এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস তিনদিন

    pokabu
    নাটক | ২৩ নভেম্বর ২০১১ | ২৪৯৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 14.97.205.15 | ২৮ নভেম্বর ২০১১ ০৬:৩৮501211
  • PM,
    লালগড় আন্দোলনের সময় যখন থেকে খবরের কাগজ ও চ্যানেলের দৌলতে আমরা কিষেণজীর নাম জানতে পারলাম তখন TOI তে কিষেণজীর একটি ইন্টারভিউ বেরিয়েছিল। টইতেও কেউ, সম্ভবত: অপ্পন, লিংক দিয়েছিলেন।
    তাতে কিষেণজী দুটো ফেজ এর কথা বলেছিলেন। প্রথমে পাঁশকুড়া ইত্যাদি জায়গায় তৃণমূলী অত্যাচারের বিরুদ্ধে সিপিএম এর পক্ষে হাতিয়ার ধরা। উনি নাম নিয়ে বলেছিলেন যে সেই পর্যায়ে মাওবাদীদের প্রচুর আর্মস্‌ অ্যামুনিশন হলদিয়ার লক্ষণ শেঠ সাপ্লাই দিয়েছিলেন।তারপরে নন্দীগ্রাম ইত্যাদিতে তৃণমূলের পক্ষে হাতিয়ার তুলে সিপিএম ঠ্যাঙানো।
    এই ধরণের আউটফিট গুলোকে বিভিন্নসময়ে সমস্ত রাজনৈতিক দল ব্যবহার করে থাকে।
    অন্ধ্রে কংগ্রেস ও তেলেগু দেশম, বস্তারে কংগ্রেস ও বিজেপি, বঙ্গে কংগ্রেস, সিপিএম ও ঘাসফুল।
  • ranjan roy | 14.97.205.15 | ২৮ নভেম্বর ২০১১ ০৭:২৮501212
  • শুধু PM কে, আমার নাম করে লেখা একদিন আগের পোস্টের পরিপ্রেক্ষিতে,:
    আমার বক্তব্য স্পষ্ট। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে রাষ্ট্র কি করবে? নিজের অস্তিত্ব রক্ষার জন্যে যুদ্ধ করবে, যুদ্ধ জেতার জন্যে। তাতে দু'পক্ষের যোদ্ধারাই মরতে পারে, এটা জেনেই তারা ময়দানে নামে। আমরা নিজের নিজের রাজনীতি অনুযায়ী কোন এক পক্ষকে সমর্থন করবো , সেই হিসেবে কাউকে শহীদ বা খুনী বলবো।( ৩৬গড়ের পত্রিকায় মাওবাদীদের হাতে নিহত পুলিশদের শহীদ বলেই লেখা হয়,)। অথবা নিরপেক্ষ হয়ে
    দু'পক্ষকেই গাল দেব।
    কিন্তু কথা হচ্ছে যুদ্ধবন্দীদের ব্যাপারেও নিয়ম আছে। বহুলোককে গ্যাসচেম্বারে পাঠানো নাজী অপরাধীদেরও বিচার করে প্রাণদন্ড দেয়া হয়েছে।
    এনক্কাউন্টার হল চোরাগোপ্তা ল্যাং মারা বা হ্যান্ডবলের মত ফাউল। চোখে পড়লে বাঁশি বাজাতেই হবে।
    কাজেই, কিষেণজীর রাজনীতি বা পদ্ধতিকে সমর্থন করি না বলে তাকে যদি ধরে মেরে ফেলা হয় তাহলে প্রতিবাদ করবো। খুনী-ধর্ষণকারীদের জন্যেও।
    আর ওই জ্ঞানেশ্বরী ট্রেনে কোলকাতা থেকে আমার ছোট শালী ও ভগ্নিপতি (প্রাক্তন নিউক্লিয়ার সাবমেরিনের ক্যাপ্টেন) আমাদের ওখানে রায়পুরেই আসছিল। ভোর চারটায় মোবাইলে খবর এলো। এসি কোচে ছিল বলে অল্পের জন্যে বেঁচে যায়। সেটা সেইসময়ের টইয়ে লিখেছিলাম।
    তা দিয়ে আমার জাজমেন্ট প্রভাবিত হবে না। আমার মেয়ের হত্যা বা ধর্ষণ হলেও দোষীর আইনানুযায়ী শাস্তি হোক, তাই চাইব। গণপিটুনিতে মৃত্যুর সম্ভাবনা দেখলে বাধা দেব। আশাকরি বোঝতে পারলাম।
    এখানে ওই এলাকার সাংসদ গুরুদাস দাশগুপ্ত নিজের সোর্স থেকে লড়াইয়ে মৃত্যু না এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছেন। ওনাকে একটু কাছ থেকে জানি। বিবেকসম্পন্ন পুরনো দিনের আদর্শবাদী কমিউনিস্ট। অনেক গুলো স্ক্যাম ধরে ভারত সরকারের রেভিনিউ লস বাঁচিয়ে নিয়ম অনুযায়ী যে ১০% পেয়েছিলেন তাঅ সবটাই পার্টিকে দিয়েছেন।
  • Bratin | 117.194.98.176 | ২৮ নভেম্বর ২০১১ ০৯:১৭501213
  • রঞ্জন দার লাস্ট লাইন টাকে সত্যি ধরে বলতে হয় 'পুরোনো দিনের আদর্শবাদী কমুউনিস্ট' এখন সত্যি বেশী নেই। তাইতো?
  • PM | 86.96.228.84 | ২৮ নভেম্বর ২০১১ ১০:৫৫501214
  • রনজনদা, আপনার লেখা পড়ে ভাল লাগলো। এভাবে ভাবতে পারা টাও ব্যতিক্রমি।

    আমি আগের পোস্ট-এও বলেছি কিষেনজী-কে যদি ফেক encounter এ মারা হয় সেটা অন্যায়। এই অধিকার কাউকে দিলে সেটা কাল আমার বিরুদ্ধেই ব্যবহার হতে পারে কোনো কারন ছাড়াই।

    কিন্তু তবু মন থেকে একটা খটকা যাচ্ছে না-

    কিষেনজী বেঁচে থাকলে একশ জন নিরপরাধ লোকের মৃত্যু অবশ্যম্ভাবী। সেক্ষেত্রে রাষ্ট্রের কি করা উচিত। কিষেনজী-র বাঁচার অধিকার টাকে priority দেওয়া উচিৎ না বাকীদের।

    যদি কেউ বলে "যে কোনো মুল্যে ১০০ জন নিরপরাধ সাধারন মানুষের প্রান বাঁচনো উচিৎ" তাহলে সেটার প্রকৃত Interpretation হবে " যে কোনো মুল্যে কিষানজী কে মারা উচিৎ।

    এই আর্গুমেন্ট-টাই দিদি কাল দিয়েছেন একটু অন্যভাবে। এই যুক্তির প্রতিযুক্তি খুঁজছি।
  • kallol | 119.226.79.139 | ২৮ নভেম্বর ২০১১ ১২:০২501215
  • কিষনজীর মৃত্যু নিয়ে তর্কটার দুটো দিক সমান্তরাল ভাবে চলছে।
    কিষনজী যদি গুলির লড়াইয়ে মারা গিয়ে থাকেন, তাতে আমার কিছু বলার নেই। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করলে যুদ্ধই হবে। তাতে যে কেউই মারা যেতে পারে, সেটা একান্তই তার দায়। যে সেনা বাহিনীর মানুষটি মারা যাবে, সেও তো জেনেশুনেই ঐ চাকরী করতে এসেছে। ফলে সে মারা যাওয়ায় আমার কিছু বলার নেই। যে মানুষটি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে, সে যদি যুদ্ধে মারা যায় তাতেও আমার কিছু বলার নেই, কারন সেও জেনেশুনেই ঐ রাজনীতি করছে।
    আমরা গোটা রাষ্ট্রের হিংসা ও মাওবাদী হিংসা দুটোরই নিন্দা করতে পারি মাত্র।
    প্রশ্নটা উঠেছে, কেউ কেউ অভিযোগ করছেন কিষনজীকে গ্রেফতার করে, তার ওপর অত্যাচার চালিয়ে পরে গুলি করে মারা হয়েছে। এটা যদি প্রমাণিত হয়, তবে নি:সন্দেহে তা অন্যায়। কারন কিষনজী রাষ্ট্রের চোখে যতো বড়ো অপরাধীই হোন না কেন, গ্রেফতার হয়ে থাকলে, তার বিচার হতে হবে (যেমন কাসভের হচ্ছে), এবং তার ওপর অত্যাচার চালানো বে-আইনী।
    ব্যাক্তিগতভাবে আমার তা মনে হয় না। গ্রেনেড বা গুলিতে একদিকের চোয়াল উড়ে গেছে কিষনজীর। সাজানো এনকাউন্টারে গ্রেনেডের ব্যাবহার শুনিনি কখনো। যদি ধরেও নেই সাজানো ব্যাপারটাকে সত্যিকারের রূপ দিতে গ্রেনেড ব্যবহার করা হয়েছে, তাতেও চোয়াল উড়ে যাওয়াটা বেশ অবাস্তব। সাজানো হলে, গুলি বা গ্রেনেড এমনভাবেই ছোঁড়া হত যাতে মুখের ক্ষতি না হয়। তাহলে শনাক্ত করতে / মিডিয়ায় ছবি প্রচার করতে সুবিধা হতো।

  • kallol | 119.226.79.139 | ২৮ নভেম্বর ২০১১ ১২:০৩501216
  • * গোটা ব্যাপারটায়
  • kd | 59.93.200.255 | ২৮ নভেম্বর ২০১১ ১২:৪১501217
  • কিছুদিন আগে এখানে (মানে এই টই, অন্য টই বা ভাটিয়ালিতে) ""এনকাউন্টার''এর চলতি মানে পুছেছিলুম কিন্তু আমার বুঝতে পারার মত উত্তর পাই নি। তবে, ইদানিং কয়েকজনের পোস্ট পড়ে মনে হচ্ছে মানেটা ধরতে পেরেছি। পুলিশ এনকাউন্টার করে, আর সমাজবিরোধীরা গেরিলা লড়াই করে। মানে একই অ্যাকশনের দু'টো নাম, কে করছে তার ওপর ডিপেন্ড করে।
  • siki | 123.242.248.130 | ২৮ নভেম্বর ২০১১ ১২:৪৬501218
  • আর স্টার নিউজের ল্যাঙ্গোয়েজে মাওবাদীরা "গোরিলা লড়াই' করে।

    হাসবেন না। কিষেণজি মারা যাবার দিন ভাষ্যে এবং লিখিতভাবে স্ক্রিনে "গোরিলা' কথাটা বারবার বলা এবং দেখানো হচ্ছিল।
  • y | 61.12.12.84 | ২৮ নভেম্বর ২০১১ ১২:৫৩501219
  • গোরিলা লড়াই আমাদের কনস্টিপেশনাল রাইট।
  • maximin | 59.93.166.180 | ২৮ নভেম্বর ২০১১ ১৩:৩৯501221
  • রঞ্জনের পোস্টে দেখলাম -- 'রাষ্ট্র কি করবে? নিজের অস্তিত্ব রক্ষার জন্যে যুদ্ধ করবে, যুদ্ধ জেতার জন্যে।' রাষ্ট্র না বলে যদি সরকার বলি, সরকার কি করবে? নিজের অস্তিত্ব রক্ষা করবে? নিজের অস্তিত্ব রক্ষা করার শ্রেষ্ট উপায় কিচ্ছু না করে চুপচাপ থাকা। যৌথ বাহিনী সরিয়ে নিলে মমতা সরকারের ইমেজ ভালো হত হয়তো।
  • maximin | 59.93.166.180 | ২৮ নভেম্বর ২০১১ ১৩:৪৫501222
  • কিন্তু যদি মনে করি সরকার শুধু নিজের অস্তিত্ব রক্ষা করবে না, আরও কিছু দায়িত্ব আছে, নিরীহ মানুষকে রক্ষা করার দায়িত্ব, তাহলে কিন্তু মুশকিল। হিরোর মৃত্যুর দায়টা সরকারের ওপরেই পড়বে। পড়বেই। তা সে যতই তদন্ত হোক না কেন।
  • maximin | 59.93.166.180 | ২৮ নভেম্বর ২০১১ ১৪:০৭501223
  • গুলি চালানো শুরু হয়েছে, সুচিত্রা ও তার পিঠে বাঁধা বাচ্চাটি বিপন্ন, কিশেনজিরই নির্দেশে কিশেনজিকে একা ফেলে রেখে সবাই চলে যায়, এটা হয়ে থাকলে ফেক এঙ্কাউন্টার তঙ্কÄ খাটল না বটে, কিন্তু এক্ষেত্রেও কিশেনজি হিরৈ হলেন।
  • maximin | 59.93.166.180 | ২৮ নভেম্বর ২০১১ ১৪:১৪501224
  • এনকাউনটার ফেক হোক বা নাই হোক, কমরেড কিশেনজি ভবিষ্যতের ছেলেমেয়েদের জন্যে ইন্সপিরেশন হয়ে থেকে যাবেন। আবার এক নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আসবে, তারা বলবে নকশালবাড়ি-বুড়িশোল লাল সেলাম।
  • a | 125.16.135.194 | ২৮ নভেম্বর ২০১১ ১৫:৩৭501225
  • কিষেনজির মত লোকেরা যদিও আজকের ডেটেও লোকের হিরো হন, তাহলে সরকার তথা আমাদের সবারই অতি লজ্জার বিষয়।
  • maximin | 59.93.166.180 | ২৮ নভেম্বর ২০১১ ১৫:৫০501226
  • 'কিষেনজির মত লোকেরা যদিও আজকের ডেটেও লোকের হিরো হন, তাহলে সরকার তথা আমাদের সবারই অতি লজ্জার বিষয়।' এই লাইনটিকে মোশন করে যদি গুরুচন্ডালিতে ডিবেট হয়, মোশনের পক্ষে ও বিপক্ষে কজন করে থাকবেন বলে মনে হয়?
  • siki | 123.242.248.130 | ২৮ নভেম্বর ২০১১ ১৬:৫৬501227
  • ইয়ে, আমি তো পক্ষে থাকব। এন্ড অফ দা ডে, কিষেনজি একজন মাস কিলার। তার আইডিওলজি তার খুনখারাপির নিচে চাপা পড়ে যায়, আমার চোখে। তাকে হিরো বানানো সত্যিই লজ্জার বিষয় বলে আমি মনে করি।
  • dd | 124.247.203.12 | ২৮ নভেম্বর ২০১১ ১৭:০০501228
  • রাজনীতির কারনে খুনের কাল্ট চালিয়ে সহানুভুতি ডিমান্ড করলে ধর্মের টানে সংসার ত্যাগী যে সব কাপালিকেরা মোক্ষের লোভে বাচ্চাদের বলি দেয় তাদেরকেও সন্মান জানাতে হয়।
  • maximin | 59.93.166.180 | ২৮ নভেম্বর ২০১১ ১৭:৪৬501229
  • :)
  • dukhe | 122.160.114.85 | ২৮ নভেম্বর ২০১১ ১৮:২০501230
  • স্বাধীনতার এত বছর পরেও দেশের অবস্থা যদি এমন থাকে যে কিষেণজিকে লড়াইয়ে নামতে হয়, এবং মৃত্যুর পরেও সেই লড়াই বাবদ হিরোর সম্মান পান, তাহলে সরকার এবং আমার মত সুবিধাভোগী মানুষের লজ্জার কথা বৈকি ।
    পক্ষে ।
  • maximin | 59.93.166.180 | ২৮ নভেম্বর ২০১১ ১৯:২৫501232
  • দুখে মোশন বলছে 'কিষেনজির মত লোকেরা'। আপনি বলছেন তাঁকে লড়াইয়ে নামতে হয়েছে দেশের অবস্থা এমন বলেই। তার মানে আপনি মোশনের পক্ষে নন।
  • maximin | 59.93.166.180 | ২৮ নভেম্বর ২০১১ ১৯:২৯501233
  • ভাষার প্রাথিমিক উদ্দেশ্য কমিউনিকেশন।
  • dukhe | 122.160.114.85 | ২৮ নভেম্বর ২০১১ ১৯:৩২501234
  • উঁহু । পক্ষে । আমি তো বলছিই কিষেণজি হিরো হলে সরকার এবং আমাদের লজ্জারই কথা । ওখানে কিষেণজির মত লোকেরা হলেও বক্তব্য একই ।
    মোশন ভালো করে পড়ুন । "কিষেণজি হিরো" মোশন নোয়, "হিরো হলে লজ্জার কথা" - এইটা মোশন ।
  • pi | 72.83.76.29 | ২৮ নভেম্বর ২০১১ ১৯:৩৩501236
  • দুখেদাকে ক।
  • SC | 150.212.60.116 | ২৮ নভেম্বর ২০১১ ১৯:৩৩501235
  • দুখে যেটা বলল, সেটাকে ক। মাওবাদী আন্দোলন যে মাথাচাড়া দিয়ে উঠেছে, এর জন্য অনেকেরই লজ্জা হওয়া উচিৎ।
    কিন্তু হচ্ছে কি?
    আগের সরকারের তো হয়নি, এই সরকারেরও হবে বলে মনে হয় না।
    কিষেণজীরা তো সময়ের সৃষ্টি। ঠিক কি ভুল সে অন্য কথা। কিন্তু আদিবাসীদের ঘরে দুবেলা পোলাও মাংস হলে
    কিষেণজীর কোনো মাস বেস থাকত কি? থাকত না।
  • pi | 72.83.76.29 | ২৮ নভেম্বর ২০১১ ১৯:৩৫501237
  • আর শুধু পোলাও মাঁসের অভাবও না, তাদেরকে মানুষের সম্মানটুকু দেওয়ার অভাবটাও।
  • maximin | 59.93.166.180 | ২৮ নভেম্বর ২০১১ ১৯:৫০501238
  • লজ্জাটা যে সরকার এবং আমাদের সবারই, এ বিষয়ে দ্বিমত আছে বলে ভাবিই নি আমি। একটি অঞ্চল প্রাকৃতিক সম্পদে ধনী, সেই ধন সেখানকার আদিবাসীদের মধ্যে বন্টন করার ব্যাবস্থা নেই, এই লজ্জা কেন্দ্র ও রাজ্য ইত্যাদি সব সরকারেরই, এবং আমার আপনার সবারই। এই মোশনে ডিবেট হয়না।

    কিন্তু 'কিষেণজির মত লোকেরা' কথাটা বাদ দিয়ে ভাবতে হবে সেটা আমি বুঝিনি। আমারই অক্ষমতা।

  • dukhe | 122.160.114.85 | ২৮ নভেম্বর ২০১১ ১৯:৫৫501240
  • বালাই ষাট । বাদ দেবেন কেন ? তাহলে তো মোশনের বাক্যটাই ভেঙ্গে যাচ্ছে ।
  • maximin | 59.93.166.180 | ২৮ নভেম্বর ২০১১ ১৯:৫৫501239
  • এভাবেই আলোচনার মোড় ঘুরিয়ে দিতে হয়। সমাধানের রাস্তা বার করার দায়িত্বও এভাবেই অস্বীকার করতে হয়।
  • pi | 72.83.76.29 | ২৮ নভেম্বর ২০১১ ২০:০০501241
  • এই অবস্থা সরাকারের ও আমাদের কাছে লজ্জার বিষয় - সমাধানের রাস্তা খুঁজে বের করার জন্য এই জায়গাটার উপর জোর দেওয়াই তো দরকার মনে হয়, আমার।
    কিষেণজী বা অন্য কেউ হিরো হলেন কি হলেন না, সেটা সরকার বা আমাদের কাছে লজ্জার বিষয় হলে সমাধানের সূত্র কী করে বেরোবে বুঝতে পারছি না।
    কিষেণজীর হিরো হওয়াটা সমস্যার উপসর্গ হতে পারে, কারণ তো নয়।
  • dukhe | 122.160.114.85 | ২৮ নভেম্বর ২০১১ ২০:১৫501244
  • পাইও পয়েন্ট মিস করছে ! তাও আবার ডিবেটে !
    আরে কিষেণজি হিরো হলেন কিনা সেটা তো লাগবেই । যদি ধরা হয় উনি একটি সাইকো-কিলার কি জঙ্গল-মাফিয়া কি বাতিকগ্রস্ত কাপালিক কি রেগুলার ধর্ষক, তাহলে এই মৃত্যু পাতি ল-অ্যান্ড-অর্ডার ইস্যু । হিরোত্ব নেই । কোন সমস্যা নেই । লজ্জারও কিছু নেই ।

    কিন্তু যদি হিরো হন তাহলেই গোলমাল ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন