এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস তিনদিন

    pokabu
    নাটক | ২৩ নভেম্বর ২০১১ | ২৪৯৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 14.97.117.8 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৮:০৯501378
  • ম্যাক্সিমিন,
    উঁহু, গোরা সৈন্যদের অত্যাচার প্রত্যন্ত গ্রামে? কোথায় এত গোরা সৈন্য ছিল মশায়! তারা থাকত বিভিন্ন ক্যান্টনমেন্টে, ফোর্টে।
    অবিভক্ত বাংলায় ক"টা আর ফোর্ট/ ক্যান্টনমেন্ট ছিল? শাসন করত ওদের প্রতিনিধি হয়ে কালা পুলিস আর জমিদারের পাইক/বরকন্দাজ।
    গোরা মানুষ বলতে জেলা সদরে ইংরেজ ম্যাজিস্ট্রেট/কলেক্টর।
    গোরা উপন্যাসে মুখ্যত: কোলকাতা শহরের গল্প।
    দেখবেন, স্বদেশি আমলে কোথায় বড়সড় ঘটনা ঘটলে গোরা সৈন্যদের হাতে গোনা ক্যান্টনমেন্ট থেকে আনতে বেশ ক'টা দিন লেগে যেত, ফলে সেই ক'দিন বিদ্রোহীরা লিবারেটেডে জোনের স্বাদ পেত।
    এইভাবেই চট্টগ্রামে অস্ত্রাগার লুটের পর সূর্য সেন- অনন্ত সিংয়েরা প্রায় দু'সপ্তাহ স্বাধীন সরকার চালিয়েছিলেন।
    একইভাবে বস্তারে / জঙ্গলমহলে মাওবাদীরা প্রাথমিক দিন গুলোতে এই অ্যাডভান্টেজ পেয়ে এসেছে।
    আর রেলওয়ে এবং পোস্ট অ্যান্ড টেলিগ্রাফে কিছু গোরা সাহেব ( জুটমিলেও) নিয়ন্ত্রক পদে থাকতেন। কিন্তু গোরা সৈন্য, গোরা পুলিশ? রাণী ভিক্টোরিয়ার আমলে?
    একটা গল্প বলি। ময়মনসিংহ জেলায় অনুশীলন সমিতির বড় নেটওয়ার্ক ছিল, ত্রৈলোক্য মহারাজ ইত্যাদিরা। কিছু ঘটনা ঘটায় গোরা সৈন্য এসে ময়মনসিংহ সদরে স্কুল-কলেজে ঘাঁটি গেড়ে একমাস ছিল। তখন আমার কাকার শ্বশুর কেদার রায় মহাশয় ওদের একমাস ধরে ফ্রি'তে রসদ জোগান দিয়ে রায়বাহাদুর খেতাব পেলেন।:))))) সাইকোফ্যান্সি যুগে যুগে।
    একটা কৌতূহল। ইচ্ছে না হলে উত্তর দেবেন না।
    "" চার অধ্যায়'' আপনার জন্যে নিষিদ্ধ পুস্তক কেন?

  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৮:১২501379
  • কেন নিষিদ্ধ সে প্রশ্নের অবশ্যই উত্তর দেব। আগে গল্পটা পড়ে নিই। কী জানি আবার কী গল্প পড়তে চলেছি।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৮:১৪501380
  • না না সে সাহেব ছিল। ফর্সা সাহেব। মামাতো দিদি নিজে বলেছে আমাকে।
  • ranjan roy | 14.97.117.8 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৮:২৩501381
  • সরি ম্যাক্সিমিন! আপনি আগের পোস্টে গোরা সৈন্য নিয়ে বলে দিয়েছেন।
    আচ্ছা, আমার উদাহরণে শুধু বাবা আর দুষ্টু(?) ছেলে আছে। থানা-পুলিশ কিচ্ছু নেই। এখানে বাবা নিজেই ওয়েলফেয়ার স্টেট, পুলিশ, মিলিটারি, আদালত সব কিছু।
    অবশ্যি মুজতবা আলী যেমন বলেছেন -সব উপমাই তিন ঠ্যাঙের ওপর দাঁড়ায়,:))))
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৮:৩৪501382
  • মামাতো দিদি রঙ চড়িয়েছে কিনা কে জানে। সে ভালো গল্প বলে।

    চার অধ্যায় -- "অত নামী লেখক চার অধ্যায় লিখলেন এবং এমন বিষয়ে যে বিষয়ে তাঁর নিজের কোনো অভিজ্ঞতা ছিল না। প্রভাবশালী লেখকের আরও দায়িত্বশীল হওয়ার কথা ছিল। তাছাড়া বৃটিশ সরকার পথের দাবী বইটিকে ব্যান করেছিল রবীন্দ্রনাথ সমর্থন করেছিলেন।"

    সবটাই উইদিন কোটস লিখলাম কিন্তু।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৮:৪৩501383
  • ওয়েলফেয়ার স্টেট কথাটা একেকজন একেক অর্থে বলেন। এটা নিয়ে প্রচুর কনফিউশনের অবকাশ আছে।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৯:০১501384
  • যেহেতু সেপটিক হয়ে মরে গেল এবং যেহেতু বড়লোক দেশগুলি মন্দায় আক্রান, সেই হেতু ধরে নেব ওয়েলফেয়ার স্টেট বলতে বিভিন্ন সময়ে প্রয়োগ করা শর্ট ও লঙ টার্ম অর্থনৈতিক নীতিগুলোর সমন্বয়কে ধরা হচ্ছে।
  • maximin | 59.93.163.45 | ০৬ ডিসেম্বর ২০১১ ১৯:০৭501385
  • *আক্রা ন্ত
    * সেই হেতু ধরে নেব ওয়েলফেয়ার স্টেট বলতে বড়লোক দেশগুলির বিভিন্ন সময়ে প্রয়োগ করা শর্ট ও লঙ টার্ম অর্থনৈতিক নীতিগুলোর সমন্বয়কে ধরা হচ্ছে।
  • PT | 203.110.246.230 | ০৬ ডিসেম্বর ২০১১ ২২:২৩501386
  • আবাপ কি ব্যবসায়ীদের হয়ে মমতাকে ওয়ার্নিং দিচ্ছে? হঠাৎ সদাশয় মন্তব্য: ""এখনও পর্যন্ত মমতা যে সকল প্রকল্প রূপায়ণে উদ্যোগী হয়েছেন, সেগুলি সবই বুদ্ধদেব ভট্টাচার্যের আমলের""!!
    http://www.anandabazar.com/6bus1.html
  • SC | 150.212.61.223 | ০৭ ডিসেম্বর ২০১১ ০২:৫৮501388
  • ব্যাক্তিগত অভিজ্ঞতা ছেলো না মানে নিজে বিপ্লবী দল করেননি?
    এরকম কন্ডিশন দিলে তো পৃথিবীর অর্ধেক নাটক নভেলই বাতিল করতে হয়।
    আর লেখকের দায়িত্ব খুব ভারী কথা। ঐ নিয়েই একটা আস্ত টই হয়ে যেতে পারে।
    লেখকের আদৌ কোনো দায়িত্ব থাকে কি?

    চার অধ্যায়ের পরে নাকি বিপ্লবী সমিতিতে রবি ঠাকুরের ছবি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিলো,
    কুশপুত্তলিকা জ্বালানো হয়েছিলো বলে শুনেছি। যুগে যুগে বহু বিপ্লবী ঐ বইকে খিস্তি করেছেন।
    এই নিয়ে এম এলের সাইটে একটা লেখা ছিলো, পরে খুঁজে দোবো।

    আমার তো মনে হয় চার অধ্যায় যুগোত্তীর্ণ লেখা, দাদুর সবচেয়ে আন্ডার এপ্রিশিয়েটেড কাজের মধ্যে অন্যতম।
  • maximin | 59.93.163.45 | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:০৬501389
  • পথের দাবী ব্যান সমর্থন করার কারণ কী? চার অধ্যায় অথেন্টিক ছিল না। এটা আমার বাবা মা বলেছেন। বাবা ও মা দুজনেই বিপ্লবী দল করতেন।
  • maximin | 59.93.163.45 | ০৭ ডিসেম্বর ২০১১ ০৩:১০501390
  • শুধুই বাবা মা না। তাদের সূত্রে অন্যদের সঙ্গেও আলাপ হয়েছিল। আপনার যাই মনে হোক, আমি তো তাদের কথাকেই গুরুত্ব দেব।
  • Du | 117.194.195.217 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:২১501392
  • নেওয়া গেল না - ডুপ্লিকেট এরর দিলো :)
  • ppn | 112.133.206.22 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:২২501393
  • :))
  • I | 14.96.67.80 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:২৮501394
  • পথের দাবী ব্যান সমর্থন করার ব্যাপারটা জানতাম না। ম্যাক্সিদি একটু আলো ফেলুন। তবে চার অধ্যায়ের বিষয় নিয়ে মোটামুটি রবীন্দ্রনাথের সঙ্গে আছি। যদিও ভাষাটা ন্যাকা লাগে।
  • maximin | 59.93.193.33 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:৪১501395
  • আই -- ব্রিটিশ সরকার যখন পথের দাবী বইটি ব্যান করেছিল, রবীন্দ্রনাথ পাবলিক স্টেটমেন্ট দিয়ে বলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা লেখা হয়েছে, ব্রিটিশ সরকার ব্যান করেছে, আপত্তি করা যায় না।
  • maximin | 59.93.193.33 | ০৭ ডিসেম্বর ২০১১ ২২:৪৪501396
  • ভাষা তো আমি জানি না। কিন্তু এটা জানি যে, tothosewhobelievedinarmedstruggleagainsttheBritish, thestatementcameasashock.
  • PM | 86.96.228.84 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৪:১৭501397
  • এই পরিবর্তনের বাজারেও কোলকাতা জব গ্রোথ-এর % -এ দেশে ৪ নং। Nov'10 আর Nov'11 এর কোম্পেরিসন-
    ১। ব্যঙ্গালোর (১৭%)
    ২। কোয়েম্বতোর (১৬%)
    ৩। কোচি (১৫%)
    ৪। কোলকাতা (১২%)
    ৫।দিল্লী (১১%)
    ৬।পুনে (৪%)
    ৭। আমেদাবাদ (২%)
    ৮।হায়েদ্রাবাদ (১%)
    ৯।চেন্নাই (১%)
    ১০। মুম্বাই (-১%)

    ব্রতিনের জন্য ভালো খবর। অবশ্য আমি এই ইন্ডেক্স-এ কোলকতাকে কিছুদিন ১ নং থাকতে দেখেছি ২০০৭-এ। ET তে বড় খবর হয়েছিল সেটা।
  • Bratin | 122.248.183.1 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৪:২৩501399
  • PM দা। হ্যাঁ কলকাতার প্রতি আমার একটা ব্যথা আছে। যতই সমস্যা থাক তবু সে আমার। :-))
  • PM | 86.96.228.84 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৪:৩৪501400
  • হক্কথা, আমি-ও তাই বলি। আমি বাম, তুমি ডান, কিন্তু দুজন-ই কোলকাতা পন্থী
  • Bratin | 122.248.183.11 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৫:২৭501401
  • :-))

    PM দা, তুমি ৫ ফেব্রু বিদ্যামন্দিরের আসছো তো? আমাকে [email protected] একটা মেল করবে। রি-ইউনিয়ন নিয়ে কিছু কথা ছিল।
  • Bratin | 122.248.183.11 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৫:২৯501402
  • আরে ৩ টের সময় ক্যান্টিন বন্ধ হয়ে যায়। যা পাওয়া গেল :-((
  • dd | 124.247.203.12 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৫:৪১501403
  • হাতের কাছে তো চিঠিগুলো নেই, তাই সব আবছা স্মৃতির উপর লেখা।
    পথের দাবী ব্যান করবার জন্য সরকারকে অনুরোধ জানানোর জন্য টেগোরবাবু রাজী হন নি মনে আছে। লিখেছিলেন যে আক্রমণ করবো আর তার পরে আক্রান্তের কাছেই ঔদার্য দাবী করাটা তার পছন্দের নয়। এই যুক্তিটি আমার ঠিক ঠাক লেগেছিলো।

    তবে স্যার উপাধি ত্যাগ করে যে "প্রতিবাদপত্র"টি পাঠানো হয়েছিলো সেটি কিন্তু ক্যালানিতে ভর্ত্তি। বার বার বলেছেন যে এটা বৃটিশ সরকারের বিরোধিতা নয়, না না না, এটা এক অভিমান। কি করে বৃটীশ গর্মেন্ট এরম একটা জিনিস হতে দিলেন? ঈস।

    তা হোক। সেটুকুও করেছিলেন । আমি তো, এমন ই লজ্জার কথা, সে সময়ে জন্মাই নি পর্যন্ত্য, নইলে দেখিয়ে দিতাম।
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৬:৪১501404
  • dd কে ধন্যবাদ। আক্রমণ করবো আর তার পরে আক্রান্তের কাছেই ঔদার্য করব। ভাষাটা আমার মনে ছিল না। আমার ভালো লাগে নি। এবারেও লাগল না।
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৬:৪৫501405
  • তারপর ধরুন ঘরে বাইরে। সন্দীপের সবই খারাপ। সে লোভী, নারীদেহে আসক্ত, ডিজনেস্ট, এমন কি সে পেটূক। অন্য উপন্যাসে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চরিত্রচিত্রন করেন নি। গোরা পড়ে বোঝা যায়না যে লেখক নিজে ব্রাহ্মধর্মাবলম্বী।
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৬:৫৪501406
  • গোরার যা বিষয়বস্তু, সে বিষয়ে রবীন্দ্রনাথের ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছিল না। সেজন্যেই গোরা সার্থক উপন্যাস হয়ে উঠতে পেরেছিল।
  • I | 14.99.46.242 | ০৮ ডিসেম্বর ২০১১ ২১:১১501407
  • হ্যাঁ। ঘরে বাইরে-র সন্দীপ বড়ই নেগেটিভ। এমন কি বিসর্জন-এর রঘুপতি কিম্বা মালিনী-র ক্ষেমঙ্কর-ও এত নেগেটিভ নয়।
  • I | 14.99.46.242 | ০৮ ডিসেম্বর ২০১১ ২১:১৩501408
  • একমাত্র যোগাযোগ-এর মধুসূদন এতটা খারাপ। তবে যোগাযোগ ভাল্লাগে নি। এবং গোরা-ও না।
    টইটাকে কিরকম হাইজ্যাক করছি !
  • nk | 151.141.84.221 | ০৯ ডিসেম্বর ২০১১ ০৩:৪২501410
  • যোগাযোগের মধুসূদনকে একবার আবাপতে একজন হাঁটুর উপরে লুঙ্গি তুলে বসে কনুই গড়িয়ে রস পড়ছে এরকম করে কাঁঠালখাওয়া বাঙালির সঙ্গে তুলনা করেছিলো। :-)
    রবীন্দ্রনাথের উপন্যাস গুলো সবই খাজা, গোরা তো উপন্যাসের নামে চালিয়ে দেওয়া প্রবন্ধগুচ্ছ, নৌকাডুবি না বলে লেখাডুবি বলাই ভালো, যোগাযোগের বিপ্রদাসের ন্যাকামো দেখে মাথায় ডান্ডা মারতে ইচ্ছে করে। এগুলো সবই চাপে পড়ে লেখা বলে মনে হয়, হয়তো সম্পাদকেরা খোঁচা মেরে মেরে লেখাতেন। :-)
    রক্তকরবী, মুক্তধারার লেখকের কাছে খুবই কষ্টের ঐ খাজা উপন্যাস গুলো লেখা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন