। এপিডিআর আর মাতঙ্গিনী তো যাহোক তবু কিছু চ্যাঁচামিচি করল। সেদিন প্রেস কনফারেন্সের পরে দিদির ধমক খেয়ে সবাই কি গর্তে সেঁধিয়ে গেলেন নাকি? প্রতুল-বিভাস-বোলান ইত্যাদি প্রভৃতি সব মৌনব্রত নিয়েছেন বোধ হচ্ছে!

    এই খবরটি তো আরও রোমহর্ষক: Days after calling the West Bengal government "fascist", Magsaysay Award winning writer-activist Mahasweta Devi Thursday said her remark was not targeted at Chief Minister Mamata Banerjee, who "can never be a fascist".

    "I did not call anybody fascist in particular...Mamata can never be a fascist. The 'chief minister' and the 'government' are not synonymous," Mahasweta Devi said.
    এতদিনের এই শ্রদ্ধেয় মানুষটিও কি শেষপর্যন্ত falling in line?

  • g | 59.164.98.209 | ২৭ নভেম্বর ২০১১ ০০:৩২501196
  • হুঁ হুঁ বাওয়া -

  • maximin | 59.93.193.150 | ২৭ নভেম্বর ২০১১ ০০:৪৪501197
  • খবরটা নতুন নয়। বর্তমান পত্রিকায় মহাশ্বেতা দেবীর লেখার লিঙ্ক দিয়েছিল কে যেন এই থ্রেডেই।
  • pi | 72.83.76.29 | ২৭ নভেম্বর ২০১১ ০১:০৬501199
  • পিটিদা বর্তমান থেকে পিছিয়ে পড়ছেন। মহাশ্বেতা দেবী খুব স্পষ্ট করে বলেছেন, পুরো ব্যাপারটা কী হয়েছে, ওঁর কী বক্তব্য ইত্যাদি।
    সেটা অন্যত্র কতটা কী জানানো হয়েছে, জানিনা।

    হ্যাঁ, এই থ্রেডেই লিঙ্কটা দিয়েছিল প্‌প্‌ন।
  • SC | 67.165.98.227 | ২৭ নভেম্বর ২০১১ ০৪:৩১501200
  • অপর্ণা সেনের বক্তব্য দেখলাম তারানন্দে।
    http://www.youtube.com/watch?v=SpRlCuKBf3o&feature=channel_video_title

    কি অসাধারণ সব লিপ অফ ফেথ।

  • Kamakhya Banerjee | 117.200.82.67 | ২৭ নভেম্বর ২০১১ ০৭:৪৭501201
  • খুব ম ন দিয়ে এই আলোচ নাগুলো প ড় লম। এত দিন প র আমারো এক্টু ক থ ক ইতে সাধ হ ল।
    এক, মমতা।
    মমতা সু-অভিনেত্রী। তিনি নিজেও তা জানেন। একাধারে লেখিকা কবি(ছড়াকার) শিল্পী(ছবি-আকিয়ে)অভিনেত্রী। রবীন্দ্রনাথের প র এ ব ঙ্গভূমে এই প্র থ ম । স ম্প্র তি সিনে প্রোগ্রামে দু আড়াই কোটি খরচ করে এবং রনি্‌জত মল্লিক থেকে প্রসেনি্‌জত ওদিকে ঋতুপন্নো থেকে অপন্না সবাইকে দিয়ে কাগজে ছাপ দেওয়া হয়েই গেছে। খুব শিগ্গির শ্রেষ্ঠ অভিনেত্রী পুরষ্কার পাচ্ছেন।
    দিল্লীতে জেমন দহরম তাতে ন্যাশনাল আওয়ার্ড পাওয়াও মোটামুটি হচ্ছেই।
    বাকি থাকল নোবেল। তা উনি চাইতেই পারেন। ওবামা জদি নোবেল পায়, আমাদের মমতা পাবে না কেন?

    দুই, মমতা ভার্সাস কিশেনজি।
    কিশেন জি বলেছিল, মমতাকে সে মুখ্যমন্ত্রী হিসেবে দেখ তে চায়। ভীষ্ম পিতামহ জেমন বলেছিল আমাকে বধ করতে চাও তো সি্‌শখন্ডিকে নিয়ে এসো। কতখানি দেশপ্রেম নাকি মমতাপ্রেম এবং আস্থা বুঝুন!

    তিন, কিশেন জি।
    আমার দু:খ হল এইজন্যে যে এইভাবেই সত্তরের যুগে একদল ছেলে মায়ের কোল খালি করে চলে গেছিল। তাদের যারা লেখাপড়া ছাড়িয়ে পালিয়ে বেড়াতে বাধ্য করেছিল, তাদের নিজেদের ছেলেমেয়েরা সেযুগেও ডাক্তারি ইনি্‌জনিয়ারিং পড়েছে, বিদেশে চলে গিয়ে উন্নত জীবন কাটিয়েছে।
    আর কিশেন জির মতো ছেলেগুলো পালিয়ে বেরিয়েছে, খুনী হত্যাকারী হিসেবে অভিশাপ কুড়িয়েছে। বারবার ব্যবহার হয়েছে সাদা কাপড় পরা রাজনীতির লোকদের দ্বারা ।
    সে সাদা কাপড়গুলো কংগ্রেস বিজেপি সিপিএম ত্রিণমুল সবাই। এমনকি নীতিশ কুমারের দলও।
    কিশেনজিরা সাধারণ মানুষ মেরে এই লোকগুলোকে শিক্ষা দিতে চেয়েছে। তা না করে এই সাদা কাপড়ের লোকগুলোকে মারতে পারলে বুঝতাম । আমি সেদিন সত্যিই কিশেনজিকে বীরের সম্মান দিতাম।
  • PT | 203.110.243.21 | ২৭ নভেম্বর ২০১১ ১০:৩৯501202
  • @pi
    আমি পিছিয়ে পড়লাম কিনা সেটা ইস্যু নয়। আগে বুদ্ধিজীবিদের বাক্যবিন্যাস মেঘ না চাইতেই জলের মত সারাক্ষনই চ্যানেলে চ্যানেলে বা কাগজের পাতায় পাওয়া যেত। এখন খুঁজতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর ধমকে কাজ হয়েছে মনে হচ্ছে। অপর্ণা সেন সুঅভিনেত্রী এবং স্ক্রিপ্টও ভালই লেখেন -সেটা আরেকবার প্রমাণিত হল। ""ওনাকে বঙ্গবিভুষণ দিয়েছি""- মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে মহাশ্বেতা কি বলেন জানার ইচ্ছে ছিল। বর্তমানের লেখা আর প্রতিদিনে ছাপানো মহাশ্বেতার চিঠি পড়ে আমার মনে হল যে তিনিও falling in line। ২১ তারিখে ফ্যাসিবাদি তত্ব - ""তোমাদের বাংলা গড়ে উঠবেই মমতার নেতৃত্বে"" - অযাচিত ভাবে মহাশ্বেতার কলম-নি:সৃত ২২ তারিখে - আবার ২৪ তারিখে পাল্টির সমর্থনে বর্তমানে লম্বা চিঠি? অন্তত: রাজনীতি বিষয়ক কথাবার্তা থেকে তো দূরে থাকতে পারেন মহাশ্বেতা, নিজের শেষ সম্মানজনক অবস্থানটুকু বাঁচিয়ে রাখার জন্য!!
  • PT | 203.110.246.230 | ২৭ নভেম্বর ২০১১ ১২:০২501204
  • প্রায় তিন দশক আগে নান্দীকারের একটা থিয়েটার দেখেছিলাম - নাম মনে পড়ছে না। এক সওদাগর তার ক্রীতদাসকে নিয়ে বহুদূরের পথে যাচ্ছে। এক মরুভুমির মাঝে প্রায় মৃতপ্রায় সওদাগরকে ক্রীতদাস তার নিজের জলের বোতল থেকে জল খাওয়াতে গেলে সওদাগর ভয় পেয়ে তাকে গুলি করে মারে। ব্রেখ্‌সটের নাটকে যেমন হয় - নাটকের শেষে বিচারক -যতদূর মনে পড়ছে -সওদাগরকে মুক্তি দেয় এই কারণে যে সওদাগর তার শ্রেণী চরিত্র অনুযায়ী ঠিক কাজই করেছে!!! (গল্পটা ঠিক বললাম? নাটকটা কেউ দেখে থাকলে শুধরে দেবেন)।
  • Suvajit | 120.56.228.52 | ২৭ নভেম্বর ২০১১ ১৪:২১501205
  • আজকালের সামারি। http://www.aajkaal.net/report.php?hidd_report_id=163225&show=21632259 মমতার যে ট্যাকটিস্ক অশোকবাবু ব্যখ্যা করেছেন তার সঙ্গে আমি অনেকটাই একমত। তার সঙ্গে জীবিত অবস্থায় না ধরার একটা অবশ্য কারণ যে জীবিত কিশনজির অবস্থায় বিচার হলে, বহু ডান-বাম নেতার সান্নিধ্য, যোগাযোগ, পরিকল্পনা সামনে চলে আসতে পারত। তার মধ্যে প্রাক্তন ও বর্তমান দুই মুখ্যমন্ত্রীরই থাকার সম্ভাবনা যথেষ্ট। তার থেকে এই ভাল। কেঁচো খুঁড়তে সাপ বের করতে আর কে চায়।
  • PM | 86.96.228.84 | ২৭ নভেম্বর ২০১১ ১৭:৪৬501206
  • হাঁ , প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেকে মারার "সুপারী" দিয়েছিলেন কীষেনজীকে, তাই তো তিনি হাল্বনীতে মাইন ফাটিয়েছিলেন।
  • PM | 86.96.228.84 | ২৭ নভেম্বর ২০১১ ১৭:৪৭501207
  • শালবনী
  • PT | 203.110.243.21 | ২৭ নভেম্বর ২০১১ ২৩:১৮501210
  • এক প্রকাশ্য জনসভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন যে তিনি কিষেণজীর মৃত্যুসংবাদ দিল্লীতে প্রেসের মাধ্যমে জেনেছেন......
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন