এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস তিনদিন

    pokabu
    নাটক | ২৩ নভেম্বর ২০১১ | ২৪৯৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.76.29 | ২৮ নভেম্বর ২০১১ ২০:১৭501245
  • :)
  • a | 208.240.243.170 | ২৮ নভেম্বর ২০১১ ২২:০৭501246
  • ইয়ে , আমি কিন্তু দুখেবাবু যা বলেছেন মূলত তাই বলতে চেয়েছিলাম।

    কিষেনজি একটা লোকমাত্র, উনি পার্সোনাল জীবনে কি করতেন আমি এক্কেবারে জানি না। তাই "কিষেনজির মত লোকেরা" বলতে একান্তই ওনার আদর্শে বিশ্বাসী লোকেদের কথা বলেছি।

    আর সত্যি বলতে আমি ওনাকে হিরো বলে ভাবি না, সুতরাং আমি মোশনের কোনোদিকেই নেই।

    আমার সিম্পুল কথা, মৌলিক অধিকার যেমন আমার জন্যে আছে, তেমনি ভারতের প্রতিটি নাগরিকের জন্যে আছে। সেটাকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়।
  • maximin | 59.93.166.180 | ২৮ নভেম্বর ২০১১ ২২:৪৯501247
  • সাধারণ মানুষের অধিকার নিয়ে আমরা কে কবে ভাবি? যারা বলে ভাবিনা বলে লজ্জা পাইসি তারা মিথ্যা বলে। আজ এত কথার ঝড় উঠেছে কেন? একজন হিরোকে অন্যায় যুদ্ধে মেরে ফেলা হয়েছে বলেই না! নইলে আর কী? মানুষ মরণশীল।
  • ranjan roy | 115.118.213.88 | ২৮ নভেম্বর ২০১১ ২২:৫২501249
  • কিঞ্চিৎ লাউড থিংকিং:
    কেউ কিছু ব্যক্তির চোখে হিরো কখন হয়? যখন তিনি সেই ব্যক্তি বা সমূহের আবেগের জায়গাটা কোন কারণে ছুঁতে পারেন। তিনি অমিতাভ বচ্চন হোন বা কিষেণজি। তখন তিনি আমাদের আবেগের ডানায় ভর করে লার্জার দ্যান লাইফ হয়ে যান, আস্তে আস্তে আকাশ ছুঁয়ে ফেলেন।
    আমরা যারা ছা-পোষা বাঁধাধরা জীবন যাপন করি তাদের মধ্যে আমার মত অনেকে একটু একটু আত্মগ্লানিতে ভোগে। আমরা কি স্বার্থপর!
    ফলে আমাদের আকর্ষণ থাকে সর্বত্যাগী সন্ন্যাসী ও বিপ্লবীদের প্রতি। তাঁদের আদর্শ বা ক্রীডের সঙ্গে আমাদের মন সায় না দিলেও।
    তাঁরা তো সাধারণ সুখ-সুবিধে ত্যাগ করেছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন। যা করছেন , সুনাম-বদনাম যাই কুড়োচ্ছেন, সবই দেশের জন্যে, বা কোন শ্রেণীর জন্যে বা কোন কম্যুনিটির জন্যে।
    কিন্তু একটা কথা। তাঁরা নিজেরা যদি ত্যাগ করেছেন মনে করতেন, তাহলে সেটা ক্ষণস্থায়ী হত। দীর্ঘ সময় , একটা গোটা জীবন টানতে পারতেন না। কিছুদিন পরে ফিরে আসতেন অভ্যস্ত আটপৌরে জীবনে। ( কারো কারো ফিরে আসার পথ বন্ধ হয়ে যায়, সেটা ব্যতিক্রমী।)
    আসলে তাঁদেরও আবেগ আছে। তাঁরা, ( স্বামী বিবেকানন্দ হোন বা হো-চি মিন, কিংবা কিষেণজী), মনে করেন তাঁরা উন্নত শ্রেষ্ঠ জীবন যাপন করছেন। ফলে সন্ন্যাসী জীবন বা আন্ডারগ্রাউন্ড বিপ্লবী জীবন তাঁদের বিশেষ আনন্দ দেয়। তবেই তারা শক্তি পান এমন পথে চলতে --"" যে পথে যেতে হবে, সে পথে তুমি একা; নয়নে আঁধার রবে, ধেয়ানে আলোকরেখা।''

    এই পর্য্যন্ত বেশ ছিল। এখানে এসে হোঁচট খেলাম। মার্ক্স কথিত আপ্তবাক্য "" হিংসা সমাজ পরিবর্তনের ধাত্রী'' আমার প্রথম যৌবনে axiomatic ছিল।
    এখন নয়।
    অবশ্যই যাঁরা দেশ স্বাধীন করতে বা শাসন ব্যবস্থা বদলাতে হিংসার আশ্রয় নিয়েছেন তাঁরা বলবেন যে এটা নট বাই চয়েস, বাট বাই কম্পালসান। এর জন্যে দায়ী বিদেশি বা দেশি শাসককুল।ওরাই আমাকে বাধ্য করেছে হাতিয়ার তুলে নিতে।
    মনে করার কারণ আছে যে কিষেণজী এরকমই ভাবতেন। কিন্তু যখন নির্বিচরে বা সন্দেহের বশে,
    বা ব্রেখটের "" সমাধান'' নাটকের স্টাইলে( ওই সমাধান কখনই মেনে নিতে পারিনি,) সাধারণ মানুষের প্রাণ নেয়া হচ্ছে তখন মনটা বিষিয়ে যায়। তারপর দু:খ প্রকাশ, তারপর আবার পুনরাবৃত্তি। মনে হয়-- কোথাও কিছু একটা বেসিক ভুল হচ্ছে।
    আস্তে আস্তে এই "হয় মারো, নয় মর' ম্যাক্সিমের প্রতি বিতৃষ্ণা বাড়ে।
    তারপর মনে পড়ে কোলকাতার বড় বাজারের যে কোঠারী ব্রাদার্সদ্বয় বাবরি মসজিদ ভাঙার প্রথম বারের ব্যর্থ চেষ্টায়( যখন মূলায়ম সিং যাদব মন্ত্রী ছিলেন) পুলিশের গুলিতে মারা গেলেন তাঁরাও হিন্দিবলয়ে বিজেপি এবং সংঘ পরিবারের প্রচারে শহীদের মর্যাদায় বিভুষিত। আর ধরুন ইন্দিরা গান্ধীর হত্যাকারী- দেহরক্ষী সতবন্ত সিং-বেয়ন্ত সিং এর কথা। এঁরাও তো খালসা পন্থের চোখে শহীদ। বেয়ন্তের বিধবা বিমল খালসা সেই আবেগের জোরে গুরুদ্বারা প্রবন্ধক কমিটির নেতা হয়ে গেলেন।
    কোঠারীভাইয়েরা, দেহরক্ষী দুজন, এবং কিষেণজী-- এঁরা সবাই সচেতনভাবে নিজেদের জীবন দিয়ে নিজ নিজ বিশ্বাস ও পন্থের অনুসরণ করার মূল্য চুকিয়েছেন। এঁদের কারোরই কোন আলাদা ব্যক্তিগত এজেন্ডা ছিল না। একই ভাবে এঁরা কিছু লোকের চোখে সর্বত্যাগী হিরো বা নৃশংস খুনী বা ভ্যান্ডাল।
    কিন্তু প্রথম দুই গ্রুপের মৃত্যুতে আমার কোন দু:খ হয় নি, কিষেণজীর মৃত্যুতে একটু মন খারাপ লাগছে; কেন? তাহলে কি সব মৃত্যু সমান নয়? এটা শুধু কথার কথা?
    ভাবতে ভাবতে মনে হল আসলে প্রথম দুইগ্রুপের স্বপ্ন , যথাক্রমে হিন্দুরাষ্ট্র বা খালিস্তান আমার স্বপ্ন নয় কোনকালে।
    কিন্তু শ্রেণীহীন সাম্যভিত্তিক সমাজ ? হয়তো একদিন আমারো স্বপ্ন ছিল। আমি হরিদাস পাল পারিনি। কিষেণ ও পারলেন না। আজ মারা গেছেন বলে নয়, আমার হিসেবে বহুদিন তিনি ভুলপথের শরিক। ঠিক পথ কি, আমি জানিনা।
    তবু কোথাও এখনো একটুকরো স্বপ্ন বেঁচে আছে--
    আমি যদি নাও পারি আরো কেউ নিজ হাতে ধরে, নিয়ে যাবে এ জাহাজ আলোর বন্দরে।।
  • maximin | 59.93.166.180 | ২৮ নভেম্বর ২০১১ ২২:৫৪501248
  • এই পার্টিকুলার গ্রুপের আদর্শের লড়াইটি মোটেই ভারতের প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকারের লড়াই নয়। একটি অঞ্চলের মানুষের স্বায়ত্বশাসনের অধিকারের লড়াই।
  • pi | 72.83.76.29 | ২৯ নভেম্বর ২০১১ ০৩:৪৬501250
  • কেন বিচারবিভাগীয় তদন্ত দরকার, সে নিয়ে অনেকগুলো পয়েন্ট তোলা হয়েছে।
    http://www.bartamanpatrika.com/content/main1.htm
  • pi | 72.83.76.29 | ২৯ নভেম্বর ২০১১ ০৯:২২501251
  • এই নিয়ে রন্তিদেব সেনগুপ্তর লেখা। এবং আবারো ভালো লাগলো।

    http://www.bartamanpatrika.com/content/spl4.htm

    জাতীয় মানবাধিকার কমিশন নিজস্ব তদন্ত শুরু করছে, এটা ভালো ব্যাপার। তবে আজাদের বেলায় তো 'প্রমাণিত' ই হল ফেক এনকাউণ্টার, তাতেই বা কী হল !
  • siki | 123.242.248.130 | ২৯ নভেম্বর ২০১১ ০৯:৫৯501252
  • রন্তিদেবের লেখাটা পছন্দ হল।

    অন্য সুতোটাকে আবার ভাসাবার অপচেষ্টা না করে এখানেই লিখে দিই, কিষেণজির দিকে অভিযোগের আঙুল তোলার অনেক আগে আঙুল তোলা উচিত, রাষ্ট্রযন্ত্রের দিকে, ভারতীয় সেনাবাহিনীর দিকে। অভিযোগের বয়ানটা একই রেখে।
  • pi | 72.83.76.29 | ২৯ নভেম্বর ২০১১ ১০:৫৯501253
  • আর এনকাউণ্টার ফেক কিনা সে নিয়ে ফেসবুকে একটি ছবি দেখলাম। কিছু ছত্র যারা পোস্ট মর্টেমের সময় গেছিলো, তাদের তোলা। বুকে এতবড় গুলির ক্ষত , অথচ জামায় সেখানে কোন গর্ত বা রক্তের দাগ নেই, এটা কীকরে সম্ভব, ছবিগুলো পাশাপাশি রেখে সেই প্রশ্ন তোলা হয়েছে দেখলাম।

  • Kamakhya Banerjee | 117.200.91.124 | ২৯ নভেম্বর ২০১১ ১১:৩৭501255
  • আমার লেখাটার কেউ জবাব দিল্‌ন না দেখি্‌ছ। হয় কথগুলো পছ ন্দ হয় নি, নয় আপ্নারা চেনা লোক ছাড়া কথা বলেন না।
    তবু দু চার কথা বলার দায় নিলাম। যদিও আমাকে অনেকেই বলছে এটা ত্রিনমুলের সাইট। বেশি না কপচানৈ ভালো। আমাকেও তুলে নিয়ে গিয়ে ফেক এনকাউন্টার করে দিতে পারে কেউ।

    দুটো কথ।
    এক। মমতা জে বেইমানি করবে তা কিশেনজি বোঝেন নি। আমার তাই মনে হয়েছে সেই সত্তরের দশক থেকে বার বার এই তাজা ছেলেগুলোকে জে পার্টিগুলো ব্যবহার করে বারবার বেইমানি করেছে, কিশেনজিরা তাদের কটাকে মারলেন না কেন? তাহলে আমি কিশেনজিকে বীর মনে করতাম।

    দুই। কিশেন জি কত শত সাঅধরন মানুষ মেরেছেন। মেনে নিচ্ছি রাষ্ট্রের আইনে তাঁর বাঁচার অধিকার নেই। এনকাউন্টারে না মেরে তার বিচার করে ফাঁসি দিল না কেন রাষ্ট্র?
    রাষ্ট্রকে কি মানায় কিশেনজির মত করেই একজন মানুষকে মারা? তুলে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করে? ব্রিটিশ যুগে বিপ্লবীদের সঙ্গে এমন করা হত।
    সিদ্ধার্থশংকর রায় একবার এইভাবে নৃষংস হত্যা করেছিল অনেক অনেকগুলো ছেলেকে।
    আবার এক জিনিস ফিরিয়ে আনল মমতা। নিষ্ঠুর এক সরকারের মুখ।

    তিন। যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন প্রতিটা মানুষের মধ্যে এক্‌জন কিশেনজি জন্ম নেয়। আমারি অনেকবার মনে হয়েছে এমন। পারি নি। বৌ ছেলে বুড়ো বাপ মা। কিন্তু ৬৪ বছরের স্বাধীন দেশে কি করে কিশেনজিরা বারবার জন্ম নেয় খুব ভাবি।

    চার। কংগ্রেসের নেতারা এসময় মমতার পাশে নেই কেন? পিঠে সাবাশি না দিয়ে সব চুপচাপ কেন?
  • dukhe | 122.160.114.85 | ২৯ নভেম্বর ২০১১ ১১:৫৭501256
  • কামাখ্যাবাবু, এখানে তো ঠিক সবার পোস্ট ধরে ধরে উত্তর দেওয়া হয় না । আপনি যা লিখেছেন, সেরকম বা তার বিপরীত কথা এই টইতে লেখালিখি হচ্ছে তো । চেনা লোক - টোক নিয়ে অভিমান না করে লিখে যান দাদা ।
  • PM | 86.96.228.84 | ২৯ নভেম্বর ২০১১ ১২:০৪501257
  • কামাখ্যা বাবু,

    আপনার যা বক্তব্য সেটা আরো অনেকের-ও বক্তব্য। রনজন-দা, কল্ললদা আপ্নার কাছাকাছি বক্তব্য রেখেছেন। সেগুল নিয়ে আমরা অনেক-এ আমাদের ডাউট বলেছি। হয়ত আলাদা করে আপনার নাম করে উত্তর দেওয়া হয় নি। রাগ করবেন না।

    গুরু-র সম্পদক-দের অনেকেই বাম বিরোধী, তৃনমুলপন্থী-ও হতে পারে কেউ কেউ। কিন্তু তাতে করে খোলাখুলি বিতর্কে কোনো সমস্য নেই। গুরুর ফর্ম্যাট-টাই সেরকম। এবং এই ফর্ম্যট-টার আকর্ষনেই আমরা-ও এখানে আসি। এখানে অনেক কট্টর CPM, কট্টর তৃনমুলী, বামপন্থী কিন্তু CPM বিরোধী, মাও সহানুভুতি সম্পন্ন মায় "হাবিজাবি পন্থী" ... সব পাবেন। আপনাকে এই হ-জ-ব-র-ল এর দেশে সাদর আমন্ত্রন।

    বি: দ্র: আমি কিন্তু আপনার-ই মতো গুরু-কেন্দ্রের বাইরের লোক।
  • Kamakhya Banerjee | 117.200.91.124 | ২৯ নভেম্বর ২০১১ ১৩:০০501258
  • দুখেবাবু ও পিএম বাবুকে ধন্যবাদ। যাক কেউ তো আমার কথা পড়লেন। আরো অনেক কথ বল বার আছে। অভ য় দিয়েছেন জখন, বল ব।
    বর্তমানে রনিতেবের লেখাটা। খুচরো ব্যব সায়ীদের দুনিয়াটা রিফর্মের নামে সাফ হতে চলেছে। কংগ্রেস সরকার আর রিস্ক নেবে না। আগামী নির্বাচনে কি হবে বলা জায় না। তার আগেই আমেরিকার ব্যবসায়ীদে র ব্যব স্থা এদেশে করেই দেবে। খুচরো ব্যবসায়ীদের জন্যেও একজন কিশেনজি দরকার।

    আচ্ছা। কংগ্রেসের যুবরাজ কি বলছেন? তাঁর রানী মা ই বা চুপ কেন? তিনি ফরাসী রানী মমতাকে একখানা ধন্যবাদ দেবেন না? রুটির বদলে কেক না দিয়ে বন্দুকের গুলি খেতে দিয়ে রিফর্ম করলেন যে রানী? সিংহাসনে বসেই?
  • maximin | 59.93.202.202 | ২৯ নভেম্বর ২০১১ ১৩:৩৯501259
  • কেন রাজাদের স্টেটমেন্টই দরকার কেন? কিশেনও একজন রাজা। তার ইন্টারভিউও মূল্যবান। গ্রামের লোকের ইন্টারভিউ কেউ নিয়েছে?
  • S | 59.93.214.252 | ২৯ নভেম্বর ২০১১ ১৪:১৬501260
  • KB kisenji ke je fake encounter e mara hoyeche emon kono promaan nei... apanr kotha gulo taai bhittihin
  • q | 121.241.218.142 | ২৯ নভেম্বর ২০১১ ১৪:৪০501261
  • প্রশ্ন যখন উঠছে, উত্তরও দিতে হবে।

    http://www.thehindu.com/opinion/editorial/article2669002.ece

    নয়তো, "ডিগবাজীসমূহ" নিয়ে আরো অসংখ্য প্রশ্ন উঠবে।
  • siki | 123.242.248.130 | ২৯ নভেম্বর ২০১১ ১৪:৫৭501263
  • পড়াশোনা করে যা বুঝলাম: মেকিং অফ আ হিরো।

    গুরুচন্ডালি নামক সাইটটি বেশ দমনমূলক আচরণ করে, এর অনেক নিপীড়িত দু:খী ইন্ডিভিজুয়াল আছেন, যাঁরা গুরুর বিভিন্ন দমনমূলক নীতি, যেমন, সাইটের গোলকধাঁধা, বাংলা লিখতে না-পারা, আইপি অ্যাড্রেস প্রকাশ হয়ে পড়া, ফেসবুক নামক আদর্শ সোসাইটির সঙ্গে কোনও সামঞ্জস্য না থাকা ইত্যাদি প্রভৃতির কারণে প্রচুর মানুষ নিজেদের ডিপ্রাইভড মনে করেন। এই ধরুন ডাক্তার সুমিত সান্যাল, দিল্লির অনির্বাণ, এক্স, ওয়াই এবং জেড। এঁরা তাই নীপা। এঁদের প্রতিবাদ গুরুর দরবারে এসে পৌঁছয় না। বছরের পর বছর ধরে গুরু টিম এদের ওয়েলবিয়িংয়ের দিকে কোনও নজর দেয় নি।

    এই সব দেখেশুনে, আমি, সিকি, আমার খুব খুনখারাপি রাগ হল, ঐ তামিলে কী বলে কোলাভেরি দি নাকি, সেই জিনিস হল। আমি গুরু নমক সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। রঞ্জনদা আর দীপ্তেন্দা গুরু নামক সিস্টেমের তরফ থেকে মেডিয়েটরের ভূমিকায় নিযুক্ত হলেন।

    আমি মেডিয়েটরদের সঙ্গে কথা বলছি হাতে বন্দুক ঝুলিয়ে, গুরুর উন্নতিকল্পে কিছুমিছু কোডিং করছি, বুলবুলভাজার লেখা টাইপ করছি, সঙ্গে সঙ্গে প্রতি সপ্তাহে দু-দশজন নীপা-কে ধাঁইধাঁই করে গুলি মেরে ল্যান্ডমাইন মেরে উড়িয়ে দিচ্ছি। কিন্তু শালা আসল যে ভিলেনগুলো, যাদের জন্য গুরুর এই দুরবস্থা, সেই সৈকত, পাই, এদেরকে আমি গুলি মেরে ওড়াচ্ছি না, মাঝে মাঝে খালি বন্দুল তুলে ভয় দেখাবার চেষ্টা করছি, খিস্তি টিস্তি মারছি। মারছি আসলে নীপা-দের, যারা সাতেও নেই, পাঁচেও নেই, যারা আসলে বঞ্চিত।

    অনেকদিন হুমকি প্রতিহুমকি হল, অনেক নীপা আমার হতে মরে গেলেন, মেডিয়েটরদের সাথে বসেও অনেক গল্পগুজব হল। হতেই থাকল। একদিন গুরুর সম্পাদক ভাবল, না: সিকি বড্ড বাড় বেড়েছে, দাও ওকে খুন করে। সম্পাদকের লোক এসে ধাঁই ধাঁই করে গুলি মেরে সিকিকে মেরে দিল।

    গল্প শেষ।

    সিকি তাইলে একজন হিরো হয়ে গেল, তাই তো? আইডিওলজি নিয়ে জীবনের শেষদিন পর্যন্ত লড়ে গেছিল। ভুলভাল লোককে খুন করেছে যদিও, তবুও সে তো এই সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছিল, যেটা তুমি-সে-উনি পারে নি!

    আজকের ভারতে তা হলে এইভাবেই হিরো তৈরি হয়। তাই তো?

    অ্যানালজি দিয়ে বোঝার চেষ্টা করছি, কেন তা হলে ওসামা বিন লাদেনকে একজন শহীদ হিরোর মর্যাদা দেওয়া হবে না!
  • siki | 123.242.248.130 | ২৯ নভেম্বর ২০১১ ১৪:৫৮501264
  • ডি: -- সব চরিত্র কাল্পনিক। দিল পে মত লে ইয়ার। ইত্যাদি।
  • q | 121.241.218.142 | ২৯ নভেম্বর ২০১১ ১৫:০১501266
  • দূর মশাই, শহীদ হিরোর মর্যাদা কে দিলো? নাকি তিনদিনের পড়া করে আসিনি বলে মিস করে গেছি?

    কিন্তু কোশ্চেন যে উঠছেই, শ্যাম্পেনের মত, ভস ভস করে। বিন লাদেনকে নিয়েও এম্নিতর কোশ্চেন করেছিলো লোকজন।
  • q | 121.241.218.142 | ২৯ নভেম্বর ২০১১ ১৫:০৭501267
  • "Well, the primary reason is that she is the sole guru of her gang. Open any issue of “Jaago Bangla” (which reads like a serialised hagiography of the Netri by a set of sycophants) and Fraulein Fuehrer (and mostly only the Fuehrer) is splashed everywhere."

    :-))

    দুশমনেও বলবে না এগুলো সিপিএম লিখেছে। ছয় মাসে এমন কী হল যে গলাগলি থেকে চুলোচুলি?
  • dukhe | 122.160.114.85 | ২৯ নভেম্বর ২০১১ ১৫:১২501268
  • ভাই সিকি, কে আমার হিরো হবে নির্ভর করছে আমি তার আন্দোলনের বেনিফিসিয়ারি কিনা অথবা যারা বেনিফিসিয়ারি আমি তাদের সঙ্গে কতটা আইডেন্টিফাই করছি ইত্যাদির ওপর। ধরেন ক্ষুদিরাম (এই রে, আবার সবাই রে রে করে আসবেন) ভুলভাল লোককে খুন করল, কিন্তু তার আন্দোলন শেষ অবধি জয় পেল এবং আমরা তার বেনিফিসিয়ারি । কাজেই সে আমাদের শহীদ । তাই বলে যদি সাহেবদের অনুরোধ করা হত ওনার জন্মদিনে জাতীয় ছুটি দিতে, তেনারা কি আর রাজি হতেন ?
    দেখতে হবে কিষেণজির আন্দোলনের প্রধান সম্ভাব্য বেনিফিসিয়রিরা ওনাকে হিরো ভাবছে কি না । গুচতে দুখে কি সিকি কী মনে করল, ইররেলিভ্যান্ট । আমরা তো ওনার তথাকথিত 'মাস বেস' এর কেউ না ।
  • q | 121.241.218.142 | ২৯ নভেম্বর ২০১১ ১৫:২১501269
  • সংহতির লেখাগুলো পড়ে লোকজন কী বলে শুনতে আগ্রহী। বিশেষ করে--- ;-)
  • KB | 117.200.89.47 | ২৯ নভেম্বর ২০১১ ১৭:৫৪501270
  • কেবি। নামখানা বেড়ে দিয়েছেন মশায়।
    তৃনমুলী সাইট, মানে মমতার বক্তব্য রাখার সাইট যারা মমতাকে স্টার বানিয়েছে সেই আনন্দ র লেটেস্ট খবর।
    সুচিত্রা মাহাতকে চিকিত্‌সা করেছিল আর পালাতে সাহায্য করেছিল সেইসব মাওবাদীরা ধরা পড়েছে। সঙ্গে আবার সাইকেলে সুচিত্রকে বসিয়ে নিয়ে জাচ্ছে এমন একটা ছবি।
    মেনে নিলাম কিউবাবু আর সিকিবাবু। ফেক এনকাউন্তারের প্রমান নাই। মমতার হাতে সব প্রমান আর ছবি আছে।
    আচ্ছা, এত প্রমান থাকতেও তিনি খবরটা দিল্লীতে বসে প্রেসের কাছে শুনে্‌লন কেন?
    তার পুলিশ কি তাকে সময়মতো খবর দেয় না?

    সিকিবাবুর উদাহরনসহ গপ্পোটা বেড়ে লাগ ল। ঠিক মমতা-লাইনেই আর্গুমেন্ট করেছেন মশায়। লেগে থাকুন। আপনার হবে। এক খান কমিটিতে মমতা আপনাকে নিল বলে। মাসে হাজার কুড়ি গ্যারান্টি।
    আর আগামী ইলেকশনে নিম্ন শিক্ষামন্ত্রী।(মানে উচ্চ শিক্ষামন্ত্রী পদ আর কাউকে দেয়া জাবে না। গুরু র মত সাইটে না স্টার চ্যানেলে চ্যানেলে গলা ফাটিয়ে তিনি এ মন্ত্রিত্ব অর্জ ন করেছেন কিনা)
  • KB | 117.200.89.47 | ২৯ নভেম্বর ২০১১ ১৭:৫৮501271
  • আর আমাদের না-স্টার সিপিএম চ্যানেল দেখালো ছত্তিশ গড়ে সোনি সোরি র ওপর অকথ্য আক্রম নের ছবি। ছত্তিশ গড় কোর্ট আর ডাক্তারি রিপোর্ট সব সরকারের পক্ষে ছিল। সুপ্রিম কোর্টে র আদেশে অন্য রাজ্য থেকে করা ডাক্তারি রিপোর্ট বলছে, সোনি সোরি র গোপন অঙ্গে পাথর ঢুকিয়ে অত্যাচার করেছিল ।
    কি বলবেন সিকিবাবু? কিউবাবু?
    আর একটা গপ্পো শোনান বরম।
  • q | 121.241.218.142 | ২৯ নভেম্বর ২০১১ ১৮:০৬501272
  • যা:। ইপিএলে একে বলে "ওন গোল":-(
  • PM | 86.96.228.84 | ২৯ নভেম্বর ২০১১ ১৮:৩৩501273
  • এতোদিনে PT বাবুর একটা জবর্দস্ত সঙ্গী হলো :)
  • Ishan | 117.194.38.240 | ২৯ নভেম্বর ২০১১ ১৯:০৫501274
  • সংহতি চিরকালই অ্যান্টি টিমসি, প্রো অরুন্ধতি। ফলে তেমন কিছু বদলায়নি তো।
  • siki | 122.177.251.103 | ২৯ নভেম্বর ২০১১ ২০:৪২501275
  • কেবিবাবু, মাইরি মাক্কালি মমতার লাইনটা ঠিক কেমন সে সম্বন্ধে সম্যক ধারণা ছিল না, তবে আপনার কথা শুনে বুঝতে পারছি মমতা আর আমার আইকিউ লেভেল মোটামুটি একই। :) লেগে থাকলে আমারও হবে।

    আপনি একটা কাউন্টার গপ্পো বানান না মশায়! ইয়ে, ছত্তিশগড়েও কি তৃণমূলী শাসন? জেনে নেওয়া ভালো, তাইলে সোনি সোরি নিয়ে আলুচানা করতে পারি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন